সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

একাধিকবার ওয়েনস্টিনের লালসার শিকার হয়েছেন সালমা হায়েক

এবার মি টু-তে হলিউড অভিনেত্রী সালমা হায়েকও। শোনালেন নিজের ভয়ঙ্কার যৌন হেনস্থার কথা। অভিযোগ সেই হলিউড পরিচালক হার্ভে ওয়েনস্টিনের বিরুদ্ধে।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমা জানিয়েছেন, এক দু’বার নয় একাধিক বার পরিচালকের যৌন হেনস্থার শিকার হতে হয়েছে তাকে। ২০০২-এ পরিচালকের সঙ্গে ফ্রিদা নামে একটি ছবিতে কাজ করেছিলেন সালমা। সেই ছবির অধিকাংশ দৃশ্যই পরিচালক এমনভাবে তৈরি করেছিলেন যে সালমাকে নগ্ন হতে হয়। প্রতিদিন যাওয়াটা তার কাছে দুঃস্বপ্নের মত হয়ে দাঁড়িয়েছিল।

রাতে ঘুমাতে পারতেন না। ঘুমের ওষুধ খেতে হত সালমাকে। শুধু নায়কের সঙ্গে নয় পরিচালক এক নারীর সঙ্গেও যৌনতার দৃশ্যে অভিনয় করতে বাধ্য করেছিলেন সালমাকে। সে সময় কীভাবে তাকে হার্ভে উইনস্টাইনের যৌন হেনস্থার শিকার হতে হত তার সাক্ষী থাকতো সেটের সকলেই।
সবাই নিরব দর্শকের মত সেগুলো উপভোগ করত বলেও অভিযোগ করেছেন সালমা।

শুটিং শেষ হওয়ার পর পোস্ট প্রোডাকশন থেকে দূরত্ব বজায় রেখেই চলতেন অভিনেত্রী। হার্ভে তার একাধিক ছবিতে মাত্রাতিরিক্ত যৌনতা প্রদর্শন করতে ভালোবাসেন। এবং তার সঙ্গে যে পরিচালক ও প্রযোজকরা কাজ করেন তাদের উপর নিজের ইচ্ছে চাপিয়ে দিতে থাকেন। অর্থাৎ তাদেরও বাধ্য করেন অকারণে ছবিতে যৌনদৃশ্য যুক্ত করতে।

সালমা হায়েকের আগেও হলিউডের একাধিক অভিনেত্রী হার্ভে উইনস্টাইনের বিরুদ্ধে যৌন হেনস্থা, শ্লীলতাহানী এবং ধর্ষণের অভিযোগ এনেছেন। তারপরেই একে একে প্রকাশ্যে আসতে শুরু করে হলিউড পরিচালেকের বিকৃত মানসিকতার কাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত ও পাকিস্তানে গুগলে কী খোঁজা হয়

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল জানিয়েছে, ভারতীয়দের পছন্দের তালিকার শীর্ষে আছে বলিউডের চলচ্চিত্র আর ক্রিকেট! সেখানে ‘বাহুবলি’ শীর্ষে, এরপরই আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)! আর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মডেল ও অভিনেত্রী সানি লিওনকে!

গুগল আরো যা জানিয়েছে, তাতে বোঝার উপায় নেই পাকিস্তান ও ভারতের সম্পর্ক কী অবস্থায় আছে। কারণ পাকিস্তানেও শীর্ষ দশে আছে বলিউডের একাধিক চলচ্চিত্র! ব্যক্তি হিসেবে পাকিস্তানে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মডেল ফাবিহা সিরাজীকে।

গুগল ট্রেন্ডস ২০১৭-তে এ কথাই বলা হচ্ছে। চলতি বছর ভারতের ‘গুগল’ ব্যবহারকারীরা সবচেয়ে বেশি খুঁজেছে বলিউডের চলচ্চিত্র আর ক্রিকেট। অনুসন্ধানের শীর্ষ দশে ক্রিকেট আর বলিউড ছাড়া আর কিছু নেই!ওই তালিকার শীর্ষে আছে বলিউডের চলচ্চিত্র ‘বাহুবলি ২’। চলতি বছর মুক্তি পায় ‘বাহুবলি’র সিক্যুয়েল। এরপরই আছে আইপিএল। চলতি বছর এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হয় আইপিএল। ফাইনালে রাইজিং পুনে সুপারজায়ান্টকে মাত্র এক রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ানস। তৃতীয় অবস্থানে আছে ক্রিকেট; তা হচ্ছে ‘লাইভ ক্রিকেট স্কোর’।

তালিকায় চতুর্থ অবস্থানে আছে আমির খান অভিনীত চলচ্চিত্র ‘দঙ্গল’। এরপর আছে চলচ্চিত্র ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া, ‘মুন্না মাইকেল’, ‘জাগ্গা জাসুস’।

তালিকার নবম স্থানে ‘চ্যাম্পিয়নস ট্রফি’, যার ফাইনালে ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয়। দশম অবস্থানে আবার বলিউডের চলচ্চিত্র ‘রইস’।

বিনোদনের ব্যক্তিত্বে অনুসন্ধানের শীর্ষে আছেন সানি লিওন। এরপরই আছে মডেল ও অভিনেত্রী আরশি খান। এ ছাড়া আছেন ‘কপিল শর্মা শো’-এ কাজ করা সুনীল গ্রোভার।

পাকিস্তানের শীর্ষে আছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। চলতি আসরে চ্যাম্পিয়ন হয় সরফরাজ আহমেদের দল। এরপরই আছে ‘ডব্লিউ ডব্লিউ ই’। এরপর বলিউডের চলচ্চিত্র ‘দঙ্গল’, ‘রইস’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘জাগ্গা জাসুস’, ‘মুন্না মাইকেল’, ‘ওয়াজাহ তুম হো’ আর আছে হলিউডের চলচ্চিত্র ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮’।

পাকিস্তানের শীর্ষ দশে আছে একটি শব্দ। শব্দটি হচ্ছে, ‘ঈদ মোবারক’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্যারিস থেকে ফিরলেন প্রধানমন্ত্রী

ফ্রান্সে তিনদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিসে ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগদান করেছিলেন তিনি।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত সোমবার ফ্রান্সে যান প্রধানমন্ত্রী।

ঢাকায় ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার ফ্রান্সের স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে (বাংলাদেশের সময় ২টা ৩৫) প্রধানমন্ত্রী চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার পথে দুবাইয়ের উদ্দেশে রওনা হন।

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে অনুষ্ঠিত ওয়ান প্লানেট সামিটের সহ-আয়োজক ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরোঁ, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের আমন্ত্রণে এই সামিটে যোগ দেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্যারিসের শহরতলি ইল সেঁগুই দ্বীপের সংগীত ও পারফর্মিং আর্ট সেন্টার লা সেইন মিউজিকাল-এ ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ১০০টি দেশের নেতৃবৃন্দ, বেসরকারি সংস্থা, ফাউন্ডেশন এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এরপর সম্মেলন থেকে ফিরে প্রধানমন্ত্রী ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ড-এ প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সফরকালে প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে এলিসি প্যালেসে ফরাসি প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাকরোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি শীর্ষ সম্মেলন উপলক্ষে আগত সরকার ও রাষ্ট্রপ্রধানসহ আয়োজক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে একই স্থানে ফরাসি প্রেসিডেন্টের দেওয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেন। বুধবার সকালে প্রধানমন্ত্রী হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ডে ফ্রান্সের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক প্রাতঃরাশ সভায়ও অংশ নেন।

ফরাসি তেল কোম্পানি টোটাল-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফিলিপ সকেট এবং ফরাসি এয়ারোস্পেস কোম্পানি থেলস-এর সিনিয়র নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট মার্টিন ভ্যান শায়েক একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া স্কাউটসের নয়া সভাপতি ইউএনও, চান্দু সম্পাদক

কলারোয়া ডেস্ক : কলারোয়া উপজেলা স্কাউটের নতুন কমিটি গঠন এবং অনুমোদন দেয়া হয়েছে।
উপজেলার হাইস্কুল ও মাদরাসা প্রধানদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়। সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষক আক্তারুজ্জামান আকতার স্যারের মৃত্যুতে এবং আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নয়া কমিটি গঠনের প্রয়োজন পড়ে।
কমিটি গঠন উপলক্ষ্যে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার এক সভার আয়োজন করে মাধ্যমিক শিক্ষা অফিস।
ওই সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।
নবগঠিত কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, কমিশনার হিসেবে প্রধান শিক্ষক ইউনুছ আলী, স্কাউট সাধারণ সম্পাদক হিসেবে সোনবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দু সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হন।
কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি পদে যথাক্রমে মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীন, খোরদো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ পদে বিএসএইচ সিংগা হাইস্কুলের প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, যুগ্ম সম্পাদক পদে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব মামুন, গ্রুপ সভাপতি হিসেবে আছেন যথাক্রমে ভাদিয়ালী হাইস্কুলের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আনছার আলী, জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি ও রায়টা সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীম, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার শেখ ওজিহার রহমান, মনির আহম্মেদ, শাহাদৎ হোসেন, মুক্তিযোদ্ধা আহ্ছানুল্লাহ খান, সহকারী শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে খান সেনারা ঢাকার রায়ের বাজারসহ সারাদেশে বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল। বেদনাময় শহিদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট নতুন প্রজন্মর মাঝে তুলে ধরার আহবান জানান। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতিসৌধ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সমাজ সেবা অফিসার ইমদাদুল হকের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা আঃ হান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত সভায় বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি স ম সেলিম রেজা, উপজেলা ডেপুটি কমান্ডার লিয়াকত আলি, সহকারী কমান্ডার সামছুল হুদা, নুরুল হুদা, জেলা কার্যকরী সদস্য আঃ করিম, ইউনিয়ন কমান্ডার নিরঞ্জন বিশ্বাস, শেখ আরব আলি, আকের আলি, শাহরুজ্জামান, আঃ সামাদ, মোক্তার হোসেন, আঃ আজিজ ফকির, ডেপুটি কমান্ডার আঃ গফফার ও সায়েদ আলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দেবহাটা ব্যুরো : দেবহাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। এসময় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা বনবিভাগের আয়োজনে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা আবুল হাশেম। সামাজিক বন বিভাগ যশোর অধিক্ষেত্রাধীন সাতক্ষীরা এসএফএনটিসির আওতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শিবনগর হতে টাউনশ্রীপুর পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার বাগানের গাছ বিক্রির টাকার ৫৫ শতাংশ টাকা ২০০২-২০০৩ সালের ৯ জন উপকার ভোগীদের মাঝে বিতরন করা হয়েছে। উক্ত ৯জন উপকারভোগীদের প্রতিজনকে ২২ হাজার ৯শত ২ টাকা করে বিতরণ করা হয়েছে। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest