সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

রুদ্ধশ্বাস ম্যাচে মেসি-রোনালদোর লড়াই, ফল ২-২

স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। বার্সেলোনার ১০ জনের সঙ্গেও জয়ের মুখ দেখতে পারেনি রিয়াল।

তবে এ ম্যাচে গোল পেয়েছেন দুই দলের তারকা খেলোয়াড়েরা। মেসি, রোনালদো, সুয়ারেজ ও গ্যারেথ বেল প্রত্যেকেই একটি করে গোল পেয়েছেন।

ম্যাচ শুরুর ১০ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। সার্জিও রবার্তো পাসে বল পেয়েই রিয়ালের জালে ডান পায়ে শট নেন লুই সুয়ারেজ। কিন্তু ১৭ মিনিটে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর ম্যাচের প্রথমার্ধের অতিরিক্তি সময়ে লাল কার্ড পান বার্সেলোনার সার্জিও রবার্তো। ফলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫২ মিনিটে দারুণ এক গোল করেন বার্সা তারকা লিওনেল মেসি। তবে ৭২ মিনিটে গ্যারেথ বেল ফের দলকে সমতায় ফেরান।

এরপর আর কোনও দলই গোলের মুখ দেখেনি। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদকে জিজ্ঞাসাবাদ; ‘বাড়ি বিক্রির ৪ কোটি টাকা নিয়েছিলেন এস কে সিনহা’

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে তার বাড়ি বিক্রির ৪ কোটি টাকা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। রবিবার (৬ মে) দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসা ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহার দুই আইনজীবী সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

আইনজীবীরা হলেন- আফাজ মাহমুদ রুবেল ও নাজমুল আলম।

আইনজীবী আফাজ মাহমুদ রুবেল জানান, উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের পাঁচ কাঠা জমির উপর ৫১ নম্বরের ছয়তলা বাড়িটির মালিক সাবেক প্রধান বিচারপতি সিনহা। তিনি ছয় কোটি টাকার মূল্যে বাড়িটি বিক্রি করেন টাঙ্গাইলের বাসিন্দা রনজিত চন্দ্র সাহার স্ত্রী শান্ত্রী রায়ের কাছে।

তিনি বলেন, ২০১৬ সালের মে মাসের দিকে বায়না দলিলের মাধ্যমে বিচারপতি এস কে সিনহার কাছ থেকে বাড়িটি শান্ত্রী রায় মালিক হন। তখনই বাড়ি বাবদ দুই কোটি টাকা পরিশোধ করা হয়। এরপর একই বছরের ৮ নভেম্বর দুইটি পে-অর্ডারের মাধ্যমে সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখায় বিচারপতি এস কে সিনহার অ্যাকাউন্টে চার কোটি টাকা জমা দেওয়া হয়। পরে ২৪ নভেম্বর এস কে সিনহা হস্তান্তর দলিলের মাধ্যমে শান্ত্রী রায়কে বাড়িটি লিখে দেন।

দুদকে তলব করা নিরঞ্জন সাহা, শান্ত্রী রায়ের স্বামী রনজিতের চাচা আর শাহজাহান রনজিতের বন্ধু। তাদের সবার বাড়ি টাঙ্গাইল।

আরেক আইনজীবী নাজমুল আলম বলেন, নিরঞ্জন ও শাহজাহান ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে চার কোটি টাকা ঋণ নেন। এতে থার্ড পার্টি হিসেবে শান্ত্রী রায়ের বিভিন্ন জমি মর্টগেজ হিসাবে ব্যাংকে জমা দেওয়া হয়। এই ঋণ থেকেই বাড়ির চার কোটি টাকা পরিশোধ করা হয়।

ওই চার কোটি টাকা একই বছরের ১৬ নভেম্বর অর্থ পে-অর্ডারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তির ব্যাংক হিসাবে স্থানান্তর করেন।

এদিকে ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা ও শাহজাহানকে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি উত্তোলন করে অবৈধভাবে আত্মসাৎ করার অভিযোগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুদক।

এর আগে গত ২৫ এপ্রিল দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে আজ রবিবার দুদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা। ডাকে সাড়া দিয়ে সকাল সাড়ে ৯টায় দুদক কার্যলয়ে আসেন তারা।

এ ব্যাপারে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘ফারমার্স ব্যাংক থেকে ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা ও মোহাম্মদ শাহজাহান ভুয়া কাগজপত্র দেখিয়ে একই দিনে প্রত্যেকেই দুই কোটি করে চার কোটি টাকা উত্তোলন করে একই দিনে পে অর্ডারের মাধ্যমে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্টে জমা দেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একই দিনে টাকা তুলে আত্মসাৎ করা হয়।’

তিনি বলেন, ‘এই অভিযোগ অনুসন্ধানে তাদেরকে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন জিজ্ঞাসাবাদ করেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে এই টাকা মূলত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার অ্যাকাউন্টে জমা হয়। সেখান থেকে টাকাগুলো আত্মসাৎ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাড়া পেলেন নোমান, হাসানের বাড়ি থেকে পুলিশ প্রত্যাহার

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-নোমানকে ছেড়ে দেয়া হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা টঙ্গী থানায় আটকে রাখার পর তাকে ছেড়ে দেয়া হয়। একই সঙ্গে ‘অবরুদ্ধ’ করে রাখা হাসান সরকারের বাড়ি থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে। টঙ্গী থানার ওসি কামাল হােসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসান উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী কিবরিয়া খান জনি জানান, রোববার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের বাড়ি প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে পুলিশ। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ফজলুল হক মিলন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন সরকারসহ ১৫-২০ জন নেতাকর্মী বাড়ির ভেতরে অবস্থান করছিলেন।

তিনি আরও বলেন, এর আগে বিকেল ৫টায় হাসান সরকারের বাড়ির সামনে থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-নোমানসহ ১৩ জনকে আটক করে পুলিশ। রাত পৌনে ১০টায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-নোমানকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে। তবে থানায় আটক বিএনপির বাকি ১২ নেতাকর্মীর ব্যাপারে পুলিশ কোন তথ্য জানাননি।

রাত সাড়ে ৯টার দিকে হাসান সরকারের বাড়ি সামনে থেকে পুলিশ সরে গেলে রাত পৌনে ১০টার দিকে বরকত উল্লাহ বুলু ও ফজলুল হক মিলনসহ অন্যান্য নেতাকর্মীরা হাসান সরকারের বাড়ি থেকে বের হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পালিয়ে যাওয়ার সময় ৮০ হাজার টাকাসহ ২ ছিনতাইকারী আটক

আসাদুজ্জামান: সাতক্ষীরায় একটি বেসরকারি সংস্থার হিসাব রক্ষকের কাছ থেকে ৮০ হাজার ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারিকে আটক করে সদর থানা পুলিশে সোপার্দ করেছে। রবিবার দুপুরে সদর থানা সংলগ্ন শহরের পাকাপুলের মোড় থেকে টাকাসহ হাতনাতে তাদেরকে আটক করা হয়।
আটক ছিনতাইকারীরা হলো, সাতক্ষীরার আশাশুনি উপজেলার উত্তর বড়দল গ্রামের মৃত মোহর আলী ঢালির ছেলে সুরত আলী ওরফে নজরুল ইসলাম(৪৮) ও খুলনা শহরের ২১নং ওয়ার্ডের গ্রীনল্যান্ড আবাসন এলাকায় বসবাসকারি রূপসা থানার নৈহাটি গ্রামের মৃত হাসেম জমাদ্দারের ছেলে আবুল কালাম জমাদ্দার (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের কামালনগরস্থ সীমান্ত সমিতির হিসাব রক্ষক কামালনগর এলাকার মোঃ হারান গাজীর ছেলে আব্দুল খালেক সাতক্ষীরা সোনালী ব্যাংক প্রধান শাখা থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করেন। বেলা সোয়া একটার দিকে টাকার ব্যাগ হাতে নিয়ে তিনি সোনালী ব্যাংকের সামনে সাতক্ষীরা সদর থানার বাউন্ডারী ওয়ালের গায়ে এক সাইকেল মিস্ত্রীর কাছ থেকে তার সাইকেল মেরামত করছিলেন। এসময় ওই দুই ছিনতাইকারি তার ব্যাগের মধ্যে থেকে টাকার ব্যান্ডেল নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আব্দুল খালেকের আত্মচিৎকারে সাইকেল মিস্ত্রি মনুর সহযোগিতায় স্থানীয় জনতা শহরের পাকা পোলের মোড় থেকে টাকাসহ ওই দুই ছিনতাইকারিকে আটক করে। পরে গণধোলাই দিয়ে তাদেরকে সদর থানায় পুলিশে সোপার্দ করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক হাসান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারিদের কাছ থেকে ছিনতাইকৃত ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। নাম ঠিকানা যাচাই বাছাই পূর্বক দুই ছিনতাইকারির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসএসসির ফল প্রকাশ; ১৯ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, ৪ জনের মৃত্যু

রোববার সারাদেশে একযোগে এসএসসির ফল প্রকাশের পর পঞ্চগড়, রংপুর, যশোর ও শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ১৯ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এর মধ্যে ৪ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের আজাহারুল ইসলামের মেয়ে রোকেয়া, যশোরের ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর (খালপাড়া) গ্রামের ভ্যানচালক জামালউদ্দিনের মেয়ে শান্তা ইসলাম,পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘি ইউনিয়নের প্রধানপাড়া এলাকার ধিরেন্দ্রনাথের মেয়ে বিথী রাণা ও শরীয়তপু‌রের ডামুড্যা উপ‌জেলার ধানকা‌ঠি ইউনিয়‌নের বা‌হেরচর গ্রামের আনিছ হাওলাদা‌রের মেয়ে নাসরিন।

রংপুর থেকে জিতু কবীর জানান, এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর রংপুরে বিষপান ও ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালানো শিক্ষার্থীর সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এদের মধ্যে একজন মারা গেছে। বাকি সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর জেলার বিভিন্ন এলাকার আট শিক্ষার্থী নিজ বাড়িতে বিষপান ও ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে অভিভাবকরা তাদের রংপুর মেডিকেলে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের আজাহারুল ইসলামের মেয়ে রোকেয়া মারা যান। নিহত রোকেয়া ওই এলাকার কদমতলী দাখিল মাদরাসার শিক্ষার্থী।

এছাড়া নগরীর উত্তম বখতিয়ারপুর হাজিরহাট এলাকার শহিদুল ইসলাম মিন্টুর মেয়ে খাদিজা, দেওডোবা ডাঙ্গীরপার এলাকার রইচ উদ্দিনের মেয়ে শারমিন, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি এলাকার তাইজিরুল ইসলামের মেয়ে তানজিনা, নগরীর তাজহাট মোল্লাপাড়া এলাকার গণেশ রায়ের মেয়ে শিবা রানী, পীরগাছা চৌধুরানী এলাকার আব্দুস সালামের মেয়ে সমাপ্তি, শহরের সেনপাড়া এলাকার অলক রায়ের মেয়ে প্রীতি রায় এবং গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি বালাপাড়ার শহিদুল ইসলামের ছেলে শাহাবুল মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে সমাপ্তি ফাঁস দিয়ে এবং অন্যরা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।

রংপুর মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোকলেচুর রহমান জানান, শিক্ষার্থীদের বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল থেকে তাদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

যশোর থেকে মিলন রহমান জানান, এসএসসিতে অকৃতকার্য হওয়া যশোর বোর্ডের আট শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। এরমধ্যে দুই জন ছাত্র ও ছয়জন ছাত্রী। রোববার দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ার পর তারা আত্মহত্যার চেষ্টা করে। এদিন বিকেলে ও সন্ধ্যায় তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষার্থীরা হলো, যশোর সদরের তীরের হাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মামুন (১৫), নিউ টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া পারভীন (১৫), ভাতুড়িয়া গ্রামের ভাতুড়িয়া স্কুলের ছাত্রী মৌমিতা (১৫), নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সাবিনা ইয়াসমিন (১৫), দানবীন হাজী মুহম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মনিরা খাতুন (১৭), সুলতানপুর নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আফসানা খাতুন (১৫), প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মহাসিনা পারভীন (১৫) ও মণিরামপুরের কুয়াদা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ইমন হোসেন (১৫)।

এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ইমন, মৌমিতা ও মনিরা খাতুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ।

যশোর ২৫০ শয্যা হাসপাতালে রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, তার ছেলে আব্দুল্লাহ আল মামুন তীরের হাট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। সে দুটি বিষয়ে ফেল করায় বাড়িতে থাকা ঘুমের (ট্রিপটিন-৫) দুই পাতা ওষুধ খেয়েছে। তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা ওয়াস করেছে।

হাসপাতালে ভর্তি সুরাইয়া পারভীনের ভাই রেজাউল ইসলাম বলেন, সুরাইয়া ফেল করেছে। ভয়ে স্যাভলন পান করেছে।

অপরদিকে, যশোরের ঝিকরগাছায় এসএসসি পরীক্ষায় ফেল করায় শান্তা ইসলাম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার বিকেলে যশোরের ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর (খালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। শান্তা ইসলাম ওই গ্রামের ভ্যানচালক জামালউদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, শান্তা ঝিকরগাছা সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। রোববার দুপুরে ফলাফল প্রকাশের পর সে পাস করতে পারেনি বলে জানতে পারে। পরে বাড়িতে এসে নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

শান্তার মা পারভীনা বেগম ঝিকরগাছার একটি জুটমিলে শ্রমিকের কাজ করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ছোটবোন তামান্না ইসলামও এসময় স্কুলে ছিল।

ঝিকরগাছা থানা পুলিশের ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় মেয়েটি আত্মহত্যা করেছে। কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পঞ্চগড় থেকে সফিকুল আলম জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ায় বিথি রাণী নামে এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিথী রাণা দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘি ইউনিয়নের প্রধানপাড়া এলাকার ধিরেন্দ্রনাথের মেয়ে।

রোববার সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার পরই ঘটনাটি ঘটে। সে স্থানীয় কালিগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে বিথি। দুপুরে ফলাফল পাওয়ার পর বিদ্যালয় থেকে বাড়ি ফিরে কাউকে কিছু বুঝতে না দিয়ে ঘরে ওড়না দিয়ে ফাঁস দেয়। টের পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দেবীগঞ্জ থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শরীয়তপুর থেকে ছগির হোসেন জানান, শরীয়তপু‌রের ডামুড্যা উপ‌জেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় নাস‌রিন আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী বিষ খে‌য়ে আত্মহত্যা করেছে।

রোববার বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে উপ‌জেলার ধানকা‌ঠি ইউনিয়‌নের বা‌হেরচর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় রাত ৮টার দি‌কে শরীয়তপুর সদর হাসপাতা‌লে নাস‌রি‌নের মৃত্যু হয়। ‌নাসরিন ওই গ্রামের আনিছ হাওলাদা‌রের মেয়ে।

স্থানীয় ও প‌রিবার সূ‌ত্রে জানা যায়, নাস‌রিন স্থানীয় হো‌সে‌নিয়া দা‌খিল মাদরাসা থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। রোববার দুপুরে ফলাফল প্রকাশের পর সে পাস করতে পারেনি বলে জানতে পারে। পরে বাড়িতে এসে বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে নিজের ঘরে বিষ খায়। খে‌য়ে যন্ত্রণায় ‌চিৎকার কর‌তে থা‌কে। পরে প‌রিবা‌রের লোকজন চি‌কিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতা‌লে নি‌য়ে ভ‌র্তি ক‌রে। রাত ৮টার দি‌কে তার মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেল করেছে ভিকারুননিসার ২ ছাত্রী !

এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও এসএসসি পরীক্ষায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দুই ছাত্রী অকৃতকার্য হয়েছে। দুই জনই ব্যবসায় শিক্ষা বিভাগের। এ বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে মোট ১৭৭ জন। রবিবার দুপুরে স্কুলে নোটিশ বোর্ডে ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর ১ হাজার ৬১২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৬১০ জন। পাসের হার ৯৯ দশমিক ৮৮ শতাংশ। সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৪১ জন। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় ১ হাজার ৪৮৩ জন। এ বিভাগ থেকে সবাই উত্তীর্ণ হয়েছে। মানবিক বিভাগ থেকে ১০ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে সাতজন জিপিএ-৫ পেয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিকে থাকল মুস্তাফিজদের আশা

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে জয় লাভ করেছে কাটার মাস্টার মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ের জন্য ১৮২ রান করার টার্গেট নিয়ে মাঠে নামে কেকেআর। কিন্তু ওয়াংখেড়েতে অনুষ্ঠিত এই ম্যাচে ৬ ইউকেটে ১৬৮ রানে গিয়ে আটকে যায় কেকেআরের ইনিংস।

আর এতে ১৩ রানে হার হজম করতে হলো তাদের। অধিনায়ক দীনেশ কার্তিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ রানে। মুম্বাইয়ের হয়ে হার্দিক পাণ্ডিয়া ২টি এবং বাকিরা নেন ১টি করে উইকেট। এই জয়ের ফলে প্লে অফে যাওয়ার লড়াইয়ে থাকল মুম্বাই ইন্ডিয়ান্স।

শেষ দু’বলে কেকেআরের রান দরকার ছিল ১৫। জয় নিশ্চিত মুম্বাইয়ের। ৪ বলে ৫ রান করে ক্রুনাল পাণ্ডিয়ার বলে আউট হলেন নারিন। যদিও, আজকে একাদশের বাহিরে ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলিবিদ্ধ

বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল। রবিবার পাঞ্জাব প্রদেশের নারোয়াল শহরে আয়োজিত এক সমাবেশে তিনি গুলিবিদ্ধ হন। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও টিভি।

প্রতিবেদনে বলা হয়, ২০ থেকে ২২ বছরের এক হামলাকারী স্বরাষ্ট্রমন্ত্রীর ডান কাঁধে গুলি করে। হামলার পরপরই মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহসান ইকবালের এক স্বজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী জিও নিউজ’কে জানিয়েছেন, কর্তৃপক্ষ এ হামলার তদন্তকাজ পরিচালনা করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest