সর্বশেষ সংবাদ-
ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতারআশাশুনিতে নিরাপদ পানি নিশ্চিত করনে সুধীজনের সাথে অবহিত করন সভাসাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতারতাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদনআহছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তিতে নলতায় দিনব্যাপী নানা আয়োজনসাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে ১ ডজন সিদ্ধান্ততালায় ড্রেন পরিস্কার করণের কাজ পরিদর্শনে ইউএনওশ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা: বাদী কৃষকদল নেতাতালায় দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যুসাতক্ষীরায় শিশু আছিয়ার পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা : গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন

সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির একসভা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপত্বিতে মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে নির্বাহী কমিটির অফিস রুমে অুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমন প্রমূখ।

সভায় আলোচনান্তে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী ২০ জানুয়ারী (সম্ভব্য ধায্য তারিখ) সাধারণ সভা এবং সাধারণ সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রেসক্লাবের নির্বাচনের তারিখ ঘোষনা। এছাড়া ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে অবৈধ কমিটিই থাকা কালীন সময়ে অর্থ তছরুপ সহ বিভিন্ন অনিয়ম দূর্ণীতির বিষয়ে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ১৬ ডিসেম্বর‘২৩ মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভার সিদ্ধান্ত সহ সাংগঠনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের বিশেষ বর্ধিত সভা

দেবহাটা প্রতিনিধি ॥ দেবহাটা রিপোর্টার্স ক্লাবের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ ডিসেম্বর, ২৩ ইং সকাল সাড়ে ১০ টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য আর.কে.বাপ্পা, কার্য্যনির্বাহী সদস্য দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্য্যনির্বাহী সদস্য কে.এম রেজাউল করিম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, কার্য্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম আলম, সাংবাদিক মজনুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মনোয়ার, রিপোটার্স ক্লাবের সদস্য শহিদুল ইসলাম, মহিউদ্দীন আহম্মেদ, সিদ্দিকুর রহমান, আশরাফুল আলম বাদল প্রমুখ। এসময় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনাসহ আগামী মহান বিজয় দিবসে শহীদদের স্মরনে পুষ্পমাল্য অর্পণ করা, আলোচনা সভাসহ দিবসটি যথাযথভাবে পালন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৫ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সের কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-এর অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবীরের সভাপতিত্বে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। স্বাস্থ্য কমপ্লেক্সের ই.পি.আই টেকনোশিয়ান মশিউর রহমানের পরিচালনায় অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ কুমার সানা, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসান জাফরী, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার, পরিসংখ্যানবীদ ঝর্ণ রানী প্রমুখ। এছাড়া এ.এইচ.আই, এফ.পি.আই, এস.এস.এন বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আগামি ১২ ডিসেম্বর থেকে ২৮৮টি সেন্টারে এক যোগে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের নীল রঙ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। খালি পেটে কখনো ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ঠিক হবে না। রাতকানা রোগ ও শিশুদের দৃষ্ঠিশক্তি ভাল রাখতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কোন বিকল্প নেই।

৪ মাস পূর্বে যে সকল শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে তাদের আর খাওয়ানো যাবেনা। যে সব মাঠ কর্মীগন এই কাজের সাথে সম্পৃক্ত থাকবে তাদের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবশ্যই কেন্দ্রে অবস্থান করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি : ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিউটের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে একই স্থানে এসে র‌্যালী শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, সাতক্ষীরা উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুর নাহার রত্না, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান প্রমুখ।

বিশ্ব মৃত্তিকা দিবসটি বার্ষিক ইভেন্ট যা পৃথিবীতে জীবনকে সমর্থন করার জন্য মাটির তাৎপর্য প্রচার করার একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। এটির লক্ষ্য কৃষি, খাদ্য নিরাপত্তা, জীব বৈচিত্র্য, জলবায়ু নিয়ন্ত্রণ এবং আরও অনেক কিছুতে মাটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কে ব্যক্তি এবং সম্প্রদায়কে সচেতন করা। মাটির স্বাস্থ্যের উপর গুরুত্ব কেন্দ্রীভূত করা এবং মৃত্তিকা সম্পদের টেকসই ব্যবস্থাপনার পক্ষে সমর্থন করার জন্য প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস (World Soil Day) পালিত হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার রেউই বাজারে ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকান ঘর উচ্ছেদ করল ভ্রাম্যমান আদালত

জুলফিকার আলী : সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাত জুড়ে আমিরুল ইসলাম এর দোকান ঘর উচ্ছেদ করল ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকাল ৪টা দিকে এই অভিযান পরিচালনা করেন, সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার পুলিশ কর্মকর্তা বৃন্দু, রেউই বাজার ব্যবসায়ী দোকানিরা এবং তিনি বলেন, কোন দোকানদার ফুটপাত জুড়ে দখল করে রাখবে না। জনসাধারণের চলাচলে কোন সমস্যা না হয়। আর রাস্তা ছাড়া কমপক্ষে পাঁচ থেকে ছয় ফুট ফাঁকা রাখতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা জন সমিতি ঢাকা এর সভাপতি ঝড়ু আর নেই

রিপোর্ট ডেক্স: সাতক্ষীরা জেলা জন সমিতি ঢাকা এর সভাপতি খলিল উল্লাহ ঝড়ু আর নেই।সোমবার রাত ১০টার দিকে ঢাকা যাওয়ার পথে গোপালগঞ্জে পরিবহনের মধ্যেই স্টক জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মানের অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক সম্পর্ত্তি জবর দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে নওশের আলী নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। সে উপজেলার গোয়ালপোতা গ্রামের হোসেন আলী গাজীর ছেলে। ঘটনাটি ঘটছে (৪ ডিসেম্বর) সোমবার ভোরে রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে ঘটে।

সারেজমিন গেলে আবু হামজার জানান, তার দীর্ঘদিন ভোগ দখলকৃত সম্পত্তি মৃতঃ খয়রাত আলী গাজীর ছেলে নওশের আলী গাজী (৫৫) ও একই এলাকার বহুল বিতর্কিত শহিদুল ইসলাম, রেজাউল কবির, হাবিবুল্লাহ, আব্দুর রহিম, আফজাল, মেজা, ঈমান আলী সরদারসহ বেশ কিছু সন্ত্রাসীদের নিয়ে জোরপূর্বক ঘর নির্মাণ করার চেষ্টা চালায়।

ভুক্তভোগী আরো জানান, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারা মতে পিটিশন- ১৩৯৮/২৩ নং মামলা দায়ের করেছেন নওশের আলী গাজীকে বিবাদী করে গোয়ালপোতা মৌজার জে,এল নং-১২৬, খতিয়ান নং ১৬৭, দাগ নং ২৯৯, মোট জমির পরিমাণ ০.৫১ শতকের মধ্যে ০.৭৭৮ শতক খরিদকৃত সম্পত্তি। জবর দখলের বিষয়ে অভিযুক্ত নওশের আলী গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তফশীল ভূর্ক্ত সম্পত্তি আমার খরিদকৃত ও ভোগ দখলীয়। আমার জায়গায় আমি ঘর নির্মাণ কবরো এই কথা বলেই ঘটনাস্থল ত্যাগ করেন। সম্পর্ত্তি দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরণের ঘটনা ঘটতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে নির্বাচনী আচারণ বিধি প্রচারে মোবাইল কোর্টের নির্দেশনা

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নাশকতা প্রতিরোধ ও নির্বাচনী আচারণ বিধি মেনে চলার জন্য জনসচেতনতা বাড়াতে মোবাইল কোর্টের নির্দ্দেশনা প্রচার করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী।

এ সময় তিনি বলেন, আচরণ বিধি লঙ্ঘন করলে বা অবরোধ ও নাশকতার মত কোন ধরণের ঘটনা ঘটালে মোবাইল কোর্টের মাধ্যমে দোষী ব্যাক্তিকে আইনানুগ সাজা দেয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে (৪ ডিসেম্বর) বেলা ১১টায় নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য উপজেলা সদরের ফুলতলা মোড়, নলতা হাটখোলা, নাজিমগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় এই নির্দ্দেশনা দেওয়া হয়।

এসময়ে থানা পুলিশ ও বিজিবি সদস্যরা সাথে ছিলেন। এমনিভাবে সর্বক্ষণ মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। নির্বাচনী বিধিমালা মেনে চলার জন্য সকল রাজনৈতিক দলগুলোকে নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন কোন রাজনৈতিক দল যাতে অবরোধ ও নাশকতা করতে না পারে সে জন্য আমরা সর্বদা সজাগ রয়েছি। পাশা-পাশি থানা পুলিশ এবং বিজিবি‘র সদস্যরা আমাদের এই কার্যক্রম সহযোগিতা করবে। জাতীয় নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা মেনে আমরা মাঠে কাজ করছি। সেই নির্দেশনা অনুযায়ি আমরা সকল রাজনৈতিক দল গুলোকে নির্দেশনা দিয়ে যাচ্ছি। কোন ধরণের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী এলাকায় ভোট অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest