সর্বশেষ সংবাদ-
৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠনসাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমেরএসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিততালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটসাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন

প্রভাসের প্রতি আনুশকার প্রেম প্রকাশ !

বাহুবলি ব্লকবাস্টার হিট হওয়ার পর প্রভাসের জনপ্রিয়তা যে কোন পর্যায়ে পৌঁছেছে তা নিয়ে আর নতুন করে না বললেও হবে। বাহুবলি করার পর নাকি ৬০০০ বিয়ের প্রস্তাব এসেছিলেন প্রভাসের কাছে। আর প্রভাসের বিয়ের গুজব তো নিত্যদিনই শোনা যায়।

কখনও রাশি সিমেন্টের মালিকের নাতনি তো কখনও চিরঞ্জিবীর ভাইঝি। যদিও এখনও পর্যন্ত এসব খবরই গুজবে বলেই জানা গেছে। তবে যে যাই বলুক না কেন বাহুবলী প্রভাস ও দেবসেনা আনুশকার রসায়ন কিন্তু অল টাইম হিট। সে তাঁরা যতই নিজেদের শুধু ভালো বলে দাবি করুন না কেন।

এদিকে সম্প্রতি, আবুধাবিতে ‘সাহো’ শ্যুটিংয়ে বাইকে চড়া অবস্থায় প্রভাসের ছবি ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে, বাহুবলী তারকা নাকি এই ছবির সমস্ত ভয়ঙ্কর স্টান্টই জীবনেরঝুঁকি নিয়ে নিজেই করছেন। তার জন্য কোনওরকম বডি ডাবল নিতে নারাজ প্রভাস।

‘বলিউড লাইফ’ সূত্রে জানা গেছে, প্রভাসের এই সিদ্ধান্তের কথা শুনেই নাকি দুবাইতে ‘সাহো’র শ্যুটিং স্পটে হাজির হয়েছিলেন আনুশকা শেঠি। বিশেষ বন্ধু প্রভাসকে তাঁর পরামর্শ, কোনওভাবেই তিনি যেন জীবনের ঝুঁকি নিয়ে স্টান্ট না করেন। প্রভাসের কোনও রকম ক্ষতি তিনি মানতে পারবেন না। আর প্রভাসের প্রতি আনুশকার এতটা সচেতনতার কথা দেখে যে কোনও কারোরই প্রভাস-আনুশকার মধ্যে বিশেষ রসায়নের গন্ধ পাওয়া স্বাভাবিক নয় কি?

প্রসঙ্গত, প্রভাস-আনুশকা জুটির ভক্তরা প্রায় সকলেই তাঁদেরকে ফের একসঙ্গে দেখতে চাইছেন। ফের কবে তাঁরা একসঙ্গে অভিনয় করেন এখন সেটাই দেখার। এদিকে দুবাইতে প্রভাসের সঙ্গে দেখা করে ফেরার পর আনুশকা কেদারনাথে বেড়াতে যাচ্ছেন। এমনটাই জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

একদিকে বলিউড মেতে রয়েছে সোনম কাপুরের বিয়ে নিয়ে। অন্যদিকে আন্তর্জাতিক স্তরে বলিউডের দুই প্রতিনিধি ফের একবার কেড়ে নিলেন খবরের শিরোনাম। বলিউড তথা হলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপডা। এদিন অংশ নেন ‘মেট গালা’-র রেড কার্পেট ইভেন্টে। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে ইভেন্টে ছিলেন আরেক বলিউড তারকা দীপিকা। প্রিয়াঙ্কার সাজ চমকে দিয়েছে ভক্তদের।

প্রিয়াঙ্কা ও দীপিকা দুজনকেই এদিন অসাধারণ সুন্দরী লেগেছে। লালের দুটি ভিন্ন শেডের গাউনে এদিন ধরা দিয়েছেন দুই বলিউড তারকা অভিনেত্রী। এবছরে ‘মেট গালা’-র আসরের থিম ছিল ‘স্বর্গীয় পরী’। আর সেই মত সেজেছিলেন বলিউডের এই দুই তারকা অভিনেত্রী। ইভেন্টে র‌্যাল্ফ লরেনের ডিজাইন করা পোশাকে পরী অবতারে নিজেকে তুলে ধরেন প্রিয়াঙ্কা। কোয়ান্টিকো স্টার প্রিয়াঙ্কা এদিন স্ট্র্যাপলেস বার্গেন্ডি বেলভেট গাউনে মোহময়ী হয়ে উঠেছিলেন। মাথায় ছিল সোনালি মুকুট।

পিছিয়ে ছিলেন না ‘পদ্মাবতী’ দীপিকাও। থিম স্বর্গীয় পরীর বেস যেমন ইভেন্টির থিম ছিল , তেমনই এই ইভেন্টের অন্যতম অংশ হল সেবা। আর সেবার ভাবনাকে মাথায় রেখে সেজেছেন দীপিকা পাড়ুকোন। তিনি সেজেছিলেন নেপালী ডিজাইনার প্রবাল গুরুঙের নক্সা করা পোশাকে। লাল স্লিট গাউন আর স্কারলাট হিলে তিনি ঝড় তোলেন রেড কার্পেটে। এদিন টুইটারে এই দুই বলিউড ডিভার ছবি প্রকাশিত হতেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জের ঘুশুড়ি কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ২০১৮ সালের এসএসসি পরিক্ষার্থী মাহমুদুল হাসান বাবু আর নেই। সে বাবার উপরে অভিমান করে বিষ পান করে আত্নহত্যা করেছে। পারিবারিক সুত্রে জানা যায়, সে রবিবার সকালে তার বাবা আরশাদ আলী সরদারেরর সাথে ছেলের মধ্যকার কোন নেশা জাতীয় দ্রব্য খায় কিনা এ নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। আর এটাকেই পুঁজি করে বাবার উপর রাগ করে বাড়িতে রাখা কিটনাশক পান করে। সকালে বাড়ির উঠানে চেয়ারে বসে বমি করার এক পর্যায়ে ঢলে পড়লে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য রওনা হলে পথিমধ্যে তারালী বাজার এলাকায় পৌছালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাবুর অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে এক পলক দেখার জন্য তার সহপাটিসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভিড় জমায়। মৃত্যুর পূর্বে বাবু চিঠিতে লিখে গেছে যে, “আমি কোন নেশা করিনা। আমার মুখ আর কাউকে দেখাবোনা। আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি।” উল্লেখ্য যে বাবুর মা প্রায় বছর পাঁচেক আগে মৃত্যুবরণ করেন। আত্মহত্যার ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের মিডিয়া প্রতিনিধি দলের বৈঠক

ভারত সফররত বাংলাদেশের শীর্ষ মিডিয়া প্রতিনিধি দল গতকাল দিল্লিতে সাক্ষাৎ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। এ সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, সময় টেলিভিশনের এমডি আহমেদ যোবায়ের, একাত্তর টিভির এমডি মোজাম্মেল বাবু, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, বিডিনিউজ২৪.কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও এশিয়ান এইজের সম্পাদক শোয়েব চৌধুরী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে শিশু ধর্ষণ চেষ্টাকারী লম্পট রফিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া গ্রামে ৪ বছরের কন্যাশিশু কে ধর্ষণের চেষ্টায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নান এর হাতে সোপর্দ করে স্থানীয় ক্ষুব্ধ জনগণ। পুলিশের সোপর্দের পূর্বে হনতা লম্পট রফিকুলকে গণধোলাই দেয়।
কলবাড়ী গ্রামের মৃতঃ সোবহান গাজীর পুত্র মোঃ রফিকুল ইসলাম (৫০) ওরফে লাটা। ভ্যানচালক এই লাটার জন্ম কলবাড়ীতে হলেও বর্তমানে তিনি স্বপরিবারে মুন্সিগঞ্জ কুলতলীতে বসবাস করেন।
কন্যাশিশুর পিতা মোঃ কামরুল মোল্লা জানান, লাটা সম্পর্কে আমার ভাই হয়। সে ভ্যান চালিয়ে পানি খাওয়ার জন্য আমাদের বাসায় যায়। মঙ্গলবার দুপুর ১.৩০ এর দিকে আমি কাকড়া পয়েন্টে কাজ করছিলাম আমার বউ অন্যের ঘেরে কামলা দিচ্ছিলো। আমি বাসায় কিছু খাবার মাছ কিনে দিয়ে আমার মা’কে ফোন করি। মা মাছটা নেওয়ার জন্য বাসার বাইরে আসে এবং লাটাকে পানি খেয়ে চলে যেতে বললে ও যেতে নারাজ হয়। তারপর আমার মা (মেয়ের দাদী) যেয়ে যা দেখে তা আমি একজন কন্যাশিশুর পিতা হয়ে মুখে বলতে পারবো না। আমি এই ধর্ষক রফিকুল ইসলাম লাটার সর্বোচ্চ শাস্তি চাই।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নান বলেন, আমি ধর্ষণ চেষ্টার ঘটনার খবর পাই এবং তৎক্ষণাত ঘটনাস্থলে ছুটে আসি। মেয়ের এবং তার বাবা-মায়ের বক্তব্য শুনলাম এবং ঘটনার সত্যতার প্রমাণ পেলাম। আমরা তাকে আটক করে আপাতত শ্যামনগর থানা পুলিশের হেফাজতে রাখছি। বুধবার সকালে মেয়ের বাবা-মায়ের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন আইনে তাকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেন্ডার বিক্রির টাকা কই, প্রশ্ন সংসদীয় কমিটির

সরকারি অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়িত প্রকল্পের দরপত্র সিডিউল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় অডিট আপত্তির বিষয়ে এসব টাকা কোথায় গেল তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে আগামী ৫ কর্মদিবসের মধ্যে টেন্ডারের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে অডিট নিষ্পত্তির সুপারিশ করা হয়।

সংসদ ভবনের কেবিনেট কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপিত অডিট রিপোর্টে প্রেক্ষিতে এ সুপারিশ করা হয়। বৈঠকে উপস্থিত পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারের কাছে কমিটির সদস্যরা পানি উন্নয়ন বোর্ডের এই টাকার সন্ধান চান। বিধি মোতাবেক সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের কাজ শুরুর আগে টেন্ডার বিক্রির টাকা (রাজস্ব) সরকারি কোষাগারে জমা হওয়ার নিয়ম রয়েছে। অথচ বেশ কয়েকটি প্রকল্পের সিডিউলের টাকা সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কোষাগারে জমা দেননি।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন চাঁদপুর শহর রক্ষা প্রকল্প, সিরাজগঞ্জ জেলার শৈলাবাড়ী রক্ষা প্রকল্প, ভোলা শহর সংরক্ষণ প্রকল্প (২য় পর্যায়) ও ভোলা জেলাধীন লালমোহন উপজেলার অতি ঝঁকিপূর্ণ অংশে ভাঙ্গন রক্ষা প্রকল্পের (১ম সংশোধিত) বিশেষ অডিট রিপোর্ট নিয়ে আলোচনা হয়। ২০০৫-২০০৬ হতে ২০১০-২০১১ অর্থ বছরে এসব প্রকল্প বাস্তবায়িত হয়। বৈঠকে চাঁদপুর শহর রক্ষা প্রকল্প (২য় পর্যায়) ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থ বছরের ব্যয়ের রেকর্ডপত্র সরবরাহে অপারগতা প্রকাশ করায় কমিটি অসন্তোষ প্রকাশ করে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর। কমিটির সদস্য প্রফেসর ডা. আ ফ ম রূহুল হক, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মো. মোসলেম উদ্দিন, ডা. রুস্তম আলী ফরাজী, মো. আফছারুল আমীন এবং শামসুল হক টুকু বৈঠকে অংশ নেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ডেপুটি সিএন্ডএজি মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের প্রধানমন্ত্রী হতে প্রস্তুত: রাহুল গান্ধী

আগামী লোকসভা নির্বাচনে দল এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসলে তিনি দেশটির প্রধানমন্ত্রী হতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার বেঙ্গালুরুতে সমৃদ্ধি ভারত কনফারেন্সে উপস্থিত থেকে তিনি একথা জানান।

২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় এলে কে প্রধানমন্ত্রী পদে বসবেন? গণমাধ্যমের এই প্রশ্নের উত্তরে রাহুল জানান, ‘এটা নির্ভর করছে কংগ্রেস দল নির্বাচনে কতটা ভালো ফল করতে পারবে তার ওপর। ২০১৯ সালের নির্বাচনে কংগ্রেস যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায় তবে অবশ্যই আমি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত’।

এনিয়ে দ্বিতীয়বারের জন্য রাহুল জানালেন যে তিনি প্রধানমন্ত্রীর পদে বসতে তৈরি আছেন। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের বার্কলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাহুলকে প্রশ্ন করেছিলেন ২০১৯ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস জিতলে তিনি কি প্রধানমন্ত্রী হতে রাজি আছেন? উত্তরে রাহুল জানান প্রধানমন্ত্রী হতে ‘পুরোপুরি প্রস্তুত’, যদি দল চায়’।
রাহুল এদিন এও জানান যে, আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপি কোন মতেই জয়লাভ করতে পারবে না। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বারানসী থেকে পরাজিত হবেন। কারণ তিনি বিরোধীদের সম্মিলিত ঐক্যের মুখোমুখি হতে পারবেন না। আমি তাঁর মুখ দেখেই বুঝতে পারছি। আর তিনিও এটা ভালো জানেন। বিজেপি উত্তরপ্রদেশে এককভাবে পাঁচটির বেশি আসন পাবে না। উত্তরপ্রদেশের সাম্প্রতিক উপনির্বাচনেই বিরোধী দলগুলির সম্মিলিত শক্তির পরিচয় লক্ষ্য করা গেছে’।

রাজনীতিতে নারীদের ক্ষমতায়নের বিষয়ে কংগ্রেস সভাপতির অভিমত, তিনি চান আগামী দশ বছরে দেশের অন্তত দশটি রাজ্যে কংগ্রেসের নারী মুখ্যমন্ত্রী রাজ্য পরিচালনা করুন। রাহুল জানান, ‘আমি জানি আমার এই মন্তব্যে অনেক মানুষই বিরক্ত বোধ করবেন, বিশেষ করে সিনিয়র নেতারা। কিন্তু এই এজেন্ডাই আমি স্থির করতে চলেছি’। কর্নাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে মাত্র এক ডজন (১২ জন) নারী প্রার্থীকে টিকিট দেওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন রাহুল। আগামী শনিবার এই রাজ্যে নির্বাচন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় উপজেলা অফিসার্স কল্যাণ কার্যালয়ে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমীর সভাপতি গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কালিগঞ্জ কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান। শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বিশিষ্ট সমাজসেবক ও কবি মনজুর লুৎফর রহমান, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব এড. জাফরুল্যাহ কুতুবুদ্দীন ইব্রাহিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি প্রাণকৃষ্ণ সরকার, বাংলাদেশ পূজা উদাযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অসীত সেন, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রামপ্রসাদ ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহম্মেদ সোহাগ, উপজেলা শিল্পকলা একাডেমীর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন চারণকবি বাবর আলী সরদার, সোহরাব হোসেন, কনিকা সরকার, তমালিকা কর্মকার, ইলাদেবী মল্লিক, শান্তি গোপাল চক্রবর্তী, আব্দুর রাজ্জাক, সঞ্জয় সরকার, মনীষ ঘোষ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest