সর্বশেষ সংবাদ-
সাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপিসাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতারসাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা

তালায় ইউএনও গোল্ডকাপ টুর্নামেন্টের খেলা ড্র

তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন হাইস্কুল ফুটবল মাঠে শুক্রবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃ ইউনিয়ন ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত হয়। খলিলনগর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও সরুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ খেলা ১-১ গোলে ড্র হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পতœী শিরিনা ইয়াসমিন শিল্পী, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ জুনায়েদ আকবর, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, আওয়ামী লীগনেতা সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আসম আব্দুর রব প্রমুখ। রেফারির দায়িত্ব পালন করেন মীর হারুন-অর-রশিদ পুকার। শত শত দর্শক উক্ত খেলাটি উপভোগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় নারীদের ব্যাগ তৈরির উপকরণ বিতরণ

তালা প্রতিনিধি : উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের মাঝে শপিং ব্যাগ তৈরির উপকরণ বিতরন করা হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে, সংস্থার টিপসি প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপকরন বিতরণ করা হয়।
দাতা সংস্থা ফান্ডাজিনো সানজিনো অনলুস- ইতালী এর সহযোগিতায়, দলিত’র তালা শাখার বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দলিত’র কম্পিউটার প্রশিক্ষক শাওন সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ওবায়েদুল হক হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব বি.এম. জুলফিকার রায়হান।
দলিত’র সিডিও গোপীনাথ দাস’র পরিচালনায়- এসময় অন্যান্যের মধ্যে দলিত’র হিসাব রক্ষক মুকুল দাশ ও উপকারভোগী দরিদ্র নারী রিতা বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন। এর আগে উপকারভোগী ৪০জন নারীকে দুটি ব্যাচে শপিং ব্যাগ তৈরির উপর দুই দিনের প্রশিক্ষণ প্রদান করেন, লক্ষ্মিকান্ত চৌধুরী। শপিং ব্যাগ তৈরির উপর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পর এদিন
উপকারভোগীদের মাঝে ৯ প্রকারের উপকরণ দেয়া হয়। উল্লেখ্য, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে উক্ত প্রশিক্ষণ ও শপিং ব্যাগ তৈরির উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহরে হাঁস পালন প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : পাচার ও যৌন নির্যাতনের শিকার ভিকটিমদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার লক্ষে ৩ দিন ব্যাপী হাস পালন প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সকালে সি ডাব্লু সি এস এর আয়োজনে ও ফাউন্ডেশন ফি’র অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে।
শহরের পলাশপোল বৌ বাজারস্থ সি ডাব্লু সি এস’র ট্রেনিং রুমে অনুষ্ঠিত কর্মশালা লিয়াজো কমিউনিকেশন অফিসার মারুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অফিসের প্রবেশনাল অফিসার মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সি ডাব্লু সি এস’র প্রগ্রাম অফিসার মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক খন্দকার আনিসুর রহমান আনিস, লিয়াজো কমিউনিকেশন অফিসার অর্পণা এনি প্যারিস,সিনিয়র স্টাফ নার্স শাহানারা খাতুন। জেলা প্রাণিসম্পদ অফিসের মোঃ শরিফুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় ২০জন ভিকটিম অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সি ডাব্লু সি এস’র বুথ ম্যানেজার রুহুল আমিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী রকিকে কুপিয়ে হত্যা

খুলনায় তানভীর হোসেন রকি (২৯) নামে এক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মহানগরের আলতাপোল লেন এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরের পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রতিপক্ষের লোকজন রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ রকিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহত রকি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন। তার বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে ভেদ হলো শহিদ-কারিনার বিচ্ছেদের রহস্য

২০০৭ সালের ২৬ অক্টোবর মুক্তি পেয়েছিল বলিউডের হিট জুটি শহিদ-কারিনা অভিনীত ‘যাব উই মেট’ ছবিটি। পরিচালক ইমতিয়াজ আলির সুপারহিট ছবি ‘যাব উই মেট’ মুক্তির ১০ বছর পূরণ হল গতকাল

এই ছবির আরও একটি বিশেষত্ব হল, এই ছবি মুক্তির সময়েই শহিদ-কারিনার প্রেমকাহিনী প্রথম প্রকাশ্যে আসে।
কিন্তু ভাগ্য তো আর কেউ বদলাতে পারে না। তাই হুট করেই আলাদা হয়ে যান সাসা আর বেবো। এতদিন এই বিষয়টি রহস্যে মোড়া থাকলেও, এত দিনে আসল কারণ প্রকাশ্যে এল।

মিস মালিনি ডট কমে প্রকাশিত খবর অনুযায়ী, শহিদ-কারিনার এই বিচ্ছেদেরর পেছনে নাকি ভূমিকা ছিল কারিনার মা ববিতা এবং সাইফ আলি খানের। জানা গেছে, যখন কারিনা কাপুর শহিদ কাপুরের প্রেমে পাগল, তখন নাকি মা ববিতা বিষয়টি একেবারেই পছন্দ করছিলেন না।

তাছাড়া, কারিনা কাপুর বরাবরই সাইফ আলি খানের প্রতি গোপন একটা ভালোলাগা প্রকাশ করে এসেছেন। সেই সময়ে ‘তাশান’ ছবিতে করিনার বিপরীতে ছিলেন সাইফ আলি খান। শ্যুটিংয়ের কারণে তারা একে অপরের সঙ্গে সময়ও কাটাতেন। সেই নিয়ে আবার মনক্ষুন্ন হন শহিদ।

তিনি ক্রমশ অভিনেত্রী বিদ্যা বালানের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন। যদিও বিদ্যার সঙ্গে শহিদের ঘোরাফেরা নিয়ে খুব বেশি মাথা ঘামাননি কারিনা। কিন্তু শহিদ-কারিনার এই ব্যক্তিগত সমস্যার মধ্যে বারবার চলে আসেন ববিতা। এরপরই এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেন কারিনা।

যাই হোক, দুজনেই এখন নিজের নিজের ব্যক্তিগত জীবনে খুব সুখী। আশ্চর্যজনকভাবে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর একই ইন্ডাস্ট্রিতে থেকেও একে অপরের সঙ্গে কখনও কথা বলেননি শহিদ-কারিনা। পাশাপাশি শহিদ কাপুরের সঙ্গে আবার সাইফ আলি খানের সম্পর্ক খুবই ভালো। তারা একে অপরের সঙ্গে কিছুদিন আগে ছবিও করলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কেরানির বউ’ সারিকা

খ্যাতিমান কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘কেরানির বউ’ গল্প অবলম্বনে নির্মিত নাটকে দেখা যাবে সারিকাকে। এছাড়াও অভিনয় করবেন কল্যাণ কোরাইয়া।
নাটকটি নির্মাণ করেছেন আশরাফ মিঠু। গল্প রূপান্তর করেছেন শুভাসিস সিনহা।

আশরাফ মিঠু জানান, এক ছাপোষা কেরানির সংসারের টানাপড়েন নিয়েই এই নাটকের গল্প। এটি চিরাচরিত বাঙালি সমাজের সাংসারিক জীবন। এই নাটকে আমাদের সমাজের বাস্তব প্রতিচিত্র তুলে ধরা হয়েছে।

এই নাটকে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের এই ছোট গল্পটি সবার পছন্দের। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।

নাটকটি বৈশাখী টেলিভিশনে আজ রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতিসংঘকে রাখাইনে প্রবেশের অনুমতি দিল মিয়ানমার

জাতিসংঘকে রাখাইন রাজ্যে খাদ্যসহায়তা দেওয়ার অনুমতি দিয়েছে মিয়ানমার সরকার। আজ শুক্রবার বিশ্ব খাদ্য কর্মসূচি এ কথা জানিয়েছে।

সংস্থাটির মুখপাত্র বেটিনা লুয়েশার রয়টার্সকে জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের খাদ্যসহায়তা দেওয়ার ব্যাপারে সবুজসংকেত পেয়েছে সংস্থাটি। তিনি বলেন, ‘বিষয়টি সমন্বয় করার জন্য আমরা সরকারের সঙ্গে কাজ করব।’

তবে ঠিক কবে থেকে ওই কর্মসূচি শুরু করবেন তা জানাতে পারেননি লুয়েশার। বিষয়টি নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। দুই মাস ধরে রাখাইনে বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রম নিষিদ্ধ ছিল।

লুয়েশার বলেন, ‘আমরা আগে সেখানকার পরিস্থিতি দেখতে চাই। সেখানে না গেলে বোঝাটা বেশ কঠিনই।’

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে গত ২৫ আগস্টের পর থেকে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে থাকে। জাতিসংঘ এরই মধ্যে বলেছে, রাখাইনের ওই এলাকায় ‘জাতিগত নিধন’ চলছে।

রাখাইনের উত্তরাঞ্চল থেকে গত দুই মাসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, বাংলাদেশে এখন মোট আট লাখেরও বেশি রোহিঙ্গা বাস করে।

রাখাইনের ওই এলাকায় আগেও কাজ করেছে বিশ্ব খাদ্য সংস্থা। এক লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধকে খাদ্যসহায়তা দিয়েছে সংস্থাটি।

রাখাইনের মংডু ও বুথিডং থেকে রোহিঙ্গারা বেশি বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, এসব এলাকার শিশুদের মধ্যে অপুষ্টির হার বেশি।

ইউনিসেফ জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৬০ হাজারের মতো রোহিঙ্গা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে। সেখানে প্রায় দুই হাজার শিশু পাওয়া যায়, যারা তীব্র অপুষ্টিতে ভুগছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা কাতালোনিয়ার

স্পেন থেকে পুরোপুরি পৃথক হতে স্বাধীনতা ঘোষণা করেছে কাতালোনিয়া। আজ শুক্রবার কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটিতে স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত হয়।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় যখন কাতালোনিয়ায় প্রত্যক্ষ শাসন জারির কথা বলছিলেন, তাঁর কিছুক্ষণের মধ্যেই কাতালান পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণার পক্ষে রায় দিল।

বিবিসির খবরে বলা হয়, কাতালোনিয়া আঞ্চলিক পার্লামেন্টে স্বাধীনতার পক্ষে ৭০ ভোট পড়ে। বিপক্ষে পড়ে ১০ ভোট। পার্লামেন্টের বিরোধী দল এই ভোট বর্জন করে।

স্পেনের প্রধানমন্ত্রী রাহয় বলেন, গণতন্ত্র, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে কাতালোনিয়ায় প্রত্যক্ষ শাসন চালু করা জরুরি হয়ে পড়েছে।

এর আগে কেন্দ্রের বাধা উপেক্ষা করে ১ অক্টোবর গণভোটের আয়োজন করা হয় কাতালোনিয়ায়। এতে ৯০ শতাংশ ভোটার কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দেন। স্পেন সরকার এই গণভোটকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে অভিহিত করে এসেছে।

২১ অক্টোবর কাতালোনিয়া সরকারকে ‘বিচ্ছিন্নতাবাদী সরকার’ আখ্যা দিয়ে তা বাতিলের পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে স্পেন সরকার। আঞ্চলিক সরকার যাতে স্বাধীনতা ঘোষণা করতে না পরে, সে লক্ষ্যে স্পেনের মন্ত্রিসভা ওই সরকার বাতিলের পক্ষে মত দেয়। তখন স্পেনের প্রধানমন্ত্রী বলেছিলেন, কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নের আঞ্চলিক নেতা কার্লোস পুজেমন একপক্ষীয় এবং আইনবহির্ভূতভাবে গণভোটের আয়োজন করেছিলেন। এর পাশাপাশি ওই অঞ্চলে নতুন করে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়।

এর প্রতিক্রিয়ায় কাতালোনিয়া আঞ্চলিক সরকারের প্রধান কার্লোস পুজেমন এ সিদ্ধান্তকে রাজনৈতিক অভ্যুত্থান ও স্পেনের সাবেক স্বৈরাচার ফ্রাঙ্কো-পরবর্তী সবচেয়ে বড় রাজনৈতিক অনাচার বলে উল্লেখ করেন।
স্পেনের সংবিধানে কোনো বিদ্রোহী অঞ্চলের কর্তৃত্ব নেওয়ার ক্ষমতা দেওয়া আছে কেন্দ্রকে। এরপর থেকেই কাতালোনিয়ায় প্রত্যক্ষ শাসন চালু করার কথা ভাবছিল স্পেনের সরকার।

স্পেনের বিত্তশালী অঞ্চল কাতালোনিয়া। জনসংখ্যা ৭৫ লাখ। এর রাজধানী বার্সেলোনা। অঞ্চলটির নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। পাঁচ বছর ধরেই স্বাধীনতার কথা উঠছে। তবে ২০১৫ সালে কাতালোনিয়ার প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান সেখানকার স্বাধীনতাকামীরা। নির্বাচনের ওই ফলের মধ্য দিয়ে স্পেন থেকে পৃথক হয়ে নতুন রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যায় কাতালোনিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest