সর্বশেষ সংবাদ-
বর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র উদ্বোধনপিআর পদ্ধতির দাবিতে সাতক্ষীরায় সেমিনারশ্যামনগরে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতাসংকটের মুহূর্তে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা কালবেলার সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবেসাতক্ষীরায় শ্রমিক নেতা মনিকে আটকের প্রতিবাদে মানববন্ধনপিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের মানববন্ধনআমরা গদির দখলের রাজনীতি করি না-দুর্নীতির ধার ধারি না- মুহাদ্দিস আব্দুল খালেকদেবহাটায় তারুণ্য মেলা ও তারুন্য ভাবনা বিষয়ক কর্মশালাশ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও লোকায়ত অভিযোজন চর্চা বিষয়ক কর্মশালাসাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল ও নগদ টাকা উদ্ধার পূর্বক মালিকের কাছে হস্তান্তর 

দেবহাটায় আজকের সাতক্ষীরা ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় দৈনিক আজকের সাতক্ষীরা ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় মাঘরী জামে মসজিদ প্রাঙ্গনে মাঘরী যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার দেবহাটা ব্যুরো প্রধান কে.এম রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, আজকের সাতক্ষীরা পত্রিকার পারুলিয়া প্রতিনিধি আবু জাফর, বিশিষ্ঠ ব্যবসায়ী সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৈহিদ হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল আলিম, আহছান উল্লাহ কল্লোল, নয়ন আরাফাত প্রমূখ। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন রাজু আহম্মেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের মূল নির্মাণ পর্ব শুরু

পাবনার ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ পর্বের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নিজের হাতে প্রথম কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী ৩২তম দেশ হিসেবে তালিকাভুক্ত হলো বাংলাদেশ।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কংক্রিট ঢালাইয়ের স্থান ঘুরে দেখেন। পরে সেখানে তিনি সুধী সমাবেশে বক্তব্য দেবেন।

মূল নির্মাণ পর্বের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন থেকেই ঘড়ির কাঁটা চলতে শুরু করেছে। অর্থাৎ, প্রকল্প শেষ হওয়ার ক্ষণগণনা শুরু হবে। বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ শেষ করার জন্য ঠিকাদার কোম্পানি রাশিয়ার অ্যাটমস্ট্রয়েক্সপোর্ট আজ থেকে ৬৬ মাস বা সাড়ে পাঁচ বছর সময় পাবে। সে অনুযায়ী ২০২৩ সালের মে-জুনে কেন্দ্রটির ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট এবং এর পরের বছর একই ক্ষমতার দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হয় ১৯৬১-৬২ সালে। তবে ২০১১ সালের ২ নভেম্বর রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আন্তসরকার সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রকল্পের কাজ গতি পায়। তারও ছয় বছর পর আজ এই প্রকল্পের মূল নির্মাণ পর্বের কাজ শুরু হলো। এর মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর পারমাণবিক ক্লাবের ৩২তম সদস্যদেশ হিসেবে অন্তর্ভুক্ত হলো। একই সঙ্গে বাংলাদেশ এশিয়ার মধ্যে ষষ্ঠ এবং সার্কের তৃতীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী দেশের তালিকায় ঢুকল।

রাশিয়ার দেওয়া প্রকল্প ব্যয়ের ৯০ শতাংশ সরবরাহ ঋণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পে রাশিয়ার উদ্ভাবিত সর্বাধুনিক (থ্রি প্লাস জেনারেশন) ‘ভিভিইআর ১২০০’ প্রযুক্তির পরমাণু চুল্লি ব্যবহার করা হবে। রাশিয়ার বাইরে এই প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্র রূপপুরেই প্রথম হচ্ছে।

বর্তমানে পৃথিবীর ৩১টি দেশে ৪৫০টি পারমাণবিক বিদ্যুতের ইউনিট চলমান আছে। এগুলোর মোট উৎপাদন ক্ষমতা প্রায় ৩ লাখ ৯২ হাজার মেগাওয়াট (৩৯২ গিগাওয়াট)। বাংলাদেশ ছাড়া আরও ৬০টি ইউনিট বিভিন্ন দেশে নির্মাণাধীন রয়েছে, যার মোট ক্ষমতা প্রায় ৬০ হাজার মেগাওয়াট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিরলেন ‘ফিজ’, জয় পেল রাজশাহী

মুস্তাফিজ ছিলেন। কিন্তু বিপিএলে দেখা যাচ্ছিল না ‘দ্য ফিজ’কে। অবশেষে আজ চিটাগং ভাইকিংসের বিপক্ষে স্বমূর্তিতে ফিরেছেন বাঁহাতি এই পেসার। দুর্দান্ত বোলিং করে দলকে এনে দিয়েছেন দাপুটে জয়। ৩৩ রানের এই জয় দিয়ে গ্রুপ পর্ব পেরোনোর আশাও টিকিয়ে রেখেছে রাজশাহী কিংস। আর বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে চিটাগংয়ের।

১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বাঁহাতি পেসার মুস্তাফিজ ও কাজী অনিকের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি চিটাগংয়ের ব্যাটসম্যানরা। চার বল বাকি থাকতেই চিটাগং অলআউট হয়ে গেছে ১২৪ রানে। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। আর আরেক বাঁহাতি পেসার অনিক ছিলেন আরো বিধ্বংসী। ৩.২ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন ১৯ বছর বয়সী এই পেসার।

চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ ২৭ রানের ইনিংসটি এসেছে স্টেন ভন জিলের ব্যাট থেকে। ২৩ রান করেছেন এনামুল হক। ১৭ রান করেছেন সিকান্দার রাজা। আর ১৩ রানের ছোট দুটি ইনিংস এসেছে সৌম্য সরকার ও তানভীর হায়দারের কল্যাণে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক ড্যারেন স্যামির ৪০, মুশফিকুর রহিমের ৩১, জেমস ফ্রাঙ্কলিনের ৩০ ও লুক রাইটের ২৫ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১৫৭ রান জমা করেছিল রাজশাহী কিংস।

আজকের এই জয়ের ফলে ১০ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে রাজশাহী উঠে এসেছে পঞ্চম স্থানে। আর সমানসংখ্যক ম্যাচ খেলে চিটাগংয়ের সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট। গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ জিতলেও পরবর্তী রাউন্ডে যেতে পারবে না চিটাগং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকাকে হারিয়ে আবার শীর্ষে তামিমের কুমিল্লা

লক্ষ্য ১৬৮ রান। খুব বড় কোনো টার্গেট না হলেও তা যথেষ্টই চ্যালেঞ্জিং ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া এই চ্যালেঞ্জে জিততে পারেনি ঢাকা ডায়নামাইটস। ১৫৫ রানে ইনিংস গুটিয়ে নেয় সাকিব আল হাসানের দলটি। তাই তামিম ইকবালের কুমিল্লা জিতেছে ১২ রানে।

এই জয়ের সুবাদে কুমিল্লা ভিক্টোরিয়ানস পয়েন্ট তালিকায় আবার শীর্ষে উঠে যায়। নয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন তারা সবার ওপরে। এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে খুলনা টাইটানস দ্বিতীয় এবং ১১ পয়েন্ট নিয়ে ঢাকা থেকে গেল তৃতীয় স্থানেই।

আজ বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকা শুরুতেই হারিয়ে বসে ওপেনার এভিন লুইসের উইকেট। এরপর জো ডেনি (৪৯) ও পোলার্ড (২৭) ছাড়া অন্য ব্যাটসম্যানরা খুব একটা দৃঢ়তা দেখাতে পারেননি।

তবে শেষ দিকে ম্যাচটা বেশ জমে উঠেছিল। শেষ দুই ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ৩৪ রান। ১৯তম ওভারের প্রথম তিন বলে তিনটি চার মেরে জহুরুল ইসলাম দলকে আশার আলো দেখিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা পারেননি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে। তাই হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাঁদের।

কুমিল্লার হয়ে ব্রাভো ৩১ রানে ও সাইফুদ্দিন ১৮ রানে দুটি উইকেট পান। আর শোয়েব মালিক নেন একটি উইকেট।

এর আগে কুমিল্লা প্রথমে ব্যাট করতে নেমে ৬০ রানের মাথায় ওপেনার তামিমের উইকেট হারায় কুমিল্লা। কুমিল্লা অধিনায়ক ২৩ বলে ৩৭ রান করে আউট হন। আরেক ওপেনার লিটন দাস ৩৪ এবং ওয়ানডাউনে নাম ইমরুল কায়েস করেন ২৬ রান। ক্যারিবীয় ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস ২৬ বলে ৩৯ রানের একটি ইনিংস খেলেন।

ঢাকার বোলার কেভিন কুপার ৪২ রানে তিনটি এবং সাকিব আল হাসান ২৩ রানে দুই উইকেট নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুর্সিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে বার্সেলোনা

কোপা দেল রের শেষ ষোলোতে যাওয়ার কাজটা প্রথম লেগের ম্যাচেই অনেকখানি এগিয়ে রেখেছিল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে গিয়ে জিতেছিল ৩-০ গোলে। ফিরতি লেগের ম্যাচে নিজেদের মাঠে বার্সা হয়ে উঠেছিল আরো বিধ্বংসী। তৃতীয় বিভাগের দল মুর্সিয়ার জালে এবার বল জড়িয়েছে পাঁচবার। সব মিলিয়ে ৮-০ ব্যবধানের বিশাল জয় দিয়ে দাপুটে ভঙ্গিতে শেষ ষোলোতে পা রেখেছে কাতালানরা।

মুর্সিয়ার বিপক্ষে বার্সেলোনা মাঠে নামিয়েছিল দ্বিতীয় সারির দল। ছিলেন না আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো তারকা। এক ঘণ্টার মতো খেলেছেন জেরার্ড পিকে। দ্বিতীয় সারির এই দলই অবশ্য নাজেহাল করে দিয়েছে মুর্সিয়াকে।

বার্সেলোনার প্রথম গোলটি এসেছিল ১৬ মিনিটের মাথায়। মুর্সিয়ার জালে বল জড়িয়েছিলেন প্যাকো আলাসার। এরপর প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কাতালানরা। দ্বিতীয়ার্ধে গোলের জন্য যেন মরিয়া হয়ে মাঠে নেমেছিলেন বার্সার ফুটবলাররা। ৫৬ মিনিটে গোল করে বসেন পিকে। এর পরপরই বদলি হিসেবে মাঠ ছাড়েন তিনি। চার মিনিট পর মুর্সিয়ার জালে আরেকবার বল জড়িয়ে দেন অ্যালেক্স ভিদাল। ৭৪ ও ৭৯ মিনিটে আরো দুটি গোল আসে ডেনিস সুয়ারেজ ও হোসে আরনালজের সৌজন্যে।

অন্যদিকে গোলপোস্টের নিচে প্রায় অলস সময় কাটাতে হয়েছে বার্সেলোনার গোলরক্ষক জ্যাসপারকে। মুর্সিয়ার খেলোয়াড়রা পুরো ম্যাচে তৈরি করতে পেরেছিলেন মাত্র একটি গোলের সুযোগ। সেখানেও তারা শট নিতে পারেননি গোলপোস্ট লক্ষ্য করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় শ্যামনগর চুনা নদীতে ঐতিহ্যবাহী  নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুড়িগোয়ালীনি ইউনিয়নের চুনা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার বিকাল ৩ টায়। ছুনো জেলে কল্যাণ সমিতি ও একতা মৎসজীবী সমিতির যৌথ উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতায় বুড়িগোয়লীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। অনুষ্ঠান শেষে পুরুষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ, সাবেক যুব নেতা কুমুদ রঞ্জন গায়েন, সাবেক ছাত্র নেতা শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা তাঁতী সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফসহ বিভিন্ন এলাকা থেকে ইউপি সদস্য, শিক্ষক অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় চুনো নদীর দুপারে হাজার হাজার দর্শক নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেতাদের উপর বিরক্ত ওবায়দুল কাদের

বিলবোর্ড আর ফেস্টুন দিয়ে আওয়ামী লীগ হওয়া যায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাদের বিলবোর্ড আর ফেস্টুন দেখে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, এই জেলায় আসার সময় পথে পথে নেতা, পাতিনেতা ও সিকি নেতাদের যে বিলবোর্ড ও ফেস্টুন দেখলাম তাতে আমি লজ্জা পেয়েছি। কারণ সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি ছোট করে দেয়া হয়েছে আর আমার ও নেতাদের ছবি বড় করে দেয়া হয়েছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার নারীদের ব্যাপক মূল্যায়ন করেছেন। ফলে নারীরা আজ ডিসি, এসপি, ডিআইজি, বিচারকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করে চলেছে। প্রধানমন্ত্রী বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করছেন।

নেতাদের চাটুকার না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, দলের মধ্যে আগে নেতাদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তা না হলে কর্মীদের মধ্যে শৃঙ্খলা থাকবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুমিল্লার দারুণ জয়

কুমিল্লার দারুণ জয়

কর্তৃক Daily Satkhira

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। তামিম ইকবালের দলটি প্রথম সাত ওভারে কোনো উইকেট না হারিয়েই তুলে নেয় ৫৯ রান। শুরুটা বেশ ভালো হলেও মাঝখানে ধীরগতির ব্যাটিংয়ের কারণে একপর্যায়ে মনে হয়েছিল খুব বড় কোনো ইনিংস দাঁড় করাতে পারবে না তারা। তেমন কিছু না হলেও ঢাকা ডায়নামাইটসের সামনে ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারে সাবেক চ্যাম্পিয়ন দলটি।

ঢাকার বোলার কেভিন কুপার ৪২ রানে তিনটি এবং সাকিব আল হাসান ২৩ রানে দুই উইকেট নেন।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে ঢাকার ইনিংস। ফলে ১২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest