সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ : ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেবসই উন্নয়ন সেখানে’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার যৌথ আয়োজনে জেলা অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বৈদেশিক আয় উপার্জন করতে বিদেশে বৈধভাবে প্রশিক্ষণ নিয়ে যেতে হবে। এ দেশের শ্রমিকরা বিদেশে গিয়ে সততার সাথে কাজ করে দেশে টাকা পাঠাচ্ছে। এটা দেশের উন্নয়নে সাফল্যের একটি অর্জন বলেও উল্লেখ করেন তিনি। বিশ্বের সব দেশে এখন বাংলাদেশের দুতাবাস আছে। বিদেশে কোনো কারণে প্রবাসীরা অসুবিধায় পড়লে সেখানে দূতাবাসের সার্বক্ষনিক সহযোগিতা দেবে। তবে কোনো অভিবাসী যাতে দালালদের হাতে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার এজিএম রঞ্জন কুমার, অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক ছদরউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার শাম্মী আক্তার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসির)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান প্রমুখ। অন্যান্যদের মধ্যে রাখেন ক্রিসেন্ট এনজিও’র প্রজেক্ট অফিসার মো. আছাফুর রহমান, অগ্রগতি সংস্থার অসিত ব্যাণার্জী ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মো. আব্দুল মজিদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদপিষ্ট হয়ে নিহত ১০

মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশত আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার চট্টগ্রামের আসকার দিঘী এলাকায় মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে মিলাদ ও মেজবানে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে বলেও জানানো হয়েছে।

নিকটস্থ চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রসঙ্গত, শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিবীদ এবিএম মহিউদ্দিন চৌধুরী। তার কুলখানি উপলক্ষে বন্দর নগরীর ১২টি কমিউনিটি সেন্টারে লক্ষাধিক লোকের জন্য ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেরুজালেম ইস্যুতে মার্কিন পণ্য বর্জনের আহ্বান ইন্দোনেশিয়ার

সম্প্রতি জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যার বিরুদ্ধে পথে নামল ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা মার্কিন পণ্য বর্জনের ডাক দিয়েছে। স্থানিয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে জাকার্তায় শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বিরধী বিক্ষোভ। রবিবার চতুর্থ দিনের মাথায় এই বিক্ষোভের মাত্রা অনেকগুণ বৃদ্ধি পায়। দেশটির পুলিশের হিসেবে এদিন প্রায় ৮০ হাজার বিক্ষোভকারী হাজির ছিলেন জাকার্তার পথে।

চলতি মাসের ছয় তারিখে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। ট্রাম্পের ঘোষণার পর থেকে পশ্চিম তীর, জেরুজালেমসহ বিশ্বজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেই বিক্ষোভের ধারাবাহিকতায় রবিবার ইন্দোনেশিয়ায় চতুর্থ দিনের মতো বিক্ষোভ আয়োজিত হয়।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রধান মসজিদ থেকে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের সামনে একটি স্কয়ারে জড়ো হন। পবিত্র বায়তুল মুকাদ্দাস বিষয়ে নেওয়া বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসতে বিক্ষোভকারীরা ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইন্দোনেশিয়া সরকারের পাশাপাশি বিভিন্ন মুসলিম সম্প্রদায় এবং ইসলামি সংস্থার সমর্থনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন ‘ইন্দোনেশিয়া ওলামা পরিষদ’ এ বিক্ষোভ মিছিল আয়োজন করে। বিক্ষোভকারীরা ‘আল্লা-হো-আকবর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ফিলিস্তানি পতাকা এবং শান্তি, ভালোবাসা এবং ফিলিস্তিন মুক্তি সম্বলিত প্ল্যাকার্ড বহন করছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত সব ধরনের মার্কিন পণ্য বর্জন অব্যাহত রাখতে ইন্দোনেশিয়ার উলেমা পরিষদের মহাসচিব আনয়োর আব্বাস তার দেশের নাগরিকদের কাছে আবেদন করেছেন। এদিকে, ট্রাম্পের ঘোষণার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে আটটি দেশ এই ইস্যুতে জরুরি সভা আহ্বান করেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লিগ, সৌদি আরব, জর্ডান, তুরস্ক, ফ্রান্স এবং জার্মানিসহ বিভিন্ন দেশ ও সংস্থার সতর্ক বাণী উপেক্ষা করেই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন ট্রাম্প। আর তার এরকম একপেশে সিদ্ধান্ত নেয়ার পর ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কলকাতা টুয়েন্টিফোর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সবচেয়ে দামি বাড়ির মালিক সৌদি যুবরাজ!

বিশ্বের সবচেয়ে দামি বাড়ির মালিক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দুই বছর আগে বাড়িটি কিনেছিলেন তিনি। তবে এতোদিন ক্রেতার নাম জানা না গেলেও রবিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ খবর প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে ফ্রান্সের ‘শ্যাটো লুইস ফোরটিন’ নামের বাড়িটি ৩০ কোটি ডলারে (প্রায় ২৪০০ কোটি টাকায়) বিক্রি হয়েছিল। তখন ফরচুন ম্যাগাজিন একে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি হিসেবে আখ্যা দেয়। ৫৭ একরের ল্যান্ডস্কেপে রয়েছে স্বর্ণপাতার ঝরনা, মার্বেলের ভাস্কর্য এবং আঁকাবাঁকা গাছের বেড়ার দেয়াল, যা গোলক ধাঁধার সৃষ্টি করে। প্রাসাদের চোখ ধাঁধানো এসব তথ্য জানা গেলেও তখন একটি তথ্য কেউই জানতে পারেননি। আর সেটি হল এর ক্রেতার নাম।

তবে এই সংক্রান্ত নথি বিশ্লেষণের মধ্য দিয়ে নিউইয়র্ক টাইমস দাবি করেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই এর ক্রেতা। একে সৌদি যুবরাজের অসংযত ক্রয়গুলোর একটি বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস। ৫০০ মিলিয়ন ডলার মূল্যের ইয়ট এবং ভিঞ্চির আঁকা ৪৫০ মিলিয়ন ডলার মূল্যের চিত্রশিল্প ক্রয় নিয়ে সৌদি যুবরাজের বিরুদ্ধে বিতর্ক রয়েছে।

দেশের ভেতরে দুর্নীতিবিরোধী অভিযান চালানোর মধ্য দিয়ে নিজের ভাবমূর্তি স্বচ্ছ করে বিদেশে বিলাসিতা করছেন বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস।

সিআইএর সাবেক পরিচালক এবং লেখক ব্রুস ও লেইডেল বলেন, ‘তিনি নিজের সাফল্যমণ্ডিত ভাবমূূর্তি গড়ার চেষ্টা করছেন। তিনি দেখাতে চাচ্ছেন তিনি আলাদা চরিত্রের, তিনি একজন সংস্কারক, অন্তত সমাজ সংস্কারক এবং তিনি দুর্নীতিবাজ নন। তবে এটা (এসব বিলাসী কেনাকাটা) তার ভাবমূর্তির ওপর একটি ভয়াবহ আঘাত। ’

সপ্তদশ শতকে নির্মিত প্রাসাদটিতে একবিংশ শতাব্দীর প্রযুক্তির মিশেলে আধুনিকায়ন করা হয়েছে। এখানে রয়েছে মদপানের কক্ষ, মুভি থিয়েটার, পানির নিচে স্বচ্ছ চেম্বারসহ নানা বিনোদনমূলক ব্যবস্থা। এর ঝরনা, সাউন্ড সিস্টেম, লাইট এবং নিঃশব্দের এয়ার কন্ডিশনারগুলো আইফোনের মাধ্যমে দূর নিয়ন্ত্রিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টি-টেন শিরোপা সাকিবদের

টি-টেন লিগের জমকালো ফাইনালে পাঞ্জাবি লিজেন্ডসকে হারিয়ে শিরোপা জিতেছে সাকিব-মরগানদের কেরালা কিংস।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১২১ রানের টার্গেট দেয় মিসবাহর পাঞ্জাবি লিজেন্ডস। জবাবে ব্যাট করতে নেমে পল স্টার্লিংয়ের ২৩ বলে ৫২ এবং অধিনায়ক ইয়ন মরগানের ২১ বলে ৬৩ রানের সুবাদে ১২ বল আর ৮ উইকেট হাতে রেখে টপকে যায় কেরালা। ফলে ব্যাটিংয়ে নামতে হয়নি সাকিব আল হাসানের।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন পাঞ্জাবি লিজেন্ডসের লুক রঞ্চি। ৩৪ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন এই কিউই ব্যাটসম্যান। এছাড়া ১৪ বলে ২৬ রান করেন শোয়েব মালিক। সাকিব ২ ওভারে দেন ৩১ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হোটেলে পতিতাবৃত্তির অভিযোগে দুই ভারতীয় অভিনেত্রী গ্রেপ্তার

অভিনয়ের পাশাপাশি যৌন ব্যবসায় জড়িত ছিলেন ভারতীয় ইন্ডাস্ট্রির দুজন অভিনেত্রী। তাদের মধ্যে একজন বলিউডের রিচা সাক্সেনা এবং এক বাঙালি অভিনেত্রী শুভ্রা চট্টোপাধ্যায়। হায়দ্রাবাদে যৌন ব্যবসা চালাতে গিয়ে ধরা পড়লেন এই দুই অভিনেত্রী। শনিবার রাতে হায়দ্রাবাদের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে হায়দ্রাবাদের ওই হোটেল মালিক সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, গ্রেফতা হওয়া রিচা সাক্সেনা নামে ওই অভিনেত্রী তেলেগু ও বলিউডের বিভিন্ন কম বাজেটের ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তেলেগু ছবিতেও অভিনয় করেন রিচা। বাঙালি অভিনেত্রী শুভ্রা চট্টোপাধ্যায়কেও দেখা যায় বিভিন্ন হিন্দি ধারাবাহিকে।

এই দুই অভিনেত্রীই গত সোমবার মুম্বাই থেকে হায়দ্রাবাদে পালিয়ে আসেন বলে বিশেষ সূত্রে খবর পেয়েই পুলিশ শনিবার রাতে হায়দ্রাবাদের এই নামী হোটেলে তল্লাশি চালায়। আর তখনই পুলিশের হাতে ধরা পড়েন এই দুই অভিনেত্রী। তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৫৫ হাজার টাকা। এছাড়াও  এক তেলেগু ফ্যাশন ডিজাইনারকেও আটক করেছে পুলিশ। যদিও এই ব্যবসায়ের পেছনে থাকা আসল আসামীকে গ্রেফতার করা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা প্রশাসককে ঘুষ দিতে গিয়ে গ্রেফতার

চট্টগ্রামের জেলা প্রশাসককে ঘুষ দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন মো. শামসুল হক (৪৫) নামে এক ব্যক্তি।

রবিবার জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর কক্ষ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শামসুল হক চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকার মিন্নত আলীর ছেলে।

জেলা প্রশাসক জিল্লর রহমান চৌধুরী বলেন, দুপুরে শামসুল হক আমার কক্ষে প্রবেশ করেন। প্রবেশ করেই আসন্ন ভর্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণিতে ছেলেকে ভর্তির সুযোগ করিয়ে দেওয়ার অনুরোধ জানান। এক পর্যায়ে একটি খাম এগিয়ে দেন শামসুল হক। খামটি খুলে ৩০ হাজার টাকা পাই। পরে ঘুষ দেয়ার অপরাধে তাকে গ্রেফতার দেখানো হয়।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল কবির বলেন, ছেলেকে স্কুলে ভর্তির সুযোগ করিয়ে দেওয়ার তদবির নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন শামসুল হক। পরে ঘুষ দেয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শতাব্দীর সেরা ডেলিভারিতে চমকে দিলেন স্টার্ক‍! (ভিডিওসহ)

একটি বল নিয়ে এখন ক্রিকেট বিশেষজ্ঞদের মাথা খারাপ হওয়ার অবস্থা! কেউ বলছেন অ্যাশেজের সেরা বল। আবার কেউ বলছেন এই দশকেরই সেরা বল।
আসলে কোনটা সেটা হয়তো জানা যাবে খুব দ্রুত। কিন্তু এমনই বল করলেন মিচেল স্টার্ক যা নিয়ে তোলপাড় গোটা ক্রিকেট বিশ্ব। জেমসের অফ স্টাম্প ছিটকে যেতেই শুরু হয়ে গেল স্টার্কের বল নিয়ে চলছে গবেষণা। ঠিক কতটা সেরা?

৫৫ রানে মিচেল স্টার্কের যে বলে জেমস ভিনস আউট হলেন এখন সেটাই আলোচনার তুঙ্গে। ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল ইংল্যান্ড। তখন ক্রিজে জেমস। দিনে তাঁর ব্যাট থেকেই এসেছে ইংল্যান্ডের সর্বোচ্চ রান। ভিন্স তখন খেলছিলেন ৫৫ রানে। দারুণ খেলতে থাকা ব্যাটসম্যান পুরো হতভম্ব হয় যান ওই ডেলিভারির চমকে।

স্টার্কের ডেলিভারির সময় ধারাভাষ্যের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন বলেন, ‘এই বলে ভিন্সের আসলে খুব বেশি কিছু করার ছিল না। ‘ পরে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ওয়ার্ন লিখেছেন, ‘বল অফ দ্য অ্যাশেজ অ্যান্ড দ্য সামার। এটিই কি একুশ শতকের সেরা ডেলিভারি?’

উল্লেখ্য, ১৯৯৩ সালের অ্যাশেজে করা শেন ওয়ার্নের একটি ডেলিভারি ‘বল অব দা সেঞ্চুরি’ নামে পরিচিত হয়ে আছে। শুধু ওয়ার্ন নন, পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াসিম আকরামও সোশ্যাল সাইটে লিখেছেন, ‘দারুণ বল। স্টার্ক তুমি আমাকে আমার সময়ের কথা মনে করিয়ে দিলে!’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest