সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী নারীসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগশ্যামনগরে “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত” শীর্ষক সেমিনারফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা. পলাশসাতক্ষীরায় পাওয়ার ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে শরবত বিতরণসাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগসাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৯ মেট্রিক টন গোবিন্দভোগ আম বিনষ্টসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাসাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভ‚মি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভাবিএনপির কানাডা পশ্চিম শাখা শাখার সাধারণ সম্পাদক হলেন সাতক্ষীরার মুজিবর রহমান

নলতায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

তরিকুল ইসলাম লাভলু : ধর্ম যার যার উৎসব সবার এমনি প্রত্যয়ে ঘরে ঘরে খুশির আমেজ নিয়ে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের জন্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা কালিমাতা পূজামন্ডপে ও নলতা চৌমোহনী পূজা মন্ডপে সম্পন্ন করা হয়েছে প্রতিমা তৈরির কাজ।
নলতা কালিমাতা মন্দির কমিটি ও যুব কমিটির আয়োজনে নলতা কালিমাতা সার্বজনীন পূজামন্ডপসহ একাধিক জায়গায় জাঁকজমকপূর্ণভাবে শারদীয়া দুর্গোৎসব পলিত হবে। নলতা কালিমাতা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ইতোমধ্যে সকল কাজ সম্পন্ন করা হয়েছে। বিপুল উৎসাহ, উদ্দীপনা, আনন্দঘন পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা পালনের জন্য পূজা মন্ডপগুলো ও বিভিন্ন জায়গায় বিশাল আকৃতির গেট ও প্যান্ডেল চোঁখ জুড়ানো সাজে সজ্জিত হয়েছে। নলতা কালিমাতা পূজা মন্ডপের প্রধান প্রবেশ পথে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বিশাল আকৃতির গেট। ডিজিটাল লাইটিংয়ের মাধ্যমে মায়ের প্রতিমা দর্শনসহ ২৭ সেপ্টেম্বর রাতে দেশের বিভিন্ন অঞ্চলের নামকরা শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। পূজামন্ডপ এলাকায় বিভিন্ন দোকানীরা ইতোমধ্য ক্রেতাদের মন সন্তুষ্ট করার জন্য দোকানগুলো বিভিন্ন সাজে সজ্জিত করেছে। ছোটরা অধির আগ্রহে আনন্দঘন এই দিনটি গুনছে কবে আসবে সেই আনন্দঘন শারদীয় উৎসবের দিনটি! পূজায় যেয়ে নিজেদের পছন্দের খাবার ও রং বেরংয়ের খেলনা কিনবে এমনই প্রত্যাশা তাদের ।
পূজায় দর্শনার্থী নারী, পুরুষ ও শিশু তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা যাতে নির্বিঘেœ পূজা দেখাসহ স্বাচ্ছন্দে ঘোরাফেরা করতে পারে সেজন্য আয়োজক কমিটির আহবানে মন্ডপগুলোতে বিভিন্ন স্তরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার জন্য তৎপর থাকবে বলে থানা সুত্রে জানা গেছে। শারদীয় দুর্গাপূজার সার্বিক বিষয়ে নলতা কালিমাতা মন্দির কমিটির সভাপতি বাবু নির্মল কুমারের সাথে আলাপকালে তিনি জানান, সকলের সহাযোগিতায় বিগত বছরের চেয়ে আরো জাঁকজমক ও শান্তিপূর্ণ পরিবেশে এবছর শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আমরা আশা রাখি।
এছাড়া যার যার ধর্ম পালনে যাতে কোনো ধরণের বিঘœ না ঘটে সেজন্য ডিএমপি কমিশনারের বক্তব্য অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আযান ও নামাজের সময় পূজা মন্ডপগুলোতে নিরবে উৎসব পালন, পূজাকে কেন্দ্র করে কোনো জুঁয়ার আসর না বসানো,শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে বিশেষ করে সন্ধ্যার পর মন্ডপগুলোতে নারী-পুরুষ চলাচলে বাড়তি দৃষ্টি রাখা, নিরাপত্তার প্রয়োজনে পূজার সময় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা করার মাধ্যমে এক অপরের মধ্যে সম্প্রীতির ভাব বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ম আহবান জানিয়েছেন এলাকার সচেতন মহল।
এদিকে হিন্দু বা সনাতন ধর্মাাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসব নির্বিঘেœ পালনের জন্য সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের মানুষের মত এমন মমত্ববোধ জীবনে দেখিনি

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি জানিয়েছেন, শরণার্থীদের প্রতি বাংলাদেশের মানুষ যে মমত্ববোধ দেখিয়েছেন— তা তিনি তার কর্মজীবনে কখনো দেখেননি। গতকাল দুপুরে কক্সবাজারে ইউএনএইচসিআর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, ‘জাতিসংঘের অধিবেশন সমাপ্ত না করেই আমি বাংলাদেশে চলে এসেছি। আমি সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আগ্রহী ছিলাম। তার সঙ্গে দেখা করেছি। আমি আবারও বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। কারণ এবারই প্রথম নয়, এর আগেও শরণার্থীদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। বিশ্বের অনেক দেশ যেখানে শরণার্থীদের প্রতি শত্রুভাবাপন্ন, সেখানে বাংলাদেশ সরকার ও মানুষ যে ভ্রাতৃত্ব ও মমত্ববোধ দেখিয়েছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ’ গ্র্যান্ডি আরও বলেন, ‘এই মুহূর্তে ত্রাণ তৎপরতা কিছুটা অগোছালো মনে হয়েছে। কিন্তু মানুষের সহযোগিতা খাটো করে দেখা যাবে না। এই মুহূর্তে এ সহযোগিতার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা যুক্ত হওয়া প্রয়োজন। ’ তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন তার কথা হয়েছে, তখন তিনি সমস্যা সমাধানের বিষয়টি মাথায় রাখার অনুরোধ করেছেন। এ ভয়ঙ্কর পরিস্থিতির জন্য সুস্পষ্টভাবে মিয়ানমারের সহিংসতা দায়ী। এখনই সহিংসতা বন্ধ করতে হবে এবং মানবাধিকার সংস্থাগুলোকে রাখাইনের উত্তরে প্রবেশ করতে দিতে হবে। ইয়াঙ্গুনে ইউএনএইচসিআরের অফিস আছে কিন্তু তাদের চলাচল নিয়ন্ত্রিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিপ্পোকে শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়টি মনে রাখতে বলেছেন। তার মতে, প্রত্যাবাসনের শুরুতেই যে সমস্যার সমাধান করতে হবে— তা হচ্ছে নাগরিকত্বের ইস্যু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চতুর্থবারের মতো ফের চ্যান্সেলর মেরকেল

জার্মানির সাধারণ নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি (সিডিইউ) আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে। আর এতে করে চতুর্থবার চ্যান্সেলর হলেন ‘ইউরোপের নেত্রী’ মেরকেল।

স্থানীয় সময় রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের ১৯তম সাধারণ নির্বাচনে মোট ৬৫টি দল অংশ নিয়েছে। দেশটিতে প্রায় ৬ কোটি ১০ লাখ ভোটার তাদের অধিকার প্রয়োগ করেছেন।

নিয়ম অনুযায়ী, প্রতিজন ভোটার দু’টি করে ভোট দিয়েছেন। একটি সংসদীয় আসনের প্রার্থীকে, অপরটি দলকে। জার্মানিতে কোনো দল মোট ভোটের ৫ শতাংশ না পেলে সেই দল সংসদে (বুন্দেসতাগ) প্রতিনিধিত্ব করতে পারে না। বুন্দেসতাগের মোট ৫৯৮ আসনের মধ্যে ২৯৯টি আসনে রোববার সরাসরি নির্বাচন হয়েছে। বাকি ২৯৯ আসনে দলীয় ভোটপ্রাপ্তির শতাংশের হিসাব অনুযায়ী বিভিন্ন দলের প্রার্থী তালিকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রাথমিকভাবে জানানো হয়েছে, নির্বাচনী ফলাফলে মেরকেলের দল প্রায় ৩৩ শতাংশ ভোট পেয়েছে। আর ক্ষমতাসীনদের প্রতিদ্বন্দ্বী এসপিডি পেয়েছে ২০-২২ শতাংশ ভোট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বরিশালের প্রয়োজন ৩৭১ রান, খুলনার ১০ উইকেট

১৯তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম স্তরের ম্যাচ জিততে শেষ দিনে আরও ৩৭১ রান করতে হবে বরিশাল বিভাগকে। পক্ষান্তরে ১০ উইকেট শিকার করতে হবে খুলনাকে।

শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নেমে প্রথম ইনিংসে ৪৪৪ রান করেছিল খুলনা। জবাবে ২৫৮ রানেই গুটিয়ে যায় বরিশাল। ফলে ১৮৬ রানের লিড পায় খুলনা। সেই লিডকে দ্বিতীয় ইনিংসে আরও বড় করেছে খুলনা।

দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২১৬ রান তুলে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য বরিশালের সামনে ৪০৩ রানের টার্গেট ছুঁড়ে দেয় খুলনা।

ম্যাচ জয়ের জন্য পাওয়া টার্গেটে খেলতে নেমে দিন শেষে বিনা উইকেটে ৩২ রান করেছে বরিশাল। তাই শেষ দিনে ম্যাচ জয়ের জন্য আরও ৩৭১ রান করতে হবে বরিশালকে। দলের দুই ওপেনার ফজলে মাহমুদ ১৫ ও রাফসান আল মাহমুদ ১৩ রান করে অপরাজিত আছেন।

দ্বিতীয় ইনিংসে খুলনার পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করে করেন নুরুল হাসান ও তুষার ইমরান। এই ইনিংসে বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সোহাগ গাজী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২ হাজার ৫০০বছর আগে কৃষ্ণ সাগরে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

অতীতে নানা ঘটনায় প্রচুর জাহাজ ডুবে গিয়েছিল কৃষ্ণ সাগরে। গবেষকদের তিন বছরের প্রচেষ্টায় বহু বছর আগে ডুবে যাওয়া কৃষ্ণ সাগরের তলদেশে পাওয়া গেছে ৬০ টি জাহাজের ধ্বংসাবশেষ।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে সাগরতলে ডুবে যাওয়া জাহাজ অনুসন্ধানে যথেষ্ট অগ্রগতি হচ্ছে।

গবেষকরা জানিয়েছেন, তারা যে জাহাজগুলোর ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন, সেগুলোর কোনো কোনোটি আড়াই হাজার বছরেরও পুরনো। কোনো কোনো জাহাজ পানির নিচে অনেকখানি অক্ষত অবস্থাতেই রয়েছে।

২০১৫ সালে গবেষকরা একটি প্রকল্প শুরু করেন। এতে রয়েছেন যুক্তরাজ্য, বুলগেরিয়া, সুইডেন, যুক্তরাষ্ট্র ও গ্রিসের গবেষকরা। তারা এ প্রকল্পে জাহাজের অনুসন্ধান ছাড়াও সাগরে পরিবেশের প্রভাব নিয়ে অনুসন্ধান চালান। কিন্তু কিভাবে এত দ্রুত পুরনো জাহাজগুলোর সন্ধান পাওয়া যাচ্ছে যা আগে যায়নি? এ প্রশ্নে অভিযানটির উদ্যোক্তারা জানান, তারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এ অগ্রগতি অর্জন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের পাশে সাকিব

রোহিঙ্গাদের পাশে সাকিব

কর্তৃক Daily Satkhira

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে, তখন দেশের মাটিতে বিশ্রামে সাকিব আল হাসান। ক্লান্তির কারণে সিরিজের দুই টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তবে এ সময়েও মানবতার ডাকে সাড়া না দিয়ে পারেননি দেশের অন্যতম সেরা এই তারকা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, মানবেতর জীবনযাপন করা রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুকে পেজে এক ভিডিওবার্তায় এই আহ্বান জানান সাকিব। ইউনিসেফের হয়ে তিনি বলেন, ‘আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সঙ্গে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি তাদের দুর্বিষহ জীবনযাপনের অবস্থা। আমি চাই, আপনারা সবাই সাহায্য করুন।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত আগস্টের শুরুতে সেনা তৎপরতা বাড়ায় পালিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকতে শুরু রোহিঙ্গা মুসলিমরা। প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন হাজার হাজার রোহিঙ্গা। এখন পর্যন্ত চার লাখ ৩০ হাজার মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করার কথা বলা হলেও স্থানীয় সূত্রমতে এই সংখ্যা আরো বেশি বলে জানা যায়।

Rohingyas need your support: Shakib

(Please see English translation below)"#রোহিঙ্গা শরণার্থী, বিশেষ করে শিশুদের আপনার সাহায্য দরকার। এদের সাহায্যার্থে আসুন আমরা সবাই এগিয়ে আসি", Shakib Al Hasan ক্রিকেটার এবং ইউনিসেফ বাংলাদেশ-এর শুভেচ্ছাদূত।রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করার জন্য ইউনিসেফ-এর ওয়েবসাইট https://unicefbangladesh.org -এ যান এবং ক্লিক করুন 'অনুদান দিন'।"#Rohingya refugees, especially children need your support. Please come forward and donate", Shakib Al Hasan, cricketer and UNICEF National Goodwill Ambassador.Please visit #UNICEF Bangladesh website www.unicef.org.bd and click 'Donate Now'.

Posted by UNICEF Bangladesh on Saturday, 23 September 2017

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬ রানের আক্ষেপ গেইলের

৬ রানের আক্ষেপ গেইলের

কর্তৃক Daily Satkhira

২০১৫ বিশ্বকাপের পর ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে দলে সুযোগ পান ক্রিস গেইল। তবে ব্যাটে যে মরিচা ধরেনি সেটা প্রথম ম্যাচেই বোঝা গিয়েছিল।
আর আজ তৃতীয় ওয়ানডে তো প্রায় সেঞ্চুরিই করে ফেলেছিলেন। কিন্তু রান আউটের ফাঁদে পড়ে সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থামতে হয়েছে মারকুটে এই ওপেনারকে।

ইংল্যান্ডের ৩৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের শুরুটা ভালো না হলেও ব্যাট হাতে ঝড় তোলেন ক্রিস গেইল। এক প্রান্তে সতীর্থরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও আশার প্রতীক হয়ে ছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব। তবে শেষ রক্ষা হয়নি, ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল ভারত

দারুণ শুরু এনে দিয়েছিলেন অজিঙ্কা রাহানে-রোহিত। শেষ করলেন হার্দিক পান্ডিয়া।
১৩ বল বাকি থাকতে ৫ উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে সিরিজ পকেটে ভারতের। হাতে রয়েছে আরও দুটো ম্যাচ।

বড় রানের লক্ষ্যে নেমেছিল ভারত। পরে ব্যাট করে ভারতকে করতে হত ২৯৪ রান। প্রথম দুই ওয়ান ডেতে আগে ব্যাট করে জয় এসেছে। এবার রান লক্ষ্য করে জয় ছিনিয়ে নিতেও প্রস্তুত ছিলেন বিরাট কোহলিরা।

যেমন ভাবা তেমনই কাজ। লক্ষ্যে পৌঁছাতে বেশি খাটতে হল না। রাস্তাটা মসৃণ করে দিয়েছিলেন দুই ওপেনারই। শেষটা করলেন চার নম্বরে ব্যাট করতে নামা হার্দিক। তাঁতে যোগ্য সঙ্গত মণীশের।

এই পিচে প্রথম ইনিংসে যেভাবে রান উঠেছে সেই গতিতে যে দ্বিতীয় ইনিংসে উঠবে না সেটা স্বাভাবিক। কিন্তু ভারতের আত্মবিশ্বাসের জায়গা তাঁদের ব্যাটিং। যাঁরা যে কোনও সময় বদলে দিতে পারে ম্যাচের রঙ।

শুরুটা দারুণভাবেই করেছিল ভারতের দুই ওপেনার অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মা। দু’জনের ব্যাট থেকেই এল হাফ-সেঞ্চুরি। ৭৬ বলে রাহানের ৭০ রানের ইনিংস সাজানো ছিল ৯টি বাউন্ডারিতে।

অন্যদিকে রোহিত ৬২ বলে খেললেন ৭১ রানের ইনিংস। তাঁর ব্যাট থেকে এল ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারিও। দুই ওপেনার ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন অধিনায়ক কোহালি ও হার্দিক। মাত্র ২৮ রানেই প্যাভেলিয়নে ফিরে যান বিরাট কোহলি।

তাঁর জায়গায় নেমে কেদার যাদব মাত্র ২ রান করে আউট হন। পুরো চাপ এসে পরে হার্দিকের উপর। চাপ সামলাতে সফল তিনি। এর পর মণীশ পাণ্ড্যকে সঙ্গে নিয়ে জয়ের পথে দলকে নিয়ে যান হার্দিকই।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে টস জয়ের পাশাপাশি ম্যাচও জিতে নিয়েছিল ভারত। তৃতীয় ম্যাচে তাই টস জয়কে সামনে রেখেই ম্যাচ জয়ের স্বপ্ন নিয়েই ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। ভারতীয় দলে কোনও পরিবর্তন করা হয়নি। উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নন বিরাট কোহলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest