সর্বশেষ সংবাদ-
স্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামী সংগীত পরিবেশন : পুলিশ সদস্য মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতিশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দসাতক্ষীরায় ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যে আহত-২সাতক্ষীরায় বাস ইজিবাইক সংঘর্ষে একজনের মৃত্যু : আহত ৭তালায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট ও সমাধানে করণীয় বিষয়ক এক সংলাপে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিকরা। সংলাপে উঠে আসে পৌরসভার বস্তি এলাকাগুলোতে প্রায় ৭০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। আবাসন মানুষের মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও এই জনগোষ্ঠীর জন্য এখনো কার্যকর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত সংলাপে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব কথা বলেন।

সংলাপে ধারণাপত্র পাঠ করেন বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান।

এতে বলা হয়, সাতক্ষীরা পৌরসভায় ৪৭টি বস্তি রয়েছে। যেখানে প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করে। যা পৌর এলাকার মোট জনসংখ্যার ৩৫ শতাংশ। এই জনগোষ্ঠীর বেশিরভাগই বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সর্বস্বান্ত হয়ে গ্রাম থেকে শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এতে তাদেরকেও যেমন নানা সংকটের মধ্যদিয়ে জীবনযাপন করতে হচ্ছে, তেমনি কোনো পরিকল্পনা না থাকায় সংকট আরও বাড়ছে।

সংলাপে বক্তারা বলেন, বস্তিগুলোতে পয়নিষ্কাশন ব্যবস্থা অপ্রতুল, নেই বর্জ্য ব্যবস্থাপনার কোন সঠিক পরিকল্পনা। বস্তিতে প্রতিটি টয়লেট একাধিক পরিবার ব্যবহার করে, যা কোনভাবেই স্বাস্থ্যসম্মত নয়। পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ও ঘিঞ্জি।

সংলাপে অংশগ্রহণকারীরা নগরের নিম্ন আয়ের মানুষের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও দুর্যোগসহনশীল বাসস্থান নিশ্চিতকরণ, বস্তির শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা ও কারিগরি শিক্ষা প্রদান, দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় বিশেষ ঝুঁকি ভাতা ও প্রণোদনা প্রদান এবং সবার জন্য বাসযোগ্য নগর পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করেন।

সংলাপে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মানবাধিকার কর্মী অধ্যাপক পবিত্র মোহন দাস, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক মিজানুর রহমান, গোলাম সরোয়ার, বস্তিবাসীদের মধ্যে রাজারবাগান ঋষিপাড়ার কুমারেশ সরদার, ইসলামপুরের ইসরাফিল হোসেন, আতির বাগানের আশরাফ আলী, কাজীপাড়ার এরশাদ আলী, ইটাগাছার খাদিজা খাতুন ও মুহিনুর ইসলাম, শিক্ষা, সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মন্ডল প্রমুখ। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের স্বাধীণতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আমার বাংলাদেশ(এবি পার্টি) এর আয়োজনে সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির ক্রীড়া সম্পাদক মনঞ্জুরুল কবির রিপন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টি সাতক্ষীরা জেলার আহবায়ক ভিপি আব্দুল কাদের।
বক্তব্য রাখেন, পার্টির সদর থানার সভাপতি ডা: জি এম সালাউদ্দিন শাকিল, পার্টির সদস্য ভ‚মিহীন নেতা আব্দুস সাত্তারসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পার্টির জেলা সদস্য সচিব মো: আলমগীর হুসাইন।
বক্তারা বলেন, আপনারা দীর্ঘদিন বাংলাদেশের উন্নয়নের নামে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌছে দিয়েছেন।

৫ আগস্ট ছাত্রজনতার রক্তের বিনিময়ে নতুন করে বাংলাদেশটাকে গঠন করার স্বপ্ন দেখছি। মানুষের সেই স্বপ্ন ভঙ্গের কারন হবে না। যদি আপনারা উস্কানি দিয়ে দেশকে আবারো অশান্ত করার পায়তারা করেন। এরপরিনতি কিন্তু ভালো হবে না। বাংলাদেশের মানুষ দাঁতভাঙ্গা জবাব দিবে। বক্তারা হুশিয়ারি প্রদান করে বলেন বাংলাদেশের স্বাধীণতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রকারীদের কোন ছাড় দেওয়া হবে না।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধিঃ চাঁদাবাজি অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার খেরশা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে খেরশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান হরিহরনগর গ্রামের আবু বক্করের ছেলে। তিনি খেরশা ইউপি চেয়ারম্যান হিসাবে দ্বায়িক্ত পালন করছেন।

স্থানীয়রা জানায়, সন্ধ্যর দিকে তালা থানা পুলিশ তাকে ইউনিয়ন পরিষদের পাশে থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপরে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো.শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় চাঁদবাজির মামলা রয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী ( দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা- ৭৬৪) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টা হতে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত নারিকেল তলাস্থ কার্যালয়ে বিরতিহীনভাবে এ ভােট অনুষ্ঠিত হয়। ১৬৭১ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতিক নিয়ে মো. আমিনুর রহমান ৪৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা বাঘ প্রতিকে পেয়েছেন ২৭০ ভোট। সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম রেজা খেজুর গাছ প্রতিকে ৪৬৭ ভোট জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজ বাইসাইকেল প্রতিকে পেয়েছেন ২১০ ভোট।

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিকে মজনু সরদার ৬৪৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়াহিদুজ্জামান আহাদ ছাতা প্রতিকে পেয়েছেন ৩৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল গফফার গরুর গাড়ী প্রতিকে ৩৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল সালাম মাছ প্রতিকে ৩২৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক
এরশাদ আলী সানা প্রজাপতি প্রতিকে ৩১৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবলু রহমান কলস প্রতিক ৩০৫ ভোট পেয়েছেন।

সড়ক সম্পাদক পদে মো. ইকবাল হোসেন বাস প্রতিক ৩৫৩ ভোট পেয়ে জয়লাভ করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুন কবির শাপলা প্রতিক ৩৩১ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মো. কালাম হোসেন টেবিল ঘড়ি প্রতিকে ৩৩৬ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাজান শেখ ফুটবল প্রতিকে ২৮৩ ভোট পেয়েছেন।

অফিস সম্পাদক পদে আব্দুর রশিদ হাতপাখার প্রতিকে ৪০৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আহাদ আলী পেয়েছেন ২০২ ভোট পেয়েছেন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ বিল্লাল হোসেন, মো. আল-আমিন, মো. ফরহাদ হোসেন, মোঃ জোহর আলী, সুশংকর কুমার দাস, বিল্লাল মিয়া, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শাকিল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মেহেদী হাসান আটুলিয়া শ্যামনগর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়ন শাখার যুব বিভাগের আয়োজনে নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১০ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
৭ ই ডিসেম্বর শনিবার দিনব্যাপী টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়। এতে নয়টি ওয়ার্ড সহ মোট দশটি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ৩নং ও ৭নং ওয়ার্ড পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে।খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার ফলে টাইব্রেকারে গড়ায়। এতে ৭ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরণ করেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম( সাতক্ষীরা-৪)। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ বাবুু,নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক মাওলানা আব্দুল হামিদ,নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা অহিদুজ্জামান, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা একরামুল কবির,নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান মনি,ইউনিয়ন জামাতের শুরা সদস্য সৈয়দ কামাল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি আয়োজকদের সাধুবাদ জানান।পরে পুরুষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রিইব’ এর সাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষাদলের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের পলাশপোল এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা মানবাধিকার সুরক্ষাদলের সভাপতি অ্যাড. মো. আল মাহমুদ পলাশের সভাপতিত্বে শুরুতে প্রকল্পের এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা করেন।

সাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষাদলের সদস্য সচিব হোসনেয়ারা খাতুনের সঞ্চালনায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও এর সমাধানের উপায় তুলে ধরে বক্তব্য রাখেন অ্যড. পলাশ মাহমুদ, গৌরপদ দাস, ভারতেশ্বরী বিশ্বাস, মোঃ বেলাল হোসাইন, মো. আবু বক্কর সিদ্দিকী, মাহফুজা পারভীন, কবিতা দাস, চায়না রানী দাস, আকবর আলী, দুলাল চন্দ্র দাশ, আসুলতা দাস, সুষুমিতা দাস,

রেখা দাস, তাছলিমা খাতুন, পবন দাস, পলাশ দাস, মোঃ জিয়াউর রহমান, মোঃ হারুন-অর রশিদ, রুমানা মাহমুদ, মোঃ আলতাফ হোসেন, কান্তা বিশ্বাস,তাসলিমা খাতুন শিল্পী, মোঃ জুলফিকার রায়হান মোঃ শাহজাহান সিরাজ সৌহদ্য প্রমুখ। সভায় সদস্যদের উপস্থাপিত বক্তব্যের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার সামাজিক সমস্যাসমূহ চিহ্নিককরণ ও এর প্রতিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া সাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষাদলের সদস্যদের জরুরীসেবা হটলাইন নম্বরসমূহ প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষাদলের মাসিক সভায় নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমদানি -রপ্তানি বন্ধ হলে ক্ষতিগ্রস্থ কি আমরা একাই হবো, নাকি ভারতও হবে। পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী আমরা যদি ২য় ও ৩য় বৃহত্তম ব্যবসায়ীক কেন্দ্র হই ভারতের জন্য। ভারত কি আমাদের বিনা পয়সায় দেয়। টাকার বিনিময়ে দেয়। বন্ধ করে দেয় দিক।

গরু তো বন্ধ করে ছিলো। তো আমরা এখন গরু খায় না। বন্ধ যদি উনারা করতে চাই। উনাদের ব্যপার। উনারা বন্ধ করলে উনাদের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হবে। এটার সাথে দুই পারের লক্ষ লক্ষ লোক জড়িত। পলিটিক্যাল বিষয়,পলিটিক্যাল বিষয়। ওগুলো পলিটিক্স উনারা করছেন। কিন্তু আমি মনে করি ব্যবসায়ীরা এখনো এটাকে সার্পোট করবে না। এতবড় বাজার বন্ধ করবে বলে আমার মনে হয় না। কাজেই ১/২ দিন অবরোধ আমরাও তো করি মাঝে মাঝে। পলিটিক্যাল অবরোধ করতেছে করুক। এটা নিয়ে আমাদের চিন্তা করার কোন কারন নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কখনো শুনেছেন সকল পলিটিক্যাল পার্টি এক জায়গায় বসে কথা বলেছে। আমার বয়স বেশি হয়েছে আমি দেখিও নাই। আমরা সব সময় বলি জাতীয় যে কোন সংকটকালিন সময় অথবা নির্ধারণ করতে হবে একটা পথ। সে টার সময়। আজ হোক কাল হোক রাজনীতিবিদরা দেশ চালাবেন। আজ হোক, কাল হোক, পরশু হোক তারাই চালাবেন। সে জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। এখন যেহেতু সব একত্রে বসেছেন। এটা একটা বড় অর্জন, একটা উদাহরণ হয়েছে।

শনিবার সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ভোমরা সিএন্ডএফ এজেন্টের সভাপতি আবু হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে ভোমরাস্থল বন্দরের অংশীজনের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা ড.সাখাওয়াত হোসেন।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোশিয়েশনের এক সভা শুক্রবার সন্ধ্যায় কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। সভায় পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সাংবাদিক এম কামরুজ্জামানকে সভাপতি ও মো: রাশেদুজ্জামান রাশিকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোশিয়েশন গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির প্রতিষ্টাতা সভাপতি এড. গোলাম মোস্তফা। সভায় এলপি গ্যাস ব্যবসায়ীক স্বার্থসংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয় এবং সমস্যা সমাধানের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরে পূর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোশিয়েশনের নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি শামিমা পারভিন রতœা, যুগ্ন-সাধারন সম্পাদক আহছান উদ্দিন বাবু, কোষাধ্যক্ষ মো: সবুর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আসাদুজ্জামান বাবলু, দপ্তর সম্পাদক ডা: মো: শাহিনুর আলম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- এড. গোলাম মোস্তফা, নিলুফা আক্তার রিতা, শেখ রাজিব, শেখ তানভীর হোসেন, মো: রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা হেলাল, মো: আসাদুল ইসলাম, দোস্ত মাহাবুব, স.ম আবু ওবাইদুল্লাহ ও মো: সাহেব আলী।
###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest