সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার শিয়ালডাঙ্গায় বসতঘরে আগুন : ২ লক্ষ টাকার ক্ষতিদেবহাটায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষসাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধনখাস জমি উদ্ধার পূর্বক ভ‚মিহীনদের মধ্যে বন্টনের দাবিতে সভাবাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন: জামায়াত নেতা ডাঃ তাহেরদেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনীইছামতি নদী থেকে জালে ধরা পড়লো বিশাল এক কচ্ছপসার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভসাতক্ষীরার পৌর এলাকায় শনিবার সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবেতারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

ডা. পলাশের ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী পেলেন চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান উপলক্ষে সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

বিশেষ করে মেরুদণ্ড, হাড়-জয়েন্টের ব্যথা ও গাইনি সমস্যায় ভুগতে থাকা রোগীদের জন্য এই বিশেষায়িত সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সাতক্ষীরার মাটি ও মানুষের সন্তান হিসেবে এই উদ্যোগের মূল কারিগর ছিলেন ডা. মাহমুদুল হাসান পলাশ। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি এই এলাকার মানুষের দুঃখ-কষ্ট দেখেছেন এবং দেখেছেন কীভাবে অর্থের অভাবে অনেকেই উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। তার সেই শৈশবের স্বপ্ন ছিল, একদিন তিনি বড় চিকিৎসক হয়ে সাতক্ষীরার মানুষের জন্য কিছু করবেন, যাতে অর্থের অভাবে কেউ বিনা চিকিৎসায় মারা না যায় বা পঙ্গুত্ববরণ না করে।

তিনি বলেন, “স্বাধীনতার চেতনাকে ধারণ করেই আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি। আমাদের দেশে এখনো অনেক মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। বিশেষ করে এই সাতক্ষীরা জেলা রাজধানী থেকে দূরে হওয়ায় উন্নত চিকিৎসা সেবা পেতে অনেকেই বঞ্চিত হন। সেই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন, যাতে গরিব, অসহায় ও দুস্থ মানুষরা চিকিৎসা থেকে বঞ্চিত না হন।”

এই মেডিকেল ক্যাম্পে ডা. মাহমুদুল হাসান পলাশ নিজেই রোগীদের সেবা দিয়েছেন, রোগ নির্ণয় করেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়েছেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে মেরুদণ্ড ও হাড়-জয়েন্টের সমস্যায় ভুগতে থাকা রোগীদের জন্য তার এই সেবা আশীর্বাদ হয়ে এসেছে।

এছাড়া, নারী রোগীদের জন্য গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. মানছুরা ইয়াসমিন সম্পা বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। গর্ভকালীন জটিলতা, প্রসূতি সংক্রান্ত সমস্যা ও অন্যান্য গাইনি সমস্যায় আক্রান্ত অনেক রোগী এই ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। এক রোগী, আসিফুর রহমান, যিনি দীর্ঘদিন ধরে কোমর ও মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন, তিনি বলেন, “আমি কখনো ভাবিনি এত সহজে ভালো মানের চিকিৎসা পাব। ডা. মাহমুদুল হাসান পলাশের পরামর্শ ও চিকিৎসা পেয়ে আমি সত্যিই উপকৃত হয়েছি।”

ডা. মাহমুদুল হাসান পলাশ বলেন, “রমজান মাস আমাদের কাছে সংযমের মাস, দানশীলতার মাস। আর স্বাধীনতা দিবস আমাদের শিখিয়েছে মুক্তি ও মানবতার কথা। আমি মনে করি, আজকের দিনে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতে পারা আমার জন্য সবচেয়ে বড় সাদকায়ে জারিয়া। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর আমরা সেই অধিকার নিশ্চিত করতে সবসময় গরিব-অসহায় মানুষের পাশে থাকব।”

সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে তারা এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের সংখ্যা বাড়াবে, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর বিদায় এবং যোগদান বিষয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ২৭ শে মার্চ সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন মোস্তাক আহমেদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ মোস্তাক আহমেদ বলেন, শিক্ষকরা কোনদিনও অবসরে যায় না। শিক্ষকদের কাছে সমাজের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, যে মানুষ সমাজকে কিছু দিতে পারে সমাজের জন্য কিছু করতে পারে তার কর্মের মাঝে সে আজীবন বেঁচে থাকে।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা,সদ্যযোগদানকৃত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান,
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ রবিউল ইসলাম, বিদ্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ আইয়ুব আলী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্মার্ট মেডিকেল সেন্টারে গ্রাম ডাক্তার সমিতির ইফতার

প্রেস বিজ্হডিপ্ত :
স্মার্ট মেডিকেল সেন্টারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এবং সাতক্ষীরা পৌর শাখার বাস্তবায়নে ২৬ শে মার্চ ২৫ রমজান স্মার্ট মেডিকেল সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফরহাদ জামিল টিটু, সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা শেখ সাঈদ আহমেদ রঞ্জু, মোঃ শফিউল ইসলাম, মোঃ আবুল কালাম।

সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল গফফার এর পরিচালনায় অন্যান্যের এর মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গ্রাম ডাঃ ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান, পৌর শাখার সভাপতি গ্রাম ডাঃ অনির্বাণ সরকার, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আল আমিন গাজী, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ রুহুল আমিনসহ সাতক্ষীরা জেলা, সদর উপজেলা এবং পৌরসভা শাখার গ্রাম ডাক্তার বৃন্দ। এর আগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বর থেকে র‍্যালি বের হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশ ও জাতের সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন গ্রাম ডাঃ হাফেজ আবুল বাশার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তাঁতীদলের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং জুলাই-আগস্টে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শহরের নিউমার্কেট চত্বরে সাতক্ষীরা জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলি, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শেখ মাহমুদুল ইসলাম বুলবুল, জেলা তাঁতীদলের সদস্য এড. নজরুল ইসলাম ঢালী, জিয়াউর রহমান, সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক সাহেব আলী, সদস্য সচিব নাহিদ হাসান টিপু সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন, সাতক্ষীরা পৌর তাঁতীদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন লালটু, সদস্য সচিব নাজমুল হাসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, কলারোয়া উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মোঃ জলিল, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, কলারোয়া পৌর তাঁতীদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, আশাশুনি উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আমির হোসেন বাদশাহ, সদস্য সচিব মেহেদী হাসান, দেবহাটা উপজেলা তাঁতীদলের আহ্বায়ক হিরণ কুমার মন্ডল, সদস্য সচিব আবির হোসেন লিওন, তালা উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন, পৌর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রমুখ। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এতিমদের নিয়ে অভিজাত ক্যাটারিং সার্ভিসের ইফতার

অভিজাত ক্যাটারিং সার্ভিস এর আয়োজনে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কদমতলাস্থ অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মনিরুজ্জামান মনি, অভিজাত ক্যাটারিং সার্ভিস এর পরিচালক সালাউদ্দীন রানা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সহকারি পরিচালক আজমাইন সবুজ।

দোয়া পরিচালনা করেন সহকারী পরিচালক আহছান হাবিব রাসেল। ইফতার মাহফিলে ৫০ জন এতিম শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়ছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, মুক্তিযুদ্ধ কমান্ডার মুক্তিযোদ্ধা মশিউর রহমান মোশু, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক মোঃ আরাফাত হোসেন।

অনুষ্ঠানে জেলার ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সকল সদস্যদের সম্মানি, উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭ বছর পর সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদলের ইফতার

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৪ রমজান সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে (শহীদ মিনারের সামনে) এক মনোমুগ্ধকর পরিবেশে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ গত ১৭ বছর ধরে কলেজ ক্যাম্পাসে এমন কোনো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়নি। এই বিশেষ আয়োজনে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ, বিএনপি, অঙ্গ সংগঠন ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে রমজান মাসের পবিত্রতা ও ইসলামের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়, এরপর সকলের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতার শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হওয়া সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এসময় ছাত্রদলের নেতারা বলেন, এই মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ছাত্র সমাজের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠার একটি মাধ্যম। তারা সকলের প্রতি আহ্বান জানান, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে কাজ করার জন্য।

এই ১৭ বছরের দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হওয়া ইফতার মাহফিল সবার মধ্যে আনন্দ এবং উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। উপস্থিত সকলেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে, যা ছাত্র-ছাত্রীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেউ দখলবাজি, চাঁদাবাজি ও মামলাবাজি করলে দল থেকে বহিষ্কার করা হবে– জেলা বিএনপির আহবায়ক

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ বলেছেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ যদি কেউ করে যেমন, দখলবাজি, চাঁদাবাজি, মামলাবাজি, ভুমি দখল ও কোন মানুষকে নির্যাতন করা এ ধরনের কোন কোজ কাজ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি আজ মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি এসময়, এখন থেকে একটি সহনশীল বিএনপি, একটি জনপ্রিয় বিএনপি, একটি সুন্দর বিএনপি সাতক্ষীরা জেলায় প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এক সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান মনির সঞ্চলনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটিসহ অন্যান্যরা।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসময় মহান স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনাসভা শেষে জিয়াউর রহমানের আতœার মাগফেরাত কামনায় ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষীকির অনুষ্ঠানে এসময় জেলা ও উপজেলা পর্যায়ের জিয়া পরিষদের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest