সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভ

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ নিলেন নাসিরুল

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি নাসিরুল মুলক। দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার রাজধানী ইসলামাবাদে নাসিরুল মুলককে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন। দেশটির ২৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর তাকে গার্ড অব অনার দেয়া হয়।

এদিকে, গতকাল মধ্যরাতে পাকিস্তানের নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। এ নিয়ে দ্বিতীয় দফা দেশটির নির্বাচিত সরকার তার মেয়াদ পূর্ণ করল।

শপথ অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে নাসিরুল মুলক বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া, পাকিস্তানের সাধারণ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

জুলাই মাসের ২৫ তারিখে পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে বলে এর আগে ঘোষণা করা হয়েছে। পাকিস্তান নির্বাচন কমিশনের প্রস্তাব বিবেচনা করে নির্বাচন অনুষ্ঠানের জন্য এ তারিখটি অনুমোদন করেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেন। একই দিনে প্রাদেশিক পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একরাম হত্যার মুহূর্তের গা শিউরে ওঠা অডিও ক্লিপ!

ন্যাশনাল ডেস্ক: ইয়াবা ব্যবসার অভিযোগে অভিযুক্ত টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক (৪৬) গত শনিবার টেকনাফ সীমান্তে শনিবার রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে এমন একজন মানুষের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। একরামের ঘনিষ্টজন এবং এলাকাবাসী বলছেন, তিনি মোটেও ইয়াবা ব্যবসায়ী ছিলেন না। এদিকে গতকাল ৩১ মে সংবাদ সম্মেলনে একে ‘ঠাণ্ডা মাথার খুন’ হিসেবে আখ্যায়িত করেন তার স্ত্রী আয়েশা বেগম। আয়েশার মারফত একটি অডিও ক্লিপ ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

একরামকে গুলি করার মুহূর্তের সেই অডিও ক্লিপ শুনলে যে কারও গা শিউরে উঠবে। আয়েশা গত ২৬ মে রাতে তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করছিলেন। সাংবাদিকদের অডিওটির চারটি ক্লিপ দিয়ে নিহত কমিশনারের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীকে ‘ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।’ মোট ১৪ মিনিট ২২ সেকেন্ডের অডিও ক্লিপটির এক পর্যায়ে শোনা যায় গুলির শব্দ, মৃত্যুপথযাত্রী একরামের আর্তনাদ আর আয়েশার বুকফাটা চিৎকার!

আয়েশা সাংবাদিকদের বলেন, একটি বিশেষ গোয়েন্দা সংস্থার কর্মকর্তার ক্রমাগত ফোনের কারণে গত ২৬ মে রাত ৯টার দিকে একরাম বাড়ি থেকে বের হন। রাত ১১টার সময়ও বাড়ি ফিরে না এলে, তার মেয়ে সোয়া ১১টার দিকে ফোন করে। সেসময় একরাম মেয়েকে জানান যে, তিনি একজন মেজর সাহেবের সঙ্গে হ্নীলা যাচ্ছেন। যে কথা অডিও ক্লিপটিতেও শোনা যায়।

শুরুর একটি ক্লিপে মেয়ের সঙ্গে কথা বলছিলেন। মেয়ের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি টিএনও অফিসে যাচ্ছি তো, আমি চলে আসব আম্মু।’

‘কতক্ষণ হবে?’ মেয়ের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ‘বেশিক্ষণ লাগবে না। আমি চলে আসবো ইনশাল্লাহ।’

সেই চলে আসা আর হয়নি একরামের। স্বামীর খোঁজ নেওয়ার জন্যে রাত ১১টা ৩২ মিনিটে আবারও ফোন করেন তার স্ত্রী আয়েশা। ওপাশ থেকে কিছু বিচ্ছিন্ন শব্দ ছাড়া কারও কথা শোনা যাচ্ছিল না। এ প্রান্ত থেকে আয়েশা ‘হ্যালো’ ‘হ্যালো’ করে যাচ্ছিলেন। আয়শা বলছিলেন, ‘হ্যালো!… হ্যালো!… হ্যালো কে? আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি।… আমি উনার মিসেস বলতেছি… হ্যালো! হ্যালো…’

ওপাশ থেকে একইভাবে কিছু শব্দ হতে থাকে অনুচ্চস্বরে। হঠাৎ অস্ত্র লোড করার শব্দ এবং সাথে সাথে গুলি! একটি পুরুষ কণ্ঠের আর্তনাদ ‘ওহ’! এরপর আবারও আরেকটি গুলি!

ফোনের এ প্রান্ত থেকে আয়শা ‘ও আল্লাহ…’ বলে বুকফাটা আর্তনাদ করে ওঠেন! একইসঙ্গে আরও শিশুকণ্ঠের কান্না শোনা যায়। আয়শাকে বলতে শোনা যায়, ‘আমার জামাই কিছু করে নাই…আমার জামাই কিছু করে নাই…। আমরা বিনা দোষী।… ‘

ফোনের অপর প্রান্ত থেকে তখন ভেসে আসে হুইসেলের আওয়াজ। কিছু গালাগালির আওয়াজ। আর এ প্রান্ত থেক আয়শা বলে যাচ্ছিলেন, ‘আমার হাজব্যান্ড কিছু করে নাই…. আমার হাজব্যান্ড কিছু করে নাই…..।’

নিচের ভিডিওতে শুনুন সেই অডিও ক্লিপ।

https://www.youtube.com/watch?v=URir7MS1v_s

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় বঙ্গবন্ধু সৈনিকলীগের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১জুন) কলারোয়া কাছারি মসজিদ সংলগ্ন আ.লীগের দলীয় অফিসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব।
উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি রুবেল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
আয়োজক সংগঠনটির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান সম মোরশেদ আলী, কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ভু্ট্েটালাল গাইন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, দেয়াড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, ভারপ্রাপ্ত সাধারণ মোস্তাফিজুর রহমান মোস্তাক, তাঁতীলীগের সভাপতি অধ্যক্ষ বিল্লাল হোসেন আবির, সাধারণ সম্পাদক সরদার জিল্লুর রহমান প্রমুখ।
এসময় বঙ্গবন্ধু সৈনিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় কলারোয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া গভর্নমেন্ট কলেজ এক্স স্টুডেন্ট সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের ৪০২নং রুমে ঢাকায় অবস্থানরত কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ওই ইফতারের আয়োজন করা হয়।
মধ্য রমজানের পড়ন্ত বিকেলে বন্ধু-শুভানুধ্যায়ীরা নাড়ির টানে এক জায়গায় হতে পেরে রোজার ক্লান্তি প্রশান্তিতে রূপ নেয়। আনন্দে আবেগাপ্লুত একে অপরের সাথে কুশল বিনিময় করে, যেনো অনেকটা ঈদ আনন্দ।
ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
সংগঠনের সভাপতি কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মিজানুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা.ইউনুস আলী, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, শামিমুজ্জামান খান বাবু, এনজিও ফোরামের বেনজির আহম্মেদ, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আব্দুল হাকিম, সহ.সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী এড.ইয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোনালী ব্যাংকের কর্মকর্তা আসাদুজ্জামান, সহ.সাংগঠনিক মাহমুদুল হক রিপন, সহ.কোষাধ্যক্ষ সাধারণ বীমার শাহিনুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক কেএম আশরাফুজ্জামান পলাশ, সাহিত্য-প্রচার-প্রকশানা সম্পাদক তোফায়েল হোসেন, সমাজকল্যান সম্পাদক আতাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আলমগীর কবির, মহিলা বিষয়ক সম্পাদক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার স্বর্ণময়ী সাহা, নির্বাহী সদস্য প্রকৌশলী এসএম গোলাম কবির, মিজানুর রহমান, আফছানা বানু, রফিকুল ইসলাম জয়তু প্রমুুখ।
দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ.সভাপতি ব্যাংকার সিজিএম আসাদুজ্জামান মিলন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এতিম শিশুদের নিয়ে রোটারি ক্লাবের ইফতার মাহফিল

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা রোটারি ক্লাবের আয়োজনে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুরাতন আইনজীবী ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটা. এনছান বাহার বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা রোটা. মীর মোশাররফ হোসেন মন্টু, রোটা. পিপি আশরাফুল কবির ধনি, রোটা. পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটা. পিপি মাহমুদুল হক সাগর (পিএইচএফ), রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. হাসিবুর রহমান রনি, রোটা. কামরুজ্জামান রাসেল, রোটা. মো. মনিরুজ্জামান টিটু, রোটা. ফারহা দিবা খান সাথী, রোটা. সেলিনা আখতার শেলী, রোটা. নাজমুন আসিফ মুন্নি, রোটা. মিজানুর রহমান, রোটারেক্ট ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটা. জি.এম আবুল হোসাইন, সেক্রেটারি শেখ কাইয়ুম, রোটা. ইজাজ, রোটা. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সমগ্র সেশনটি সঞ্চালনা করেন রোটা. মাগফুর রহমান মজনু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা: অসীম বিশ্বাসের পিতা গৌর চন্দ্র বিশ্বাস আর নেই। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১.০৫মিনিটে নিজস্ব বাসভবনের বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্ব নাথ ঘোষ, সহ-সভাপতি সনাতন দাশ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, সহ-সম্পাদক বিকাশ দাশ, অসিম দাশ সোনা,সাহিত্য সম্পাদক রণজিৎ কুমার, সদস্য করুনাময়ী ঘোষ, যুব কমিটির সভাপতি শংকর ঘোষ, মিলন, তন্ময় প্রমুখ। এছাড়া জয়মহাপ্রভু সেবক সংঘ ও যুব কমিটির সভাপতি রনজিত সরকার, সাদারণ সম্পাদক মিলন কুমার বিশ্বাস, সহ-সভাপতি শংকর ঘোষ, সঞ্জীব বিশ্বাস, যুগ্ম সম্পাদক সুজন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তন্ময় সাহা, সদর উপজেলার সাধারণ সম্পাদক বাসুদেব দাশ, সহ-সভাপতি রনজিত ঘোষ, সহ সেবক সংঘ যুব কমিটির সকল নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করে তার আত্মার শান্তি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইফতারে মৌসুমি ফলের সালাদ

স্বাস্থ্য ডেস্ক: পবিত্র রমজান মাস চলছে। দেখতে দেখতে ৯ রোজা চলে যাচ্ছে। তীব্র গরমে সারাদিনের রোজা শেষে শরীর ভালো রাখতে চাই পুষ্টিকর খাবার। এখন চলছে মৌসুমী ফলের ভরা মৌসুম। মৌসুমী নানা রকম ফল দিয়ে তৈরি সালাদ হতে পারে ইফতারের অন্যতম একটি অনুসঙ্গ। নিচে মৌসুমী ফলের সালাদ তৈরির উপায় নিয়ে আলোচনা করা হলো :

উপকরণ : টক দই/মিষ্টি দই ২ কাপ, ফল ৫০০ গ্রাম (কলা, আপেল, আঙ্গুর,খোসা ছাড়া মাল্টা, পেয়ারা,পাকা আম,বাংগী, পেঁপে, আনার, কিসমিস ইত্যাদি), মধু দুই টেবিল চামচ, গোল মরিচের গুড়া (পরিমাণ মতো), লবণ পরিমাণ মতো, বাদাম, পুদিনা পাতা
এবং পরিমাণমতো ফ্রুট এসেন্স।

প্রস্তুতপ্রণালী : সব ফল ধুয়ে কিউব করে কেটে নিতে হবে। এরপর ফলের সঙ্গে একে একে করে তাতে দই, গোল মরিচের গুড়া, মধু, ফ্রুট এসেন্স এবং লবণ দিতে হবে। ভালো করে মেখে নিতে হবে। ব্যস, এটুকু-ই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদেশে গেলেন এমপি বদি

ন্যাশনাল ডেস্ক: গত ৩ মে র‌্যাব-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি নির্মূলের মতো এবার মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন৷ এরপর সারা দেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে নামে এলিট বাহিনী৷ অভিযান শুরুর পর থেকে প্রতি রাতেই ৮-১০ জন ‘বন্দুকযুদ্ধে’ মারা যাচ্ছেন৷ অথচ যাকে নিয়ে শুরু থেকে আলোচনা, সেই আব্দুর রহমান বদির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়া হয়নি৷

মাদকবিরোধী অভিযানের আগে পাঁচটি রাষ্ট্রীয় সংস্থার সমন্বয়ে মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করে সরকার৷ সেই তালিকায় মাদকের পৃষ্ঠপোষক হিসেবে আছে কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) এমপি আব্দুর রহমান বদির নাম৷ এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় এক নম্বরে আছে বদির নাম৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা টেকনাফের শীর্ষ মানব পাচারকারীর তালিকাতেও তাঁর নাম ছিল৷ দেশে মাদক ইয়াবার গডফাদার ও ব্যবসায়ীর তালিকায় টানা ১০ বছর ধরে ছিল বদির নাম৷ কিন্তু গত মার্চ মাসে একটি সংস্থার তালিকা থেকে সেই নাম বাদ দেওয়া হয়৷ তবে সেই তালিকায় বদির পাঁচ ভাই, এক ফুপাতো ভাই, দুই বেয়াই ও এক ভাগ্নের নাম আছে৷ তালিকায় সব মিলিয়ে ইয়াবা ব্যবসায়ী হিসেবে কক্সবাজারের ৮ উপজেলার ১ হাজার ১৫১ জনের নাম আছে৷ এদের অনেকেই এখন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন৷

ইতোমধ্যেই ইয়াবা গডফাদাররা ভারত-মিয়ানমারে পালিয়ে গেলেও বদির পরিবারের সদস্যরা ঢাকা- চট্টগ্রামে গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে গেছে। বদির ভাই ইয়াবা গডফাদর ও টেকনাফ পৌর কাউন্সিলর মুজিব মিয়ানমারে আশ্রয় নিয়েছে নিশ্চিত হওয়া গেলেও অন্যরা কোথায় আছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে র‌্যাব ও পুলিশের মাদকবিরোধী অভিযানের মাঝেই এবার ওমরা পালনের উদ্দেশে দেশ ছাড়লেন এমপি বদি। বৃহস্পতিবার (৩১ মে) রাতে একটি বেসরকারি বিমানে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন বদি।

যদিও এমপি বদির হঠাৎ দেশত্যাগ করাকে কৌশল হিসেবে মনে করছেন অনেকে। অভিযান থেকে বাঁচতেই বদি ওমরায় চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি দেশ ছেড়েছেন। তবে ওমরা পালন শেষ আগামী মাসে তার দেশে ফিরার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest