শিক্ষার্থীদের মেধাকে মানব সভ্যতার কল্যাণে কাজে লাগাতে হবে – অধ্যাপক ডা. রুহুল হক এমপি

তরিকুল ইসলাম লাভলু : নলতা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে অধ্যাপক রুহুল হক এমপি সাতক্ষীরা-আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, শিক্ষার্থীদের মেধাকে মানব সভ্যতার কল্যানে কাজে লাগাতে হবে। আমরা তোমাদেরকে এই সোনার বাংলায় সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরো বলেন, বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের সাথে দেশপ্রেম এবং মানবীয় গুনাবলীর সংমিশ্রণ ঘটাতে পারলে সত্যিকারের আদর্শবান মানুষ হওয়া যায়।
তিনি আরও বলেন, দেশের শিক্ষাখাতে তথ্যপ্রযুক্তির ছোঁয়া লেগেছে। শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবে ততো দিন বিনামূল্যে বই বিতরণ করা হবে। বিগত দিনে অন্য কোন সরকার এটি কোনদিন করতে পারেনি। শিক্ষাখাতের উন্নয়ন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসময় উপস্থিত ছিলেন-সংসদ প্রতিনিধি সম্ভুজিৎ সরাকার, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইদুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিীন, সাবেক ইউপি সদস্য মাসুদুল হক ডালিম, এ্যাড. আব্দুল জব্বারসহ স্কুললের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় দীর্ঘদিন পরে মঞ্চস্থ হলো সুস্থ যাত্রাপালা

কলারোয়া ব্যুরো : কলারোয়ায় দীর্ঘদিন পরে মঞ্চস্থ হলো যাত্রাপালা। শুক্রবার রাত ৮টার সময় কলারোয়া পাইলট হাইস্কুল মাঠের উন্মুক্ত মঞ্চে যাত্রাপালার আয়োজন করে সৌখিন নাট্যগোষ্ঠি।‘নাঙ্গা তলোয়ার’ নামের ওই যাত্রা পালায় অনেক গুনি যাত্রা অভিনেতা-অভিনেত্রিরা অভিনয় করেন। দীর্ঘদিন পর যাত্রাপালার ‘আসল’ স্বাদ উপভোগ করেন দর্শকরা। কারণ বর্তমানে নামসর্বস্ব ও যাত্রার নামে অশ্লীলতা বেশি প্রাধান্য পায় বিভিন্ন যাত্রানুষ্ঠানে। সেই দৃষ্টিকোণ থেকে শুক্রবার রাতে কলারোয়ায় মঞ্চস্থ হওয়া ঐতিহাসিক এ যাত্রাপালাটি পুরনো দিনের কথা স্মরণ করিয়ে দেয় অনেককে। মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে তুলসীডাঙ্গা অধিবাসি সিরাজুল ইসলামের(৬০) কাছে যাত্রাপালা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য পালাগান জারি গান ও যাত্রাপালা আবার ফিরে এসেছে। এই সুষ্ঠ বিনোদন গ্রাম বাংলার আবহমান চিত্রই তুলে ধরে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় ,এখন আগের মত আর আমরা পালাগান, জারিগান ও যাত্রাপালা দেখতে পাইনা। কেননা যাত্রাপলার নামে চলে অশ্লীলতা।
সৌখিন নাট্যগোষ্ঠির এক নাট্যকর্মীর কাছে তাদের এই উন্মক্ত যাত্রাপালার উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন সুষ্ঠু সংস্কৃতি চর্চার জন্য আমাদের এই আয়োজন। অনেক দিন পরে জনসাধারণ যাত্রাপালা দেখতে পেয়ে খুবই উচ্ছ্বসিত। আমাদের পরিকল্পনা এই ধরনের আয়োজন আরো করার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৪ নভেম্বর ওবায়দুল কাদেরের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে -ডা. রুহুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক : শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভা, সংগঠনের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেন ২৪ নভেম্বর শুক্রবার বিকাল ৩টার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির জনসভাকে জন সমুদ্রে পরিণত করতে হবে। জেলার ৭৮ টি ইউনিয়ন থেকে লোক আসবে। সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এখন থেকে তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাতক্ষীরা মাটি আওয়ামীলীগের ঘাটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সামনে প্রমাণ করতে হবে। বর্ধিত সভায় ৯ সদস্য বিশিষ্ট্য জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক হিসাবে মুনসুর আহমেদ সদস্য সচিব নজরুল ইসলাম, সদস্য অধ্যক্ষ আবু আহমেদ, আসাদুজ্জামান বাবু, এসএম শাওকত হোসেন, আবু সায়ীদ, শাহাজান আলী ও শাহাদাৎ হোসেন, অর্থ-উপ কমিটি, সাজসজ্জা কমিটি, প্রচার উপ কমিটি, আপ্যায়ন ও অভ্যার্থনা উপ কমিটি এবং শান্তি শৃঙ্খলা উপ কমিটি গঠন করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাবেক এমপি এসএম ফজলুল হক, সাবেক এমপি ডা. মোকলেসুর রহমান, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, এসএম জগলুল হায়দার এমপি, আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দীন, ফিরোজ আহমেদ, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, এড. ওসমান গণি, সরদার মুজিব, শেখ হারুন-উর-রশিদ, শেখ ওয়াহেদুজ্জামান, এসএম শওকাত হোসেন, এবিএম মোস্তাকিম, শেখ নূরুল ইসলাম, মুজিবুর রহমান, ফিরোজ আহমেদ স্বপন, আবু সায়ীদ, আতাউল হক দোলন, এড. মোজাহার হোসেন কান্টু, বিশ্বজিৎ সাধু, জোৎস্না আরা, ফারহা দিবা খান সাথী, মীর আজাহার হোসেন শাহিন ও আব্দুস সামাদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সুন্দরবনগামী ট্রলারে অস্ত্রসহ চোরাশিকারী আটক

নিজস্ব প্রতিনিধি : সুন্দরবনগামী একটি পিকনিকের ট্রলারে তল্লাশী চালিয়ে অস্ত্র ও গুলিসহ মফিজুল হক গাজী (৬০) নামের এক চোরা শিকারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার গভীর রাতে আশাশুনি উপজেলার মানিকখালী খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। আটক মফিজুল হক গাজী ধুলিহর গ্রামের মৃত কোরবান আলি গাজীর ছেলে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, বুধহাটা এলাকার বেতন নদী থেকে এন বি কাজী এন্ড তুহিন পরিবহন এম-২০২৯৪ নামের একটি ট্রলারে লোকমান হোসেনের নেতৃত্বে ৫০/৬০ জন লোক পিকনিকের উদ্দেশ্যে সুন্দরবন রওনা হন। পথিমধ্যে আশাশুনির মানিকখালী খেয়াখাট এলাকায় পৌছালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট জাহিদুল কবিরের নেতৃত্বে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় ট্রলারটি র‌্যাব সদস্যরা ব্যাপক তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় ৩টি স্থানে লুকিয়ে রাখা একনালা বন্দুকের খন্ড খন্ড অংশ ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করেন। এছাড়া ছুরি, চাপাতি সহ বেশকিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করতে সক্ষম হন।
ট্রলারের কয়েকজন প্রত্যক্ষদর্শী পিকনিক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, আশাশুনির মানিকখালী খেয়াঘাটের কাছাকাছি পৌছালে র‌্যাব সদস্যরা ট্রলারযোগে তাদের ধাওয়া করেন। এ সময় তারা ট্রলার আটকিয়ে ব্যাপক তল্লাশি চালান। পরে তারা বন্দুক, গুলি ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে মফিজুলকে আটক করে নিয়ে যায়। তারা আরো জানান, এসময় র‌্যাবের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ায় সদর উপজেলার ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানার ছোট ভাই খিজির আহম্মেদ (৩৭), ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেকপাড়া লোকমান হোসেন (৫৫), ধুলিহর গ্রামের মুরাদ হোসেন (৪০), একই গ্রামের মনিরুল ইসলাম ওরফে মানিক (৪২) এবং ধুলিহর কোমরপুর গ্রামের আজিজুল সরদারকে (৬০) মারপিট করেন। পরে র‌্যাব সদস্যরা ট্রলারটিকে সুন্দরবনে না ভীড়তে নির্দেশ দেন। এছাড়া এই ট্রলারটি সুন্দরবন প্রবেশের অনুমতি পত্র বাতিলের জন্য র‌্যাব কর্তৃপক্ষ বন বিভাগকে অনুরোধ জানান। শেষ পর্যন্ত তাদের অনুমতি বাতিল হওয়ায় তাদের যাত্রা মানিকখালিতে শেষ হয়ে যায়।
এ ব্যাপারে জানার জন্য র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট জাহিদুল কবিরের সরকারী ০১৭৭৭৭১০৬১১ নান্বারের মোবাইলে ফোন দিলে ফোনটি অন্য আর একজন রিসিভ করে জানান, স্যার ঘুমাচ্ছেন। রাতে ফোন দিবেন।
তবে, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা জানান, র‌্যাব সদস্যরা মানিকখালি খেয়াঘাটে থেকে সুন্দরবন গামী একটি ট্রলার থেকে একজনকে আটক করার বিষয়টি আমি লোক মুখে শুনেছি। তবে তাকে ছেড়ে দিয়েছে কিনা তা জানিনা।
উল্লেখ্য, এই চক্রটি প্রতি বছর শীতকালিন সময় সুন্দরবনে যেয়ে হরিণ শিকার করে থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নয়নের জন্য চাই বারবার শেখ হাসিনার সরকার- যুবলীগের প্রতিষ্ঠাবার্ষির্কীতে রুহুল হক এমপি

মাহফিজুল ইসলাম আককাজ : ‘রাষ্ট্র নায়ক শেখ হাসিনার বিশ^ শান্তির দর্শন -জনগণের ক্ষমতায়ন সুদৃঢ় করায় আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে এবং পৌর যুবলীগের সার্বিক ব্যবস্থাপনায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক। এ সময় তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১৯৭২ সালে ১১-ই নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটি আদর্শের সংগঠন। বাংলার মেহনতি শোসন বঞ্চিত অবহেলিত নিপড়িত মানুষের কল্যাণে কাজ করার জন্য এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ আ ’লীগের একটি সুসংগঠিত দল আওয়ামী যুবলীগ। আ ’লীগের এই শক্তি সন্ত্রাস জঙ্গিবাদ যতদিন এই বাংলার মাটি থেকে নির্মূল না হবে ততদিন যুবলীগের পরিক্ষীত সৈনিকরা রাজপথে থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ বুকে ধারণ করে প্রতিটি লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছে যুবলীগের নেতা কর্মীরা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবলীগের নেতা কর্মীরা জেল জুলুমসহ বিভিন্ন নির্যাতনের স্বিকার হয়েছে। যুবলীগের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। তাহলে আগামী দিনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা জননেত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে দলকে সুসংগঠিত করার বিকল্প নেই। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দীন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্ম আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা প্রমুখ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা যুবলীগের সভাপতি স.ম সেলিম রেজা মিলন, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া বাবু, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি কাজী গোলাম মোস্তফা, তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল কবির লিটু, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, মহিতুর রহমান, সাইফুল ইসলাম, আসাদুজ্জান তুহিন ও বিজয় ঘোষ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ. জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ^াস, আইন বিষয়ক সম্পাদক জজ কোর্টের পিপি এড. ওসমান গণি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, মফিজুল ইসলাম, যুবলীগ নেতা ইদ্রিস বাবু, এস.এম ইউসুফ সুলতান মিলন ও আজিবুর রহমান আলীমসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনূষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে-২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে চায়না বাংলার পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘খেলা-ধুলা শরীর ও মনকে সতেজ রাখে। মাঠে যত বেশি খেলা-ধূলা হবে মাদক ও সন্ত্রাস তত পিছু হটবে। মেধা ও শ্রম দিয়ে ক্রিকেট খেলতে হয়। ক্রীড়াঙ্গনে ক্রিকেটে সাতক্ষীরা জেলার অনেক সুনাম রয়েছে। জাতীয় দলে এ জেলার সন্তানেরা বিশ^কে ভাল খেলা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মুনছুর আহম্মেদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুখসানা পারভীন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মীর তাজুল ইসলাম রিপন, কাজী কামরুজ্জামান, সৈয়দ জয়নুল আবেদীন জসি, ইদ্রিস বাবু, মো. রুহুল আমিন, কবিরুজ্জামান রুবেল ও মো. আলতাফ হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থা ও চায়না বাংলার কর্মকর্তা এবং অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শক। চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে-২০১৭ এর খেলায় ৬২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে কুকরালী ভলিবল স্পোর্টিং ক্লাব বনাম জুনিয়র অর্ণিবান সংস্থা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বিভাগীয় আম্পায়ারস এসোসিয়েশনের সভাপতি আ. ম আক্তারুজ্জামান মুকুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ থানার নতুন ওসি সুবীর দত্ত

কালিগঞ্জ ডেস্ক : কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন সুবীর দত্ত। শনিবার বিকাল ৫ টায় বিদায়ী সংবর্ধনা ও নবাগত ওসির বরণ অনুষ্ঠানে অফিসার ইনচার্জ তদন্ত রাজিব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মির্জা সালাউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শামিম হোসেন, বিদায়ী অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, নবাগত অফিসার ইনচার্জ সুবীর দত্ত। চেয়ারম্যানদের মধ্য থেকে বক্তব্য রাখেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম মোশারফ হোসেন, উপÑপরিদর্শকদের মধ্যে বক্তব্য রাখেন হেকমত আলী, সহকারী উপÑপরিদর্শকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মিজানুর রহমান, ফোর্সদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তথ্যমন্ত্রী ইনুর এলাকায় জাসদের সাড়ে সাতশ’ নেতাকর্মীর পদত্যাগ

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নিজ উপজেলা কুষ্টিয়ার ভেড়ামারা থেকে জাসদ ও অঙ্গসংগঠনের প্রায় সাড়ে ৭শ’ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ভেড়ামারা পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবজোটের সভাপতি মেহেদী হাসান সবুজের নেতৃত্বে জাসদ নেতাকর্মীরা পদত্যাগ করেন।

ওই সময় শহরের দক্ষিণ রেলগেট এলাকার সড়কটি বন্ধ করে দিয়ে জাসদ নেতাকর্মীরা সমাবেশ করে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় বক্তব্য রাখেন যুবজোট নেতা মিজানুর রহমান মিজান, রুবেল, আজিজুল হাকিম, মোসাদ্দেক, উজ্জল, ঝলক, মাসুদ, আকুল, সাক্ষাত, রতন, খালেক, ছোট মিজান, নয়ন, সোহেল, তুষার, রুবেল ও আলমগীর প্রমুখ।

ভেড়ামারা ৯ নম্বর ওয়ার্ড জাসদের সভাপতি ও কাউন্সিলর মেহেদী হাসান সবুজ বলেন, ‘আমরা দীর্ঘদিন জাসদের সংগঠনের সঙ্গে ছিলাম। আমাদের সঙ্গে তাদের কিছু অসামঞ্জস্য কার্যকলাপের কারণে আমরা ৯ নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন ওয়ার্ডের প্রায় সাড়ে ৭শ’ নেতাকর্মী একযোগে পদত্যাগ করলাম।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest