সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী নারীসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগশ্যামনগরে “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত” শীর্ষক সেমিনারফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা. পলাশসাতক্ষীরায় পাওয়ার ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে শরবত বিতরণসাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগসাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৯ মেট্রিক টন গোবিন্দভোগ আম বিনষ্টসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাসাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভ‚মি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। সভায় দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, দেবহাটা উপজেলা আঃলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, দেবহাটা উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা ইসরাঈল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় দেবহাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিতসভা

নিজস্ব প্রতিবেদক : লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ। সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, লাবসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, মেম্বর মনিরুল ইসলাম, কাজী মনির, সাঈদ আলী সরদার, সাবেক মেম্বর রবিউল ইসলাম, বিশ্বনাথ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এম. সুশান্ত সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি এনামুজ্জামান নিপ্পন প্রমুখ। সভায় ৩ মার্চ খুলনায় মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ। ওয়ার্ড ভিত্তিক সদস্য সংগ্রহ অভিযান ও লাবসা ইউনিয়নের দুর্নীতিবাজ, ভূমিদস্যু, সংখ্যালঘু নির্যাতনকারী চেয়ারম্যান আলিম কর্তৃক অর্ধ কোটি টাকা দুর্নীতির প্রতিবাদে আজ বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মানববন্ধনে সর্বস্তরের জনগণকে স্বত:র্স্ফূতভাবে অংশগ্রহনের জন্য অনুরোধ জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাহেন্দ্রা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় অভিনব কায়দায় থ্রিহুইলার-মাহেন্দ্রা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার কুশখালী ইউনিয়নের ভাদড়া আড়–য়াখালী পাকার মুখ বিল এলাকায় নির্জন স্থানে শ্রীরামপুর কুলাটি এলাকার বৈদ্য মন্ডলের ছেলে থ্রিহুইলার-মাহেন্দ্রা চালক রবীন মন্ডলের কাছ থেকে এলোপাতাড়িভাবে মারধোর করে থ্রিহুইলার-মাহেন্দ্রা ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় মাহেন্দ্রা চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থ্রিহুইলার-মাহেন্দ্রা চালক রবীন মন্ডল জানান, সোমবার শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে বিকালে আমার মাহেন্দ্রা ভাড়া করে ছিনতাইকারী ফিরোজ হোসেন কুশখালী ইউনিয়নে ভাদড়া পাকার মোড়ে নিয়ে যায়। এসময় সে আমাকে লোকজন আসার কথা বলে দীর্ঘক্ষন বসিয়ে রাখে। এক পর্যায়ে ভাড়ায় যাবোনা বলে সাতক্ষীরায় ফেরার কথা বললে সে আমার উপরে চড়াও হয়ে গলা চেপে ধান ক্ষেতের মধ্যে টেনে নিয়ে যায়। এক পর্যায়ে আমার জীবন বাঁচানোর জন্য তার হাতে কামড় দিয়ে ধানের ক্ষেতের বিল দিয়ে পাশ^বর্তী ইউপি সদস্য মনিরুল ইসলামের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এসময় কুশখালী ইউনিয়নের বাউখোলা দক্ষিণ পাড়া গ্রামের মো. বাকী বিল্লাহর ছেলে মো. ফিরোজ হোসেন থ্রিহুইলার-মাহেন্দ্রা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ছিনতাইকারীকে ধাওয়া দিলে সে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ছিনতাইয়ের ঘটনায় থ্রিহুইলার-মাহেন্দ্রা মালিক চালক সমবায় সমিতির নেতৃবৃন্দ ছিনতাইকারী চক্রদের গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ট্রাক চাপায় হলুদ ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ট্রাক চাপায় শেখ রবিউল ইসলাম নামে এক হলুদ ব্যাবসায়ি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা সদরের আলিপুর চেকপোষ্ট এলাকায় এ ঘটনটি ঘটে।
নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নেবাখালি গ্রামের এরশাদুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলাম গ্রাম থেকে হলুদ কিনে ব্যবসা করতেন। তিনি হলুদ কিনে বাইসাইকেল যোগে বাড়ির দিকে আসছিলেন। এসময় দ্রুত গামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতিসংঘে দাপ্তরিক ভাষা হিসেবে ‘বাংলা চাই’ বেনাপোলে আনুষ্ঠানিক উদ্বোধন

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা করার দাবিতে প্রাণ-গ্রুপের সহযোগিতা ও অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এর আয়োজনে মঙ্গলবার সকালে বেনাপোলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবন থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
ভাষার মাসে জাগো নিউজের ব্যতিক্রমী এ আয়োজনে প্রশাসনের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
র‌্যালি ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ‘জাতিসংঘে বাংলা চাই’ ভোট দিয়ে উদ্বোধন করেন।
বেলা ১১টায় এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ভাষার জন্য আন্দোলন করে জীবন দেয়ার ঘটনা পৃথিবীতে একমাত্র নিদর্শন বাংলাদেশেই রয়েছে। এ ভাষার জন্য সালাম, বরকত, রফিক জব্বারসহ নাম না জানা অনেকে বুকের রক্ত দিয়েছে। তাদের ঋণ শোধ করতে এখনো পারেনি। তাদের ঋণ শোধ করতে জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষায় রুপ দিতে পারেনি। আমাদের মহান নেতা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন বাংলায়। আমাদের মাতৃভাষা বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করার জন্য জাগো নিউজ২৪ ডটকম যে অনুষ্ঠানের আয়োজন করেছে তাও দেশে বিরল। আজকে অনলাইনে ভোট দিয়ে জাতিসংঘের প্রধান দপ্তরে পৌছে দেওয়া হবে আমাদের দাবির কথা। জানাতে হবে ‘বাংলা আমার ভাষা বাংলা আমার মায়ের ভাষা’ জাতিসংঘে বাংলা ভাষা চাই।
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রেস ক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক ও যমুনা টিভি‘র বেনাপোল প্রতিনিধি রাশেদুর রহমান রাশু জাগো নিউজের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, জাতিসংঘে ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে অনলাইনে ভোট প্রদান এই প্রথম একটি অনুষ্ঠান। সীমান্তের ছোট এই শহর থেকে আমরাও অনলাইনে ভোট দিয়ে জানিয়ে দিতে চাই জাতিসংঘে আরো ৬টি ভাষার সাথে ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা চাই। সারাদেশ থেকে এভাবে ভোট প্রদান করলে অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করতে পারবো।
অনুষ্ঠানে সভাপতি জাগো নিউজের বেনাপোল প্রতিনিধি জামাল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতিসংঘে বাংলাতেই ভাষণ দিয়েছিলেন, যা বাঙালি জাতির অহংকার। জাতিসংঘে বাংলা ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা লাভ করবে এটা নায্য দাবি। তাই এ দাবিকে প্রতিষ্ঠিত করতে জাগোনিউজ যে উদ্যোগ গ্রহণ করেছে আসুন আমরা সকলে মিলে অনলাইনে আবেদনের পাশাপাশি অন্যদের এ দাবির সমর্থনে এগিয়ে আসতে আহ্বান জানাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি কাজী শাহজাহান সবুজ, গ্রামের সংবাদের সম্পাদক আব্দুল মুন্নাফ, দৈনিক সংবাদের প্রতিনিধি দেবুল কুমার দাস, দৈনিক যায় যায় দিন জিএম আশরাফ, দৈনিক সকাল বেলা প্রতিনিধি মশিয়ার রহমান, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক দিনকাল প্রতিনিধি মিলন খান, দৈনিক প্রতিদিনের কথা প্রতিনিধি আনিছুর রহমান, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নুরুল ইসলাম লিটন, দৈনিক জন্মভূমি প্রতিনিধি আবুল বাশার, কলকাতা টিভি ও দৈনিক খবরের আলো প্রতিনিধি আইয়ুব হোসেন পক্ষী, বিডি সারাদিনের প্রতিনিধি মোঃ রাসেল ইসলাম, দৈনিক মাতৃছায়ার শাহিদুল ইসলাম শাহিন, শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। এ ছাড়াও জাতিসংঘে দাপ্তরিক ভাষা বাংলা চালু করার দাবিতে অনলাইন আবেদনে মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিবিদ, চাকরিজীবী, ও শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলায় ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্তরে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য দেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, উপজেলা একাডেকি সুপার ভাইজার তাপস কুমার দাস, প্রধান ক্ষিক বদরুজ্জামান বিপ্লব, আখতার আসাদুজ্জামান চান্দু, রুহুল আমিন, মাওলানা বজলুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কুল, কলেজ, মাদ্রসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়া স্টল পরিদর্শন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রসার সহকারী শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহরের মুন্সিপাড়ায় রাশিদা স্কুলের চুরির

নিজস্ব প্রতিবেদক : শহরের মুন্সিপাড়ায় রাশিদা স্কুল এন্ড কলেজে চুরির ঘটনা ঘটেছে। সোমবার গত গভীর রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। এসময় চোরেরা ২টি কম্পিউটার, ২টি মনিটর, নগদ ১৫ হাজার টাকাসহ অফিসের মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
স্কুলের অধ্যক্ষ দেববিন্দু ঘোষ বাপি জানান, আমরা প্রতিদিনের ন্যায় সোমবার স্কুলের কাজ কর্ম শেষে প্রায় ১০ টার দিকে চলে যায়। সকালে স্কুলে এসে দেখি স্কুলের অফিস কক্ষের জানালার গ্রিল কাটা, অফিসের জিনিসপত্র এলোমেলো। অফিসে ঢুকে এসময় চোরেরা ২টি কম্পিউটার, ২টি মনিটর, নগদ ১৫ হাজার টাকাসহ অফিসের মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে চোরের না। এঘটনায় সদর থানায় এস আই জিয়ারত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে শহরের উপকণ্ঠে এধরনের চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তারা বললেই গত কয়েকদিন আগেও শহরের মর্নিং সান প্রি ক্যাডেট স্কুল, ডে নাইট কলেজ মোড়ের একটি বাড়িসহ কয়েকটি বাড়িতে এধরনের চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে শহরবাসীর মধ্যে চোর আতংক বিরাজ করছে। এঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন শহরবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রিমিয়ার ক্রিকেট লীগে গণমুখী সংঘ ৩ উইকেটে জয়ী

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং সফ্টরক গ্রুপের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে সফ্টরক প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০১৮ এর আজকের খেলা গণমুখী সংঘ বনাম মুন্সীপাড়া যুব সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় মুন্সীপাড়া যুব সংঘ টসে জিতে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান করে। দলের কৌশিক ৩৯, রনি ৩৪ রান করে। জবাবে গণমুখী সংঘ ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভারে ৭টি উইকেট হারিয়ে ১৪৬ রান করে। দলের মুরাদ ৪৪, শাওন ৩১ ও আশিক ৩০ রান করে। ফলে গণমুখী সংঘ ৩ উইকেটে জয়লাভ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest