সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

হিরারচক প্রাইমারি স্কুলে মিড-ডে মিল চালু ও শিক্ষার্থীদের ওয়াটার পট প্রদান

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের হিরারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ মিড-ডে মিল চালু, পরিচয়পত্র বিতরণ প্রদান ও ওয়াটার পট বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের পরিচালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. ওসমান গণির সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মাঝে শতভাগ মিড-ডে মিল চালু, পরিচয়পত্র বিতরণ ও পানির পট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ রফিকুর রহমান মিন্টু। অতিথিবৃন্দ বিদ্যালয়ের শতভাগ মিড-ডে মিল কর্মসূচি উদ্বোধন করেন এবং প্রত্যেক শিক্ষার্থীকে পরিচয়পত্র প্রদান করেন ও তাদের হাতে নিরাপদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্যে ওয়াটার পট তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, নিরাপদ ওয়েলফয়ার ফাউন্ডেশনের পক্ষে রবিউল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান, সহকারী শিক্ষিকা দীপালী ঘোষসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব-শ্রাবন্তীর গোপন প্রেম

প্রেমিকপুরুষ শাকিব খানের রোমান্সে-ভরা মনকে নাকি বসন্তের মাতাল হাওয়া আবার উসকে দিয়েছে। এবার এই সুদর্শন নায়কের ভালোবাসার তীর গিয়ে বিঁধেছে টালিগঞ্জের কন্যা শ্রাবন্তীর হৃদয়ের গভীরে। দুজনের মনের উষ্ণতার পারদ লাফিয়ে উঠেছে বলে কানে কানে বলছে দুষ্ট বাতাস। বছর দুয়েক আগে দুজন জুটি বাঁধেন ‘শিকারি’ ছবিতে। তখন থেকেই নাকি শ্রাবন্তীর মনটি রীতিমতো শিকার করে বসেছিলেন পাকা মন-শিকারি শাকিব খান। শিকারি ছবিতে কাজ করতে গিয়ে দুজন যখন চোখাচোখি হয়েছিলেন তখনই নাকি শ্রাবন্তীর মায়াবি চোখের গভীরে ডুবে গিয়েছিলেন রোমান্স-বয় শাকিব খান। দীর্ঘ ক্যারিয়ারে একই বৃত্তের কাজে বন্দী থাকলেও শ্রাবন্তীর চোখ-ধাঁধানো রূপের আলোয় নিজেকে ঝালিয়ে নিয়ে কাজের প্রতি এক্সট্রা কেয়ারিং হয়ে ওঠেন শাকিব। ঘড়ির কাঁটা মেপে সুয্যি মামা জাগার আগে ঘুমের বিছানা ছেড়ে নিজের চিরচেনা রূপের আড়ষ্টতা ভাঙতে উদ্যমী হয়ে ওঠেন এই প্রেমিক-পুরুষ। সুইমিং, জিম, জগিং, ডায়েট কন্ট্রোল, ঘণ্টা বাজার আগেই ক্যামেরার সামনে সুবোধ বালকের মতো দাঁড়িয়ে যাওয়া—মানে এককথায় বেশ লক্ষ্মী ছেলে হয়ে ওঠেন এই রমণীমোহন নায়ক। আর ফলাফলটা একেবারে ‘এ’-প্লাস পাওয়ার মতো। শিকারি ছবিতে দর্শক পেল এক নবরূপের রঙিলা শাকিবকে আর এই মন উচাটন নায়ক স্নাত হলেন শ্রাবন্তীর হরিণী চোখের আলোতে। দুজনের মনের কাটাকাটি আর চোখের চোখাচোখিতে তাদের ঘিরে বেজে উঠল ‘ও ছুড়ি তোর বিয়ে হবে ঘোমটা মাথায় দিয়ে, ছাদনা তলায় গিয়ে…’ মন রাঙা করা এমন গানে ভালোবাসা উবুঝুবু প্রেমিক শাকিব গেয়ে ওঠেন ‘বিয়ের পিঁড়িতে আর স্বর্গের সিঁড়িতে আজকাল পিরিত কাঁঠাল মিষ্টি লাগে তাই। সত্যি মিষ্টি হয়ে উঠল দুজনার দুটি বাধা না-মানা মন। শাকিবের শিকার করা হরিণী-কন্যা শ্রাবন্তী নিমিষে হয়ে গেলেন এই রোমান্টিক ছেলের প্রিয়তমা। কলকাতায় যখন শিকারি ছবির চিত্রায়ণ চলছিল তখন মনের সব মাসালা দিয়ে রেঁধে-আনা খাবার প্রিয় মানুষটির মুখে নিজ হাতে তুলে দিয়েছিলেন মন মজে যাওয়া হরিণী শ্রাবন্তী। তাদের এই পরম মমতা কোনাচোখে দেখে অনেকেই আঁচ করে ফেলেছিলেন উতলা মনের গোপন আদান-প্রদানের চিত্রনাট্য। শুধু কি সেটে? না, সময়ের ফাঁকফোকর গলিয়ে মন আনচান করা শাকিব ছুটে যেতেন প্রিয়তমা শ্রাবন্তীর বাড়ির উঠোনে। জোরে কড়া নাড়তেন মনের দরজায়। সেই ডাকে সাড়া দিয়ে দুজন মিলে স্বপ্নের রংমাখা রঙিন প্রজাপতির ডানায় ভেসে বেড়াতেন অতি সঙ্গোপনে, ভালোবাসার সাতরঙা ভুবনে…। লোকে বলে ভালোবাসা হলো জলের মতো। যা নাকি কেটে দুভাগ করা যায় না। সত্যি তাই। দুজনের সঙ্গোপনের ভালোবাসা মাঝে অনেক দিন নিজ নিজ কাজের ব্যস্ততায় দুজনকে দুই ভুবনের বাসিন্দা করে রেখেছিল। দূর থেকে দেখে বুকের বাম দিকটায় কুঁকিয়ে ওঠা ব্যথাটা এতদিন অতি কষ্টে দুজনে চেপে রেখেছিলেন। না ভালোবাসার দেবী এত নিষ্ঠুর নয়। তাই তো তারা আবার একে অপরের স্পর্শে এখন ভালোবাসার রঙিন প্রজাপতি হয়ে ফুলে ফুলে উড়ছেন। ‘ভাইজান এলো রে’ ছবিটি দুজনকে এক করে আবার ক্যামেরায় চোখ রাখল। আর অবাক হয়ে দেখল শিকারি বালক আর হরিণী-কন্যার আহারে কী প্রেম…!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতাবিরোধীদের সন্তানদেরকে সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি

একাত্তরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতাবিরোধীদের সন্তানদেরকে সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান।

শনিবার, ২১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে স্বাধীনতাবিরোধীর সন্তানদের সব ধরনের চাকরিতে অযোগ্য ঘোষণা করতে হবে। জামাত-শিবির কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাই দ্রুত বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

এ সময় কোটা সংস্কারের আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলায় জড়িতদের বিচারেরও দাবি জানান তিনি।

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাধ্যতামূলক করার দাবি জানিয়ে সাজ্জাদ বলেন, এ কোটা বাস্তবায়নে একটি কমিশন গঠন করতে হবে। যা বাস্তবায়ন করতে হবে বিসিএসের প্রিলিমিনারি থেকেই।

আয়োজক সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন বলেন, এখন থেকে রাজাকারের ছেলে-মেয়েরা যেখানে দাঁড়াবে, তাদের প্রতিহত করা হবে। আর সহ্য করা হবে না।

‘জামায়াত-শিবিরগোষ্ঠী সাধারণ শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধাদের মুখোমুখি দাঁড় করাতে চায়। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের যুগ্ম-সম্পাদক আল আমিন ও দপ্তর সম্পাদক আহমাদ রাসেল প্রমুখ বক্তব্য দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জমি নিয়ে বিরোধ; প্রতিপক্ষের হামলায় আহত ২

সাতক্ষীরার কলারোয়ায় জমি সংক্রান্তের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার দেয়াড়া ইউনিয়নের মৃত মতলেব সরদারের ছেলে আবুল কাশেম(৭৫) ও আব্দুল সরদারের ছেলে হাবিবুর রহমান(১৭)।

আহত আবুল কাশেম জানান,তার পৈত্রিক জমিতে দীর্ঘদিন বসবাস করে আসছেন। গতকাল শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেই পৈত্রিক জমির সিমানা নির্ধারণ করে দেন। আজ শনিবার বেলা ১২টার দিকে সেই সিমানায় বেড়া দিতে গেলে পাশের জমির মালিক কবির সরদারের ছেলে আঃ কাদের, তার ছেলে হাসানুর ও ইমামের ছেলে আঃ গফুর লোহার রড,বাশের লাঠি নিয়ে হামলা করে আবুল কাশেমর উপর।

এসময় তার প্রতিবেশী নাতি হাবিবুর রহমান তার পক্ষে কথা বল্লে তারা তাকে বেধড়ক পিটিয়ে রক্তাত্ত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কলারোয়া হাসাপাতালে ভর্তি করেন।

কলারোয়া হাসপাতালের আরএমও ডাঃ শফিকুল ইসলাম জানান,আহত অবস্থায় তারা দু’জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) বিপ্লব কুমার নাথ জানান, তিনি বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে জেলা শ্রমিক লীগের প্রস্তুতি সভা

মাহফিজুল ইসলাম আককাজ : মহান মে দিবস-২০১৮ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শ্রমিক লীগের কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম. এ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, শেখ লিয়াকত আলী, শেখ রেজাউল করিম, মীর মনিরুজ্জামান, নাজমুল হোসেন, শহিদুল ইসলাম কালু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. জোহর আলী, সহ-সাধারণ সম্পাদক মো. গাউস আলী, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান মুকুল, আব্দুস সালাম বাচ্চু, আব্দুল কাদের কাদু, আইন বিষয়ক সম্পাদক জাহিদুর হোসেন খান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, কলারোয়া উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের স.ম কামরুল হায়দার, আশাশুনি উপজেলা শ্রমিক লীগের রবিউল ইসলাম, পাটকেলঘাটা শ্রমিক লীগের শহিদুল ইসলাম, মিলন হোসেন প্রমুখ। এসময় জেলা শ্রমিক লীগের বিভিন্ন বেসিক ইউনিয়ন ও জাতীয় ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহান মে দিবস-২০১৮ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়। কর্মসুচির মধ্যে রয়েছে ঐ দিন সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সকাল ৯ টায় র‌্যালি ও আলোচনা সভা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশ্নফাঁস ছাড়াই চলছে এবারের এইচএসসি পরীক্ষা

অনলাইন ডেস্ক: গত কয়েক বছর ধরে সব ধরণের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের আভিযোগ থাকলেও চলমান উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থী-অভিভাবক ও সরকারের আন্তরিকতার পাশাপাশি প্রশ্ন ফাঁস ঠেকানোর এ সাফল্যের মূলে রয়েছে এলিটফোর্স র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো ভূমিকা।
র‌্যাব সদর দপ্তর জানিয়েছে, এইচএসসি পরীক্ষা শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই র‌্যাব সদর দপ্তরসহ বিভিন্ন ব্যাটালিয়ন দেশব্যাপী প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর মনিটরিং ও অভিযান শুরু করে। এইচএসসি পরীক্ষা কেন্দ্রিক র‌্যাবের প্রায় দেড় মাসের ধারাবাহিক অভিযানে গত বৃহস্পতিবার পর্যন্ত ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের মোট ৭৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়া একাধিক অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। মূলত র‌্যাব-পুলিশের কঠোর তৎপরতার কারণেই প্রশ্ন ফাঁসকারী চক্রের দৌরাত্ম্য ঠেকানো গেছে বলে মনে করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, র‌্যাব মহাপরিচালকের কঠোর নির্দেশনায় সদর দপ্তর থেকে শুরু করে ১৪টি ব্যাটালিয়নই সারা দেশে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে বিশেষ মনিটরিং ও অভিযান শুরু করে। এ অভিযানের ধারাবাহিকতায় এরই মধ্যে (১৮ এপ্রিল পর্যন্ত) ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
মাহমুদ খান বলেন, কোথাও প্রশ্ন ফাঁসের কেউ চেষ্টা করলে র‌্যাব তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। প্রশ্ন ফাঁসের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী ফারুক বলেন, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মহামারির পর সবাই উদ্বিগ্ন ছিল। কিন্তু এইচএসসি ও সমমানের পরীক্ষায় এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা না ঘটায় এটা খুবই ভালো সংবাদ। সরকার, শিক্ষা মন্ত্রণালয়, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। এজন্য সবাই প্রশংসার দাবিদার। এ কাজটা হওয়া দরকার ছিল।
তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্য মানুষের মতো মানুষ হওয়া কিন্তু আমরা জিপিএ-৫ এর দিকে ঝুঁকছি। এটা উচিত নয়। এ জন্য শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে অবিলম্বে জাতীয় টাস্কফোর্স গঠন করা প্রয়োজন।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর আবদুল্লাহ আল মেহেদী বলেন, এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে র‌্যাব-১ মার্চ থেকে অভিযান শুরু করে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও থেকে র‌্যাব এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করে। ক্রমাগত অভিযানে ১ মার্চ থেকে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) পর্যন্ত এ সংক্রান্ত ৬১টি অভিযানে মোট ৭৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

আসাদুজ্জামান: সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনি খেলায় যশোর জেলা কাবাডি দলের বিপক্ষে অংশগ্রহণ করে নড়াইল জেলা কাবাডি দল। দুই দিন ব্যাপি এ খেলায় আট জেলার কাবাডি দল অংশগ্রহণ করবে।
সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উক্ত খেলার উদ্বোধনী ঘোষনা করেন, জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন। উদ্বোধনী খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিসুর রহমান প্রমুখ।
আট দলীয় এ কাবাডি খেলার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে রবিবার সাতক্ষীরা ষ্টেডিয়ামে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পৃথক দু সীমান্ত থেকে ৯৯ পিস স্বর্ণের গহনা ও ৭৫ টি উট পাখির বাচ্চা জব্দ

আসাদুজ্জামান : ভারত থেকে অবৈধভাবে আনার সময় সাতক্ষীরা পৃথক দুটি সীমান্ত থেকে ৯৯ পিস স্বর্ণের গহনা ও ৭৫ পিস উট পাখির বাচ্চা জব্দ করেছে বিজিবি।
শনিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ও পদ্ম শাখরা সীমান্ত থেকে কে এগুলো জব্দ করা হয়। তবে, এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
জব্দকৃত স্বর্ণের গহনার মধ্যে রয়েছে, লকেটসহ ১১পিস চেইন, ১১ জোড়া নাকফুল, ৭৭পিস আংটি এবং ৭৫ পিস উট পাখির বাচ্চা। জব্দকৃত স্বর্ণের গহনার আনুমানিক মূল্য ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে সদর উপজেলার কুশখালী বিওপির টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত স্বর্ণের গহনা গুলো জব্দ করে। এদিকে, পদ্মশাখরা সীমান্ত থেকে ৭৫টি উটপাখির বাচ্চা জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত বাচ্চাগুলো প্রাণিসম্পদ অফিসে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest