সর্বশেষ সংবাদ-
ঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যানল স্টুডেন্টস ফোরামের নির্বাচন সম্পন্নসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৯০ দশক ছাত্রদলের দোয়াশ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপি×য়ে হত্যা : আ×টক ৯সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

দুর্নীতিবাজরা ঔদ্ধত্যের সীমা ছাড়িয়েছে: দুদক চেয়ারম্যান

দুর্নীতিবাজরা ঔদ্ধত্যের সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শনিবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি ইকবাল মাহমুদ বলেন, ‘বাংলাদেশের দুর্নীতিবাজদের বিষদাঁত ভেঙে দেওয়ার সময় এসেছে। ব্যাংক, সরকারি খাতসহ এমন কোনও জায়গা নেই যেখানে এখন দুর্নীতি হচ্ছে না।’

সভাপতির বক্তব্যে এ সময় হুঁশিয়ারি দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা তোমাদের ছাড়বো না। আমরা দুর্নীতি বন্ধ করবো।’

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘টাকা নয়, জ্ঞানের পেছনে ঘুরতে হবে।’

এ সময় মুহম্মদ জাফর ইকবাল আশা প্রকাশ করেন, বাংলাদেশে একদিন দুর্নীতি দমন কমিশন বলে কিছু থাকবে না। তার ভাষ্য, ‘দেশ থেকে দুর্নীতি চলে যাবে। এই কমিশনকে তখন ডাকা হবে সুনীতি বিকাশ কমিশন। যারা সুনীতির বিকাশে কাজ করে যাবে।’

এর আগে প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে অংশ নেন দুদক চেয়ারম্যান। সৌদি আরবে জিয়া পরিবারের সম্পদ থাকার বিষয়ে দুদক তদন্ত করবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এখানে তিনি বলেন, ‘কারও নাম বলার প্রয়োজন নেই। দুর্নীতিবাজদের আসল পরিচয় তারা দুর্নীতিবাজ। তাদের দুর্নীতির তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েল নিয়ে ট্রাম্পের অসংলগ্ন ভাষণ, করানো হবে স্বাস্থ্য পরীক্ষা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তিনি গত বছর যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন তার বয়স ছিল ৭০। বর্তমানে ৭১ পার করছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ থেকেই শুরু হয়েছে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন। তিনি এসব গুঞ্জনের বিরোধিতা করলেও নিজের স্বাস্থ্য বিষয়ে কোনো মেডিক্যাল রেকর্ড জনসম্মুখে প্রকাশ করেননি ট্রাম্প।

সম্প্রতি স্বাস্থ্য নিয়ে ফের বিপাকে পড়েছেন ট্রাম্প। বুধবার রাতে ইসরায়েল সংক্রান্ত ঘোষণা দেয়ার সময় ট্রাম্পের কথাবার্তা উলটপালট হয়ে যাচ্ছিল। শব্দগুলো ঠিকমতো বোঝা যাচ্ছিল না। তাই ট্রাম্পের সুস্থতা নিয়ে নতুন করে প্রশ্ন জেগেছে।

তুমুল আলোচনা শুরু হওয়ায় এ বিষয়ে বিবৃতি দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সচিব সারাহ হুকাবে স্যান্ডার্স। বৃহস্পতিবার তিনি বলেছেন, ট্রাম্পের কণ্ঠ শুকিয়ে গিয়েছিল।
এর বেশি কিছু না।

এছাড়া আগামী বছরের শুরুতেই ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সচিব। সূত্র : ইনডিপেনডেন্ট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় হাথুরুসিংহে, বৈঠকে বসছেন বিসিবির সঙ্গে

শেষ পর্যন্ত শ্রীলঙ্কার দায়িত্বই নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ শুক্রবার তার সঙ্গে শ্রীলঙ্কার আনুষ্ঠানিক চুক্তির খবর ছেপেছিল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার পদত্যাগ কিংবা চুক্তির যে বিষয়গুলো ছিল, তা ‘ক্লিয়ার’ হয়নি এখনও। এ নিয়ে কথা বলতে শনিবার সকাল ১১টার দিকে ঢাকায় পৌঁছেছেন হাথুরুসিংহে। বিসিবি সূত্রে জানা গেছে, হোটেল রেডিসনে দুপুর সাড়ে ১২টায় শ্রীলঙ্কান এই কোচ বৈঠকে বসবেন বিসিবির সঙ্গে।

পদত্যাগপত্র দেওয়ার পর এবারই প্রথম বাংলাদেশে পা রেখেছেন হাথুরুসিংহে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে তিনি চলে গিয়েছিলেন তার বাসস্থান অস্ট্রেলিয়ায়। এর মাঝেই বিসিবির কাছে পদত্যাগপত্র দেন তিনি। বাংলাদেশে আবার যখন আসছেন, তখন তিনি শ্রীলঙ্কার কোচ। অথচ বাংলাদেশের সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সাল পর্যন্ত। বিসিবি সভাপতি নাজমুল হাসানের বক্তব্য অনুযায়ী, পদত্যাগপত্র দেওয়ার পর থেকে হাথুরুসিংহের সঙ্গে কথা হয়নি তাদের। তার মানে, বিসিবির সঙ্গে চুক্তির বিষয়গুলো ‘ক্লিয়ার’ না করেই তিনি চুক্তি সেরে ফেলেছেন শ্রীলঙ্কার সঙ্গে।

ঢাকায় এবার আসার উদ্দেশ্য হাথুরুসিংহের তাই বিসিবির কাছ থেকে ‘ক্লিয়ারেন্স’ নেওয়ার। বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে পদত্যাগের কারণ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন তিনি হোটেল রেডিসনে। বৈঠক শেষে হয়তো সংবাদমাধ্যমের সামনেও দায়িত্ব ছাড়ার আসল কারণ তুলে ধরবেন হাথুরুসিংহে।

দক্ষিণ আফ্রিকা সফরে খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় শ্রীলঙ্কার কোচ দায়িত্ব ছাড়তে পারেন, এমন একটা ইঙ্গিত দিয়েছিলেন নাজমুল হাসান। তবে আসলেই কী ঘটেছিল, সেটা পরিষ্কার হয়ে যেতে পারে আজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শনি ও রবিবার সারাদেশে বৃষ্টি ঝরবে

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সারা দেশে শনি ও রবিবার থেমে থেমে বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সোমবার আকাশ পরিষ্কার হয়ে উঠতে পারে।

ঢাকা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ রুহুল আমিন বিষয়টি জানিয়ে বলেন, এখন যে শীত অনুভূত হচ্ছে সেটি মূলত বৃষ্টির কারণে। তবে নিম্নচাপ সরে গেলে মধ্য ডিসেম্বরের পর থেকে এমনিতেই শীতের প্রকোপ একটু বাড়বে।

এ দিকে মধ্য পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম এলাকায় গভীর নিম্নচাপের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জল্পনা বাড়িয়ে ইতালিতে আনুশকাদের পারিবারিক পুরোহিত

ইতালিতে কি বিয়ে করতেই গেছন বলিউ অভিনেত্রী আনুশকা শর্মা। এমন জল্পনায় গতকাল শুক্রবার দিনভর সরগম ছিল বলিউড ইন্ডাস্ট্রি। সেই জল্পনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন আনুশকাদের পারিবারিক পুরোহিত।

খবর অনুযায়ী, আনুশকাদের পারিবারিক পুরোহিত মহারাজ অনন্ত বাবা আনুশকার পরিবারের সঙ্গে শুক্রবার ইতালি গিয়েছেন। অন্য দিকে দিল্লি বিমানবন্দর থেকে পরিবারসহ ইতালি উড়ে গিয়েছেন বিরাটও। পুরোহিতকে সঙ্গে নিয়ে যাওয়ায় এই জুটির বিয়ের জল্পনা আরও দৃঢ় হচ্ছে।

চলতি বছরের গোড়ায় উত্তরাখণ্ডে অনন্ত বাবা-র সঙ্গে দেখা করেছিলেন বিরাট-আনুশকা। তখনও তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে।

শোনা যাচ্ছে, ৯ ডিসেম্বর থেকেই বিরাট-আনুশকার প্রি-ওয়েডিং পার্টি শুরু হবে। এরপর ১১ বা ১২ ডিসেম্বর হবে আসল বিয়ের অনুষ্ঠান। যদিও আনুশকার মুখপাত্র দিন দু’য়েক আগেই বিয়ের খবরকে গুজব বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৫ শান্তিরক্ষী নিহত

আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ১৫ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৫৩ জন।

গত বৃহস্পতিবার বিকেলে রুয়ান্ডা ও উগান্ডা সীমান্তে দেশটির পূর্বাঞ্চলে নর্থ কিভু প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

শান্তিরক্ষী বাহিনীর ওপর এই হামলাকে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হামলা বলে আখ্যায়িত করা হচ্ছে।

এদিকে, গতকাল শুক্রবার জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস কঙ্গোতে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনাকে পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেছেন। এই হামলায় কঙ্গোর নিরাপত্তা বাহিনীর অন্তত পাঁচ সদস্য প্রাণ হারিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বিকেলের এই হামলায় শান্তিরক্ষী বাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৫৩ জন।

বিবৃতিতে আরো বলা হয়, মিশনের কমকর্তাদের ধারণা দেশটির বিদ্রোহী গ্রুপ এই হামলা চালিয়েছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, কঙ্গোতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যারা কাজ করছে তাঁদের ওপর এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে।

এটিকে জঘন্যতম হামলা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়ে এন্তোনিও গুতেরেস বলেন, ‘শান্তিরক্ষীদের ওপর এ ধরনের হামলা অপ্রত্যাশিত এবং এটা যুদ্ধাপরাধ গঠনের শামিল। আমি কঙ্গো কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই।’

কঙ্গোতে জাতিসংঘ শান্তিমিশনের বিশেষ প্রতিনিধি মামান সিদিকৌ বলেছেন, এই হামলায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা নেবে শান্তিরক্ষা মিশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শনিবার ঢাকায় আসছেন হাথুরুসিংহে!

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহে অধ্যায় শেষ হয়েছে কিছুদিন আগে। গত অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। যদিও হঠাৎ দায়িত্ব ছাড়ার কারণ জানাননি টাইগারদের সাবেক কোচ।

বিসিবি সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকায় আসতে পারেন হাথুরুসিংহে। দুপুর দুইটায় বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে তার বৈঠক করার কথা। বৈঠকে পদত্যাগ সহ অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে।

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে হাথুরুসিংহের চুক্তির মেয়াদ ছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই তিনি সরে দাঁড়িয়েছেন কোচের পদ থেকে। শুক্রবার শ্রীলঙ্কা দলের কোচের দায়িত্ব নিয়েছেন হাথুরুসিংহে। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, ২০ ডিসেম্বর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শ্রীলঙ্কা অধ্যায় শুরু করবেন বাংলাদেশের সাবেক কোচ।

হাথুরুসিংহে পদত্যাগ করার পর নতুন কোচের সন্ধানে নেমেছে বিসিবি। এরই মধ্যে বাংলাদেশের সাবেক কোচ রিচার্ড পাইবাসের সাক্ষাৎকার নিয়েছে বিসিবি। শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাবেক কোচ ফিল সিমন্সের আসার কথা।

সিমন্স আসার আগেই অবশ্য কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করবেন বিসিবি প্রধান। সেখানে তিন দলের অধিনায়ক মাশরাফি-মুশফিক-সাকিব সহ ম্যানেজার খালেদ মাহমুদ সুজন থাকবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল আর ফিজিও মারিও ভিল্লাভারায়েনের থাকার কথা ওই বৈঠকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ২, আহত অন্তত ২৫০

বিক্ষোভ-সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর। জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রতিবাদে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা বিক্ষোভে ইসরায়েলি বাহিনী বলপ্রয়োগ করলে তা সংঘর্ষে রূপ নেয়। শুধু গাজা উপত্যকাতেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত দুইজন। আহত হয়েছেন কমপক্ষে ২৫০ জন।

জুমা’র নামাজের পর জেরুজালেমের আল-আকসা মসজিদের বাইরে এবং গাজা উপত্যকায় বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মুসল্লি। পশ্চিম তীরের হেবরন, বেথেলহেম, রামাল্লাসহ পুরো ফিলিস্তিনজুড়েই এমন বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভে ইসরায়েলি বাহিনী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ইসরায়েলি বাহিনীর কাঁদানে গ্যাস ও রাবার বুলেটের জবাবে পাল্টা পাথর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের প্রতিরোধ-বিক্ষোভ ঠেকাতে পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল।

রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল দাহ করেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে নিক্ষেপ করা একটি রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিস্ফোরিত হয়েছে। জবাবে ইসরায়েলি ট্যাংক ও বিমান থেকে গাজায় হামলা চালানো হয়েছে।

তুরস্কের ইস্তানবুল শহরে একটি মসজিদের বাইরে সমবেত হন তিন হাজারেরও বেশি বিক্ষোভকারী। এ সময় তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী নানা স্লোগান দেন। রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহরেও ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেন। ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবিরের কাছের রাস্তায় পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারী জড়ো হন।

ইরান, জর্ডান, মিসর, পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেরুজালেমকে রক্ষার নতুন ইন্তিফাদার ডাক দিয়েছে ফিলিস্তিনিদের মুক্তি আন্দোলনের সংগঠন হামাস।

এদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির খবর বেশি সময় ধরে প্রচার না করতে সৌদি আরবের সংবাদমাধ্যমগুলোর প্রতি নির্দেশ দিয়েছে সৌদি রয়েল কোর্ট। দেশটির রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের সম্পাদকদের কাছে এ সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে। জর্ডানে অবস্থিত সৌদি আরব ও ইসরায়েলের দূতাবাস থেকে দেশ দুইটির নাগরিকদের ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে জর্ডানে আয়োজিত কোনও বিক্ষোভে অংশ না নিতে সতর্ক করে দেওয়া হয়েছে। সূত্র: ডয়চে ভেলে, মিডল ইস্ট মনিটর, ইন্ডিপেনডেন্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest