সামেকের কর্মকর্তা-কর্মচারিদের সাথে নব-নির্বাচিত এমপি আশুর মতবিনিময়

আসাদুজ্জামান ঃ ভোগান্তি ছাড়াই সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদর-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জান আশু। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি, ইন্টার্নী চিকিৎসক পরিষদ, ছাত্রলীগ, আউট সোর্সিং কর্মচারিদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জ্ঞাপন করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর সভাপতিত্বে ও আবাসিক সার্জন ডা. রাশিদুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, হাসপাতালের উপ-পরিচালক মো: মেজবাহুর রহমান, সহকারী পরিচালক ডাঃ অজয় কুমার সাহা প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন, আমরা সবাই জনগণের সেবক। তাই কোন প্রকার ভোগান্তি ছাড়াই জনগণকে সকল সেবা পৌঁছে দেওয়া আমাদের দ্বায়িত্ব।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিমেল হাওয়া আর কনকনে শীতে সাতক্ষীরায় জনজীবন বিপর্যস্ত

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় হিমেল হাওয়া আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে গত দুই দিনের ব্যবধানে সোমবার তাপমাত্রা আরও কমে যাওয়ায় জনদূর্ভোগে পড়েছেন কর্মব্যস্ত মানুষ।

প্রচন্ড শীতে বেকায়দায় পড়েছেন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। কেউ কেউ আবার কনকনে শীত উপেক্ষা করে আয়-রোজগারের জন্য মাঠে কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন। তীব্র শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ গুলো। গরম কাপড় ছাড়া সাধারণত কেউ ঘরের বাইরে বের হতে পরছেননা। এদিকে, বৃদ্ধি পেয়েছে শীত জনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু-বৃদ্ধরা পড়েছে ভোগান্তিতে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দুই দিনের ব্যবধানে তাপমাত্র আরও কমেছে। সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমান ছিল ৯৪ শতাংশ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

আশাশুনি ব‍্যুরো:
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আশাশুনিতে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার ধান কাটা মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে। মেটাল কোম্পানির সহযোগিতায় ১ জন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সহকারী কৃষি কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় সুফলভোগী উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আলম মোড়লের ছেলে রবিউল মোড়লকে ৩২ লক্ষ টাকা মূল্যে কম্বাইন হারভেস্টার ধান কাটা মেশিন যা ৭০% ভর্তুকি এবং ৩০% গ্রাহকের। এছাড়া ১ লক্ষ টাকা গ্রাহকের ডিসকাউন্টে ৯ লক্ষ ৫১ হাজার টাকা নগদ অর্থে প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি আনিস : সম্পাদক ফারহাদ

প্রেস বিজ্ঞপ্তি:
উৎসাহ-উদ্দীপনা আর জমজমাট আয়োজনের মধ্য দিয়ে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা’র-২০২৪ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন এর সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক যুগের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান, অপরদিকে দৈনিক কালবেলা ও ঢাকা মেইল এর সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বিকালে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মেহেদী আলী সুজয় এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে গাজী ফারহাদ ২২ ভোটের মধ্যে ১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ সাদিকুর রহমান পেয়েছেন ৬ ভোট।

অপরদিকে খন্দকার আনিসুর রহমানের বিপরীতে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি আব্দুর রহিম ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আক্কাজ। নির্বাচনে মোট ২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে, শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা এর অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও নিশ্চিতকরণ, সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ, বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদন সহ বিবিধ বিষয় আলোকপাত করা হয়। এতে সংগঠনের চলমান কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুখরালীতে অন্যের ভোগদখলীয় মৎস্যঘের অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কুখরালীতে অন্যের ভোগদখলীয় মৎস্যঘের অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে কুখরালীর টাবরারডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, টাবরারডাঙ্গী এলাকার মৃত গোলাম রহমানের পুত্র সিরাজুল ইসলাম শৈখালী বিলে ৬ বিঘা জমিতে ২০১৪ সাল থেকে মৎস্যঘের পরিচালনা করে আসছিলেন। কিন্তু ২১ জানুয়ারি রোববার টাবরারডাঙ্গী এলাকার মৃত শুকর আলীর পুত্র শহিদুল ইসলাম, তার পুত্র আসাদুল ইসলাম খোকনসহ কয়েকজন উক্ত মৎস্য ঘেরে অবৈধভাবে ভেড়ীবাধ দেয়।

এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী সিরাজুল ইসলামকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সিরাজুল ইসলাম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অভিযোগটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২১ জানুয়ারি ২০২৪ তারিখ রাতে সদর উপজেলার দহাকুলা গ্রামে এঘটনা ঘটে।

এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী দহাকুলা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, ২১ জানুয়ারি সন্ধ্যায় ঘরে তালা লাগিয়ে পিতার বাড়িতে চলে যান। পরদিন সকালে বাড়ি গিয়ে দেখেন ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি অভিযোগ করে বলেন পারিবারিক বিষয়ে স্থানীয় বাদশা, হাফিজ, খোকন, সিরাজুল ইসলাম এবং মৌলুদা খাতুনের সাথে বিরোধ চলে আসছিল। এর ধরে তারা বিভিন্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছিল। ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখিত ব্যক্তিরা আগুন দিয়েছে বলে দাবি করেন সাবিনা ইয়াসমিন। এঘটনায় তিনি ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধিঃ “অন্ধজনে দেহ আলো” এ প্রতিপাদ্যের আলোকে সাতক্ষীরার শ্যামনগরে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টা থেকে বেলা-২ টা পর্যন্ত নকিপুর সরকারী হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোটারী ক্লাব অফ রয়েল সাতক্ষীরা সহযোগিতায় সাইটসাভার্স সার্বিক ব্যবস্থাপনায় এবং রোটারী ক্লাব অফ টরোন্টো ড্যানফোর্থ কানাডার অর্থায়নে ৪ শত রোগির সেবা প্রদান ও ৬০ জন রোগির চক্ষু অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শিবিরে চক্ষু রোগীকে পরীক্ষা করা, রোগীদের পরীক্ষা করে অপারেশনের জন্য বাছাই করা, বাছাইকৃত ছানিপড়া রোগীদের অস্ত্রপচারের জন্য ঐদিনই গাড়ীতে খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া, অপারেশন শেষে আগামী ২৩শে জানুয়ারী ২০২৪ ইং, মঙ্গলবার সকালে তাদেরকে শিবিরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়।

চিকিৎসা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডাঃ সেলিনা আক্তার, ডাঃ যুবায়ের রিয়াল, পি.আর.ও. মীর মিজানুর রহমান, রোটারী ক্লাব অফ রয়েল সাতক্ষীরার প্রেসিডেন্ট আসাদুজ্জামান, ডি, এম, মফিজুর রহমান(মফিজ), মারিয়া খাতুন, শেখ হাবিবুর রহমান,মিশু, আছাদুল্যাহ ও আবু রায়হান প্রমূখ। এ ধরণের উদ্যোগ কে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনগন আমাকে ভোট দিয়েছে বিনিময়ে উন্নয়নের মাধ্যমে ঋণ পরিশোধ করবো- টাউন স্পোর্টিং ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আশরাফুজ্জামান আশু

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, সাতক্ষীরা সদর ০২ আসনে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সদর এমপি মো. আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ২১ শে জানুয়ারী সন্ধ্যায় টাউন স্পোটিং ক্লাব এর আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। টাউন স্পোটিং ক্লাব এর সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য ও টাউন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ এবং টাউন স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পার্টির সহ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা,) টাউন স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি লুৎফুল হাসান, পৌর জাতীয় পার্টির সভাপতি ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, টাউন স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন,কোষাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিপুল,

পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক। এসময় টাউন স্পোর্টিং ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আপনারা বলেছেন টাউন ক্লাবকে গড়তে হবে। শুধু টাউন ক্লাব নই যতগুলো ক্লাব আছে সবগুলো ক্লাবকে গড়বো। মহিলা ফটবল টিমের অধিনায়ক সাবিনার বাড়ি সাতক্ষীরায় । সে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। এটা আমাদের গর্ব। নির্বাচনের সময় অনেক সাথে ছিলেন। ৭ তারিখের পর থেকে আমি এ বিষয়ে মনে রাখিনি। সাতক্ষীরা পৌরসভার যে বেহালদশা। রাস্তাঘাট খানাখন্দকে পরিনত হয়েছে। সাবেক এমপি পৌর সভায় কোন কাজ করেছে বলে আমার জানা নাই। তিনি আরো বলেন, পৌর সভার সকলকে সাথে নিয়ে একটি মডেল পৌর সভায় রুপান্তর করব ইনশাআল্লাহ। এছাড়া সদর উপজেলা জলাবদ্ধতা দূরীভূত করা হবে।
আপনাদেরকে কেউ হুমকি ধামকি দিয়ে কিছুই করতে পারবে না। সাতক্ষীরার ১৪ ইউনিয়ন এর মানুষ ভালো নাই। তাই ওয়াদা করেছি কাঁচা রাস্তা পাকা করার ব্যবস্থা করা হবে। জনগন আমাকে ভোট দিয়েছে বিনিময়ে
উন্নয়নের মাধ্যমে ঋণ পরিশোধ করবো। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টাউন স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ঈদ্রীস আলী বাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest