সর্বশেষ সংবাদ-

কালিগঞ্জের নলতা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ৬নং নলতা ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

৫ জুন ২৪ তারিখে কালিগঞ্জ উপজেলা কৃষকলের আহবায়ক রোকনুজ্জামান ও সদস্য সচিব আরিফুর রহমান স্বাক্ষরিত একপত্রে আশরাফুল ইসলাম ওসমানকে আহবায়ক, মাস্টার শাহিনুর রহমান সিনিয়র যুগ্ম আহবায়ক ও হাবিকুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়। ###
প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দক্ষিণ পশ্চিম অঞ্চলের নারী উদ্যোক্তাদের (পানি) দ্বিতীয় আঞ্চলিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
দক্ষিণ পশ্চিম অঞ্চলের নারী উদ্যোক্তাদের (পানি) দ্বিতীয় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “অল্প পুজি স্বল্প ধন, নিরাপদ পানি করি বিতরণ” এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরায় বুধবার সকাল ১১টায় তুফান কনভেনশনে রূপান্তরের আয়োজনে এবং ওয়াটার এইডের অর্থায়নে পানি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। রূপান্তরের ইডিএমজি এন্ড ইসি ওয়াশ প্রজেক্ট ম্যানেজার তসলিম আহমেদ টংকারের সঞ্চালনায় রূপান্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রোগ্রাম ডিরেক্টর ফারুক আহমেদ এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াটার এইডের সিআর প্রোগ্রামের ফোকাল পার্সন রেভিন চাকমা, শোভনালি ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিকী, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, ইশ্বরিপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. জিএম শুকুর আলী, শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি এবং সাতক্ষীরা ডিপিএইচও প্রতিনিধি আলী হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান ও আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক এমরান হাসান।

সম্মেলনে শ্যামনগর উপজেলায় অবস্থিত অপরাজিতা নারী দল, সততা নারী দলের পানি ব্যবসার সংগ্রামী জীবন জীবিকা ও কর্মকান্ড উপস্থাপন করেন। এছাড়া পরিবর্তনের গল্প উপস্থাপন করেন আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে জয়িতা পুুরস্কার প্রাপ্ত সদর ইউনিয়নের লাইজা ইয়াসমিন চায়না, বড়দল ইউনিয়নের রাফেজা খাতুন, কাদাকাটি ইউনিয়নেদ গীতা রায় এবং শাপলা মহিলা দলের কল্পনা রায় প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর আওতায় জেলায়র কর্মরত সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
(৫ জুন) দিনব্যাপী এ প্রশিক্ষণ সাতক্ষীরা এলজিইডি সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আবদুল হাকিম।

উদ্বোধনীপর্বে তিনি বলেন, সত্যিকার তথ্য তুলে ধরতে পারার জন্য এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার মৌলিক দিকগুলো যদি জানা থাকে তাহলে জলবায়ু বিষয়ক তথ্য সাংবাদিকরা জাতির কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। আপনারা যেহেতু দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলায় বসবাস করেন তাই আপনারা সাংবাদিকগণ বায়ু এবং জলের তাপমাত্রার উষ্ণতা, প্রজাতির ঋতু পরিবর্তন, প্রবাল ব্লিচিং, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় প্লাবন, উপকূলীয় ক্ষয়, ক্ষতিকারক অ্যালগাল ব্লুম, হাইপোক্সিক (বা মৃত) অঞ্চল, নতুন সামুদ্রিক রোগ, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর ক্ষতি, বৃষ্টিপাত, এবং মৎস্য হ্রাস সর্ম্পকে লিখতে হবে। আপনি লিখলে বিশ্ববাসী জানবে, সুতরাং আপনাদের জলবায়ু সর্ম্পকে লিখতে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জাবেদ হোসেন। প্রশিক্ষণে সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ, জলবায়ু বিশেষজ্ঞ ফারুক বিশ্বাস ও পাবলিক রিলেশন এন্ড মার্কেটিং স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিকিৎসার নামে সৌদী প্রবাসীর স্ত্রীর সাথে পরোকিয়ায় : সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার শিক্ষক রাজিবুলের বহিস্কার দাবি

নিজস্ব প্রতিনিধি :
চিকিৎসার নামে সৌদী প্রবাসীর স্ত্রীর সাথে পরোকিয়ায় জড়িয়ে আলোচনায় এসেছেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক রাজিবুল ইসলাম। তিনি শিক্ষকতার পাশাপাশি করেন হোমিও চিকিৎসা। স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাদে চিকিৎসার নামে স্ত্রীর সাথে গড়ে তোলেন অবৈধ সম্পর্ক। বিষয়টি জানাজানি হওয়ায় ওই শিক্ষক কাম ডাক্তার কে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিস্কারসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসীসহ স্থানীয়রা। তবে এ অভিযোগ কে নিছক ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত রাজিবুল।

জানা গেছে, পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা পাড়ার মামুন দীর্ঘদিন ধরে সৌদী আরবে চাকুরী করতেন। ছুটিতে বাড়ি এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের অনেকদিন অতিবাহিত হলেও কোন সন্তান না আসায় স্থানীয় কথিত হোমিও চিকিৎসক আলিয়া মাদ্রাসার শিক্ষক রাজিবুল ইসলামের কাছে চিকিৎসা করাতে পাঠান স্ত্রীকে। ছুটি শেষ হলে তিনি পুনরায় সৌদী আরবে চলে যান। এ সুযোগে কৌশলে ওই প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন রাজিবুল। একপর্যায়ে প্রবাসীর পাঠানো টাকাও হাতিয়ে নেয় নারীলোভী রাজিবুল ইসলাম। গত ২ মার্চ প্রবাসী বাড়িতে ফিরে তাদের সম্পর্কের বিষয়টি অবগত হন। এমনকি একত্রে দুজনকে ধরেও ফেলেন তিনি। সে সময় রাজিবুল ওই নারীকে বিয়ের শর্তে মুক্তি পেলেও পরে অস্বীকৃতি জানান।
ভুক্তভোগী আরো জানান, রাজিবুল তার স্ত্রীর সাথে সম্পর্কের কথা নিজে স্বীকার করেছেন। যার প্রমান সংরক্ষিত আছে।

তবে অভিযুক্ত রাজিবুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, একজন রোগীর সাথে চিকিৎসকের যে সম্পর্ক থাকে, আমার সাথে ওই নারীর সেই সম্পর্ক রয়েছে। এর বাইরে কোন সম্পর্ক নেই। তবে তার ভিডিও ডকুমেন্ট এবং অডিও সংরক্ষিত আছে এমন প্রশ্নে তিনি বলেন এটি এডিটিং করা। আমাকে বøাক মেইল করা হচ্ছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আলিয়া মাদ্রাসার একাধিক অভিভাবকরা বলছেন,আলিয়া মাদ্রাসার সুনাম রক্ষা করতে ওই শিক্ষককে দ্রæত বরখাস্তসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে শিক্ষার্থীদের উপর প্রভাব পড়বে। যে প্রতিষ্ঠানের শিক্ষক নারীদের জিম্মি করে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে পারে তার কাছে কোন ভাবেই মেয়েদের পড়ানো নিরাপদ হবে না। শিক্ষক রাজিবুল কে বহিস্কারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

অন্যদিকে ওই নারী লম্পট রাজিবুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে উল্লেখ করেছেন রাজিবুল ঔষধ সেবন করিয়ে অচেতন করে তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে। তিনি ওই লম্পট রাজিবুলের শাস্তি দাবি করেছেন।

এবিষয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির বলেন, যদিও মাদ্রাসা অধিদপ্তর আমাদের মধ্যে না। তারপরও বলব একজন শিক্ষকের কাছ থেকে এধরনের কার্যক্রম প্রত্যাশা করা যায় না। অবশ্যই সংশ্লিষ্ট দপ্তর বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন।

আলিয়া মাদ্রাসার সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির বলেন, এবিষয়ে এডিসির নেতৃত্বে একটি তদন্ত টিম গঠন করা হয়েছিল। তদন্তের প্রতিবেদন দেখে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের  ১৪নং ফিংড়ি ইউনিয়নে ৬১সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন ১৪ নং ফিংড়ি ইউনিয়নে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর ৬১ সদস্য বিশিষ্ট (নারী) পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভপতি পদে রেবেকা সুলতানা সাধারণ সম্পাদক পদে রত্না রানী সরকার ও সাংগঠনিক সম্পাদক পদে সালমা খাতুন কে মনোনীত করা হয়।

সহ-সভাপতি পদে যথাক্রমে কাজল বালা মিস্ত্রী, সুধা রানি মন্ডল, লিপিকা দাসী, মনিকা রানী সরকার, তাছরিমা খাতুন, মঞ্জুয়ারা খাতুন, তাছলিমা খাতুন, বিল্লু রানি মন্ডল, নুরজাহান বেগম, আঞ্জুযারা বেগম। যুগ্ন-সাধারণ সম্পাদক নাছিমা খাতুন, শামিমা খাতুন, অনিতা রানী। সাংগঠনিক সম্পাদক ঝর্ণা রানী ও রুপালী দাসী।
এছাড়াও ১৯ জন সম্পাদক মন্ডলীর সদস্য, সহ-সম্পাদক ১৫ জন ও ৯ জন কার্যনির্বাহী সদস্য মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট ১৪ নং ফিংড়ি ইউনিয়নে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ (নারী) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রয় করার অপরাধে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান। সোমবার রাতে তিনি এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, উপজেলা সদরের শহিদুল্লাহ গাজীর ছেলে আল মামুন তার অনিক ফার্মেসি নামক প্রতিষ্টানে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিক্রি করে আসছেন। এমনকি তার দোকানে ফিজিশিয়ান স্যাম্পল ঔষধও বিক্রি করা হয়। সম্প্রতি এক ভুক্তভোগী অনিক ফার্মেসি থেকে ঔষধ কিনে খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে দেখা যায় সেগুলো মেয়াদোত্তীর্ণ ঔষধ। ভুক্তভোগীর নিকট থেকে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সেখান থেকে ২ হাজার পিচ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে ইউএনও জানান। ইউএনও আরো জানান, অসুস্থ ঐ ব্যক্তি সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। জীবন রক্ষাকারী ঔষধ নিয়ে এধরনের ব্যবসা খুবই দুঃখজনক বলে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সামেক হাসপাতালের আউটসোর্সিং নিয়োগ স্বচ্ছতা  দাবিতে পথসভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং জনবল নিয়োগ স্বচ্ছতা ও ভুয়া নিয়োগপত্র দেখাইয়ে প্রায় চার কোটি টাকা আত্নসাতকারী দুনীতিবাজ প্রতারক বরিশাল জেলা বিএনপির সদস্য ও পিমা এ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলালকে পুনারায় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের আউটসোর্সিং টেন্ডার না দেয়ার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন মঙ্গলবার বিকেলে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যােগে সাতক্ষীরা খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যাুরালের সামনে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় বক্তব্যে রাখেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ সভাপতি সাবেক সিবিএ নেতা শেখ শওকত আলী, মানবাধিকার কর্মী শেখ ফারুক হোসেন, ভুমিহীন অধিকার পরিষদ সভাপতি বাবলু হাসান, সাংবাদিক রুবেল হোসেন, শেখ রিয়াজুল ইসলাম, শাহাজান আলী ছোট বাবু, কাজী আব্দুল আলিম, সিরাজুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, হাসপাতালের পরিচালক শীতল চৌধুরীসহ টেন্ডার কমিটির সিন্ধান্ত মোতাবেক ২০২৪ সালের ১৭ মে তারিখে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং ঠিকাদারের টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। উক্ত টেন্ডার দরপত্র সিডিউল জমার দেওয়ার শেষ তারিখ চলতি মাসের ৫ জুন এবং টেন্ডার দরপত্র হবে ৬ জুন।

বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শীতল চৌধুরীসহ টেন্ডারবাজিরা মোটা অংকে টাকার বিনিময়ে টেন্ডার দরপত্র কারসাজি করে হাসপাতালের বর্তমান আউটসোর্সিং ঠিকাদার চতুর্থ সর্বনিম্ন দরদাতা বরিশাল জেলা বিএনপির সদস্য পিমা এ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলালকে পুনারায় টেন্ডার দেয়ার জন্য জোর প্রচেষ্টায় পায়তারা চালাচ্ছেন।

বক্তারা আরো সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পূর্বে আউটসোর্সিং ঠিকাদারের টেন্ডারে আউটসোর্সিং ঠিকাদার টেন্ডার দরপত্র আহবানে পিমা এ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলাল আউটসোর্সিং টেন্ডার পায়। এরপর দুলাল আউটসোর্সিং টেন্ডার পেয়ে সাতক্ষীরা জেলার সাধারণ মানুষকে হাসপাতালে আউটসোর্সিং কর্মী হিসেবে চাকুরী দেওয়ার জন্য দুলাল একটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ঠিকাদার দুলাল সাতক্ষীরার মানুষের কাছে কিছু ভুয়া নিয়োগপত্র দেখাইয়ে তাদের কাছ থেকে নিয়োগ প্রতি ৩ লাখ থেকে ৪ লাখ টাকা করে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেয় ঠিকাদার দুলাল।

ঠিকাদার দুলাল ভুয়া নিয়োগপত্র দেখিয়ে পাটকেলঘাটা এলাকার সোবহানের ছেলে আল আমিনের কাছ থেকে ২৩ লাখ টাকা, পাটকেলঘাটা থানার বড়ভিলা এলাকার শেখ শাহাজান আলীর ছেলে ইমরান হোসেনের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ও তালা উপজেলার কৃষ্ণকাটির এলাকার মনিরুজ্জামান সরদারের ছেলে রফিকুল ইসলামের কাছ ২৩ লাখ টাকাসহ প্রায় চার কোটি টাকা হাতিয়ে নেয় ঠিকাদার দুলাল। এসব টাকা ফেরত পাওয়ার জন্য ঠিকাদার দুলালের নামে সাতক্ষীরা আদালতে ৫ টি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।

বক্তারা আরো বলেন, ইতিপূর্বে সাতক্ষীরা মেডিকেলে পিমা এ্যাসোসিয়েট লিঃ এর ঠিকাদার দুলাল বিগত সময়ে টেন্ডার মেয়াদ শেষ হবার পূর্বে মাত্র ৬ মাসের টেন্ডারে হাইকোর্টে রিট করে গত ৫ বছর যাবত হাইকোর্টের রিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং এর মাধ্যমে ৪৬ জন জনবল কাজ করে আসছিল। আউটসোর্সিং কর্মচারীদের কাছ থেকে বেতন শিটে জোর করে স্বাক্ষর করে নিয়ে তাদের মাসিক বেতন ১৪,৪৫০ টাকা উত্তোলন করে আউটসোর্সিং কর্মীদের মাত্র ৮/৯ হাজার টাকা বেতন দিতেন। আর স্বাক্ষর না দিলে কর্মীদের চাকুরীচ্যুত করার হুমকিও দিতেন তার পোষা লোকজন। ঠিকাদার ও তার দালালচক্রের অনিয়ম ও অত্যাচারে কর্মচারীরা অতিষ্ঠ হয়ে উঠতেন।

বক্তারা আরো বলেন, মেডিকেল হাসপাতালের আউটসোর্সিং কর্মী নিয়োগ প্রকাশ হবার আগেই আউটসোর্সিং আবেদন কারীদের আবেদনপত্র স্বাক্ষর দেওয়ার নামে আবেদনকারীদের কাছে থেকে আবেদন প্রতি এক হাজার টাকা করে নিচ্ছে মেডিকেল হাসপাতালের পরিচালক ডাঃ শীতল চৌধুরী।

বক্তারা বলেন, এই দুনীতিবাজ, টাকা আত্নসাতকারী মামলার আসামী প্রতারক বরিশালের পিমা এ্যাসোসিয়েট লিঃ এর ঠিকাদার দেলোয়ার হোসেন দুলালকে যদি পুনারায় আবারও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং টেন্ডার দরপত্র পায়, তাহলে সাতক্ষীরার সাধারণ মানুষ কর্মসংস্থান থেকে বঞ্চিত হবে এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এছাড়াও সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল পুনারায় চালুর দাবি জানান বক্তারা। সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং জনবল নিয়োগ স্বচ্ছতা ও পিমা এ্যাসোসিয়েট লিঃ এর ঠিকাদার প্রতারক দেলোয়ার হোসেন দুলালকে পুনারায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং টেন্ডার দরপত্র না দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান মানববন্ধনে বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বে-সরকারি সংস্থার পরিচালককে অপহরণ করে নির্যাতন: গ্রেপ্তার-৩

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার একটি বে-সরকারি সংস্থার পরিচালককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে পুলিশ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে মহিলা কলেজ সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে সংস্থার পরিচালককে উদ্ধার করে পুলিশ। একই সময়ে অপহরণের অভিযোগে ৩ জনকে আটক করা হয়।

এঘটনায় ভুক্তভোগী সদর উপজেলার আগরদাড়ি এলাকার বে-সরকারি সংস্থা রুরাল এ্যাডভ্যান্সমেন্ট ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দাখিল করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,পৌরসভার রাজারবাগান পুরাতন সাতক্ষীরা এলাকার নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন,একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে বাঁধন সরদার ও সংস্থার ম্যানেজার মধ্যকাটিয়া এলাকার নিতাই কর্মকারের ছেলে রাহুল কর্মকার।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সংস্থার ম্যানেজার রাহুল কর্মকার পরিচালক মাহবুবুর রহমানের কাছে ৬০ হাজার টাকা ধার দিয়েছিলেন। কিন্তু টাকা আদায় করতে ব্যর্থ হয়ে শহরের উঠতি বয়সী চিহিৃত সন্ত্রাসী ইমরান হোসেন ও বাঁধন সরদারের শরনাপন্ন হন রাহুল। গত শনিবার শহরের পলাশপোল এলাকা থেকে তারা মাহবুবকে অপহরণ করে। পরে তাকে মহিলা কলেজ সংলগ্ন এলাকায় একটি বাড়ির গোপন কক্ষে আটকে রেখে নির্যাতন চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তিনদিনের মাথায় সোমবার রাতে মাহবুবকে উদ্ধার করে। এসময়২ সন্ত্রাসীকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তিতে মধ্যকাটিয়া এলাকা থেকে রাহুলকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মোহিদুল ইসলাম জানান,‘‘ ভুক্তভোগী মাহবুবুর রহমান বাদি হয়ে ইমরান,বাঁধন ও রাহুলকে জ্ঞাত ও কয়েকজনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি অপহরণ মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest