সর্বশেষ সংবাদ-
দেবহাটায় পুলিশ সদস্যের অবসরজনিত বিদায়ী সংবর্ধনাদেবহাটায় এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে অমানুষিক নির্যাতনসাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কবির হোসেনের যোগদাননূরনগর ইউনিয়নবাসীর জন্য সমাজসেবক লিটনের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুসারসা বাহরুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ  মৃত্যুঞ্জয় কুমার ও আবু তাহেরের নেতৃত্বে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণাখালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াসাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশ

উয়েফা বর্ষসেরা শীর্ষ তিনের তালিকায় নেই মেসি

খেলার খবর: ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা-উয়েফার বর্ষসেরার শেষ তিনজনের তালিকায় নেই বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসির নাম। এই দৌঁড়ে এগিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও মোহাম্মদ সালাহ।

সোমবার ঘোষিত এ তালিকায় রোনালদোর জায়গা হয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে পঞ্চমবার ও টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতায়। তাছাড়া টানা ৬ মৌসুমের গোলদাতাও তিনি। সালাহ ঢুকেছেন চ্যাম্পিয়ন্স লিগের গেল মৌসুমে নিজ দল লিভারপুলকে ফাইনালে তোলায়। আর মদ্রিচের জায়গা মিলেছে রিয়ালে দুর্দান্ত মৌসুম কাটানোর পাশাপাশি রাশিয়া বিশ্বকাপে উড়ন্ত পারফরম্যান্সের কারণে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও আলোচনায় ‘দুপুর ঠাকুরপো’র মোনালিসা

বিনোদন সংবাদ: বিগ বস-১০ এ অংশ নেওয়ার পর থেকেই বাঙালি কন্যা মোনালিসা এখন বেশ পরিচিত মুখ। তারপর উপর এসভিএফ এর ‘দুপুর ঠাকুরপো’-২ এর ‘ঝুমা বৌদি’র ভূমিকাতেও বেশ নজর কেড়েছেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা।

আপাতত হিন্দি ধারাবাহিক ‘নজর’-এ ডাইনির ভূমিকায় অভিনয় করছেন মোনালিসা। শুটিংয়ের ফাঁকে স্বামী বিক্রান্ত রাজপুতের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন মোনালিসা। সেখানেই ফ্রেমবন্দির হলে এই অভিনেত্রী।

সোশ্যাল সাইটে ভক্তদের জন্য সেই সব ছবিও শেয়ার করেছেন মোনালিসা। ইতোমধ্যে ইন্টারনেটে ছড়়িয়ে পড়েছে মোনালিসার ছবিগুলো।

তবে শুধু ভোজপুরি, হিন্দি, বাংলাতেই নয়, তেলেগু, তামিল, ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন মোনালিসা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইদ উপলক্ষ্যে দুঃস্থদের সাতক্ষীরা পুলিশের ঈদ সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আযহা উপলক্ষ্যে দুঃস্থ ও প্রতিবন্ধিদের মাঝে শেমাই, চিান, তেল এবং মাংশ বিতরন করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে আজ সকাল ১০ টায় পুলিশ লাইন মাঠে সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব বিতরন করেন।এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈন উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সহকারি পুলিশ সুপার অপু সারআর, সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী (হেড কোয়াটার) হুমায়ন কবির, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠান থেকে এ সময় জেলার ৩শতাধিক মানুষের মাঝে এ সব সামগ্রী বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রেনেড হামলায় খালেদা-তারেক সরাসরি জড়িত : প্রধানমন্ত্রী

দেশের খবর: ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ২১ আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এমন অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সেদিনের এই ঘটনা (২১ আগস্টের গ্রেনেড হামলা) সরকারের নির্দেশেই হয়েছিল। ক্ষমতায় থেকে বিএনপি-জামাত জোট এই হত্যাকাণ্ড চালিয়েছিল। ওই হামলার ঘটনায় খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি জড়িত।

শেখ হাসিনা আরও বলেন, হত্যাকাণ্ডের চেষ্টার সঙ্গে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত। বিচারকে বাধাগ্রস্ত করাসহ ঘটনাকে ভিন্ন খাতে নিতে বিএনপি মিথ্যাচার করেছিল। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটার নজির পৃথিবীতে নেই। যারা সহযোগিতার জন্য এসেছিল তাদের ওপর টিয়ারশেল মারা হল। টিয়ারশেল মেরে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল যেন অপরাধীরা পালিয়ে যেতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা, প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিল সরকার। বিএনপি চেয়েছিল শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নাম মুছে ফেলতে।

গুজব এবং মিথ্যাচারে বিএনপির মতো পারদর্শী কেউ নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, একবার না বার বার হত্যার চক্রান্ত করেছে। তাদের হত্যা-ষড়যন্ত্রের অভ্যাস বদলাবে না। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত জিয়া পরিবার। ওই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্তরা যেন দলে (আওয়ামী লীগে) না ভিড়তে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত সরকারের আমলে শুধু আওয়ামী লীগ নয়, বিদেশি কূটনীতিকরাও সন্ত্রাসী হামলা থেকে রেহাই পায়নি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর দেশ জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে সক্ষম হয়েছি। বিএনপি কারো কল্যাণ করতে পারে না, শুধু ক্ষতিই করতে পারে। ক্ষমতায় আসতে পেরেছি বলেই দেশকে উন্নয়নশীল করা সক্ষম হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ২১ আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের স্মরণে আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।

পরে সেদিনের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশবাসীকে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও আইভী রহমানসহ দলের ২৪ জন নিহত ও অসংখ্য নেতাকর্মী আহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৫ বছর পর ঢাকায় ঈদ করছেন মডেল মিলা

বিনোদন সংবাদ: ‘যা শুনেছেন, তাই সত্যি। এবার ঢাকায় ঈদ করছি।’ এমনটিই বলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। ২০০০ সালে লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক হয়েছিলেন তিনি।

এরপর নিয়মিত মিডিয়ায় কাজ করেছেন। বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে খুব দ্রুত সবার নজর কাড়েন মিলা। ১৫ বছর আগে নিজের সুন্দর ক্যারিয়ার চলাকালীন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই অভিনেত্রী। এরপর অনিয়মিত হয়ে পড়েন কাজে। কিন্তু গেল কয়েক বছর ধরে বেশ কিছু টিভি নাটকে দেখা গেছে তাঁকে। দেশে এলেই নাটকের শুটিং করা হয় তাঁর। গত বছর একটি বিজ্ঞাপনও করেছিলেন তিনি। দেশে এক বছর কিংবা দুই বছর পরপর আসা হলেও কখনো ঈদুল আজহা ঢাকায় করা হয়নি মিলার।

এ বিষয়ে মিলা বলেন, ‘প্রায় ১৫ বছর পর এবার ঢাকায় ঈদ করছি। সঙ্গে আমার হাজবেন্ড জিকোও রয়েছে। তবে আমার দুই বাচ্চা নিউইয়র্কে রয়েছে। তাদের জন্য খারাপ লাগছে। তবে দীর্ঘদিন পর ঢাকায় ঈদ করছি, তাই অনুভূতি অন্য রকম। এরই মধ্যে মিডিয়ার অনেক বন্ধুর বাসায় যাওয়ার নিমন্ত্রণ পেয়েছি। অনেকের সঙ্গে দেখা হবে। সময়ও কাটবে ভালো। ঈদুল আজহা ত্যাগের ঈদ, তাই এই ঈদে খুব বেশি উচ্ছ্বসিত আমি হই না।’

এ বছর টিভি পর্দায় মিলাকে দেখা যাবে। চ্যানেল আইতে প্রচারিত হবে তাঁর অভিনীত নাটক ‘কাকু যখন কুমিল্লায়’। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক ‘কাকু যখন কুমিল্লায়’। এবারও নাটকটি নির্মাণ করেছেন আফজাল হোসেন। ছোটকাকুর ভূমিকায় তাঁকেই দেখা যাবে। অন্যদিকে, নাটকটিতে সজলের বিপরীতে অভিনয় করেছেন মিলা।

নাটকের বাইরে নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন মিলা। এ বিষয়ে মিলা চমক রাখতে চান। বললেন, ‘এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। এটুকু বলতে পারি ভালো একটি গানের মডেল হয়েছি।’

এদিকে, এনটিভির জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ‘রঙিন পাতা’য় অতিথি হয়েছেন মিলা। অনুষ্ঠানটি প্রচারের অপেক্ষায় রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ. এশিয়াকে সন্ত্রাসমুক্ত করতে ইমরানের সাহায্যপ্রার্থী মোদি

বিদেশের খবর: ভারত চায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কঠোর হাতে জঙ্গিদের দমন করুন। চিঠি লিখে ইমরান খানকে একথা মনে করিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ইমরানের জয় নিশ্চিত হবার পর টেলিফোনে তাকে অভিনন্দন জানিয়েছিলেন মোদী।

সাবেক ক্রিকেট তারকা দেশের প্রধান হিসেবে শপথ নেয়ার পর মোদী যে চিঠি লেখেন তাতে উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়াকে সন্ত্রাসমুক্ত করতে আমরা আপনার সহযোগিতা আশা করছি। একইসঙ্গে মোদী লিখেছেন, আমরা প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই । আশা করি আগামী দিনগুলোতে নানা উন্নয়নমুলক কাজে দুই দেশ একসঙ্গে অংশ নেবে।

এদিকে, মোদীর এই চিঠি নিয়ে উভয় দেশে খানিকটা অযাচিত বিতর্ক হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় মোদী নতুন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ‘আলোচনায় বসার’ প্রস্তাব দিয়েছেন।

এই খবর ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হবার পর দিল্লির পক্ষ থেকে এ ধরনের প্রস্তাবের কথা অস্বীকার করা হয়। পরে অবশ্য পাকিস্তান তার দাবির পক্ষ থেকে সরে আসে।

গতকাল পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির দফতর থেকে বলা হয়, ‘‘মন্ত্রীর বক্তব্যকে ভারতীয় মিডিয়ার একাংশ ইচ্ছা করে ভুল ব্যাখ্যা করেছে।

কুরেশি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে ইতিবাচক ও গঠন মূলক সম্পর্ক তৈরির কথা বলেছেন। আলোচনার প্রস্তাব দেয়ার কথা সরাসরি বলেনি।’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ঝড় আঘাত হেনেছে বাংলাদেশে

দেশের খবর: পৃথিবীতে প্রতি বছর প্রায় ৮০ টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এর অধিকাংশই সমুদ্রে মিলিয়ে যায়, কিন্তু যে অল্প সংখ্যক উপকূলে আঘাত হানে তা অনেক সময় ভয়াবহ ক্ষতি সাধন করে। বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ঝড় আঘাত হেনেছে বাংলাদেশে।
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ৫ ঝড়ের বিবরণ নিম্নে উল্লেখ্য করা হলো- যে সমস্ত ঝড় গুলো প্রশান্ত মহাসাগরের টাইফুন, অ্যাটলান্টিকের হারিকেন এবং ভারত মহাসাগরের সাইক্লোন নামে পরিচিত।
১। ২০০৮: নার্গিস (মায়ানমার)-
দক্ষিণ পূর্ব এশিয়ার ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি হলো নার্গিস৷ ২০০৮ সালের মে মাসে যেটি মায়ানমারে আঘাত হানে৷ এতে প্রাণ হারায় ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ৷ ৪ লাখ ৫০ হাজার ঘর-বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়৷
২। ১৯৯১ সাল: বাংলাদেশ-
বাংলাদেশের ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, যেটি ২৯শে এপ্রিল ঘণ্টায় ২৩৫ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছিল৷ সমুদ্রের পানির উচ্চতা পৌঁছে গিয়েছিল সাত মিটার উঁচুতে৷ এতে প্রাণ হারিয়েছিল উপকূলের অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষ৷
৩। ১৮৭৬: দ্য গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন, বাংলাদেশ-
১৮৭৬ সালের অক্টোবরে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে বরিশালের বাকেরগঞ্জে৷ সে সময় ব্রিটিশ শাসনামল চলছিল৷ ভয়াবহ সেই ঝড়ে প্রাণ হারিয়েছিল অন্তত ২ লাখ মানুষ৷
৪। ১৯৭০ সাল: ভোলা সাইক্লোন, বাংলাদেশ-
বিশ্ব ইতিহাসের ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম বলা হয় ভোলা সাইক্লোনকে৷ ১৯৭০ সালের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর দিয়ে ঘণ্টায় ২০৫ কিলোমিটার বেগে বয়ে যায় সাইক্লোন৷ ঐ ঝড়ে প্রাণ হারায় অন্তত পাঁচ লাখ মানুষ, যাদের মধ্যে এক লাখই ছিলেন জেলে৷
৫। ১৮৮১ সাল: হাইফোং, ভিয়েতনাম-
১৮৮১ সালের অক্টোবর মাসে ভিয়েতনামের হাইফোং শহরে ভয়াবহ টাইফুন আঘাত হানে৷ এতে প্রাণ হারায় ৩ লাখ মানুষ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপেক্ষমান যানের দীর্ঘ সারি পাটুরিয়ায়

অনলাইন ডেস্ক: নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে ধীরগতি এবং গতরাতে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়ায় নৌরুট পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে অপেক্ষমান যানবাহনের সংখ্যা।
আজ মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টা পর্যন্ত নৌরুট পারের অপেক্ষায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় চার শতাধিক যানবাহন অপেক্ষমান ছিল। অপেক্ষমান যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং গরুবোঝাই ফেরত ট্রাকও রয়েছে।
পাটুরিয়া ফেরিঘাট থানা নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ভোর থেকে নৌরুট পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা ক্রমেই বাড়ছে। অতিরিক্ত গাড়ির চাপের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। নদীতে প্রচণ্ড স্রোতে কারণে ফেরি চলাচলে ধীরগতি হওয়ায় নৌরুট পারাপারে সময় লাগছে বেশি। ফলে নৌরুট পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বাড়ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest