সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

দাঁতের যত্নে নারিকেল তেল

সকালে কিংবা রাতে টুথপেস্ট দিয়ে প্রতিদিন দুই বার মাজলে নাকি না দাঁত ভালো থাকে। কিন্তু আপনি কি জানেন এই সমস্ত টুথপেস্টের মধ্যে এমন কিছু কেমিক্যাল রয়েছে যা অনেক সময় দাঁত ক্ষয়ের কারণ হয়। তবে সেই সমস্যা থেকে মুক্তির উপায়ও পাওয়া গেছে।

দাঁতের বিভিন্ন সমস্যা দূর করার জন্য টুথপেস্টের বদলে নারিকেল তেল ও বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করতে পারেন। দাঁতে হলদে ছোপ পড়া, দাঁত ক্ষয়ে যাওয়া এবং মাড়ি গর্ত হয়ে যাওয়ার মতো সমস্যা থেকে দূরে থাকতে পারবেন নারিকেল তেল দিয়ে দাঁত ব্রাশ করলে।

যা যা লাগবে :

১। তিন টেবিল চামচ নারিকেল তেল।

২। কয়েক ফোঁটা মেন্থল তেল।

৩। দুই টেবিল চামচ বেকিং সোডা।

যেভাবে ব্যবহার করবেন :

সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ব্রাশে নিয়ে দাঁত ব্রাশ করুন। চাইলে শুধু নারিকেল তেল মুখে নিয়ে রাখতে পারেন কিছুক্ষণ।

দাঁতের যত্নে নারিকেল তেল ব্যবহারের কারণ :

১। নারিকেল তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা দাঁতে থাকা ব্যাকটেরিয়া দূর করে।

২। গবেষণায় পাওয়া গেছে যে, নারিকেল তেল নিয়মিত ব্যবহার করলে দাঁত ক্ষয়ে যাওয়া থেকে মুক্তি মেলে।

৩। নারিকেল তেল দাঁতের মাড়িয়ে ঘষুন নিয়মিত। মাড়িতে গর্ত হবে না।

৪। টুথপেস্টের বদলে নারিকেল তেল-বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করতে পারেন। এটিতে কোনো ক্ষতিকারক উপাদান নেই। এই মিশ্রণ দাঁতের হলদে ভাব দূর করে ঝকঝকে করে দাঁত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার ইক্বরা চাইল্ড একাডেমির সাফল্য অব্যাহত

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির সাফল্য অব্যাহত রয়েছে।
অতিসম্প্রতি প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনি (পিইসি) পরীক্ষার বৃত্তি প্রাপ্তদের ফলাফলে এবার ওই প্রতিষ্ঠান থেকে ৯জন বৃত্তি লাভ করেছে। যার মধ্যে ৩ শিক্ষার্থী ট্যালেন্টপুলে আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬জন শিক্ষার্থী।
ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলো- নাবিদ হাসান, মুন্তাসির মামুন ও আমিনুল ইসলাম ইমন।
বিগত ২০১৬ সালে এ প্রতিষ্ঠান থেকে ৭ জন ট্যালেন্টপুলসহ মোট ১৩জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছিলো। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই এমন সাফল্য অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আলহাজ্ব ইউনুছ আলী জানান- ‘কলারোয়ার অন্যতম এ শিক্ষাপিঠ থেকে বরাবরের মতো এবারও বৃত্তি লাভের তালিকা সন্তোষজনক। শিক্ষক ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টা আর নিবিড় পড়ালেখার পর্যবেক্ষণে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের ফলশ্রুতি এটি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নিজস্ব প্রতিনিধি : যশোরের রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহাজান খান সাজু (৪০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
সে রাজগঞ্জের মোবারকপুর গ্রামের মৃত আবুল হাসেম খানের ছেলে ও একই উপজেলার গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৪এপ্রিল) রাত ৯টার দিকে রাজগঞ্জ হাইস্কুল মোড়ের মেইন রোড পার হওয়ার সময় একই গ্রামের রতন ঘোষের ছেলে সুব্রত ঘোষ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তাঁর পিছন দিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহয় হন। সঙ্গে সঙ্গে স্থানীরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ রিপোট লেখা পর্যন্ত সাজুর মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে ছিলো বলে জানা গেছে। শিক্ষক সাজুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার জাতীয় সংসদের হুইপ আতিককে দুদকে তলব

জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৭ এপ্রিল তাকে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক কে. এম মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে তলব করা হয়।

ওই দিন সকাল ১০টায় তাকে  দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য জানাতে বলা হয়েছে।

অভিযোগের বিবরণীতে বলা হয়েছে, বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামের বাড়ি কামারিয়ায় ৩০ একরের বাগানবাড়ি তৈরি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুইটি প্লট; ধানমন্ডি ও গুলশানে দুইটি ফ্ল্যাট, নামে-বেনামে শতকোটি টাকা অর্জন, নিয়োগ বাণিজ্য,  টিআর, কাবিখা ও স্কুল কলেজের এমপিও থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াসহ তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় হায় হায় কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ হাফিজুর আটক

মীর জাকির হোসেন, তালা: কথিত হাই হাই এমএলএম কোম্পানী ওয়ার্ল্ড মিশন ২১ লি. এর প্রতারনার জ্বালে ধরা পড়েছে তালা সহ আশপাশের এলাকার শত শত বেকার যুবক। যুবকদের মধ্যে বেকার প্রায় সকলেই ছাত্র ও ছাত্রী। বেকারত্ব দূরীকরন, অধিক মুনাফা অর্জন করে স্বল্পদিনে কোটিপতী, সামাজিক সম্মান সহ গাড়ী, বাড়ির মালিক বানিয়ে দেবার প্রলোভন দেখিয়ে এই সকল ছাত্র ও বেকার যুবকদের এই হাই হাই এমএলএম কোম্পানী ওয়ার্ল্ড মিশন ২১ লি. এর কথিত ডিস্ট্রিবিউটর বানানো হয়। ডিস্ট্রিবিউটর হবার পর দীর্ঘ দিনেও কোনও বেকার যুবক কিংবা ছাত্র ও ছাত্রীরা একটি টাকাও কোম্পানী থেকে পায়নি। এমনকি ডিস্ট্রিবিউটর হবার জন্য জমা দেয়া আড়াই হাজার টাকাও তারা ফেরৎ পায়নি। এনিয়ে ক্ষুব্ধ ছাত্র/ছাত্রীরা বুধবার বিকালে তালার নামকাওয়াস্তের অফিস ঘেরাও করে কথিত মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার হাফিজুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রতারক হাফিজুর রহমান নড়াইল জেলার কালিয়া সদরের মো. নজরুল খান এর ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, হাই হাই এমএলএম কোম্পানী ওয়ার্ল্ড মিশন ২১ লি. বিগত মাসে দেড়েক আগে তালা থানার সামনে একটি জরাজীর্ন ভবনের দ্বিতীয় তলার একটি রুম ভাড়া নেয়। সেখানে ডেকোরেটর থেকে কয়েকটি ভাড়া করা চেয়ার ও একটি টেবিল রেখে পেতে বসে প্রতারনার ফাঁদ। আর এই ফাঁদে প্রথমেই পা দিয়ে বসে ছাত্র ও ছাত্রীরা। এছাড়া একাধিক বেকার যুবককেও টার্গেট করে এই ফাঁদে ফেলানো হয়। এক পর্যায়ে তালা উপজেলার ও পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৩ শত বেকার যুবক এবং ছাত্র ও ছাত্রীদের এই হাই হাই কোম্পানির ডিস্ট্রিবিউটর বানিয়ে তাদের প্রতিনিয়ত প্রশিক্ষন দেয়ার নামে মস্তিস্ক বিগড়ে দেয়া হয়। প্রশিক্ষনের সময় প্রত্যেকের কাছ থেকে দফায় দফায় ৫ থেকে ৭শত টাকা করে আদায়ও করা হয়। এসময় কথিত প্রত্যেক ডিস্ট্রিবিউটর’র বেকারত্ব দূরীকরন, অধিক মুনাফা অর্জন করে স্বল্পদিনে কোটিপতী, সামাজিক সম্মান বৃদ্ধি সহ গাড়ী-বাড়ির মালিক বানিয়ে দেবার প্রলোভন দেখানো হয়। প্রতারনার এই ফাঁদে পড়ে বেকার যুবরা সর্বশান্ত হয়ে পড়ে। কয়েকদিন ধরে তাদের পরিশ্রমের কোনও ফলতো পায়নি এমনকি প্রথমে জমা দেয়া ২ হাজার ৫ শত টাকা ফেরত বা সমমূল্যের কোনও পন্য তারা ক্রয় করতে পারেনি। এনিয়ে প্রতারিত হওয়া ব্যক্তিরা গত কয়েকদিন ধরে তালার কথিত অফিসে এসে টাকা ফেরতের দাবী জানাচ্ছিল। কিন্তু টাকা ফেরত দেবার মতো কোনও ব্যক্তি এখানে ছিলনা। ভাড়া করা চেয়ার ও টেবিল ছাড়া কথিত অফিসের নিজস্ব কোনও সম্পদ এখানে নেই, নেই অফিসের কোনও সাইন বোর্ড। যে কারনে বুধবার বিকালে প্রতারিত হওয়া শতাধিক ছেলে ও মেয়ে অফিসে আসা কথিত মার্কেটিং এক্সিকিউটিভ হাফিজুর রহমানকে ঘেরাও করে। দীর্ঘ ১ ঘন্টা অফিসের মধ্যে আটক রাখার সংবাদ পেয়ে তালা থানা পুলিশ হাফিজুরকে আটক করেন। এব্যপারে তালা থানাও ওসি মো. হাসান হাফিজুর রহমান জানান, হাফিজুর রহমানকে থানায় আনা হলেও তার বিরুদ্ধে প্রতারনার শিকার হওয়া কেহ এখনও প্রত্যক্ষ অভিযোগ করেনি। তবে এবিষয়ে পরবর্তী করনীয় নিয়ে ভাবা হচ্ছে।
প্রতারিত হওয়া কলেজ ছাত্র রাকেশ, শবুজ, তপু ও আমিনুর জানান, কোম্পানীর প্রশিক্ষন দিয়ে আমাদের মুহুর্তের মধ্যে কোটিপতী বানিয়ে দেওয়া হয়! আমরা বুঝতে না পেরে যে যেভাবে পেরেছি টাকা যোগাড় করে কোম্পানীর লোকদের হাতে দিয়েছি। এদের মধ্যে কেউ ৩ টি কেউ ৫টি করে ডিস্ট্রিবিউটর হয়ে মোটা অংকের টাকা জমা দিয়েছে। তাছাড়া কোম্পানি থেকে ধনী হবার জন্য কথিত প্রশিক্ষন নিয়ে আরো ৫/৭শত টাকা দিতে হয়েছে। কিন্তু এখন জেনেছি এর সব ভুয়া এবং আমরা ৩ শত ছেলে-মেয়ে প্রতারনার পাঁদে পড়েছি। এই সকল বেকার ছাত্ররা এই হাই হাই এমএলএম কোম্পানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছে।
এদিকে, উক্ত হাই হাই কোম্পানী থেকে দেয়া একটি প্রশিক্ষন শীটে দেখা গেছে কিভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে এই কোম্পানীতে আনতে হবে। এছাড়া আছে কি ভাবে টাকা যোগাড় করে কোম্পানীর কাছে জমা দিতে হবে এবং পত্রিকায় কোম্পানীর বিরুদ্ধে নেগেটিভ সংবাদ ছাপা হলে তা কিভাবে সামাল দিতে হবে- সহ বিভিন্ন বিষয়ের বিস্তারিত আলোচনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদক-এর নামে ভুয়া নোটিশ দিয়ে আর্থিক সুবিধা দাবি, সতর্কবাণী

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর লোগো ও সিল ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভুয়া নোটিশ দিয়ে আর্থিক সুবিধা দাবি করার অভিযোগ কয়েকটি চক্রের বিরুদ্ধে। এ ধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দুদক।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুদকের উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রণব কুমার ভট্টাচার্য্য এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা দুদক কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে মোবাইল ফোন, টেলিফোন, ই-মেইল ব্যবহার করে; এমনকি কমিশনের লোগো সম্বলিত ভুয়া নোটিশ বা পত্রের মাধ্যমে বিভিন্ন শ্রেণি বা পেশার ব্যক্তিদের ভয়-ভীতি প্রদর্শন করে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করছে। এসব ব্যক্তির বিরুদ্ধে দুদকের কাছে বিভিন্ন অভিযোগ রয়েছে জানিয়ে তা থেকে অব্যাহতির জন্য মিথ্যা আশ্বাস দিচ্ছে চক্রের সদস্যরা।

এ ব্যাপারে দুদুক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুর্নীতি দমন কমিশনে কোনও একক ব্যক্তি বা কর্মকর্তার একক অভিপ্রায় অনুযায়ী কোনও অভিযোগ হতে কাউকে অব্যাহতি কিংবা কাউকে অভিযুক্ত করার আইনি সুযোগ নেই।

এছাড়া এ জাতীয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি, সাক্ষী এবং আসামিদের সঙ্গে অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের সকল প্রকার যোগাযোগ লিখিত পত্রের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ অনুসন্ধান বা তদন্তকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি, সাক্ষী এবং আসামিদের সঙ্গে দুদকের কর্মকর্তা কর্তৃক মোবাইল ফোন, টেলিফোন, ই-মেইল বা ব্যক্তিগত যোগাযোগ নিষিদ্ধ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনও ব্যক্তি বা ব্যক্তিবর্গ মোবাইল ফোন, টেলিফোন, ই-মেইল বা ব্যক্তিগতভাবে যোগাযোগপূর্বক দুদকের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করলে, বিষয়টি দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) মীর মো. জয়নুল আবেদীন শিবলী (টেলিফোন নম্বর-৯৩৫২৫৫২, মোবাইল নম্বর ০১৭১১-৬৪৪৬৭৫)-এর নিকট অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো। কোনও প্রকার অনৈতিক আর্থিক লেনদেনের দায়িত্ব দুর্নীতি দমন কমিশন গ্রহণ করবে না।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ নিজ কক্ষে আয়োজিত এক জরুরি সভায় জানান, প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যে সকল সংস্থায় চিঠি দেওয়া হয়েছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এ জাতীয় কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা মাত্র। তাই এদের আইনের আওতায় আনার জন্য আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।

দুদক সূত্রে জানা গেছে, এরই মধ্যে ভুয়া নোটিশ প্রদানকারী প্রতারক চক্রের একাধিক সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যমুনা টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি: ভালোবাসার চার বছর পার করলো যমুনা টেলিভিশন। পা রাখলো পাঁচ বছরে। যে কোন ঘটনার নিরপেক্ষ ও নির্ভুল তথ্য দর্শকের কাছে পৌঁছে দেয়ার স্বপ্ন সামনে রেখে, চার বছর আগে ২০১৪ সালের ৫ এপ্রিল যাত্রা শুারু করে জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশন। ‘সামনে থাকে ও সামনে রাখে’ এই শ্লোগানের সার্থকতা নিয়েই এগিয়ে চলছে সবার প্রিয় চ্যানেলটি ।দেশ-বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে জনগণের কাছে পৌঁছে দেবার অঙ্গীকার যমুনার।
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে বৃহস্পতিবার (৫ এপ্রিল ) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে কেক কাটা হয়।
যমুনা টিভির স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজীবের সঞ্চালানায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যমুনা টিভি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যমুনা টিভির সংশ্লিষ্ঠ সকলকে শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি আব্দুল ওয়াজেদ কচি, সাধারন সম্পাদক আব্দুল বারি, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সহকারি পরিচালক আনিছুজ্জামান , মানবকন্ঠের জেলা প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, খোলা কাগজের জেলা প্রতিনিধি ইব্রাহীম খলিল, আমার একুশের জেলা প্রতিনিধি আব্দুল আলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজি আক্তার হোসেন, সেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা সিদ্দিকা মুনমুন, ক্রিড়া প্রশিক্ষক আকবার হোসেন, বন্ধু চুলার পরিচালক মোস্তাক আহমেদ সিদ্দিকী ও বে-সরকারি উন্নয়ন সংস্থা বারসিকের জেলা কর্মকর্তা মমো, সুপ্রভাত সাতক্ষীরার নাহিদ সরদার, বাহালুল, নুরুল, জগন্নাথ সরকার, আব্দুল কাদের, ফাহাদ হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছায় ফ্রি চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: সামাজিক অবক্ষয়রোধ ও উন্নত সমাজ গঠনে লাইব্রেরীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে খুলনা জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্লা বলেছেন, তথ্য ও প্রযুক্তি এগিয়ে যাওয়ার কারণে বই পড়া কমে গেছে। তথ্য ও প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে তরুণ প্রজন্ম যাতে বিপদগামী না হয় এ জন্য তাদেরকে লাইব্রেরী মুখো করতে হবে। তথ্য ও প্রযুক্তির সুফল ও কুফল দুটি দিক রয়েছে। কে কিভাবে নিচ্ছে তার উপর নির্ভর করে এর সঠিক ব্যবহার। প্রযুক্তির সঠিক ব্যবহার করার পাশাপাশি ছেলে মেয়েদের সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে পরিবার থেকে তাদেরকে প্রকৃত শিক্ষা দিতে হবে। তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কার সাথে চলছে সে দিকে লক্ষ রাখতে হবে। শরীর ও মন ভাল রাখার জন্য খেলাধুলার মনোরম পরিবেশ তৈরী করার পাশাপাশি তাদেরকে বেশি বেশি বই পড়ায় অবস্থ্য করতে হবে। তিনি বলেন, অনির্বান লাইব্রেরী চিকিৎসা সেবাসহ নানামুখী সেবা মূলক কাজ করে সমাজে যে অবদান রাখছে তা প্রশংসার দাবীদার। ভবিষ্যতে লাইব্রেরীর এ ধরণের কর্মকান্ড যাতে অব্যাহত থাকে এ জন্য তিনি সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার সকালে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও পাইকগাছার ঐতিহ্যবাহী অনির্বান লাইব্রেরী আয়োজিত ফ্রি চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। মাহমুদকাটীস্থ অনির্বান লাইব্রেরী মিলনায়তনে লাইব্রেরীর সভাপতি সমীরণ দে এর সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক অতিথি ছিলেন, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ ইব্রাহিম, জেলা পুলিশ সুপারের সহধর্মীনি রানু আখন্দ, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, পার্লামেন্ট জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্র, অধ্যাপক অশোক ঘোষ, উপাধ্যক্ষ আফসার আলী, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য শাকিলা রুমা। লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাঃ রীতা ও ডাঃ সেলিনা, মীর মিজানুর রহমান, শেখ আব্দুল্লাহ, জসিম, মেহেদী, রাজিয়া সুলতানা, মীম, মিতা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে আড়াই শতাধিক দুস্থ্য ও অসহায় রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest