সর্বশেষ সংবাদ-

সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণসভা

সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণসভা মুনজিতপুরস্থ আশরাফ কামালের বাসভবনে অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু। সভায় গণতন্ত্র প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতক্রমে সদ্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাসের নাগরিক শোকসভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শোক সভায় এনামুল হক বিশ্বাসের স্মরনে স্মরনিকা প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্মরনিকার জন্য লেখা আহ্বান করা হলো। লেখা পাঠানোর ঠিকানা namanchsatkhira@gmail.com । সভায় উপস্থিত ছিলেন হাফিজুর রহমান মাসুম, আশরাফ কামাল, সুধাংশু শেখর সরকার, রওনক বাসার, ওবায়েদুস সুলতান বাবলু, এড. মনির, মশিউর রহমান পলাশ, নিত্যানন্দ ও ইকবাল লোদী। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা সি এন্ড এফ সাধারণ সম্পাদক নাসিম কে অভিনন্দন

ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (নাসিম) বাংলাদেশ তাঁতীলীগ, সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মনোনীত হওয়ায় ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি আলহাজ কাজী নওশাদ দিলওয়ার (রাজু), সহ-সভাপতি মোঃ আবু মুছা, সহ-সভাপতি আলহাজ মোঃ আমজাদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম (শাহিন), সাংগঠনিক সম্পাদক এস.এম মারুফ তানভীর সুজন, অর্থ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, কাস্টমস্ বিষয়ক সম্পাদক জি. এম. আমীর হামজা, কাস্টমস্ বিষয়ক যুগ্ম সম্পাদক দীপংকর ঘোষ, বন্দর বিষয়ক যুগ্ম সম্পাদক মুন্সী রইসুল হক (টুকু), দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, কার্যকরী সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দদের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন এবং মঙ্গল কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলীপুরে সোনালী অটো গ্যাস ফিলিং স্টেশন গ্যাস সংযোজনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের সোনালী অটো গ্যাস ফিলিং স্টেশনে ওমেরা অটো গ্যাস সংযোজনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে সোনালী ফিলিং স্টেশনে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সার্বিক সহযোগীতায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেসার্স সোনালী ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী ও ওমেরা অটো গ্যাসের সাতক্ষীরা এজেন্ট মো. আব্দুর রউফের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি.এম নুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম, এড. জহুরুল ইসলাম, শেখ হেলালুজ্জামান, সাবেক ইউপি সদস্য জামাত আলী সরদার প্রমুখ। বক্তারা এসময় বলেন, সাতক্ষীরায় এই প্রথমবারের মত নিয়ে এল ওমেরা অটো গ্যাস। যা অকটেন ও পেট্রোলের চাইতে অর্ধেক খরচে ও দুষণ মুক্ত পরিবেশে যানবহন চালানো যায়। এজন্য এখন থেকে সবাইকে অকটেন ও পেট্রোল ব্যবহার না করে গ্যাস দিয়ে যানবাহন চালানোর আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সামছুল হুদা। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আতাউর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা উপজেলা জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত

২০ এপ্রিল শনিবার সকাল ১০টায় পাটকেলঘাটাস্থ ডাক বাংলো চত্বরে বিশ্বাস আবুল কাশেমের সভাপতিত্বে ও মোল্যা আব্দুর রাজ্জাকের পরিচালনায় তালা উপজেরা জাসদের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলু। সভায় বক্তব্য রাখেন ধানদিয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক ডা: প্রশান্ত দাশ, নগরঘাটা ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন সভাপতি মোঃ মোক্তার আলী, সাধারণ সম্পাদক সরদার মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু মুছা, কুমিরা ইউনিয়ন সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, ইসলামকাটী ইউনিয়ন সভাপতি মোঃ ইলিয়াস খা, জালালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক এস এম আব্দুল আলিম, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, জাতীয় যুব জোট তালা উপজেলা সাধারণ সম্পাদক বিকাশ মুখার্জী প্রমুখ। বর্ধিত সভায় ২৩ এপ্রিল কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে জাসদ কলারোয়া উপজেলার সম্মেলন ও কাউন্সিলের সফলতা কামনা করা হয়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সাতক্ষীরা-১ আসনে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু। দলের পক্ষে সরবরাহকৃত লিফলেট যথাযথভাবে তালা উপজেলার ১২ ইউনিয়নে প্রচারের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মার্কিন সিনেটের ফ্লোরে ১০ দিনের শিশু, মায়ের ইতিহাস সৃষ্টি

ইলিনয়ের সিনেটের ট্যামি ডাকওয়ার্থ ১০ দিন বয়সী শিশুকে কোলে নিয়ে মার্কিন সিনেটের একটি ভোটাভুটিতে অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

৫০-বছর বয়সী এই সিনেটর ওয়াশিংটন ডিসিতে নিজের কার্যালয়ে যখন ছিলেন, তখন তার প্রসব বেদনা ওঠেছিল। তখন তার কার্যালয়ের কাছের একটি হাসপাতালে তাকে নেওয়া হলে তিনি একটি কন্যা শিশুর জন্ম দেন।

তার কোলে যখন নবজাতক, তখন মার্কিন সিনেটে নাসার প্রশাসক মনোনয়নসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ভোট হওয়ার কথা ছিল।

তিনি এক টুইট বার্তায় উদ্বেগ প্রকাশ করেছিলেন যে নবজাতক নিয়ে কিভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন?

‘আমাকে হয়তো সিনেটে ভোট দিতে হবে। তাই আমি নিশ্চিত করেছি যে মাইলির কাপড় সিনেট ফ্লোরের ড্রেস কোড ভঙ্গ করবে না। কারণ তার একটি জ্যাকেট আছে।’

নিয়ম রয়েছে, মার্কিন সিনেটের ফ্লোরে যেতে হলে ব্লেজার পড়তে হবে। অন্যদিকে, শিশুদের নিয়ে মার্কিন সিনেট সদস্যদের চেম্বারে আসা নিষিদ্ধ ছিল।

তবে মাত্র একদিন আগেই এই নিয়মের পরিবর্তন করা হয়। বুধবার মার্কিন সিনেট শিশুদের চেম্বারে আসার অনুমতি দিয়ে নতুন নিয়ম পাস করে।

ইলিনয় থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর ট্যামি ডাকওয়ার্থ এই সুযোগ পেয়ে এক বিবৃতিতে সিনেটের সবাইর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমি আমার সহকর্মীদের ধন্যবাদ জানাই, বিশেষ করে নীতি নির্ধারণী কমিটির নেতৃস্থানীয়দের। নতুন অভিভাবকদের যে অনেক সময় শিশুকে নিয়েও কর্মস্থলে দায়িত্ব পালন করতে হয়, সেটিকে তারা স্বীকৃতি দিয়েছেন।

ভোটের পর সিনেটের অন্য সদস্যরা ট্যামি ডাকওয়ার্থের কাছে এসে তাকে শুভেচ্ছা জানান।

সিনেটের নীতি নির্ধারণী কমিটির চেয়ারম্যান রয় ব্লান্ট বলেছেন, একজন বাবা বা মা হওয়া সহজ কাজ নয়। সিনেটের নিয়ম-নীতি দিয়ে সেই কাজ আরও কঠিন করার কোনও মানে হয় না।

সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ইতিহাস সৃষ্টি করেছেন, এ কথা লিখে তার সহকর্মীদের অনেকেই টুইট করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে প্রধান বিচারপতিকে অভিশংসনের আরজি ৭ বিরোধী দলের

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে অভিশংসনের জন্য আরজি জানিয়েছে দেশটির সাত বিরোধী দল। আজ শুক্রবার ভারতের ভাইস প্রেসিডেন্ট ও রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুর কাছে এ–সংক্রান্ত একটি আরজি জমা দেওয়া হয়েছে। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী সাতটি দলের নেতারা এই আরজিতে স্বাক্ষর করেছেন।

ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভের পর থেকে আজ অবধি ভারতের কোনো প্রধান বিচারপতিকে অভিশংসনের মুখোমুখি হতে হয়নি। সে হিসেবে এটি এক নজিরবিহীন একটি পদক্ষেপ।

প্রধান বিচারপতি দীপক মিশ্রকে অভিশংসনের আরজিতে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে কংগ্রেস, এনসিপি, সিপিআই (এম), সিপিআই, সমাজবাদী পার্টি, আইইউএমএল ও বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)।

শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের নেতারা বলেছেন, ‘খুব দুঃখের সঙ্গে’ এই পদক্ষেপ নিতে হয়েছে। নেতারা বলেন, ‘নির্বাহী বিভাগের হস্তক্ষেপের মুখে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখতে না পারায়’ প্রধান বিচারপতিকে অভিশংসনের আরজি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেছেন, দীপক মিশ্রকে অভিশংসনের আরজির প্রতি রাজ্যসভার ৬০ জনের বেশি সদস্যের সমর্থন রয়েছে। এ ধরনের নোটিশের ক্ষেত্রে রাজ্যসভার কমপক্ষে ৫০ জন সদস্যের স্বাক্ষর প্রয়োজন হয়।

প্রধান বিচারপতির অভিশংসনের প্রস্তাবে যাঁরা স্বাক্ষর করেছেন, তাঁদের মধ্যে কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, সিপিআই (এম), সিপিআই, সমাজবাদী পার্টি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) এবং বহুজন সমাজবাদী পার্টি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা রয়েছেন। অভিশংসনের নোটিশে স্বাক্ষরের আগে এসব রাজনৈতিক দলের নেতারা পার্লামেন্টে এক সভায় একসঙ্গে বসে প্রস্তাব চূড়ান্ত করেন।

কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ বলেন, ‘মোট ৭১ জনের স্বাক্ষর নিয়ে আমরা নোটিশটি জমা দিয়েছি। এর মধ্যে অবসর নেওয়া ছয়জনও আছেন। তাঁদের গণনায় আনা হবে না।’ কংগ্রেসের আরেক নেতা কপিল সিবাল বলেন, ‘আমাদের আশা, এমন দিন যেন আর কখনো না আসে।’

অন্যদিকে কংগ্রেসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির অবসানে সংবিধানে একটি পথেরই উল্লেখ আছে। অভিশংসন ব্যতীত অন্য কোনো পথ না থাকায় রাজ্যসভার সদস্যরা দুঃখভারাক্রান্ত হৃদয়ে এ পদক্ষেপ নিয়েছি।’

প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে অসদাচরণের পাঁচটি অভিযোগ এনেছে বিরোধী দলগুলো। গত জানুয়ারি মাসেই এই অভিযোগগুলো উঠেছিল। তখন চারজন বিচারক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে প্রকাশ্যে প্রধান বিচারপতির সমালোচনা করেছিলেন।

গতকাল প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ জানিয়েছেন, বিচারক বিএইচ লোয়ার মৃত্যুর ঘটনার কোনো তদন্ত করা হবে না। বিজেপি সভাপতি অমিত শাহর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বিচারক ছিলেন বিএইচ লোয়া। ২০১৪ সালে হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, বিএইচ লোয়ার মৃত্যুর তদন্ত না করার রায় দেওয়ায় প্রধান বিচারপতিকে অভিশংসনের আরজি জানিয়েছে বিরোধী দলগুলো। তবে কংগ্রেস এ কথা অস্বীকার করেছে। যদিও সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে অসন্তুষ্টি জানিয়েছে দলটি। একে ‘ভারতের ইতিহাসের দুর্দশার দিন’ বলে অভিহিত করেছে কংগ্রেস।

প্রধান বিচারপতিকে অভিশংসনের এই আরজি পাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি পরামর্শ চেয়েছেন।

তবে অভিশংসনের নোটিশে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্বাক্ষর নেই। কংগ্রেস নেতা কপিল সিবাল জানিয়েছেন, ইচ্ছে করেই মনমোহন সিংকে এর মধ্যে রাখা হয়নি। তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেই এ কাজ করা হয়েছে।

ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল সোলি সোরবজি বলেছেন, শুধু সুনির্দিষ্ট অসদাচরণের অভিযোগেই অভিশংসনের নোটিশ দেওয়া যায়। সে ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ দাখিল করতে হবে।

তিনি বলেন, ‘ভুল রায় দিয়েছেন- এটি মনে করে কোনো প্রধান বিচারপতিকে অভিশংসনের জন্য নোটিশ দেওয়া যায় না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুকেশ আম্বানির পুত্রবধূর জন্য ৪০ কোটি টাকার শাড়ি!

৪০ কোটি টাকা মূল্যের একটি শাড়ি তৈরি হচ্ছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ভাবী পুত্রবধূ শ্লোকের জন্য। ৩৬ জন পোশাকশিল্পী মিলে নাকি এক বছর ধরে বানিয়ে চলেছেন দুর্মূল্য শাড়িটি। কাঞ্জিভরম গোত্রের শাড়িটি বোনা হচ্ছে চেন্নাইয়ে। খাঁটি সোনার জরি ও নবরত্ন দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে নকশা। আঁচল জুড়ে রাজা রবি বর্মার আঁকা ছবিকে বোনা হচ্ছে। শাড়িটির ওজন হবে ৮ কেজি।

শাড়ির মতো বিশেষত্ব আছে ব্লাউজেও। সেখানেও শাড়ির মতোই সোনার জড়ি আর নবরত্ন দিয়ে ঘন নকশা। চলতি হাওয়ার ব্যাকলেস বা লটকন নয়। পিঠে থাকছে অভিনব নকশা। সেখানে আগে আগে ঘোড়ায় চেপে যাচ্ছে বর। পেছনে বেহারাদের কাঁধে পাল্কিতে নববধূ। সোনার জড়ি‚ নবরত্নর পাশপাশি নকশায় থাকছে হীরা।

মুকেশ ও নীতার বড় ছেলে আকাশের বয়্স ২৫ বছর। তিনি রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিটেল-এর বোর্ড অফ ডিরেক্টরস-দের মধ্যে একজন। বিশ্বের ধনকুবের শিল্পপতিদের মধ্যে অন্যতম। মুম্বাইয়ের ধীরুভাই ইন্টারন্যাশনাল স্কুলে সহপাঠী ছিলেন আকাশ ও শ্লোক। দুজনেই বহু বছরের ঘনিষ্ঠ বন্ধু।

পরবর্তীকালে প্রিন্সটন ইউনিভর্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রী শ্লোক বর্তমানে পারিবারিক সংস্থা ‘রোজি ব্লু ডায়ামন্ডস’-এর ডিরেক্টর। পাশাপাশি বিভিন্ন এনজিও-র সঙ্গে যুক্ত। মুকেশ ঘরনি নীতা জানিয়েছেন‚ শ্লোকের বয়্স যখন ৪ বছর‚ তখন থেকে তিনি ওকে চেনেন। তাদের হৃদয়ে আগেই এসেছেন শ্লোক। এখন বাড়িতে আসার অপেক্ষা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ৮ বছরের শিশু শ্লীলতাহানীর শিকার, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় ৮ বছরের এক শিশু শ্লীলতাহানীর শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানী পলাতক রয়েছে। শিশুটির মা বাদী হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির মা ও স্থানীয় এলাকাবাসীরা জানান, শুক্রবার সকালে শিশুটি বাড়ির পাশে জাহাঙ্গীরের মুদি দোকানে খাবার কিনতে গেলে জাহাঙ্গীর তাকে ফুসলিয়ে দোকানের ভিতরে নিয়ে গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার করলে দোকানী তাকে ছেড়ে দিলে বাড়িতে ফিরে শিশুটি তার মাকে সব ঘটনা জানায়। এরপর শিশুটির মা কলারোয়া থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মুদি দোকানী জাহাঙ্গীর একই এলাকার মাসুদুর রহমানের ছেলে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। মামলা নং-৩৪ (২০/০৪/১৮)। নিপীড়নকারী জাহাঙ্গীরকে গ্রেফতার করার জন্য অভিযান শুরু করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest