সর্বশেষ সংবাদ-
ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতারআশাশুনিতে নিরাপদ পানি নিশ্চিত করনে সুধীজনের সাথে অবহিত করন সভাসাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতারতাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদনআহছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তিতে নলতায় দিনব্যাপী নানা আয়োজনসাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে ১ ডজন সিদ্ধান্ততালায় ড্রেন পরিস্কার করণের কাজ পরিদর্শনে ইউএনওশ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা: বাদী কৃষকদল নেতাতালায় দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যুসাতক্ষীরায় শিশু আছিয়ার পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দরিদ্র ও সুববিধাবঞ্চিতদের জন্য ৪৩০ পিচ কম্বল ডিসি’র কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি ঃ অসহায়, দরিদ্র ও সুববিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থার আশা’র পক্ষ থেকে সাতক্ষীরার জেলা প্রশাসকের নিকট ৪৩০ পিচ কম্বল হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আশা’র খুলনা বিভাগীয় এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এ.কে.এম সেলিম আল রেজা উক্ত কম্বল গুলো সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের হাতে তুলে দেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, আশা’র সাতক্ষীরার জেলা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমানত উল্লাহ, শাখা ব্যবস্থাপক এ কে এম আমিনুর রহমান, মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্য।
বেসরকারী সংসংস্থা আশা’র পক্ষ থেকে এ সময় জানানো হয়, এই সংস্থাটি প্রতিবছর অসহায়, দরিদ্র ও সুববিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি ঃ ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বৃহস্পতিবার শহরের পাকাপোলের মোড় থেকে র‌্যালিটি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তি সংসদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারসহ অন্যান্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা প্রশাসন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। ৭ই ডিসেম্বর বৃহস্পতিবার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা শাখাওয়াত হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার সাকিব হাসান বাধন সহ স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার নার্স বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় খালের পাড় থেকে মৎস্য শিকারির মরদেহ উদ্ধার!

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার ইছামতি নদীর শাখা ভাতশালা-কোমপুর স্লুইস গেট সংলগ্ন এলাকায় মনিরুল ইসলাম (৫২) নামের এক মৎস্য শিকারির মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে পথচারীরা মরদেহটি দেখে জনপ্রতিনিধিদের খরব দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসি মরদেহটি মৎস্য শিকারি মনিরুল ইসলামের বলে প্রাথমিক সনাক্ত করে। নিহত ব্যক্তি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আলাউদ্দীনের ছেলে।

পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা জানান, ভাতশালা-কোমপুর স্লুইস গেট সংলগ্ন খালে মনিরুল ইসলাম প্রতিদিন মাছ ধরতে আসে। প্রতিদিনের ন্যায় বুধবার মাছ ধরতে এসে আর বাড়িতে ফিরিনি। ভোরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে স্থানীয়রা মনিরুলকে শনাক্ত করলে তার পরিবারে খবর পাঠানো হয়। তিনি আরো জানান, যেখানে দেহটি পড়ে আছে তার পাশে খালে মাছ ধরা বঁড়শি পাতা এবং মাছের পাত্রটি রয়েছে। ধারণা করা হচ্ছে বাথরুম শেষে খাল থেকে পানি ব্যবহার করে ওঠার সময় রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে মারা যেতে পারেন। তবে তিনি বহুদিন ধরে অসুস্থ থাকায় ভারী কোন কাজ করতে পারেন না।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মর দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এরপর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে ওই ব্যক্তি ইতোপূর্বে আর কয়েকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিল বলে জানাতে পেরেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

দেবহাটা প্রতিনিধি : ৬ ডিসেম্বর দেবহাটা উপজেলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা চত্বর হতে দিবসটি উপলক্ষে আনন্দ র‍্যালী বিভিন্ন প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্তোজা মোঃ আনোয়ারুল হক,
যুদ্ধহত মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, সাবেক আব্দুল ওহাব, নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, মুক্তিযোদ্ধা শাহজাহান মাস্টারের পুত্র সাংবাদিক ফারুক মাহাবুব রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন । দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে এম রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন,
দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ সম্পর্ক সাবুর আলী সহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা আবদুল হামিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২৩ উপলক্ষে ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে ‘সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে ‘সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, ডাঃ আশরাফুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. আবুল কাশেম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর রথীন্দ্র নাথ সরকার। এসময় সাতক্ষীরা কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন সুস্থ্য জাতী গঠনে জাতীয় ভিটামিন “এ ” প্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খালিপেটে কোন ক্যাপসুল খাওয়ানো যাবে না। যাকে খাওয়ানো হবে তার সামনে কেটে খাওয়াতে হবে। কাটা অংশে হাত লাগানো যাবে না। ক্যাপসুলের ভেতরের তরল অংশ ব্যতীত অন্য অংশ খাওয়ানো যাবে না। একজন শিশুকে একাধিক ক্যাপসুল খানো থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ জেলায় আগামী ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন হবে। ঐ দিন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিনভাবে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবার জেলার ৭ টি উপজেলা, ২ টি পৌর সভা, ৭৮ টি ইউনিয়ন, ২৩৪ টি ওয়ার্ডে মোট ১৯৪১ টি টিকাদান কেন্দ্রে ৯০৫ জন সরকারি স্বাস্থ্য কর্মী ও ৩৮৬৭ জন বেসরকারি স্বাস্থ্য কর্মী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে অংশ গ্রহন করবে। এবছর জেলায় ৬ থেকে ১১ মাস চয়সী ২৭ হাজার ১শত ৮১ জন শিশুকে নীল রং ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ২৮ হাজার ৭শত ৮৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় সভা

জুলফিকার আলি : সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রেইউ বাজার অফিস কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা ০২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আশরাফুজ্জামান আশু , জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান ।

বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর থানা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাইদ তপন, সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির কার্যকরি সদস্য নুরুল ইসলাম কাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ০১ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাস্টার মহসিন আলী, ০৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোশাররফ হোসেন, সুলতান আহমেদ, আমিরুল ইসলাম নাসির উদ্দিন, নিয়াম উদ্দিন, মাস্টার আব্দুল আহাদসহ ইউনিয়ন জাতীয় পার্টির সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বদরুজ্জামান খোকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাইফুল্লাহ লস্করের সমাধিতে জেলা ভুমিহীন সমিতি ও পরিবেশ রক্ষা কমিটির শ্রদ্ধা

প্রেসবিজ্ঞপ্তিঃ বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও ভুমিহীন নেতা সাইফুল্লাহ লস্করের ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা ভুমিহীন সমিতি ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির এর যৌথ উদ্যােগে মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়ায় পারিবারিক কবরস্থানে সাইফুল্লাহ লস্করের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক,

সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি সংবাদকর্মী সেলিম হোসেন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁ, পৌর ভুমিহীন সমিতির সভাপতি আশরাফুল গাজী, রেজাউল করিম রেজা, সোহরাব হোসেন প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest