সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে দু’দিনে ১৩ জেলে অপহরণ

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের মুক্তিপণের দাবিতে দুই দিনে ১৩ জেলেকে বনদস্যু কাজল বাহিনীর পরিচয়ে অপহরণ করা হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার ভোরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে এ ঘটনা ঘটে। চালতেবাড়িয়া ও পালুকাটির দুনে খাল থেকে কাঁকড়া শিকারের সময় ছয় লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাঁদের অপহরণ করা হয়।
আজ ভোরে অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহরতলী গ্রামের আবদুল মজিদ গাজী (৩৩), একই গ্রামের সৈয়দ আলী গাজী (৪০), বাসুরাম ভাঙি (৩৯), লিয়াকত গাজী (৪৫), মফিজুল ইসলাম (৩৫) ও সোহাগ হোসেন (২৫)।
গতকাল ভোরে অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের রাশেদুল ইসলাম (২৮), একই গ্রামের বিশ্বনাথ সানা (২৮), বিশ্ব মণ্ডল (২০), জয়দেব মণ্ডল (২৫), পরিতোষ মণ্ডল (২৪), মাছুম গাজী (২৩) ও দক্ষিণ কদমতলা গ্রামের রমেশ মণ্ডল (২০)।
ফিরে আসা জেলে আনিছুর রহমান বলেন, এক সপ্তাহ আগে কদমতলা বন অফিস থেকে বৈধভাবে পাস নিয়ে তাঁরা সুন্দরবনে যান কাঁকড়া শিকার করতে। গতকাল দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদসংলগ্ন দুনে খালে কাঁকড়া শিকার করার সময় বনদস্যু কাজল বাহিনীর পরিচয়ে তাঁদের আটক করা হয়। পরে জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবি করা হয়। তিনি আরও জানান, অপহরণকৃত জেলেদের বাড়িতে খবর দেওয়ার জন্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে তাঁদের অপহরণ করেছে। জেলেদের কাছ থেকে তিনি শুনেছেন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা জি এম রফিকুল ইসলাম জানান, তিনি জেলে অপহরণের কথা শোনার পর নির্দিষ্ট কয়েকটি স্থানে টহল দল পাঠিয়েছেন। তবে জেলেদের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে কোটি টাকার সরকারি রাস্তা ধ্বংস করেছে মতির ঘের

কালিগঞ্জ প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে আইনের নীতিমালা না মেনে প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন যাবৎ কােটি টাকার সরকারি রাস্তা ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার করছে এলাকায় শিল্পপতি হিসেবে পরিচিত ইটের ভাটা মালিক ও ঘের ব্যবসায়ী মতিউর রহমান মতি (ভাটা মতি)।
সরেজমিনে যেয়ে দেখা যায়, কালিগঞ্জ সার্কেল অফিস সংলগ্ন তালেব গাজীর মোড় থেকে পাউখালী ২ কিলোমিটার রাস্তাটি মতির ৩০ বিঘা জমির মৎস্য ঘেরের কারনে হুমকির মুখে পড়েছে। ওই রাস্তাদিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষসহ যানবহন চলাচল করে। জনবহুল রাস্তার যমুনার চর কালর্ভাটের পাশে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মৃত কামাল হোসেনের ছেলে মতিউর রহমান মতি মাছ চাষের জন্য গভীর খনন করেছে। তবে ঘেরের আলাদা বাঁধ না থাকার কারনে রাস্তাটি ধস নেমে নষ্ট হয়ে যাচ্ছে এ নিয়ে মাথা ব্যাথা নেই স্থানীয় প্রশাসনের। যার কারণে ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষ ও ছোট-বড় যানবাহন চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে স্থানীয় উজ্বল, শামীম সহ অনেকে জানান মতিউর রহমান মতি প্রভাবশালী হওয়ায় সে কাউকে তোয়াক্কা করে না এজন্য সে নিজের ইচ্ছামত সরকারী রাস্তাকে ঘেরের বাঁধ হিসেবে ব্যাবহার করে দেশের অনেক বড় ক্ষতি করছে। এছাড়া খালেক নামের একজন পথচারী বলেন তাদের চলাচলের জন্য ওই রাস্তাটি ছাড়া আর কোন রাস্তা নেই সরকার রাস্তাটি পিচ করে দিয়েছে মানুষের কষ্ট লাঘব করার জন্য কিন্তু এই ঘেরের মালিকের কারনে রাস্তাটি ধস নেমে নষ্ট হচ্ছে। এ ব্যাপারে ঘের মালিক মতিউর রহমান মতির কাছে জানতে চাইলে তিনি বলেন ১০ বছর আগে ৩০ বিঘা জমির মুল্য সমমানের টাকা দিয়ে নিজের অর্থায়নে ওই রাস্তা পিচের রোড করে দিয়েছিলেন। তবে খুব দ্রুত ঘেরের পাশের রাস্তাটি নিজের অর্থায়নে মেরামত করে দিবেন এবং ঘেরের আলাদা বাঁধ দিয়ে সরকারি রাস্তা বাঁধ হিসেবে ব্যবহার করবেন না বলে তিনি জানান। সরকারী রাস্তাকে ঘেরের বাঁধ হিসেবে ব্যাবহার করার ব্যাপারে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহাবুল আলম বলেন রাস্তার পাশে ঘের করতে হলে সরকারি কিছু নিয়ম নীতি আছে। তবে মতি সাহেবকে অনেকবার বল্লেও উনি কোন প্রকার গুরত্ব দেননা। সে রাতের আধারে ২০ থেকে ২৫ টনের ট্রাক ওই রাস্তার পাশে রেখে ঘেরের মাছ লোড করে। যার কারণে রাস্তাটি আরও ভেঙে যাচ্ছে। তাকে আলাদা বাঁধ দেওয়ার জন্য বলতে বলতে তিনি ক্লান্ত হয়ে গেছেন তার টাকা থাকলেও কোন মান-সম্মান নেই বলে তিনি জানান। তার মৎস্য ঘেরের বাঁধ না থাকার কারণে সরকারি রাস্তার যে ক্ষতি হচ্ছে সেটা অতি দ্রুত প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়ে প্রস্তাব গৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ এবং স্যাটেলাইট উৎক্ষেপণকারী হিসেবে বাংলাদেশ ৫৭ তম দেশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আইটি বিষয়ক উপদেষ্টা সজীব আহম্মেদ ওয়াজেদ (সজীব ওয়াজেদ জয়) কে অভিনন্দন জানিয়ে মন্ত্রিপরিষদে প্রস্তাব পাস হয়েছে। সোমবার (১৪ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়।

সচিবালয়ে ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিপরিষদের নতুন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন সভাকক্ষে সভা হওয়া উপলক্ষে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বৈঠকে একটি অভিনন্দন প্রস্তাব ও দু’টি শোক গৃহীত হয়।

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাস হয়। পাশাপাশি জাতীয় অধ্যাপক মোস্তফা নূরুল ইসলাম এবং কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাইদুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্ষসেরা নেইমার

ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্ষসেরা পুরস্কারের খেতাব হাতে তুললেন বার্সেলোনা থেকে বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেওয়া নেইমার। প্রথম মৌসুমেই ক্লাব সতীর্থ এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপ্পেকে হটিয়ে বাজিমাত করলেন তিনি। রবিবার রাতে নেইমারের হাতে পুরস্কার তুলে দেন তারই জাতীয় দল ব্রাজিলের সাবেক কিংবদন্তি রোনালদো।

এ সময় নেইমার কালো ও সোনালী রঙের মিশ্রনে একটি আভিজাত জ্যাকেট পড়ে এসেছিলেন। পুরস্কার জয়ের পর তারকা এ স্ট্রাইকার বলেন, ‘আমার সকল সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা রইল। এমন একটি মৌসুম শেষ করতে পেরে আমি খুবই খুশি ও সম্মানীত। আসলে সতীর্থদের ছাড়া এই পুরস্কার আমার কখনোই জেতা হতো না।’

এ মৌসুমে উনাই এমরির অধীনে পিএসজি লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধান করেছেন।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি থেকে অবশ্য নেইমার মাঠে বাইরে রয়েছেন। লিগের ম্যাচে মার্শেইর বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েন। তবে এর আগে লিগে ২০ ম্যাচে ১৯ গোল করে পুরস্কারটির দাবিদার হয়ে ওঠেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ জন। আহত প্রায় অর্ধশতাধিক মানুষ। সোমবার সকাল ৭টায় রাজ্যটির বিশটি জেলায় ভোট গ্রহণ পর্ব শুরু হয়, শেষ হবে বিকাল ৫টায়। কিন্তু ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় প্রতিটি জেলা থেকেই একের পর সহিংসতার খবর আসতে থাকে। ছাপ্পা ভোট, বুথ দখল, ভোটারদের ভোট দানে বাধা দেওয়া, বিরোধী প্রার্থীদের এজেন্টদের বুথে বসতে না দেওয়া, বিরোধী দলের কর্মী-সমর্থকদের মেরে রক্তাক্ত করে দেওয়াসহ বহু অভিযোগ উঠেছে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমনকি তৃণমূলের ছোঁড়া বোমা হামলায় এক সিপিআইএম কর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছে বলে অভিযোগ। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল।

এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ২০টি জেলা পরিষদের ৬২১টি আসনে, ৩৪১টি পঞ্চায়েত সমিতির ৬১৫৭ আসনে এবং ৩৩৫৮ গ্রাম পঞ্চায়েতের ৩১৮২৭টি আসনে একযোগে ভোট নেওয়া শুরু হয়। ভোটগ্রহণ পর্বকে শান্তিপূর্ণ ও অবাধ করতে রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশন প্রায় ৭২ হাজার পুলিশকে মোতায়েন করলেও সহিংসতা এড়ানো যায়নি।

উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গায় পাঁচপোতায় বোমা হামলায় এক সিপিআইএম কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বোমার হামলায় আরও দুই সিপিআইএম কর্মী আহত হয়। এদিন তৈবুর গায়েনসহ ওই বাম সমর্থকরা ভোট দিতে যাওয়ার সময় তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠে। কিন্তু তারা সেই বাধা এগিয়ে সামনের দিকে এগোতে থাকলে তাদের ওপর তৃণমূল কর্মীদের পক্ষ থেকে বোমা ছোঁড়া হয় বলে তারা অভিযোগ করেছেন। হামলায় তৈবুরের মাথায় বোমার আঘাত লাগে। অন্য একজনের হাতের সামান্য অংশ উড়ে যায়অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরই তৈবুরকে কল্যানীর জওহর নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

অন্যদিকে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলির নয়াপাড়ায় গুলিবিদ্ধ হয়ে আরিফ আলি গাজি নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। অভিযোগ সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই)’এর বিরুদ্ধে। যদিও এসইউসিআই’এর পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এদিকে, এই জেলারই কাকদ্বীপের নামখানা ব্লকের বুধাখালিতে সস্ত্রীক সিপিআইএম নেতাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ওঠেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বুধাখালিতে সিপিআইএম নেতা দেবু দাসের ঘরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ঘটনালে তিনি ও তাঁর স্ত্রী ঊষা দাস অগ্নিদদ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় সিপিআইএম। যদিও শর্ট সার্কিটেই ওই দম্পতির মৃত্যু হয়েছে দাবি তৃণমূলের।

নদীয়ার শান্তিপুরের বিবেকানন্দ নগরে তৃণমূলের হয়ে ভোট লুট করতে এসে সঞ্জিত প্রমাণিক নামে এক যুবকের মৃত্যু হয়। এদিন সকালের দিকে বিবেকানন্দনগরের উত্তরপাড়া হাইস্কুলে একটি বুথে সঞ্জিতসহ কয়েকজন বহিরাগত যুবক ছাপ্পা ভোট দিতে এলে স্থানীয়রা তাদের ধরে ফেলে। এসময় তাদের মারধর করার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন সঞ্জিত। পরে হাসপাতালে নিয়ে গেলে সঞ্জিতের মৃত্যু হয়, আহত আরও দুইজন। অন্যদিকে নদীয়া জেলার নাকাশিপাড়ার বিলকুমারীতে ভোলা দফাদার নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। ভোট দিয়ে বাড়ি ফেরার সময় দুই পক্ষের বোমাবাজি ও গোলাগুলির মধ্যে পড়ে মৃত্যু হয় ভোলার। এই ঘটনায় গুরুতর আহত হয়ে আরো তিনজন হাসপাতালে ভর্তি।

মুর্শিদাবাদ জেলার সুজাপুরে বোমা হামলায় খুন হয় এক বিজেপি কর্মী। নিহত ওই বিজেপি কর্মীর নাম তপন মন্ডল। ভোট কেন্দ্রে যাওয়ার পথে তার ওপর বোমা হামলা হয় বলে জানা গেছে। এই জেলার নওদার পাটিকাবাড়িতে একটি বুথের সামনে গুলিতে খুন হয়েছে স্বতর্থ দলের সমর্থক শাহিন শেখ। শাহিনকে বুকে গুলি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে ২ সিপিআইএম সমর্থকের মৃত্যু হয়। নিহতরা হলেন অপু মান্না ও যোগেশ্বর ঘোষ। এদিন দুপুরের দিকে নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের হাঁসচড়াতে একটি বুথে যখন ওই দুই সিপিআইএম সমর্থক ভোটদানের জন্য অপেক্ষা করছিলেন ঠিক তখন তাদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। কিন্তু ওই দুই ব্যক্তি তার প্রতিবাদ করলে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই দুই ব্যক্তি। ঘটনার পর লাশ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

এছাড়াও উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর দিনাজপুর, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াসহ একাধিক জেলায় নির্বাচনকে ঘিরে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। বোমাবাজি, ছুরি ও গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধ শতাধিক মানুষ। এর পাশাপাশি কোথাও ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া, ব্যালট বাক্সে পানি ঢেলে দেওয়া, আবার কোথাও ব্যালট বাক্সকে পুকুরে ফেলে দেওয়ার মতো অভিযোগ ওঠে। মুর্শিদাবাদ জেলার রেজিনগরে ব্যালট বাক্স লুট করে সেই ব্যালট বাক্স খুলে দুর্বৃত্তরা ভোট গণনা শুরু করে দেয় বলে অভিযোগ। প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা সহ অন্য ভোট কর্মী ও নিরাপত্তা বাহিনীর চোখের সামনেই এই কাজ চলে।

কুচবিহারের নাটাবাড়িতে বিজেপি’এর এক এজেন্টকে মারধর করার অভিযোগ ওঠে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ’এর বিরুদ্ধে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী এলাকায় পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এসময় একজন সাব ইন্সপেক্টর আহত হন। মালদা’র রতুয়ায় ইঁটের আঘাতে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন।

রাজ্য জুড়েই এই সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী। তাঁর অভিমত, ‘১৯৭২ সালের পর থেকে কোন নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের সহিংসতার ঘটনা রাজ্যে ঘটেনি’।

এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদায় একটি বুথ দখলের ঘটনায় বিজেপি ও সিপিআইএম’র হাত রয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ। আগামী ১৭ মে ভোট গণনা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাল্টে গেল পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম

ন্যাশনাল ডেস্ক: পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পাল্টে নতুন নাম রাখা হয়েছে। এখন থেকে ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন’ মন্ত্রণালয় হিসেবে পরিচিতি পাবে এ মন্ত্রণালয়ের নাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম বদলের প্রস্তাব অনুমোদন করা হয়।

পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, নাম পরিবর্তনের এ প্রস্তাব আগেই এসেছিল। আশপাশের দেশগুলোর সঙ্গে মিলিয়ে ‘ক্লাইমেট চেইঞ্জ’ যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, এখন থেকে বাংলায় ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’ এবং ইংরেজিতে ‘Ministry of Environment, Forest and Climate Change’ হবে এ মন্ত্রণালয়ের নাম।

গত বছর ৬ অগাস্ট জাতীয় পরিবেশ কমিটির চতুর্থ বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন’ করার সিদ্ধান্ত হয়।

এখন রাষ্ট্রপতির স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি হলেই নতুন নাম কার্যকর হয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৭

ভারতের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ঝড় এবং বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক: রোববার সন্ধ্যায় এ ঝড়ে উত্তরপ্রদেশে ১৮ জন, অন্ধ্রপ্রদেশে আটজন, তেলেঙ্গানায় তিনজন, পশ্চিমবঙ্গে নয়জন এবং রাজধানী দিল্লিতে পাঁচজন মারা গেছেন।স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, উত্তরপ্রদেশের সম্বলপুড়ে বজ্রপাতে আগুন ধরে প্রায় ১০০টি বাড়ি পুড়ে গেছে।

অন্ধ্রপ্রদেশে নিহতদের অধিকাংশই শ্রীকাকুলাম জেলার বাসিন্দা। তেলেঙ্গানায় নিহতরা সবাই কৃষক বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা।

পশ্চিমবঙ্গে নিহত নয়জনের সবার বাড়ি দক্ষিণের জেলাগুলোতে। বজ্রপাতে ও ঝড়েই তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে।

দিল্লিতে নিহত পাঁচজনের মধ্যে একজন নারী রয়েছেন। বৃহত্তর নোদিয়া এলাকা দিয়ে স্কুটার চালিয়ে যাওয়ার সময় তার ওপর একটি বিলবোর্ড ভেঙে পড়লে ঘটনাস্থলে ওই নারী নিহত এবং তার ছেলে আহত হন।

ঝড়ের কারণে এদিন সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এক ঘণ্টারও বেশি সময় বন্ধ রাখা হয়। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চজুড়ে বজ্রসহ ঝড় বয়ে যেতে পারে।

ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করে তাদের পরিবার ও আহতদের সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বিশ্বের সবচেয়ে বড়’ লেহেঙ্গা শাড়িতে জয়া

সম্প্রতি একটি ব্যতিক্রমী লেহেঙ্গা শাড়ি পরে সবার সামনে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিশ্বরেকর্ড তৈরির উদ্দেশ্যে ৪০০ মিটার দীর্ঘ পোশাকটি তৈরি করা হয়েছে। সোমবার ফেসবুকে এ তথ্য দিয়েছেন জয়া নিজেই।

জয়া জানান, দীর্ঘ পোশাকটি তৈরিতে কোনো রকম জোড়া দেয়া হয়নি। পোশাকটি পরতে জয়াকে সাহায্য করেছেন ২০ জন মডেল। রবিবার সন্ধ্যায় শাড়িটি প্রদর্শন করা হয়। প্রেম’স কালেকশনের এ আয়োজন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

জয়া অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। এর মধ্যে আছে ‘দেবী’, ‘বিজয়া’, ‘বৃষ্টি তোমাকে দিলাম’, ‘এক যে ছিল রাজা’ ও ‘ক্রিস ক্রস’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest