আমরা বিজয়ী জাতি, মাথা নত করি না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা বিজয়ী জাতি, কারো কাছে মাথা নত করি না।’ তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বে মাথা উঁচু করে মর্যাদার সাথে চলব। এটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা।’

আজ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দর্শকদের উদ্দেশে বক্তৃতা দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ের পরে যেভাবে আমরা সারা বিশ্বে মর্যাদা পেয়েছিলাম, যে মর্যাদা লুণ্ঠিত হয়েছিল ৭৫-এর ১৫ আগস্ট। আজকে সেই মর্যাদা আমরা আবার ফিরে পেয়েছি। আজ আবার সারা বিশ্ব বাঙালির দিকে তাকিয়ে থাকে। কাজেই এই ঐতিহ্য ধরে রাখতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যারা যুবসমাজ আছে, তাদেরকে আমি এটুকুই বলব, মুক্তিযুদ্ধের চেতনায় লাখো শহীদের যে ত্যাগ, সেই ত্যাগের মহিমায় নিজেদের গড়ে তুলতে হবে উপযুক্ত নাগরিক হিসেবে। গড়ে তুলতে হবে বাংলাদেশকে। আমরা বিজয়ী জাতি, এই কথাটা সব সময় মনে রাখতে হবে। এক মুহূর্তের জন্য ভুললে চলবে না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপির মেয়েকে ছুরিকাঘাত

বাগেরহাটে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) হ্যাপি বড়ালের মেয়েকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বিকেল ৫টার পর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে।

আহতের নাম অদিতি বড়াল (২৬)। তিনি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। আট মাস আগেও একবার দুর্বৃত্তরা অদিতির ওপর হামলা করে বলে জানিয়েছেন এমপি হ্যাপি বড়াল।

এমপি হ্যাপি বড়াল জানান, মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট সদরের আমলাপাড়া স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে স্কুলের গেটের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিল অদিতি। এমন সময় দুর্বৃত্তরা এসে তাঁকে জিজ্ঞাসা করে, ‘তুমি কি এমপি হ্যাপি বড়ালের মেয়ে?’ হ্যাঁ বলার পরপরই তাঁর পেটে ছুরি মেরে পালিয়ে যায় তারা।

হ্যাপি বড়াল আরো জানান, প্রায় আট মাস আগে অদিতির ওপর হামলা করে দুর্বৃত্তরা। তখন মামলা দায়ের করা হয়। কিন্তু কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বার্তা সংস্থা ইউএনবিকে জানান, দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এমপি হ্যাপি বড়ালের স্বামী কালিদাস বড়ালকে ২০০০ সালের ২০ আগস্ট গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪১ জন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সাতক্ষীরা জেলা পুলিশের সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি : মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার দুপুর ১টায় সাতক্ষীরা পুলিশ লাইনে সাতক্ষীরা জেলায় বসবাসরত বাংলাদেশ পুলিশের ৪১(একচল্লিশ) জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মির্জা সালাহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা কে.এম. আরিফুল হক (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সার্কেল মেরিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ হুমায়ুন কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোহাম্মদ আতিকুল হকসহ পুলিশের অন্যান্য কর্তকর্তাবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পুলিশ মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তারা তাদের যে কোন বিষয়/সমস্য নিয়ে যে কোন সময় পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে পারবেন এবং তাদের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।” সংবর্ধিত পুলিশ মুক্তিযোদ্ধাগণ মহান স্বাধীনতা যুদ্ধে তাদের অবদানের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। এ সময় পুলিশ মুক্তিযোদ্ধাগণ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসপি পদে পদোন্নতি পাওয়ায় আরিফুল হককে জেলা পুলিশের অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব কেএম আরিফুল হক গত ১৪ ডিসেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। অচিরেই পুলিশ সুপার পদে পদায়ন করা হবে। তার বর্ণাঢ্য চাকরি জীবনে তিনি যশোর, চাপাই নবাবগঞ্জ জেলাসহ পুলিশের বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করেছেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমন করেছেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৫৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ৫৫০ বোতল ফেন্সিডিলসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পলাশপোল এলাকার সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের উপর থেকে একটি ট্রাকসহ চালক ও হেলপার কে আটক করা হয়। এসময় ট্রাক তল্লাশী করে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশের সদস্যরা। এছাড়াও ট্রাকটি জব্দ করা হয়। আটক ট্রাক চালক কালিগঞ্জ উপজেলার খামারপাড়া গ্রামের আব্দুল আফু গাজীর ছেলে বাবর আলী গাজী(২৫) এবং হেলপার দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের মোকছেদ আলী তরফদারের ছেলে আল আমিন তরফদার(২২)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

মোস্তাফিজুর রহমান : আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস-২০১৭ পালিত হয়েছে। সারা দেশের ন্যায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার সূর্যদয়ের সাথে সাথে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শিক্ষা প্রতিষ্ঠান সম্মূহে কুচকাওয়াজ, আলোচনা সভা, মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে মিলাদ ও বিশেষ প্রার্থনা সহ দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ স্মৃতি সৌধে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানর নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহীনের নেতৃত্বে থানা পুলিশ, প্রাক্তন কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারন সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি এড. গোলাম গনী দুদু ও সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসানের নেতৃত্বে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, আশাশুনি সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান ও সেক্রেটারী জিএম আল ফারুকের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, আশাশুনি রিপোটার্স ক্লাব সহ-সভাপতি আইয়ুব হোসেন রানা’র নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, আশাশুনি মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলামের নেতৃত্বে শিক্ষক ও ছাত্রীবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিৎ বৈদ্যর নেতৃত্বে, প্রধান শিক্ষিকা আশরাফুন্নাহার নার্গিসের নেতৃত্বে আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পণ করা হয়। সকাল ৯টায় আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন ও কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান সালাম গ্রহন করেন। এসময় আকর্ষনীয় কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করেন রোভারস্কাউট, বয়েজস্কাউট, গালর্স গাইড, কাবদল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এর আগে উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আ’লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। অন্যদিকে উপজেলা আ’লীগ সেক্রেটারী এড. শাহিদুর ইসলাম পিন্টুর নেতৃত্বে দলীয় কার্যালয়ে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এসময় দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিকালে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে অনুরূপ কর্মসূচি পালিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চেঙ্গিজ খানের ছবিতে লাথি-থুতু মেরে ভিডিও আপলোড, অতঃপর…!

চেঙ্গিজ খানকে অবমাননার দায়ে এক বছরের জেল হল এক যুবকের। সেই যুবকের বিরুদ্ধে অভিযোগ, চেঙ্গিজে খানের ছবিকে পায়ে মাড়ানোর মাধ্যমে সে জাতিগত সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে।

গত মে মাসে চেঙ্গিজ খানের ছবিতে লাথি মারার ভিডিও আপলোড করেছিল লুয়ো নামের এক যুবক। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তাতে অনেকেই প্রতিবাদে সরব হন।

চীনের মঙ্গোলিয়ায় অরদোস শহর এই ঘটনা ঘটে। চেঙ্গিস খানের ছবিতে পদাঘাত করে ও থুতু ফেলে অবমাননা করা হয়। তারপরে চীনের জনপ্রিয় একটি ভিডিও প্ল্যাটফর্ম কুয়াইশুতে সেই ভিডিওটি শেয়ার করে দেয় এবং পাশাপাশি বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করে দেয়। তারপরে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। গ্রেফতার করার পরে আদালতে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে লুয়ো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন রাহুল গান্ধী

কংগ্রেসের সভাপতি হিসেবে শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে তিনি সনদপত্র গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। তার হাতে সনদপত্র তুলে দেন সেন্ট্রাল ইলেকশন অথরিটির সভাপতি মুল্লাপাল্লি রামাচন্দ্রন। ২০১৪ সাল থেকে কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন রাহুল।

রাহুল তার মা সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত হলেন। ১৯৯৮ সাল থেকে কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সোনিয়া গান্ধী। এর মাধ্যমে ভারতের ১৩১ বছরের পুরোনো রাজনৈতিক দলটির সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালনের রেকর্ড গড়েন ৭১ বছর বয়সী সোনিয়া।

কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর আপনার কী ভূমিকা হবে- শুক্রবার সংসদের সামনে সোনিয়া গান্ধীকে প্রশ্নটি করেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, ‘এখন আমার দায়িত্ব হবে অবসর নেয়া। ‘

এ বক্তব্য নিয়ে সোনিয়ার রাজনীতি থেকে অবসরের গুঞ্জনও শুরু হয়। পরে কংগ্রেসের এক মুখপাত্র টুইট করে বলেন, ‘তিনি সভাপতির পদ থেকে অবসের যাচ্ছেন।
রাজনীতি থেকে নয়। ‘ সূত্র : হিন্দুস্থান টাইমস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest