সর্বশেষ সংবাদ-
৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠনসাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমেরএসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিততালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটসাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন

মাকে সম্মান জানাতে ইন্দোনেশিয়ার স্কুলে অসাধারণ রীতি

ধর্মগ্রন্থ বলছে, মায়ের পায়ের নীচে সন্তানের বেহস্ত। কিন্তু অনেক সন্তানই আছেন যারা মাকে একটা সময়ে যথাযথ সম্মান দেওয়া তো দূরের কথা, রীতিমত অবজ্ঞা করেন। আর এর জন্য দায়ী ধর্মীয় ও মানবিক শিক্ষার অভাব। মায়ের প্রতি শ্রদ্ধা-ভালাবাসার শিক্ষাটা শৈশবেই শিশুর মগজে-মননে-অভ্যাসে গেঁথে দেওয়া উচিত।

মায়ের প্রতি সম্মান জানাতে ইন্দোনেশিয়ার একটি স্কুলে পালন করা হয় অসাধারণ এক রীতি। ওই স্কুলে প্রতিবছর বাধ্যতামূলকভাবে একটি অন্যরকম দিন পালন করা হয়। ওইদিন সব ছাত্র-ছাত্রীর মা-কে স্কুলে আমন্ত্রণ জানানো হয়। স্কুলের মাঠে শুরু হয় অনুষ্ঠান। সব ছাত্রকে নির্দেশ দেওয়া হয় নিজেদের মায়ের দুই পা পানি দিয়ে পরিস্কার করে মুছে দিতে। ছাত্ররা যত্নের সঙ্গে সেই নির্দেশ পালন করে।

কিন্তু কেন এই কর্মসূচি? কারণ, ইন্দোনেশিয়ার ছাত্রদের জীবনের প্রথম পর্ব থেকেই শেখানো হয়-ভবিষ্যত জীবনে তারা যেন বাবা-মায়ের যত্ন নিতে ভুল না করে। এর মাধ্যমে দেশটির শিশুদের বার্তা দেওয়া হয়-‘মায়ের পায়ের নীচে সন্তানের বেহস্ত।’ এটা ইসলাম ধর্মের বাণী।
ওই রীতির মাধ্যমে শুধু মায়ের প্রতি নয় একজন নারীর প্রতিও বাল্যকাল থেকে শ্রদ্ধাবোধ তৈরী হওয়া সম্ভব বলে মনে করেন অনেকেই।

ইন্দোনেশিয়ার স্কুলের এই রীতি হায়দরাবাদ মিশন স্কুলেও পালন হয় বলে জানা গেছে।

ইসলামের খলিফা হযরত আলী বলেছেন, ‘যে মা তোমাকে কথা বলা শিখিয়েছেন তাঁর সাথে তীক্ষ্ণ ভাষায় কথা বলো না।’

আসুন, সুন্দর মানবিক বিশ্ব গড়ে তুলি, মাকে ভালোবাসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সানরাইজার্স হায়দরাবাদের সংগ্রহ ছিল অল্প। তবে অতিথি বোলারদের আগুন ঝরানো বোলিংয়ে সেটাই স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ানস ব্যাটসম্যানদের জন্য হয়ে দাঁড়িয়েছিল পাহাড় সমান। সে পাহাড় আর টপকাতে পারেনি মুস্তাফিজুর রহমানরা। লো-স্কোরিং ম্যাচটা ৩১ রানে জিতে নিয়ে আসরে নিজেদের চতুর্থ জয় তুলে নিল সাকিব আল হাসানের দল।

প্রথম ব্যাটিং করে সাকিবদের সংগ্রহ ছিল সব উইকেট হারিয়ে ১১৮ রান। ১১৯ রানের মামুলি লক্ষ্যটাও তাড়া করতে পারেনি মুস্তাফিজের দল। জবাব দিতে নেমে মুম্বাই গুটিয়েছে একশোর আগেই। তারাও অলআউট হয়েছে ৮৭ রানে।

ওয়াংখেড়েতে স্বাগতিকদের দারুণ চাপে রেখেই নিজেদের বোলিং শুরু করে হায়দরাবাদ। সেই চাপ আরও বাড়িয়ে দিতে হায়দরাবাদ অধিনায়ক কেইন উইলিয়ামসন পঞ্চম ওভারেই নিয়ে আসেন সাকিবকে।

অধিনায়ককে নিরাশ করেননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। প্রথম ওভারে মাত্র দুই রান দিয়ে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে তুলে নেন সাকিব। আর এই উইকেট নিয়েই প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০তম উইকেটের দেখা পেলেন সাকিব। সাথে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে চার হাজারের বেশি রান আর তিনশো উইকেট নেওয়ার ক্লাবেও ঢুকে গেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

নিজের দ্বিতীয় ওভারে সাকিব দিয়েছিলেন মাত্র তিন রান। তৃতীয় ওভারটায় একটু খরুচে ছিলেন বটে বাঁহাতি স্পিনার। এক ছয় সহ দিয়েছিলেন ১১ রান। অবশ্য এক ওভার আগেই অলআউট হয়ে যাওয়ায় আর বোলিংয়েরই সুযোগ পাননি সাকিব। সব মিলিয়ে বল করেছেন তিন ওভার। ১৬ রান খরচায় তুলে নিয়েছেন এক উইকেট, ওভার প্রতি রান গুনেছেন ৫.৩৩ গড়ে।

হায়দরাবাদের হয়ে দারুণ বোলিংয়ে চার ওভারে মাত্র ১১ রান খরচায় রশিদ খান তুলে নিয়েছেন জোড়া উইকেট। সাথে সিদ্ধার্থ কাউল তিনটি ও বাসিল থাম্পি নিয়েছেন দুটি করে উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক মিস আমেরিকা বিয়ে করলেন সমকামী তরুণীকে!

মিস আমেরিকা হিসেবে মুকুট জয়ী দেইদ্রে ডাউনস গুন সমকামী তরুণীকে বিয়ে করলেন। যুক্তরাষ্ট্রের আলবামা প্রদেশে এ দুই নারী সমকামী বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।

পেশায় চিকিৎসক দেইদ্রে ডাউনস গুন ২০০৫ সালে মিস আমেরিকার মুকুট বিজয়ী। তিনি অপর নারী অ্যাটর্নি অ্যাবোট জোনসকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন।

বিয়ের আনুষ্ঠাকিতা সারার পর বার্মিংহামের শিল্প যাদুঘরে যান তারা। গুন বলেন, আমাদের পরিবার ও বন্ধুদের সামনে আমাদের দু’জনের ভালোবাসার সবচেয়ে অর্থপূর্ণ অঙ্গীকারের অংশ আজকের এই দিনটি।

ডাউনস গুন এর আগে অ্যান্ড্রু গুনের সঙ্গে ২০০৮ সালে সাতপাকে বাঁধা পড়েন। তাদের সেই সংসারে জ্যাক নামে আট বছরের একটি ছেলেও রয়েছে।

সংসার ভেঙে গেলে সমকামী তরুণী অ্যাবোট জোনসকে বিয়ে করেন তিনি। তার সঙ্গে গুনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল তার ছেলে জ্যাক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া উপজেলা জাসদ এর কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি: কলারোয়া উপজেলা জাসদ- এর কমিটি গঠন করা হয়েছে। ২৩ এপ্রিল কলারোয়া উপজেলার সম্মেলন শেষে কলারোয়া পৌরসভা, চন্দনপুর, দেয়াড়া, হেলাতলা, জালালাবাদ, জয়নগর, কেরালকাতা, কয়লা, কুশোডাঙ্গা, লাঙ্গলঝাড়া, সোনাবাড়িয়া, যুগিখালী, কেড়াগাছী ইউনিয়ন কমিটির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে ও কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনকে সভাপতি, সহ-সভাপতি মুনসুর আলী, আবু বকর সিদ্দিক, অধ্যাপক আব্দুর রাজ্জাক কে সাধারণ সম্পাদক, রেজাউল ইসলাম কে যুগ্ম সাধারণ সম্পাদক ও মিজানুর রহমানকে সাংগঠনিক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কলারোয়া উপজেলা কমিটি গঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আবদুল হামিদ

বাংলাদেশের ২১তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন মো. আবদুল হামিদ। আজ সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে রাষ্ট্রপতি পদে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন তিনি।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, মন্ত্রিপরিষদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান।

বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে ১৭ জন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে মো. আবদুল হামিদই হচ্ছেন প্রথম ব্যক্তি, যিনি পরপর দুইবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ছিল ৫ ফেব্রুয়ারি এবং নির্বাচনের তারিখ ছিল ১৮ ফেব্রুয়ারি। নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নাম দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাব করা হয়। এ নির্বাচনে আর কেউ প্রার্থী না হওয়ায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।

২০১৩-এর ২৪ এপ্রিল প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ।

তিনি ১৯৭০ সালে ময়মনসিংহ-১৮ থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য, ১৯৭২ সালে গণপরিষদ সদস্য, ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে, ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ  ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচন হন।

তিনি সপ্তম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হন এবং ১৩ জুলাই ১৯৯৬ থেকে ১০ জুলাই ২০০১ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি স্পিকার নির্বাচিত হন এবং ১২ জুলাই ২০০১ থেকে ২৮ অক্টোবর ২০০১ পর্যন্ত দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদে তিনি ২০০১ সালের ১ নভেম্বর থেকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘স্বাধীনতা পুরস্কার-২০১৩’ প্রদান করা হয়।

জনাব মো.আবদুল হামিদ বিবাহিত। তিনি তিন পুত্র ও এক কন্যার জনক।

বিভিন্ন দেশের সংবিধান ও ইতিহাস গ্রন্থ এবং জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি সম্বলিত পুস্তক পাঠ করা তাঁর প্রিয় শখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ী ইউনিয়নের খাস খাল অবৈধভাবে ভোগ দখলের অভিযোগ!

শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের খাস খাল অবৈধভাবে ভোগ দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছে নুরুজ্জামান নামের এক ব্যক্তি।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, খুটিকাটা গ্রামের সৈয়দ আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম খুটিকাটা ও কাঁঠালবাড়ীয়া মৌজার সোতা সংক্রান্তি খাল সরকারের রজস্ব ফাঁকি দিয়ে তিন বছর যাবত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

লিখিত অভিযোগ সুত্রে আরও জানা যায়, বাংলাদেশ সরকারের পক্ষে মোঃ নুরুজ্জামান, শচীন্দ্রনাথ মণ্ডল, ইউপি সদস্য সুধাংশু মন্ডল সহ অত্র এলাকার শতাধিক ব্যক্তি প্রতিকার চেয়ে লিখিত অভিযোগটি করেন।

ইতিমধ্যে ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দও বিষয়টি তদন্ত করেছেন।

এ বিষয়ে প্রতিকারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকা বাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিংড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি : ফিংড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া এলাকার কালিমন্দির চত্বরে পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি এর সহযোগিতায় বাংলাদেশ লাইভস্টক প্রোডাক্টশন ফর ইনপ্র“ভড নিউট্রিশন প্রকল্পের আয়োজনে এবং এসিডিআই/ ভোকার বাস্তবায়নে আলোচনাসভায় সভাপতিত্ব করেন আব্দুর রহমান মোড়ল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১৪নং ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান শামসুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্যতত্ত্বাবধায়ক জগদিশ চন্দ্র হাওলাদার, বালিথা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপ্রাইটার আলমগীর হোসেন। প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন, ফিল্ড কো-অর্ডিনেটর ডা: মোঃ রেদওয়ানুল হক, মাঠ সহায়তাকারী জান্নাতুন নেছা প্রমুখ। অনুষ্ঠানে শুরু একটি বর্ণাঢ্য র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং অনুষ্ঠানের শেষে টক দই ও মিষ্টি দই তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারক মন্ডলী দইয়ের গুনগতমান যাচাই করে ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কমিউনিটি এজেন্ট এবং স্থানীয় প্রাণি সম্পদ কর্মী সহযোগিতা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা পরিবারে সন্ত্রাসী হামলা: ভাঙচুর, লুটপাট, আহত-৪

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় দিনদুপুরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা এসময় আড়াই ভরি ওজনের সোনার গহনা, নগদ দেড় লক্ষ টাকা ও জরুরী কাগজপত্র লুট করেছে। ভাঙচুর করেছে দুটি মটরসাইকেল, একটি কম্পিউটার, একটি টেলিভিশনসহ আসবাবপত্র। বাড়ির উঠানে ছুড়ে ফেলা হয়েছে কাপড় ও অন্যান্য জিনিসপত্র। সন্ত্রাসী হামলায় আহত হয়েছে শিশুসহ চারজন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে সাতক্ষীরা শহরের মেহেদিবাগে প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্যার বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে এ তান্ডব চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার এসআই মনিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে। তবে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্যার পুত্রবধু আহত আসমা খাতুন (৩০) জানান, বেলা ১১টার দিকে সদর উপজেলার কুশখালি গ্রামের আহমদ আলি গাজির ছেলে গোলাম মোস্তফা বাবু, একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাজুবাবু মুন্না, মেহেদিবাগের মৃত নজির আহমেদের ছেলে শাহজালাল সবুজ, হাওয়ালখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম, মেহেদিবাগের নূর ইসলামের ছেলে মিলন গাজি, কামারবায়সা গ্রামের মোবারক আলির ছেলে রবিউল ইসলাম সহ ২০/২৫ জন মটরসাইকেলে হুইসেল বাজিয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের বাড়ির সামনে অবস্থান নেয়। এসময় বাড়ির গেট বন্ধ থাকায় শাহজালাল সবুজ প্রাচির টপকে গেট খুলে দেয়। এরপর সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে নারী ও শিশুদের জিম্মি করে ফেলে। একপর্যায়ে সন্ত্রাসীরা ভাঙচুর ও লুটতরাজ চালায়। এসময় সন্ত্রাসী হামলায় আহত হয় শফিকুল ইসলামের মেয়ে সাবরিনা আফরিন (২২), তরিকুল ইসলামের স্ত্রী আসমা খাতুন (৩০) ও ছেলে আরাফাত (৭)। এছাড়া আনোয়ারা বেগম ও জাহানারা খাতুন নামে আরো দুজন আহত হয়। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ফিরে সাতক্ষীরা সদর থানার এসআই মনির জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনার সময় মুক্তিযোদ্ধা পরিবারটির কোনো পুরুষ সদস্য বাড়িতে ছিলেন না। সন্ত্রাসী হামলার ঘটনাটি তিনি সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদকে জানিয়েছেন।
সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগে সন্ত্রাসীরা ভাঙচুর লুটপাট করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে মামলা হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest