সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি  মাদক বিক্রিকালে গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিনআশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতসাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাহী কমিটির নির্বাচন: ৭টি পদের বিপরীতে ২৬ টি মনোনয়নপত্র বিক্রিজুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভআশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা  সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নকলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নেরসাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনবৃত্তি উৎসবের নামে সাতক্ষীরায় চলছে কোচিং সেন্টারের রমরমা বাণিজ্য: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পাটকেলঘাটায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে চোর সিন্ডিকেট সদস্যরা

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে চোর সিন্ডিকেট সদস্যরা। থানা সদর সহ বিভিন্ন এলাকায় প্রায় চুরির ঘটনা ঘটছে। চোর আতংক বিরাজ করছে এলাকাবাসী, ব্যাবসায়ীসহ সকল পেশা শ্রেণির মানুষের মধ্যে। রীতিমত প্রশাসনের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিনব কায়দায় চুরি সংগঠিত করে যাচ্ছে। বিগত ১ মাসে ছোট বড় দিয়ে প্রায় ৪০টির বেশী চুরির ঘটনা ঘটেছে। তবে মোটরসাইকেল চোর চক্রটি সাধারণ মানুষের বেশী মাথা ব্যাথার কারন হয়ে দাাঁড়িয়েছে। ১ মাসে পাটকেলঘাটা সদরেই ৮টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এছাড়া সাইকেল তো আছে। এমনটি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্রণী ব্যাংকের সামনে থেকে স্কুল পড়–য়া মাসুম হোসেনের বাই সাইকেলটি চুরি হয়ে যায়। এছাড়া ছিচকে চোরের তো এলাকায় অভাব নেই। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও চুরি থামছে না। প্রশাসন চোর সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও মূলত কোন কাজে আসছে না। পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ীরা চুরি আতংকে ভুগছে। এছাড়া আবাসিক এলাকাগুলো নিরাপত্তার অভাবে রাত জেগে পাহারা দিচ্ছে। তাছাড়া বেশকয়েকটি গ্রামে পালাক্রমে কমিটি করে রাত জেগে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের কাজে থানা প্রশাসন সর্বাত্বক সহযোগীতা করে চলেছে। সংশ্লিষ্ঠ প্রশাসনের কাজে সচেতন মহলের দাবী যাতে দ্রুতই চোর সিন্ডিকেট চক্রকে ধরে আইনের মাধ্যমে কঠোর শান্তির ব্যবস্থা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুগ্ম সচিব ও বিভাগীয় পরিচালকের দেবহাটা উপজেলা পরিষদ দর্শন

দেবহাটা ব্যুরো : দেবহাটায় বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও স্থানীয় সরকারের খুলনা বিভাগীয় পরিচালক হোসেন আলী খন্দকার উপজেলা পরিষদ দর্শন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ, দেবহাটার সাবেক পৌরসভার ভবন, দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবিতলা ও রুপসী ম্যানগ্রোভ দেবহাটা পরিদর্শন করেছেন। সরকারের যুগ্ম সচিব ও স্থানীয় সরকারের খুলনা বিভাগীয় পরিচালক হোসেন আলী খন্দকার বুধবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ দর্শন করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এক মতিবিনময় সভায় মিলিত হন। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন সহ সকল দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। পরে তিনি দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ ও দেবহাটার সাবেক পৌরসভার ভবন, দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবিতলা এবং শেষে দেবহাটার ইছামতি নদীর তীরে অবস্থিত বিনোদন পার্ক রুপসী ম্যানগ্রোভ দেবহাটা পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেরার পুরস্কার পাওয়ায় এমপি রবিকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর-০২ নির্বাচনী এলাকার নাগরিকদের প্রশ্নের শতভাগ উত্তর দেওয়ায় সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি আমার এমপি ডটকমের সেরা এমপির পুরস্কার পাওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এমপি রবিকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার রাতে মুনজিতপুরস্থ মীর মহলে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রুখসানা পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, জেলা যুবলীগের পক্ষ থেকে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, জেলা যুবলীগের সদস্য মীর মহি আলম, কাজী আক্তার হোসেন, জেলা তাঁতীলীগের পক্ষ থেকে সভাপতি মীর আজহার আলী শাহীন, সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রবাসী যুবকের সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী যুবকের সাথে বিবাহের আশ্বাসে প্রতারণা ও অর্থ আত্মসাথের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ১৫ জানুয়ারি সাতক্ষীরা বিজ্ঞ আমলী ১নং আদালতে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী সাতক্ষীরা সদর উপজেলার এগারআনি গ্রামের মৃত আলতাফ সরদারের ছেলে মরিসাস প্রবাসী শাহরিয়া হোসেন। যার মামলা নং- সিআর৮/২০১৮(সাত)।
মামলা সূত্রে জানাগেছে, শাহরিয়া হোসেন বিগত ২০১৫ সালের ২৭ মার্চ স্টুডেন্ট ভিসা নিয়ে আফ্রিকা মহাদেশের মরিসাস দেশে যান। সেখানে গিয়ে তিনি ফলের দোকানে চাকরি নেন। সেখানে চাকুরি করাকালীন সময়ে জোড়দিয়া গ্রামে আনো নামের এক মহিলা মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করেন। ওই আনু তাই ভাইজি বিলকিস নাহারকে মরিসাস দেশে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু শাহরিয়া এতে রাজি হননি। তবে মাঝে মধ্যে ওই ভাইজির মোবাইলে কথা বলিয়েও দিতেন ফুফো আনো। একপর্যায়ে ওই ভাইজি নামক প্রতারক মহিলার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিভিন্ন সমস্যার কথা এবং বিবাহের আশ্বাস দিয়ে শাহরিয়ার কাছ টাকা চাইতো। শাহরিয়া সরল বিশ্বাসে ওই বিলকিসের কাছে ৩ লক্ষ ৬০ হাজার টাকা পাঠায়। টাকার নেওয়ার পর থেকে বিলকিস আরো তার সাথে যোগাযোগ করতো না।
এদিকে শাহরিয়া গত ৯ নভেম্বর’১৭তারিখে দেশে ফিরে উক্ত বিলকিসের খোজ নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সেসময় সুচতুর বিলকিস তার বাড়িতে প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য বলেন। তার কথা মত ২৩ নভেম্বর’১৭ তারিখে শাহরিয়া বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়িতে গেলে বিলকিস, রেজাউল ইসলামের ছেলে মোনায়েম তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি স্ট্যাম্পে সহি স্বাক্ষর করে নিয়ে তাড়িয়ে দেয়। এছাড়াও শাহরিয়া অনুসন্ধান করে জানতে পারেন উক্ত বিলকিসের স্বামী ও সন্তান রয়েছে। সে প্রতারকর চক্রের সদস্য। এভাবে যুবক ছেলেদের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিঃশ্ব করাই তার কাজ। তিনি উক্ত প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাড়ে ১২ বছরেই মুক্তিযোদ্ধা, পরিপত্র জারি

ন্যাশনাল ডেস্ক: মুক্তিযোদ্ধা বিবেচনার ন্যূনতম বয়স পুনর্র্নিধারণ করে পরিপত্র জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয় এ সংশোধিত পরিপত্র জারি করে।
পরিপত্র অনুযায়ী এখন থেকে মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স ৩০ নভেম্বর ১৯৭১ সালে কমপক্ষে ১২ বছর ছয় মাস হতে হবে।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুন জারি করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ৭৭২ স্মারকের পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা বিবেচনার ন্যূনতম বয়স ১৩ বছর ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিনেরপোতা মাছ বাজারে অবৈধ নির্মাণ কাজ বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জনসাধারণের যাতায়াতের রাস্তা দখল করে গড়ে তোলা অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার সকালে সদরের বিনেরপোতা মাছ বাজার এলাকায় এঘটনা ঘটে।
পৌর ভূমি অফিস সূত্র জানায়, বুধবার সকালে সদরের বিনেরপোতা মাছ বাজার এলাকায় মিলনের হোটেলের সামনে সরকারি জায়গায় স্থানীয় সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ’র নেতৃত্বে অবৈধ ভাবে একটি পাকা দোকান ঘর নির্মাণ করা হচ্ছেÑ এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা পৌর ভূমি কর্মকর্তা এস এম ফজলুর রহমান, মোঃ আব্দুল আজিজসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে লাল ফ্লাগ উঠিয়ে দেয়।
এঘটনার সত্যতা স্বীকার করে পৌর ভূমি কর্মকর্তা এস এম ফজলুর রহমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি।
তবে এব্যাপারে স্থানীয় সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ কিছু জানেন না বলে দখলের বিষয়টি এড়িয়ে যান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিয়ালডাঙ্গা এসডি সংঘের সভাপতি শওকাত

নিজস্ব প্রতিনিধি: সদরের শিয়ালডাঙ্গা এসডি সংঘের সভাপতি হলেন শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ছাত্র নেতা শওকাত আলী। বুধবার বিকাল ৪টার সময় শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে এলাকাবাসীর উপস্থিতিতে কণ্ঠভোট অনুষ্ঠিত হয়। এ সময় শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুজিদকে পরাজিত করে শওকাত আলী সভাপতি নির্বাচিত হন। এছাড়া ফারুক হোসেনকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মেম্বর আব্দুল হাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিন সুন্দরীকে দেখা যাবে একসাথে

অপু বিশ্বাস, পূর্ণিমা আর সময়ের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। ঢাকাই চলচ্চিত্রে এই তিন সুন্দরীর অবদান কম নয়। দাপটের সাথে অভিনয় করেছেন অপু বিশ্বাস, এখনো কামব্যাক করার চেষ্টায় রয়েছেন এই ঢাকাই সুন্দরী।

দিলারা হানিফ পূর্ণিমা ঢাকাই চলচ্চিত্রে মিষ্টি মুখ হিসেবে পরিচিত। জনপ্রিয় সব রোমান্টিক ছবির অভিনেত্রী তিনি। অন্যদিকে এসময়ের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। যদি এই তিনজনকেই একসাথে দেখা যায় তাহলে কেমন হবে? এই তিন সুন্দরীকে একসাথে টেলিভিশনের সামনে হাজির করছেন তানভীর তারেক।

এশিয়ান টিভির বর্ষপূর্তিতে এই তিন গ্ল্যামার কন্যাকে একসাথে দেখা যাবে টেলিভিশিওনটির পর্দায়। বর্ষপূর্তি এক্সক্লুসিভ হিসেবে রাত ১০ টায় এশিয়ান টিভির একটি লাইভ অনুষ্ঠানে আসছেন এই ত্রয়ী।

তানভীর তন্ময়ের প্রযোজনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তানভীর তারেক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest