সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভ

নুরনগরে দুঃস্থ মাঝে কম্বল বিতরণ

পলাশ দেবনাথ : বৃহস্পতিবার শ্যামনগর উপজেলার নুরনগরে বোটারী ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা এর সৌজন্যে আমেনা আরশাদ ফাউন্ডেশনের আয়োজনে এবং দক্ষিণ হাজীপুর গ্রাম উন্নয়ন কমিটির সহযোগীতায় দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আগে থেকে তালিকা করে দুঃস্থ ও অসহায়দের এই কম্বল দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন হাজীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি চেয়ারম্যান পতœী রাহেলা আহমেদ, কাটুনিয়া রাজবাড়ী কলেজের অব. অধ্যক্ষ আবু সাইদ, সুশীলন নবযাত্রার সুশাসন অংশের মনিরুল ইসলাম ও আব্দুল হান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় জামায়াত-শিবির কর্মী পিতা-পুত্র আটক

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের দু’কর্মীকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী যুগিপুকুরিয়া গ্রামের মৃত আজগার আলী সরদার পুত্র আশরাফুল ইসলাম আছা (৪৮) ও তার পুত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী শওকত হোসেন (১৭)-কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে চলছে কলারোয়া হাসপাতাল!

কলারোয়া ডেস্ক : কলারোয়া উপজেলায় সরকারিভাবে প্রদত্ত স্বাস্থ্য সেবার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু কলারোয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্স, সংক্ষেপে যেটাকে সবাই সরকারি হাসপাতাল হিসেবেই চেনেন। আর সেই হাসপাতাল বর্তমানে চলছে মাত্র তিনজন ডাক্তার দিয়ে। ফলে চিকিৎসক শুন্যতায় স্বাস্থ্যসেবা পড়েছে হুমকির মুখে, ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা।
হাসাপাতালের জরুরি বিভাগ, আউটডোর, ইনডোরসহ ভর্তিকৃত রোগীদের চিকিৎসাসেবা দিতে রীতিমত হিমশিম খাচ্ছেন দায়িত্বরত ৩জন চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা.শফিকুল ইসলাম, ডা. গোপাল চন্দ্র ও ডা. তন্দ্রা ঘোষ। এ ৩ জনের মধ্যে আবার আর.এম.ও’কে অফিসিয়াল কাজের পাশাপাশি চিকিৎসাসেবা প্রদানে নিয়োজিত থাকতে হয়।
এছাড়া শুধুমাত্র প্রশাসনিক কাজে দায়িত্বপালন করেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (টি.এইচ.ও) ডা. কামরুল ইসলাম।
এ বিষয়ে আর.এম.ও ডা.শফিকুল ইসলাম জানান- ‘একদিকে অফিসিয়াল কাজ, অন্যদিকে জরুরি বিভাগ-আউটডোর নিয়ে চরম দুর্ভোগের মধ্যে নিজেরাই বিপদে আছি। কোনটা ছেড়ে কোনটা করবো।’
তিনি বলেন- ‘আমরাও চাচ্ছি পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক পদায়ন করা হোক যাতে রোগীদের সুষ্ঠুভাবে চিকিৎসাসেবা প্রদান করা যায়।’
এদিকে, গত ১১ ডিসেম্বর প্রসুতি বিশেষজ্ঞ ডা. কান্তি মোহন ভদ্র অবসরে গেছেন। ফলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে হাসপাতালে গিয়ে প্রসুতি মায়েরা বিপাকে পড়ছেন।
এছাড়া দীর্ঘ ৩ বছর যাবৎ কলারোয়া হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রম বন্ধ আছে। পাশাপাশি এ্যানাসথেসিয়া ডাক্তার বা অজ্ঞানের ডাক্তারসহ বিশেষজ্ঞ সার্জন না থাকায় ছোট-বড় অন্যান্য অপারেশনও রয়েছে বন্ধ। যে কারণে ক্লিনিকগুলো বেশ রমরমিয়ে ‘স্বাস্থ্য ব্যবসা’ করছে।
যেখানে এক সময় এই হাসপাতালে ২০ জন ডাক্তার কর্মরত ছিল। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র তিনজন ডাক্তার। কখনও কখনও আউটডোরে ডাক্তারদের সময়মত পাওয়া যায় না। বেডে থাকা রোগীরাও সময়মত ডাক্তারের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলশ্রুতিতে সাধারণ জনগণ সরকারি এই হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আর এগুলোর অন্যতম প্রধান কারণ ডাক্তার স্বল্পতা।
সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকার সচেতন মহলের দাবি- দ্রুতত পর্যাপ্ত চিকিৎসক পদায়ন করা হোক কলারোয়া হাসপাতালে।
জনগনের মনে প্রশ্ন- দেখার কি কেউ নেই? কবে হবে এই অবস্থার অবসান?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সিভিল সার্জনকে শুভেচ্ছা

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান জেলার ম্যাটস্ এবং আইএইচটি এর অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন।
এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতালের মাসিক সমন্বয় সভায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান কর্মরত চিকিৎসকরা।
এসময় বিশেষজ্ঞ চিকিৎসক ডা.আসাদুজ্জামানসহ সাাতক্ষীরা সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা সিভিল সার্জন ডা.তওহীদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাতক্ষীরা জেলার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), ল্যাব টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ানসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন টেকনিশিয়ান পদে নিয়োগকৃতদের অধ্যক্ষ হিসেবে সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদোন্নতি পেয়ে এসপি হলেন সাতক্ষীরার অতি. পুলিশ সুপার আরিফুল হক

নিজস্ব প্রিতবেদক : পদোন্নতি পেয়ে এসপি হলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক। তিনিসহ ৯৬ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হলো

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জামায়াতের প্রচার সম্পাদক এডভোকেট আজিজ আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক এডভোকেট আজিজুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে শহরের জজ কোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জামায়াত নেতা আজিজুল ইসলামের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা থানা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জঙ্গি তামিমের ‘ডান হাত’ সামাদ গ্রেপ্তার: পুলিশ

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন সময় নব্য জেএমবির উচ্চ পর্যায়ের নেতারা গ্রেপ্তার ও নিহত হলে এই সামাদের নেতৃত্বেই জঙ্গি সংগঠনটি সংগঠিত হয়।

বুধবার সন্ধ্যায় মহাখালী এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদ ওরফে আরিফ মামু ওরফে আশিক, তার শ্বশুর জিয়াদুল ইসলাম এবং মো. আজিজুল ইসলাম ওরফে মেহেদী হাসান ওরফে শিশিরকে পুলিশ গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাদের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, দিনাজপুরের সামাদ ২০০২ সালে দাওয়া হাদিস এবং ২০১১ সালে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন।  তার মধ্যেই ২০১০ সালে তিনি জেএমবিতে যোগ দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের বরাতে মুনিরুল বলেন, ২০১৪ সালে তামিম চৌধুরীর সঙ্গে মিলে ‘জুনদ আল তাওহীদ আল খিলাফাই’ নামে একটি সংগঠন গড়েন সামাদ। তামিম ছিলেন সংগঠনটির প্রধান, আর সামাদ ‘সেকেন্ড ইন কমান্ড’।

বোমা তৈরিসহ বিভিন্ন কাজে ‘পারদর্শী’ সামাদ সংগঠনের জন্য সদস্য ও অর্থ সংগ্রহের পাশাপাশি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখতেন বলে মনিরুলের দাবি।

তিনি বলেন, “অস্ত্র চালনা ও গ্রেনেড ব্যবহারের বিষয়ে সংগঠনের নবীন সদস্যদের প্রশিক্ষণ দিতেন আব্দুস সামাদ। নব্য জেএমবির উচ্চ পর্যায়ের নেতারা বিভিন্ন সময় গ্রেপ্তার ও নিহত হওয়ার পর তার নেতৃত্বে সংগঠনটির কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়।”

এর আগে গত জুনে তাদের জিজ্ঞাসাবাদের বরাতে মনিরুল বলেছিলেন, ‘আইয়ুব বাচ্চু’ ছদ্মনাম নিয়ে এক ব্যক্তি জঙ্গি দল নব্য জেএমবিকে সংগঠিত করার চেষ্টায় আছে বলে পুলিশ তথ্য পেয়েছে।

সাভার ও লক্ষ্মীপুর থেকে নব্য জেএমবির সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তারের পর সে সময় এক ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, “আইয়ুব বাচ্চু তার সাংগঠনিক নাম। তার একটি ছবি আমরা পেয়েছি। তার প্রকৃত নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তাকে পুলিশ খুঁজছে।”

পরের মাসে কুষ্টিয়ার ভেড়ামারার একটি সন্দেহজনক জঙ্গি আস্তানা থেকে তিন নারীকে গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই তিন নারীর মধ্যে আরশিদা ওরফে আশরাতি জাহান তিথি নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চু ওরফে সাজিদ হাসান সজীবের স্ত্রী।

বৃহস্পতিবারের ব্রিফিংয়ে মনিরুল বলেন, তামিম চৌধুরী ও সামাদ কল্যাণপুর ও মিরপুর এলাকায় প্রায় ডজন খানেক জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প খুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। হলি আর্টিজান হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ গ্রেপ্তার হওয়ার পর সামাদই সংগঠনের যাবতীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তার বাকি দুজনের মধ্যে সামাদের শ্বশুর জিয়াদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নব্য জেএমবির জন্য অস্ত্র-বিস্ফোরক ও ডেটোনেটর সংগ্রহের পাশাপাশি সংরক্ষণ ও বিতরণের দায়িত্ব পালন করতেন বলে পুলিশের ভাষ্য।

আর আজিজুল ইসলাম মেহেদী পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দুই বছর ধরে জঙ্গি কার্যক্রমে যুক্ত জানিয়ে মনিরুল বলেন, “জিহাদি প্রশিক্ষণও সে নিয়েছে।”

এই অভিযানে গ্রেপ্তার তিনজনের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ২০০ ডেটোনেটর উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী পালন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০১ তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা ডেপুটি কমান্ডার মো. আবুবক্কর সিদ্দীক, সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আবু আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি প্রমুখ। আলোচনা সভা শেষে বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest