সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

দেবহাটায় নকলমুক্ত পরিবেশে জেএসসি-জেডিসি-ভোকেশনাল পরীক্ষা গ্রহণে মতবিনিময়

কে এম রেজাউল করিম : দেবহাটায় মাধ্যমিক পর্যায় স্কুল সার্টিফিকেট(জে.এস.সি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র দাখিল সার্টিফিকেট(জে.ডি.সি) এবং কারিগরিক শিক্ষা বোর্ডের আওতায় ভোকেশনাল ৯ম শ্রেণির পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় সখিপুর দাখিল মাদ্রাসায় জেডিসি এবং বেলা ১১.৩০ মিনিটে দেবহাটা মডেল হাইস্কুলে জেএসসি ও ভোকেশনাল পরীক্ষা সুন্দর, সুষ্ঠু ও নকলমুক্ত সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিব, হল সুপার ও ক পরিদর্শকগদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ। সভায় সকলের উপস্থিতিতে তিনি বলেন, এবছর উপজেলার ২টি কেন্দ্রে জেএসসি, ১টি কেন্দ্রে জেডিসি এবং ভোকেশনাল পরীক্ষা একটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যার মধ্যে জেএসসি পরীক্ষা দেবহাটা বি বি এম পি মডেল হাইস্কুল এবং দেবহাটা কলেজ ভেন্যুতে সর্বমোট ৭৩৭জন অংশ নেবে অপর কেন্দ্রে পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় ও ভেন্যু পারুলিয়া বালিকা বিদ্যালয়ে সর্বমোট ৮৮৫জন অংশ গ্রহন করবে। অন্যদিকে জেডিসি পরীক্ষা কেন্দ্র সখিপুর আলিম মাদ্রাসায় ২৪৮জন অংশ গ্রহন করবে। একই সাথে হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণির ভোকেশনাল পরীক্ষায় ১১০জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে। অথ্যাৎ দেবহাটা উপজেলার জেএসসিতে ১৬২২জন, জেডিসিতে ২৪৮জন এবং ভোকেশনাল ১১০জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। উক্ত পরীক্ষাসমূহ(অপরাধ) আইন ১৯৮০ কঠোরভাবে প্রয়োগ করা হবে। সেই সাথে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণ প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ করার জন্য ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮এর ১৪৪ ধারা জারী ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট সুচারুরূপে দায়িক্ত পালন করবেন বলে নির্বাহী কর্মকর্তা জানান। তাছাড়া কেন্দ্রে কোন পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন, নকল, অপ্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঢুকতে পারে সে ব্যপারে দায়িত্বপ্রাপ্তদের কঠোর নির্দেশ দেওয়া হয়। তাছাড়া দায়িত্বরত কর্মকর্তাদের সুশিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে নকলমুক্ত, সুন্দর ও সুষ্ঠ ভাবে পরীক্ষা শেষ করতে অনুরোধ জানান তিনি। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রসা ও ভোকেশনাল স্কুলের প্রধান এবং কেন্দ্রে দায়ত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় শুরু হলো আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ।
উপজেলার ১২টি ইউনিয়নের অনূর্ধ্ব ২১ বছরের খেলোয়াররা ১২টি ইউনিয়ন ভিত্তিক দলের হয়ে প্রথম আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
উদ্বোধনী খেলায় লাঙ্গলঝাড়া ও কেরালকাতা ইউনিয়নের দল অংশ নেয়।
প্রতিযোগিতায় রেফারির দায়িত্বে ছিলেন- মাসুদ পারভেজ মিলন ও মিয়া ফারুক হোসেন স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন ও খেলাটি উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, ৬নং সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম মনি, ৮নং কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ৪নং লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ৫নং কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ৭নং চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ৯নং হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কলারোয়া পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, কলারোয়া থানার এএসআই গোপাল চন্দ্র বৈদ্য, এএসআই শাহিনুর রহমান, শার্শা উপজেলার কায়বা গ্রামের সমাজসেবক আব্দুল্লাহ সরদার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক হারুন অর রশিদ।
এ বিষয়ে কলারোয়া থানার ওসি বিপ্লব দেব নাথ জানান- ‘ইউনিয়ন ভিত্তিক দলের খেলা গুলো সোনাবাড়িয়া মাঠেই অনুষ্ঠিত হবে। মাদকমুক্ত ও অনৈতিকতা থেকে দূরে রাখতে যুব সমাজকে ক্রীড়ামুখি করার লক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে আপন ভাইয়ের মরদেহ দেখে আরেক ভাইয়ের মৃত্যু!

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শুইলপুর ও নলতা গ্রামে বসবাসকারী এক ভাইয়ের মরদেহ দেখে আরেক ভাইয়ের মৃত্যুর মতো বেদনাদায়ক ঘটনা ঘটেছে। অর্থাৎ কয়েক ঘন্টার ব্যবধানে আপন দু’ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে বাস্ত ভিটায় বসবাস করেন মৃত আলহাজ্জ সাধু গাজীর পুত্র আলহাজ্জ মো: ফজর আলী গাজী (৭২) এবং নলতা গ্রামে বসবাস করেন ফজর আলী গাজীর আপন ভ্রাতা প্রাক্তন ইউপি সদস্য গাজী কোরবান আলী (৭০)। গত ৩০ অক্টোবর সোমবার সন্ধ্যা ফজর আলী গাজীর হঠাৎ স্ট্রোক করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৮ টার দিকে তার মৃত্যু হলে সাতক্ষীরা থেকে ফজর আলী গাজীর মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে নলতা চৌমুহনী এলাকায় রাত সাড়ে ৯ টার দিকে অপেক্ষমান মেম্বর গাজী কোরবান আলী তার ভাইয়ের মরদেহ দেখে নলতা বাসভবনে ফিরে স্ত্রীকে চিনির পানি গুলে দিতে বলে অসুস্থ্যবোধ চেয়ারে বসে পড়েন। তার অসুস্থ্যতার ভাব দেখে পরিবারে সদস্যরা পার্শ্ববর্তী ডাক্তার আজগার আলীকে ডাকতে গেলে তিনি আসার আগেই চেয়ারে বসা অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে গাজী কোরবান আলীর (৭০) মৃত্যু হয়। অর্থাৎ কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দু’ভাইয়ের মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে আলহাজ্জ ফজর আলী গাজী ১ম স্ত্রীর মৃত্যুজনিত কারণে ২য় স্ত্রী, মিল্টন নামক এক পুত্র, দুই কন্যা এবং গাজী কোরবান আলীর ১ম স্ত্রীর মৃত্যুজনিত কারণে ২য় স্ত্রী, সাহেব ও টপু নামক দুই পুত্র, তিন কন্যা সহ উভয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে রিপোর্টটি লেখা পর্যন্ত ৩১ অক্টোবর মঙ্গলবার বাদ যোহর আলহাজ্জ ফজর আলী গাজীকে শুইলপুর নামাজে জানাযা এবং গাজী কোরবান আলীকে বাদ যোহর নলতা শরীফ শাহী জামে মসজিদে ১ম নামাজে জানাযা ও পরবর্তীতে শুইলপুরে দ্বিতীয় নামাজে জানাযা শেষে দু’সহোদরকে যোহরের পরেই শুইলপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আসাদুজ্জামান : কর্তৃপক্ষের অবহেলায় সাতক্ষীরা সদর হাসপাতালে এক নবজাতকের মৃুত্যুর অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের অভিযোগ অহেতুক দীর্ঘ সময় অপেক্ষা করার পর সোমবার রাতে নরমাল ডেলিভারির সময় এই নবজাতকের মৃত্যু হয়।
সদর উপজেলার ধুলিহর গ্রামের জয়নুল আবেদিন জানান, গরীব মানুষ হওয়ায় তিনি তার গর্ভবতী স্ত্রী নুরনাহারকে নিয়ে ক্লিনিকের পরিবর্তে সোমবার দুপুর ২ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। তিনি এ সময় স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসলেও নার্সদের অবহেলায় ডেলিভারি করাতে পারেননি। একপর্যায়ে তার স্ত্রীর তীব্র ব্যাথা উঠলেও কোন নার্স তার সাহয্যে এগিয়ে আসেননি। এমনকি তিনি কর্তব্যরত নার্স নাসিমা খাতুন ও মুর্শেদা খাতুনকে বার বার অনুরোধ করলেও তাকে কেউ চিকিৎসা দিতেও এগিয়ে আসেননি। এক পর্যায়ে রাত ১০ টার দিকে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে উঠলে তড়িঘড়ি করে ডিউটিরত নার্সরা তাকে ওপারেশন থিয়েটারে নিয়ে সিজার না করে নরমাল ডেলিভারি করালে তার স্ত্রী মৃত ছেলে প্রসব করে। এজয়নুল তার শিশুর মুত্যু জন্য নার্সদের দায়ী করেন।
অন্যদিকে হাসপাতাল কর্তপক্ষ বলছে রোগীকে নিয়ে তার স্বজনরা বিকাল ৩.৩০টার টার দিকে সদর হাসপাতালে আসে। এবং সন্ধ্যা ৭ টার দিকে তাকে ডেলিভারির চেষ্টা করা হয়। তারা অহেতুক দেরির অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফরহাদ জামিল বলেন, জয়নুল আবেদিনের অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরা সদর হাসপাতালে ডিউটিরত এসআই সায়েম জানান, এ বিষয়ে তার কাছে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে আমি শুনেছি একটি নারী মৃত সন্তান প্রসাব করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলছে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ

বিসিবি নির্বাচন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিসিবি কার্যালয়ে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের প্যানেলের বাইরে তেমন কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন হবে শুধু ঢাকা ও বরিশাল বিভাগে।

বিসিবি’র নির্বাচনী আমেজ কিছুটা হলেও ধরে রেখেছে ঢাকা ও বরিশাল বিভাগের তিন পরিচালকের পদ। ২৫ পরিচালকের মধ্যে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২ জন নির্বাচিত হয়েছেন। ঢাকায় দুই পরিচালক পদের জন্য লড়ছেন চারজন প্রার্থী। আর বরিশাল বিভাগে একটি পদের জন্য লড়বেন দু’জন ক্রীড়া সংগঠক। ভোটের লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দুই বিভাগের প্রার্থীরা।

বরিশালে একটি পদের জন্য লড়বেন আগের পরিচালনা পর্ষদের পরিচালক এম এ আওয়াল চৌধুরী ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি আলমগীর খান। ঢাকায় ভোট দেবেন ১৮ জন আর বরিশালে ৭ জন কাউন্সিলর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবি: প্রাণ বাঁচাতে এসে প্রাণ হারাল ৭ রোহিঙ্গা

আবারো বঙ্গোপসাগর উপকূলে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় পাঁচ শিশুসহ ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আমানুল্লাহ জানান ‘ব্রাকে রোর কর্মীরা নৌকা ডুবির ৫ জন রোহিঙ্গা নারী ও শিশুকে হাসপাতালে নিয়ে আসে। তার মধ্যে ৩ জনই মৃত।

এরা হলেন মিয়ানমারের বুচিডং ইয়ংচং এলাকার মোঃ ইসলামের পুত্র এনামুল হাসান (৪), আলী জোহারের মেয়ে মিনারা বেগম (৫), আবুল হাশেমের স্ত্রী জুহুরা বেগম (৬০)। অপর ২ জনকে প্রাথমিক সেবা দিয়ে রেফার করা হয়েছে। এরা হলেন আহমদ নুরের পুত্র হামিদ নুর (১), আজিজুল হকের মেয়ে আজিজা বেগম (২)।

তিনি আরও বলেন, আমার পাশাপাশি সরকারি মেডিকেল টিমের ডাঃ ওসমান এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আওএম) মেডিকেল অফিসার ডাঃ নাইমাপ্রু মুমুর্ষ রোহিঙ্গাদের সেবা দিয়েছেন। ট্রলারে ২৬ জন রোহিঙ্গা ছিল। রাত ১টায় তারা মিয়ানমার থেকে রওয়ানা দিয়েছিল। জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা দালাল কে, ট্রলারের মালিক কে সে সম্পর্কে কিছুই জানেনা’।

বাহারছড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আজিজ উদ্দিন বলেন ‘রোহিঙ্গা বোঝাই ট্রলারটি বাহারছড়ার উপকুল দিয়ে অনুপ্রবেশকালে কোস্ট গার্ড বাধা প্রদান করেন। কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে রোহিঙ্গা বোঝাই ট্রলারটি ইনানীর দিকে চলে যায়’।

সকাল ১১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ৩ রোহিঙ্গার লাশ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর স্বাস্থ্ ও পরিবার কল্যাণ কেন্দ্রে রয়েছে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাতে মাঠে নামছে মেসি-নেইমার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গবার (৩১ অক্টোবর) রাতে মেসির বার্সেলোনা ও নেইমারের পিএসজি মাঠে নামছে। এই ম্যাচে সবারই নজর থাকবে দুই বন্ধুর দিকে কে কাকে ছাড়িয়ে মাঠে ভালো পারফর্ম করতে পারে। এমনটাই আশা করছে মেসি নেইমার ভক্তরা।

তবে এতে রাতে আরো তারকা খচিত চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও রয়েছে।

অধিকাংশ ম্যাচগুলোই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১টা ৪৫ মিনিটে। বিভিন্ন চ্যানেল এই ম্যাচ গুলো সম্প্রচার করবে। দেখে নেওয়া যাক কোন চ্যানেল কোন ম্যাচ দেখাবে, অলিম্পিয়াকস-বার্সেলোনার খেলাটি সনি টেন-১, রোমা-চেলসির খেলাটি সনি সিক্স, পিএসজি-অ্যান্ডারলেক্ট খেলাটি সনি-৩, ম্যানচেস্টার ইউনাইটেড-বেনফিকা খেলাটি সনি-২, অ্যাটলেটিকো-ক্যারাবাগ খেলাটি সনি লাইভ ও স্পোর্টিং-জুভেন্টাসের খেলাটি দেখাবে সনি ইএসপিএন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচ জিতে নিয়েছে বার্সেলোনা। ৯ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে থাকা বার্সেলোনা মঙ্গলবার জিতলেই নকআউট পর্ব নিশ্চিত করবে।

অবশ্য জুভেন্টাস-স্পোর্টিং ম্যাচ ড্র অথবা জুভেন্টাস জিতলে কেবল কাতালানরা নকআউট পর্বে খেলতে পারবে। এটা না হলে আরও একটা ম্যাচের অপেক্ষায় থাকতে হবে বার্সার।

বি গ্রুপে আজ নকআউট পর্ব নিশ্চিত করতে পারে পিএসজিও। নেইমাররা মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেক্টের মুখোমুখি হচ্ছে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আ ‘লীগের ১৫১ জনের মনোনয়ন চূড়ান্ত’ শীর্ষক সংবাদটি ভুয়া’

অনলাইন ডেস্ক : গত শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে দলীয়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের ‘১৫১ জনের মনোনয়ন চূড়ান্ত’ শীর্ষক প্রকাশিত একটি ভুয়া সংবাদে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফলে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা-কর্মী ও সমর্থক মারাত্মক বিভ্রান্তির মধ্যে পড়েছেন। দায়িত্বশীল ও অভিজ্ঞ নেতা-কর্মীরা মনে করছেন, সামনে কঠিন পরিস্থিতির মধ্যে মুক্তিযুদ্ধবিরোধী একটি চক্র এই রকমের একটি মিথ্যা সংবাদ সারাদেশে ছড়িয়ে দিয়ে ঐক্যবদ্ধ আওয়ামী লীগে সূক্ষ্ম বিভাজন সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত সময় এখনও ১৪ মাস বাকি, আর এত আগে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি প্রাচীন আর ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হুট করেই সারা দেশের অর্ধেক এলাকাতেই দলীয় প্রার্থী সিলেকশন করে ফেলবে এটা পাগলেও বিশ্বাস করবে না।
আওয়ামী লীগের ১৫১ জনের মনোনয়ন চূড়ান্ত সংবাদটি মিথ্যা ও বানোয়াট এবং এটি ৭১-এর পরাজিত শক্তির ষড়যন্ত্রের অংশ বলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য উদ্ধৃত করে একটি অনলাইন নিউজ পোর্টালে ইতিমধ্যেই রাজনৈতিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। এতে ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে যা বলা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মনগড়া, দলের মধ্যে বিভাজন তৈরি করার জন্য জ্ঞানপাপী লোকেরা এটা করেছে বলেও তিনি উল্লেখ করেন।
কি আছে ঐ ভুয়া খবরে? ঢাকা থেকে প্রকাশিত ঐ দৈনিকটির মনগড়া ও বিভ্রান্তকর খবরে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি জরিপের মাধ্যমে ২শ আসনের প্রার্থী বাছাইও চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য (যিনি তার নাম প্রকাশ করতে ভয় পাচ্ছেন) তিনি আবার নির্ভয়ে বলেছেন, দলের সভাপতি কেন্দ্রীয় কমিটির গত বৈঠকের আগের বৈঠকে বলেছেন ২শ আসনে প্রার্থী জরিপ চূড়ান্ত করা হয়েছে। এখন তার মধ্য থেকে এই ১৫১ জনের মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। অপরদিকে, দলের মনোনয়ন বোর্ডের সদস্য ও সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর নাম ব্যবহার করে বলা হয়েছে, বিভিন্ন জরিপের মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে, বেশকিছু আসনে বাছাই সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে ১শটি, পরের ধাপে ৬০টি এবং শরিকদের সাথে আলোচনা করে বাকি আসনগুলোর প্রার্থী ঠিক করা হবে। এখানে কিন্তু কাজী জাফর উল্লাহর নাম ব্যবহার করা হয়েছে। কারণ উনি এ ব্যাপারে অন্য সংবাদ সংস্থার কাছে পুরো বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন।
১৫১ জনের মনোনয়নসংক্রান্ত দৈনিকটির সংবাদের শিরোনামে মনোনয়ন চূড়ান্ত বলা হলেও ভিতরে নামের তালিকার আগে সম্ভাব্য প্রার্থী কথাটি লেখা হয়েছে। কাজী জাফর উল্লাহ বলেছেন, প্রথমে ১শ পরে ৬০ জনের মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানালেও ঐ পত্রিকায় লেখা হলো ১৫১ জনের মনোনয়ন চূড়ান্ত। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য (যিনি তার নাম প্রকাশ করতে চান না অথবা ভয় পাচ্ছেন) তিনি নাকি ১৫১ জনের মনোনয়ন চূড়ান্তকরণের সত্যতা নিশ্চিত করেছেন। অথচ একটি জাতীয় পত্রিকা বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দলের প্রার্থী চূড়ান্ত করার সংবাদ ছেপে দিল দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের রেফারেন্স ছাড়াই। একই দিন অর্থাৎ ২৭-১০-২০১৭ তারিখ সন্ধ্যায় দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ঐ সংবাদকে মিথ্যা অপপ্রচার হিসাবে উল্লেখ করেছেন। তার এই বক্তব্য বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলে আসছেন, বারবার জরিপ করে গ্রহণযোগ্যতার মাপকাঠিতে মনোনয়ন দেয়া হবে, সেখানে নির্বাচনের ১৪ মাস আগে কেন তড়িঘড়ি করে এত জনের মনোনয়ন চূড়ান্ত করা হলো তার যৌক্তিক কারণ কী, এর সত্যতাতো দলীয়ভাবে কেউ নিশ্চিত করেননি।

জাতীয়পর্যায়ের একটি নিউজ পোর্টাল একই দিনের প্রকাশনায় আওয়ামী লীগের ১৫১ জনের মনোনয়ন চূড়ান্ত সংবাদটি মিথ্যা ও বানোয়াট এবং এটি ৭১-এর পরাজিত শক্তির ষড়যন্ত্রের অংশ বলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য উদ্ধৃত করে একটি রাজনৈতিক আর্টিকেল প্রকাশ করেছে। অপরদিকে দলের মনোনয়ন বোর্ডের সদস্য ও সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ মনোনয়নসংক্রান্ত এ বিষয়টি পুরাপুরি অস্বীকার করে বলেছেন, এ বিষয়ে ঐ সংবাদ প্রকাশ করা পত্রিকার কোনো সাংবাদিকের সাথে তার কোনো কথায় হয়নি।

একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রার্থীদের বিষয়ে গোয়েন্দারা কাজ করছেন। প্রতিটি এলাকার বিশ্বস্ত সংবাদকর্মীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও সহযোগিতা নেওয়া হচ্ছে। নির্ধারিত ফরমের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের ডাটা সংগ্রহ করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ডাটা সংগ্রহের কাজ চলবে। এরপর ডাটাগুলো যাচাই বাছাই ও তদন্তপূর্বক যারা নির্বাচিত হতে পারবেন, এমন ব্যক্তিদের নামের তালিকা দলের নেত্রীর কাছে হস্তান্তর করা হবে। আর ওই তালিকাই আগামী সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই বা আওয়ামী লীগের নির্বাচনি বোর্ড নিয়ম মোতাবেক সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত করবেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. হাসান মাহমুদ বলেন, ‘নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার জন্য আমাদের একটি বোর্ড আছে। সেই বোর্ড প্রার্থী চূড়ান্ত করে থাকেন। এরজন্য কিছু নিয়ম-কানন রয়েছে। তার মধ্যে নির্বাচনের আগে নির্ধারিত ফরম কিনতে হয়। ওই ফরম পূরণ করে প্রার্থীদের আবেদন করতে হয়। এরপর প্রার্থীদের বোর্ড সাক্ষাৎকার নেয়। তার পর তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়ে থাকে। আর এত আগেই নির্বাচনের প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা নয়।
জাতীয় টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য মো. একাববর হোসেন জানান, ‘আ.লীগের ১৫১ প্রার্থী চূড়ান্ত’ শিরোনামে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনটি ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। ওই প্রত্রিকার সংশ্লিষ্ট রিপোর্টার নিজের মনগড়া প্রতিবেদন করেছেন। যার সঙ্গে বাস্তবতার ন্যূনতম সত্যের লেশমাত্র নেই। আওয়ামী লীগের মনোনয়ন কাকে দেবে আর কাকে দেওয়া হবে না, এটা একমাত্র নেত্রীই সঠিক বলতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest