সর্বশেষ সংবাদ-
বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যানল স্টুডেন্টস ফোরামের নির্বাচন সম্পন্নসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৯০ দশক ছাত্রদলের দোয়াশ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপি×য়ে হত্যা : আ×টক ৯সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার(২১ অক্টোবর) ভোরে শহরের পলাশপোল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৫ই আগস্ট সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলো- সদর থানার পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল প্রিয়, শ্যামনগরের নোয়াবেকী এলাকার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস ও একই এলাকার স্বপন রায়ের ছেলে বিশ্বজিত রায়।

সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী দোলনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার তিন সহযোগী সহ চাইনিজ পিস্তল (ঞড়শধৎবা ঞঞ-৩৩), দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও গাঁজা আটক করা হয়। আটক আসামী, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গাঁজা সদর থানায় হস্তান্তর করেছে সেনাসদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারী কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, ছাত্র সমন্বয়ক, সাংবাদিক এবং সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। তিনি দীর্ঘ বক্তব্যে কোরআন ও হাদিসের উদ্ধৃতি তুলে ধরে বলেন আমরা একটি নতুন, আধুনিক ও বৈষম্যহীন সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি।দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় জেলার মানুষ শান্তিপ্রিয় এবং সৃজনশীল মনের। এ জেলার ইতিহাস- ঐতিহ্য অনেক গর্বের।

কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে এ জেলার দুর্নাম হয়। বিআরটি এ, সাব-রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরে অনেকেই দুর্নীতি করে আসছেন। আজ থেকে আমি আপনাদের উপর নির্দেশনা দিচ্ছি আগামীকাল থেকে একজনও দুর্নীতি করতে পারবেন না, কোন অনিয়ম থাকবে না। থাকবে না কোন বৈষম্য। কোন সেবা গ্রহিতা হয়রানীর শিকার হবে না এ নিশ্চয়তা আমাকে দিতে হবে। তহশিল অফিসে কোন দুর্নীতি হবে না, হলে তাকে আইনের আওতায় আনা হবে। আজকের মতবিনিময় শুধু আমি চেহারা দেখানোর জন্যে আসেনি। এসেছি সততার সাথে প্রকৃত জনকল্যাণে যাহাতে প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজ করে এলক্ষ্যে জন সচেতনতা বাড়াতে। আমরা আগামীকাল পর্যন্ত বাঁচাব এমন গ্রারান্টি যেমন দিতে পারবো না ঠিক তেমনি ঘুষ গ্রহন করে পরকালে অনিশ্চয়তায় জড়াতে চাই না।

আমি চাই এখন থেকে সত্যের পথে থেকে মানুষের কল্যাণে কাজ করতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ উপজেলার ক্যাম্প ইনচার্জ মেজর মুশফিক আহমেদ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিম উদ্দীন প্রমুখ।

এ সময়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউপ,
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, শিমু রেজা এমপি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সেক্রেটারী মিলন কুমার ঘোষ, ছাত্র সমন্বয়ক রাকিব হাসান।এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনছার, গোয়েন্দা সংস্থা, ধর্মীয় নেতা ও সূধীজন। মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় তাঁতীদলের দুটি উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২০ অক্টোবর জেলা তাঁতীদলের আহবায়ক হাসান শাহরিয়া রিপন ও সদস্য সচিব স্বাক্ষরিত একপত্রে শরীফ মো: আব্দুর রাজ্জাক কে আহবায়ক, ফারুক হোসেন কে সদস্য সচিব করে কালিগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেন।

এছাড়া হিরন কুমার মন্ডলকে আহবায়ক ও আবির হোসেন লিওন কে সদস্য সচিব করে দেবহাটা উপজেলা কমিটির অনুমোদন দেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দৈনিক রুপালি বাংলাদেশের নবযাত্রা উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় রুপালি বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কেককাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এস এ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদার, ডিবিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি ও পত্রিকাটির পাটকেলঘাটা প্রতিনিধি আব্দুল মোমিন, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ^াস, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আতাউর রহমান, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন সবুজ, আকরামুজ্জামান জনিসহ অন্যরা। এর আগে একটি র‌্যালি শহরের মিনি মার্কেট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পত্রিকাটি যাতে অসহায় মানুষের দু:খ দুর্দসার কথা তুলে ধরে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পত্রিকাটি পাঠক হৃদয়ে স্থান করে নিবে এই কাম্য আমাদের। বিশেষ করে ডিজিটাল মিডিয়ার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য সাহসী ভ‚মিকা নিয়ে মাঠে আসায় পত্রিকার সাথে সম্পৃক্ত সকলের উত্তোরত্তর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : যশোর থেকে প্রকাশিত ‘রূপান্তর প্রতিদিন’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হলেন গাজী হাবিব।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে পত্রিকাটির প্রধান কার্যালয়ে সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর কবীর তাকে সাতক্ষীরা জেলা প্রতিনিধির কার্ডসহ অন্যান্য কাগজপপত্র তুলে দেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, মোহনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল জলিল, রূপান্তর প্রতিদিনের বার্তা সম্পাদক বিপুল সরকার, সহকারী বার্তা সম্পাদক এমএইচ উজ্জল, নিরঞ্জন দাদাসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গাজী হাবিব এর আগে দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার, সাহিত্য সম্পাদক ও সার্কুলেশন ম্যানেজার হিসেবে ২০১৬ সাল থেকে কর্মরত। এছাড়া তিনি ২০২২ সালে দৈনিক বানিজ্য প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তবে, গাজী হাবিব সাতক্ষীরার একজন কবি হিসেবে সমধিক পরিচিত। তিনি তার পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা ও দোয়াপ্রার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার চারশ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার অনুমোদনের দাবিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ জাতীয় ভ‚মিহীন অধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: বাবলু হাসান।

বক্তব্য রাখেন, জেলা ভ‚মিহীণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাংলাদেশ জাতীয় ভ‚মিহীন অধিকার পরিষদের উপদেষ্টা শওকত আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল আলিম, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী সাহিদা আক্তার ময়না, শ্রী রামপ্রসাদসহ অন্যরা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী। পরে মেলার অনুমোদনের পক্ষে গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়।

আলোচনাসভায় বক্তারা বলেন, গুড় পুকুর মেলা দীর্ঘ ৪শ বছর ধরে সাতক্ষীরায় চলে আসছে। বহু মানুষ মেলার জন্য মুখিয়ে থাকেন। শত শত মানুষের কর্মসংস্থান হয় মেলা থেকে। সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি প্রতি বছর স্বগৌরবে মেলাটি হোক। কিন্তু মেলার অনুমতি না পাওয়ায় আমরা হতাশ হয়েছি। মেলাটির অনুমোদনের জন্য সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার জেলিয়াখালী নামক স্থান থেকে ২১ কেজি হরিনের মাংসসহ দুই চোরাশিকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। রবিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোর ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক চোরাশিকারীরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরার মাহমুদ মল্লিকের ছেলে মোঃ মশিউর রহমান শামিম (৪৭) ও একই এলাকার মৃত মোহাম্মদ ওয়াজেদ আলী গাজীর ছেলে মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।

প্রেবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ কয়রা বিসিজি স্টেশনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি এলাকায় কয়েকজন চোরাশিকারী হরিণ শিকারের পর তার মাংস বিক্রি করার জন্য সেখানে অপেক্ষা করছেন।

এসময় তারা সেখানে অভিযান চালিয়ে উক্ত দুই চোরাশিকারীকে ২১ কেজি মাংসসহ হাতে নাতে আটক করেন। এসময় তাদের ব্যবহারিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত হরিণ শিকারীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা ল স্টুডেন্স ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৯৬ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে ফিরোজ আলী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইফুল্লা মো: জোবায়ের পেয়েছেন ৩৩ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সদানন্দ কুমার সরকার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুন নাহার জলি পেয়েছেন ৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির রায়হান ১০৩ পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকতম প্রতিদ্বন্দ্বি এস এম রেজাউল করিম পেয়েছেন ১৭ ভোট। অর্থ সম্পাদক পদে শরিফুল ইসলাম ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকতম প্রতিদ্বন্দ্বি প্রসূন কুমার পেয়েছেন ৫৯ ভোট।

নির্বাচনে ২১ টি পদের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৭ টি পদে নির্বাচিত হন। যে কারনে বাকী ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest