সর্বশেষ সংবাদ-
২১ মে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রচারনায় সরগরম দেবহাটাতালায় ধানের ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত : আহত ১০শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের র‌্যালিসাতক্ষীরার শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু।সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহতসাতক্ষীরার রাজ্জাক পার্কে সাশ্রয়ী মূল্যে মাসব্যাপী বসুন্ধরা পন্য বিক্রি শুরুসাতক্ষীরায় প্রাণি সম্পদ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনার ৫ দিন পার না হতেই একই এলাকায় আবারো ডাকাতিএস এস সি পরীক্ষায় সাতক্ষীরা জেলায় প্রথম আহনাফ তাহসিনকারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদা ঘোষনার উদ্যোগে বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলনদেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

দেবহাটায় এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ করলেন এমপি রুহুল হক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা এলজিইডি অফিসের আয়োজনে রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম ২ শীর্ষক প্রকল্পের সদ্য সমাপ্তকৃত মহিলা কমীদের মাঝে সনদপত্র ও চেক বিতরন অনুষ্ঠান বৃহষ্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিঞ্চুপদ বিশ^াস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকমন্ডলী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম ২ শীর্ষক প্রকল্পের সদ্য সমাপ্তকৃত ৫০ জন মহিলা কমীদের মাঝে সনদপত্র ও চেক বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মশা তাড়ানোর কার্যকরি ১৮ উপায়

মশা। এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগজীবাণু সংক্রামণ করে। এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীত জ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। স্প্রে, কয়েল, অ্যারোসল কোন কিছুতেই মশা তাড়ানো সহজ নয়। আবার এসব দিয়ে মশা তাড়ালেও আমাদের স্বাস্থ্য এতে চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরী। আগেকার যুগে মশার কয়েল, স্প্রে তো কিছুই ছিল না। তখনকার মানুষ কিভাবে মশার হাত থেকে রক্ষা পেতেন? একনজরে জেনে নিন মশা তাড়ানোর কার্যকরি ১৮টি উপায়-

১. লেবু ও লবঙ্গের ব্যবহার লেবু খণ্ড করে কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢুকাবেন শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে করে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। এই পদ্ধতিতে ঘরের মশা একেবারেই দূর হয়ে যাবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতে করে মশা ঘরেই ঢুকবে না।

২. নিমের তেলের ব্যবহার নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে। নিমের তেল ত্বকের জন্যও বেশ ভালো। তাই একসাথে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল। সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। দেখবেন মশা আপনার ধারে কাছে ভিড়বে না এবং সেই সাথে ত্বকের অ্যালার্জি, ইনফেকশন জনিত নানা সমস্যাও দূর হবে।

৩. পুদিনার ব্যবহার ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে ৫ থেকে ৬ গাছি পুদিনা রেখে দিন খাবার টেবিলে। ৩ দিন অন্তর পানি বদলে দেবেন। জার্নাল অফ বায়োরিসোর্স টেকনোলোজির গবেষণা মতে তুলসির মতো পুদিনা পাতারও রয়েছে মশা দূরে রাখার ক্ষমতা। শুধু মশাই নয় পুদিনার গন্ধ অনেক ধরণের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে। পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিন। এই পানির ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিন। দেখবেন ঘরের সব মশা পালিয়েছে। চাইলে পুদিনার তেলও গায়ে মাখতে পারেন।

৪. টবে লেমন গ্রাস লাগান থাই লেমন গ্রাসে আছে ‘সাইট্রোনেলা অয়েল’ যা থেকে বের হয় একধরনের শক্তিশালী সুগন্ধ। এই সুগন্ধ কিন্তু মশাদের যম। মশারা এর কাছেও ঘেঁষে না। ফলে আপনার আশেপাশে লেমন গ্রাসের ঝাঁড় থাকলে মশারা আপনাকে খুঁজে পাবে না। আর লেমন গ্রাস দেখতেও কিন্তু মন্দ নয়। এমনসব স্থানে এসব গাছের টব রাখুন যেখানে সকাল বিকাল কিংবা রাতে পরিবারের অন্যদের নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা বা সময় কাটান। এভাবে থাকুন মশা মুক্ত।

৫. ধুনোর সঙ্গে নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায়।

৬. হলুদ বৈদ্যুতিক আলো ঘরের মধ্যে মশার উৎপাত কমাতে চাইলে, ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ সেলোফেনে জড়িয়ে দিন। ফলে হলুদ আলো হবে। দেখবেন মশা কমে গেছে, কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায়। এছাড়া ঘরে এবং ঘরের বাইরে লাইট বাল্বগুলো পরিবর্তন করুন। মশারা সাধারণত সব লাইটের প্রতি আকৃষ্ট হয় না। এলইডি লাইট, হলুদ ‘বাগ লাইট’, বা সোডিয়াম লাইট এক্ষেত্রে উপকারী। এগুলো জ্বালালে সন্ধ্যাবেলা ঘরে বাইরে মশাদের আক্রমন অনেকটাই কমে যাবে।

৭. চা-পাতা পোড়ান ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ওই চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে।

৮. নিমপাতা পোড়ান কয়লা বা কাঠ-কয়লার আগুনে নিমপাতা পোড়ালে যে ধোঁয়া হবে তা মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর।

৯. ক্যাটনিপ অয়েল ক্যাটনিপ অয়েলের nepetalactone নামক পদার্থ মশা তাড়াতে DEET (Diethyle-Meta-toluamide) থেকে প্রায় ১০ গুন বেশি শক্তিশালী। ক্যাটনিপ অয়েল মাখালে মশারা ধারে কাছেও ঘেঁষবে না।

১০. বারান্দায় চামচিকার বাক্স রাখুন ভয় পাওয়ার কিছু নেই। চামচিকারারা এক ঘন্টায় কয়েকশত পোকা-মাকড় খায়। তাই মশা তাড়াতে ব্যাট হাউস বানাতে পারেন। বারান্দায় কিংবা ভেন্টিলেটরের কাছে রাখুন আর চামচিকাদের কাজ করতে দিন।

১১. ফ্যান চালু রাখুন মশারা খুবই হালকা। অন্যদিকে একটি ফ্যানের স্পীড ঘন্টায় প্রায় দুই মাইল। মশাদের উড়বার গতিবেগের চাইতে ফ্যানের ঘুরবার গতি অনেক বেশি হওয়াতে সহজেই মশাদের ব্লেডের কাছে টেনে নেয়। আপনার বসার স্থান কিংবা ডেক বা যেসব স্থান থেকে মশারা খুব সহজে আপনার গৃহে প্রবেশ করতে পারে, এমনসব স্থানে মশাদের আগমন সময়ে আপনার টেবিল ফ্যান বা পেডাল ফ্যানটি চালু রাখুন। মশাদের হাত থেকেও যেমন নিস্কৃতি পাবেন তেমনি গরমেও পাবেন আরাম।

১২. কালো, নীল ও লাল কাপড় এড়িয়ে চলুন মশাদের পছন্দের রঙের পোষাক এড়িয়ে চলুন। কি অবাক হচ্ছেন! হ্যাঁ কিছু কিছু প্রজাতির মশারা কয়েকটি গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয় যেমন কালো, নীল আর লাল। আর তারা গরমের প্রতিও সংবেদনশীল। তাই ঠান্ডা রাখুন ঘর আর পোষাক পড়ুন হালকা রঙের।

১৩. কর্পূরের ব্যবহার মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। আপনি যে কোন ফার্মেসিতে গিয়ে কর্পূরের ট্যাবলেট কিনে নিতে পারেন। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। তাৎক্ষণিকভাবেই মশা গায়েব হয়ে যাবে। দুই দিন পর পানি পরিবর্তন করে নিন। আগের পানিটুকু ফেলে দিবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন।

১৪. সুগন্ধি ব্যবহার করুন মশারা সুগন্ধি থেকে দূরে থাকে। সুতরাং রাতে ঘুমাতে যাওয়ার আগে শরীরে আতর, সুগন্ধি, কিংবা লোসন মেখে শুতে পারেন। নিশ্চিত করে বলা যায় এতে মশা সাধারণ থেকে অনেক কম দেখা যাবে।

১৫. রসুনের স্প্রে করুন রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকারী প্রাকৃতিক উপায়। ৫ ভাগ পানিতে ১ ভাগ রসুনের রস মেশান। মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশারা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন। এতে করে যে কোন ধরণের রক্ত চোষারা আপনার ধারে কাছেও আসবে না।

১৬. জমানো জল থেকে দূরে থাকুন খেয়াল রাখুন যেন কোথাও জল জমে না থাকে। ঘরের আনাচে-কানাচে কিংবা উঠোনে জল জমে থাকলে সেখানে মশারা বংশবিস্তার করতে পারে। তাই যেখানেই জল জমুক না কেন, তা সরিয়ে ফেলুন। মশার বংশবিস্তার রোধ করুন।

১৭. নারিকেলের আঁশ পোড়ান নারিকেলের গায়ে থাকা আঁশের সাহায্য দূর করতে পারেন মশা। নারিকেলের আঁশ শুকিয়ে টুকরা করুন। একটি কাঠের পাত্রে রেখে জ্বলন্ত ম্যাচের কাঠি ধরুন। ৫-৬ মিনিটের মধ্যেই মশা দূর হবে।

১৮. কেরোসিন তেল স্প্রে কেরোসিন তেল স্প্রে বোতলে নিন। কয়েক টুকরা কর্পূর মেশান। ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করুন রুমে। মশা থাকবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল সীমান্তে ভারতীয় কসমেটিকস ও ইমিটেশন গহনা উদ্ধার

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার বেনাপোল সীমান্তের বড়আঁছড়া গ্রাম থেকে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স ও ইমিটেশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে সীমান্তের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।মালামালের আনুমানিক মুল্য প্রায় ১৪ লক্ষ টাকা ৷৪৯, বিজিবি ব্যাটেলিয়ন চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কাছে সংবাদ আসে যে,, চোরাচালানীরা সীমান্তের বড়আঁছড়া গ্রামের মাঠে বিপুল পরিমান ভারতীয় এমিটেশন নিয়ে অবস্থান করছে , গোপন সংবাদের ভিক্তিতে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান ভারতীয় মালামাল পাওয়া যায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা বস্থা ফেলে পালিয়ে যায়।পরিত্যক্ত বস্তা গুলো ক্যাম্পে এনে তার মধ্য থেকে বিপুল পরিমান কসমোটিক্সও এমিটেশন সামগ্রী পাওয়া যায়। এসময় কোন চোরাচালানী আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হজ নিবন্ধন শুরু, শেষ ১১ মার্চ

হজের নিবন্ধন আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। হজের প্রথম ফ্লাইট ১৪ জুলাই। এসব তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

আজ দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালায়ে সম্মেলন কক্ষে হজের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী।

এ সময় মন্ত্রী ২০১৮ সালের হজনীতি ঘোষণা করেন। গত সপ্তাহে মন্ত্রিসভায় হজনীতির অনুমোদন দেওয়া হয়।

হজনীতির বিভিন্ন দিক উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, এর আগে হজনীতিতে যাত্রীদের জন্য পুলিশ ভেরিফিকেশন (ছাড়পত্র) বাধ্যতামূলক ছিল। এবার সেই শর্ত উঠিয়ে দেওয়া হয়েছে। নিবন্ধনের পর কোনো প্রতিস্থাপন করা যাবে না। তবে মারা গেলে বা গুরুতর অসুস্থ হলে সর্বোচ্চ ৪ শতাংশ প্রতিস্থাপন করা যাবে।

সংবাদ সম্মেলনে হজযাত্রীদের অভিযোগের ব্যাপারে মন্ত্রী বলেন, ২০১৭ সালে হজযাত্রীদের নিয়ে প্রতারণা করায় ১৯৩টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়। এর মধ্যে ৬৪টি এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়। ১৭টি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়। ৪৯টি এজেন্সিকে জরিমানা করা হয়। সতর্ক করা হয়েছে ১২টি হজ এজেন্সিকে। বাকি ৫১ এজেন্সির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন সাত হাজার ১৯৮ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এক লাখ ২০ হাজার। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ-১ এ খরচ হবে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা এবং প্যাকেজ-২ এ তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ হবে তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা।

এ সময় ধর্ম সচিব আনিসুর রহমানসহ ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসা জামাতের আমির নাশকতার আসামি শহিদুল মাদ্রাসার সুপার হতে চান !

মাহাফিজুল ইসলাম আককাজ: লাবসা ইউনিয়নের জামাতের আমীর মানিকহার দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী নাশকতা মামলার আসামী মো. শহিদুল ইসলাম এবতেদায়ী জুনিয়র অভিজ্ঞতা দেখিয়ে রাজনগর দাখিল মাদ্রাসার সুপার পদে চাকুরী নেওয়ার পায়তারা করছে। ইতিমধ্যে সে অভিজ্ঞতার সনদ জালিয়াতি করে সিনিয়র টাইম স্কেল গ্রহণ করেছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন জালিয়াতির অভিযোগ রয়েছে। বিগত কয়েক বছর আগে মাল্টি মিডিয়া পারপার্স নির্ভরতা গ্রুপের নাম করে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা আত্মসাৎ ও হয়রানী করার অভিযোগ রয়েছে। সদরের লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের রাজ মিস্ত্রী আব্দুস সামাদের কাছ থেকে বিভিন্ন সময়ে সুকৌশলে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এধরনের অনেক গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা ও দীর্ঘদিন হয়রানী করে আসছে। স্থানীয় কিছু আওয়ামীরীগ নেতাকে ম্যানেজ করে নাশকতা মামলার আসামী লাবসা ইউনিয়নের জামাতের আমীর হওয়া সত্বেও গা ফুলিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং সে নানা কুকর্ম করেও কিভাবে রাজনগর দাখিল মাদ্রাসার সুপার পদে যোগদান করার পায়তারা চালাচ্ছে? বর্তমান আওয়ামীলীগ সরকারের সময়ে রাজনগর দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি থেকে আওয়ামীলীগ নেতাদের বাদ দিয়ে জামাত নেতারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে কুঙ্খিগত করে রেখেছে এবং গোপনে শিক্ষার্থীদের জঙ্গিবাদের উস্কানীমুলক প্রচারনার অভিযোগ ও রয়েছে। এব্যাপারে মাদ্রাসা কতৃপক্ষ ও সচেতন মহল নাশকতা মামলার আসামী ও জামাতের আমীর শহিদুলকে অবিলম্বে গ্রেফতার করতে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বাঘি ২’ ছবির প্রথম গানেই বাজিমাত (ভিডিও)

শুরু থেকেই ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। আর এর অন্যতম কারণ বলিউডের নব্য সেনসেশন টাইগার শ্রফ। অভিনেতার অতিমানবীয় পারফর্মেন্স ছবিটিকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। পোস্টার আর টিজার-ট্রেলারেই অর্ধেক বাজিমাত। এবার রিলিজ হলো ছবিটির প্রথম গান। আর তাতেই পুরো বাজিমাত।

টাইগার শ্রফ আর দিশা পাটানির এই ছবিটির প্রথম গান ‘মুন্দিয়া’। যা ধারণা করা হয়েছিল, তা-ই। বিখ্যাত ভারতীয় ভাঙড়া গায়ক, গীতিকার ও কম্পোজার লাভ জানজুয়ার সুপারহিট ভাঙড়া নাম্বার ‘মুন্দিয়া তো বাচ কে’র রি-মিক্স এটা। দেশি পার্টি নাম্বার এর মতো করে করা হয়েছে এই মুম্বাইয়া কম্পোজিশনটি।

গানটি নতুন করে লেখা হয়েছে। নতুন কথা সাজিয়েছেন গিনি দিওয়ান আর রি-কম্পোজ করেছেন সন্দ্বীপ শিরোদকার। কোরিওগ্রাফি করেছেন রাহুল শেট্টি। দারুণ এই পার্টি নাম্বারটি সবার ভালো লাগবে বলে আশা করছে সংশ্লিষ্ট সবাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র’

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে।

জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলনে দেওয়া এক বক্তৃতায় বুধবার লাভরভ এসব কথা বলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী ইউরোপজুড়ে কৌশলগত ও প্রচলিত অস্ত্র মোতায়েন করেছে। সেগুলোকে নিয়ে ন্যাটো জোটের বাইরের দেশগুলোসহ ইউরোপের অন্য দেশের সঙ্গে সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি জানান, এ ধরনের তৎপরতা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির লঙ্ঘন। পরমাণু অস্ত্র নেই এমন দেশকে মহড়ায় অংশ নেওয়ার ব্যবস্থা করে তাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

ল্যাভরভ আরও বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলা চালানোর জন্য মার্কিন বাহিনী ইউরোপের দেশগুলোকে প্রস্তুত করেছে। ইউরোপের দেশগুলোতে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েন কেবল স্নায়ুযুদ্ধের সূত্রপাত নয় বরং আগ্রাসী অবস্থান।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের নতুন কোচ রিচার্ড পাইবাস

ত্রিদেশীয় টুর্নামেন্ট এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পর ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ভালোভাবেই বুঝেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একজন কড়া হেডমাস্টারই দরকার। যিনি শক্তহাতে ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করবেন। যেমনটা করেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কা সিরিজের পরপরই বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ‘খুব দ্রুতই জাতীয় দলের কোচ নিয়োগ করা হবে।’

বিসিবি প্রেসিডেন্টের সেই ঘোষণা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যেই কোচ নির্ধারণ করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক কোচ রিচার্ড পাইবাসকেই আবার নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। বোর্ডের একটি বিশ্বস্তসূত্রে জানা গেছে এ খবর। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বোর্ডের তরফ থেকে। নিদাহাস ট্রফির পরই বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার সম্ভাবনা বেশি পাইবাসের।

চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পরই কোচের খোঁজে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুরুতেই বিসিবির পছন্দের তালিাকয় ছিলেন রিচার্ড পাইবাস। সঙ্গে ক্যরিবীয় ক্রিকেট কোচ ফিল সিমন্সও আসেন সাক্ষাৎকার দিতে। বিসিবি রিচার্ড পাইবাসকেই প্রায় নির্দিষ্ট করে ফেলেছিল; কিন্তু ক্রিকেটারদের ঘোর আপত্তি ছিল তাকে নিয়ে। কারণ, চন্ডিকা হাথুরুসিংহের মতই কঠোর প্রকৃতির মানুষ পাইবাস। কড়া হাতে শাসন করেন তিনি ক্রিকেটারদের।

এ কারণে বোর্ডের কাছে ক্রিকেটাররা পাইবাসের সম্পর্কে আপত্তি জানায়। তারা চেয়েছিল ফিল সিমন্সকে। যিনি কি না ক্রিকেটারদের বন্ধুতে পরিণত হন। মিশে যান ক্রিকেটারদের সঙ্গে। পাইবাস কিংবা হাথুরুসিংহের পুরোপুরি উল্টো চরিত্রের। একেবারে নরম প্রকৃতির। বিসিবিও হঠাৎ করে তাই এমন কোচ নিয়োগ দেয়া থেকে বিরত থাকে।

এরই মধ্যে চলে আসে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটাররা বিসিবি সভাপতির কাছে আবেদন জানান, এই সিরিজ এবং টুর্নামেন্টগুলো তারা নিজেরাই নিজেদের পরিচালিত করতে চায়। তারা দেখিয়ে দিতে চায়, দীর্ঘদিন খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাফল্য আনা সম্ভব। যে কারণে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দিয়ে কোচের ভুমিকা দিয়ে দেয়া হয় মাশরাফি এবং সাকিব আল হাসানকে।

ফলাফল, ঘরের মাঠে পুরোপুরি ভরাডুবি ঘটেছে বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজের শুরুতে কিছুটা দুর্বার থাকলেও শ্রীলঙ্কার কাছে এক ম্যাচে ৮২ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হারার পর পুরো এলোমেলো হয়ে যায় টিম বাংলাদেশ। যেখান থেকে বের হতে পারেনি বাংলাদেশ। ফলে ফাইনালে হার, টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে  চূড়ান্ত ভরাডুবি ঘটেছে বাংলাদেশের।

বিসিবি সভাপতি এই সিরিজ দিয়েই বুঝেছেন, বাংলাদেশের জন্য কেমন কোচ দরকার। তিনি নিজেই জানিয়েছেন, একজন কড়া কোচ না হলে দলকে ঠিক রাখা যাবে না। সে মতেই রিচার্ড পাইবাসকেই পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ।

পাইবাস এর আগেও ছিলেন বাংলাদেশের কোচ। তবে মাত্র ৫ মাসের জন্য। ২০১২ সালের ৩০ মে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান পাইবাস। ৫ মাস কাজ করার পর চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে তিনি সরে দাঁড়ান বাংলাদেশের কোচিংয়ের চাকরি থেকে। এবার নিশ্চয় তার চুক্তির বিষয়াধি কঠোরভাবে ঠিক করেই তিনি আসছেন বাংলাদেশে! সে সঙ্গে সাকিব-মাশরাফিরাও পেতে যাচ্ছেন আরেকজন কঠোর হেড মাস্টার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest