বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগামীকাল সোমবার সন্ধ্যায় আবারও মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। বৃষ্টির কারণে রবিবার দীর্ঘ সময় খেলা বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কমিটি। তবে আজ যেখান থেকে খেলা বন্ধ হয়েছে, ঠিক সেখান থেকে আবারও খেলা শুরু হবে।
এর আগে, রবিবার সন্ধ্যায় টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। তবে খেলা শুরুর ৭ ওভারের মাথায় বৃষ্টি বাগড়া দিলে খেলা বন্ধ হয়ে যায়। এই সময়ে জনসন জনসন চার্লসের ৪৬ রানের ওপর ভর করে এক উইকেট হারিয়ে রংপুর রাইডার্স তুলতে সক্ষম হয় ৫৫ রান। তবে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে হারাতে হয়েছে রংপুরকে। ফলে রংপুরের হয়ে আগামীকাল ব্যাটিংয়ে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান জনসন চার্লস ও ব্রান্ডন ম্যাককালাম।

ঢাকার একটি মার্চেন্ডাইং হাউজে কর্মরত পর্যটক আব্দুল্লাহ আল মামুন পরিবার পরিজন নিয়ে সুন্দরবন ভ্রমণে এসেছেন। তিনি বলেন, এই দিয়ে ছয় বার সুন্দরবনে এসেছি। বার বার এখানে আসতে ইচ্ছে করে। তাই ছুটি পেলেই চলে আসি বাংলাদেশের সাহসের প্রতীক রয়েল বেঙ্গল টাইগারের দেশে।
