সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

আগামী ৬-৭ দিন বৃষ্টি ও কালবৈশাখী অব্যাহত থাকবে

আজ মঙ্গলবার সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক দুপুরে বাসসকে জানান, আগামী ছয়-সাতদিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই সাথে দেশের অনেক অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যাবে।

আবহাওয়াবিদ জানান, ঝড় ও বৃষ্টির সাথে বিজলী চমকানোসহ বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে আজ দুপুরের পর পর্যন্ত বৃষ্টিপাতের সাময়িক বিরতি থাকলেও আজ বিকেল বা সন্ধ্যা থেকে আবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ছোট আকারের কালবৈশাখী ঝড় ও বিদ্যুৎ চমকানো থাকবে।

আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৪ মিনিটে।

ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৭৭ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩২ মিলিমিটার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃনং-খুলনা ৫৫০) মহান মে দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় টার্মিনালে গিয়ে এক আলোচনাসভায় মিলিত হয়। ইউনিয়নের সভাপতি মীর মনিরুজ্জামান মনির সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক,যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, অটো মোবাইল মালিক শ্রমিক ইউনিয়নের শহিদুল ইসলাম কালু। ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদের তত্ববধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন, কার্যকরি সদস্য হামিদুল ইসলাম। সভায় মৃত শ্রমিকদের পরিবারের আর্থিক অনুদান প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আর্ন্তজাতিক শ্রমিক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় আর্ন্তজাতিক শ্রমিক দিবসে উপজেলা শ্রমিকলীগের আয়োজনে একটি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পারুলিয়া বাসস্টান্ড থেকে উপজেলা শ্রমিকলীগের আয়োজনে র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন করে সখিপুর মোড়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা সখিপুর আলিম মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আরমান হোসেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শ্রমিকদের কল্যানে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ডের আলোকপাত করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের (রেজিঃনং খুলনা ২২১৭) পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে শহরের পাকাপুল মোড় থেকে র‌্যালি বের হয়ে শহর ঘুরে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতি জুম্মান সরদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক মোহাম্মাদ আলী সুজন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক রেজাউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল সাদেক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক বাবুল আক্তার, সদস্য আব্দুল হামিদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নোবেল পুরস্কার পেতে পারেন ট্রাম্প: মুন

কোরীয় উপদ্বীপে শান্তি আনার প্রচেষ্টার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পেতে পারেন বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসার পর থেকেই মুন নোবেল পাবেন—এ ধরনের একটি আলোচনা চলছে। দুই কোরিয়ার নেতাদের মধ্যে এটি ছিল তৃতীয় বৈঠক। এর আগে উনের বাবা কিম জং ইলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দায়ে জং এবং রোহ মু হিউন যথাক্রমে ২০০০ ও ২০০৭ সালে বৈঠক করেন। ২০০০ সালে উত্তর কোরিয়ার সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করার জন্য নোবেল শান্তি পুরস্কার পান কিম দায়ে জং। তাঁর বিধবা স্ত্রী গতকাল সোমবার উনের সঙ্গে বৈঠকের জন্য অভিনন্দন জানিয়ে মুনকে লেখা এক বার্তায় আশা প্রকাশ করেন, দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টও নোবেল পুরস্কার পাবেন। আগামী অক্টোবরে এ পুরস্কার ঘোষণা করা হবে।

এই প্রত্যাশার জবাবে মুন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এ পুরস্কার পেতে পারেন। আর আমরা যা চাই তা হলো শান্তি।’

ট্রাম্প অবশ্য গত বছর প্রায় পুরোটাই পার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বাগযুদ্ধ চালিয়ে। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে সে সময়। যুদ্ধের আশঙ্কাও করেছিলেন কেউ কেউ। তবে এ বছরের গোড়া থেকেই পরিস্থিতি পাল্টে যায়। পরিবর্তিত পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন তাঁর একসময়ের ‘বেঁটে’ ও ‘রকেটম্যান’ উনের সঙ্গে। এ বৈঠকের প্রস্তাব অবশ্য এসেছে ট্রাম্পকে ‘বুড়ো ভাম’ বলা উনের পক্ষ থেকেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে ইলিশ ধরা

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (১ মে) ভোরে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ইলিশ বিচরণের পাঁচটি অভয়াশ্রমে মাছ ধরা শুরু হয়েছে।

ভোরে চাঁদপুর উত্তরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত দীর্ঘ এক’শ কিলোমিটার নদীতে ব্যাপক উৎসবমূখর পরিবেশে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। এ সময় জাল নৌকা নিয়ে জেলেদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

এদিকে, ইলিশ ধরা শুরু হলেও সাথে অন্যান্য মাছও পাচ্ছেন জেলেরা। তাদের প্রত্যাশা সামনের দিনগুলোতে আরো বেশি মাছ ধরা পড়বে। অন্যদিকে, নদীপাড়ে মাছের আড়তগুলোও জমতে শুরু করেছে। দুই মাস পর মাছ ধরা শুরু হওয়ায় আড়তদাররা বেশ খুশি।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ২২ দিন এবং জাটকা সংরক্ষণে আরো দুই মাস অর্থাৎ মার্চ-এপ্রিল অভয়াশ্রমগুলোতে সবধরনের মাছ ধরা বন্ধ রেখেছিল সরকার। এ সময় ইলিশ ও জাটকা পরিবহন, বিপণন, মজুদও নিষিদ্ধ ছিল। তবে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফের নদীতে মাছ শিকারে ব্যস্ত হয়ে উঠবে এই পদ্মা-মেঘনাপাড়ের অর্ধ লক্ষাধিক জেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌরভ গাঙ্গুলী একদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন: শেবাগ

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী একদিন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির আরেক সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। সৌরভের নেতৃত্ব প্রদানের ক্ষমতা প্রসঙ্গেই সৌরভ সম্পর্কে এই অভিমন দেন তিনি।

তবে কেবলমাত্র মুখ্যমন্ত্রী হিসাবেই নয়, সৌরভকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি পদে বসতে পারেন বলেও ভবিষ্যদ্বাণী করেছেন শেবাগ। যদিও বর্তমানে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি) সভাপতি পদে আসীন রয়েছেন সৌরভ।

সোমবার দিল্লিতে সৌরভ গাঙ্গুলীর অটোবায়োগ্রাফি ‘এ সেন্টার ইজ নট এনাফ’এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন উপলক্ষ্যে সৌরভের সাথেই উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের দুই সদস্য-শেবাগ ও যুবরাজ সিং। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেবাগ জানান, ‘আমি শতভাগ নিশ্চিত যে দাদা (সৌরভ) একদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে। কিন্তু তারও আগে ও একদিন বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ারে বসবে’।

ক্রিকেটার জীবনে অধিনায়ক সৌরভের অত্যন্ত আস্থাভজন ছিলেন শেবাগ। পরবর্তী সময়ে শেবাগ একাধিকবার প্রকাশ্যে স্বীকার করেছেন যে তার ক্রিকেট ক্যারিয়ারে দাদা’র (সৌরভ) অনেক অবদান রয়েছে।

গত লোকসভা ভোটেই সৌরভের বিজেপিতে যোগদানের জল্পনা ছড়িয়েছিল। শোনা গিয়েছিল তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার প্রার্থীও হতে পারেন। তবে সৌরভ বরাবরই নিজেকে রাজনীতি থেকে দূরে সরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেস্ট র‌্যাংকিংয়ের আটে বাংলাদেশ

প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের আটে উঠেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে টপকে এক ধাপ এগিয়ে নয় নম্বর থেকে আটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

গত কিছুদিনে কোনও টেস্ট সিরিজ খেলেনি বাংলাদেশ, এরপরও র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। আর এটা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক হালনাগাদে। ২০১৪-১৫ মৌসুমের সিরিজ ছেঁটে ফেলে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের ৫০ শতাংশ পারফরম্যান্স আমলে নেওয়া হয়েছে প্রকাশিত নতুন এই র‌্যাংকিংয়ে।

তাতেই বাংলাদেশের লাভটা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে টপকে প্রথমবারের মতো আট নম্বরে উঠে গেছে টাইগাররা। নতুন র‌্যাংকিংয়ে বাংলাদেশের নামের পাশে যোগ হয়েছে ৪ পয়েন্ট, তাতে সব মিলিয়ে পয়েন্ট দাঁড়িয়েছে ৭৫। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ৫ পয়েন্ট হারানোয় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৭।

বাংলাদেশের উপরে এখন পাকিস্তান। টেস্টের সাম্প্রতিক সময়টা ভালো না যাওয়ায় তাদের কাটা গেছে ২ পয়েন্ট (৮৬)। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ব্যবধান ১১ পয়েন্টের।

শীর্ষস্থান ধরে রাখা ভারত পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে তারা এগিয়ে এখন ১৩ পয়েন্টে। নতুন র‌্যাংকিংয়ে ভারতের নামের পাশে যোগ হয়েছে ৪ পয়েন্ট (১২৫), আর দক্ষিণ আফ্রিকা খুঁইয়েছে ৫ পয়েন্ট (১১২)।

তৃতীয় স্থানে উঠেছে অস্ট্রেলিয়া। বার্ষিক হালনাগাদে ৪ পয়েন্ট যোগ হওয়ায় ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ১০৬। তাদের নিচেই থাকা নিউজিল্যান্ডের (১০২) কোনও পয়েন্ট যোগ বা বিয়োগ হয়নি। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের যোগ হয়েছে ১ পয়েন্ট (৯৮)। আর ১ পয়েন্ট হারানো শ্রীলঙ্কা (৯৪) রয়েছে ষষ্ঠ স্থানে। আইসিসি ওয়েবসাইট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest