জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ,সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ,সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের নব নির্বাচিত এমপি আশরাফুজ্জামান আশু।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পিটিআইএর সুপারিনটেনডেন্ট মোল্ল্যা শহীদুজ্জামান, সহকারী সুভেন্দ দাশ, ইন্সট্যাক্টর বৈদ্যনাথ সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি মাহমুদ হাসান, প্রধান শিক্ষক চায়না ব্যানার্জিসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ। এ অনুষ্ঠানকে ঘিরে দিনভর নাচ গান, আনন্দ ও হৈ হুল্লোড়ে মেতে ওঠে শিক্ষার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্র্যাক বিশ^বিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ^বিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শিক্ষক ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরাম সাতক্ষীরার সাধারণ সম্পাদক মুফতি সালিম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরার সভাপতি এ কে রেজাউল করিম। বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরার সেক্রেটারী প্রভাষক কাজী ওয়েজ কুরনী।

সঞ্চালনায় ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দিস মোবাশশিরুল ইসলাম তকি, সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জেলা সভাপতি, হাফেজ আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাকসুদুর রহমান, ইসলামী শমিক আন্দোলন বাংলাদেশ, সাধারণ সম্পাদক, ডাঃ এবাদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জেলা সাধারণ সম্পাদক জাফর আহমদ ওসমানী সহ জেলা নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে বহালের দাবি জানিয়ে বলেন নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্য পুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকতীয় বাজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন করতে হবে। তা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষকের কান্ড!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান এর বিরুদ্ধে শিক্ষকদের সাথে অসাদাচরণের অভিযোগ পাওয়া গেছে।

২৪ জানুয়ারী(বুধবার) এ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ মোঃ আবুল খায়ের, গোপাল চন্দ্র বিশ্বাস, মোঃ হাফিজুর রহমান, নাছিমা খাতুন ও শান্তি রাণী জানান-প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান বিধিমোতাবেক শিক্ষক হাজিরা খাতায় এ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের চাকুরী নিয়মিত করণের তালিকার ক্রম অনুযায়ী শিক্ষক হাজিরা নিশ্চিত করণের আবেদন নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। এর জেরে গত ২৪ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ৯ টা ৪৫ মিঃ দিকে শিক্ষক/শিক্ষিকাদের শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দিয়ে প্রধানশিক্ষক খাতা টি ড্রয়ারে তালাবদ্ধ করে রাখলে ক্ষোভের জন্ম দেয়।

ভুক্তভোগী শিক্ষকবৃন্দ মোবাইল ফোনের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক খন্দকার রুহুল আমিন এর সাথে যোগাযোগ করলে তিনি প্রধানশিক্ষকের সাথে কথা বলে হাজিরা খাতা বের করে স্বাক্ষর করাতে বাধ্য করেন। তারপর শুরু হয় সকল শ্রেণিন কক্ষ থেকে চেয়ার সরানো, শিক্ষক মিলনায়তনে সিসি ক্যামেরা বসিয়ে আলাপ চারিতা জানার অপচেষ্টা, শিক্ষিকাদের কমন রুমে তালা, ড্রয়ারে তালা, আইসিটি রুম থেকে সহকারি শিক্ষক কওছার আলী বের করে দিয়ে কর্মচারী সাইফুল ইসলাম কে দিয়ে রুমে তালা, প্রচন্ড শীতের সকালে লেজার প্রিরিয়াডে বিদ্যালয়ের ক্যাম্পাসে রৌদ্রে বসতে না পারার জন্য প্লাষ্টিকের চেয়ার গুলো তালা বদ্ধ করে রাখা হয়। ছাত্র-ছাত্রীরা বিষয়টি বুঝতে পারলে ব্যাপক ক্ষোভের জন্ম হয়। প্রধানশিক্ষক কার্যালয়ে শিক্ষকদের মিটিং এ প্রধান শিক্ষক বলেন, বার্ষিক গোপন প্রতিবেদন তাদের বিরুদ্ধে খারাপ প্রতিবেদনের হুমকী দেওয়া হয়। শিক্ষকদের সাথে প্রধানশিক্ষক আব্দুল মান্নান এর এহেন অসাদাচরণের ফলে শিক্ষক/শিক্ষিকাদের মানষিক নির্যাতন, নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষণ শিখানো কার্যক্রম প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, উল্লেখিত শিক্ষকরা স্কুলের সঠিক সময়ে আসেননি। যারা ৯.৩৫ মিনিটে বিদ্যালয়ে এসেছেন তাদের স্বাক্ষর করতে দেওয়া হয়েছে। যারা এর পরে এসেছেন তাদের স্বাক্ষর করা থেকে বিরত রাখা হয়। পরে অঞ্চলের উপ-পরিচালক স্যার বলেন যে যে সময় এসেছে সেই সময় লিখে স্বাক্ষর করান। সে অনুযায়ী স্বাক্ষর করানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন রক্ষা ও পর্যটনের উন্নয়নে সাতক্ষীরা জেলা সমিতির সাধারণ সম্পাদকের ২ মন্ত্রীর সাথে সাক্ষাৎ

কে এম রেজাউল করিম দেবহাটা : সুন্দরবনের জীব-বৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে পর্যটন শিল্পের গতিশীলতাকে তরান্বিত করার দাবীতে সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলা সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ।

সাক্ষাৎকালে সাতক্ষীরা জেলা সমিতির পক্ষে জীব বৈচিত্র সুরক্ষা ও পরিবেশ ভারসাম্য বজায় রাখার মাধ্যমে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সুরক্ষা ও সুন্দরবন ভিত্তিক ইকো-ট্যুরিজমকে আরো গতিশীল করতে মন্ত্রীর সুদৃষ্টি ও আশু পদক্ষেপ কামনা করে সমিতির পক্ষে চিঠি হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ। এসময় মন্ত্রীকে সুন্দরবন পরিদর্শনের আমন্ত্রণ জানান। এছাড়া সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, এমপি সাথে সৌজ্ন্য স্বাক্ষাতের সময় সাতক্ষীরা কেন্দ্রীক পর্যাটন শিল্প সম্প্রসারনের অনুরোধ জানানো হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের একটা বড় অংশ রয়েছে এ জেলায়। রয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মোট আয়তন ১০ হাজার বর্গকিলোমিটার। এর মধ্যে ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার পড়েছে বাংলাদেশে। বাংলাদেশ অংশের সুন্দরবনকে পূর্ব ও পশ্চিম বন বিভাগ নামে ভাগ করা হয়েছে। বাগেরহাট ও বরিশাল অংশ পূর্ব বন বিভাগ আর খুলনা ও সাতক্ষীরার অংশ পশ্চিম বন বিভাগ নামে পরিচিত।

সাতক্ষীরার জেলার মোট আয়তন ৩ হাজার ৮৫৮.৩৩ বর্গকিলোমিটার। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশেরও (১ হাজার ৪৪৫.১৮ বর্গকিলোমিটার) বেশি সুন্দরবন। এ বন ঘেঁষে সাতক্ষীরার অবস্থান হওয়ায় সড়কপথ দিয়েই সুন্দরবন দেখা যায়। একদিকে রয়েল বেঙ্গল টাইগার, কুমির, বানর, হরিণসহ বিভিন্ন পশুপাখির সমাহার, অন্যদিকে, বনের গভীর নিরবতা খুব সহজেই পর্যটকদের আকর্ষণ করে। সুন্দরবনকে ঘিরে এ এলাকায় পর্যটন শিল্পের দারুণ সম্ভাবনা রয়েছে।

বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন। অর্থনীতিতে এ বনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের জাতীয় অর্থনীতিতে সুন্দরবনের অবদান বছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। তবে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য এখন সঙ্কটাপন্ন। জলবায়ু পরিবর্তন, দূষণ, অনিয়ত্রিতভাবে গাছকাটা, সচেতনতার অভাবে হারিয়ে যাচ্ছে বনের অনেক মূল্যবান প্রাণিসম্পদ। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের গুরুত্ব অপরিসীম। বন ছাড়া জীববৈচিত্র্য তার অস্তিত্ব টিকে রাখতে পারে না। উদ্ভিদ ও প্রাণী তথা জীববৈচিত্র্যের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে বন। মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কা‌লিগ‌ঞ্জে উৎসাহ, উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

(২৪ জানুয়ারী) বুধবার দুপু‌রে মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা দুপুরের ভোজন সকল শিক্ষার্থী ও শিক্ষকদের এক মিলনমেলায় পরিণত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আলী ও ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টিন সভাপ‌তি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ দিপু। শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ বাকী বিল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম, আহম্মাদ উল‌্যাহ বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিদ্যাল‌য়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলী, অসাপপ্রাপ্ত সহকারী সিনিয়র শিক্ষক সত্যরঞ্জন, অফিস সহকারী জগদীশচন্দ্র গাইন, সহকারী শিক্ষক অনিতা, সমাজসেবক আবুল কাশেম গাজী, আশুতোষ দে। আ‌লোচনা সভা শে‌ষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হা‌তে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-‌শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক সাংবা‌দিক‌দের ব‌লেন, জাতীয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি প্রতিবছর বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির জন্য ৫ হাজার টাকা করে দেন। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, লেখাপড়ার গুণগতমান, শ্রীবৃদ্ধিসহ সকল ধর‌ণের ভূমিকা রাখ‌ছেন তি‌নি। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ানোর ব‌্যবস্থা ক‌রে‌ছেন।

কা‌লিগ‌ঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠা‌নে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌কে ক্রেস্ট প্রদান কর‌ছেন প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ‌্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কা‌লিগ‌ঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিন দিনব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় (২৪ জানুয়ারি) বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অষ্টম বিজ্ঞান ও অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৫ তম বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে ক‌রেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ।

শিল্পকলা এতা‌ডে‌মির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিন বক্তব‌্য রা‌খেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাকী বিল্লাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উদ্ধতন আর্টিস্ট কাম ভিচ্যুয়াল কর্মকর্তা সৌমিত্র কুমার বিশ্বাস, বেনবেইজ কর্মকর্তা নাসিম ছায়াদাত, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ইউপি চেয়ারম্যান আলিম আল-রাজী টোকন, মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী সাব্বির আহমেদ প্রমুখ।

এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আ‌লোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন ও মূল্যায়ন করেন। পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী স্টল সমূহের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এ বছর ৪৫তম বিজ্ঞান মেলায় উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন ক‌রেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর : সম্পাদক জিয়া

প্রেস বিজ্ঞপ্তিঃ আগামী ২ বছরের জন্য ভোমরা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
২৪ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকায় ভোমরা স্থলবন্দরে ভোমরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি- বার্ষিক সাধারণ সভায় সভাপতি শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি মোঃ আবুল হোসেন ও আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া , যুগ্ন সাধারণ সম্পাদক সুমন কুমার ঘোষ( সুজন),

সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান মন্টু, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান কবির, অর্থ সম্পাদক মোঃ আনারুল ইসলাম, প্রচার সম্পাদক আঃ গফফার, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন জনি , মহিলা বিষয়ক সম্পাদিকা সীমা রানী ।

কার্যকারী সদস্য মোঃ আনারুল ইসলাম, জারিউল ইসলাম, রাজু বিশ্বাস, মোঃ আল মামুন ও সঞ্চয় বিশ্বাসকে নিয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটি সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার কুলিয়া ইউপি সদস্য ময়নার মৃত্যু

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য
শামসুজ্জামান ময়না ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,,, রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মঙ্গলবার ২৩/১/২৪ তারিখে দুপুর ২টা ৫০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তিনি গত করোনা কালীন সময়ে করোনা আক্রান্ত হয়ে লিভার ও ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও ২ ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাত ১০টায় মরহুমের নামাযে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমের ভাইরা দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। ইউপি সদস্য ও অত্যন্ত ভাল মনের একজন মানুষকে হারিয়ে মরহুমের পরিবারসহ এলাকায় শোক বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest