সর্বশেষ সংবাদ-

মুক্তিযোদ্ধা আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানায় জেলা পরিষদের অর্থায়ন কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক : জেলা পরিষদের নিজস্ব প্রতিষ্ঠান দেখিয়ে পরিচালিত সাতক্ষীরার মুক্তিযোদ্ধা স.ম আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানায় জেলা পরিষদের অর্থায়ন কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল নিশি জারি করেছেন মহামান্য হাইকোর্ট। গত বৃহষ্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ এর সমন্বয়ে গঠিত বেঞ্চ বিবাদীদের আগামি ১৮ জানুয়ারির মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
মামলায় সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী, এএনএম মঈনুল হক, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবর রহমান, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, শিল্পী রানী মহালদার ও সৈয়দ আমিনুর রহমানসহ ১২জনকে বিবাদি করা হয়েছে।
গত ৪ জানুয়ারি আইনজীবী অ্যাড. সত্যরঞ্জন ম-লের দায়েরকৃত ১৪/২০১৭ নং রিট পিটিশনে দাবি করা হয়েছে, দু’ একর ২৫ শতক জমিসহ স্থাবর অস্থাবর সম্পত্তি জেলা পরিষদের নামে হস্তান্তর দেখিয়ে ২০১৩ সাল থেকে জেলা পরিষদের নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে সাতক্ষীরার মুক্তিযোদ্ধা স.ম আব্দুর রউফ কমপ্লেক্সে ও এতিমখানা জেলা পরিষদের অর্থায়নে আইন বহির্ভূতভাবে পরিচালিত হয়ে আসছে। ২০১৩ সাল থেকে ২০১৭ সালের আগষ্ট মাস পর্যন্ত ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বোর্ডিং খরচ, শিক্ষক ও কর্মচারিদের বেতন ভাতা বাবদ এক কোটি দু’ লাখ টাকা খরচ দেখানো হয়েছে। এ ছাড়া রউফ কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নের জন্য দু’ কোটি ৩৮ লাখ টাকা খরচ দেখানো হয়েছে। এসব টাকা সবই জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। অথচ কাগজে কলমে ওই প্রতিষ্ঠানের নামে হস্তান্তর অযোগ্য কবরস্থানসহ সাড়ে ২০ শতক জমি হস্তান্তর দেখানো হয়েছে যা’র দাতা হিসেবে ভিন্ন ব্যক্তির নাম দেখা গেছে।
রিট পিটিশনে আরো বলা হয়, গত বছরের ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী এএনএম মঈনুল হক স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এক চিঠি দিয়ে জেলা পরিষদের নামে কিছু জমি দান হিসেবে গ্রহণ করার জন্য বলা হয়। ওই চিঠির সূত্র ধরে গত বছরের ২৫ সেপ্টেম্বর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবর রহমান স.ম আব্দুর রউফ কমপ্লেক্সের সভাপতি হিসেবে মহামান্য হাইকোর্টে ১৩৪৫৪ নং রিট পিটিশন দাখিল করেন। পিটিশনে জেলা পরিষদের অনুকুলে স.ম আব্দুর রউফ কমপ্লেক্সে ও এতিমখানার নামে কেন ওই জমি গ্রহণ করা হবে না তার নির্দেশনা চাওয়া হয়। বিচারকদ্বয় স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে আগামী দু’ মাসের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে রিট পিটিশনের কার্যক্রম নিষ্পত্তি করে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আতিকুলই আওয়ামী লীগের মেয়র প্রার্থী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে আতিকুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

ড্নিসিসি উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ভোট করতে আগ্রহী ১৭ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন। যারা মনোনয়নপত্র জমা দেন, তারা হলেন- বিজেএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল, রাসেল আশেকী, আদম তমিজি হক, মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন, সাবেক অধ্যক্ষ শাহ আলম, এফবিসিসিআইর পরিচালক হেলাল উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশ টুডের সম্পাদক জোবায়ের আলম, মো. আবেদ মনসুর, মো. ইয়াদ আলী ফকির, শামীম হাসান, মোমতাজ উদ্দিন আহমেদ (মেহেদী), মো. আবুল বাসার, মো. জামাল ভূঁইয়া, মো. ওসমান গণি ও আসমা জেরিন ঝুমুসহ ১৭ জন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে আনিসুল হক মেয়র নির্বাচিত হন। মেয়র নির্বাচিত হওয়ার পরই তিনি উত্তর সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন। সিটি কর্পোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছাড়াও বেশ কিছু উন্নয়ন কাজে হাত দেন। এ ছাড়া উত্তরের যানজট নিরসনেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তার কর্মপরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপে খুব অল্প সময়ে জনগণের প্রসংশা কুড়ান। গত ৩০ নভেম্বর লন্ডনে মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর ৪ ডিসেম্বর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে মনোনয়ন দিয়েছে বিএনপি। গতকাল সোমবার গুলশান কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগেও ডিএনসিসি নির্বাচনে প্রয়াত মেয়র আনিসুল হকের বিপরীতে অংশ নিয়েছিলেন তাবিথ। তবে ভোটের দিন দুপুরে নির্বাচন বর্জন করেন ২০ দলীয় জোটের এ প্রার্থী।

আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনে মোট ২৯ লাখ ৪৮ হাজার ৫১০ জন ভোটার ভোটদানে সুযোগ পাচ্ছেন। ভোটগ্রহণ হবে ১ হাজার ৩৪৯টি কেন্দ্রের ৭ হাজার ৫১৬টি ভোটকক্ষে।

এছাড়া নতুন ১৮টি ওয়ার্ডে ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে ৫ লাখ ৭১ হাজার ৬৮৪ জন ভোটার ভোটদানের সুযোগ পাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারায়নগঞ্জ রণক্ষেত্র; আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ

সিটি করপোরেশনে একমাত্র নারী মেয়র আইভী অবিলম্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পদত্যাগ দাবি করেন।

পুলিশের নীরব ভূমিকার ব্যাপারে জানতে চাইলে জেলা পুলিশ সুপার মইনুল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলের মাঝখানে থেকে উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেছি। জানমালের নিরাপত্তা দিতে চেষ্টা করেছি।’

আইভী অভিযোগ করেছেন, ‘শামীম ওসমানের প্রতি আপনারা সহানুভূতিশীল ছিলেন’, এর জবাবে পুলিশ সুপার বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল জানমালের নিরাপত্তা রক্ষা করা।’

আইভীর অভিযোগের ব্যাপারে ক্ষমতাসীন দলের সাংসদ শামীম ওসমান বলেন, ‘আমি সেখানে প্রথমে ছিলামই না। আমার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আমাকে বিকেলে ফোন করে বলেন, সেখানে যা হচ্ছে তা বন্ধ করতে। পরে আমি সেখানে যাই এবং উত্তেজিত লোকজনকে সরিয়ে আনতে সক্ষম হই। আইভী কারও সঙ্গে কোনো কথা না বলে রাস্তায় নামলেন। তাঁর সঙ্গে ছিল যুবদলের খুনের আসামিরা। পরে তারা হকারদের মারধর করেছে। পরে হকাররা উত্তেজিত হলে সংঘর্ষ হয়। আইভীর লোকজনও গুলি চালিয়েছে। ককটেল ফাটিয়েছে। ১০ জন হকার আহত হয়েছেন।’ নিয়াজুল নামে এক ব্যবসায়ীর লাইসেন্স করা পিস্তল কেড়ে নিয়ে তাঁকে মারধর করে টাকাপয়সা কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘এটা কোনো রাজনৈতিক বিষয় ছিল না। সম্পূর্ণ মানবিক ব্যাপার। আমি একটা দল করি। সেই দলের আদর্শ বহন করাই আমার দায়িত্ব। আমার নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে মাদার অব হিউম্যানিটি উপাধি পেয়েছেন। তিনি বলেছেন, আমরা খেলে ১০ লাখ রোহিঙ্গাও খাবে। একনেকে সিদ্ধান্ত, উচ্ছেদের আগে পুনর্বাসন। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। আমার আবেদন ছিল ২৫ দিন ধরে নিরীহ হকাররা রাস্তায় ঘুরছেন। তাঁদের কোনো বিকল্প ব্যবস্থা করে যেন ফুটপাত মুক্ত করা হয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিসিএস কর ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সাতক্ষীরার ওহীর বাড়িতে ফুল নিয়ে গেল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ৩৬ তম বিসিএস ক্যাডারে নুসরাত ফারজানা ওহী কর বিভাগে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তিনি শহরের মুনজিতপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার নিজস্ব বাসভবনে গিয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের পক্ষে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার তাকে ফুলেল শুভেচ্ছা ও শুভ কামনা জানান।
এ সময় পুলিশ পরিদর্শক অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং সাতক্ষীরা থানার সেকেন্দার আলী, ৩৬ তম বিসিএস ক্যাডার অন্তর্ভূক্ত নুসরাত ফারজানা ওহীর বাবা সাতক্ষীরা সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ নাসিম হাসান, মাতা নাজমিন শেহেলী আরা প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নুসরাত ফারজানা ওহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ(মেজর ইন একাউনন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্)’র ষোড়শ ব্যাচের শিক্ষার্থী। গত ২৭ অক্টোবর ২০১৭ তারিখে প্রকাশিত ৩৬তম বিসিএস ক্যাডার তালিকাভূক্তিতে তিনি সুপারিশ প্রাপ্ত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কণ্ঠশিল্পী শাম্মী আখতার আর নেই

টানা ৫ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ (১৬ জানুয়ারি) বিকালে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী শাম্মী আখতার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম খবরটি নিশ্চিত করেন।

আকরামুল ইসলাম জানান, শাম্মী আখতার বাসাতেই ছিলেন। আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আনুমানিক বেলা ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি বলেন, ‘সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতলে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু হাসপাতাল পর্যন্ত সময় সে দেয়নি। তার চলে যাওয়াটা হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করার পর, মরদেহ নিয়ে বাসায় ফিরলাম। দাফন বা জানাজা-  কোনও কিছুই নির্ধারণ করা হয়নি। আমি লাশ নিয়ে বাড়ির বারান্দায় এলাম  মাত্র।’

শাম্মী আখতারের জন্ম ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি। তার গানে হাতেখড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে। এরপর নানা সময়ে বিভিন্ন জনের কাছে গানে শিক্ষা নিয়েছেন তিনি। চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায় গান গাওয়ার মধ্যদিয়ে। এই চলচ্চিত্রে তার গাওয়া গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সত্য সাহার সুর-সংগীতে ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’ ও ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটির জনপ্রিয়তার কারণে আর পেছনে ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে।

এরপর এ শিল্পী চলচ্চিত্রে প্রায় তিন শ গান গেয়েছেন। তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’ ইত্যাদি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় রতন হত্যা চেষ্টা মামলার তিন আসামির রিমান্ড মঞ্জুর

আব্দুল জলিল: সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারকৃত দু’শিবির নেতা ও এক ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে এ আদেশ দেন বিচারক এমএ জাহিদ। তবে অন্য আসামি কালিগঞ্জের বন্দকাটি গ্রামের নুরুল মোড়লের রিমান্ড মঞ্জুর করেননি আদালত।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও তালা উপজেলার জালালপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিমুল মোড়ল।

মামলার বিবরণে জানা যায়, গত ২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সখীপুর থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আওয়ামী লীগ নেতা ও সখীপুর ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় আহতের মা মিনা বেগম বাদি হয়ে ৮ জানুয়ারি উপজেলা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ ও সখীপুরের সাবেক ইউপি চেয়ারম্যান জামায়াতের পৃষ্টপোষক মঈনুদ্দিন ময়নার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ পরদিন এজাহারভুক্ত সাদ্দাম হোসেন ও সন্দিগ্ধ আসামী হিসেবে জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও তালা উপজেলার জালালপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিমুল মোড়লকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। একই মামলায় কালিগঞ্জের বন্দকাটি গ্রামের মুক্তিযোদ্ধা আরশাদ আলীর ছেলে নুরুল মোড়লকে গত ১১ জানুয়ারি গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, তিনজনকে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশ সুপারের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মশিউর রহমান মশু, ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার আহবায়ক আবু রায়হান তিতু, সদস্য সচিব লায়লা পাভীন সেঁজুতি, যুগ্ম আহবায়ক এস.এম গোলাম ফারুক, রফিকুল ইসলাম বাবলু, সদস্য শেখ আব্দুল আলিম, মো. আব্দুর রহিম, এস এম আহসানউল্লাহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তালা উপজেলা শাখার আহবায়ক জাহিদুর রহমান লিটু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মেহেদী আলী সুজয়, মুক্তিযোদ্ধার সন্তান মিয়ারাজ মাহবুব। এসময় মুক্তিযোদ্ধাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনায় জেলার বিভিন্ন স্থানে স্মৃতি স্তম্ভ ও বধ্যভূমি সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এব্যাপারে জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান আইনগত ভাবে বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি আরো বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি অনেক আন্তরিক। মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বিভিন্ন সহায়তা প্রদান করছে। এর মূল লক্ষ্য মহান স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিবার কে বাঁচিয়ে রাখা। এজন্য মুক্তিযোদ্ধাদের সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং জাতি গঠনে ভূমিকা রাখতে আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম তারকা হৃত্বিক

নতুন বছরটি অভিনেতা হৃত্বিক রোশনের শুরুই হলো দারুণ একটা সুখবর দিয়ে। ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম তারকার শিরোপাটি ছিনিয়ে নিলেন হৃত্বিক। পিছনে ফেলে দিলেন রবার্ট প্যাটিসন, ক্রিস ইভানের মতো তারকাদের।

এই তালিকায় যে সমস্ত তারকারা ১০ জনের মধ্যে স্থান পেয়েছেন, তাদের বিচার করা হয়েছে লুক, বক্স অফিস কালেকশন, সারা দুনিয়ায় তার ভক্ত সংখ্যা এবং সেই তারকার হাতে থাকা বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট বিচার করে।

অতীতে হৃত্বিক সেক্সিস্ট এশিয়ান ম্যান, হটেস্ট ম্যান ওন প্ল্যানেটসহ একাধিক শিরোপা জিতেছেন। এবার তার মুকুটে জুড়ল আরও একটি পালক। হৃত্বিককে বলিউডের গ্রিক গডও বলা হয়। তার লুকের জন্যে সব সময়ই চর্চায় থেকেছেন হৃত্বিক।

এদিকে, সম্প্রতি নিজের ৪৪তম জন্মদিন পালন করেন বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক। সেদিনই তার বাবা ভক্তদের কাছে ঘোষণা করেন ক্রিশ-৪-এর মুক্তির দিন।

অন্যদিকে, এই মুহূর্তে হৃত্বিক ব্যস্ত রয়েছেন তার প্রথম বায়োপিক সুপার-৩০-র কাজ নিয়ে। ছবিটি গণিত বিশেষজ্ঞ আনন্দ কুমারের জীবন নিয়ে তৈরি হচ্ছে। এছাড়া এই সেরার তালিকায় রয়েছেনও আরও এক বলিউড অভিনেতা। তিনি হলেন সালমান খান। সালমান রয়েছেন পঞ্চম স্থানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest