সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালনতালায় সেতু আবুলসহ ৩ জন আটকসাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপগ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুলস্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামী সংগীত পরিবেশন : পুলিশ সদস্য মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

একাদশে ভর্তি শুরু ১৩ মে, ক্লাস ১ জুলাই

দেশের সব সরকারি-বেসরকারি কলেজে আগামী ১৩ মে থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। আজ সোমবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালায় বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। অনলাইনের (www.xiclassadmission.gov.bd) পাশাপাশি টেলিটক মোবাইল থেকে এসএমএস করে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে।

আগামী ১৩ থেকে ২৪ মে পর্যন্ত অনলাইন ও টেলিটক মোবাইল থেকে এসএমএস করে আবেদন করা যাবে। ২৫ থেকে ২৭ মের মধ্যে শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে। পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ৫ থেকে ৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ১০ জুন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ২৭ থেকে ৩০ জুন শিক্ষার্থী ভর্তি শেষে আগামী ১ জুলাই ক্লাস শুরু হবে।

নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে ১৫০ টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা যাবে। প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিয়ে সর্বোচ্চ ১০টি কলেজে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চতুর্থবার রাশিয়ার প্রেসিডেন্ট হলেন পুতিন

চতুর্থবারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন। সোমবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে প্রেসিডেন্ট পদে শপথ পাঠ নেন তিনি। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন শাসক জোসেফ স্তালিনের পর পুতিনই দীর্ঘদিন ক্ষমতায় রয়েছেন রাশিয়ায়। এবারের মেয়াদ পূর্ণ হলে ২৪ বছর সুপ্রিম পদে আসীন থাকবেন তিনি।

২০০০ সালে প্রেসিডেন্ট বরিস ইয়েলেতসিন পদত্যাগ করলে কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসাবে স্থলাভিষিক্ত হন পুতিন। ২০০৪ সালে ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে পুর্নিবাচিত হন তিনি। ফের ক্ষমতা আসেন ২০১২ সালে।

শপথ অনুষ্ঠানে তাকে সমর্থন করার জন্য রাশিয়ার নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলেন, আমার কাঁধে যে প্রকাণ্ড দায়িত্ব, তা আমি জানি। আমি বিশ্বাস করি জীবনের শেষ বিন্দু অবধি রাশিয়ার জন্য কাজ করে যাব। এদিন পুতিনের শপথ নেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান বেশ কিছু নাগরিক।

অভিযোগ উঠে, বিক্ষোভ দেখানোয় ১০০ বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুতিনের পুলিশ। রাশিয়ার নির্বাচনে প্রভাব খাটিয়ে ক্ষমতায় এসেছেন এমনও অভিযোগ উঠেছে পুতিনের বিরুদ্ধে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়েমেনের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা, নিহত ৬

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রেসিডেন্ট কার্যালয় লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। এতে অন্তত ছয় জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও ৩০ জন।

রবিবার হুতিদের ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পরই সৌদি জোট এ হামলা শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সানায় বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে সৌদি জোট। বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা পরপর দুটি বিস্ফোরণের ঘটনা শুনেছেন। ওই এলাকায় একটি হোটেল, একটি ব্যাংক এবং বেশ কয়েকটি দোকান রয়েছে। তারা আরও জানায়, ভবনটি হুতি বিদ্রোহীদের প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আহমেদ দেশাইর নামের এক ব্যক্তি জানায়, আমরা ওই ভবনের পাশেই কাজ করছিলাম। কিন্তু হঠাৎ করে বিস্ফোরণের শব্দ শুনতে পাই।

জানা গেছে, ধ্বংসস্তুপের নিচে অনেকেই আটকে আছেন। তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। ২০১৫ সালে সৌদি নিয়ন্ত্রিত জোট ইয়েমেনে হামলা শুরু করে। সৌদি নিয়ন্ত্রিত সরকারকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে তিনি সৌদি জোট এ হামলা শুরু করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাত-পা নেই, কুনুই দিয়ে লিখে আসিফের জিপিএ-৫

হাত নেই, পা-ও নেই; তারপরও কুনুই দিয়ে লিখে চলতি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আসিফ করিম আলিফ।

হুইলচেয়ারে বসে দুই হাতের কুনুই দিয়ে লিখে এ সাফল্য এনেছে সে। কম্পিউটারে অভিজ্ঞ আসিফ ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু জানান, আসিফ করিম আলিফ শহরের মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

তিনি জানান, মেধা তালিকায় বৃত্তিও পেয়েছে। পিএসসিতে সাফল্য পাওয়া ছেলেটি এই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিও হয় মেধা তালিকায়। আমরা তার বিষয়ে কোনো অতিরিক্ত কিছুই করিনি। কারণ সে নিজে থেকেই অনেক মেধাবী।

বিজ্ঞান বিভাগের ছাত্র সে। তার কাছে বিজ্ঞানভিত্তিক, কম্পিউটারবিষয়ক খুব সহজে উত্তর পাওয়া যায়। স্কুলের পরিবেশে সে খুব দ্রুত মানিয়ে যায়। তার ক্লাশের অন্যান্য শিক্ষার্থীরাও তাকে খুব সহজে গ্রহণ করে।

এছাড়া তাকে সব কাজেই ব্যাপক সহযোগিতা করে তার সহপাঠীরা। শুধু শিক্ষার্থীরা নয়; স্কুলের শিক্ষকরাও তাকে সহযোগিতা করেছে। সে প্রতিদিন স্কুলে হুইলচেয়ারে করে আসত।

পরীক্ষার ফলাফলের দিনেও আলিফ হুইল চেয়ারে আসে। তার হাতের কুনুই পর্যন্ত এবং পায়ের উরুর উপরিভাগ রয়েছে। কিন্তু তাকে কেউ কখনোই অবহেলা করেনি। সে নিজ মেধায় এগিয়ে যাচ্ছে। সে একদিন সবাইকে ছেড়ে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।

খোঁজ নিয়ে জানা যায়, বগুড়া শহরের মালতিনগর পাইকাড়পাড়ায় নানা-নানি ও মামাদের কাছে বেড়ে ওঠে আসিফ করিম আলিফ।

তার বাবা-মা ঢাকায় চাকরি করেন। সে প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা করে পড়েছে। তার নানা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শহীদুর রহমান তাকে স্কুলে ও প্রাইভেট পড়ানোর বিষয়ে সহযোগিতা করেন। তার খাবার, গোসল এবং অন্যান্য কাজে নানি ও মামারা সহযোগিতা করেন।

আলিফ জানায়, সে কুনুই দিয়ে লিখতে পারে। লিখতে তার কোনো সমস্যা হয় না। বাবা-মা ঢাকায় চাকরি করেন। নানার কাছে থেকে সে লেখাপড়া করে। নানা-নানি এবং মামারা তাকে সহযোগিতা করেন। স্কুলের প্রতিটি বন্ধু তার খোঁজখবর নেয়। তার কাজে সহযোগিতা করে। সে স্বাভাবিক খাবার খেতে পারে।

সে আরও জানায়, তার সবকিছু স্বাভাবিক থাকলেও তার কেবল দুই হাত ও পা নেই। তাতে কোনো কষ্টও নেই তার। হাত-পা না থাকলেও তার মামার সঙ্গে ক্রিকেট খেলে সে। তার ইচ্ছে সে একদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গেইলের সঙ্গে মনের মতো একটি রাত কাটিয়েছি

ক্রিস্টোফার হেনরি ‘ক্রিস’ গেইল জ্যামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ও মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত। প্রায়শঃই তিনি ছক্কা হাঁকিয়ে থাকেন। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেতৃত্ব দিয়েছেন ক্রিস গেইল।

অপরদিকে সালমান খানের হাত ধরে বলিউডের অভিষেক হওয়া স্নেহা উল্লাহ। যিনি ব্যাপক আলোচিত হন ঐশ্বরিয়া রায়ের সঙ্গে চেহারার মিল থাকায়।

দীর্ঘদিন ধরে লাইমলাইটে নেই এই অভিনেত্রী। তবে হঠাৎ করেই বেশ হইচই ফেলে দিয়েছেন তিনি। আর এর পেছনে শুধু গেইলের সাথেই নয় আছেন ডোয়াইন ব্রাভোও।

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্টইন্ডিজ মাঠে নামার একদিন আগে নাকি ক্যারিবীয়ান ক্রিকেটারদের সঙ্গে পার্টিতে অংশ নেন স্নেহা। এতদিন পর অবশেষে তা নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী।

২৮ বছর বছর বয়সী স্নেহা ভারতীয় একটি পত্রিকাকে জানান, ক্রিস গেইলের সঙ্গে নেচেছেন, জমিয়ে আড্ডাও দিয়েছেন।

তার ভাষায়, ‘ক্রিস গেইল অত্যন্ত শান্ত, হোটেলে তার সঙ্গে মনে রাখার মতো একটি রাত কাটিয়েছি, অনেক মজাও হয়েছে। তাকে দেখুন! খুব শান্ত মানুষ।’

সেদিনের আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য ভেগা এন্টারটেইনমেন্টকে ধন্যবাদও জানান এ অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমার ভক্তরা মনে করেন, আমি গেইলের জন্য সৌভাগ্যের প্রতীক। আমরা একটি প্রাইভেট পার্টিতে ছিলাম। সে আমার কাছে আসলো এবং আমরা কথা বলা শুরু করলাম। আমরা ফোন নাম্বার বিনিময় করালম এবং পরবর্তীতে যোগাযোগ রাখলাম। সে আমাকে ‘হিউম্যান ডল’ বলে সম্বোধন করে।’

গেইলের সাথে নেচেছেন স্নেহা। গেইলের নাচ, গানেরও প্রশংসা করেন স্নেহা।

২০০৫ সালে বলিউডের ভাইজানখ্যাত সালমান খানের সঙ্গে ‘লাকি’ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তার। এখন আঞ্চলিক ছবিতেই বেশি কাজ করেন স্নেহা। এরই মধ্য মুক্ত পেয়েছে তেলেন্ড ছবি ভারুদু, দ্যা ব্লকবাস্টার সিমহা ও অ্যাকশন থ্রিডি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাঝ আকাশে মুখোমুখি রুশ-মার্কিন যুদ্ধবিমান

ফের মাঝ আকাশে যুদ্ধের পরিস্থিতি! মাঝ আকাশে মুখোমুখি রাশিয়া এবং মার্কিন যুদ্ধবিমান। জানা গেছে, রাশিয়ার যুদ্ধবিমানগুলো বাল্টিক সাগরের উপর একটি মার্কিন বিমানকে তাড়া করে। আর সেই তাড়া খেয়ে বিমানটিকে উড়ে যেতে বাধ্য হয়। সেই সময় রাশিয়ান যুদ্ধবিমান মার্কিন ওই যুদ্ধবিমানের একাধিকবার পথ আটকানোর চেষ্টা করে বলেও অভিযোগ।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে, রাশিয়ার সুখোই-২৭ বোমারু-বিমান মার্কিন নৌবাহিনীর একটি পি-এইট গোয়েন্দা বিমানের ওপর অন্তত ১০ মিনিট ধরে নজরদারি চালিয়েছে। এক পর্যায়ে রাশিয়ার ওই যুদ্ধবিমান মার্কিন বিমানটির প্রায় ২০ ফুটের মধ্যে চলে আসে বলেও চাঞ্চল্যকর অভিযোগ।

মার্কিন ওই কর্মকর্তা আরও জানিয়েছে, একই রকমের একটি ঘটনা গত জানুয়ারি মাসেও ঘটেছিল। সে সময় রুশ-বিমান মার্কিন একটি সামরিক জেটকে কৃষ্ণ সাগরের উপরে তাড়া করেছিল।

রিপোর্টে বলা হয়েছে, রুশ বিমান বাহিনীর মাধ্যমে প্রায়ই মার্কিন যুদ্ধ জাহাজ এবং যুদ্ধবিমানের ওপর নজরদারির ঘটনা ঘটছে। এই আচরণকে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন বলে দাবি করেছেন রুশ কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারা দেশে বজ্রপাতে মোয়াজ্জিনসহ নিহত ১১

সারা দেশে বজ্রপাতে এক মসজিদের মোয়াজ্জিনসহ ১১জন নিহত হয়েছেন। এছাড়া এসব ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনা রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে সফরের দ্বিতীয় ও শেষ চারদিনের প্রস্তুতি ম্যাচে নর্দাম্পটনশায়ারকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী পাকিস্তান।

প্রথম ইনিংসে নর্দাম্পটনশায়ারের ২৫৯ রানের জবাবে আসাদ শফিকের অপরাজিত ১৮৬ রানের সুবাদে ৪২৮ রান সংগ্রহ করে পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ১৬৯ রানের লিড পায় পাকিস্তান।

প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৪০ রান তুলেছিলো নর্দাম্পটনশায়ার। শেষ পর্যন্ত ৩০১ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১১৮ রান করেন অধিনায়ক রব নিউটন। বল হাতে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ও শাহদাব খান ৪টি এবং রাহাত আলী ২ উইকেট নেন।

জয়ের জন্য ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান। আজহার আলী ১০ রান করে ফিরলেও, ইমাম-উল-হক ৫৯ ও হারিস সোহেল ৫৫ রানে অপরাজিত থাকেন।

যুক্তরাজ্য সফরে কেন্টের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ ড্র করেছিলো পাকিস্তান। দু’টি ম্যাচ শেষে আগামী ১১ মে থেকে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলতে নামবে পাকিস্তান। এ ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হবে আয়ারল্যান্ডের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest