সর্বশেষ সংবাদ-
তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন

যেভাবে বলিউডে বাংলাদেশের নাবিলা সাদিয়া

নাবিলা সাদিয়া। সোশাল হ্যান্ডেলের ছবি দেখলে মনেই হবে না এই মেয়ে বাংলাদেশের। ছবিতে পশ্চিমা প্রলেপ। তথ্য উপাত্তের স্থানে একটি বলিউড ফিল্মের অভিনেত্রী হিসেবে কাজের উল্লেখ। ‘আর ইউ বাংলাদেশি?’ এমন প্রশ্ন পাঠানো হয়েছিল নাবিলা সাদিয়ার সোশাল হ্যান্ডেলের মেসেঞ্জারে। ওদিক থেকে উত্তর এলো ‘ইয়েস’।

এরপরই বিস্তর জানা গেল নাবিলা সম্পর্কে। বাংলাদেশের উত্তর জনপদের ছোট শহর সৈয়দপুরে শৈশব-কৈশোর কাটানো নাবিলা এখন অস্ট্রেলিয়ার ক্যানবেরায় থাকেন। ‘আমার জন্ম যশোরে হলেও যশোরের কিছুই মনে নেই। আমার বেড়ে ওঠা, পড়াশোনার শুরু সবকিছুই সৈয়দপুরে। ইন্টারমিডিয়েট পর্যন্ত সেখানেই আমার পড়াশোনা এরপর চলে আসি অস্ট্রেলিয়ায়।’ অস্ট্রেলিয়া থেকে কথাগুলো বলছিলেন নাবিলা সাদিয়া।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ ক্যানবেরায় ব্যাচেলর্স ইন ইনফরমেশন টেকনোলজিতে অধ্যয়নরত অবস্থাতেই সেখানের একটি মডেল এজেন্সিতে যুক্ত হন নাবিলা সাদিয়া। একই সাথে একটি নাচের প্রতিষ্ঠানে যোগদান করেন। ক্যানবেরা স্কুল অব বলিউড ড্যান্সিং-এর মেন্টর হিসেবে কাজ করছেন তিনি। মডেলিং ক্যারিয়ারকে যখন ধীরে ধীরে এগিয়ে নিচ্ছিলেন তখনই বলিউডের নতুন একটি ছবিতে কাজের প্রস্তাব আসে।

নাবিলা বলেন, আমি স্ক্রিন টেস্ট দিয়ে উত্তীর্ণ হই। ছবিটির পরিচালক দেবেশ প্রতাপ সিং। ছবিটি গ্যাংস্টার ও আন্ডার ওয়ার্ল্ড নিয়ে। যেখানে একজন নায়কের বিপরীতে দুজন মেয়ের চরিত্র। রিনা ও মিনা চরিত্রের মধ্যে আমার প্রথমে মিনা চরিত্রে কাজ করার কথা থাকলেও হিন্দি টানের কারণে আমাকে রিনা চরিত্র করতে হয়।’

পারিশান পারিন্দা নামের এই ছবিটিতে আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে কাজ করা হয়। যার মধ্যে সিঙ্গাপুর ও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বেশ ক’জন শিল্পী অভিনয় করেন। ‘এই ছবিতে অভিনয়ের পরই অস্ট্রেলিয়ায় আমার বিভিন্ন কাজের অফার আসতে থাকে।’ বলেন নাবিলা। ছবিটির শুটিং গত বছর শেষ হলেও ভারত ও অস্ট্রেলিয়ায় মুক্তি পায় চলতি বছরের মার্চে।

ভারতের শীর্ষ টেলিভিশন জিটিভি অস্ট্রেলিয়ায় উপমহাদেশের প্রতিযোগীদের নিয়ে আয়োজন করে ‘সুপারস্টার অস্ট্রেলিয়া’ যেখানে নাবিলা সাদিয়া শীর্ষ দশে অবস্থান করেন। এ ছাড়াও সুন্দরীদের প্রতিযোগিতা ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ২০১৭’ তে প্রথম রানার আপ হন। এই অর্জনের কারণে বলিউড অভিনেতা জন আব্রাহামের সাথে ডিনার পার্টিতে অংশ নেওয়া হয়। জন আব্রাহামের সাথে একটি গানের নাচে অংশ নেন নাবিলা।

নাবিলা সাদিয়া ইতিমধ্যে গ্রাজুয়েশন শেষ করেছেন। কাজ করছেন অস্ট্রেলিয়ার মিডিয়াতে। কিছুদিন আগেই বাংলাদেশ ঘুরে গিয়েছেন। দুই মাসের সফরে বেশকিছু কাজও করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো আদনান আল রাজীবের নির্দেশনায় গ্রামীণফোন ফোরজির টেলিভিশন বিজ্ঞাপন, ইশতিয়াক আহমেদের নির্দেশনায় একটি কবিতার দৃশ্যায়নের মডেল হয়েছেন, যেখানে তরুণ অভিনেতা ইভান সাইর তাঁর বিপরীতে ছিলেন। এ ছাড়াও ভিকি জায়েদের পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছেন নাবিলা।

শৈশব থেকেই সৈয়দপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা সাদিয়া নাবিলা নাচ-গানে ছিলেন অনন্য। যেকোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর ছিল উজ্জ্বল উপস্থিতি। ফের বাংলাদেশেই ফিরতে চান তিনি। এ দেশের শোবিজে নিজেকে মেলে ধরতে চান এই অভিনেত্রী ও মডেল। নাবিলা সাদিয়া বলেন, ‘আমি যেহেতু মিডিয়াতে কাজ করছি, সেই কাজটি যদি আমার নিজ দেশে করতে পারি তাহলে তো ফিরবোই।’

তিনি বলেন, ‘বাংলাদেশে কয়েকটি কাজ করেছি, আমার ভালো লেগেছে। অবশ্যই আমার ফিল্মে কাজ করার ইচ্ছে। এমন অনুকূল পরিবেশ তৈরি হলে কিংবা সুযোগ হলে আমি বাংলাদেশেই স্থায়ী হতে চাই। হাজার হলেও আমার নিজের দেশ, নিজের দেশে কাজ করার বিষয়টি নিশ্চই অনেক আনন্দের।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেপালে ইউএস-বাংলা বিমান বিধ্বস্তের রহস্য উদঘাটন

নেপালে ইউএস-বাংলা বিমানের অবতরণের আগে পাইলট ও কন্ট্রোল রুমের মধ্যে সঠিক যোগাযোগ ছিল না বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে দেশটির তদন্ত কমিশন। বুধবার (১১ এপ্রিল) তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন নেপালে ইউ এস বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার দুই মিনিট আগে পাইলটের সাথে কন্ট্রোল রুমের যোগাযোগ ছিলো না বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে ইউএস-বাংলার বৈমানিকদের শেষ মুহূর্তের যে কথোপকথন ইন্টারনেটে ঘুরছে, তাতে দুই পক্ষের ভুল বোঝাবুঝি স্পষ্ট। নিয়ন্ত্রণ কক্ষের সাথে এই ধরনের বিভ্রান্তি সাধারণত পাইলটদের হয় না বললেই চলে।

কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরের ঝুঁকিপূর্ণ উত্তর প্রান্ত বা রানওয়ে ২০ দিয়ে না নামতে বৈমানিকদের প্রতি সাধারণ নির্দেশনা রয়েছে বিমান সংস্থাগুলোর।

কিন্তু বিধ্বস্তের আগে নিয়ন্ত্রণ কক্ষের নির্দেশনা না শুনে ওই রানওয়ের দিকেই কেন যাচ্ছিল ইউএস-বাংলার উড়োজাহাজটি, তা এখন বড় প্রশ্ন।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। ফ্লাইটটিতে ৩৬ বাংলাদেশি আরোহী ছিলেন। এর মধ্যে ২৬ নিহত ও ১০ জন আহত হন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় নেপাল সরকারের গঠিত ৬ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সঙ্গে কাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. মোস্তাফিজুর রহমান পিএসি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মোজাম্মেল হক, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পিপি এড. ওসমান গণি, সড়ক ও জনপদ সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, শামনগর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, বিআরটিএ’ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা হিন্দু বৈদ্ধ্য ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু প্রমুখ। জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সাতক্ষীরা সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি, শহরের যানজট নিরসন, সাতক্ষীরা পৌর এলাকা সিসি টিভির আওতায় আনা প্রসঙ্গ, আগামী ২০ মে’র মধ্যে সাতক্ষীরা বাইপাস সড়ক প্রাথমিক পর্যায়ে চলাচলের উপযোগি করে তোলা, বিনেরপোতায় অবৈধ স্থাপনা ও সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী মার্চ ২০১৮ মাসে মোট মামলা হয়েছে ২শ’ ৪৮টি মামলা হয়েছে। এসময় সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশের ডিআইজি পদে রদবদল

পুলিশের উচ্চপর্যায়ের কিছু পদে রদবদল করা হয়েছে। বদলি করা হয়েছে ডিআইজি পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে। গতকাল বুধবার (১১ এপড়ীল) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। একইদিনে পৃথক আদেশে ১৯ জন পুলিশ সুপারকেও বদলি করা হয়েছে।

বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে পুলিশ অধিদফতরের ডিআইজি একেএম শহিদুর রহমানকে টিএন্ডআইএম, টিএন্ডআইএমের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদকে পুলিশ অধিদফতরের, র‍্যাবের পরিচালক (ডিআইজি পদে পদোন্নতি পাওয়া) খন্দকার লুত্ফুল কবিরকে অ্যান্টি টেররিজম ইউনিট, অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মনিরুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, এসপিবিএনের ডিআইজি বিশ্বাস আফজাল হোসেনকে এসবি ও এসবি’র ডিআইজি মোশাররফ হোসেন ভুঁঞাকে সিআইডিতে বদলি করা হয়েছে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া ১৯ কর্মকর্তাকেও বদলি বা পদায়ন করা হয়েছে। তারা হলেন-সিআইডির নীগার সুলতানা, নাসির উদ্দিন আহমেদ, বগুড়া চতুর্থ এপিবিএনের আবদুল লতিফ, র্যাবের মোহাম্মদ নজরুল ইসলাম, সোহেল রেজা, জয়পুরহাটের বেলায়েত হোসেন, পুলিশ অধিদফতরের জাহিদ হোসেন ভূঞা, ডিএমপির মোহাম্মদ শরিফুর রহমান, ফাতিহা ইয়াসমিন, নীলফামারী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মহিদুল ইসলাম, খুলনা পিটিসির শুক্লা সাহা, শরীয়তপুরের মোহাম্মদ এহসান শাহ, নৌ-পুলিশের কফিল উদ্দিন, কুষ্টিয়ার জয়নুল আবেদীন, লক্ষীপুরের অনির্বান চাকমা, নাটোরের খাইরুল আলম, ঠাকুরগাঁওয়ের দেওয়ান লালন আহমেদ, পিবিআই ঢাকার আপেল মাহমুদ ও সিএমপির কাজী মুত্তাকী ইবনু মিনান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জেএসসি-জেডিসি’তে বৃত্তি পেয়েছে ৯৪ কৃতি শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি: সদ্য প্রকাশিত ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার বৃত্তির ফলাফলে কলারোয়া উপজেলার বিভিন্ন হাইস্কুল ও মাদরাসা থেকে ৯৪জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২৫ শিক্ষার্থী আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬৯ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়- জেএসসিতে উপজেলার বিভিন্ন হাইস্কুল থেকে ১৮জন ট্যালেন্টপুলে আর সাধারণ গ্রেডে ৪৯জন বৃত্তি পেয়েছে।
আর জেডিসিতে বিভিন্ন মাদরাসা থেকে ৭জন ট্যালেন্টপুলে আর ২০জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
জেএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকায় হাইস্কুল থেকে উপজেলার শীর্ষে রয়েছে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল। ওই প্রতিষ্ঠান থেকে ১০জন ট্যালেন্টপুলে ও ১৩জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
জেডিসিতে মাদরাসা থেকে ২জন করে ট্যালেন্টপুলে ও ২জন করে শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলার শীর্ষে রয়েছে যৌথভাবে কাকডাঙ্গা, বুঝতলা ও সিংহলাল মাদরাসা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত ঘোষণা

কোটা সংস্কার আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের নেতারা এই ঘোষণা দেন। নেতারা জানান, আন্দোলন প্রত্যাহার বা বাতিল নয়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোটা ব্যবস্থা বাতিলের প্রজ্ঞাপন জারি পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন তারা। একইসঙ্গে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা ও ভাঙচুরসহ বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতার ঘটনায় দায়ের করা সব মামলা প্রত্যাহার ও আন্দোলনের সময় দেশের বিভিন্ন জায়গায় আট শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ বলে অভিহিত করেছেন।

বৃস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে এই সংবাদ সম্মেলন হয়। সেখানে কথা বলেন আন্দোলনে নেতৃত্বদানকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা। এর পর তারা ছয় দফা দাবি জানান।

আন্দোলনকারীদের প্রথম দাবি হচ্ছে, প্রধানমন্ত্রীর ঘোষণা গেজেট হিসেবে প্রকাশ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে, সারাদেশে গ্রেফতারকৃত আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি। আন্দোলনে ‘পুলিশি নির্যাতনের’ শিকার শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যয়ভার বহন করতে দ্রুত আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগের দাবি রয়েছে তৃতীয় দফায়। চতুর্থ দাবি হলো, পুলিশ ও ঢাবি প্রশাসনের দায়ের করা পাঁচটি অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করতে হবে। পঞ্চম দাবিতে রয়েছে, আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও নেতাদের পরবর্তীতে হয়রানি যাতে না করা হয়। না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ফের আন্দোলন হবে। ষষ্ঠ দফায় আন্দোলনে অংশ নেওয়া সব শিক্ষার্থীর যৌক্তির দাবিতে সহমত পোষণ করা সব শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ধন্যবাদ জানানো হয়েছে।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুক্ত আহ্বায়ক নূরুল হক নূর, আহ্বায়ক হাসান আল মামুন, রাশেদ থান ও ফারুক হাসান প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। প্রেস রিলিজেও তাদের চারজনের স্বাক্ষর রয়েছে। পরে নূরুল হক নূর এসময় প্রধানমন্ত্রীকে মাদার অব এডুকেশন বলে অভিহিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

নাটকের কোনও কমতি থাকলো না সান্তিয়াগো বার্নাব্যুর চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে। তবে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে যা ঘটল, তা ফুটবল ইতিহাসেই বিরল ঘটনা। ৩-০ গোলে এগিয়ে থেকে নতুন রূপকথায় জন্ম দেওয়ার অপেক্ষায় থাকা ‍জুভেন্টাসের বুকে ছুরি বসালো এক পেনাল্টি। যে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তুলে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

ম্যাচটি হেরেছে রিয়াল ৩-১ গোলে। তবে প্রথম লেগ ৩-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় শেষ চার নিশ্চিত করেছে জিনেদিন জিদানের দল। তাই দাপুটে ফুটবলে অসম্ভবকে সম্ভব করার যে উদাহরণ তৈরি করতে যাচ্ছিল জুভেন্টাস, তা আর হলো না। ঘরের মাঠে বড় হারের ধাক্কা কাটিয়ে বার্নাব্যুর দ্বিতীয় লেগে বুক চিতিয়ে লড়াই করেও যাওয়া হলো না তাদের সেমিফাইনালে।

গোটা ম্যাচ জুড়েই ছিল উত্তেজনা। তবে সবকিছু ছাপিয়ে গেছে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে। জুভেন্টাস ৩-০ গোলে এগিয়ে থাকায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াচ্ছিল বলেই মনে হওয়ার কথা সবার। কিন্তু ওই সময় জুভেন্টাসের ছোট বক্সের ভেতর লুকাস ভাসকেস পড়ে গেলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। টিভি রিপ্লেতে দেখা গেছে, জুভ ডিফেন্ডার মেদহি বেনাটিয়া হালকা ধাক্কা দিয়েছিলেন ভাসকেসকে, একই সঙ্গে পা-ও চালিয়েছিলেন স্প্যানিশ উইঙ্গারের সামনে দিয়ে। ভাসকেস একেবারে গোলমুখের সামনে ফাঁকায় থাকার কারণেই হয়তো পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ওই মুহূর্তে যা হওয়ার তা-ই হলো। জুভেন্টাস খেলোয়াড়দের অভিযোগ করার সময় উত্তেজিত বুফনকে সরাসরি লাল কার্ড দেখে ছাড়তে হয় মাঠ। নতুন গোলরক্ষক হিসেবে মাঠে নামা ওইচিচ শেজনির হাতে ছিল ইতালিয়ান ক্লাবটির সব স্বপ্ন। বিপরীতে রিয়াল মাদ্রিদের কোটি ভক্তের আশা নিয়ে স্পট কিকের সামনে রোনালদো। চ্যাম্পিয়নস লিগে ফর্মের তুঙ্গে থাকা পতুর্গিজ যুবরাজ জিতে গেলেন কঠিন এই পরীক্ষা। তিনি বল জালে জড়ানোর সঙ্গে উৎসবে মাতোয়ারা বার্নাব্যুর গ্যালারি।

এই পেনাল্টির আগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটা ছিল জুভেন্টাসময়। কঠিন মিশনে শুরুতেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। নড়েচড়ে বসার আগেই গোল। সান্তিয়াগো বার্নাব্যুকে স্তব্দ করে রিয়ালের জালে বল জড়িয়ে দেন মারিও মানজুকিচ। ম্যাচের বয়স তখন মোটে ২ মিনিট। শুরুতেই গোল করে আত্মবিশ্বাসের পারদ আকাশ স্পর্শ করে জুভেন্টাসের। রিয়ালেরই সাবেক খেলোয়াড় সামি খেদিরার চমৎকার চিপ ছোট বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন মানজুকিচ।

ক্রোয়েট এই ফরোয়ার্ডের মাথাতেই আবারও সর্বনাশ রিয়ালের। দ্বিতীয় গোলটাও যে তারই এবং সেই হেড থেকে। ৩৭তম মিনিটের গোলটি ছিল আরও চমৎকার। স্টেফান লিচেনস্টেইনারের ক্রস থেকে করা মানজুকিচের হেড একেবারে পোস্ট ঘেঁষে জড়িয়ে যায় জালে। রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস ঝাঁপিয়েও শেষরক্ষা করতে পারেননি।

এই নাভাসের ভুলেই ৬১ মিনিটে রিয়াল হজম করে তৃতীয় গোল। দগলাস কোস্তার দূরপাল্লার শট গ্রিপে জড়াতে পারেনি তিনি, হাত থেকে বল ছুটে যায়। কোস্টারিকান গোলরক্ষকের সামনেই থাকা মাতুইদির পায়ে ছোঁয়া লেগে বল যায় বেরিয়ে। এরপর ফাঁকা জালে বড় জড়াতে কোন অসুবিধাই হয়নি ফরাসি মিডফিল্ডারের।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও শেষরক্ষা হয়নি জুভেন্টাসের। হেরেও জিতে গেল রিয়াল মাদ্রিদ। যাতে চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপার পথে ‘লস ব্লাঙ্কোস’ ফেলল বড় ধাপ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আন্দোলনকারীরা শেখ হাসিনাকে ‘মাদার অব অ্যাডুকেশন’ উপাধি দিলো

সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দেওয়ায় তাকে ‘মাদার অব অ্যাডুকেশন’ উপাধি দিয়েছেন আন্দোলনকারীরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করে সংগঠনের মতামত জানাতে গিয়ে এ উপাধি দেন আন্দোলনের সমন্বয়ক হাসান আল মামুন।

এর আগে, বুধবার বিকেলে জাতীয় সংসদে কোটা নিয়ে ঢাকার সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে ছাত্ররা যেহেতু আর কোটা ব্যবস্থা চায় না, সেহেতু এখন থেকে বাংলাদেশে আর কোটা ব্যবস্থা থাকবে না।

তিনি বলেন, এখন থেকে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest