সর্বশেষ সংবাদ-
সারাদেশে খুন- ধর্ষন -শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনআশাশুনির কালকীর স্লুইস গেটে পলি মাটি জমে থাকায় ১০ হাজার বিঘা জমিতে ফসল হচ্ছে নাদেবহাটা কলেজ শাখা ছাত্রদলের মানববন্ধনজুলুম-নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলন কখনো দমানো যাবেনা: মুহাঃ ইজ্জত উল্লাহতালার চাঁদাবাজ, ছিনতাই ও লুটপাটের মূল হোতা আটক রিয়াজুল কে ছাড়াতে থানা ঘেরাওসাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি,গ্রেপ্তার-১সাতক্ষীরায় ১৫ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটকসাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদনআশাশুনিতে সাংবাদিককে গ্রেপ্তারের ভয় ও প্রাণনাশের হুমকিসাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদন

রোজ গার্ডেন স্কুলের মহান একুশ পালন

সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্র চৌরঙ্গী মোড় বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দে সড়কে অবস্থিত রোজ গার্ডেন স্কুলের পক্ষ থেকে মহান ২১ ফেব্রæয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

সকালে স্কুল হতে প্রভাত ফেরি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে অবস্থিত শহিদ মিনারে ১৯৫২ সালের ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ভরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক এস এম আনোয়ার হোসেন, হেড ম্যাডাম মোসলেমা খাতুন লাভলীসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, সকল শিক্ষার্থী ও অভিভাবক-অভিভাবিকা মন্ডলী। সবশেষে প্রভাত ফেরিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে পরিচালক অনুষ্ঠান শেষ করেন। প্রেস বিজ্ঞপ্তি ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালী সীমান্ত থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার কুশখালী সীমান্ত এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার কুশখালী সীমান্তের মাঝেরপাড়া কিন্ডার গার্ডেন স্কুল মোড় হইতে ভাদড়া মাঠ গামী কাঁচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ আনারুল ইসলাম(২৮)। সে সদর উপজেলার ঘোনা কাজীপাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিদুল ইসলাম জানান, সদর উপজেলার কুশখালী সীমান্তের মাঝেরপাড়া কিন্ডার গার্ডেন স্কুল মোড় হইতে ভাদড়া মাঠ গামী কাঁচা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সদর থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫ কেজি গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে সোপার্দ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আলম সাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : বিদ্যৃৎ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালতলায় আলম সাধু নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে বিদ্যৃতের কাজে নিয়োজিত শ্রমিক রাসেল হোসেন (৩৫) নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আলম সাধুর চালক রনি মোড়ল। আহত রনি মোড়লকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর বারোটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেল চুকনগর এলাকার বাসিন্দা ও আহত রনি মোড়ল যশোর পৌরশহরের বাসিন্দা। রাসেল বিদ্যুতের খুটি বসানোর কাজে নিয়োজিত ঠিকাদারের শ্রমিক হিসেবে কাজ করতেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, রাসেল আলমসাধুতে বিদ্যুৎ অফিসের সরঞ্জামাদি নিয়ে কালিগঞ্জ থেকে পাটকেলঘাটায় যাচ্ছিল। পথিমধ্যে আলমসাধুু তালতলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।
এতে গুরুতর আহত হন রাসেল ও আলম সাধুর চালক রনি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। রাসেলের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া এসিল্যান্ড অফিসের সামনে মিললো অজ্ঞাত যুবকের লাশ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) অফিসে মিললো এক অজ্ঞাত যুবকের লাশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে চলার পথে পথচারীরা ভূমি অফিসের সামনের মাঠে ওই লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক কেউ ওই লাশকে শনাক্ত বা নাম পরিচয় জানাতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তবে ভূমি অফিসে সেবা নিতে আসা এক নারী জানান, ‘মৃত ব্যক্তির নাম সুজন, বাড়ি কয়লায়। অনেক আগেই তার মা-বাবার বিচ্ছেদ হওয়ায় সে নানা বাড়ি বদ্দিপুর গ্রামে থাকতো। পরে সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং নানার বাড়ি থাকতো না। বাজারের বিভিন্ন সড়কের পাশে ও মসজিদের সামনে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করতো। তারা সমস্ত শরীরে ঘা।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘যুবকটি অসুস্থ ছিল, সম্ভবত নেশা করতো। তার পেটের নিচে টিউটমার ছিল, সেটা ফেটে গেছে। স্বাভাবিকভাবেই অসুস্থ জনিত কারণে সে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের সীমান্ত নদী ইছামতি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কালিগঞ্জ প্রতিনিধি :

কালিগঞ্জ সীমান্ত নদী ঈছামতি খারহাট এলাকার বাংলাদেশের তীর হতে ক্ষত-বিক্ষত অবস্থায় অর্ধগলিত ৫০ উর্দ্ধ অজ্ঞাত ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। (২০ ফেব্রæয়ারি) মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট সুইচ গেটের বিপরীতে নদীর তীরে ফাঁস জালে জোড়ানো চেকের লুঙ্গি পরা ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় জেলেরা। বিষয়টি থানায় পুলিশকে জানালে উপ-পরিদর্শক ফাহাদ হোসেন ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বেশ কয়েক দিন পূর্বে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঐ ব্যাক্তি বাংলাদেশ বা ভারত কোন দেশে নাগরিক সেটা শনাক্ত করা সম্ভব হয়নি। অবস্থার প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে চোরাকারবারী, গরুর রাখাল বা জেলে হতে পারে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অজ্ঞত মৃত ব্যাক্তি লাশ নৌ পুলিশের কাছে হস্তন্তর করা হয়ে। নৌ-পুলিশের উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম জানান, লাশের সুরতহাল রির্পোট তৈরী করা হয়েছে। তবে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হয়েছেন সাতক্ষীরার রিফাত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান রিফাত হোসেন। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি। তিনি ২০১৪ সালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ প্রেসক্লাবের কমিটিকে স্বীকৃতি দিলো আদালত

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র নেতৃত্বাধিন কার্যনির্বাহী কমিটির স্বীকৃতি দিয়ে রায় প্রদান করেছেন বিজ্ঞ আদালত। সেই সাথে আব্দুল হামিদ ও শাওন আহমেদ সোহাগদের গঠিত কাল্পনিক কমিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এখবরে প্রেসক্লাবসহ উপজেলা এলাকায় কর্মরত সাংবাদিকদের মধ্যে মিষ্টিমুখ ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা গেছে। আদালতের আদেশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক দুই বছর মেয়াদে নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশন গঠনসহ বিধিমালা অনুযায়ি তফসীল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
এ তফসীলে মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ন্ত প্রার্থীর নামের তালিকা প্রকাশের দিন ধার্য্য করা হয় ২৬/০৭/২২ তারিখে। এদিন নির্ধারিত সময়ে পৃথক ১৩টি পদে মাত্র ১৩ জন মনোনয়নপত্র দাখিল করায় বিনা প্রতিদ্বন্দিতায় শেখ সাইফুল বারী সফু সভাপতি, শেখ আনোয়ার হোসেন ও বাবলা আহমেদ সহ সভাপতি, সুকুমার দাশ বাচ্ছু সাধারণ সম্পাদক, এম হাফিজুর রহমান শিমুল যুগ্ম সম্পাদক, সাজেদুল হক সাংগঠনিক সম্পাদক, কাজী মুজাহিদুল ইসলাম তরুণ কোষাধ্যক্ষ, মীর জাহাঙ্গীর হোসেন দপ্তর সম্পাদক, এসএম, আহম্মদ উল্যাহ বাচ্ছু তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম গোলাম ফারুক, সেলিম শাহারিয়ার ও গোলাম ফারুক কে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশন। এ কমিটিকে সাধুবাদ জানিয়ে মিষ্টি বিতরণ, অভিনন্দন বার্তা ও ফুলেল শুভেচছায় সিক্ত করেন সহকর্মীসহ বিভিন্ন মহল। এদিকে প্রেসক্লাবের বহুল বিতর্কিত ৩জন সদস্যকে সাথে নিয়ে প্রেসক্লাবের সদস্য নয় এবং নানান বিতর্কে জড়িতদের দিয়ে একটি কাল্পনিক ও ষড়যন্ত্র মূলক কমিটি গঠন করে অপপ্রচার চালাতে থাকে আব্দুল হামিদ গং। কালিগঞ্জ প্রেসক্লাবের নাম, পদবী, প্যাড, লোগো, সাইনবোর্ড ব্যবহার করে নানান অপপ্রচার ও চাঁদাবাজি করার প্রতিবাদে সিনিয়র সহকারী জজ আদালত, কালিগঞ্জ, সাতক্ষীরা মামলা দায়ের করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু। দেওয়ানী মামলা নং ৮৩/২০২৩।

বাদী পক্ষের দাখিলি ১৬/০৩/২৩ তারিখে দেঃ কাঃ বিঃ আইনের অর্ডার ৩৯ রুল ১/২ ও ১৫১ ধারার এ মামলায় বিবাদী আব্দুল হামিদ গংয়ের বিরুদ্ধে ৪/২/২০২৪ তারিখে আদেশ দেন সহকারী জজ আদালতের সিনিয়ন জজ মোঃ তরিকুল ইসলাম। আদেশের তারিখ থেকে হামিদ গং কালিগঞ্জ প্রেসক্লাবের নাম, পদ, পদবী, লোগো, সাইনবোর্ড, ব্যানার ডদি ব্যবহার করে সেটা হবে আদালত অবমাননার সামিল। উল্লেখ্য যে, ১৯৮৩ সালে কালিগঞ্জ প্রেসক্লাব স্থাপিত হওয়ার পর থেকে সুনামের সাথে প্রেসক্লাব পরিচালিত হয়ে আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে তিন ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে পৃথক পৃথক ভাবে তিন ক্লিনিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আদালত পরিচালনাকালিন সময় ৩ ক্লিনিকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

(১৯ ফেব্রæয়ারী) সোমবার দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। ক্লিনিক গুলোতে মেডিকেল প্রাকটিসেস, বেসরকারী ক্লিনিক এবং ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র, লজিস্টিক সার্পোট ও মানহীন সেবার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, উপজেলার নলতা সদরের ইউনিক ক্লিনিককে ৫০ হাজার, আহসানুল্লাহ ক্লিনিককে ১০ হাজার এবং মৌতলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালকসহ থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এমনি ভাবে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাংবাদিকদের বলেন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest