সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি,গ্রেপ্তার-১সাতক্ষীরায় ১৫ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটকসাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদনআশাশুনিতে সাংবাদিককে গ্রেপ্তারের ভয় ও প্রাণনাশের হুমকিসাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদনসাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণআশাশুনিতে বিএনপির ইফতার মাহফিলের প্রস্ততি সভাশহীদ আসিফ পরিবারে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার উপহারনারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভিবিডির মানববন্ধনসাতক্ষীরায় মাছের ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নিহত

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা-যশোর মহাসড়কে মহেন্দ্রা ও ইঞ্জিনভ্যানের মুুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহামান (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান কলারোয়ার উপজেলার তুলসিডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে কলারোয়ার থেকে মাহেন্দ্র যোগে সাতক্ষীরার দিকে আসছিলেন মোস্তাফিজুর রহমান। পথিমধ্যে ঝাউডাঙ্গার ওয়ারিয়ার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজ্ঞিনভ্যান (আলম সাধুর) সাথে মহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিভিন্ন এলাকায় রোজাদারের মাঝে আসাদুজ্জামান বাবুর ইফতার সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।

মঙ্গলবার (১২ মার্চ) বিকালে সাতক্ষীরা শহরের মিলবাজার ও কাটিয়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীসহ রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মাসব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকার রোজাদারের হাতে ইফতার পৌছে দিবেন তিনি।

এব্যাপারে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার মাহফিল বা পার্টি আয়োজন না করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে তিনি আমাদের গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দলের বিভিন্ন নেতৃবৃন্দের সহযোগিতায় প্রতিদিন শতশত দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। আর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রমজান মাসের প্রথম দিনে শতাধিকেরও অধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাঁতীদল সাতক্ষীরা জেলা শাখার নতুন আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সাতক্ষীরা জেলা শাখার পূর্বের কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

১১ মার্চ ২০২৪ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত একপত্রে মো: হাসান শাহরিয়া রিপন কে আহবায়ক ও মো: জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, যুগ্ম আহবায়ক শেখ মাহমুদুল ইসলাম, মোছা: সাবিনা ইয়াসমিন শিল্পি, নাজমুল হুদা, সবুজ মাস্টার, মনোয়ার হোসেন,

মাহমুদ মোস্তফা, সদস্য যথাক্রমে মনিরুল ইসলাম মনি, খালেদ মাহমুদ, ইনছাফ আলী, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম ও জিয়াউর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করনে সেবা প্রদান বিষয়ক সংলাপ

প্রেস বিজ্ঞপ্তি :

আশাশুনি উপজেলার দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করনে সরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সেবা প্রদান বিষয়ক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এস.এম.হোসেনুজ্জামান।

১২ মার্চ মঙ্গলবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশন এম জেএফ’র এর সহযোগিতায়, গেøাবাল, এ্যাফেয়ার্স, কানাডা , জিএসি এর অথায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সাইদুল ইসলাম, আশাশুনি উপজেলা শিক্ষা কর্মকর্তা, মো: আছাদুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজসেবা প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন প্রতিনিধি ও এন.জিও প্রতিনিধি সুশান্ত মল্লিক আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সচিব মো: আব্দুর সবুর ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন। উক্ত সভাটি পরিচালনা করেন সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার তীর্থ কুমার দে। বক্তারা বলেন যে সরকারী সকল সেবা দানকারী প্রতিষ্ঠান সব সময় সমাজের খেটে খাওয়া মানুষ ও অবহেলিত মানুষের সকল সরকারী সুবিধা তারা নিশ্চিত করতে চাই।

সব ধরনের সেবা যেন এই সমাজের সকল মানুষ পেতে পারে তার ব্যাবস্থা করবেন, বক্তারা আরো বলেন সব ধর্ম ও বর্নের মানুষ যেন তাদের ন্যার্য সেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং গ্রাম পর্যায় নারী ও কিশোরি দের সরকারী সেবা সম্পর্কিত বিষয় এ আরো বেশি বেশি সচেতনতা গড়ে তুলতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন সূচনা প্রোগ্রামের এফ.ও অজয় রায়, শিউলি সরকার ও ফাইন্যান্স এন্ড এডমিন মনিশঙ্কর হালদার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
শেরপুরের নকলায় তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান।

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, জেলা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মহিদার রহমান, উন্নয়ন কর্মী মাধবচন্দ্র দত্ত, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন,

প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ^াস কেডি, জেলা ভ‚মিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,আনোয়ার ইসলাম রনিসহ সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন অবিলম্বে ওই সাংবাদিককে নি:শর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অপব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদু’র গণসংযোগ ও লিফলেট

নিজস্ব প্রতিনিধি : আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ বদরুজ্জামান বদু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।

(১১ মার্চ) সোমবার সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন সদর উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ বদরুজ্জামান বদু। সাতক্ষীরা সদর উপজেলার গণমানুষের জীবন মান উন্নয়নে সেবার মনোভাব নিয়ে কাজ করতে চাই।

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। আগামীতে আধুনিক সাতক্ষীরা গড়ার ক্ষেত্রে আমি সকলের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করব। আপনাদের দোয়া সমর্থন থাকলে আশা করি মানুষের জন্য কিছু করতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি শেখ তৌহিদুর জামান বাপ্পি, জেলা যুব সংহতির সহ-সভাপতি তুষার,আশিক রেজা শাওন, সদর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, পৌর যুবসংহতির সভাপতি নাহিদ সুলতান শাহিন, আবু বক্কর সিদ্দিকী পান্না, কবিরুল ইসলাম ডাবলু, আবদুস সেলিম, মনা, রাহুল অপুসহ জাতীয় যুবসংহতি সাতক্ষীরা সদর উপজেলা, পৌর কমিটির নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেবার মান বৃদ্ধিতে সকলের নিজ দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে–এমপি আশু

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১মার্চ ) সকাল ১০টায় সদর হাসপাতাল’র কনফারেন্স রুমে সিভিল সার্জন কাম-তত্ত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে জেলা হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু ‘র সভাপতিত্বে জেলা হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সরোয়ার হোসেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ানরুস্তম, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, পৌর মেয়র কাজী ফিরোজ হাসান, বিএমএ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গাজী বশির আহমেদ প্রমুখ।

এসময় এমপি আশরাফুজ্জামান আশু তার বক্তব্যে বলেন,সাতক্ষীরা জেলা হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির আমার প্রথম সভা আমি চাই এখানে মানুষ ভালোভাবে সেবা পাক এবং হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টা খেয়াল রাখতে হবে। মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে আমার জেলায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আন্তরিকভাবে দেখবেন।

এ জেলার মানুষের সেবার জন্য টেকনিশিয়ান সহ উন্নত মানের চিকিৎসা যন্ত্রপাতি প্রদান করবেন। সাতক্ষীরা সদর হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে সকলের নিজ দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে অতিরিক্ত কেবিন বরাদ্দ করার কথা বলেন এখানে আরো একজন মুক্তিযোদ্ধা ও একজন সামাজিক ব্যক্তি সেবার স্থান পাবে।

এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, রাবেয়া পারভিন, ডা. সুশান্ত ঘোষ, সদর হাসপাতালের আর এমও ডা. শেখ ফয়সাল আহমেদ, স্বাস্থ্য প্রকৌশলী কাজী জাকারিয়া, ব্র্যাকের প্রতিনিধি মোঃ সোহেল রানা , নার্সিং সুপারভাইজার শেফালী সরকার ও সদর সদর হাসপাতালের প্রধান সহকারী মাসুম বিল্লাহ, স্বাস্থ্য শিক্ষা বীদ ভোলা নাথ বৈদ্যপ্রমুুখ। জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার আলোচ্য সুচির মধ্যে ছিল-জনবল সম্পর্কিত আলোচনা, ক্যান্টিন বি এমএ ভবন সম্পর্কিত আলোচনা, প্যাথলজি সম্পর্কিত আলোচনা, হাসপাতাল নিরাপত্তা সম্পর্কিত আলোচনা, হাসপাতাল অভ্যন্তরে অটোরিক্সা পার্কিং,দালাল, অ্যাম্বুলেন্স সম্পর্কিত আলোচনা, হাসপাতাল ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনাসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা হাসপাতাল ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরর মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. মুক্তাদির তামিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় রমজান ও বিভিন্ন জাতীয় দিবসের প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় রমজানের পবিত্রতা রক্ষা ও নিয়মিত বাজার মনিটরিং এবং বিভিন্ন জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহাবুবুর রহমান, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুভাষ ঘোষ, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক আবু তালেব, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিটশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পালসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সভায় সিদ্ধান্ত হয় পবিত্র রমজানে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। খোঁলা বাজারে কেউ ইফতারি বিক্রি করলে মোবাইল কোর্টের ব্যবস্থা। বাজার ও খাদ্যের মান নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালত সর্বদা তৎপর থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য পেলেই আইনগত ব্যবস্থা। সেহেরি, ইফতারি, তারাবি চলাকালিন সময়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। সেহেরীর পূর্বে দীর্ঘ সময় ধরে মাইক না বাজিয়ে নির্দিষ্ট সময়ে অন্য ধর্মের মানুষ, শিশু ও অসুস্থদের কথা মাথায় রেখে ধর্মীয় কর্মকান্ড পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি অন্য ধর্মের অনুষ্ঠান পালন করতে গিয়ে মুসলিমদের কোন সমস্যা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বলা হয়। এছাড়া আগামী ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, শিশু সমাবেশ, আলোচনা সভা, দোয়া মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান ও রাত ১০ টায় সমগ্র উপজেলায় এক মিনিট বিদ্যুৎ সংযাগ বন্ধ রেখে দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন, সকাল ৮ টায় বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগীতা, আলোক সজ্জা করা, বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও রুহের শান্তি কামনায় দোয়া, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সিদ্ধান্ত নেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest