সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

রাজধানীতে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীতে একটি ভবনের চতুর্থ তলা থেকে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যার পর মিরপুরে বাঙলা কলেজের পাশে পাইকপাড়া সরকারি কোয়ার্টারের ভবন থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত মা হলেন জেসমিন আক্তার। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই মেয়ের বয়স নয় বছর ও পাঁচ বছর। জেসমিনের স্বামী হাসিবুল ইসলাম। তিনি জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ শাখার ড্রাফটসম্যান। ঘটনার সময় হাসিবুল ইসলাম মাগরিবের নামাজের জন্য বাইরে ছিলেন।
দারুস সালাম জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যার পর খবর পেয়ে চতুর্থ তলার ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রিটেনে প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ। এই প্রথম কোনও মুসলিম ব্রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

অভিবাসীদের প্রতি নির্মম আচরণের দায় নিয়ে গতকাল রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান অ্যাম্বার রাড। আজ সোমবার সকালেই সাজিদ জাভিদকে তাঁর স্থলাভিষিক্ত করলেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

৪৮ বছর বয়সী সাজিদ জাভিদ পাকিস্তানি বংশোদ্ভূত। প্রথম কোনো অশ্বেতাঙ্গ হিসেবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পেলেন। সাজিদ জাভিদের নিয়োগকে চলমান অভিবাসন বিতর্কে প্রধানমন্ত্রী থেরেসা মের পানি ঢালার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সেই সঙ্গে ব্রেক্সিট বাস্তবায়ন প্রশ্নে বিভক্ত মন্ত্রিসভার ভারসাম্য রক্ষার কাজটিও অনেকটা সামাল দিলেন প্রধানমন্ত্রী।

‘উইন্ডরাশ জেনারেশন’ (১৯৪৮ থেকে ১৯৭১ সালে যুক্তরাজ্যে আসা অভিবাসী)–এর প্রতি নির্মম আচরণ এবং জোরপূর্বক অবৈধ অভিবাসী বিতাড়ন নিয়ে তুমুল সমালোচনার মুখে থেরেসা মের সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সাজিদ জাভিদের প্রথম কাজ হবে এ বিতর্ক সামাল দিয়ে কনজারভেটিভ দলের প্রতি অভিবাসী জনগোষ্ঠীর আস্থা ফিরিয়ে আনা। এ ছাড়া মাত্রা ছাড়ানো ‘নাইফ ক্রাইম’ (চাকু দিয়ে হামলা), পুলিশের বাজেট কর্তনের যৌক্তিকতা প্রমাণ এবং সন্ত্রাসী হামলার নিয়মিত ঝুঁকি মোকাবিলা হবে তাঁর প্রধান চ্যালেঞ্জ।

যুক্তরাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের অন্যতম একটি বিভাগ। এই বিভাগের মন্ত্রী হওয়াটা যেমন সম্মানের, তেমনি অভিবাসনে ভারসাম্য রক্ষা ও সন্ত্রাস দমনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের কারণে এটি বেশ চ্যালেঞ্জের। দায়িত্বে ভুল করার কারণে বেশ কয়েকবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটেছে।

সাবেক ব্যাংকার সাজিদ জাভিদ ২০১০ সালে কনজারভেটিভের পক্ষে প্রথম এমপি নির্বাচিত হন। ২০১৬ সাল থেকে তিনি সম্প্রদায় ও স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী (কমিউনিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্ট সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে এক বছর তিনি বাণিজ্য, উদ্ভাবন ও দক্ষতাবিষয়ক মন্ত্রী (বিজনেস ইনোভেশন অ্যান্ড স্কিলস সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্রমসগ্রোভ আসনের এমপি সাজিদ জাভিদের জন্ম ল্যাঙ্কাশায়ারের রচডেল এলাকায়। তাঁর বাবা ছিলেন বাসচালক। উইন্ডরাশ বিতর্ক প্রসঙ্গে গত রোববার এক সাক্ষাৎকারে সাজিদ জাভিদ বলেন, সরকারের অভিবাসন–নীতিতে ত্রুটি আছে। উইন্ডরাশ প্রজন্ম যে দুর্ভোগের শিকার হয়েছে, তাঁর বাবা, মা কিংবা তিনি নিজেও এই পরিস্থিতির শিকার হতে পারতেন। তাঁর বাবা ১৯৬০ সালে যুক্তরাজ্যে আসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক প্রশিক্ষনের উদ্বোধন

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগীতায় উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষন কার্য্যক্রম (আইজিএ) প্রকল্পের দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক প্রশিক্ষনের উদ্বোধন সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। এসময় অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, সাংবাদিক কে.এম রেজাউল করিম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুফলভোগীবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত দর্জি বিজ্ঞানে ২০ জন এবং ব্লক বাটিকে ২০ জন মহিলাকে প্রশিক্ষনে ২ মাস ১৫ দিন ব্যাপী প্রতি প্রশিক্ষনার্থীকে দিন প্রতি প্রতিজনকে ১শত টাকা হারে ভাতা প্রদান করা হবে এবং শেষে সেলাই মেশিন প্রদান করা হবে বলে মহিলা বিষয়ক কর্মকর্তা জানান। এরপরে একই স্থানে সখিপুর ইউনিয়নের কোড়া গ্রামকে বাল্য বিবাহ রোধে দারিদ্র পরিবারকে চিহ্নিত করে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের (এটুআই) প্রকল্পের আওতায় এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় দৃষ্টিশক্তি হারাতে বসা এক শিক্ষার্থীর সাহায্যে এগিয়ে এলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় দৃষ্টিশক্তি হারাতে বসা এস.এস.সি’র ফলপ্রার্থী রাসেলের চিকিৎসা সহায়তায় এগিয়ে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী এম.আর ফাউন্ডেশন’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। সোমবার সকাল সাড়ে ৯ টায় কলারোয়ার এম.আর ফাউন্ডেশন একাডেমির অফিসকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাসেলের মায়ের হাতে প্রিয় সন্তানের চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ১০ হাজার টাকা তুলে দেন ওই সমাজসেবক। এ সময় প্রতিষ্ঠানের অফিস রুমে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, এম.আর ফাউন্ডেশন একাডেমির অধ্যক্ষ আবুল হোসেন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক রুহুল আমিন, পৌরসভার প্রকৌশলী ওয়াজিহুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী সমর দেবনাথ, ক্ষতিগ্রস্থ শিক্ষার্থী রাসেল আলমসহ এম.আর ফাউন্ডেশন একাডেমির অন্যান্য শিক্ষকমন্ডলী।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষানুরাগী সমাজসেবক ব্যক্তিরা যেভাবে ওই মেধাবী ছাত্রের জন্য সাহায্য নিয়ে এগিয়ে আসছে তাতে করে দ্রুতই চিকিৎসার জন্য লক্ষাধিক টাকা সংগৃহীত হবে বলে আশা করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝড়ে লণ্ডভণ্ড কলারোয়া বেত্রবতী হাইস্কুলের সাইকেল শেড

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেলো কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত সাইকেল শেডটি। সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে কলারোয়ার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় সম্পূর্ণ ভাবে উড়িয়ে নিলো অবহেলিত এই প্রতিষ্ঠানের ৪’শতাধিক শিক্ষার্থীদের জন্য নির্মিত একমাত্র সাইকেল শেডটি। প্রতিষ্ঠানের সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত সাইকেল শেডটি জরুরি ভাবে নির্মাণ করা না হলে শিক্ষার্থীদের পড়তে হবে চরম ভোগান্তিতে। সেজন্য জরুরি ভাবে সাইকেল শেডটি নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ইউএন মনিরা পারভীনসহ সংশ্লিষ্ট সকলের কাছে একান্ত অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। সেই সাথে টিনশেডের জরাজীর্ণ বিদ্যালয়ে একটি আধুনিক ও যুগোপযোগী ভবন নির্মাণে স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহর একান্ত সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকসহ ৪ শতাধিক ছাত্র- ছাত্রী ও এলাকার সুধিজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাংবাদিক ক্লাবের সাথে এম পি জগলুল হায়দারের মতবিনিময়

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধিঃ সোমবার সকাল ৯ টায় সাতক্ষীরা- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নিজস্ব বাসভবনে গি‌য়ে সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা জানান সুন্দরবন সাংবাদিক ক্লাবের সদস্য বৃন্দ।এসময় উপ‌স্থিত ছি‌লেন সুন্দরবন সাংবা‌দিক ক্লাবের উপ‌দেষ্টা সিরাজুল ইসলাম, সভাপতি আয়ুব আলী,সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব,আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু,সাংগঠনিক সম্পাদক বিলাল হোসেন সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোটারী ক্লাব সাতক্ষীরা এর গভর্নর ভিজিট অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : রোটারী ক্লাব সাতক্ষীরা এর গভর্নর ভিজিট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় শহরের চায়না বাংলা কনফারেন্স রুমে রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটাঃ এনছান বাহার বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্লাব ভিজিট করেন ২০১৭-১৮ রোটাঃ বর্ষের ৩২৮১ ডিস্ট্রিক গর্ভনর এফএইচ আরিফ (পিএইচএফ)। বিশেষ অতিথি ছিলেন, ডিস্ট্রিক সেক্রেটারী রোটাঃ পিপি শহিদ সিদ্দিকী, ডিস্ট্রিক ট্রেজারার খালেকুজ্জামান, জোন চেয়ারম্যান খুলনা কামরুল করিম বাবু, সাতক্ষীরা ক্লাবের সহকারী এসিস্ট্যান্ট গভর্নর মাহমুদ হাসান সোহেল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব সাতক্ষীরার সেক্রেটারী এড. রোটাঃ শাহনেওয়াজ পারভীন মিলি, রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি হাসিবুর রহমান রনি, রোটাঃ পিপি মীর মোশাররফ হোসেন মন্টু, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ পিপি বিশ্বজিৎ সাধু, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনি, রোটাঃ পিপি নূর ইসলাম, রোটাঃ রেহেনা পারভীন মিনু, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ শফিউল ইসলাম, রোটাঃ ফারহা দিবা খান সাথী, রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ ইমদাদ হোসেন বাবু, রোটাঃ এড. সেলিনা আক্তার, রোটাঃ মাহফুজা সুলতানা রুবি, রোটাঃ নাজমুন নাহার মুন্নি, রোটাঃ ওলিউল্লাহ, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ আনিসুর রহমানসহ রোটারিয়ানবৃন্দ। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামকে রোটারিয়ান পিন পরানো হয়। ডিস্ট্রিক গভর্নর এফএইচ আরিফ রোটারিয়ানদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং রোটারী ক্লাব অব সাতক্ষীরার কার্যক্রমে তিনি খুশি হন। তিনি সাতক্ষীরা ক্লাব যাতে আরো এগিয়ে যার তার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিবিখান হোমিও প্যাথিক মেডিকেল কলেজে হ্যানিম্যানের জন্ম বার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি : ডাঃ শ্যামুয়েল হ্যানিম্যানের ২৬৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, নবীনবরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩০ এপ্রিল সোমবার সকাল ১০টায় ডিবিখান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আয়োজনে অত্র কলেজের অধ্যক্ষ ডাঃ মোছাঃ জাহিদা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও সভাপতি মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত ডাঃ প্রকাশ মল্লিক, ডাঃ কুনাল ভট্টাচার্য, ডাঃ রিংকী ব্যানার্জী, ডাঃ প্রদ্বীপ রায়, ডাঃ পরিমল কুন্ডু। ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ এমএ হাদী খান, ডাঃ সৈয়দ খুরশীদ, ডাঃ হাবিবুন্নাহার, ডাঃ অন্নদা প্রসাদ রায়, তৈয়ব হাসান বাবু। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডাঃ লুৎফর রহমান, ডাঃ দিলীপ কুমার দাশ, শেখ খায়রুল ইসলাম, মোঃ আবু সাঈদ, ডাঃ মোঃ আবু মুছা, ডাঃ সৈয়দ কামরুজ্জামান, ডাঃ একরামুল হক ও ডাঃ সাইফুল্লাহ আল মাসউদ। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ অমল কুমার বিশ্বাস, ডাঃ আসাদুল্লাহ আল গালীব, ডাঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয় এবং কলেজ মেধায় ১ম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুষ্ঠানের আহবায়ক ডাঃ আবদুল ওহাব আজাদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest