সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তীব্র তাপদাহে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ কর্মসুচি উদ্বোধনতালার শিক্ষক সুভাষ ন্যায় বিচার পাবেন : আশ্বস্ত করলেন পুলিশ সুপারকলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী’র আত্মহত্যাসাতক্ষীরা সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহতআটুলিয়া ও কাশিমাড়িতে তরমুজের বাম্পার ফলন।প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার সাতক্ষীরার এক যুবকসাতক্ষীরায় সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনাশ্যামনগরে প্রেমিকাকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যাসাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাফরিদপুরে দুর্ঘটনায় নিহত ১৩: পাঁচজনই এক পরিবারের সদস্য

রোহিঙ্গাদের গণধর্ষণের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নারীদের গণধর্ষণের প্রমাণ পেয়েছেন চিকিৎসা সেবা দেয়া জাতিসংঘের স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য কর্মীরা বলছেন, কয়েক ডজন নারী মারাত্মক যৌন হামলার শিকার হওয়ার প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্যকর্মীদের বর্ণনা ছাড়াও কিছু মেডিকেল নোট দেখেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে করে ধর্ষণের অভিযোগগুলো আরো বিশ্বাসযোগ্যতা পেয়েছে বলে উল্লেখ করা হয়।

মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রহীন সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর নারীরা যৌন হয়রানি থেকে শুরু করে গণধর্ষণের অভিযোগ করেছে বার বার। মিয়ানমারের কর্মকর্তারা এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। দাবি করেছে, এগুলো তাদের সামরিক বাহিনীকে হেয় করার জন্য অপপ্রচার। জাতিসংঘ আখ্যায়িত জাতিগত নিধনযজ্ঞকে তারা বিদ্রোহ নির্মুলের বৈধ অভিযান বলেও দাবি করেছে।

এদিকে, মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সুচি’র মুখপাত্র জ হতে বলেছেন, তাদের কাছে উপস্থাপন করা যে কোন অভিযোগ তদন্ত করবে কর্তৃপক্ষ। তিনি বলেন, ‘ধর্ষণের শিকার নারীদের আমাদের কাছে আসা উচিত। আমরা তাদের পূর্ণ নিরাপত্তা দেবো। আমরা তদন্ত করবো এবং পদক্ষেপ নেবো। সুচি নিজে এখনও সেনাবাহিনীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অসংখ্য অভিযোগ নিয়ে কোন মন্তব্য করেন নি। রাখাইনে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানের পর ২৫শে আগস্ট থেকে এখন পর্যন্ত আনুমানিক ৪ লাখ ২৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে আশ্রয় নিয়েছে।

কক্সবাজার জেলায় আট জন সাস্থ্য ও সুরক্ষা কর্মীর সঙ্গে কথা বলেছে রয়টার্স। তারা জানিয়েছেন, আগস্টের শেষ থেকে এখন পর্যন্ত তারা ২৫ জনেরও বেশি ধর্ষণের শিকার নারীকে চিকিৎসা দিয়েছেন। তারা বলেছেন, তাদের রোগীদের সঙ্গে কি ঘটেছে তা সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠা করা তাদের লক্ষ্য নয় তবে, তারা কয়েক ডজন নারীর শরীরে এমন সব লক্ষণ দেখেছেন যা নির্যাতনের বিভিন্ন বর্ননার সঙ্গে স্পষ্ট সঙ্গতিপূর্ণ। রয়টার্সের খবরে আরো বলা হয়, জাতিসংঘের ডাক্তারদের তরফে কোন রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসাটা বিরল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চতুর্থবারের মতো চ্যান্সেলর হচ্ছেন মেরকেল

রোববার অনুষ্ঠিত হলো জার্মানির ফেডারেল নির্বাচন। অ্যাঞ্জেলা মেরকেল কি চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হচ্ছেন কি-না এটাই এখন প্রশ্ন। তার নিকটতম প্রতিদ্বন্বি মার্টিন স্যূলৎজ এবার তার সঙ্গে তীব্র প্রতিযোগিতায় এগিয়ে আছেন। তবে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মেরকেলের খ্রিস্টীয় গণতান্ত্রিক দল সিডিইউ জনপ্রিয়তায় এগিয়ে আছেন ৩৭ শতাংশ, সেখানে স্যূলৎজের সামাজিক গণতান্ত্রিক দল এসডিপি আছে মাত্র ২৩. ২ শতাংশে। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কিছুই জানা যাচ্ছে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা ধরে নিচ্ছেন মেরকেলই চতুর্থবারের মতো জার্মান চ্যান্সেলর হতে যাচ্ছেন।

এবার জার্মান নির্বাচনে ভোটার সংখ্যা ৬ কোটি ১৫ লাখ। তবে তাদের কতো ভাগ ভোট দিতে যাচ্ছে এটাই দেখার বিষয়। কারণ, গত কয়েকবারের নির্বাচনে দেখা গেছে জার্মানিতে ভোট দিতে আসা মানুষের সংখ্যা দিন দিন কমে আসছে। ২০০৫ সালে নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল ৭৭. ৭ শতাংশ, ২০০৯ সালে ছিল ৭০. ৮ শতাংশ। ২০১৩ সালে অবশ্য কিছুটা বেড়ে দাঁড়িয়েছিল ৭১. ৫ শতাংশে।

এবারের জার্মান নির্বাচন নানা দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ। শুধু জার্মানদের জন্য নয়, সমগ্র ইউরোপ এবং সমগ্র পৃথিবীর জন্যই। সমগ্র পৃথিবীই তাকিয়ে আছে জার্মান নির্বাচনের ফলাফলের দিকে। এর মধ্যে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কার্যক্রম শুরু করে দিয়েছে। ইউইউ’র এক চেটিয়া দায়িত্ব চলে এসেছে জার্মানির হাতে। মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদী আচরণও জার্মানির প্রভাব বাড়াচ্ছে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে। কারণ, জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে পড়া, ইউইউ নিয়ে তার বিরোপ মন্তব্য সবকিছুই দায়িত্ব বাড়িছে জার্মানির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উল্টো পথে মন্ত্রী, সচিব, বিচারকদের গাড়ি, রাস্তায় নেমে আটকালেন দুদক চেয়ারম্যান

ন্যাশনাল ডেস্ক : রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে রোববার বিকেল চারটার দিকে হঠাৎ করেই দাঁড়ালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তাঁর উদ্যোগে পুলিশ সেখানে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকানো শুরু করল। দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। এর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে যেসব গাড়ির জরিমানা ও মামলা করা হয়েছে তার মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি থেকে শুরু করে সচিব, বিচারক, সরকারি দলের নেতা, পুলিশ ও সাংবাদিকদের গাড়িও রয়েছে।
পুলিশের ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন জানান, বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা অভিযানে ৫০টির মতো গাড়ির জরিমানা করা হয়েছে ও মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০টিই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি।
অভিযান চলাকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে বন্ধ হলো কলারোয়ার লটারি ও মেলা; জেলা প্রশাসককে ধন্যবাদ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার জনপ্রিয় ও আপোষহীন অনলাইন নিউজপোর্টাল ডেইলি সাতক্ষীরা ও দৈনিক আজকের সাতক্ষীরায় ধারবাহিক সংবাদ প্রকাশের পর অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল কলারোয়ার চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ঈদ আনন্দ মেলা। শনিবার হতে এ মেলা বন্ধ ঘোষণা করে সাতক্ষীরা জেলা প্রশাসন।
উল্লেখ্য, কিছু নীতিমালার আওতায় গত ২৭ জুন তারিখে কলারোয়ার চন্দনপুর বহুমুখী বিদ্যালয়ের মাঠটি ১ লক্ষ টাকা দেওয়ার চুক্তিতে ২৬ জুলাই হতে ১ মাসের জন্য ভাড়া নেয় মেলা আয়োজক কমিটি। আয়োজক কমিটিতে ছিলেন কলারোয়া পৌর আ’লীগের সভাপতি আলিমুলসহ কয়েকজন ব্যক্তি। কিন্তু যে উদ্দেশ্যের কথা বলে মেলার আয়োজন করা হয়েছিল সে ধরনের কোন কার্যক্রম সেখানে না করে সার্কাসের নামে নগ্ন নৃত্য, চরকা ও র‌্যাফেল ড্র নামক জুয়ার আসর বসিয়ে সাধারণ জনগণকে প্রলুব্ধ করা হচ্ছিল। আর এ বিষয়টি নিয়ে যেন কোন প্রকার সংবাদ প্রকাশিত না হয় সেজন্য বিভিন্ন সাংবাদিক সংগঠন, সংবাদপত্র ও সাংবাদিকদের ম্যানেজ করে বেআইনি লটারি নামক লুণ্ঠনের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বিষয়টি নিয়ে সর্বপ্রথম ডেইলি সাতক্ষীরা ও দৈনিক আজকের সাতক্ষীরায় সংবাদ প্রকাশিত হওয়ায় জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীন মেলাটি বন্ধ করে দিয়েছেন। আর তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজ। একই সাথে জলাবাসীর দাবি অর কান দুষ্টচক্র যন এভাবে কথিত মলার নামে লটারি নামক জুয়া চালিয়ে সাতক্ষীরার মানুষের পকেট কাটতে না পারে সেদিকেও যেন জেলা প্রশাসন সজাগ দৃষ্টি রাখে।
সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন জানান, ঈদ আনন্দ মেলার নামে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে মেলাটির আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে লটারি, জুয়া শুরু করায় মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদ্যুতের জন্য সাতক্ষীরাবাসীর হাহাকার! যথারীতি নেতারা নীর্বিকার!

আসাদুজ্জামান/বশির আহমেদ : দুর্বিসহ লোডশেডিং-এ অতিষ্ঠ সাতক্ষীরাবাসীর জীবন। বিদ্যুতের জন্য যখন জেলাবাসী করছে হাহাকার, তখনও জেলার রাজনৈতিক ও সামাজিক নেতারা নির্বিকার! এসব নেতারা কমবেশি সবাই বিভিন্নভাবে সুবিধা পেয়ে থাকেন বলে কেউ কিছই বলছেন না। কারও বাড়িতে আছে এসি, কারও বাড়িতে আছে দ্বৈত সংযোগ!
এদিকে, আবারও বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং ও ঘন ঘন ফিউজ কাটা, ট্রান্সমিটারের ক্রুটি ইত্যাদিতে নাকাল হয়ে পড়েছে সাতক্ষীরা জেলাবাসী। সকাল হতে না হতেই সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর সময় গড়িয়ে দুপুর আসতে না আসতেই সেই তাপদাহ রীতিমত অসহনীয় হয়ে উঠছে। তীব্র তাপদাহে পথচারী থেকে শ্রমজীবী সকল মানুষের নাভিশ্বাস ওঠার সাথে সাথে বিদ্যুৎ এর অব্যাহত লোড শেডিং এর কারণে সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে, বিদ্যুৎ বিভাগের কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারীরা অবৈধ সুযোগ সুবিধা নেয়ার কারণে লোডশেডিং আরো বেশী হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অপরদিকে, গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং হওয়ার কারণে ক্ষতি গ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা। অব্যাহত লোডশেডিং-এর কারণে তাদের পড়াশুনায় চরম ভাবে বিঘœ ঘটছে। একইসাথে পল্লী বিদ্যুতের টানা লোডশেডিংয়ে নাকাল হয়ে পড়ছে জেলার ৭টি উপজেলার মানুষ। লোড শেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা আরো করুণ হয়ে দাঁড়িয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা এ প্রতিবেদককে জানান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান সুযোগ সুবিধা ছাড়া কোন ফাইল সহি করেন না। তিনি অবৈধ সুযোগ নিয়ে শহরের বিভিন্ন স্থানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও এসি ব্যবহার করতে দেয়ার কারণে বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে। আর এ জন্যই ঘনঘন লোডশেডিং হচ্ছে।
একটি বিশস্ত সুত্রে জানা যায়, সাতক্ষীরা শহরে বিদ্যুতের মোট ৮ টি ফিডার আছে। এর মধ্যে টাউন ফিডার, কাটিয়া ফিডার ও পুরাতন সাতক্ষীরা ফিডার মোট বিদ্যুতের সিংহ ভাগ এই ৩ ফিডারে ব্যবহার হয়। এখানে বিদ্যুতের গ্রাহক সংখ্যা বেশি এবং অবৈধ সংযোগ ও বেশি। প্রতি ফিডারে যে ট্রান্সফরমার আছে ক্ষমতার চেয়ে বেশি সংযোগ দেওয়ার কারণে প্রতিমাসে ১৫-২০ টা ট্রান্সফরমার বিকল হয়ে যায় এবং সময় মত সংরক্ষণ করা হয় না। প্রতিটি ট্রান্সফরমার এর মূল্য প্রায় ৩-৪ লক্ষ টাকা। যে এলাকায় ট্রন্সফরমার নষ্ট হয় সে এলাকায় ৩-৪ দিন বিদ্যুৎ থাকে না। এখানে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ে। প্রতি ফিডারে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদর ২-৩ বছর থাকার কথা থাকলেও কি এক অজ্ঞাত কারণে উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার রহমান টাউন ফিডার-এ ১৬ বছর ধরে দায়িত্বরত আছেন তা বোধগম্য নয়। এই দীর্ঘ সময় একই দায়িত্বে থাকার কারণে তিনি টাউন ফিডারের অধীন প্রভাবশালী ব্যবসায়ী পরিবারগুলোর সাথে একথরনের অনৈতিক আর্থিক সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি এসব জায়গা থেকে নিয়মিত মাসোহারা নিয়ে তাদেরকে অবৈধ সুযোগ-সুবিধা দেন। ফলে এই ফিডারে বড় ধরনের সিস্টেম লস হয় এবং সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাতক্ষীরার আবাসিক নির্বাহি প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান জানান, সাতক্ষীরায় বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট। সেখানে আমরা পাচ্ছি মাত্র ১১ মেগাওয়াট। তিনি এজন্য জাতীয় গ্রিডের কর্মকর্তা কর্মচারীদের দায়ী করে তিনি বলেন, তারা আমাদের বিদ্যুৎ কম সরবরাহ করছে। আর বিদ্যুৎ সরবরাহ কম থাকার কারণে ঘন ঘন লোডশিডিং হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিম ও দুধ একসঙ্গে খাওয়া ভুল না ঠিক?

ব্রেকফাস্ট বলতেই যেটা চোখে ভাসে, তা হল ডিম ও এক গ্লাস দুধ। তবে অনেকেই বলে থাকেন দুধের পর নাকি মাংস বা ডিম জাতীয় প্রোটিন খাওয়া ভালো নয়।
এতে নাকি শরীর আরও খারাপ হতে পারে।

কিন্তু নতুন গবেষণা বলছে, দুধের পরে বা সঙ্গে ডিম খাওয়া মোটেই খারাপ নয়। বরং এর ফলে শরীরের উপকারই হয়। খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, ডিমে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, ফ্যাট। অন্যদিকে, দুধের মধ্যে থাকে প্রোটিন ও ক্যালসিয়াম।

তাই ডিম ও দুধ এক সঙ্গে খেলে উপকার অনেক বেশি। তবে কাঁচা দুধ বা কাঁচা ডিম খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ, এতে ফুড পয়জনিংয়ের সম্ভাবনা থাকে। তাই এগুলি এড়িয়ে চলাই ভাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালিতে বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আফ্রিকার মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

আজ রোববার এই ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় গতকাল শনিবার বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। শান্তিরক্ষীরা সফলভাবে সন্ত্রাসীদের প্রতিহত করে। এরই ধারাবাহিকতায় আজ রোববার দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে তাঁরা আবার আরো শক্তিশালী সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হন। সাহসিকতা ও সফলতার সঙ্গে তাঁরা পুনরায় সন্ত্রাসীদের প্রতিহত করেন। তবে, সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীদের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে তিনজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও চারজন আহত হন।

নিহত শান্তিরক্ষীদের নাম হলো সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স করপোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রকোনা), সৈনিক মনোয়ার, ইস্ট বেঙ্গল (বরিশাল)।

আহতরা হলেন মেজর জাদিদ, পদাতিক (ঢাকা), করপোরাল মহিম, পদাতিক (নোয়াখালী), সৈনিক সবুজ, পদাতিক (নওগাঁ) ও সৈনিক সরোয়ার, পদাতিক (যশোর)। আহতদের গাও শহরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

মালিতে নিয়োজিত বাংলাদেশি অন্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে আইএসপিআর জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতীয় সংবাদমাধ্যমে সাকিবকে নিয়ে ব্যঙ্গ

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেছেন। কথা বলেছেন ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও।

ক্রিকেটে যেটা খুবই স্বাভাবিক। ভারতের ক্রিকেট ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার থেকে রবি শাস্ত্রী সবাই অন্য দেশের ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিয়মিতভাবে কথা বলেন। কিন্তু সাকিবের দেয়া বক্তব্য নিয়েই বেঁধেছে যত ঝামেলা। এটিকে নিয়ে ব্যঙ্গ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এবেলা। তারা সাকিবের পরামর্শকে অযাচিত আখ্যা দিয়েছে। তাদের দাবি, ভারত টেস্ট ও ওয়ান ডে- আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে। তাই সাকিবের পরামর্শের দরকার নেই ভারতীয় দলের।

শনিবার  ‘বিশ্বের একনম্বর দলকে ‘পরামর্শ’ দিয়ে হাসির খোরাক সাকিব, আপনিও হাসবেন’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটি হুবুহু তুলে ধরা হল :

‘টেস্ট ও ওয়ান ডে- আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে এখন ভারত। অস্ট্রেলিয়াকে টানা দু’ম্যাচে বধ করে টিম কোহলি এখন সেরা ফর্মে। ঘরের মাটিতেই অজিদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে রয়েছে ভারত। তবে অস্ট্রেলিয়ার এই খারাপ ফর্মের রিংটোন বেঁধে দিয়েছিল বাংলাদেশ সফরই। বাংলাদেশের কাছে প্রথম টেস্টে স্পিনে কুপোকাত হয়েছিল ক্যাঙারু বাহিনী।

তবে এমন সময়েই কিছুটা অযাচিত ভাবে অস্ট্রেলিয়াকে হারানোর টিপস দিয়ে দিলেন সাকিব আল হাসান। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামে রয়েছেন তারকা বাংলাদেশি অলরাউন্ডার। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীনই তিনি কীনা বিরাট কোহলিদের ‘পরামর্শ’ দিলেন অস্ট্রেলিয়াকে কীভাবে হারাতে হবে!

বাংলাদেশের এক ক্রীড়া পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানান, ‘‘ভারত সবসময় একটা আলাদা সুবিধা পাবে। অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে কিছুটা চাপে রয়েছে। দেখুন, ভারতের বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। এখন খুব ভালো ছন্দেও রয়েছে। ফলে ব্যাটিংয়ে কোনও ভুলভ্রান্তি যেন না হয়। এই ব্যাপারটা মাথায় রাখলেই, ভারতকে আর কোনও চাপ নেওয়ার দরকার নেই। ’’

পাশাপাশি তিনি আরও বলেছেন, “ঘরের মাটিতে ভারত বরাবরই দুর্ধর্ষ ফর্মে থাকে। আমি আর বেশি কিছু বলব না। কারণ ভারত ইতিমধ্যেই অস্ট্রেলিয়াকে হারানোর পরিকল্পনা করে ফেলেছে। চেন্নাইয়ে দলের জয়ে হার্দিক যেভাবে সাহায্য করেছিল, এটা দলের ব্যাটিং গভীরতার কথা স্পষ্ট জানান দেয়। ”

প্রশ্ন উঠছে, ভারত ভালভাবেই জানে কীভাবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারাতে হয়। সেজন্য ভারতীয় স্কোয়াডে রয়েছে একাধিক ক্রিকেট মস্তিষ্ক। হঠাৎ সাকিব ভারতকে পরামর্শ দিতে গেলেন কেন! ভারতও বা সাকিবের পরামর্শ খোলা মনে গ্রহণ করবে, তারও বা নিশ্চয়তা কী! সাকিব বরং নিজের খেলার উন্নতির দিকে নজর দিন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা করে বলছেন, ব্যাপারটা অনেকটা ‘বিড়ালকে মাছ খাওয়া শেখানোর মতো’।

যাই হোক, সাকিবের পরামর্শ শুনে ভারতীয় ক্রিকেটাররাও যে হেসে ফেটে পড়বেন না, এমনটা কে বলতে পারে!’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest