সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভ

কলারোয়ায় যুবলীগ নেতা জজ আলীর স্মরণসভা অনুষ্ঠিত

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় ২০১৩ সালের ১৩ই ডিসেম্বর বিএনপি- জামায়াত- শিবিরের নৃশংস হত্যার শিকার উপজেলার ১নং জয়নগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান জর্জ আলীর ৪র্থ শাহাদাৎ বাষির্কীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে সরসকাটি দাখিল মাদ্রাসার সামনে হত্যাকারীদের ফাঁসির দাবিতে সন্তানহারা মা ও তার বিধবা স্ত্রী, সন্তানসহ হাজারও মানুষ মানববন্ধন করেন।পরে মাদ্রাসা প্রাঙ্গণে ১নং জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ শেখ মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, বিগত ২০১৩ সালে বিএনপি- জামায়াত শিবিরের নৃশংস হামলায় নিহত শহীদ মেহেদী হাসান জর্জ আলীর হত্যাকারীদের এই সরকারের আমলেই বিচারের কার্যক্রম শেষ হবে। যারা দেশকে জঙ্গীবাদ বানিয়ে জর্জ আলীসহ উপজেলার ৪ নেতাকে হত্যা করেছেন তাদের ফাঁসির সকল কাজ শেষ পর্য্যায়ে। হত্যাকারীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। পরে মাদ্রাসা প্রাঙ্গণ ১নং জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু তাপস পালের পরিচালনায় স্মরণসভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শ্রভ্র, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব আসাদুজ্জামান বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন, জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আসিফ সাবাজ খান, কলারোয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবলু, সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আলম শফি, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক মইনুল রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মাস্টার মোতালেব খা, যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ, শফিকুর রহমান মালী, জর্জ আলীর স্ত্রী রিতা খাতুন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এসএম আবু সাঈদ, উপজেলা তরুনলীগের সভাপতি রিপন হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুস সালাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিজড়াদের সমাজের মূল স্রোতে আনতে হবে – জেলা প্রশাসক এ.কে.এম মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : ‘বৈষম্য নয়, সামাজিক মর্যাদা হিজড়াদের প্রাপ্য’ হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা সমাজ সেবা অধিদফতরের আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়ে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে সেমিনারের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় জেলা প্রশাসক বলেন, ‘হিজড়ারা সমাজের একটি অংশ। বাংলাদেশের মোট জনসংখ্যার একটি খুদ্র অংশ হলেও আবহমান কাল থেকে এ জনগোষ্ঠী অবহেলিত ও অনাগ্রসর গোষ্ঠীর হিসেবে পরিচিত। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক কোন শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বপরি তাদেরকে সমাজের মুল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে তাদেরকে সম্পৃক্ত করণের লক্ষ্যে সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে।’
সেমিনারের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক হারুন অর রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক, কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন প্রমুখ। সেমিনারে জেলার ৩০ জন হিজড়া অংশ নেয়। আগামী ১৭ ডিসেম্বর রবিবার থেকে ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠত হবে। এতে জেলার ৫০ জন হিজড়া প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী (৭ম পর্ব) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ সরকার যুবশক্তিকে রাজনৈতিক হাতিয়ার অতীতে অগণতান্ত্রিক শাসকরা যুবসমাজকে সমাজবিরোধী কর্মকান্ডে সম্পৃক্ত করে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বেকারত্বের সুযোগ নিয়ে আর কেউ যাতে যুবসম্প্রদায়কে সমাজবিরোধী কর্মকান্ডে লিপ্ত করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। যুবকরা যাতে আত্মনির্ভরশীল হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে, সে লক্ষ্যে বর্তমান সরকার যুবসম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুবকদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দিয়ে রূপকল্প ২০২১-এ বেকারত্বের হার শতকরা ৪০ ভাগ থেকে ১৫ ভাগে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় যুবকদের বিভিন্ন সেবা খাত ও তথ্য-প্রযুক্তি শিক্ষার পাশাপাশি জাতি গঠন, দেশপ্রেম, সততা ও নৈতিকতার বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্রমুক্ত আধুনিক রাষ্ট্রে পরিণত করা হবে। দেশের বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেয়া বিভিন্ন কর্মসূচীর উল্লেখ করে এমপি রবি বলেন, দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই জননেত্রী শেখ হাসিনা সরকারের লক্ষ্য। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এই সার্ভিস চালুর মাধ্যমে বেকারদের কর্মক্ষেত্র তৈরি এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ৫০ হাজার টাকা পযন্ত বিনা সুদে ঋণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে সরকার। বিগত জোট সরকারের আমলে দেশে বিদ্যুতের উৎপাদন এক মেগাওয়াটও বাড়েনি। বরং এর আগে বিগত আওয়াম লীগ সরকারের সময় যে বিদ্যুত উৎপাদন করা হযেছিল তাও বিএনপি-জামায়াতের আমলে কমে গিয়েছিল। জননেত্রী শেখ হাসিনার সরকার আজ পরমানু বিদ্যুৎ উপাদন করছে এবং চলতি বছরের ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপন করতে যাচ্ছে। ৪ দলীয় জোট সরকার বিদ্যুত খাতে দুর্নীতি ও লুটপাট ছাড়া আর কিছুই দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, জনগণ বিশাল ভোটের ব্যবধানে মহাজোটকে বিজয়ী করে তাদের বিএনপি-জামায়াত জোটের দুঃশাসনের জবাব দিয়েছে। শেখ হাসিনার উন্নয়ন মানুষের নজর কেড়েছে। এজন্য বাংলার জনগণ আবারো একাদ্বশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। হিসেবে ব্যবহার করতে চায় না; বরং সরকার চায় তারা আত্মনির্ভরশীল হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখুক। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. আব্দুল কাদের, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নকিবুল হাসান, সদর উপজেলা নির্বাচন অফিসার ফরায়েজী বেনজীর আহমেদ, মো. আবুল কালাম আজাদসহ সদর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজকে বিতর্ক প্রতিযোগিতায় পরাজিত করে কুমিরা মহিলা কলেজ জয়ী

পাটকেলঘাটা প্রতিনিধি : ‘যুক্তির আলোয় আলোকিত হোক বাংলাদেশ’ শ্লোগানে ড্রীমটার্চ ইন্টারন্যাশনাল এর আয়োজনে ও চিলড্রেনস সোসাইটি বাংলাদেশের ইভেন্ট সহযোগিতায় সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার কুমিরা মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা প্রথম আন্তঃ কলেজ বির্তক প্রতিযোগিতা-২০১৭ এর ফাইনাল পর্ব বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিঃ শেখ মুজিবুর রহমান সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন, কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আছাদুজ্জামান বাবু, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আব্দুল লতিফ সরদার, ব্যবসায়ী নিজাম উদ্দীন ভূইয়া, প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক আছাদুল ইসলাম প্রমূখ।

‘জঙ্গিবাদ নিরসনে প্রশাসন অপেক্ষা জনসেচতনতা শ্রেয়’ বিষয়ের আলোকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বির্তক প্রতিযোগিতায় বিপক্ষ দল কুমিরা মহিলা ডিগ্রী কলেজ ৭৭.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাতক্ষীরা সরকারি কলেজ একই বিষয়ের পক্ষে অংশ গ্রহণ করে ৭৭ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়। সাতক্ষীরা সরকারি কলেজের শিমুল হোসেন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। এ প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ সেখ সহিদুল ইসলাম। বিচারক ছিলেন, সহকারী অধ্যাপক অলিক পাল, প্রভাষক নাজমুল হক, প্রভাষক মেহেদী হাসান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ড্রীম টার্চ ইন্টাঃ পরিচালক মশরেফুজ্জামান ইমন এবং চিলড্রেন সোসাইটি বাংলাদেশের সভাপতি মেহেদী হাসান মিঠু। অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন, প্রভাষক আলমগীর হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোস্তাফিজুর রহমান : আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মেলন কক্ষ রঙিন ফানুস উড়িয়ে, কেক কেটে ও আলোচনা সভায় মিলিত হয়। এসময় অনুষ্ঠানকে আনন্দময় করে তোলেন আগত অতিথিবৃন্দ। আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক, সমাজের দর্পণ এবং সাংবাদিকতা একটি মহান পেশা। তাদের লেখনি’র মাধ্যমে জাতি জানতে পারে সত্য ঘটনা। তারা যে ঘটনার প্রতিছবি লেখনি’র মাধ্যমে উপস্থাপন করে থাকেন সেটিকে আমরা বাস্তব হিসাবে ধরে নিয়। সুতরাং সাংবাদিকদের কারও দ্বারা প্রভাবিত না হয়ে , কারো তোষামোদী না করে সঠিক তথ্য তুলে ধরা নৈতিক দায়িত্ব। তিনি আশাশুনি উপজেলার গতিশীল ও সুশৃঙ্খল সাংবাদিক সংগঠন আশাশুনি রিপোর্টার্স ক্লাব সাংবাদিকদের কাছে অবহেলিত আশাশুনি উপজেলার সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে আরও বেশী লেখালেখি করার আহবান জানান। রিপোর্টার্স ক্লাব সহ-সভাপতি আইয়ুব হোসেন রানা ও নির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, শোভনালী ইউপি চেয়ারম্যান ম. মোনায়েম হোসেন, আশাশুনি প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক, প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি এস আই বিশ্বজিৎ অধিকারী, আশাশুনি রিপোটার্স ক্লাব সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি এস এম আমির হামজা, সাবেক সভাপতি সচ্চিদানন্দদে সদয়, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে হাসান, বড়দল প্রেসক্লাব আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, ব্যাংদহা আঞ্চলিক প্রেসক্লাব সহ সভাপতি মানিক চন্দ্র বাছাড়, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাব সহ-সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামসহ আশাশুনি প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক এস এম শাহিন আলম ও গীতা পাঠ করেন রিপোর্টার্স ক্লাব যুগ্ম সম্পাদক সুব্রত দাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলকাতার টিভিতে গাইবেন সাতক্ষীরার রোজবাবু

প্রেস বিজ্ঞপ্তি : ত্রিশ লক্ষ শহিদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিল ১৬ ডিসেম্বর ১৯৭১। স্বাধীনতা সংগ্রামে মহান বিজয়ের ৪৬ বছর পর সেই দিবস উপলক্ষে কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল ‘রূপসী বাংলা’ বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত ও অডিও এ্যালবামের বিশিষ্ট সংগীতশিল্পী সাতক্ষীরার কৃতি সন্তান আবু আফ্ফান রোজবাবু’কে সরাসরি সম্প্রচারিত ‘আজি এ প্রভাতে’ দুই ঘন্টার Phono Live অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতারের গান পরিবেশ করার জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৭:৩০ হতে ৯:৩০ পর্যন্ত। ফোন নম্বর : +৯১৩৩৪০৩৪০০৫৪/+৯১৩৩৪০৩৪০০৮৩।
সাতক্ষীরা তথা দেশ-বিদেশের সকল মুক্তিযুদ্ধ চেতনায় লালিত ও সংগীতপ্রিয় শ্রোতা-দর্শকবৃন্দকে সবান্ধব ও সপরিবারে অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা। উল্লেখ্য, রোজবাবু’র এ পর্যন্ত ৬টি একক, ১টি রিমেক ও ১৫টি রিমিক্স অডিও ও মিউজিক ভিডিও এ্যালবাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজারজাত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক পেটানোর মামলায় মন্ত্রীপুত্র তমাল কারাগারে

বুধবার পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রেজাউল করিম এ আদেশ দেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আদালতে হাজির হয়ে শিরহান শরীফ তমাল হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় প্রতিপক্ষের উপর হামলা করে ভূমিমন্ত্রীপুত্র শিরহান শরীফ তমাল ও তার সহযোগীরা। এ ঘটনার ছবি তুলতে গেলে তাদের হামলায় গুরুতর আহত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, ডিবিসির জেলা প্রতিনিধি পার্থ হাসানসহ এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী, সময় টিভির ক্যামেরাপারসন মিলনসহ বেশ কয়েকজন সাংবাদিক।

এ ঘটনায় ডিবিসি জেলা প্রতিনিধি পার্থ হাসান বাদী হয়ে তমালসহ ৩০ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন।

এ মামলায় এর আগে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হলেও তারা জামিনে ছাড়া পেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসএসসি-এইচএসসির বর্ধিত ফি ফিরিয়ে দিতে ফের নির্দেশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফরম ফিলআপের সময় নেওয়া বোর্ড নির্ধারিত ফিয়ের অতিরিক্ত টাকা আগামী ৩০ দিনের মধ্যে শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে দিতে ফের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই সম্পূরক আদেশ দেন।

এ সময় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও ঢাকা শিক্ষা বোর্ডের কৌঁসুলি মিজানুর রহমান শুনানি করেন।

আদেশ শেষে আইনজীবী মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, একই সঙ্গে আদালত বলেছেন, বর্ধিত ফির কারণে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বিরত রাখা যাবে না। পাশাপাশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান যাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি না নিতে পারে, তার জন্য প্রত্যেক শিক্ষা বোর্ডকে নির্দেশ করতে হবে।

এ ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি ৩০ দিনের মধ্যে শিক্ষার্থীকে বর্ধিত ফির টাকা দিতে ব্যর্থ হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডি স্থগিত করারও নির্দেশেনা দেওয়া হয়েছে আজকের আদেশে।

আইনজীবী মিজানুর রহমান আরো জানান, ২০১৪ সালের শেষ দিকে আদালত জনস্বার্থে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফরম ফিলআপের সময় নেওয়া অতিরিক্ত টাকা কেন ফিরিয়ে দেওয়া হবে না মর্মে রুল জারি করেন।

২০১৫ সালের ৬ জানুয়ারি রুলের ওপর শুনানি শেষে আদালত অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান যাতে অতিরিক্ত টাকা না নেয়, সে ব্যাপারে প্রতিটি শিক্ষা বোর্ডকে নির্দেশনা জারি করতে বলেন।

আদালতের আদেশের পর শিক্ষা বোর্ড এই নির্দেশ জারি করে সবাইকে জানিয়ে দেয়। কিন্তু এরপরও কোনো শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা নিচ্ছে মর্মে আদালতকে অবহিত করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে ফের এই সম্পূরক আদেশ দেন বলে জানান আইনজীবী মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest