সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী নারীসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগশ্যামনগরে “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত” শীর্ষক সেমিনারফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা. পলাশসাতক্ষীরায় পাওয়ার ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে শরবত বিতরণসাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগসাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৯ মেট্রিক টন গোবিন্দভোগ আম বিনষ্টসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাসাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভ‚মি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভাবিএনপির কানাডা পশ্চিম শাখা শাখার সাধারণ সম্পাদক হলেন সাতক্ষীরার মুজিবর রহমান

গবেষণায় এনটিভি ভিএফম অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার আরিফুল

তরিকুল ইসলাম লাভলু : ল্যাব স্বর্ণ তৈরি, এন্টি-নিউক্লিয়ার ও টিভি দেখার মাধ্যমে দর্শকদের কর্মসংস্থান বিষয়ে অবদান রাখার জন্য এনটিভি ভিউয়ার্স ফোরাম (ভিএফএম) মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলামকে এনটিভি করেসপন্ডেন্ট (মালয়েশিয়া) কায়সার হামিদ হান্নান মালয়েশিয়ার কুয়ালালামপুর হোটেল সালিল-এ হাজারো দর্শকদের উপস্থিতে তার হাতে অ্যায়ার্ডটি তুলে দেন।
আরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের সেহারা গ্রামের মোঃ আবুল হোসেন ও মরজিনা খাতুনের পুত্র ও বর্তমান মালয়েশিয়া প্রবাসী। তিনি দেশের জন্য ও দেশের বেকারত্ব দূরীকরণে বেঙ্গল টিভি প্রতিষ্ঠা করেছেন।
গত ৩১ জানুয়ারী’১৭ তারিখে এনটিভি অনলাইন পত্রিকায় “স্বর্ণ তৈরি করতে পারেন মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম” শিরোনামে সংবাদটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। যার ফলশুতিতে তার চলমান উদ্ভাবনী কাজে আগ্রহী করার জন্য এ অ্যাওয়ার্ড দিচ্ছে বলে আরিফুল ইসলাম এই প্রতিবেদককে জানান।
প্রাপ্ত তথ্যানুযায়ী, আরিফুল ইসলাম কর্মজীবনে রেডিওতে কাজ করার সময় ‘অগ্নিবীনা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড’ ও ‘সার্ক কালচার সোসাইটি অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছিলেন।
আরিফুল ইসলাম এনটিভি পরিবার, এনটিভি ভিউয়ার্স ফোরাম (ভিএফএম) মালয়েশিয়া এবং কায়সার হামিদ হান্নানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের এ অনুপ্রেরণা আমাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইসলামি ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : পবিত্র আশুরা ১৪৩৯ হিজরী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা ইসলামি ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামি ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপ-পরিচালক মোঃ তোজাম্মেল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। আলোচক ছিলেন, কাটিয়া শাহী জামে মসজিদের খতিব মুফতী মাওলানা হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ হাসানুজ্জামান। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাষ্টার ট্রেইনার মাওলানা মোঃ আবুল কালাম। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন মিল বাজার জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আক্তারুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা সদরের মাওলানা মাহবুবুর রহমান। এসময় প্রধান অতিথি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রসারের জন্য বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। সেই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। কোন মহল যেন ইসলামের ভুল ব্যাখ্যা যেন কোনভাবে প্রচার করতে না পারে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় উ. কোরিয়াসহ তিন দেশ

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সরকারকে সহযোগিতা করছে না এমন অভিযোগ তুলে, উত্তর কোরিয়ার নাগরিকদের উপর যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির খবরে জানা যায়, রবিবার (২৪ সেপ্টেম্বর) ট্রাম্প এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

বিবৃতিতে আরও জানানো হয়, সন্ত্রাস সম্পর্কিত এবং অন্যান্য তথ্য যুক্তরাষ্ট্রকে প্রয়োজনমতো জানাচ্ছে না চাদ। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে।

চাদের নাগরিকদের ব্যবসায়িক এবং পর্যটন ভিসা বাতিল করা হয়েছে। দেশটির কয়েকজন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হোয়াইট হাউস সূত্র মতে, আগামী ১৮ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে যাদের ভিসার মেয়াদ এর বেশি সময় পর্যন্ত রয়েছে তাদের ওপর এটি কার্যকর হবে না।

যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো হলো, ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন এবং সোমালিয়া। নতুন নিষেধাজ্ঞায় এর সঙ্গে যুক্ত হলো উত্তর কোরিয়া, চাদ, ভেনেজুয়েলা।

সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এই দেশগুলোতে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা এর মধ্যেই বিতর্কিত ও সমালোচিত হয়েছে। অনেকেই এটিকে ‘মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা’ হিসেবে অভিহিত করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কিডনি ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন

আসাদুজ্জামান : সাতক্ষীরায় কিডনি ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুলে শহরের খুলনা রোডস্থ ডক্টরস ল্যাব এন্ড হাসপাতালে উক্ত কিডনি ডায়ালাইসিস ইউনিটের শুভ উদ্বোধন করা হয়। সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কিডনি ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করেন। ডক্টরস ল্যাব এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক ডা. মনোয়ার হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, ডা. সঞ্জয় সরকার, ডা. শামসুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি এ সময় বলেন, ডক্টরস ল্যাব এন্ড হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধনের মধ্য দিয়ে সাতক্ষীরায় চিকিৎসা সেবা আরো এক ধাপ এগিয়ে মানুষের দোরগোড়ায় এসে পৌছেছে। তাই এই হাসপাতালে যাতে সর্বস্তরের মানুষ কম খরচে কিডনি ডায়ালাইসিসসহ সকল সেবা পেতে পারেন সে জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা নিধনযজ্ঞের ১ মাস

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞের এক মাস পূর্ণ হলো । জাতিসংঘের আশঙ্কা, পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১৫ লাখ হয়ে যাবে।

সেসময়, বাংলাদেশ হবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শরণার্থীর আশ্রয়স্থল। ইউএনএইচসিআরের তালিকা অনুযায়ী শীর্ষে আছে তুরস্ক। সেখানে, সিরিয়াসহ বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা মানুষের সংখ্যা ২৯ লাখ। গেলো ২৫ আগস্ট, মংডু’র সেনা ও পুলিশ চৌকিতে হামলার পর, নতুনভাবে রাখাইনে শুরু হয় সেনা অভিযান।

জাতিসংঘের হিসাবে, সেই সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত এক হাজার মানুষ। সেনা নিপীড়ন, হত্যা-ধর্ষণ থেকে বাঁচতে এক মাসেই সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা। এসব মানুষের মিয়ানমারে ফেরা ঠেকাতে তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সেনাবাহিনী, সীমান্তে পুতে রাখছে মাইন, বিদ্যুতায়িত করা হচ্ছে কাটাতারের বেড়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুধ চা পান করবেন যেভাবে

এমন কোনো পরিবার নেই, যেখানে একজন হলেও দুধ চা পছন্দ করেন না। বেশির ভাগ পরিবারের কেউ না কেউ দিনে এক কাপ হলেও দুধ চা পান করেন। দুধ চায়ে দুধের প্রোটিন ও ক্যালসিয়াম ছাড়াও ক্যালরি পাওয়া যায়। এসিডিটি, পেট কামড়ানো, পায়খানা নরম বা কঠিন হওয়া, ত্বকের ক্ষতি হওয়া ছাড়াও অতিরিক্ত গরম দুধ চা দীর্ঘদিন খেলে ক্যানসারের ঝুঁকি বাড়ে।

দুধের কেজিন (casien)-এর সঙ্গে চায়ের Catechin (ক্যাটেচিন)-এর বিক্রিয়ার কারণে চা তার নিজের গুণ হারায়। তা ছাড়া চায়ের দুধ থেকে রক্তে কোলেস্টেরল বেড়ে যেতে পারে। তাই অনেক প্রিয় এই দুধ চা পুষ্টিবিদরা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন।

তাই বলে দুধ চা একেবারেই খাবেন না? চলুন, জেনে নিই কীভাবে এই দুধ চা খেলে ক্ষতি কিছুটা কমানো যাবে।

১. খালি পেটে দুধ চা পান না করে, সকালে নাশতার পর বা বিকেলে কিছু খেয়ে দুধ চা পান করুন। এতে ক্ষতি কিছুটা কম হতে পারে।

২. খুব গরম দুধ চা না পান করে হালকা গরম দুধ চা পান করুন।

৩. দুধ চা বড় মগ বা কাপে না পান করে ছোট কাপে পান করুন।

৪. খালি চা না পান করে তার সঙ্গে মেরি বিস্কুট বা মুড়ি বা খই দিয়ে খান। এতে এসিডিটি কম হওয়ার আশঙ্কা থাকে।

৫. চা বানানোর সময় পাতলা দুধ পরিমাণে একটু বেশি দিন।

৬. দুধ চা বেশি জ্বাল না দেওয়াই ভালো।

৭. পুরো এক কাপ চা পান না করে আধা কাপ চা পান করুন।

৮. আস্তে আস্তে চা পান করুন, দ্রুত গরম চা পান খুব ক্ষতিকর।

৯. দুধ চা পান করার আগে স্বাভাবিক তাপমাত্রার এক কাপ পানি পান করুন।

১০. এক কামড় বিস্কুটের সঙ্গে এক কাপ চা, এভাবে পান করতে পারলে ভালো।

১১. খুব বেশি স্বাদ না হলেও লো ফ্যাট দুধ দিয়ে চা তৈরি করুন।

ওপরের পরামর্শগুলো মেনে দুধ চা খেলে তাতে ক্ষতি হয়তো কিছুটা কমাবে। তবে মনে রাখবেন, এই পরামর্শ প্রতিদিনের জন্য নয়। মাসে দুই বা তিনবার এমন করে দুধ চা পান করা যেতে পারে। দুধ চায়ের নেশা পেলে দাঁত মেজে ফেলুন। চায়ের নেশা কমে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
র‌্যাংকিংয়ে ১১১ ধাপ এগিয়ে থাকা কাতারকে হারাল বাংলাদেশ

বিশ্ব ফুটবল র‍্যাঙ্কিংয়ে কাতারের অবস্থান ৮৫। আর বাংলাদেশ ১৯৬। র‍্যাঙ্কিংয়ের বিচারে ১১১ ধাপ পিছিয়ে থেকে এএফসি অনুর্ধ্ব ১৬ বাছাইপর্বে স্বাগতিক কাতারের বিপক্ষে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। অথচ বাংলাদেশের কাছে পাত্তাই পাইনি ২০২২ বিশ্বকাপ ফুটবলে স্বাগতিক হওয়া দেশটি। গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। একটি করে গোল করেছেন দিপক রয় ও ফয়সাল হোসেন ফাহিম।

নিজেদের প্রথম ম্যাচে ইয়েমেনের বিপক্ষে লড়াই করে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষে জয়। স্বাভাবিকভাবে কাতারের মত শক্তিশালী দলের বিপক্ষে জয়কে অনেক বড় অর্জনই বলতে হবে। তাও আবার কাতারের মাটিতে।

যদিও এই জয়ে বাছাইপর্বে পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি লাল সবুজ জার্সিধারীরা। দুই ম্যাচ জিতে গ্রুপ ‘ই’ থেকে ইয়েমেন নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব। ১০ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা রানার্সআপ হিসেবে পাঁচ দল উঠবে চূড়ান্ত পর্বে। নিজেদের গ্রুপে রানার্সআপ হলেও গোল ব্যাবধানে পিছিয়ে থেকে পাঁচ সেরা রানার্স আপে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ।

বয়সভিত্তিক দলের খেলা হলেও ম্যাচ দেখতে প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালি মাঠে উপস্থিত ছিলেন। সারাক্ষণ গলা ফাটিয়ে সমর্থন যুগিয়েছেন কিশোরদের। ম্যাচ শেষে তারাও খেলোয়াড়দের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে আনন্দ। কষ্ট করে মাঠে আসা স্বার্থক হয় হাজারো প্রবাসী বাঙালির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় জেলা পরিষদ’র আর্থিক সহায়তা

তালা প্রতিনিধি : তালা উপজেলার কুমিরা, ইসলামকাটী ও তালা সদর ইউনিয়নের অসুস্থ্য এবং দরিদ্র ৪ জন ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদ’র সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা মাহফুজা সুলতানা রুবি’র উদ্যোগে জেলা পরিষদ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রোববার সকালে কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে এলাকার অসুস্থ্য ও দরিদ্র আলী হোসন মোল্যাকে ৫ হাজার টাকার চেক, পরবর্তিতে ইসলামকাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে এলাকার নিরোজা ইয়াসমিন জুলিকে ৭ হাজার টাকার চেক এবং দুপুরে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা সদর এলাকার আব্দুল গোফুর সরদারকে ১০ হাজার টাকার চেক ও মো. শাহাজান বিশ্বাসকে ৫ হাজার চেক প্রদান করা হয়। জেলা পরিষদ সদস্যা মাহফুজা সুলতানা রুবি নিজে সকল পরিষদে উপস্থিত থেকে উক্ত আর্থিক সহায়তার চেকগুলো প্রদান করেন। এসময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কুমিরা ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম সহ উক্ত পরিষদের সদস্যগণ, ইসলামকাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন সহ ইউপি সদস্য ও সদস্যগন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হালিম টুটুল, আওয়ামীলীগ নেতা নারায়ন মজুমদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম. আলাউদ্দীন, তালা রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি.এম. জুলফিকার রায়হান, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল আলিম নিটুল, শেখ আরিফুল ইসলাম জিকো, আছাদুল ইসলাম ও তাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে শনিবার সকালে জেলা পরিষদ সদস্যা মাহফুজা সুলতানা রুবি নিজ নির্বাচনী এলাকা আশাশুনি উপজেলার বড়দাল ইউনিয়নের অসুস্থ মো. আলমগীর হোসেনকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকার সহায়তার চেক প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest