সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

ইয়াবাসহ সরুলিয়া ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি আটক

সাতক্ষীরার তালায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সভাপতিকে ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে তালা উপজেলার  পাটকেলঘাটা বাজার থেকে ডিবি পুলিশ তাদের আটক করে।আটক দুই নেতা হলেন তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সাহিদুজ্জামান হিরু ও ইউনিয়নের যুবলীগের সভাপতি আসাদুজ্জামান মিন্টু।সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পাটকেলঘাটা বাজারে অভিযান চালায়। এ সময় শেখ সাহিদুজ্জামান হিরু ও আসাদুজ্জামান মিন্টুকে চ্যালেঞ্জ করে ডিবি পুলিশ। তাদের দেহ তল্লাশি করে ৪৭টি ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগ নেতার মারধরের ভিডিও ভাইরাল

চট্টগ্রামের জিইসি মোড়ের ইউনিএইড নামের ওই কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়াকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি গত ১৭ ফেব্রুয়ারির বিকেলের।

ভিডিওটিতে দেখা যায়, সিগারেট হাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলার এক পর্যায়ে রাশেদ মিয়ার ওপর চড়াও হন; একের পর এক চড় মারতে থাকেন, মাঝে মাঝে রাশেদের চুল ধরে মারেন।

মারধরের ঘটনাটি ওই কার্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়ে। তারপর ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ভাইরাল হবার পর সংগঠন থেকে পদত্যাগ করেছেন রনি।

এ ঘটনায় বৃহস্পতিবার পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রাশেদ। অভিযোগ পাওয়ার কথা জানিয়ে থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হবে।

অভিযোগে রাশেদ বলেছেন, রনি এবং তার সহযোগীরা জিইসি মোড়ে তার কার্যালয়টি ব্যবহার করতেন। তাদের নিষেধ করায় রনি ক্ষিপ্ত হয়ে গত ১৭ ফেব্রুয়ারি ওই কার্যালয়ে গিয়ে তাকে মারধর করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

১৭ ফেব্রুয়ারির ঘটনাকে একটি ‘অপ্রীতিকর ঘটনা’ বললেও চাঁদা দাবির কথা অস্বীকার করেছেন রনি। তার দাবি, ওই কোচিং সেন্টারে তার অংশীদারিত্ব রয়েছে এবং এ নিয়ে দ্বন্দ্বের জেরে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

ঘটনা নিয়ে আলোচনার মধ্যে সন্ধ্যায় সংগঠন থেকে পদত্যাগ করার বিষয়টি নিজের ফেসবুক জানান নুরুল আজিম রনি। মহানগর ছাত্রলীগের প্যাডে লেখা অব্যাহতিপত্রটি রনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখেছেন।

অব্যাহতিপত্রে রনি উল্লেখ বলেছেন, পিতা মুজিবুরের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক পদ থেকে সজ্ঞানে অব্যাহতি নিলাম। একান্ত ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি।

গত কয়েক বছরে এইচএসসি ও এসএসসিতে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন রনি।

তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের কারণে নগরীর বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজ কর্তৃপক্ষ এএসসি ও এইচএসসিতে নেওয়া অতিরিক্ত ফি ফেরত দিতে বাধ্য হয়। এছাড়া বিভিন্ন স্কুলে ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধেও তার নেতৃত্বে চট্টগ্রামে আন্দোলন করে ছাত্রলীগ।

সম্প্রতি এইচএসসিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ওঠা চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগে মামলা হয় রনির বিরুদ্ধে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইএসের সঙ্গে যোগাযোগের দায়ে ইরাকে ৩০০ জনের মৃত্যুদণ্ড

সন্ত্রাসবাদী সংগঠন আইএসের সঙ্গে যোগাযোগের অভিযোগে এখনও পর্যন্ত ৩০০ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ইরাকের আদালত৷ সাজাপ্রাপ্তদের মধ্যে অনেক বিদেশিও রয়েছেন৷

সূত্রের খবর, উত্তর ইরাকের মোসুলে এবং বাগদাদের আদালতে সন্দেহভাজনদের নিয়ে মামলা চলে৷ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৯৭ জন নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ এবং ১৮৫ জনকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়েছে৷

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষ থেকে আবদেল সাত্তার জানান, মোসুলের কাছে একটি আদালতে ২১২জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে৷ একসময় এই জঙ্গি সংগঠন দেশের এক তৃতীয়াংশে কব্জা করে নিয়েছিল৷ তবে পরবর্তীকালে ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়৷

প্রসঙ্গত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তুলে ধরা একটি রিপোর্ট থেকে জানা গেছে, ইরাকে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে নারী এবং শিশুদের ওপর শাস্তিস্বরূপ চলছে যৌন নির্যাতন৷ এমনকি বাড়িও ফিরতে দেওয়া হচ্ছে না তাদের, বিভিন্ন ক্যাম্পে তাদের ওপর চলছে অত্যাচার,

লন্ডনের মানবাধিকার বিষয়ক এই আন্তর্জাতিক বেসরকারী সংস্থা আটটি ক্যাম্পের ৯২ জন মহিলার সাক্ষাৎকারের ওপর ভিত্তি করেই এই রিপোর্ট পেশ করে বলে জানা যায়৷ এই ক্যাম্পে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হচ্ছে নারীদের৷ রয়েছে ধর্ষণের হুমকিও৷ অনেকে ধর্ষণের সাক্ষী হয়েছে, কেউবা সেই ভয়াবহ অত্যাচারের চিৎকারও শুনেছে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭০০ বছরের বটবৃক্ষকে বাঁচাতে চলছে স্যালাইন!

বয়স ৭০০ বছর গড়িয়ে গেছে। ইতিহাসের গড়েছে, ইতিহাস ভেঙেছে তার সামনেই। যুগের পর যুগ ধরে একাধিক ঘটনা প্রবহমান সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বট বৃক্ষটি। তিন একর জায়গা জুড়ে রয়েছে তার বিস্তৃতী। খ্যাতি আজও অমলিন।

সেই বৃদ্ধ প্রাচীণ বটবৃক্ষের দর্শনে এখনও দূরদূরান্তের পর্যটকরা হাজির হন দক্ষিণ ভারতের একটি রাজ্য তেলঙ্গানার মেহবুবনগরে। কিন্তু বয়সের ভারে ক্রমশ জীর্ণ হয়ে যাচ্ছে সেই বট বৃক্ষের শিকড়। রোগ ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে। তবে প্রাচীন এই বট বৃক্ষকে কোনওভাবেই ছাড়তে নারাজ মেহবুবনগর।

তাই রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে বটবৃক্ষের চিকিৎসা শুরু হয়ে গেছে। তাবড় চিকিৎসকরা পরীক্ষা করে গেছেন। শিকড়ে নতুন করে প্রাণ সঞ্চারে চলছে চিকিৎসা। স্যালাইনের বোতলে কীটনাশক ভরে ধীরে ধীরে শিকড়ে প্রবেশ করানো হচ্ছে।

মেহবুব নগরের জেলা শাসক রোনাল্ড রস নিজে তদারকি করছেন চিকিৎসার। তেলঙ্গানার বনদপ্তরের এক কর্মকর্তা গত বুধবার সরজমিনে ঘুরে দেখে গিয়েছেন বটবৃক্ষের চিকিৎসা। প্রতিদিনই চলছে খোঁজ খবর নেওয়া সেই বট বৃক্ষের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেঞ্চুরি হাঁকালেন ক্রিস গেইল

আইপিএলের একাদশ আসরে সর্বপ্রথম সেঞ্চুরি এলো ক্রিস গেইলের ব্যাট থেকে। সানরাইজ হায়দরাবাদের বিপক্ষে ৫৮ বলে শতরান করেন গেইল।

তার ইনিংসে ছিল ১টি চার ও ১১টি ছয়ের মার। প্রীতি জিনটার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এটি গেইলের দ্বিতীয় ম্যাচ। গত ম্যাচে চেন্নাই সুপার কিংস’র বিপক্ষে অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি।

গেইলের ব্যাটিং সাইক্লোনে সানরাইজার্সের সামনে ১৯৪ রানের টার্গেট রাখল কিংস ইলেভেন পাঞ্জাব৷ শেষ পর্যন্ত ৬৩ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন গেইল৷ এছাড়া ২১ বলে ৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন করুণ নায়ার৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রনিকে কেন্দ্রীয় ছাত্রলীগ অব্যাহতি দিল

ছাত্রলীগ চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদনপত্র নিজের ফেসবুক ওয়ালে আপলোড করেন নুরুল আজম রনি।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লেখা আবেদনপত্রে তিনি লিখেছেন, ‘পিতা মুজিবুরের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক পদ থেকে আমি সজ্ঞানে অব্যাহতি নিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এমতাবস্থায় সংগঠনের জৌষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এবং এ সংক্রান্তে যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আবেদন করছি। প্রাণের ছাত্রলীগ ভালো থেকো। স্বকীয়তা নিয়ে লড়াই করার সৎ সাহস রেখো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

প্রসঙ্গত, গত ৩১ মার্চ চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ছাত্রদের পক্ষে আন্দোলনের এক পর্যায়ে অধ্যক্ষ জাহেদ চৌধুরীকে মারধরের ঘটনায় রনিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয় চকবাজার থানায়। এরপর এ ঘটনার রেশ না কাটতেই আজ বৃহস্পতিবার সকালে নগরের পাঁচলাইশ থানায় ২০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা করেন ইউনিএইড কোচিংয়ের পরিচালক মোহাম্মদ রাশেদ মিয়া।

https://www.facebook.com/DailyProthomAlo/videos/2007076002658809/

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইম ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় শেখ হাসিনা

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’এর করা এই তালিকা বৃহস্পতিবার প্রকাশিত হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এ তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন-এর নামও রয়েছে। বলিউড অভিনেত্রী দিপীকা পাড়ুকোনের নামও রয়েছে তালিকায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শেখ হাসিনার নাম অবশ্য নতুন নয়। ইতোপূর্বে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন, কাতারভিত্তিক আল জাজিরা, যুক্তরাজ্যভিত্তিক বিবিসি ওয়াল্ডে গুরুত্ব সহকারে তার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে।

বিভিন্ন সময়ে জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’, জাতিসংঘ ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’, ডব্লিউআইপি (ওম্যান ইন পার্লামেন্ট) গ্লোবাল অ্যাওয়ার্ড-এর মতো নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা তাঁতীলীগের সদস্যপদ নিয়ে অয়নের বিবৃতি

সাতক্ষীরা জেলা তাঁতীলীগের নবগঠিত আহবায়ক কমিটির সাথে কোন সম্পর্ক নেই দাবি করে বিবৃতি প্রদান করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহছান হাবিব অয়ন। বিবৃতি তিনি বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। বর্তমানে একটি ঘটনাকে কেন্দ্র সাতক্ষীরার বাইরে থাকার সুযোগ একটি মহল আমার সাথে কোন প্রকার যোগাযোগ বা অনুমতি না উক্ত কমিটিতে আমার নাম অন্তর্ভূক্ত করেছে। আমর সাথে তাঁতীলীগের কোন সম্পর্ক ছিলো না। বর্তমানেও নেই। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest