ইতিহাসে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সংসদের সর্বকনিষ্ঠ এমপি দুশান্ত চাতালাকে হঠাৎ করেই শীতকালীন অধিবেশনে সংসদে ট্রাক্টর নিয়ে প্রবেশ করেছেন। এ নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন ভারতীয় সংসদের ইণ্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) এর এক সংসদ সদস্য।
এদিকে সংসদ অধিবেশনে ট্রাক্টর নিয়ে প্রবেশের কোন অনুমতি না থাকায়, তাকে আগে থেকেই দুই দিনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদনের মাধ্যমে রাস্তার অনুমোদন নিতে হয়। তার এই ঘটনা সবার দৃষ্টিকে নাড়া দিয়ে গেছে এবং অস্বাভাবিক বলেও অনেকে মন্তব্য করেছেন।

২০২১ সালের মধ্যো বাংলাদেশকে একটি ক্ষুদামুক্ত,দারিদ্রমুক্ত,শান্তিুপূর্ণ মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ নিয়ে আওয়ামীলীগ সরকার কাজ করছে-এ কথা উল্লেখ করে তিনি বলেন, রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে সক্ষম হবেন। আপনাদের আমাদের মত গ্রাম-বাংলার সকল শ্রেণি-পেশার মানুষের আর্থিক সহযোগিতায় এদেশের নিজস্ব অর্থায়নে কাঙ্খিত পদ্মা সেতু মাত্র খুব দ্রুত সম্পন্ন হবে। যার মূল সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শুধু এখানেই শেষ নয়, জননেত্রী শেখ হাসিনার সরকারের মাধ্যমে জানুয়ারি মাসের শুরুতেই কোটি কোটি বই বিনামূল্যে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগসহ সার্বিক দিক দিয়ে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
