আশাশুনিতে অভিবাসী দিবস পালন

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস-১৭ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে র‌্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকের সঞ্চালনায় সভায় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, মেডিকেল অফিসার ডাঃ সাইফুল আলম ও এমপি প্রফেসর রুহুল হক এর প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রাক বড়দিন পালন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় প্রাক বড়দিন পালন ও কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে মুনজিতপুরস্থ মীর মহলে জেলা খ্রীষ্টিয়ান সমাজ এর আয়োজনে এবং জেলা দলিত পরিষদের সহযোগিতায় জেলা ফেলোশিপের সভাপতি শিবু সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা, যুগ্ম সম্পাদিকা সুলেখা চন্দ্র দাস, রোখসানা পারভীন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক গৌরপদ দাস, জেলা ফেলোশীপের সাধারণ সম্পাদক জোসেফ সরকার, পালক রবিন মন্ডল, নয়ন দাস। পবিত্র বাইবেল থেকে পাঠ করেন লুইস বিশ^াস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মানিক দাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাংবাদিক ক্লাবে লেনিন ও ডালিম ঘরামীর মতবিনিময়

মাহফুজুর রহমান তালেব: গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় মুন্সীগঞ্জ বাজার সংলগ্ন সুন্দরবন সাংাদিক ক্লাবের নিজস্ব কার্যালয়ে মত বিনিময় করেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ: সভাপতি শফিউল আযম লেনিন এবং সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ ডালিম কুমার ঘরামী। সুন্দরবন সাংবাদিক ক্লাবের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ:সভাপতি মাহফুজুর রহমান তালেব। শফিউল আযম লেনিন তার বক্তব্যে বলেন, সাতক্ষীরার ২টি বডারগার্ড ব্যাটেলিয়নের ১টি বুড়িগোয়ালিনীতে, সাতক্ষীরা ফরেষ্ট রেঞ্জ অফিস, নৌ-পুলিশ থানা, র‌্যাব ক্যাম্প, পর্যটন স্পট আকাশ লীনা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। অথচ, নীল ডুমুর হতে শ্যামনগর পর্যন্ত রাস্তাঘাট এত খারাপ যে, চলাচলের সম্পূর্ন অযোগ্য। তিনি আরও বলেন, কোন জন প্রতিনিধি আমাদের প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়নগুলির উন্নয়নের দিতে আদৌ লক্ষ্য করেন না। আমি দৃঢ় আশাবাদি, প্রধান মন্ত্রী আমাকেই নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিবেন। আর আমি নির্বাচিত হলে অবহেলিত এলাকায় কি ধরনের কাজ হয়, আপনারা দেখে বিস্মিত হবেন। তিনি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে এলাকার সমস্যা, নির্যাতিত মানুষের কথা নির্ভয়ে নিরপেক্ষ সংবাদ প্রকাশের আহবান জানান। ডালিম কুমার ঘরামীও অনেক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এছাড়া আরও বক্তব্য রাখেন গুবুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল রহিম, বুড়িগোয়ালীনি ইউপি সদস্য আ. রউফ, আল মামুন লিটন, সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় উক্ত শফিউল আযম লেনিন-এর সফর সঙ্গী ছাড়াও সুন্দরবন সাংবাদিক ক্লাবের অধিকাংশ সদস্য উপস্থি ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাংবাদিক ক্লাবের সহ: সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৎস্য ঘেরের বাসা পুড়িয়ে দেয়ার অভিযোগ

আশাশুনি ব্যুরো : আশাশুনি বলাবাড়িয়া ভাঙ্গাবিলে মৎস্য ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এব্যাপারে ঘের মালিক তাহমিদ হোসেন ডেভিট বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে আশাশুনি থানায় একটি সাধারণ ডারেরী করেছেন।

জানা গেছে, আশাশুনি সদরের তাহমিদ হোসেন ডেভিট বলাবাড়িয়া ভাঙ্গাবিলে পৈত্রিক ও ডিডকৃত একটি মৎস্য ঘের করে আসছেন। ঘেরের পার্টনার দিলিপ কুমার মন্ডল রবিবার দুপুরে ঘেরের বাসায় তালা লাগিয়ে বাড়ীতে চলে আসেন। বিকাল ৫টার দিকে কে বা কারা ঘেরের বাসায় আগুন লাগিয়ে দেয়। ঘেরের বেড়ী বাঁধের চলাচলের লোকজন ঘেরের বাসা পুড়তে দেখে ঘের মালিককে সংবাদ দেয়। ততক্ষনে ঘেরের বাসায় থাকা একটি সোলার প্যানেল, বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ওই দিন সন্ধ্যায় ঘের মালিক তাহমিদ হোসেন ডেভিট বাদি হয়ে আশাশুনি থানায় ৭৪০নং সাধারণ ডায়েরি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মতবিনিময় সভা

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্ট্রোমি ফাউন্ডেশন নরওয়ের অর্থায়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন। শিক্ষা ও কিশোরী ক্ষমতায়ন প্রজেক্টের প্রোগ্রাম অফিসার রোকনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার শাহাজাহন আলি, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহিনুর ইসলাম, মহিলা অধিদপ্তরের ট্রেইনার শারমীন চৌধুরী, শিক্ষক আনারুল ইসলাম, ইএসপি জগদীশ সরকার, এসপিএ সেক্রেটারী আরিফা সুলতানা, নেটওয়ার্কিং ফোরাম নেতা তনুশ্রী মন্ডল, আত্ম-নির্ভরশীল দলনেতা মনিকা বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সীড প্রজেক্ট সমন্বয়কারী ওবায়দুল হক এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সাস এর কার্যক্রম এবং সাীড প্রজেক্টের লক্ষ্য-উদ্দেশ্য ও বাস্তাবায়িত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার রোকনুদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিস্ফোরক লাইসেন্স ছাড়াই বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস

ভ্রাম্যমাণ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিভিন্ন বাজারগুলোতে মানবিক বিষয়গুলোকে প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের লক্ষে কোনো প্রকার লাইসেন্স ছাড়াই অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাস। আইনের তোয়াক্কা না করে অবাধে বিক্রি হওয়া এসব গ্যাস সিলিন্ডার যত্রতত্র বিক্রয়ের ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অথচ সিভিল ডিফেন্স এবং বিস্ফোরক আইনের লাইসেন্স নেওয়ার নিয়ম থাকলেও এসবের কোনোটি গ্রহণ না করেই উপজেলার অধিকাংশ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানে বিপজ্জনকভাবে বিক্রয় করছেন সিলিন্ডার গ্যাস। এসব ব্যবসায়ীর কারণে যেমনি রয়েছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তেমনি সরকারও হারাচ্ছে বিপুল অংকের রাজস্ব। খোঁজ নিয়ে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী বিস্ফোরক লাইসেন্স ছাড়াই চালিয়ে যাচ্ছে গ্যান সিলিন্ডার ব্যবসা। অথচ লাইসেন্স ছাড়া গ্যাসের ডিলারের বা ব্যবসার অনুমতি পাওয়া যায়না। বিস্ফোরক লাইসেন্সের প্রদত্ত নিয়ম-কানুন অনুযায়ী গ্যাসের ব্যবসা পরিচালিত হয়। এতে নিরাপদে গ্যাস মজুদসহ নানা ধরণের দিক নির্দেশনা থাকে। ফলে নিয়ম ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে মজুদ হচ্ছে গ্যাসের সিলিন্ডার।
শ্যামনগর উপজেলা সদর, বংশীপুর, মুন্সিগঞ্জ, নওয়াবেকী বাজারসহ বিভিন্ন বাজারগুলোতে একদম রাস্তার পাশে একেবারে অনিরাপদ স্থানে অগ্নিনির্বাপক বা অক্সিজেন ছাড়া লাইসেন্সবিহীন অবৈধভাবে দেদারসে বিক্রি হচ্ছে এসব সিলিন্ডার গ্যাস। মারাতœক ঝুঁকির পাশাপাশি সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের আশংকায় বাজারের ব্যবসায়ী ও পথচারীরাদের মাঝে দেখা দিয়েছে নানা আশংখা। এমতাবস্থায়, অবৈধভাবে গ্যাসের সিলিন্ডার ব্যবসা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ব্যবসায়ী ও পথচারীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগরদাঁড়িতে এমপি রবির উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সদরের আগরদাঁড়ি ইউনিয়নের কোমরপাড়া এলাকায় সরকারের উন্নয়ন কর্মকা- ও সাফল্য তুলে ধরে মহিলাদের সাথে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জঙ্গি দমন, বিদ্যুৎ সমস্যার সমাধান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেবে। না হলে দেশে আবারো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। আবারো সারা দেশে বোমাবাজি হবে। তাই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি জনগণের সাথে থাকবে, না জঙ্গিবাদের সাথে থাকবে।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এড. আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা গোপাল চন্দ্র ঘোষাল, মুক্তিযোদ্ধা নুর ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকত আলী, বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান ও নারী নেত্রী মনোয়ারা খাতুনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুচি’র সম্মতিতে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন -জাতিসংঘের অভিযোগ

মিয়ানমারে মুসলমান সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্যাতনের অনুমোদন সেদেশের নেত্রী অং সান সুচির অনুমোদনেই হয়েছে বলে ধারণা করছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যেইদ রাদ আল হুসেইন।

এজন্য মিয়ানমারের নেতাদের একসময় বিচারের মুখোমুখি হতে হবে বলে তিনি বলছেন। বিশ্বে মানবাধিকার রক্ষার বিষয়গুলো দেখভাল করে জাতিসংঘের এই প্রতিষ্ঠানটি প্রধান হুসেইন।

তিনি বলেছেন, ”যে মাত্রায় এবং যেভাবে সেখানে সামরিক অভিযান চালানো হয়েছে, তা অবশ্যই দেশের উঁচু পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই অভিযানে কয়েক হাজার মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।’ এজন্য মিয়ানমারের নেতাদের একসময়ে গণহত্যার অভিযোগের মুখোমুখি হতে হবে।”

যদিও এসব অভিযোগের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি অং সান সুচি, যিনি একসময় শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।

বিবিসির সংবাদদাতা জাস্টিন রোল্যাট বলছেন, ”মিয়ানমারের নেতাদের ভবিষ্যতে বিচারের মুখোমুখি দাড়াতে হতে পারে, জাতিসংঘের এই নজরদারি প্রতিষ্ঠানটির প্রধানের এই বক্তব্য খাটো করে দেখার সুযোগ নেই।”

এ মাসের শুরুর দিকেই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেয়া বক্তব্যে হুসেইন বলেছিলেন, মিয়ানমারে যে ব্যাপক বা পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের উপর নির্যাতন চালানো হয়েছে, তাতে গণহত্যার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাবে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকাস্টের পর জাতিসংঘের সদস্য দেশগুলো একটি কনভেনশনে স্বাক্ষর করেছেন, যেখানে কোন গোত্রকে নিশ্চিহ্নকে করার চেষ্টাকে গণহত্যাকে বলে বর্ণনা করা হয়েছে। কিন্তু তার এই বক্তব্যের পর কি অং সান সুচির বিরুদ্ধে অভিযোগ আনা পারে?

তিনি বলছেন, মিয়ানমারে গণহত্যা হয়েছে কিনা, সেটি প্রমাণের দায়িত্ব যেইদ রাদ আল হুসেইনের নয়। কিন্তু তিনি হয়তো আন্তর্জাতিক একটি তদন্ত চাইতে পারেন। যদিও হাই কমিশনার বলছেন, সেটিও কঠিন একটি কাজ।

তিনি আরও বলছেন, ”কেউ যদি গণহত্যা চালানোর পরিকল্পনা করে, সেটি তো তারা কাগজ কলমে করবে না। হয়তো আপনি কোন নির্দেশনার প্রমাণও পাবেন না। তবে এখন আমরা যা দেখছি, তার ভিত্তিতে ভবিষ্যতে কোন আদালত যদি এরকম কোন তদন্তের আদেশ দেয়, তাতে আমি অবাক হবো না।”

অগাস্টে এই অভিযান শুরুর পর সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নিয়েছে। শত শত গ্রাম পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে। সেখানে ব্যাপক হত্যা আর গণধর্ষণের বর্ণনা দিয়েছেন পালিয়ে আসা রোহিঙ্গারা।

স্যাটেলাইটে তোলা ছবি বিশ্লেষণের পর যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বার্মার (মিয়ানমার) রাখাইন রাজ্যে গত দুইমাসে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রমাণ পাওয়া যাচ্ছে।

অক্টোবর ও নভেম্বর মাসে আরো ৪০টি গ্রামের ভবনসহ বহু ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে বলে সংস্থাটি দেখতে পেয়েছে। ২৫ অগাস্টের পর রাখাইনে এ নিয়ে ৩৫৪টি গ্রাম আংশিক বা পুরোপুরি পুড়িয়ে দেয়া হয়েছে। বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest