সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভ

যেসব কারণে অনন্য আনারস

স্বাস্থ্য ডেস্ক: আনারস একটি সুস্বাদু ফল। শুধু তাই নয়, এই ফল খুবই স্বাস্থ্য হিতকর। আর এই প্রচণ্ড গরমে আনারস আপনাকে বাড়তি সুবিধা দেবে, সন্দেহ নেই।

আনারসে ক্যালোরি কম, স্বাস্থ্যকর উপাদান প্রচুর। এক কাপ আনারসের জুস আপনাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফাইবার, ম্যাঙ্গানিজ, ফোলেট, ম্যাগেনেসিয়াম, নিয়াসিন, পটাশিয়াম, ভিটামিন-সি এর মতো আরো অনেক স্বাস্থ্যকর উপাদান সরবরাহ করবে। শুধু তাই নয়, আপনার শারিরীক বৃদ্ধি ও উন্নতির জন্য এই ফলের রয়েছে অনন্য কিছু উপাদান।

রোগের বিরুদ্ধে কার্যকরী আনারস :

এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট। এ্রর ফলে এটি শরীরের ‘অক্সিডেটিভ স্ট্রেস’-র বিরুদ্ধে
দারুণ কাজ করে। ফ্লেভনয়েড ও ফেনোলিক এসিডের মতো এন্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকায় ডায়াবেটিস ও হৃদরোগের মতো জটিল ঝুঁকি কমায় আনারস।

হজম বাড়াতে ভূমিকা রাখে :

আনারসে ব্রোমেলেইন নামের বিশেষ ধরনের হজমি রস(ডাইজেস্টিভ এনজাইম) রয়েছে। এর ফলে খাবার পরিপাকে ও হজমে দারুণ কার্যকরী আনারস।

ক্যান্সার প্রতিরোধে:

আনারস ‘অক্সিডেটিভ স্ট্রেস’-র বিরুদ্ধে কাজ করার পাশাপাশি প্রদাহ কমাতে অনন্য ভূমিকা রাখে। একই কারণে এই ফল ক্যান্সারের বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে কাজ করে, ক্যান্সার কার্যকরভাবে প্রতিরোধ করে। ব্রেস্ট, ত্বক, পরিপাকতন্ত্র ও কোলন ক্যান্সারের বিরুদ্ধে দারুন ভূমিকা রাখে এই ফল।

অস্থিসন্ধির ব্যথায় আনারস:

আর্থারাইটিস বা অস্থিসন্ধির ব্যথায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম আনারস। কেননা এই ফলের রয়েছে প্রদাহবিরোধী ধর্ম।

চোখের স্বাস্থ্য রক্ষায়:

ভিটামিন-সি, এন্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম ও ম্যাগেনেসিয়ামের মতো উপাদান থাকায় আপনার চোখের সুরক্ষায় অনন্য আনারস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও পশ্চিমতীরে ২ হাজার অবৈধ বসতি নির্মাণ করবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক আইনের কোনও তোয়াক্কা না করে ফিলিস্তিনের পশ্চিমতীরে অবৈধভাবে ২ হাজার বসতি নির্মাণ করতে যাচ্ছে ইসরায়েল।

মানবাধিকার সংস্থা পিসনাউ দাবি করেছে, ইতোমধ্যে বুধবার সাতশটি নতুন ইউনিটের চূড়ান্ত অনুমোদন মধ্যপ্রাচ্যের এ ইহুদি রাষ্ট্র। বাকিগুলোর অনুমোদনের প্রাথমিক প্রক্রিয়া চলছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেছিলেন, তিনি আশা করছেন, আড়াই হাজার বসতি নির্মাণের অনুমতি দেয়া হবে।

পিসনাউ জানায়, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ খুব দ্রুত বাড়ছে।

উল্লেখ্য, গত ১৫ মে তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের পর এই প্রথম কোনো অবৈধ বসতি নির্মাণের অনুমোদন এসেছে। জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনিরা। গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া ফিলিস্তিনিদের নিজেদের বসতবাড়িতে ফেরার বিক্ষোভের উত্তেজনার মধ্যে ওই হামলার ঘটনা ঘটে। গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ ওই বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে ১২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

১৯৪৮ সালে ইহুদি সশস্ত্রগোষ্ঠীর হামলায় সাড়ে সাত লাখ আরব অধিবাসী নিজেদের ভিটেমাটি থেকে বিতাড়িত হন। পার্শ্ববর্তী আরব দেশ, অধিকৃত পশ্চিমতীর ও অবরুদ্ধ গাজা এলাকায় এসব আরবরা শরণার্থী হিসেবে মানবেতর জীবনযাপন করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে প্রকাশ্যে যুবরাজ সালমান, ভিডিও সম্প্রচার

আন্তর্জাতিক ডেস্ক: মাসখানেকের বেশি সময় ধরে কোনো খোঁজ নেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। এরপর নানা কথা। সন্দেহের ডালপালা মেলে বিন সালমান গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু সেই জল্পনার ইতি ঘটাতে চাইছেন সৌদি কর্তৃপক্ষ। তাই যুবরাজ সালমানকে নিয়ে একটি ভিডিও প্রচার করেছে দেশটি।

মার্কিন টেলিভিশন সিএনএনকে দেয়া সৌদি আরবের ওই ভিডিওতে দেখা যায়, ২৯ মে জেদ্দায় অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক একটি বৈঠকে সভাপতিত্ব করছেন মোহাম্মদ বিন সালমান।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ওই বৈঠকের ভিডিও সম্প্রচার করেছে। কিন্তু ভিডিওটি কখন, কোথায় করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি সিএনএন।

গত ২১ এপ্রিল রিয়াদে রাজকীয় প্রাসাদের কাছে বন্দুকযুদ্ধের ঘটনার পর সৌদি যুবরাজের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়।

প্রিন্স মোহাম্মদের নিহত হওয়ার গুজবের পর একের পর এক ছবি প্রকাশ করা হয়। এর মধ্যে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ‘২০ পিচ ইয়াবাসহ’ ২ ব্যক্তি আটক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় পুলিশের অভিযানে ২০ পিচ ইয়াবা সহ ২ জন আসামিকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেনের নির্দেশনা মোতাবেক এসআই আব্দুস সামাদ, এএসআই আব্দুল গনি আকাশ, এএসআই আমজাদ হোসেন ও এএসআই শামীম হোসেন সহ একদল পুলিশ ফোর্স উপজেলার পারুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দেবহাটা উপজেলার পারুলিয়া কদবেলতলা এলাকার শহিদুল সরদারের ছেলে ফরিদুল ইসলাম ফরিদ (৪৭) ও চিনেডাঙ্গা গ্রামের এলাইউর রহমানের ছেলে গোলাম রহমান (৪০) কে ২০ পিচ ইয়াবা সহ আটক করেন। তাদের বিরুদ্ধে এসআই আব্দুস সামাদ বাদি হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ২৫(৫)১৮। আটককৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষণ সমাপনী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ২য় ব্যাচের প্রশিক্ষন সমাপনী ও সংযুক্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৩১মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না।
অনুষ্ঠানে পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
‘প্রধানমন্ত্রীর অঙ্গিকার, বেকারত্ব ঘুচাবে সরকার’- শীর্ষক স্লোগানে ওই কর্মসূচিতে ২য় ব্যাচের ১হাজার ৭৯জনের মধ্যে ৯৬৭জনকে বিভিন্ন দপ্তরে সংযুক্তির চিঠি প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৪৫২জন ছেলে ও ৫১৫জন মেয়ে। এছাড়া বাকি ১১২জনকে স্বেচ্ছায় পদত্যাগ, দ্বৈত আবেদন, ক্লাসে অনিয়মিত থাকায় কর্মসূচি থেকে বাতিল করা হয়েছে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জিব কুমার দাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মমতাজের কণ্ঠে এবার ‌‘বড় পোলা’র গল্প

বিনোদন ডেস্ক: লোক গানের জনপ্রিয় শিল্পী মমতাজের বিখ্যাত গান ‘নান্টু ঘটক’। সে গানের কথাটা এমন, ‘পোলা তো নয় যেন আগুনেরই গোলা’। এবার এই কণ্ঠশিল্পী গানে গানে আরও এক ‘পোলা’র গল্প নিয়ে হাজির হচ্ছেন। এর শিরোনাম ‘বাপের বড় পোলা’।

‘বাপের বড় পোলা’ কেমন হয়— গানে গানে সেই কথাই বলবেন এই পপসম্রাজ্ঞী। এতে বিশেষ কিছু অংশে থাকছে বেলাল খানের কণ্ঠও। সোমেশ্বর অলির কথায় বেলাল খানের সুরে তুহিন আল আমিন ও মার্শেলের সংগীতায়োজনে মজার এই গানটির অডিও-ভিডিও ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে শিগগিরই।
এ নিয়ে বেলাল খান বলেন, ‘আবারও মমতাজ আপার সঙ্গে কাজ করেছি, এটি আমার জন্য বিশেষ প্রাপ্তি। আপা খুব যত্ন করে গানটি কণ্ঠে তুলেছেন। গান শুনলেই সেটি বোঝা যাবে। আর ভিডিওতেও থাকছে চমক।’

ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ঈদের আগেই উন্মুক্ত হবে ‘বাপের বড় পোলা’। মমতাজ, বেলাল খানের পাশাপাশি ভিডিওচিত্রে থাকছেন সময়ের জনপ্রিয় একাধিক অভিনয়শিল্পী।
গান ও পুরো আয়োজন নিয়ে মমতাজ বলেন, ‘ঈদ উৎসবকে প্রাধান্য দিয়ে গানটির পরিকল্পনা করা হয়েছিলো। আয়োজনও সেভাবেই সম্পন্ন হচ্ছে। আমার বিশ্বাস, ভক্তদের ঈদের আনন্দ বাড়িয়ে দেবে এই গান।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতিদিন দুটি করে কাঁচা টমেটো খান

স্বাস্থ্য ডেস্ক: দেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে চোখে পরার মতো। এই সংখ্যাটা আগামী দিনে যে আরও বাড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই চিকিৎসক মহলের। তাই তো নিয়মিত দুটি করে কাঁচা টমেটো খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

কিন্তু টমাটোর সঙ্গে রক্তচাপের কী সম্পর্ক? উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে টমেটো দারুন ভাবে কাজে আসে। এই সবজিটিতে রয়েছে লাইকোপেন এবং বিটা ক্যারোটিন নামে বিশেষ কিছু উপাদান, যা শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের যেমন বের করে দেয়, তেমনি স্ট্রেস লেভেলও দ্রুত কমিয়ে ফেলে। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না। এখানেই শেষ নয়! টমেটোতে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়ামও রক্তচাপকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সুস্থ জীবন পেতে আজ থেকেই কাঁচা অথবা রান্না করা অবস্থায় টমেটো খাওয়া শুরু করুন। দেখবেন উপকার পাবেই পাবেন!

এই সবজিটি নিয়মিত খাওয়া শুরু করলে যে কেবল রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, এমন নয়, সেই সঙ্গে মেলে আরও অনেক উপকার …

কোলেস্টেরলের মাত্রা কমায় : শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকলে হার্টের কতটা ক্ষতি হতে পারে, তা নিশ্চয় আর বলে দিতে হবে না! যারা বেজায় অনিয়ন্ত্রিত জীবন-যাপন করে থাকেন, তারা যদি হঠাৎ করে হার্ট অ্যাটাকের শিকার হতে না চান, তাহলে রোজের ডায়েটে কাঁচা টমেটোকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন! এই সবজিটিতে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করেই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে শুরু করে। ফলে হার্টের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যায় কমে।

হাড় শক্তপোক্ত হয় : টমেটোতে ক্যালসিয়াম, শরীরে প্রবেশ করে এমন খেল দেখায় যে হাড় শক্তপোক্ত হয়ে উঠতে সময় লাগে না। সেই সঙ্গে অস্টিওআর্থ্রাইটিসের মতো হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও যায় কমে। এবার নিশ্চয় বুঝতে পরেছেন, নিয়মিত কেন টমেটো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা!

ভিটামিন এবং খনিজের ঘাটতি মেটে : নিয়মিত ২টি করে কাঁচা টমেটো খাওয়া শুরু করলে ভিটামিনের মোট চাহিদার প্রায় সিংহভাগই মিটে যায়। সেই সঙ্গে প্রয়োজনীয় খনিজের ঘাটতিও মিটতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই দেহের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে সময় লাগে না। শুধু তাই নয়, একাধিক রোগও দূরে থাকতে বাধ্য হয়।

ডায়াবেটিসের প্রকোপ কমে : রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রেখে টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে টমেটোর কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে এতে উপস্থিত ফাইবার এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকে : টমেটোতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরে ক্যান্সার সেলের জন্ম আটকাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে প্রতিদিন যদি ১-২টি করে টমেটো খাওয়া যায় তাহলে এই মারণ রোগ নিয়ে আর চিন্তার থাকতে হবে না, এমনটাই দাবি চিকিৎসকদের। বিশেষত প্রস্টেট এবং কলোরেকটাল ক্যান্সারকে দূর রাখতে টমেটোর কোনও বিকল্প হয় না বললেই চলে।

হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে : ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি এবং কোলিন হার্টের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর এই সবকটি উপাদানই প্রচুর মাত্রায় রয়েছে টমেটোতে। তাই হার্টকে যদি দীর্ঘদিন সুস্থ রাখতে চান, তো রোজের ডায়েটে এই সবজি রাখা মাস্ট!

দৃষ্টিশক্তির উন্নতি ঘটে : টমেটোয় উপস্থিত লাইকোপেন, লুটেন এবং বিটা-ক্যারোটিন দৃষ্টিশক্তির উন্নতি ঘটানোর পাশাপাশি ছানির মতো রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

কনস্টিপেশনের মতো সমস্যা মেটে : প্রতিদিন সকালে প্রকৃতির ডাক মানেই জ্বালা-যন্ত্রণা-কষ্ট? তাহলে তো আপনাকে টমাটা খেতেই হবে। কারণ এতে উপস্থিত ফাইবার কনস্টিপেশনের সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতিতে এবং আরও নানা ধরনের পেটের রোগের উপশমেও বিশেষ ভূমিকা নেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৪ জুন পর্যন্ত স্থগিত থাকছে খালেদার জামিন

ন্যাশনাল ডেস্ক: কুমিল্লার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ২৪ জুন পর্যন্ত স্থগিত থাকছে। পাশাপাশি এই দুই মামলায় নিয়মিত লিভ টু আপিল দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন আপিল বিভাগে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের ওপর শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

এর আগে গত ২০ মে কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ২১ মে ওই কোর্টের কার্যতালিকায় দুটি আবেদন ওঠে। এ দুই আবেদন শুনানির জন্য ডাকার পর অ্যাটর্নি জেনারেল প্রস্তুতির জন্য সময় চান। আদালত দুই আবেদনের শুনানির জন্য ২২ মে আড়াইটায় সময় নির্ধারণ করেন। কিন্তু ওইদিন এক মামলায় খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের শুনানি অসমাপ্ত থাকার পর তা ২৩ মে পর্যন্ত মুলতবি করা হয়। পরে আবারও শুনানি ২৪ মে পর্যন্ত মুলতবি করেন আদালত। ওইদিন ওই মামলাটির জামিন আবেদন শুনানি শেষ হয়।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগের মামলায় সাবেক এই প্রধানমন্ত্রীকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সেই থেকে তিনি কারাবন্দি রয়েছেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় করাগারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest