সর্বশেষ সংবাদ-

৭০০ বছরের বটবৃক্ষকে বাঁচাতে চলছে স্যালাইন!

বয়স ৭০০ বছর গড়িয়ে গেছে। ইতিহাসের গড়েছে, ইতিহাস ভেঙেছে তার সামনেই। যুগের পর যুগ ধরে একাধিক ঘটনা প্রবহমান সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বট বৃক্ষটি। তিন একর জায়গা জুড়ে রয়েছে তার বিস্তৃতী। খ্যাতি আজও অমলিন।

সেই বৃদ্ধ প্রাচীণ বটবৃক্ষের দর্শনে এখনও দূরদূরান্তের পর্যটকরা হাজির হন দক্ষিণ ভারতের একটি রাজ্য তেলঙ্গানার মেহবুবনগরে। কিন্তু বয়সের ভারে ক্রমশ জীর্ণ হয়ে যাচ্ছে সেই বট বৃক্ষের শিকড়। রোগ ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে। তবে প্রাচীন এই বট বৃক্ষকে কোনওভাবেই ছাড়তে নারাজ মেহবুবনগর।

তাই রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে বটবৃক্ষের চিকিৎসা শুরু হয়ে গেছে। তাবড় চিকিৎসকরা পরীক্ষা করে গেছেন। শিকড়ে নতুন করে প্রাণ সঞ্চারে চলছে চিকিৎসা। স্যালাইনের বোতলে কীটনাশক ভরে ধীরে ধীরে শিকড়ে প্রবেশ করানো হচ্ছে।

মেহবুব নগরের জেলা শাসক রোনাল্ড রস নিজে তদারকি করছেন চিকিৎসার। তেলঙ্গানার বনদপ্তরের এক কর্মকর্তা গত বুধবার সরজমিনে ঘুরে দেখে গিয়েছেন বটবৃক্ষের চিকিৎসা। প্রতিদিনই চলছে খোঁজ খবর নেওয়া সেই বট বৃক্ষের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেঞ্চুরি হাঁকালেন ক্রিস গেইল

আইপিএলের একাদশ আসরে সর্বপ্রথম সেঞ্চুরি এলো ক্রিস গেইলের ব্যাট থেকে। সানরাইজ হায়দরাবাদের বিপক্ষে ৫৮ বলে শতরান করেন গেইল।

তার ইনিংসে ছিল ১টি চার ও ১১টি ছয়ের মার। প্রীতি জিনটার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এটি গেইলের দ্বিতীয় ম্যাচ। গত ম্যাচে চেন্নাই সুপার কিংস’র বিপক্ষে অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি।

গেইলের ব্যাটিং সাইক্লোনে সানরাইজার্সের সামনে ১৯৪ রানের টার্গেট রাখল কিংস ইলেভেন পাঞ্জাব৷ শেষ পর্যন্ত ৬৩ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন গেইল৷ এছাড়া ২১ বলে ৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন করুণ নায়ার৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রনিকে কেন্দ্রীয় ছাত্রলীগ অব্যাহতি দিল

ছাত্রলীগ চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদনপত্র নিজের ফেসবুক ওয়ালে আপলোড করেন নুরুল আজম রনি।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লেখা আবেদনপত্রে তিনি লিখেছেন, ‘পিতা মুজিবুরের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক পদ থেকে আমি সজ্ঞানে অব্যাহতি নিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এমতাবস্থায় সংগঠনের জৌষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এবং এ সংক্রান্তে যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আবেদন করছি। প্রাণের ছাত্রলীগ ভালো থেকো। স্বকীয়তা নিয়ে লড়াই করার সৎ সাহস রেখো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

প্রসঙ্গত, গত ৩১ মার্চ চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ছাত্রদের পক্ষে আন্দোলনের এক পর্যায়ে অধ্যক্ষ জাহেদ চৌধুরীকে মারধরের ঘটনায় রনিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয় চকবাজার থানায়। এরপর এ ঘটনার রেশ না কাটতেই আজ বৃহস্পতিবার সকালে নগরের পাঁচলাইশ থানায় ২০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা করেন ইউনিএইড কোচিংয়ের পরিচালক মোহাম্মদ রাশেদ মিয়া।

https://www.facebook.com/DailyProthomAlo/videos/2007076002658809/

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইম ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় শেখ হাসিনা

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’এর করা এই তালিকা বৃহস্পতিবার প্রকাশিত হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এ তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন-এর নামও রয়েছে। বলিউড অভিনেত্রী দিপীকা পাড়ুকোনের নামও রয়েছে তালিকায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শেখ হাসিনার নাম অবশ্য নতুন নয়। ইতোপূর্বে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন, কাতারভিত্তিক আল জাজিরা, যুক্তরাজ্যভিত্তিক বিবিসি ওয়াল্ডে গুরুত্ব সহকারে তার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে।

বিভিন্ন সময়ে জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’, জাতিসংঘ ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’, ডব্লিউআইপি (ওম্যান ইন পার্লামেন্ট) গ্লোবাল অ্যাওয়ার্ড-এর মতো নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা তাঁতীলীগের সদস্যপদ নিয়ে অয়নের বিবৃতি

সাতক্ষীরা জেলা তাঁতীলীগের নবগঠিত আহবায়ক কমিটির সাথে কোন সম্পর্ক নেই দাবি করে বিবৃতি প্রদান করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহছান হাবিব অয়ন। বিবৃতি তিনি বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। বর্তমানে একটি ঘটনাকে কেন্দ্র সাতক্ষীরার বাইরে থাকার সুযোগ একটি মহল আমার সাথে কোন প্রকার যোগাযোগ বা অনুমতি না উক্ত কমিটিতে আমার নাম অন্তর্ভূক্ত করেছে। আমর সাথে তাঁতীলীগের কোন সম্পর্ক ছিলো না। বর্তমানেও নেই। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে প্রতিবন্ধী স্কুলের অর্ধকোটি টাকা বাণিজ্যের তদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নলতায় ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এম.জে.এফ নামের বিশেষ প্রতিবন্ধী স্কুল। এম.জে.এফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম স্কুলটি পরিচালনা করে আসছেন। পরবর্তিতে স্কুলটি ভাড়াশিমলায় প্রধান সড়কের পাশে স্থানান্তরিত করা হয়। বর্তমানে প্রতিবন্ধী স্কুলটি নানা দুর্নীতিতে জর্জরিত। এসব দুর্নীতির উপর ভিত্তি করে গতকাল বৃহঃবার দুপুরে স্কুল প্রাঙ্গনে স্কুলের সভাপতি কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈন উদ্দীন হাসানের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে উক্ত সভায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও এমজেএফ ফাউন্ডেশনের পরিচালক আজহারুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের আলোচনা হয়। প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ আজহারুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রায় অর্ধকোটি টাকা লুটপাট, স্কুলের পরিবর্তে প্রতারণা করে নিজের এনজিও’র নামে জমি কেনা, শিক্ষিকাদের সাথে অশ্লীল আচরণ ও অনৈতিক প্রস্তাব প্রদান, শিক্ষক-কর্মচারী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে অসদাচরণের প্রতিকার দাবি করেন এবং ওই দুর্নীতিবাজের কবল থেকে স্কুলটি রক্ষার দাবি করে লিখিত আবেদন জানান। প্রতিষ্ঠান সরকারিকরণের নাম করে স্কুলের শিক্ষক-কর্মচারীদের নিকট থেকে জনপ্রতি ৩ লক্ষ টাকা নিয়ে আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিস্তারিত বর্ণনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জালালুর রহমান, সহকারী শিক্ষক আশিক ইকবাল, হাবিবুল্যাহ বাশার ও অজিফা পারভীন। তারা দীর্ঘদিন বিনাবেতনে শিক্ষাদান ও পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনের বর্ণনা দিয়ে বলেন, স্কুলের ১৫ জন শিক্ষকের প্রত্যেকের নিকট থেকে নগদ প্রায় ৩ লক্ষ টাকা এবং সাক্ষরযুক্ত ফাকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও ব্যাংক চেক গ্রহণ, বিদ্যালয়ের নামে জমি না কিনে নিজের এনজিও’র নামে জমি ক্রয়, বিদ্যালয়ের ভবন শিক্ষার্থীদের কাজে ব্যবহার না করে পানির ব্যবসা ও পোল্ট্রি ফার্মের কাজে ব্যবহারসহ প্রতিষ্ঠার পর থেকে দাতাদের নিকট থেকে প্রাপ্য অর্থ বিদ্যালয় কিংবা প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় না করে আজহারুল ইসলাম আত্মসাৎ করেছেন। এসব বিষয়ে জানতে চাইলে শিক্ষক-কর্মচারীদের সাথে স্বৈরতান্ত্রিক আচরণ করার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠানোর হুমকি দেন তিনি। এসময় সকল অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠিত বিদ্যালয়টি রক্ষার দাবি জানিয়ে বক্তব্য রাখেন দাতা সদস্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসক ডা. এসএম আব্দুল ওহাব, প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মথুরেশপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল, নলতা সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, হাফিজুর রহমান, তরিকুল ইসলাম লাভলু, প্রতিবন্ধী স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। সাংবাদিক সুকুমার দাশ বাচ্চ’ুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আশেক মেহেদী, দন্ত চিকিৎসক বাবুল আক্তার, উপজেলা যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সকল অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অডিট করে রিপোর্ট প্রদানের জন্য উপজেলা সমাজসেবা অফিসারকে প্রধান করে দু’সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে এবং উক্ত কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য সময় দেয়া হবে বলে নিশ্চিত করে স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, এনজিও’র কোনো স্থান বিদ্যালয়ের মধ্যে থাকতে পারে না। প্রতিবন্ধীদের কল্যাণের জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি সুষ্ঠুভাবে পরিচালিত হবে। প্রতিবন্ধী বিদ্যালয়টি সরকারিকরণের প্রক্রিয়া চলছে। ফাউন্ডেশনের পরিচালক আজহারুল ইসলাম এই বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করে থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ভাবেই ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।
এদিকে অভিযুক্ত এম.জে.এফ এর পরিচালক আজহারুল ইসলামের নিকট এ বিষয় জানতে চাইলে তিনি এবিষয় সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি হননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার রাতের আধারে হ্যাজবোল্ড ভেঙে জেলা পরিষদের অফিস কক্ষে মাহাবুব!

নিজস্ব প্রতিবেদক : নৈশপ্রহরী দিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের নিজ অফিস কক্ষের দরজার হ্যাজবোল্ড ভাঙিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র সরানোর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবর রহমানের বিরুদ্ধে। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটলেও বৃহষ্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি পরিষদের কয়েকজন সদস্যের নজরে আসলে নৈশ প্রহরী শেখ আল হেলাল বিষয়টি নিশ্চিত করেন।
সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু জানান, বৃহষ্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে তাদের অফিসের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবর রহমানের কক্ষের দরজা খোলা অবস্থায় দেখতে পেলেও হ্যাজবোল্ডটি ভাঙা অবস্থায় দেখতে পান সদস্য মনিরুল ইসলাম। তিনি বিষয়টি উপস্থিত কয়েকজন সদস্যকে অবহিত করলে তারা নৈশ প্রহরী শেখ আল হেলালকে খবর দেন। আল হেলাল জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর দেওয়া এক লিখিত স্বীকারোক্তিতে নৈশ প্রহরী শেখ আল হেলাল উল্লেখ করেন যে, বুধবার রাত ৯টার দিকে প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবর রহমানের নির্দেশে তার কক্ষে তালা লাগানো অবস্থায় হ্যাজবোল্ডটি ভাঙা হয়। বৃহষ্পতিবার পরিষদের কয়েকজন সদস্যের নজরে আসায় তার কাছে জানতে চাইলে তিনি ঘটনা সম্পর্কে তাদেরকে অবহিত করেন। স্বীকারোক্তির সময় মনিরুল ইসলাম, আল ফেরদৌস আলফা, মাহাফুজা সুলতানা রুবি, মতিয়ার রহমান ও তিনি উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহানাজ পারভিন মিলি জানান, অনিয়ম ওদুর্নীতির অভিযোগে জেলা পরিষদ প্রশাসক এসএম মাহাবুবর রহমানকে বিগত জেলা পরিষদ নির্বাচনের পরদিন স্থানীয়রা অফিসে এসে লাঞ্ছিত করে। সম্প্রতি তার বিরুদ্ধে আব্দুর রউফ কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জেলা পরিষদের টাকা খরচ করার অভিযোগে তদন্ত হয়। বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেমেছ দুদক। বদলী সংক্রান্ত হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে মাহাবুবর রহমান সুপ্রিম কোর্টে গেলে কোন সুবিধা করতে না পেরে পরিষদের কয়েকজন সদস্যের সুপারিশে তিনি আবারো বহাল থাকেন সাতক্ষীরা অফিসে। একপর্যায়ে গত ১২ এপ্রিল দুপুরে ২৯টি পুকুর ইজারা সংক্রান্ত টেণ্ডার ও বিকেল চারটায় মাসিক মিটিং আহবান করেন মাহাববুর রহমান। শ্যামনগরের নওয়াবেকী খেয়াঘাট ইজারার নামে ছয় লাখ টাকা নেওয়াসহ বিভিন্ন খেয়াঘাট ও পুকুর ইজারা দেওয়ার নাম করে বহু টাকা নিয়ে তিনি তার ব্যক্তিগত খরচ করেছেন বিষয়টি জানতে পেরে ১২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে সদস্যদের সঙ্গে মাহাবুবর রহমানের বচসা হয়। এ সময় তার উপর চড়াও হলে তিনি ক্ষমা চেয়ে এক সপ্তাহের মধ্যে চাকুরি থেকে অব্যাহতি নেওয়ার কথা ঘোষণা করেন। একপর্যায়ে বিকেল ৫টার দিকে মাহাবুবর রহমান জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তার ব্যক্তিগত সহকারী শাহীনা পারভিনের কাছে ইস্তফা পত্র জমা দিয়ে চলে যান। ওই ইস্তফা পত্রের অনুলিপি রোববার তাদের দেওয়ার কথা থাকলেও শনিবার রাত ৮টার দিকে শাহীনা পারভিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ইস্তফাপত্র ফিরিয়ে নিয়ে সেখানে ছুটির দরখাস্ত জমা দেওয়া হয়। এ ঘটনায় গত ১৭ এপ্রিল পরিষদে সাধারণ সভা আহবান করা হয়। সভায় মাহাবুবর রহমানকে বদলি, বিভিন্ন পুকুর ও ঘাটের ইজারা সংক্রান্ত তদন্ত, আশাশুনি উপজেলার ঘোলা-হিজলা-কল্যাণপুর খেয়াঘাট, হাজরাখালি-বিছট খেয়াঘাট ও মানিকখালি খেয়াঘাট ইজারা দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টে বিচারাধীন থাকা তিনটি রিট পিটিশনের নিষ্পতিকরণ, আব্দুর রউফ কমপ্লেক্সে নিয়ম বহির্ভূতভাবে জেলা পরিষদের টাকা না দেওয়াসহ মাহাবুবর রহমানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি আলোচনায় আসে। একইভাবে ইস্তফাপত্রটি তুলে নিয়ে দেয়া ১৫ দিনের ছুটির আবেদনপত্রটি মাসিক সভায় মঞ্জুর করা হয়নি। এসব খবর জানাজানি হওয়ার পর বুধবার দিনে অফিসে এসেও নিজের কক্ষে ঢোকেননি মাহাবুবর রহমান। এমন এক পরিস্থিতিতে বুধবার রাতে তালা না খুলে নৈশ প্রহরীকে ডেকে হ্যাজবোল্ড ভেঙে ঘরে ঢোকার বিষয়টি মাহাবুবর রহমানের নতুন অভিসন্ধি বলে মনে করা হচ্ছে।
তবে কয়েকজন সদস্য জানান, দুর্নীতি সংক্রান্ত কাগজপত্র সরিয়ে নিতে অফিসে এসে নৈশ প্রহরীকে দিয়ে দরজার লাগানো তালার হ্যাজবোল্ড ভাঙিয়েছেন শেখ আল হেলাল। এ ব্যাপারে এসএম মাহাবুবর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবু তাকে দরজায় লাগানো তালার হ্যাজবোল্ড ভাঙার বিষয়টি অবহিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরা জেলা কৃষকলীগের বঙ্গবন্ধুর মাজারে পুস্পঅর্ঘ্য অর্পণ

বাংলাদেশ কৃষকলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা কৃষকলীগের বঙ্গবন্ধুর মাজারে পুস্পঅর্ঘ্য অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় উপস্থিত হয়ে জাতির জনকের সমাধীতে পুস্পঅর্ঘ্য অর্পণ পূর্বক দোয়া ও মোনাজাত করে নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, এস এম রেজাউল ইসলাম ও হাসান মাসুদ পলাশ, সাংগঠনিক সম্পাদক এড. আল মাহমুদ পলাশ, দপ্তর সম্পাদক মোঃ আতিয়ার রহমান, অর্থ সম্পাদক ঘোষ প্রদ্যুৎ কুমার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোজাফফার হোসেন, কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ফজর আলী ও আমির হামজা, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক স.ম তাজমিনুর রহমান টুটুল ও রেজাউল ইসলাম, তালা উপজেলার সদস্য সচিব আমিনুজ্জামান, পৌর কৃষকলীগের আব্দুর রাজ্জাক ও সালাউদ্দিন লাভলু, কলারোয়া উপজেলার মোঃ খোরশেদ আলম ও আব্দুল মোমিন, খেশরা ইউনিয়ন আহবায়ক সালাউদ্দিন ইউসুফ, সরুলিয়া ইউনিয়ন সভাপতি মোঃ মতিয়ার রহমান ও কুমিরায় ইউনিয়ন আহবায়ক শাহাবাজ আহম্মেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest