সর্বশেষ সংবাদ-
সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সদস্য সাদিকুরের পিতার মারা গেছেনবেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে কলারোয়ায় দোয়াপাটকেলঘাটায় ইসলামী ছাত্রশিবিরের এ প্লাস সংবর্ধনাতালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরুবিয়ের প্রলোভনে বিধবাকে সাড়ে চার মাস ধরে ধর্ষণ : দলিল লেখক শাওনের বিরুদ্ধে মামলামেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তালায় ৭ দোকানকে জরিমানাশ্যামনগরে বজ্রপাতে এক পথচারীর মৃত্যুতালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বৃক্ষরোপনজলবায়ু সহনশীল সমাজ গঠনে বারসিকের নতুন প্রকল্প: ২০ হাজার পরিবারের ভাগ্য পরিবর্তনের উদ্যোগদেবহাটায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ উৎসবে সাতক্ষীরার জেলা প্রশাসক

শহীদ আসিফ হাসানের প্রথম শাহাদাতবার্ষিকী পালিত : ছাত্রদলের কবর জিয়ারত

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকার উত্তরা এলাকায় পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরার শহীদ আসিফ হাসানের প্রথম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে তার নিজ গ্রাম দেবহাটা উপজেলার আসকারপুরে কবর জিয়ারত, দোয়া-মোনাজাত এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তাকে স্মরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ।

২০২৪ সালের এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আসিফ। সহযোদ্ধাকে রক্ষার চেষ্টায় তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন মৃত্যুকে আলিঙ্গন করে। তার এ আত্মত্যাগ ছাত্ররাজনীতিতে এক অনন্য উদাহরণ হয়ে আছে।

শুক্রবার বিকেলে সাতক্ষীরা জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা আসিফের বাড়িতে সমবেত হন। পরে সবাই একত্রে কবর জিয়ারতে অংশ নেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা রন্টি, দেবহাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি **হযরত আলী টিপু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম গাজী, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক সহ আরও অনেকেই।

ছাত্রদল নেতারা বলেন, “আসিফ হাসান শুধু সাতক্ষীরার নয়, সমগ্র ছাত্র আন্দোলনের গর্ব। তার রক্ত বৃথা যাবে না। শহীদ আসিফের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাংস সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি কাদের : ওয়ালিউল সম্পাদক নির্বাচিত

সাতক্ষীরা শহর মাংস ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫ সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। গতকাল চ‚ড়ান্ত নির্বাচনী ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ নিজাম উদ্দীন।
১১টি পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। নির্বাচিতরা হলেন, সভাপতি আলহাজ¦ মো: আব্দুল কাদের, উর্দ্ধতন সহ-সভাপতি আবুল হাশেম, সহ-সভাপতি মো: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক শেখ ওয়ালিউল ইসলাম, যুগ্ম সম্পাদক জামাল মন্ডল, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রানা, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান পলাশ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, কার্যকরি সদস্য খলিলুর রহমান মুকুল ও জাহাঙ্গীর গাজী।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শেখ নিজাম উদ্দীন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। উল্লেখ্য শেখ ওয়ালিউল ইসলাম ১৯৯০ সাল থেকে একাধারে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনার যুবদল নেতা হত্যা মামলার আসামি তালায় গ্রেপ্তার

তালা প্রতিনিধি।।

খুলনার দৌলতপুরে আলোচিত যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার আসামি কাজী রায়হান ইসলামকে সাতক্ষীরার তালা উপশহর থেকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে তালা মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মাত্র চার দিন আগে রায়হান তার স্ত্রী ও শিশু সন্তানসহ ওই বাসা ভাড়া নেন এবং সেখানে অবস্থান করছিলেন। তিনি আত্মগোপনের জন্য ভিন্ন পরিচয়ে বসবাস করছিলেন বলে ধারণা করা হচ্ছে। দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রায়হান খুলনার দৌলতপুর এলাকায় যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি : গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে জেলা জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলটিসাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এসময় ফ্যাসিস্ট হাসিনার বিচার, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার, গোপালগঞ্জে হামলা কেন,প্রশাসন জবাব চাই,আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাই নাই,ধর্ষকদের ঠাই নাই ইত্যাদি স্লোগানে রাজপথ মুখরিত হয়।

মিছিলে হাজার নেতাকর্মী মিছিল অংশ নেয়। এর আগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাও আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. হাবিবুর রহমান, এড. শহিদুল ইসলাম মুকুুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটার অধ্যাপক আব্দুল গাফফার, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, শহর জামাতের নায়েবে আমীর মো. ফখরুল হাসান লাভলু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্বারা জুলাই যোদ্ধা এনসিপির নেতাকর্মীদেরব বর্বরোচিত হামলা চালানো হয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। খুনি হাসিনা ও তার ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের অংশ নয়। যে সেখানে সমাবেশ করা যাবেনা। এই সময় বক্তারা হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। তা না হলে উদ্ভুত পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে বলে হুশিয়ারী দেন বক্তারা। এছাড়া আগামী ১৯ জুলাই জামায়াতের সমাবেশ সফল করার আহবান জানান জামায়াতনেতারা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খোরশেদ আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাতক্ষীরা জেলা যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের ইটাগাছা হাটের সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট গিয়ে শেষ হয়।
সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ্যাড.আব্দুর ছাত্তার,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল,জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান,পৌর যুবদলের আহবায়ক আলি শাহিন,শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু,পৌর যুবদলের সদস্য সচিব মাসুদ রানা,আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ,যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, সহ আরো অনেকে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আমরা নির্বাচন, সন্ত্রাস, গুম ও খুনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে বিগত সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা শেখ হাসিনাকে পরাজিত করার পর একের পর এক ষড়যন্ত্র হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই। এই সরকার ছত্রছায়ায় থেকে তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা ষড়যন্ত্রমূলক কাজ করে যাচ্ছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষের কাছে বিএনপি ও বিএনপি নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি ও অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্রের রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য মাহমুদ হাসানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, অর্থ সম্পাদক কাজী জামাল উদ্দীন মামুন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) উপজেলার চাপড়ায় মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্কে চত্বরে সুপয়ে পানি সংরক্ষনে এসব পানির ট্যাংক বিতরণ করা হয়।

নেটজ্ বাংলাদেশ এর সহায়তায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় এসব পানির ট্যাংক বিতরণ করে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পানির ট্যাংক হস্তান্তর করেন।
এসময় বারসিকের উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী প্রশাসনিক কর্মকর্তা একেএম মাহবুবুুল হক, আশাশুনি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শরিতুল্যাহ, ইউপি সদস্য মো. শাহিনুর আলম শাহিন, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, ইউপি সদস্য তপন সরকার, ইউপি সদস্য (সংরক্ষিত) মোছা. ময়না খাতুন, আশাশুনি প্রেস ক্লাবে সাবেক সভাপতি জিএম মুজিবর রহমান, রিপোর্টাস কøাবের সভাপতি মো. আলাউদ্দিন, আইডিয়াল কর্মকর্তা সুব্রত বাছাড়সহ সুশীল সমাজের প্রতিনিধি ও প্রকল্পের অংশগ্রহনকারীবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয় পরিবেশ প্রকল্পের শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮টি ইউনিয়নের সিএসও সদস্যদের মাঝে এক হাজার লিটারের ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জামায়াত-শিবির-এনসিপির অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫ টায় সাতক্ষীরা সঙ্গীতা মোড়ে সাতক্ষীরা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ উপলক্ষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কবির।

সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভট্টো, সিনিয়র যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মহাসিন আলম, হাসান মাহমুদ বাচ্চু, মঞ্জুরুল মোর্শেদ মিলন, কলারোয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম, শেখ রাশিদুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার, সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন ডাবলু, জাকির হোসেন আফিল প্রমূখ।

সমাবেশ শেষে বিভিন্ন স্লোগান সম্বলিত একটি মিছিল বের হয়ে সাতক্ষীরার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে দেয়া ‘জামায়াত শিবিরে আস্তানা এ বাংলায় রাখবো না, দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার, জামায়াতের আস্তানা গুঁড়িয়ে দাও পুড়িয়ে দাও, শিবিরের আস্তানা গুঁড়িয়ে দাও পুড়িয়ে দাও, এনসিপির আস্তানা এ বাংলায় রাখবো না, এনসিপির দুই গালে, জুতা মারো তালে তালে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান আসছে মা মাটি কাঁপছে সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরার রাজপথ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest