সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়াসাতক্ষীরায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওর জন্য মতবিনিময় সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passi

সাতক্ষীরায় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপি ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিসি মোশারেফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সুকুমার দাস, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায় জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। আলোচনা সভা শেষে তিনদিন ব্যাপি ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ এর সমাপনীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। জেলা পর্যায়ে তিন দিন ব্যাপি এ মেলায় ৪৪টি স্টল স্থান পেয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মীর রাফিউল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জার্মানিতে পথচারীদের ওপর চলন্ত গাড়ি, নিহত ৩

জার্মানির মুয়েনস্টার শহরে পথচারীদের ওপর চলন্ত ভ্যান তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবারের এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। ছয়জনের অবস্থা গুরুতর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, জার্মানির মুয়েনস্টার শহরে শনিবার পথচারীদের ওপর চলন্ত ভ্যান তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা সন্ত্রাসী হামলা নাকি দুর্ঘটনা তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে জানা যায়নি।

পুলিশের মুখপাত্র ভেনেসা আরলিট বলেন, ওই চালক মুয়েন্সটারের বেশ কয়েকটি রেস্তোরাঁরা ওপর দিয়ে চলে যায়। অ্যান্দ্রে বোদে নামে আরেক মুখপাত্র জানান, এখনই এটা নিশ্চিত করা যাচ্ছে না যে এটা হামলা না দুর্ঘটনা। নিশ্চিত হওয়া যায়নি চালকের পরিচয়ও।

টুইটারে দেওয়া এক পোস্টে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হতাহতের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।’

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জনসাধারণকে শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় পথচারীদের ওপর চলন্ত গাড়ি তুলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গত বছর ব্রিটিশ পার্লামেন্ট সংলগ্ন ওয়েস্টমিনিস্টার ব্রিজে একটি গাড়ি পথচারীদের ওপর তুলে দেওয়া হয়। ২০১৬ সালের ডিসেম্বরে জার্মানির রাজধানী বার্লিনের ক্রিসমাস মার্কেটে চালানো লরি হামলায় নিহত হন ১২ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মান্নানের মুক্তি ও মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ সমাবেশ

ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটনের নেতৃত্বে গতকাল বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের সকল নের্তৃবৃন্দের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও ব্রহ্মরাজপুর বাজার প্রদক্ষিণ করে ব্রহ্মরাজপুর বাজারের ৪ রাস্তা মোড়ে এক সমাবেশে মিলিত হয়। ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন, সহসভাপতি আবুল বাশার,সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা,সাংস্কৃতিক সম্পাদক বাবলু, ৬নং ওয়ার্ড সভাপতি শাহাজান আলী,৭ নং ওয়ার্ড সভাপতি মীর সাহা প্রমুখ। সকল বক্তা তাদের বক্তব্যে জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্তে মুক্তির দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিউটি হত্যায় বাবুল নয়, বাবা ছায়েদ আলী জড়িত

হবিগঞ্জের কিশোরী বিউটি আক্তার হত্যাকাণ্ডে তার বাবা ছায়েদ আলী নিজেই জড়িত বলে আদালতের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাবুল মিয়া ধর্ষণে জড়িত থাকলেও সরাসরি সম্পৃক্ততা নেই হত্যাকাণ্ডে।

শনিবার নিজ মেয়েকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি।

হবিগঞ্জ পুলিশ সুপার বিধান ত্রিপুরা সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সুপার জানান, গ্রাম্য রাজনীতির বলি হয়েছেন বিউটি। এই হত্যাকাণ্ডের সাথে রংপুরের আইনজীবী হত্যাকাণ্ডের অনেক সাদৃশ্য রয়েছে। আলোচিত কিশোরী বিউটি হত্যা মামলার বাদী ও বিউটির বাবা ছায়েদ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে মামলার বাদি ও নিহত বিউটির বাবা ছায়েদ আলী জবানবন্দি দেন। পরে প্রতিবেশী এবং ময়না মিয়ার স্ত্রী আছমা আক্তারের বক্তব্যও রেকর্ড করেন আদালত।

জবানবন্দিতে ছায়েদ আলী বলেন, আসামি বাবুল মিয়া বিউটিকে অপহরণের পর ধর্ষণ করে বাড়িতে ফেলে রেখে গেলে তিনিই মেয়েকে হত্যা করে বাবলুকে ফাঁসাতে চেয়েছিলেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ছায়েদ আলী আরো বলেছেন, তিনিই মেয়েকে নানাবাড়ি থেকে গোপনে নিয়ে যান এবং পরে ব্রাহ্মণডোরা হাওরে নিয়ে হত্যা করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে এতদিন বাবুলের সম্পৃক্ততার অভিযোগ থাকলেও বিউটির বাবার স্বীকারোক্তিতে মামলাটি নতুন মোড় নিল।

উল্লেখ্য, গত ১৭ মার্চ সকালে জেলার শায়েস্তাগঞ্জের পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে বিউটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সেদিনই বিউটিকে হত্যা ও ধর্ষণের অভিযোগে তার বাবা ছায়েদ বাদী হয়ে বাবুলসহ দু’জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাভোর টর্নেডো ব্যাটিংয়ে হেরেই গেল মুম্বাই
শেষ ওভারে জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের দরকার ছিল সাত রান। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান প্রথম তিনটা বল ডট দিয়ে তাদের প্রায় ছিটকেই দিয়েছিলেন। কিন্তু, এরপরের দুই বলেই এক ছক্কা আর এক চারে ম্যাচ পাল্টে দেন কেদার যাদব। এক বল বাকি থাকতে এক উইকেটে জিতে চেন্নাই।
মাত্র দুই ওভারেই বদলে গেল ম্যাচের দৃশ্যপট। ১২ বলে যখন মাত্র দুই উইকেট হাতে রেখে চেন্নাইয়ে জয়ের জন্য দরকার ২৭ রান, তখন ম্যাচের মোড় ঘুড়িয়ে দিলেন ডোয়াইন ব্রাভো। এই ক্যারিবিয়ান ১৯তম ওভারে তিন ছক্কা আর একটি দুই রান করে শেষ বলেই আউট হয়ে যান। এতে শেষ ওভারে আশা টিকে থাকে মুম্বাই ইন্ডিয়ান্সের। কিন্তু সে আশায় গুড়েবালি। ব্রাভো ৩০ বলে ৬৮ রান করেন।
সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের শুরুটা ভালো হল না। যদিও বাঁ-হাতি এই পেসার পেলেন এক উইকেট। ৩.৫ ওভার করে গুনেছেন ৩৯ রান।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্বাগতিকরা টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে করে ১৬৫ রান। চল্লিশোর্ধ্ব রান করেন তিনজন। তারা হলেন – সুর্য কুমার যাদব (৪৩), ক্রুনাল পান্ডিয়া (৪১) ও ইশান কিষান (৪০)। অস্ট্রেলিয়ান পেসার শেন ওয়াটসন নেন দু’টি উইকেট।
জবাব দিতে নেমে চেন্নাই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অভিষেকেই চমক দেখান মায়াঙ্কা মারকান্ডে। এই লেগ স্পিনার নেন তিনটি উইকেট। হার্দিক পান্ডিয়াও নেন তিন উইকেট। যদিও, শেষ দুই ওভারের খেলায় সব হিসাব নিকাশ পাল্টে যায়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় বিষ পান করে কলেজ ছাত্রের মৃত্যু

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলাধীন হেলাতলা গ্রামের উত্তর পাড়া মোঃ জিয়াদ আলী খাঁর জ্যেষ্ঠ পুত্র হানিফ হোসেন গত ০৬/০৪/১৮ তাং রাত্রে বিষ পান করায়  কলারোয়া হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। হানিফ “হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় হতে ২০১৪ সালে  SSC  এবং ২০১৬ সালে ” হেলাতলা টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ “হতে HSC পাশ করে।
সে বর্তমানে কলারোয়া সরকারি কলেজের স্নাতক সম্মান শ্রেণীর ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ছিল। তার মৃত্যুতে তার পরিবার বাকরুদ্ধ অবস্থায় আছেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সুন্দরবন সিবিও’র আলোচনাসভা

“সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস২০১৮ উপলক্ষ্যে সুন্দরবন সিবিও আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুন্দরবন সিবিও মাঠ অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মমতাজ বেগম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাতক্ষীরা ও আশাশুনির এম এড ই অফিসার জাহাঙ্গীর কবীর। বিশেষ অতিথি ছিলেন, এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাতক্ষীরার প্রজেক্ট ম্যানেজার ইমমানুয়েল মোল্ল্যা, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সম্পাদক শফিউদ্দীন ময়না, সমাজসেবক মোঃ আশরাফুল কবীর খোকন, মাহমুদ্দীন লস্কর দুষ্টু, সুফিয়া বেগম, মালেকা পারভীন, সেলিনা বেগম, পলাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক জিয়াউররে কান্ড !

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চলছে সীমাহিন দুর্নীতি,চিকিসৎসা নিতে গেলে রোগীদের টেষ্ট করাতে হবে ডাক্তারদের পছন্দমত ডায়াগণষ্টিক সেন্টারে, করাতে না পারলে চিকিৎসা না করার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আব্দুল খালেক এর স্ত্রী মাহফুজা খাতুন (৩৫) জানান অনেক দিন যাবৎ সে গলাগন্ড রোগে ভুগছে যার কারনে সে কারনে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: জিয়াউর রহমানের কাছে চিকিৎসা নিতে গেলে তিনি টেষ্ট করানোর জন্য প্রেসক্রিপশন করে দিয়ে বলেন, টেষ্ট করার আগে আমার কাছে শুনে যাবেন,আমি যেখানে বলে দিবো সেই ডায়াগষ্টিক সেন্টারে যাবেন কিন্তু মাহফুজা খাতুন তার কথা না শুনে অন্য স্থান থেকে টেষ্ট করে ডা: জিয়াউর রহমানের কাছে টেষ্ট রিপোর্ট নিয়ে গেলে তার রিপোর্ট টি না দেখেই ফেলে দেয় এবং ডাক্তার বলেন যেখান থেকে টেষ্ট করিয়েছেন সেখানে যান আমি চিকিৎসা করাতে পারবো না। এব্যাপারে ডা: জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পর্কে অস্বীকার করেন এবং সে এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এছাড়া সরেজমিনে গিয়ে আরও জানা যায় হাসাপাতালের এ্যাম্বুলেন্সটির অবস্থা খুবই করুণ তার হেড লাইট নেই রাতের বেলা সেটা চলাচল করতে পারে না,এ্যাম্বুলেন্সের হর্ণ টা নষ্ট। এছাড়াও হাসপাতালের আশে পাশের পরিবেশ ও নোংরা ,হাসপাতারের মধ্যে দুর্গন্ধ,সকাল সাড়ে ১১ টার সময়ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার রুম বন্ধ ছিলো,জরুরী বিভাগে কেউ ছিলো না,হাসপাতালের মধ্যে বিভিন্ন ঔষধ কোম্পানির লোকজনদের ব্যাপক আনাগোনা। এবিষয়ে জানার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: শেখ আকছেদুর রহমানের মুঠো ফোনে (০১৭১২-২১৬৯১৫) ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest