শ্যামনগরের মুন্সীগঞ্জে ধরা পড়েছে ১ কেজি ৭শ গ্রামের একটি কাঁকড়া

মাহফুজুর রহমান তালেব : সুন্দরবনের গহীন থেকে ১কেজি ৭শ গ্রাম ওজনের একটি কাঁকড়া জেলেদের জালে ধরা পড়েছে। মুন্সীগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালীনগর গ্রামের ইসলাম গাজীর পুত্র জাহাঙ্গীর গাজী ৩ জন সঙ্গীসহ গভীর সুন্দরবনের খালে মাছ ধরতে যায়। ১৮ নভেম্বর তারিখে জাল ফেললে তার জালে একটি বৃহদাকার কাঁকড়া ধরা পড়ে। ঐ দিন সন্ধ্যায় সে কাঁকড়া টি নিয়ে হরিনগর বাজারে পৌঁছলে শত শত উৎসুক জনতা কাঁকড়াটি দেখার জন্য ভিড় জমায়। অনেকে কাঁকড়াটি উচ্চ মূল্যে ক্ষরিদ করার আগ্রহ প্রকাশ করলেও জাহাঙ্গীর কাঁকড়াটি বিক্রয় না করে মুন্সীগঞ্জ আকাশলীনা ইকো পার্কের ফিস এ্যকুরিয়ামে দান করার সিদ্ধান্ত নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক প্রধান শিক্ষক ব্যোমকেশ চাটার্জীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার বেলা ১১ টায় স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু ব্যোমকেশ চাটার্জীকে সংবর্ধনা ও তাঁর নামে সড়ক উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভপতি মো. তারিকুল ইসলাম।
সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে উক্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মো. আসাদুর রহমান সেলিম, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাষ, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল গফুর গাজী, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, আইপি সদস্য আহম্মেদ আলী,বাপ্পীসহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন-আমাদের সন্তানদের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তা জাগিয়ে তুলতে হবে। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে এসব শিক্ষার্থী নিজেদের মেধার পূর্ণ বিকাশ ঘটাবে। তিনি পড়ালেখার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, বিতর্কসহ সকল সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকেই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। পরবর্তীতে দীর্ঘ সংগ্রাম ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। একইভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এখন থেকেই স্বপ্ন দেখতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিনেডাঙ্গা স্কুলে পিইসি পরীক্ষার্থীদের বিদায়

দেবহাটা ব্যুরো : দেবহাটার সখিপুর ইউনিয়নাধীন চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও গরীব, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। শনিবার বেলা ১১ টায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ০৩নং সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য মোনাজাত আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বিশিষ্ঠ ব্যাবসায়ী শেখ শরিফুল ইসলাম পলাশ, আব্দুল গফ্ফার, আছিয়া বেগম, সালমা পারভীন, সোনালী খাতুন, অভিভাবক সদস্য সফিকুল ইসলাম, মিজানুর রহমান, নাসির উদ্দীন, মোস্তফা আলী সহ সকল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল। এবছর উক্ত বিদ্যালয় থেকে ৩৭জন ছাত্র-ছাত্রীর পিএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে। এদিকে, উক্ত বিদ্যালয়ে ২০১৬-১৭ অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় অসহায়, গরিব ও মেধাবী ৭০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় আনন্দ উৎসব এবং শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থা টঘঊঝঈঙ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ০৭ মার্চে ভাষণ “গবসড়ৎু ড়ভ ঃযব ডড়ৎষফ ওহঃবৎহধঃরড়হধষ জবমরংঃবৎ” এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র” স্বীকৃতি লাভ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদ সহ সর্বস্থরের বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধান শিক্ষক আব্দুল জব্বারকে ফুলের শুভেচ্ছা

নাজমুল আরেফিন : সদর উপজেলার কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য বুধবারে জেলা স্কাউট মিলনায়তনে সকল উপজেলা মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দের মনোনয়নে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (শ্যামল), ম্যানেজিং কমিটির বিদ্যুৎশাহী সদস্য মো. নুরোল আমিন, দাতা সদস্য মো. আহম্মাদ আলী গাজী, অভিভাবক সদস্য মো. জিয়াউর রহমান, মো. আনারুল ইসলাম, সহ-প্রধান শিক্ষক এ.এস.এম আব্দুল করিম, শিক্ষক বিকাশ চন্দ্র সরকার, হরিপদ দাস, মো. হায়দার আলী, মো. জহুরুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর ৭মার্চ ভাষণ; কলারোয়ায় মুক্তিযোদ্ধাদের আনন্দ উৎসব ও শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ০৭ মার্চ এর ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় সাতক্ষীরার কলারোয়ায় আনন্দ উৎসব এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে অংশ নেন বীর মুক্তিযোদ্ধারা ও প্রশাসনের কর্মকর্তারাসহ অন্যরা।
কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এ উৎসবের আয়োজন করে।
বর্ণাঢ্য এ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শেখ আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধারা ও স্থানীয় সূধিজনেরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৪ নভেম্বর কেন্দ্রেীয় আওয়ামীলীগের সাথে জেলা নেতাদের বৈঠক

প্রেসবিজ্ঞপ্তি : এতদ্বারা বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সকল নেতৃবৃন্দ, সকল দলীয় উপজেলা চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি/ সাধারণ সম্পাদককে জানানো যাচ্ছে যে, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র নির্দেশ মোতাবেক আগামী ২৪ নভেম্বর ২০১৭ রোজ শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ে (বাড়ি নং-৫১/এ, সড়ক নং-৩/এ ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা-১২০৯) উপস্থিত থাকার জন্য সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম আহ্বান জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ- সম্পাদক ফিরোজ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন এবং সাধারণ সম্পাদক শেখ এহসান হাবীব অয়ন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ শাওন আহমেদ সোহাগ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিরোজ শাহরিয়ার। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ইলিয়াস হোসেন, যুগ্ম সম্পাদক মীর মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক মিম ইসলাম।
এদিকে উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিবৃতিদাতার নবগঠিত কমিটির অগ্রগতি ও সফলতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest