সর্বশেষ সংবাদ-
বর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র উদ্বোধনপিআর পদ্ধতির দাবিতে সাতক্ষীরায় সেমিনারশ্যামনগরে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতাসংকটের মুহূর্তে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা কালবেলার সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবেসাতক্ষীরায় শ্রমিক নেতা মনিকে আটকের প্রতিবাদে মানববন্ধনপিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের মানববন্ধনআমরা গদির দখলের রাজনীতি করি না-দুর্নীতির ধার ধারি না- মুহাদ্দিস আব্দুল খালেকদেবহাটায় তারুণ্য মেলা ও তারুন্য ভাবনা বিষয়ক কর্মশালাশ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও লোকায়ত অভিযোজন চর্চা বিষয়ক কর্মশালাসাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল ও নগদ টাকা উদ্ধার পূর্বক মালিকের কাছে হস্তান্তর 

কলারোয়ায় হাফিজা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় একটি বেসরকারি ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় নারগিছ খাতুন (৩৫) নামে এক সিজারিয়ান মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত ৩টার দিকে কলারোয়া পৌরসদরের গোডাউন মোড়ে অবস্থিত ‘কলারোয়া হাফিজা ক্লিনিক’ (আগের নাম- রয়েল ক্লিনিক) নামক বেসরকারি ক্লিনিকে এই বেদনাদায়ক ঘটনা ঘটে। সিজারিয়ান মা মারা গেলেও তিনি ভুমিষ্ঠ করেন ফুটফুটে দুটি পুত্র সন্তান। নিহতের বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে (পশ্চিম পাড়া)। তার স্বামীর নাম আব্দুল ওহাব খোকন।
তথ্য সংগ্রহকালে তাদের বাড়ীতে গেলে নিহতের (সাথে থাকা) বোন পারুল ও বিলকিছ জানান- ‘মঙ্গলবার সকালে নারগিছ এর প্রসব যন্ত্রণা শুরু হলে তাকে আমরা কলারোয়া হাফিজা ক্লিনিকে নিয়ে ভর্তি করি। সেখানে দুপুর ১টা ৪৫ মি. থেকে ৩টা পর্যন্ত জরুরী অপারেশন করেন চিকিৎসকরা। প্রসূতি মা নারগিছ ফুটফুঠে ২টি পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু দু:খের বিষয় অপারেশনের পর থেকে রাত্র ১টা পর্যন্ত রুগী যন্ত্রনায় ছটফট করতে থাকলেও বারবার ক্লিনিক কর্তৃপক্ষকে জানিয়ে ব্যর্থ হই আমরা। ওই সময় ক্লিনিকের নার্স নামধারী খাদিজা ও সেলিনা রুগীকে একটি ইনজেকশন দিলে সাথে সাথে শুরু হয় কষন। পরবর্তীতে অবস্থা বেগতিক দেখে ম্যানেজার রনজিত বাবুকে জানালে তিনি ফোন করে ২/৩ জনকে ডেকে নিয়ে আসেন। তখন আমাদেরকে বলেন দ্রুত রক্ত লাগবে আমরা রক্ত দিতে চাইলে তিনি বলেন রক্তের ব্যাগ নাই। অক্সিজেন এনে দিলে তা টানছে না এবং রুগীর নড়াচড়া বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি ক্লিনিক কর্তৃপক্ষ আমাদেরকে না জানিয়ে একটি এ্যাম্বুলেন্স নিয়ে এসে বলেন দ্রুত সাতক্ষীরা নিয়ে যান। আমরা তখন তাদের হাতে পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলি বোন মারা গেছে কিনা। কিন্তুু তারা উত্তর না দিয়ে আমাদের উপর চাপ সৃষ্টি করে ক্লিনিক থেকে বের করে দেন। নিরুপায় ও বাধ্য হয়ে রাত্র ৩টার দিকে আমরা সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে যুগীবাড়ী নামক স্থান পার হওয়ার পর সাথে থাকা ক্লিনিক স্টাফের কাছে একই ভাবে অনুনয় বিনয় করলে উনি ড্রাইভারকে গাড়ী ঘুরাতে বলেন এবং বলেন তিনি মারা গেছে।’
তারা কাঁদতে কাঁদতে আরো জানান- ‘আগে দুটি ৯ বছর ও ৪ বছর বয়সী মেয়ে আছে আর এই দুটি ছেলে তাদের উপায় কি হবে?’
এ বিষয়ে ক্লিনিকে গেলে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।
পরবর্তীতে ক্লিনিক ম্যানেজার রণজিত বাবু এসে জানান- ‘আমাদের ক্লিনিকে কেউ মারা যায়নি। তখন তার কাছে রুগীর বিবরণ দিলে তিনি জানান- তাকে তো রাত্রে পাঠিয়ে দিয়েছি।’
রুগী ভর্তি ও ক্লিনিকের কাগজপত্রাদি দেখতে চাইলে তড়িঘড়ি একটি ফরম বের করে দিয়ে বলেন- ‘ক্লিনিক সংক্রান্ত পত্রাদি তার কাছে নাই সবই মালিকদের কাছে।’
উপরে উঠে (২য়তলা) ক্লিনিক নার্স খাদিজা ও সেলিনার কাছে জানতে চাইলে তারা কোন তথ্য দিতে অস্বীকৃতি জানান- ‘আমরা নতুন এসেছি (মাস দুয়েক)।’ ‘তাদের কোন প্রশিক্ষণ আছে কিনা জানতে চাইলে জবাবে নাই বলেন। এখানে কাজ শিখতে এসেছেন বলে জানান।’
এ বিষয়ে অপারেশনকারী ডাক্তার নাজমুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন- ‘অপারেশন করতে এ্যানাস্থিয়া ডাক্তার দরকার হয় না আমি একাই সবই পারি।’
ক্লিনিক মালিক পক্ষের মধ্যে মিতালী ডায়াগনিষ্টিকের স্বত্তাধিকারী শফির কাছে জানতে চাইলে বলেন- ‘অপারেশনের ১২ ঘন্টা পার হয়ে গেছে সুতরাং রুগীর মৃত্যুর জন্য আমরা দায়ী না।’
কাগজপত্রাদি সম্পর্কে জানতে চাইলে বলেন- ‘সবগুলো সিভিল সার্জন অফিসে জমা দেওয়া।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল ইসলামের ০১৭১৮-৬৫৬৯৪৪ নং বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনকে জানালে তিনি ‘তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণ’ করবেন বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত-পাকিস্তান সেনাদের ব্যাপক গোলাগুলি

জম্মু-কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানি সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। বুধবার বেলা আড়াইটা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

জানা গেছে, আজ প্রথমে পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে জম্মু ডিভিশনে পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাদের অগ্রবর্তী ঘাঁটি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এ সময় পাক সেনারা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলিবর্ষণসহ মর্টার হামলা চালায়।

ওই ঘটনায় ভারতীয় সেনারা পাল্টা গুলিবর্ষণ করে পাক সেনাদের জবাব দেয়। উভয়পক্ষের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাক সেনাদের গুলিবর্ষণের পর নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলে সীমান্তে মোতায়েন ভারতীয় নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

পাক বাহিনী গুলিবর্ষণের আড়ালে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ ঘটাতে পারে বলে ভারতীয় বাহিনী মনে করছে। এজন্য সমস্ত স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেয়া হয়েছে।

এদিকে, জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ডা. ফারুক আবদুল্লাহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশে সাম্প্রদায়িকতা রুখতে ব্যর্থতার অভিযোগ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এরকম চলতে থাকে তাহলে দেশের সেক্যুলার বুনিয়াদ ধ্বংস হয়ে যাবে।

দলীয় সদর দফতরে কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেয়ার সময় ফারুক আবদুল্লাহ বলেন, ‘নয়াদিল্লি দেশে সাম্প্রদায়িকতা রুখতে ব্যর্থ হচ্ছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। সাম্প্রদায়িকতা দেশের শতাব্দী প্রাচীন সেকুলার ঐতিহ্যকে ধ্বংস করে দেবে। গত কয়েক বছর ধরে, সাম্প্রদায়িকতার ঘটনাসমূহ ধর্মীয় সহনশীলতা, ভ্রাতৃত্ব এবং ধর্মীয় স্বাধীনতায় আঘাত করছে।’

‘মানুষের মত প্রকাশের স্বাধীনতা কমে আসছে, যা খুবই দুর্ভাগ্যজনক ও উদ্বেগের বিষয়’ বলেও মন্তব্য করেন ফারুক আবদুল্লাহ। পার্সটুডে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাজনীন হত্যা মামলায় শহীদুলের ফাঁসি কার্যকর

রাজধানীর গুলশানের নিজ বাড়িতে শিল্পপতি লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি শহীদুল ইসলাম শহীদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে কাশিমপুর হাই সিকিউরিটি প্রিজন্সে ফাঁসি কার্যকর করা হয়।

কাশিমপুর কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানান।

১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে ট্রান্সকম গ্রুপের মালিক ব্যবসায়ী লতিফুর রহমানের মেয়ে স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণির ছাত্রী শাজনীন তাসনিম রহমান গুলশানে নিজ বাড়িতে খুন হন। মামলায় ২০০৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল শাজনীনকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার দায়ে তাদের বাড়ির সংস্কার কাজের দায়িত্বে নিয়োজিত ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসান ও গৃহপরিচারক শহীদুল ইসলাম শহীদসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন।

অপর চার আসামি হলেন ঠিকাদার হাসানের সহকারী বাদল, গৃহপরিচারিকা দুই বোন এস্তেমা খাতুন (মিনু) ও তার বোন পারভীন এবং কাঠমিস্ত্রি শনিরাম মণ্ডল। পরে ওই বছর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। এরপর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

২০০৬ সালের ১০ জুলাই ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি নিয়ে হাইকোর্ট পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর এক আসামি শনিরাম মণ্ডলকে খালাস দেন।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ এপ্রিল আপিল বিভাগ চার আসামি হাসান, বাদল, মিনু ও পারভীনের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেন। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি শহীদুল জেল আপিল করেন। সাত বছর পর ২০১৬ সালের ২৯ মার্চ ওই আপিলের ওপর শুনানি শুরু হয়।

গত বছরের ২ আগস্ট আপিল বিভাগ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে শহীদের সাজা বহাল রেখে অপর চারজনকে খালাস দেওয়া হয়। পরে শহীদ রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আপিল বিভাগে আবেদন করেন। চলতি বছরের ৫ মার্চ প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ রবিবার শুনানি শেষে রিভিউ আবেদন খারিজ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হরতাল শুরু ; বিএনপির সমর্থন

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে বাম দলগুলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত বৃহস্পতিবার বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ নভেম্বর হরতাল কর্মসূচি দেয় সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালিত হবে।

এর আগে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়নকারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সাধারণ মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বহ্নিশিখা জামালী, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ কাফী রতন, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ফখরুদ্দিন কবির আতিক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মনির উদ্দিন পাপ্পু প্রমুখ।

সভায় নেতারা বলেন, গণশুনানিকে উপেক্ষা করে মালিক-আমলাদের স্বার্থরক্ষায় বিদ্যুতের দাম বৃদ্ধির একতরফা ঘোষণা অগণতান্ত্রিক ও গণবিরোধী।

তারা আরও বলেন, অবিলম্বে বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে। দাম বৃদ্ধির এই গণবিরোধী ঘোষণা প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে হরতালে স্বতঃম্ফূর্ত অংশগ্রহণের জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা।

অন্যদিকে, এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে পাঁচ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা ঘোষিত বৃহস্পতিবারের (৩০ নভেম্বর) অর্ধদিবস হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে হরতালে পূর্ণ সমর্থনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে খালেদা জিয়াকে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠন।

এ সময় রিজভী বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দল হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতাল যুক্তিযুক্ত। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা হরতাল বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ১ম চুল্লির উদ্বোধন আজ; প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এমপি রুহুল হক

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার দেশের ইতিহাসে বৃহত্তম উন্নয়ন প্রকল্প ‘রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ নির্মাণ প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের কাজ (১ম চুল্লির) উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন এই প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, প্রকল্প পরিচালকসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপি রবির সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি পরিদর্শন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি পরিদর্শনকালে তিনি বলেন, বই মানুষের খোরাক জোগায়। অশান্ত মনকেও প্রশান্তি দেয় বই। জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে কাজ করে লাইব্রেরি। লাইব্রেরির উন্নয়ন অপরিহার্য। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির উন্নয়নে তার পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতার আশ^াস দেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী (তপু), অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাহিত্য সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য প্রভাষক রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, লায়লা পারভীন সেজুতি, শেখ তহিদুর রহমান ডাবলু ও শেখ হারুন উর রশিদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আদালতে দাঁড়িয়ে বিষ খেলেন যুদ্ধাপরাধী

দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে এক অভিযুক্ত যুদ্ধাপরাধী তিনি বিষ খেয়েছেন বলার পর আপিল কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়।

যুদ্ধাপরাধের অভিযোগে আদালতের কাঠগড়ায় সাবেক যে ছয়জন বসনিয় ক্রোয়াট রাজনৈতিক ও সামরিক নেতাকে তোলা হয়েছে তাদের একজন এই অভিযুক্ত স্লোবোদান প্রালিয়াক।

পূর্ব মোস্তারে অপরাধের দায়ে ২০১৩ সালে তাকে বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে তার কারাদণ্ড বহাল রাখার ঘোষণা শোনার পর মি: প্রালিয়াক বিচারককে বলেন, ”আমি বিষ খেয়েছি”।

ইয়ুগোশ্লাভ যুদ্ধাপরাধ মামলায় চূড়ান্ত আপিলের শুনানির জন্য আদালতে হাজির করা হয়েছিল এই ছয়জন অভিযুক্তকে।
‘গ্লাসটা সরাবেন না’

মি: প্রালিয়াক উঠে দাঁড়ান এবং মুখের কাছে হাত তোলেন, মাথাটা পেছনদিকে এমনভাবে হেলান যাতে মনে হয় তিনি গেলাস থেকে তরল কিছু পান করছেন।

বিচারকমণ্ডলীর সভাপতি সঙ্গে সঙ্গে আদালতের কার্যক্রম স্থগিত করে দেন এবং অ্যাম্বুলেন্স ডাকা হয়।

বিচারক বলেন, ”ঠিক আছে, আমরা স্থগিত…আমরা স্থগিত…দয়া করে পর্দা টেনে দিন। যে গ্লাস থেকে তিনি কিছু একটা পান করলেন সেটা কেউ সরাবেন না। ”

পর্দা টেনে দেয়ার আগে আদালত কক্ষে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বলে জানান দ্য হেগে বিবিসির সংবাদদাতা অ্যানা হলিগান।

মি: প্রালিয়াকের আইনজীবী, নাতাশা ফ্যাভু-ইভানোভিচকে উদ্ধৃত করে রয়টার্স বার্তা সংস্থা জানায়, ”আমার মক্কেল বলেছে আজ সকালে সে বিষপান করেছে।

কোন্ অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে
বসনিয় ক্রোয়াট প্রতিরক্ষা বাহিনীর প্রথম সারির সৈন্যদের সাবেক অধিনায়ক মি: প্রালিয়াককে মানবতার বিরুদ্ধে অপরাধে কারাদণ্ড দেওয়া হয়।

জাতিসংঘ যুদ্ধাপরাধ মামলার রায়ে বলা হয় ১৯৯৩ সালের গ্রীষ্মে সৈন্যরা প্রোজোর এলাকায় মুসলমানদের যখন ব্যাপক ধরপাকড় করছিল, তখন খবর পেয়েও তিনি তা বন্ধ করার জন্য কোন উদ্যোগ নিতে ব্যর্থ হন।

মুসলিমদের হত্যার পরিকল্পনা করা হচ্ছে এবং পূর্ব মোস্তারে মসজিদ এবং আন্তর্জাতিক সংস্থার সদস্যদের ওপর হামলা চালানোর পরিকল্পনার খবর জানার পরেও তিনি কোনরকম ব্যবস্থা নেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শনিবার ঢাকায় জেলা আ ’লীগের সাথে কেন্দ্রীয় নেতাদের বৈঠক

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আ ’লীগ সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সকল নেতৃবৃন্দ, সকল দলীয় উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আ ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদককে জানানো যাচ্ছে যে, কেন্দ্রীয় আ ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র নির্দেশনা মোতাবেক আগামী ২ ডিসেম্বর২০১৭ রোজ শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় আ ’লীগের সভাপতির কার্যালয়ে বাড়ি নং ৫১/এ সড়ক নং ৩/এ, ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা-১২০৯ এ।

দ্বি-পাক্ষিক আলোচনায় সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য একান্তভাবে আহ্বান জানিয়েছেন জেলা আ ’লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়াম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest