সর্বশেষ সংবাদ-
সাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপিসাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতারসাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতিকালে অস্ত্রসহ ৫ জন আটক

কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা বস্তিতে ডাকাতিকালে অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে ক্যাম্পবাসী রোহিঙ্গারা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বালুখালী ক্যাম্পের ভেতর এ ঘটনা ঘটে।

জানা গেছে, রােহিঙ্গা ক্যাম্পে শুক্রবার দিনগত গভীর রাতে ডাকাতিকালে ক্যাম্পবাসীরা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্বার করা হয়।

 পালংখালী ইউপির বালুখালী এলাকার সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী জানান, আটকরাও সবাই রোহিঙ্গা বলে জানা গেছে। এ ছাড়া তারা উগ্রবাদী আলইয়াকিন বা আরসার সদস্য বলে ধারণা করছেন ক্যাম্পবাসীরা।

তবে আটকদের নাম ঠিকানা জানা যায়নি। তারা কোনো ধরনের তথ্য দিচ্ছেন না। বিষয়টি উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান এ প্যানেল চেয়ারম্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমারকে ছাড়াই জিতল পিএসজি

মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় নিসের বিপক্ষে ম্যাচে ছিলেন না নেইমার। তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি পিএসজির। এডিনসন কাভানির জোড়া গোলে নিসের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।

ঘরের মাঠে শুরু থেকেই দুর্বল নিসেকে চেপে ধরে পিএসজি। গোল পেতেও খুব এটা অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করেন কাভানি। ডি মারিয়ার নেওয়া দারুণ ফ্রি কিকে মাথা ছুঁইয়ে বলটাকে জালে জড়িয়ে দেন এই উরুগুয়ের স্ট্রাইকার। এই মৌসুমে কাভানির এটি দশম গোল।

নবম মিনিটে সেই কাভানিই গোলের সহজ সুযোগ মিস করলে ব্যবধানটা দ্বিগুণ করার সুযোগ হারায় পিএসজি। এই অর্ধেই ব্যবধানটা দ্বিগুণ করে প্রায়শ্চিত্য করে ফেলেন তিনি। ৩১ মিনিটে ডি মারিয়ার বাড়ানো বলটাতে নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে বোকা বানান তিনি। ৩৯তম মিনিটে গোলের দারুণ একটি সুযোগ মিস করেন ডি মারিয়া।

বিরতির ঠিক পরই তৃতীয় গোল পায় পিএসজি। কাভানির নেওয়া হেডে পা ছোঁয়ান ডি মারিয়া। তবে দান্তের পায়ে লেগে সেটা পিএসজির জালে জড়িয়ে যায়। এ জয়ে ১১ ম্যাচে নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট শীর্ষে আছে পিএসজি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাতালোনিয়ার পার্লামেন্ট অকার্যকর করে দিল স্পেন

স্বাধীনতা ঘোষণার পর স্বায়ত্তশাসিত এলাকা কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজেমনকে বরখাস্ত ও আঞ্চলিক পার্লামেন্ট অকার্যকর করে দিয়েছে স্পেনের কেন্দ্রীয় সরকার।
স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার দিনভর নাটকীয়তার পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জানান, আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ায় নতুন আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্পেনের প্রধানমন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে চার দশক আগে সামরিক শাসনের কবল থেকে গণতন্ত্রে ফেরা দেশটিতে রাজনৈতিক সংকট নতুন মোড় নিলো।

শুক্রবার আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটির কয়েক ঘণ্টা পর স্পেনের প্রধানমন্ত্রী শুধু কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজেমনকেই বরখাস্ত করেননি, পদচ্যুত করেছেন অঞ্চলটির পুলিশপ্রধানকেও। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কাতালান প্রশাসনের দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার।

রাহয় তাঁর ভাষণে বলেন, ‘স্পেন দুঃখের দিন কাটাচ্ছে। আমরা মনে করি, সব কাতালান নাগরিকের কথা শোনা দরকার, যাতে করে তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে পারে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না।’

স্পেনের প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের সদরদপ্তরের সামনে জমায়েত হয়েছিল স্বাধীনতার পক্ষের হাজার হাজার কাতালান।

এর আগে দুপুরে কাতালোনিয়ার পার্লামেন্টে স্বাধীনতার বিষয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে ভোট পড়ে ৪৩ শতাংশ। স্বাধীনতার পক্ষে রায় দেন সংখ্যাগরিষ্ঠরা।

এই ভোটের পরপরই কাতালোনিয়ায় কেন্দ্রশাসন জারি করে স্পেনের সরকার। ভোটের বিরোধিতা করে ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ। দেশগুলোর ভাষ্য, তারা কাতালোনিয়া নিয়ে স্পেনের প্রধানমন্ত্রী রাহয়ের তৎপরতার পক্ষে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মোবাইল ফোন চোর সন্দেহে স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যা’

মোবাইল ফোন চোর সন্দেহে নরসিংদীর শিবপুর উপজেলায় এক কিশোরীর গায়ে আগুন দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত কিশোরী আজিজা খাতুন (১৩) উপজেলার খনকুট গ্রামের আবদুস সাত্তারের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। সাত্তার স্থানীয় একটি পোলট্রি ফার্মে শ্রমিক হিসেবে কাজ করেন।

আবদুস সাত্তার সকালে ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে আজিজার চাচি বিউটি বেগমের একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় আজিজাকে সন্দেহ করেন তার চাচি। তার জের ধরে গতকাল সন্ধ্যায় আজিজাকে হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বিউটি বেগম।

রাতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায় বলে জানান আজিজার বাবা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, আজিজাকে তার চাচি পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তার বাবা। বিষয়টি আমরা এরই মধ্যে শিবপুর থানাকে অবহিত করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর পল্লীতে আদালতের নির্দেশ অমান্য করে দেশীয় অস্ত্রের মুখে জমি দখলে বাধা দেওয়ায় দখলকারীদের অস্ত্রের মুখে ৪ জন মারাত্মক আহত হয়। এ ঘটনায় শহীদুল ইসলাম বাদী হয়ে ১১ জনকে আসামী করে শ্যামনগর থানায় নিয়মিত মামলা করে। যার নং-২০ তারিখ- ২৬ অক্টোবর।
থানার এজাহার সূত্রে প্রকাশ, উপজেলার বুড়িগোয়ালিনী মৌজার ৩০৪, ৩০৪/০১ ও ২২৮ এস,এ খতিয়ানের ২৫১৮ ও ২৮১৭ দাগে মোট ৮ একর ৫৯ শতক জমি রেজিষ্ট্রি কোবলামূলে দীর্ঘদিন যাবৎ শহীদুল ইসলাম গং ভোগ দখলে থাকে। উক্ত জমি জবর দখলের জন্য শরিফুল ইসলাম বিভিন্ন সময় হুমকি-ধামকি দিতে থাকে। এ অবস্থায় শহীদুল ইসলাম শ্যামনগর থানায় ৯৫৯ নং জিডি করে। এছাড়া সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় ১০৪৮/১৭ নং পিটিশন মামলা করে। উক্ত জমিতে বিজ্ঞ বিচারক শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অমান্য করে ২৬ অক্টোবর শরিফুলের নেতৃত্বে বাবু, নজরুল, সাইফুল, এনামুল, জাহাঙ্গীর, নুর ইসলাম, মিলন, সোহাগ, আঃ ওহাব, আবু হাসান, মইনুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে জমি দখল করতে যায়। এ সময় শহীদুল গং বাধা দিলে দখলকারীদের হাতে শফিকুল ইসলাম (৬২), শাহিনুল ইসলাম (৩৬), রাইফুল ইসলাম (২৩) ও আলাউদ্দীন (৩৬) মারাত্মক আহত হয়। আহতদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। তবে আলাউদ্দীনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের খেলায় উত্তরশ্রীপুর জয়ী

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে ৪ দলীয় নক-আউট লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা সাদপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৪টায় সাদপুর ক্রীড়া পরিষদের আয়োজনে কালিগঞ্জ উপজেলার উত্তরশ্রীপুর ফুটবল একাদশ ও আশাশুনি উপজেলার হাজিপুর ইয়াং স্টার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ খেলায় উভয় দল নির্ধারিত সময় গোল করতে পারায় খেলাটি অমিমাংশিত অবস্থায় শেষ হয়। পরে টাইব্রেকারে উত্তরশ্রীপুর ফুটবল একাদশ ৩-১ গোলে হাজিপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবল আলম বাবলু, সহকারী ছিলেন রফিকুল ইসলাম, সুকুমার দাশ বাচ্চু ও আব্দুস সামাদ। ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরমোহাম্মাদ বিশ্বাসের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, সাবেক ইউপি সদস্য ডা. আব্দুল কাদের প্রমুখ। খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউপি সদস্য আহম্মাদ আলী গাজী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডাঙ্গী পাড়া জামে মসজিদ পুনর্নির্মাণ শুভ উদ্বোধন করলেন নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : পারকুখরালী ডাঙ্গী পাড়া জামে মসজিদের পুন:রায় নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ নজরুল ইসলাম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, মোঃ আশিকুর রহমান (লাভলু), ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান (শাহিন) ও মসজিদের মুসল্লীরা। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন পারকুখরালী ডাঙ্গী পাড়া জামে মসজিদের খতিব আল-আমিন বিন মোস্তফা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপি মনোনয়নের সংবাদ নিয়ে একপক্ষের মিষ্টি বিতরণ অপরপক্ষের প্রতিবাদ

শ্যামনগর প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ আসনে এস.এম. জগলুল হায়দার পুনরায় সংসদ সদস্য পদে নিশ্চিত মনোনয়ন পাচ্ছেনÑ, ঢাকার একটি দ্বিতীয় শ্রেণির সংবাদপত্রে এমন সংবাদ প্রকাশিত হওয়ায় শ্যামনগরে আ ’লীগের একটি অংশের মধ্যে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। অন্যদিকে অপর একটি অংশ এধরনের সংবাদকে বিভ্রান্তিকর উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে।
মুন্সীগঞ্জ ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের পক্ষের নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মাজেদ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, শ্রমিক লীগের সভাপতি, ইউপি সদস্য শেখ মোস্তফা, ইউপি সদস্য উৎপল কুমার জোয়াদ্দার, আকবর আলী পাড়, জি,এম, মিজানুর রহমান, ,মলয় কুমার রপ্তান, এবাদুল হক সানা, সিরাজুল ইসলামসহ অনেকে।
মাজেদ মোড়ল বলেন, “সাতক্ষীরা-০৪ আসনে পুনরায় এস.এম. জগলুল হায়দার মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত। তার মত একজন যোগ্য ব্যক্তিকে মনোনীত করায় জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ।” আলোচনা শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে সাতক্ষীরা জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক ইউ পি চেয়্যারমান জি এম সফিউল আযম লেনিন ফেসবুক লাইভে বলেন, “দৈনিক আমদের সময় পত্রিকায় ১৫১ এমপি’র প্রার্থী চূড়ান্ত এ বিষয়টি পত্রিকার মনগড়া একটি প্রতিবেদন বলে আমি মনে করি। আ’লীগের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব একমাত্র দলীয় নেত্রী শেখ হাসিনার। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-৪ আসনে স ম জগলুল হায়দার পুনরায় মনোনয়ন পেয়েছে মর্মে যে তথ্য প্রকাশ করা হয়েছে আমি এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি কারণ আদৌও আ’লীগের পক্ষ থেকে এই ধরনের কোন চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest