সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

চুল পড়া কমায় থানকুনি পাতা!

থানকুনি আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। এর ল্যাটিন নাম centella aciatica। থানকুনি পাতা দেশের সর্বত্র পাওয়া যায়। চিকিৎসার অঙ্গনে থানকুনি পাতার অবদান অপরিসীম। প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহু রোগের উপশম হয় এর ভেষজ গুণ থেকে। খাদ্য উপায়ে এর সরাসরি গ্রহণ রোগ নিরাময়ে থানকুনি যথার্থ ভূমিকা রাখতে সক্ষম।

থানকুনি পাতা সকল ধরনের পেটের রোগের মহৌষধ। পাতা বেটে ভর্তা করে বা ঝোল করে খেলে বদহজম, ডায়রিয়া, আমাশয় ও পেটব্যথা সেরে যায়। আলসার, এগজিমা, হাঁপানি, চুলকানি ও অন্যান্য চর্মরোগ থেকে মুক্তি লাভে থানকুনি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

নানা সময়ে হওয়া বেশ কিছু স্টাডিতে দেখা গেছে সপ্তাহে ২-৩ বার থানকুনি পাতা খেলে স্কাল্পের অন্দরে পুষ্টির ঘাটতি দূর হয়। ফলে হেয়ার ফলের মাত্রা কমতে শুরু করে।

প্রসঙ্গত, চুল পড়ার হার কমাতে আরেকভাবেও থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন। পরিমাণ মতো থানকুনি পাতা নিয়ে তা থেঁতো করে নিতে হবে। তারপর তার সঙ্গে পরিমাণ মতো তুলসি পাতা এবং আমলা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সবশেষে পেস্টটা চুলে লাগিয়ে নিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে। ১০ মিনিট পরে ভাল করে ধুয়ে ফেলতে হবে চুলটা।

প্রসঙ্গত, সপ্তাহে কম করে ২ বার এইভাবে চুলের পরিচর্যা করলে চুল পড়া কমে যাবে।

আরও জেনে নিন থানকুনির ভর্তা কিভাবে করা যায়-

উপকরণ:

থানকুনি পাতা ৪০-৫০তি, রসুন একটি, কাচা মরিচ একটি, লবণ পরিমাণ মত।

প্রস্তুত প্রণালী:

থানকুনি পাতা কুচি কুচি করে কেটে মরিচ, রসুন, লবন মিশিয়ে বাটায় বেটে নিলেই ভর্তা প্রস্তুত হয়। থানকুনি পাতা শাক হিসেবে রান্না করে খাওয়া হয়। ভর্তা করে বা কাঁচা পাতা সালাদ হিসেবেও খাওয়া যায়। থানকুনিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাচারের হাত থেকে শিশু হৃদয়কে উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: পিরোজপুর থেকে পাচারের উদ্দেশ্য অপহরন করে আনা হৃদয় (৩ ) নামে এক শিশুকে উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শনিবার দুপুরে তাকে উদ্ধার করে বেনাপোল পোর্ট থানার এস আই। হৃদয় পিরোজপুর জেলার ঝাটকা গ্রামের শহীদের ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এস আই মনির হোসেন জানান, শিশুটিকে বেনাপোল বলফিল্ড এর পুর্ব পাশ থেকে উদ্ধার করা হয়। গত ২ মে শিশুটি তার নিজ গ্রাম থেকে অপহরন হয়। এ ব্যাপারে তার পিতা শহীদ পিরোজপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তবে শিশুটিকে উদ্ধার করলে ও কোন পাচারকারীকে আটক করা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাংস বাজারে নেয়ার পথে কুকুরভর্তি ট্রাক আটক!

ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল প্রায় ৬০টি কুকুর। কুকুরগুলোকে মাংস ব্যবসার কাজে লাগানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সন্দেহ হওয়া গাড়িটি আটক করেছে পুলিশ।

ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলার কোলাইবরের কাছেই একটি দুর্ঘটনার সম্মুখীন হয় ট্রাকটি। তখন দেখা যায় ট্রাকের মধ্যে রয়েছে প্রায় ৬০টি কুকুর।

রাজ্যজুড়ে পচা মাংস কাণ্ড ঘিরে চলছে জোর তল্লাশি। উঠে আসছে নতুন নতুন তথ্য। এই অবস্থায় আসামের ঘটনা রীতিমতো নড়েচড়ে বসেছে সবাই।

জানা যায়, একটি গাড়ির সঙ্গে মিনি ট্রাকটির সংঘর্ষ হয়। আহত ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে যায়। তারপরেই পুলিশ চমকে উঠে দেখে ট্রাকভর্তি ওই কুকুরগুলোকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসএসসির ফল প্রকাশ আজ

দেশের ১০ শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যানরা। এরপর শিক্ষামন্ত্রী বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলের বিস্তারিত তুলে ধরবেন। ২টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।

গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের লিখিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়। এবার সারাদেশে তিন হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষায় অংশ নেয়।
ফল জানার উপায় : মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2018।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একইভাবে এসএসসি ভোকেশনালের জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৬

পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের মারওয়াহ এলাকার একটি কয়লার খনিতে বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন অন্তত আরো ৯ জন। খনিতে অ্যামোনিয়া গ্যাসের কারণে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স’র।

দেশটির পক্ষ থেকে জাওয়াইদ সাহওয়ানি জানান, আহত ৯ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা নিহতদের মরদেহগুলো উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু মরদেহগুলো অনেক গভীরে হওয়ায় এর জন্য আরো সময় লাগবে।

সর্বশেষ ২০১১ সালে বেলুচিস্তানে গ্যাস বিস্ফোরণের আরেক ঘটনায় ৪০ জন মারা যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের জন্য ওআইসির সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি

মিয়ানমারের রাখাইন রাজ্যে বৈষম্য, নিপীড়ন এবং পরিকল্পিত নির্যাতনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা মুসলমানদের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে ওআইসির সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের (সিএফএম) সম্মানে দেওয়া ভোজসভায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা জনস্রোতের ভয়ানক চাপের মুখোমুখি। প্রতিবেশী মিয়ানমারে যা ঘটেছে সেটি কেবল আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিরই লঙ্ঘন নয় বরং এটি জাতিগত নিধনের জলন্ত দৃষ্টান্ত।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ, ওআইসির মহাসচিব ড. ইউসেফ এ আল-ওথাইমিন এবং সহকারী মহাসচিব এই রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন।

‘সংঘাত ও ইসলামফোবিয়ায় আমাদের বিশ্ব চ্যালেঞ্জের মুখে। যাতে মুসলমানরা ইসলাম ফোবিয়া অথবা জাতিগত নিধনের শিকার না হয় সে বিষয় ওআইসিকে একটি স্থিতিশীল বিশ্বের জন্য লক্ষ্য স্থির করা প্রয়োজন’ এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এক্ষেত্রে সংহতির পরিবর্তে ওআইসি সদস্যদের জোরালো ভূমিকা পালন করতে হবে।’

কয়েক দশক ধরে জাতিগত নিধনের বিবরণ তুলে ধরে আবদুল হামিদ বলেন, ১৯৮২ সালে নাগরিকত্ব আইনের অধীনে তাদের নাগরিকত্বের অধিকার হরণ করা হয়েছে। নাগরিক ও রাজনৈতিক জীবনে অংশগ্রহণ বঞ্চিত রোহিঙ্গাদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ হরণ করা হয়েছে। তারা তাদের নিজ দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতির অধিকার থেকে বঞ্চিত।

আবদুল হামিদ বলেন, ‘রাষ্ট্র পরিচালিত দীর্ঘদিনের নিপীড়ন সর্বশেষ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে শুরু হয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা চালানো হয়।’

রাষ্ট্রপতি রোহিঙ্গাদের জন্য এবং একইসঙ্গে ফিলিস্তিনীদের ন্যায্য অধিকার প্রতিষ্টায় ওআইসির অব্যাহত ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন খাত আরো সুসংহত করতে জরুরি ভিত্তিতে অর্থনৈতিক কাঠামো নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে এবং অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, বর্তমান এই অবস্থায় বিশ্বের ১ দশমিক ৮ বিলিয়ন মুসলিমের আশা-আকাঙ্ক্ষা পূরণে সংস্থাকে সামনের দিকে এগোতে হবে এবং কার্যকারিতা জোরদার করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, মুসলিম বিশ্বের শান্তি ও উন্নয়নে ২০০৫ সালে গৃহীত লক্ষ্য ‘সলিডারিটি ইন অ্যাকশন’ নতুন করে জোরদার করা প্রয়োজন।

ওআইসির ৫৬টি সদস্য এবং অন্য ৫টি দেশের মধ্যে ৫২টি দেশের ৬শ’র বেশি প্রতিনিধি এবং ৪০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ দুই দিনব্যাপী (৫ ও ৬ মে) এই সম্মেলনে যোগ দিয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ।’

ভোজসভার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিল্লিকে হারিয়ে আবার শীর্ষস্থান ফিরে পেল সাকিবরা

কয়েক ঘণ্টার ব্যবধানে আইপিএলের শীর্ষ আসনটি আবার নিজেদের দখলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে সাকিব আল হাসানের দল। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্টে দ্বিতীয় চেন্নাই সুপার কিংস। ১০ ম্যাচে সপ্তম হারে দিল্লি ৭ নম্বরে।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হারে গত বৃহস্পতিবার শীর্ষে উঠেছিল হায়দরাবাদ। কিন্তু শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে তাদের হটিয়ে এক নম্বরে বসেছিল চেন্নাই। কিন্তু তারা বেশিক্ষণ থাকতে পারল না শীর্ষে। এদিন দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৭ উইকেটের জয়ে মহেন্দ্র সিং ধোনিদের পেছনে ফেলে আবার সবার উপরে সাকিবদের দল।

হায়দরাবাদের মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি। পৃথ্বি শো ও শ্রেয়াস আয়ারের ঝলমলে ইনিংসে ৫ উইকেটে ১৬৩ রান করে তারা। ১৬৪ রানের লক্ষ্য ছিল এই মৌসুমে হায়দরাবাদের জন্য সর্বোচ্চ। ১ বল বাকি থাকতে সেটা ছুঁয়ে ফেলে কেন উইলিয়ামসনের দল।

এদিন বল হাতে খুব একটা সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। পাঁচ বোলারের মধ্যে কেবল হিসেবি ছিলেন রশিদ খান। ৪ ওভারে ২৩ রান দিয়ে রিশভ পান্ত ও পৃথ্বির গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। এছাড়া একটি রান আউটে অবদান রেখে জিতেছেন তিনি ম্যাচসেরার পুরস্কার।
ইনিংস সেরা ৬৫ রানে পৃথ্বিকে আউট করে ৮৬ রানের জুটি ভাঙেন রশিদ। ৩৬ বলে ৬টি চার ও ৩টি ছয় ছিল দিল্লির ওপেনারের ইনিংসে। আয়ার করেন ৩৬ বলে ৪৪ রান। ১৩ বলে ২৩ রানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন বিজয় শঙ্কর।

সাকিব ৪ ওভারে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। ব্যাটিংয়ে তিনি নামার আগেই দল জিতে গেছে।

অ্যালেক্স হেলস ও শিখর ধাওয়ানের ৭৬ রানের জুটি গড়ে হায়দরাবাদের জয়ের ভিত। অবশ্য অমিত মিশ্র তার দুই ওভারে দুজনকে ফিরিয়ে কিছুটা ধাক্কা দেন। হেলস তিনটি করে চার ও ছয়ে ৪৫ রান করে আউট হন। ধাওয়ান ৩৩ রানে থামেন বোল্ড হয়ে।

পরে মনীষ পান্ডের (২১) সঙ্গে উইলিয়ামসনের ৪৬ রানের জুটি এগিয়ে নিতে থাকে হায়দরাবাদকে। ডেথ ওভারে কিছুটা থমকে গিয়েছিল তাদের রানের গতি। তবে ইউসুফ পাঠান এসে মারকুটে ইনিংস খেলেন। ১২ বলে দুটি করে চার ও ছয়ে ২৭ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩০ বলে ৩২ রানের ধীর ইনিংস খেলে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। ক্রিকইনফো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জলাবদ্ধতা নিরসনে দাঁতভাঙা বিল পরিদর্শনে সদর উপজেলা চেয়ারম্যান বাবু

নিজস্ব প্রতিবেদক: দাঁতভাঙা বিলসহ সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা, আলীপুর, ঘোনা, বৈকারী ও কুশখালী ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরেজমিনে বাস্তব পরিস্থিতি দেখতে শুক্রবার দাঁতভাঙা বিল পরিদর্শন করলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এসময় তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান।
উল্লেখ্য, পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় সদর উপজেলার ভোমরা, আলীপুর, ঘোনা, বৈকারী ও কুশখালী ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির ফসল বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়। ঘোনা দাঁতভাঙা বিলের খালে একটি স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় কৃষকরা। এ বিলের পানি নিষ্কাশনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে করণীয় নির্ধারণ করতে সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান বাবুসহ সাতক্ষীরা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোশাররফ হোসেন, স্থানীয় ইউপি সদস্য গণেশ চন্দ্র ও মহিবুল্লাহসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest