সদরের শিয়ালডাঙ্গায় গৃহবধূকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের শিয়ালডাঙ্গায় পারিবারিক শত্রুতার জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে। গৃহবধূর নাম নার্গিস নাহার(৩০)। সে শিয়ালডাঙ্গা গ্রামের মাহবুবার ইসলামের স্ত্রী। এ ঘটনায় ঐ গৃহবধদূর এক চোখের মারাত্মক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মাহবুবার রহমান বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, পারিবারিকসূত্রের জের ধরে শনিবার সকাল ৬টার দিকে শিয়ালডাঙ্গা গ্রামের মৃত ইরাজ সরদারের ছেলে আঃ আজিজ, তার ছেলে আবু দায়ান, মনিরুল ইসলাম ,দায়ানের স্ত্রী ঝর্ণা বেগম, আব্দুস সোবহানের স্ত্রী রাবেয়া খাতুন দলবদ্ধ হয়ে মাহবুবার রহমানের বাড়িতে যায়। এস সময় মাহবুবার রহমান বাড়িতে না থাকার সুযোগে তারা নার্গিস নাহারের শয়নকক্ষে প্রবেশ করে তাকে উপর্র্যুপুরি পিটাতে থাকে। এ সময় তারা নার্গিসের নাহারের বাম চোখে মারাত্মক আঘাত করলে চিৎকার করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। পরে সংবাদ পেয়ে মাহবুবার রহমান বাড়ি এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হ্সাপাতালে ভর্তি করে। তার বামচোখটির অবস্থা খুবই খারাপ। নষ্ট হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে আব্দুল আজিজ সরদারের ছেলে দায়ান সরদারের ০১৭৩৯০০৪১৭৯ মারপিটের বিষয়টি স্বীকার করে বলেন, আমাদের ইচ্ছা হয়েছে তাই মেরেছি। ওরা যা পারে তাই করুক। এছাড়া আমি ব্যস্ত আছি বলেই মোবাইলের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ বলেন, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পায়নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাল চা না দুধ চা খাবেন?

অনেকের দিন শুরু হয় এক কাপ চা দিয়ে। অনেকের আবার চা না হলে যেন দিনই শুরু হতে চায় না। এজন্য দিনের শুরুতে এক কাপ চা লাগবেই।

সেই এক কাপ চা যদি দুধের হয় তাহলে কিছু সময়ের জন্য হলেও মনটা চনমনে হয়ে ওঠে। কিন্তু সেটা শরীরের কোনো উপকারই হয় না। আর যদি লাল চা খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই।

চিকিৎসকদের মতে, লাল চা তে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে ক্লান্তি দূর করে এবং এর পাশপাশি হার্টের ও স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

লাল চা তে থিয়োফিলাইন নামে একটি উপাদান থাকে। যা শরীরকে চাঙা রাখতে দারুণ কাজ করে।

এই প্রতিবেদনে লাল চায়ের উপকারিতা প্রসঙ্গে আরো বিস্তর আলোচনা করা হলো:

মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে: লাল চায়ে ক্যাফিনের পরিমাণ কম থাকায় এই পানীয়টি মস্তিষ্কে রক্তচলাচলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে স্ট্রেস কমে।

হার্ট চাঙা হয়ে ওঠে: লাল চায়ে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট প্রপাটিজ হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমিয়ে দেয়। প্রসঙ্গত, স্ট্রোকের সম্ভাবনা কমাতেও লাল চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

ওজন হ্রাস করে: লাল চা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। ফলে শরীরে অতিরিক্ত মেদ জমার সুযোগই পায় না। তাই আপনি যদি ওজন কমাতে বদ্ধপরিকর হন, তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই পানীয়।

ক্যান্সার প্রতিরোধ করে: লাল চা-তে অ্যান্টি-অক্সিডেন্ট প্রপাটিজ সহ এমন কিছু উপাদান রয়েছে, যা লাং, প্রস্টেট, কলোরেকটাল, ব্লাডার, ওরাল এবং ওভারিয়ান ক্যান্সারকে দূরে রাখতে সাহায্য করে।

হাড়কে শক্তপোক্ত করে: লাল চায়ে উপস্থিত ফাইটোকেমিকালস হাড়কে শক্ত করে। ফলে আর্থ্রাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

রোগপ্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে: লাল চায়ে টেনিস নামে একটি উপাদান রয়েছে, যা নানা ধরনের ক্ষতিকর ভাইরাসের হাত থেকে শরীরকে রক্ষা করে। ফলে সহজে কোনো রোগ ছুঁতে পারে না।

স্ট্রেস কমায়: লাল চায়ে রয়েছে অ্যামাইনো এসিড, যা স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সঙ্গে মনকে চনমনে করে তুলতেও বিশেষ ভূমিকা নেয়।

হজম ক্ষমতার উন্নতি ঘটায়: প্রতিদিন লাল চা খেলে হজম ক্ষমতা ভাল হতে শুরু করে। হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশপাশি গ্যাস্ট্রিক এবং নানা ধরনের ইন্টেস্টিনাল রোগ সরাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বল্লী মুজিবুর রহমান হাইস্কুলের সুবর্ণজয়ন্তীর প্রস্তুতি সভা ও নিবন্ধন শুরু

প্রেস বিজ্ঞপ্তি : বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার বয়স ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও প্রাক্তন ছাত্র- ছাত্রীদের আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা নুর হোসেন সজল ও ১২ নং বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ ও এলাকার সুধীজন। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ আব্দুর রহিম অনুষ্ঠান উদযাপনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১ম ব্যাচের প্রাক্তন ছাত্র ও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাধ্যমে নিবন্ধান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধান সম্বনয়কারী আব্দুর রহিম, মঈনদ্দীন, শিক্ষক অরুপ, শফিক, আব্দুল কাদের, আব্দুল আলিম, মনিরুল ইসলাম, কামরুজ্জামান, সিরাজুল ইসলাম, উত্তম কুমার গাইন, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, মুস্তাফিজুর রহমানসহ প্রাক্তণ ছাত্র-ছাত্রীবৃন্দ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার বিদ্যালয়টির ৫০ বছর পুর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরনিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়। অত্র বিদ্যালয়ের প্রাক্তন সকল ব্যাচের ছাত্র-ছাত্রীদের যথাসময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন ও সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পে নিহত দেড় শতাধিক

ইরাকের রাজধানী বাগদাদে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ ধসে গেছে। এছাড়া এ ভূমিকম্প ইরান সীমান্তজুড়ে ৮টি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সময় রবিবার রাত ৯টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে।

পশ্চিমা গণমাধ্যম বিবিসি-এর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় দেড় শতাধিক মানুষ। এছাড়া আহত হয়েছেন অন্তত ১ হাজার জন। ইতোমধ্যে আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।

এর আগে ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো ইরানে। সেসময় ২৬ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে দীর্ঘদিনের হারানো মাকে খুঁজে পেলেন সন্তানেরা

আশাশুনি ব্যুরো : আশাশুনি রিপোটার্স ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত কুমার দাশের সহায়তায় দীর্ঘদিন হারানো মাকে খুঁজে পেলেন সন্তানেরা। গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ি গ্রামের মৃত প্রমানন্দ বৈদ্যের স্ত্রী, গোলাপী বৈদ্য(৮০) মানসিক প্রতিবন্ধী। গত৫ ই ফেব্রুয়ারি পাশের গ্রামে মেয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার জন্য বাহির হন আর বাড়িতে ফেরেননি। গোলাপীর পরিবার দীর্ঘদিন অনেক খোঁজাখুজি করে তাদের মাকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। হারিয়ে যাওয়া মাকে কাদাকাটিতে দেখে সাতক্ষীরা জেলার তালা উপজেলার রাজাপুর ইউ,বি,আর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক( বিজ্ঞান) পত্রদূত সাংবাদিক সুব্রত দাশের প্রচেষ্টায় তার ছেলে সুশান্ত বৈদ্য ও প্রশান্ত বৈদ্যে জননীকে ফিওে পেয়েছেন । সাংবাদিক সুব্রত দাশ বলেন, গত শনিবার সাতক্ষীরা থেকে ফিরে যখন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি বাজারে পৌঁছে তখন একটি দোকানের সামনে বসে থাকতে দেখে এগিয়ে যায় তার পাশে।জানার চেষ্টা করি ঐ বৃদ্ধার নাম পরিচয়।তিনি প্রথমে কিছু না বলে শুধু কাঁদতে থাকেন এবং বলতে লাগেন আমি বাড়ি যাব।বৃদ্ধার কান্নায় ব্যাথিত হয়ে অনেক চেষ্টায় ঐ বৃদ্ধার কিছু পরিচয় জোগাড় করতে সক্ষম হই। তিনি আরও বলেন, ঐ বৃদ্ধার কথামত গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জকে মোবাইলে বিষয়টি অবহিত করলে তিনি গুরুত্বের সাথে বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে রাতেই তার পরিচয় নিশ্চিত করেন। রবিবার সকালে বৃদ্ধার দুই পুত্র কাদাকাটি বাজারে শত শত লোকের মাঝে হাজির হয়ে দীর্ঘদিন পর মাকে খুঁজে পেয়ে আবেগপ্লুত হয়ে যান। বৃদ্ধার পুত্রদ্বয়ের মাতৃভক্তি দেখে শত শত জনতা তাদের সাধুবাদ জানান। পরে তারা তাদের মাকে বাড়িতে নিয়ে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভয়াবহ পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র!

ভয়াবহ পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো- এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রাশিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সের্গেই শোইগু বলেন, ন্যাটো পারমাণবিক যুদ্ধ শুরু করতে চায়।
এই লক্ষ্যেই ওই জোট রাশিয়া-বেলারুশের মধ্যে অনুষ্ঠিত সামরিক মহড়ার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দরের কাছাকাছি বেলারুশের একটি অঞ্চলের নিকটে গত সেপ্টেম্বর মাসে ‘জাপাদ-২০১৭’ নামের যৌথ মহড়া চালিয়েছিল মস্কো ও মিনস্ক। ন্যাটো জোটের পক্ষ থেকে ওই মহড়ার ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়। এই ব্যাপারে রুশ প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, রাশিয়ার সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ক্রমবর্ধমান যে সামরিক তৎপরতা চালাচ্ছে। তাকে ধামাচাপা দেওয়ার জন্যই জাপাদ-২০১৭’র বিরুদ্ধে অযথা হৈ চৈ শুরু করেছে কিছু আর্ন্তজাতিক সংবাদমাধ্যম। শোইগু বলেন, ঠিক এমন সময় রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া বিরোধী প্রচারণা চালানো হচ্ছে যখন এই দুই দেশের সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করেছে ন্যাটো। এমনকি তারা ভয়াভহ পরমাণু অস্ত্রও মোতায়েন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘৭ মার্চ জাতির মূল চালিকাশক্তি’- সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ মার্চ হলো জাতির মূল চালিকাশক্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের দিক নির্দেশনাসহ অর্থনৈতিক মুক্তির আহ্বান জানিয়েছিলেন, যে ভাষণ আজ বিশ্ব স্বীকৃত।

রোববার (১২ নভেম্বর) জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে গতকাল অধিবেশনে সতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী আলোচনা করতে গেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এই বিষয়ে সময় নিয়ে প্রস্তাব আকাড়ে আলোচনা হবে। এ সময় চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ৭ মার্চের ভাষণ নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। আপনি (স্পিকার) দিন ধার্য করে দিলে প্রস্তাব উত্থাপন করে এ বিষয়ে আলোচনা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী আরো বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার নব দ্বার উন্মোচন করেছে, যা বিশ্বব্যাপী সমাদৃত। এছাড়া সফলভাবে ৬৩তম সিপিএ সম্মেলন সম্মন্ন করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং স্পিকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি এসব বিষয়ে এ অধিবেশনে আলোচনার পরামর্শ দেন।

উল্লেখ্য সম্প্রতি ইউনেস্কোর একটি উপদেষ্টা কমিটি ১৯৭১ সালের ৭ই মার্চে দেয়া শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কো জানিয়েছে, তাদেও মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এমওডব্লিউ) কর্মসূচির উপদেষ্টা কমিটি ৭ মার্চের ভাষণসহ মোট ৭৮টি দলিলকে ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত করার সুপারিশ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তরুণীকে ধর্ষণের পর হত্যা, ছাত্রলীগের ৪ নেতাসহ গ্রেপ্তার ৫

এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলায় কলেজ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনাল দানিয়াল (২২), সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট (২১), সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান (১৯), উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. মাহমুদ (১৮) ও কলেজের নৈশ প্রহরী মো. জাহাঙ্গীর হোসেন (৪৪)।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, চলতি বছরের ১০ আগস্ট দুপুরে পাথরঘাটা কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর গলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে দীর্ঘ সময় ধরে লেগে থাকে বরগুনা থানার পুলিশ। পরে তথ্য পেয়ে গত শুক্রবার গভীর রাতে পাথরঘাটা কলেজের নৈশ প্রহরী জাহাঙ্গীর হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জাহাঙ্গীরের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শনিবার রাতে ছাত্রলীগ নেতা মাহমুদ ও রায়হানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সর্বশেষ আজ রোববার বিকেলে পাথরঘাটার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাহমুদ ও রায়হান। ওই স্বীকারোক্তি অনুযায়ী কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনাল দানিয়েল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বিজয় বসাক আরো জানান, এখন পর্যন্ত নিহত তরুণীর পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। গ্রেপ্তার হওয়া দানিয়েল ও সাদ্দামকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তরুণীর পরিচয় পাওয়া যাবে বলে মনে করেন পুলিশ সুপার।

মাহমুদ ও রায়হান এ হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের পর লাশ পুকুরে লুকানোর সঙ্গে সম্পৃক্ত ছিল বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছেন বিজয় বসাক। সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার আদ্যপান্ত সব কিছু এখনো প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest