সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের প্রভাষক মাসুম বিল্লাহর মৃত্যুতে শোকসাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভাহিন্দু মহাজোট সাতক্ষীরা জেলার আংশিক কমিটির অনুমোদনতালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভাখুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি  মাদক বিক্রিকালে গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিনআশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতসাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাহী কমিটির নির্বাচন: ৭টি পদের বিপরীতে ২৬ টি মনোনয়নপত্র বিক্রিজুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভ

আশাশুনিতে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন কর্নেল জামায়াতের পত্নী

অসদুজ্জামন: সাতক্ষীরার আশাশুনিতে হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরছ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার বড়দল গ্রামে ইনার হুইল ক্লাব অব ঢাকার উদ্যোগে উক্ত শীত বস্ত্র বিতরন করা হয়। ইনার হুইল ক্লাব অব ঢাকার হিউম্যানিটি প্রজেক্টের আওতায় উক্ত শীত বস্ত্র বিতরন করেন সংগঠনিটর আই.এস.ও (ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার) সাবেক সেনা কর্মকর্তা লেঃ কর্নেল জামায়াত হোসেনের স্ত্রী মিসেস নার্গিস জামায়েত। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল জামায়াত হোসেন, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী গাজী, সাবেক পুলিশ কর্মকর্তা এলাহি বকস, ইউপি সদস্য আব্দুর রশিদ গাজী প্রমুখ।
উক্ত শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান থেকে বড়দল ইউনিয়নের শতাধিক হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। পরে সেখানে স্থানীয় একটি এতিম খানায় ছাগলও বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়াবাসহ হাতেনাতে ধরেও আসামি ছেড়ে দিলেন সাতক্ষীরা থানার এএসআই সাগর

আবদুল জলিল: ইয়াবাসহ হাতেনাতে ধরার পরও এক মাদক চোরাচালানিকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, তার কাছ থেকে ঘুষ হিসাবে আদায় করা হয়েছে মোটা অংকের টাকা।
শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার সীমান্তবর্তী গ্রাম ভবানীপুরে এ ঘটনা ঘটে। গ্রামবাসী বলছেন, ইয়াবাসহ আটক ও পরে ছেড়ে দেওয়া মাদক কারবারী নাসিম সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী ৩২ বছরের কারাদ-প্রাপ্ত চোরাকারবারি মিজানুর রহমান মিজানের ভাগনে।
গ্রামের লোকজন জানান, গোপন সূত্রে খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাগর হোসেন ও তার এক সহযোগী ওই গ্রামের নাসিমকে শনিবার ভবানীপুর স্কুলের কাছ থেকে আটক করেন। তার কাছ থেকে জব্দ করা হয় কিছু সংখ্যক ইয়াবা। গ্রামবাসীর সামনে আটকের পর পুলিশ তার সাথে দর কষাকষি শুরু করে। এক পর্যায়ে সবগুলি ইয়াবা পুলিশ রেখে দেয়। অপর দিকে নাসিমের কাছ থেকে আদায় করা হয় মোটা অংকের টাকা। তাকে আটক ও ছেড়ে দেওয়ার মধ্যস্থতা করেন তলুইগাছা গ্রামের পুলিশের দালাল হিসেবে পরিচিত শরিফুল ও রুহুল আমিন নামের দুই যুবক।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এএসআই সাগর হোসেন জানান, তিনি নাসিমকে আটক করেছিলেন । কিন্তু তার কাছে ইয়াবা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি কোন প্রকার ঘুষ নেননি বলে দাবি করেন। তবে তিনি স্বীকার করেন, নাসিম ইয়াবা চোরাচালানের সাথে জড়িত বলে পুলিশের কাছেও খবর রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ৯ জনের ফাঁসি

নড়াইলের আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় ওরফে হানু হত্যা মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় দেন। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। রায় ঘোষণাকালে সব আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন নড়াইল জেলা ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাহিদুর রহমান মিনা ওরফে শহিদ (৫২), তার ভাই মো. ইলিয়াছ মিনা (৫৬), সাহিদুর রহমান মিনার ছেলে মো. আশিকুর মিনা (২২), রাসেল মিনা (৩০), বাশার মোল্লা (৩০), রবিউল মোল্লা (২৫), এনায়েত মোল্লা (৫৩), ইয়াসিন মোল্লা (২৪) ও মামুন মিনা (২৮)। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট এনামুল হক।

আইনজীবীরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাষ রায় নৌকার পক্ষে কাজ করেন। অপরদিকে আসামি মো. সাহিদুর রহমান মিনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনের পর চেয়ারম্যানের সমর্থকরা প্রভাষ রায়ের বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় প্রভাষ রায় চেয়ারম্যানসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনার জেরে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি ধারালো অস্ত্রের আঘাতে প্রভাষ রায়কে হত্যা করা হয়।

ঘটনার একদিন পর ৩ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী টুটুল রানী বাদী হয়ে নড়াইল সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ২২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ভবতোষ রায় ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষ্য দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির বিক্ষোভ সমাবেশ, মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয় করণসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম কমিটির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাকশিসের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা বাকশিসের সভাপতি, শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ সহ ১১দফা দাবি বাস্তবায়নের গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ আজিজুল ইসলাম, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ মুজিবর রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ খান আশরাফ আলী, অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক,অধ্যক্ষ মনিরা পারভীন, উপাধ্যক্ষ মঈনুল হাসান, অধ্যাপক পবিত্র মোহন দাস, ইদ্রিস আলী, আরশাদ আলী, আনিছুর রহমান, রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ পাড়, নাজমুল হক, হাবিবুর রহমান, তপন কুমার শীল, আইয়ুব আলী, আমিনুর রহমান, নারায়ন চক্রবর্তী, সহকারী শিক্ষক বিশ্বজিৎ রায়, ৩য় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পক্ষে আব্দুল ওহাব আজাদ ও কায়কোবাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি ও মোস্তাফিজুর রহমান।
পরে নেতৃবৃন্দ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। এরপরও শিক্ষকদের দাবি আদায় না হলে আগামী ২২ জানুয়ারী থেকে স্কুল, কলেজ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগ্রাম কমিটি।
শিক্ষকদের দাবি সমূহ : শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা- বাংলা নববর্ষ ভাতা-বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, অনুপাত প্রথা বিলুপ্ত করে সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান ও সহকারি প্রধান শিক্ষকের বেতন স্কেল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধান শিক্ষকের অনুরূপ প্রদান। শিক্ষক-কর্মচারীদের পূর্বের ন্যায় টাইম স্কেল প্রদান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা প্রদানের পরিবর্তে অবিলম্বে পূর্ণাঙ্গ পেনশন চালুকরণ। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এবং অনার্স ও মাস্টার্স কোর্সে পাঠদানকারী শিক্ষকসহ বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জিডিপি’র ৬% এবং জাতীয় বাজেটের ২০% বরাদ্দ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো যুগোপযোগীকরণ ও সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি বিধিমালা অবিলম্বে বাস্তবায়ন, শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরে বেসরকারি শিক্ষকদের ৩৫% প্রেষণে নিয়োগ, কারিগরি শিক্ষা উন্নয়নের লক্ষ্যে একটি কারিগরি ও ভোকেশনার বিশ্ববিদ্যালয় স্থাপন এবং জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন ত্বরান্বিতকরণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কে.এম রেজাউল করিম : দেবহাটায় সড়ক দূর্ঘটনায় ৫০ বছর বয়সী অজ্ঞাত এক লোকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী জানান, রবিবার ভোররাতের দিকে দেবহাটা উপজেলার দেবীশহর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের একজন পুরুষ লোকের মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। তাৎক্ষনিক দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। এসআই ইয়ামিন জানান, দূর্ঘটনায় লাশটির চেহারা খুবই বিকৃত হয়ে গেছে। যার কারনে তার চেহারা চেনা ও সনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে স্থানীয় গ্রাম পুলিশ এমদাদ হোসেন বাদী হয়ে দেবহাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। যার মামলা নং-০১/১৮, তাং- ১৪-০১-১৮ ইং। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করেছে। দেবহাটা থানার ওসি কাজী কামাল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বিকেলে ঢাকায় আসছেন প্রণব মুখার্জি

পাঁচ দিনের সফরে আজ রবিবার বিকেলে ঢাকা আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি উপমহাদেশের অন্যতম বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জি। মুখার্জিকে বহনকারী জেট এয়ারলাইন্সটি বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা শনিবার সাংবাদিকদের জানিয়েছেন। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানাবেন।

বাংলাদেশ সফরকালে প্রণব মুখার্জি এখানে এক সাহিত্য সম্মেলনে যোগদান করবেন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। ভারতের সাবেক এই প্রেসিডেন্ট মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করা হবে।

এ ছাড়াও প্রণব মুখার্জি চট্টগ্রামের রাউজান উপজেলার শহীদ সূর্য সেনের বাড়ি পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। তা ছাড়াও তিনি ঢাকায় অবস্থানকালে অর্থমন্ত্রী এ এম এ মুহিতের আমন্ত্রণে এক নৈশভোজে অংশগ্রহণ করবেন। পাঁচ দিনের ব্যক্তিগত সফর শেষে তিনি ১৮ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জ্যাকুলিনের ঘরে নতুন ‘অতিথি’

জ্যাকুলিন ফার্নান্দেজ। লঙ্কান সুন্দরী থেকে বলিউড অভিনেত্রী। রূপ ও অভিনয় দিয়ে হিন্দি সিনেমায় বেশ ভাল অবস্থান তৈরি করে নিয়েছেন এ লাস্যময়ী। কিন্তু ব্যক্তি জীবনে জ্যাকুলিন কিন্তু বেশ সৌখিন মানুষ।

তার মুম্বাই অ্যাপার্টমেন্টটিকে বলতে পারেন, ছোট্ট এক প্যারিস। সাজানো-গোছানো আর ফ্যাশনেবল এক বসতঘর তার। বাহুল্যবর্জিত। আবার বিলাসীতার চাকচিক্য তেমন চোখে পড়ে না। বোঝা যায়, একাকী সময় উপভোগের এর চেয়ে ভালো বাসস্থান আর হয় না।

হোয়াইট, প্যাস্টেল ব্লু এবং পিঙ্কের ছটায় রঙিন হয়েছে তার অন্দরমহল। সুপরিসর মেঝে আর ছাদের মাঝের জানালা থেকে সাগর দেখা যায়। ভিন্টেজ সাজে ছোট ছোট গাছ রয়েছে এখানে সেখানে। এরা ঘরে অন্য এক সৌন্দর্য ঢেলে দিয়েছে। চারদিকে প্রাণশক্তির ছড়াছড়ি, ঠিক জ্যাকুলিনের মতো।

খোলামেলা স্থান আর সাগর ভালোবাসেন। তার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টটা সাগরের দিকে মুখ করা। ফুল, সঙ্গীত, বই, সূর্যালোক এসবই তার নারীসুলভ রুচির পরিচায়ক। তিনি মূলের কাছাকাছি থাকতে পছন্দ করেন। ফিটনেস ধরে রাখতে সচেতন। সঙ্গীতপ্রেমী। বাড়িতে তাই ব্যক্তিগত পোল-ড্যান্স স্টুডিও রয়েছে। লিভিং রুমে আছে পিয়ানো। বছরের পর বছর ধরে সংগৃহীত বইয়ের সংগ্রহের দেখাও মিলবে সেখানে।

সোশালমিডিয়া পেজে পিয়ানো বাজাচ্ছেন এমন ভিডিও প্রকাশ করেছেন তিনি। পার্সিয়ান আদলে সাজানো লিভিং রুম দেখলেই মনে হবে নিজের ‘সুইট হোম’-এ চলে এসেছেন।

সোশাল মিডিয়ায় আরেকটি দারুণ ভিডিও প্রকাশ করেছেন জ্যাকুলিন। সেখানে দেখা যাচ্ছে কেউ একজন তার বাড়িতে এসে একটা বাক্স হাতে তুলে দিলেন। ওটা খুলতেই বেরিয়ে এলো তুলতুলে একটা কুকুরছানা। ওটাকে পেয়েই আদর করতে শুরু করলেন তিনি। বেজায় খুশি হয়েছেন। সেটাই তার নতুন অতিথি!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইজতেমার হেদায়েতি বয়ান শুরু, চলছে বাংলায়

তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের শেষ দিন আজ রবিবার। এবার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান বাংলায় প্রদান করা হবে। প্রথম ধাপের আখেরি মোনাজাতের আগের ইজতেমা আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে সকাল সোয়া ৮টা থেকে বাংলা ভাষায় হেদায়েতি বয়ান শুরু হয়েছে। এবার কাকারাইলের মুরুব্বি মাওলানা আবদুল মতিন বাংলায় এ হেদায়েতি বয়ান করছেন।

টঙ্গীর তাবলিগের মুরব্বী গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এবার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। আখেরি মোনাজাতের আগে হেদায়তি বয়ানও বাংলায় করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

সাধারণত শেষ দিনের হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাত উভয়টি দিল্লি মারকাজ থেকে আসা মুরুব্বিরা করে থাকতেন এবং তা উর্দু ভাষায় হয়ে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু এবার ইজতেমায় ভারতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভী ইজতেমায় অংশগ্রহণ করতে না পারায় এই প্রথম বাংলাদেশি আলেমদের মাধ্যমে শেষ দিনের গুরুত্বপূর্ণ কাজ দুটি আঞ্জাম দেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে, ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ আজ রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মাঝে চারদিন বিরতির পর আবার ১৯ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে দ্বিতীয় ধাপ। একইভাবে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে রবিবার (২১ জানুয়ারি) শেষ হবে এবারের (২০১৮ সাল) বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest