সর্বশেষ সংবাদ-
ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতারআশাশুনিতে নিরাপদ পানি নিশ্চিত করনে সুধীজনের সাথে অবহিত করন সভাসাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতারতাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদনআহছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তিতে নলতায় দিনব্যাপী নানা আয়োজনসাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে ১ ডজন সিদ্ধান্ততালায় ড্রেন পরিস্কার করণের কাজ পরিদর্শনে ইউএনওশ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা: বাদী কৃষকদল নেতাতালায় দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যুসাতক্ষীরায় শিশু আছিয়ার পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সাতক্ষীরা পৌর জাতীয় পার্টির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা পৌর জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রয়াত সাবেক এমপি হাবিবুর রহমানের বাসভবনের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পৌর জাতীয় পার্টির সভাপতি ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহামুদ পাপা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন।

সম্মানিত অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সদর -২ আসনে জাতীয় পার্টির মনোনিত সংসদ সদস্য প্রার্থী আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল প্রমুখ।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে শেখ আজহার হোসেন কে আহবায়ক, আনোয়ার জাহিদ তপনকে যুগ্ম আহবায়ক এবং মশিউর রহমান বাবুকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুরে শান্তি সমাবেশ

সাতক্ষীরা সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সদরের ব্রহ্মরাজপুরের ওমরাপাড়া এবং ধুলিহরের জাহানাবাজ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শওকত হোসেন, বর্তমান সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ইনছান বাহার বুলবুল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সানা,
রেজাউল ইসলাম রেজা, কামরুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন বাংলাদেশের মানুষ শান্তি প্রিয়। সন্ত্রাসী কর্মকান্ড করে, অগ্নি সংযোগ করে ক্ষমতায় আসা যাবে না। সুতরাং হরতাল অবরোধের নামে সহিংতা বন্ধ করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান। পরে অনুষ্ঠিত বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও: সামছুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জাসদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচলানার জন্য কলারোয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট মিলনায়তনে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ আলোচনা সভা শেষে জেলা জাসদের সভাপতি ও সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী শেখ মোঃ ওবায়েদুস সুলতান বাবলুর নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভায় কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলী, জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী,

সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, জাসদ নেতা ইসমাইল হোসেন, আবু বক্কর সিদ্দিক, শেখ আবদুল হাকিম, শেখ নুরুল আলম, জাতীয় যুবজোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম শামীম, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস.এম আবদুল আলীম প্রমুখ।

আলোচনা সভা শেষে কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাককে আহবায়ক এবং রেজাউল ইসলামকে যুগ্ম-আহবায়ক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের নিয়ে বিশেষ অনুপ্রেরণা মূলক সভা

নিজস্ব প্রতিনিধি :
“জনতা ব্যাংক জনতার সাথে, রেমিট্যান্স পাঠাব বৈধ পথে” ম্লোগানে এবং প্রধান কার্যালয় কর্তৃক ঘোষিত বৈধভাবে টাকা পাঠালেই ৫% বোনাস এর প্রচারনায় সাতক্ষীরায় রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের নিয়ে বিশেষ অনুপ্রেরণা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জনতা ব্যাংক সেনেরগাতী শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া প্রধান উপ-মহা ব্যবস্থাপক মো: আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী মহা ব্যবস্থাপক সেখ আমীর আলী, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
জনতা ব্যাংক সেনেরগাতী শাখার ব্যবস্থাপক মো: নাসির উদ্দীন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফরেন রেমিট্যান্স কর্মকর্তা নাহিদ পারভেজ, সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, শাখার কর্মকর্তা আলাউদ্দিন মাহমুদ, মনিরুল ইসলাম, রামকৃষ্ণ সরকার, ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, বজলুর রহমান, রেমিট্যান্স গ্রহণকারী মুর্শিদা আক্তার, আব্দুল হামিদ ধাবক।

এ সময় প্রধান অতিথি বলেন, প্রবাসী ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে টাকা উপার্জন করেন। হুন্ডি বা অন্য মাধ্যমে টাকা না পাঠিয়ে সকলকে সরকার ঘোষিত বৈধ মাধ্যমে টাকা পাঠাতে হবে। তাহলে পরিশ্রমের অর্থ নিরাপদ থাকবে। দেশ ও জাতি উপকৃত হবে। পাশাপাশি প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমানে বিদেশ থেকে বৈধভাবে টাকা আসলেই ৫ % বোনাস দেওয়া হচ্ছে। তিনি সকলকে ব্যাংকের উপর আস্থা রাখার আহ্বান জানান এবং জনতা ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে শাখার ব্যবস্থাপকের কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে গ্রাহকরা বলেন, বর্তমানে সেনেরগাঁতী শাখার সেবার মান ও পরিবেশ অনেক উন্নত হয়েছে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, শাখার সিনিয়র অফিসার দিদারুল ইসলাম। পরে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর-২ আসনে নৌকার প্রার্থী বাবুকে বিজয়ী করতে ধুলিহরে মতবিনিময়

সাতক্ষীরা সদর-২ আসনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবুকে বিজয়ী করার লক্ষে ধুলিহওে আ’লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ধুলিহর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবু।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শওকত হোসেন, বর্তমান সভাপতি আব্দুর রশিদ,

যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সানা, রেজাউল ইসলাম রেজা, কামরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিরনিদ্রায় শায়িত সাংবাদিক কামরুজ্জামানের পিতা শাহাজাহান মল্লিক

প্রেস বিজ্ঞপ্তি :
সবাইকে শোক সাগরে ভাসিয়ে সর্বস্তরের মানুষের বিনম্্র শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও সমকালের স্টাফ রিপোর্টার, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামানের পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো: শাহাজাহান মল্লিক (৭৭)।
রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামে নিজ বাসভবনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শনিবার রাত ৯ টার দিকে ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামে নিজ বাসভবনে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ শাহাজাহান মল্লিক মৃত্যুবরণ করেন।তিনি দীর্ঘ আড়াই বছর যাবত যাবৎ দূরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মরহুম আলহাজ্ব মো: শাহাজাহান মল্লিককে শেষ বারের মতো দেখা এবং চিরবিদায় জানাতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজে ইমামতি করেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট আলেম আলহাজ¦ মাওলানা মো: আব্দুল মান্নান।

বেলা ১১ টার আগেই জানাজা স্থল কানায় কানায় ভরে যায়। জানাজার নামাজে রমহুমের আত্মীয়-স্বজন, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্টের মৌলিক বিষয় ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল দশটায় কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে তিনদিন ব্যাপী ক্যম্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রদূত কুমার বিশ্বাস, কলেজের ক্রীড়া শিক্ষক ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, আইসিটি শিক্ষক আকরাম হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের প্রভাষক ও আর এস এল শোভারানী বড়ুয়া। কলেজের প্রভাষক ও রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা কর্ণ বিশ্বাস, সহকারী দলনেতা ইফতি জামিল, শামীম রেজাসহ রেড ক্রিসেন্ট ইউনিট সাতক্ষীরার যুব সদস্যবৃন্দ এবং দিবা-নৈশ কলেজ ইউনিটের সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বহু প্রতারণার হোতা ‘রানটেক কম্পিউটার’ ধরা খেলো মাইলেজ টেম্পারিংয়ে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কম্পিউটার সামগ্রী বিক্রয় এবং মেরামতের নামে জমজমাট প্রতারণা ও নকলের কারখানা খুলে বসেছে ‘রানটেক কম্পিউটার’ নামের একটি প্রতিষ্ঠান। শহরের নারকেলতলা মোড়ের টাউনগার্লস স্কুলের সামনেই তাদের এই প্রতারণা কেন্দ্রের অবস্থান।

প্রকাশ্যে কম্পিউটার এবং আনুসাঙ্গিক ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও মেরামতের নামে গোপনে এই প্রতিষ্ঠানটি মূলত পুরাতন মোটরসাইকেলের মাইল মিটারে টেম্পারিং, পাসর্পোর্টের দালালি, ভিসার জন্য জাল কাগজ-পত্র তৈরী, সিলমোহর নকল, স্বাক্ষর জালিয়াতি, ভারতীয় চিকিৎসকের ভূয়া এপয়েন্টমেন্ট, সাতক্ষীরার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সিল ও স্বাক্ষর নকল করে গুরুত্বপূর্ণ কাগজপত্র ভূয়া সত্যায়িত করাসহ অসংখ্য অপকর্মের হোতা এ প্রতিষ্ঠানের পরিচালক সহোদর উৎপল গাইন এবং অনুপম গাইন।

প্রশাসনের নাকের ডগায় বসে দীর্ঘদিন এতসব অপকর্ম করেও কোন এক অদৃশ্য শক্তির সহায়তায় এতোদিন ধরাছোয়ার বাইরে ছিলো প্রতারক সহোদরের এই প্রতিষ্ঠান। অবশেষে সাতক্ষীরার জনৈক্য এক ব্যক্তির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘রানটেক কম্পিউটার’কে শনিবার (০২ ডিসেম্বর) ১০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকারের অভিযানে মোটর সাইকেলের মাইলেজ টেম্পারিংয়ের কথা অকপটে স্বীকারও করেছে রানটেক কম্পিউটারের মালিক উৎপল গাইন ও অনুপম গাইন।

এদিকে একাধিক ভুক্তভোগীর দাবি ‘রানটেক কম্পিউটার’র মোটরসাইকেলের মাইলেজ টেম্পারিং ধরা পড়লেও তাদের অসংখ্য অপকর্ম এখনো পর্দার আড়ালে রয়ে গেছে। ইতিপূর্বে তারা ‘বুকটেল ডিজিটাল সিটি’ নামের একটি প্রতিষ্ঠান থেকে এধরণের জালিয়াতি করতো পরবর্তীতে ধরা পড়ার ভয়ে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘রানটেক কম্পিউটার’ করে পুণঃরায় একই অপকর্ম শুরু করে। আবারও তাদের প্রতিষ্ঠানে অভিযান চালালে তার নিশ্চিত আলামত মিলবে বলেও মনে করেন ভুক্তভোগীরা।

অভিযান এবং জরিমানার বিষয়ে সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হুসাইন বলেন, ‘ভোক্তাদের চাহিদা থাকায় সাতক্ষীরায় পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয় জমজমাট। আমরা বেশ কিছুদিন ধরে ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পাচ্ছিলাম পুরাতন যেসব মোটরসাইকেলগুলো ক্রয়-বিক্রয় হচ্ছে এগুলোর মাইল মিটারগুলো টেম্পারিং করে ভোক্তাদের ঠকানো হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ছিলো কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা এধরণের কাজগুলো করে। নারকেলতলা মোড়ের ‘রানটেক কম্পিউটার’ তার মধ্যে অন্যতম। আমরা সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পেয়েছি এবং তারা দোষও স্বীকার করেছেন এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এবিষয়ে জানতে অভিযুক্ত ‘রানটেক কম্পিউটার’-এর মালিক অনুপম গাইনের কাছে তার ব্যবহৃত ০১৭২৯-১৯১৯২০ নাম্বারে রবিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest