মারুফ স্মৃতি পাঠগারের নবগঠিত কমিটির পক্ষ থেকে নজরুল ইসলামকে শুভেচ্ছা

মারুফ স্মৃতি পাঠগারের নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলামকে শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নব নির্বাচিত নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, মারুফ স্মৃতি পাঠগারের নবগঠিত কমিটির সভাপতি শেখ মনিরুল হোসেন (মাসুম),সহ-সভাপতি শেখ ফারুখ হোসেন, বাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান আল ইমরান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন শেখ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম, ক্রিড়া সম্পাদক রনি ইসলাম,

সদস্য যথাক্রমে আব্দুর রাজ্জাক সরদার, শহিদ সরদার,বাবুল সরদার,মিজানুর রহমান, আব্দুল আলিম সরদার, সাজু, সাইফুল্লাহ সরদার, রফিকুল ইসলাম, সুজন কুমার দাশ, সুমন শেখ। গত ৩০ জানুয়ারি সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ¦ মো: নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মহিলা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় মহিলা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার সকাল ৯ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মিসেস জেসমিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত খেলায় পুরষ্কার বিতরন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, এনডিসি সজীব তালুকদার, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান শাহীন প্রমুখ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা করিমন নেছা, মিসেস সালেহা নজরুল, সহ-সভানেত্রী মিসেস জেসমিন নাহার, মিসেস শাহিনুর আক্তার টুম্পা, মিসেস মোহছেনা আক্তার বানু, সহ-সম্পাদক জেসমিন আক্তার চন্দন, সদস্য শাহানা বুলু, সুমনা আইরিন, রুপালী খান, নাসরিন খান লিপি প্রমুখ। খেলায় বিচারকের দায়িত্ব পালন করেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন শামস, মির্জা মনিরুজ্জামান কাকন ও সাবেক সদস্য কাজী কামরুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, খেলাধুলায় সাতক্ষীরার মেয়েরা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজকে যারা খেলায় অংশ গ্রহন করছেন তারাও আগামীতে জাতীয় পর্যায়ে খেলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ফারহা দিবা খান সাথী। জেলার ৭ টি উপজেলা থেকে আগত এ্যাথলেটিকসরা উক্ত খেলায় অংশ গ্রহন করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুখরালী আমতলা বাজারে নামাজের সময় দোকান-পাট বন্ধ ঘোষণা দিলেন ব্যাবসায়ীরা

একরামুজ্জামান জনি : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী আমতলা বাজারে নামাজের সময় দোকান-পাট বন্ধ ও সকল প্রকার মুদি ও অন্যান্য মালামাল বন্ধ ঘোষণা করেছেন বাজারে সকল দোকান মালিক ব্যবসায়ীরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) জুম্মার নামাজে পর কুখরালী আমতলার ঐতিহ্যবাহী টি.কে ঈদগাহ ময়দানে এলাকার যুব-সমাজের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠানে আমতলা বাজারের সকল ব্যাবসায়ী ও এলাকাবাসীর মতামত এ সিদ্ধান্ত গ্রহন কর করা হয়।

অনুষ্ঠানে প্রতি ওয়াক্তের নামাজের সময় দোকান-পাট ও মালামাল বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

অনুষ্ঠান শেষে দেশ, এলাকার বাসী ও বাজারের ব্যাবসায়ীদের জন্য দোয়া মোনাজাত করা হয়

এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিল শেখ মারুফ আহমেদ, রহমানিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল কাদের, মাওলানা মো. খলিলুর রহমান, পশ্চিম পাড়া জামে মসজিদ ইমাম, ঈদগাহ কমিটির সভাপতি মো. ইলিয়াস হোসেন, ডা. মো. মুনসুর আলী, মো. আব্দুস সাদেক,মাওলানা রুস্তম আলী তাওহিদী, মো. আব্দুর রাজ্জাক সবুজ, মো. আব্দুল হামিদ, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, ইয়াকুব আলী, সাইদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম, জাহিদ, তরিকুল, জামাল, ফয়সাল, ওসমান বাবু, সাইফুল, আলামিন, আশরাফুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কোটি টাকা মুল্যের ৩৪ হাজার পিচ ইয়াবা জব্দ, আটক-২

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজার থেকে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ৩৪ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোররাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে আটক ও জব্দের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন উত্তর হালিশহর গ্রামের মোহাম্মদ হোসেন (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নোয়াপাড়া গ্রামের মজিব উল্লাহ (৩৫)।

র‌্যাব-৬ সাতক্ষীরা শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক শুক্রবার দুপুরে জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটায় এনে বিক্রি করা হবে, এমন খবর পেয়ে বৃহষ্পতিবার সন্ধ্যার পর র‌্যাব সদস্যরা দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে চট্টগ্রাম মেট্রো-ট-১১-০৯৭৫ নাম্বারের ট্রাকটিকে দেখে ধাওয়া করেন র‌্যাব সদস্যরা। অবশেষে রাত আড়াইটার দিকে পারুলিয়া দক্ষিণ জেলেপাড়া ইটের রাস্তার সোলিং এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আর আটক করা হয় মোহাম্মদ হোসেন ও মজিবউল্লাহ নামের দুই ব্যক্তিকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আরও জব্দ করা হয় দুটি মোবাইল সেট ও নগদ ২৮ হাজার ৯১২ টাকা।

আটককৃত ইয়াবার দাম প্রায় এক কোটি টাকা। এবিষয়ে শুক্রবার দেবহাটা থানায় মাদক আইনে একটি মামলা দিয়ে আসামীদের হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা নাজমুল হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় একটি দেশি তৈরি পিস্তল ও একটি ওয়ান সুটারগান জব্দ

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় একটি দেশি তৈরী পিস্তল ও একটি ওয়ান সুটারগান জব্দ করেছে র‌্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার মধ্য কাটিয়া এলাকার একটি বাগানের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় উক্ত অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় র‌্যাব সদস্যরা কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি নাজমুল হক জানান, র‌্যাব সদস্যরা সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া এলাকায় টহল ডিউটি করছিলেন। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া ১নং ওয়ার্ড এর আজগর কন্টাক্টার এর গলিতে বাগানের ঝোপ-ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় সন্দেহ জনক বস্তু পড়ে রয়েছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় কাঠের বাটের একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত ওয়ান শুটারগান ও দেশী পিস্তল সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ১০ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় ১০ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী পারিবারিক বিরোধে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ঐ শিক্ষার্থীর নাম হেমা পারভিন (১৫)। সে দেবহাটা উপজেলার মাঝ সখিপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে। নিহত হেমা সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীতে অধ্যায়নরত ছিল।

বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারী, ২৪ ইং সকাল ১১টার দিকে দেবহাটা থানা পুলিশ নিহতের ঘর থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, হেমা তার পিতার নিকট থেকে জামা কেনার জন্য টাকা নিয়ে তার মায়ের কাছে রেখে দিয়েছিল। বৃহস্পতিবার সকালে হেমা তার মায়ের কাছে সেই টাকা থেকে ৫০ টাকা চাই। কিন্তু তার মা টাকা না দিতে চাইলে সে খুব রাগারাগি করে। যার কারনে তার মা ঘরের বাইরে যেয়ে তার পিতাকে খুজতে বের হলে ঘর ফাকা থাকায় হেমা তার ঘরের মধ্যে উড়না দিয়ে আত্মহত্যা করে।

পরে তার মা ও পরিবারের লোকজনসহ পার্শ্ববর্তী লোকজন ঘরে ঢুকে হেমার ঝুলন্ত দেহ দেখতে পাই। তাৎক্ষণিক সকলে মিলে তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হেমা তার বাবা মায়ের বড় মেয়ে ছিল। তার ছোট আরেকটি বোন আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিব হাসান বাধন হেমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল

বৃহস্পতিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় নবারুণ স্কুল মোড় হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মাও: এ.কে.এম রেজাউল করিম এর সভাপতিত্বে বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেয়ার পায়তারার প্রতিবাদ সহ ভোটার বিহিন অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুন:নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিলটি নবারুণ স্কুল মোড় থেকে শুরু হয়ে সহর প্রদক্ষিণ করে শহীদ আঃ রাজ্জাক পার্কে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তাগণ বিতর্কিত শিক্ষা কারিকুলামের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তাগণ শিক্ষা কারিকুলাম নতুন করে গঠনের দাবি জানান। উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানা সভাপতি মো: ইমাদুল ইসলাম, আশাশুনি থানা সভাপতি মো: শফিকুল ইসলাম, সেক্রেটারি মো: জহুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা সভাপতি, মাওলানা আবু বকর সিদ্দিক,

সেক্রেটারি ডা: মুস্তাফিজ উর রউফ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সাধারণ সম্পাদক, মুফতি জাফর আহমাদ উসমানি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি গাজী মো: আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো: মাকছুদুর রহমান জুনায়েদ, জেলা সদস্য মো: আল আমিন,প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন প্রভাষক কাজী মো: ওয়েজ কুরণী, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর মেয়র পদে নির্বাচনের লক্ষে শ্রমিক নেতৃবৃন্দের সাথে বিবিসির’ মতবিনিময়

সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনের লক্ষে নির্মাণ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন শ্রমিকলীগ নেতা মাহমুদুল আলম বিবিসি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ জুম্মান আলীর সভাপতিত্বে ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি।

বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল আহমেদ বাদল, বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্মল কুমার দাস, গণপূর্থ সিবিএর সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ আগামী পৌর নির্বাচনে মাহমুদুল আলম বিবিসি ভাইকে নির্বাচিত করার জন্য সকলকে আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest