সর্বশেষ সংবাদ-
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসা

অরফানেজ দুর্নীতি মামলায় হাজির না হওয়ায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এর আগে আজই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত এবং বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় পতাকাকে অপমান করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই মামলায় হাজির হওয়ার জন্য বারবার সমন দেওয়ার পরও খালেদা জিয়া হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সকালেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুর নবীর আদালতে উপস্থাপন করা হলে বাদীর উপস্থিতিতে আদালত পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে আগামী ১২ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর আগে গত ১৭ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুর নবী আদেশে বলেছিলেন, ৫ অক্টোবর আত্মসমর্পণ না করলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। কিন্তু ৫ অক্টোবরও হাজির না হওয়ায় আদালত আজ দিন ধার্য করেন।

আদালত আদেশে বলেন, বার বার সমন দেওয়া সত্ত্বেও আসামি আদালতে হাজির হননি। সর্বশেষ বারের মতো সময় দেওয়া হলেও তিনি আদালতে আসেননি। এমনকি আদালতকে তার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এ কারণে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যালিফোর্নিয়ার দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২১

ক্যালিফোর্নিয়ার ওয়াইন অঞ্চলে আঙ্গুর বাগান থেকে ছড়ানো অগ্নিকাণ্ডের ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এতে দুই হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এছাড়া প্রায় ২০ হাজার মানুষ এ অঞ্চল ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে বিবিসি।

এ ব্যাপারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সোনোমা কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ রয়েছেন প্রায় ৩৮০ জন। যদিও এর আগে কাউন্টি শেরিফ রবার্ট জিওরদানো জানিয়েছিলেন, ৬৭০ জন নিখোঁজ রয়েছেন। তবে অবস্থার উন্নতি ও উদ্ধার তৎপড়তায় অনেকের সন্ধান পাওয়ায় এ সংখ্যা কমে এসেছে। তিনি আশা প্রকাশ করছেন, আরও অনেককেই উদ্ধার করা যাবে।

ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে এই অঞ্চলের প্রায় এক লাখ পনের একর জায়গা পুড়ে গেছে। রাজ্যের ফায়ার সার্ভিসের প্রধান কেন পিমলোট ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’কে জানিয়েছেন, কঠিন হলেও দাবানলের ভেতরও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালানো হচ্ছে। তবে তার আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনায় ক্যালিফের্নিয়ার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, দাবানলের কারণে ঘরবাড়ি পুড়ে যাচ্ছে।
আরও অসংখ্য ঘরবাড়ি হুমকির মুখে। এই মুহূর্তে উদ্ধারকাজ চালিয়ে যেতে হবে। ওইসব অঞ্চলের হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে আনতে হবে।

জানানো হয়েছে, তীব্র বাতাস, কম আর্দ্রতা ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এছাড়া আবহাওয়া দপ্তর এ কারণে সানফ্রান্সিসকোতে সতর্কতা জারি করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অ্যালকোহলের অজানা গুণ!

যারা মদ্যপান করেন, তাদের মূলত আমরা খারাপ নজরেই দেখে থাকি। তবে যারা মদ্যপান করে না, তারাও কমবেশি অ্যালকোহলের নাম জানেন। এই অ্যালকোহলের মাঝেই অনেক ধরণের মজাদার কাহিনী রয়েছে। এটি বেশি পান করলে যেমন ক্ষতি হয়, তেমনি হিসেবমত পান করলেও কিন্তু অনেক রোগ সারে। আসুন জেনে নেয়া যাক অ্যালকোহল সম্পর্কে কিছু অজানা তথ্য-

১. ত্বক ও চুলে মসৃণভাব আনে অ্যালকোহল। বিয়ার ত্বকের ক্ষত দূর করার পাশাপাশি, অনেকসময় ব্রণ সারাতেও সাহায্য করে। চুলেও আলাদা ঔজ্জ্বল্য আনে এই অ্যালকোহল।

২. সপ্তাহে ৩০ থেকে ৬০ মিলিলিটার অ্যালকোহল ডায়বেটিস বাড়ার সম্ভবনা অনেকটা কমিয়ে দেয়।

৩. সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়ন্ত্রিত মদ্যপান করেন তাদের ক্ষেত্রে ২৩ শতাংশ কম সম্ভাবনা থাকে অ্যালজাইমা, স্মৃতিভ্রমের মতো সমস্যার।

৪. নিয়ন্ত্রিত পরিমাণে হুইস্কি খেলে গ্যাসট্রোসাইটিসের সমস্যা অনেকাংশে কমানো সম্ভব হয়। কারণ হুইস্কিতে এমন বহু উকরণ রয়েছে যা এই ধরণের সমস্যা দূর করতে পারে।

৫. সর্দি কাশির সমস্যা কমায় সর্দি কাশির সমস্যা মেটাতে ওয়াইনের জুড়ি মেলা ভার। তবে হুইস্কির মতো ওয়াইনও বেশি খাওয়া উচিত নয়।

৬. চিকিৎসকদের মতে, প্রত্যেকদিন যদি ১ পেগ হুইস্কি খাওয়া যায় তাহলে তা হৃদযন্ত্রের জন্য ভাল।

৭. শরীর ভাল রাখতে হলে মেজাজ ভাল রাখা অত্যন্ত প্রয়োজন। আর মেজাজ ভাল রাখতে হলে এক গ্লাস বিয়ার বা ১ গ্লাস ওয়াইন দারুন হবে।

৮. বিয়ার খাওয়ার ঘণ্টাখানেক পর কাজ করার ইচ্ছা বেশি খানিকটা বেড়ে যায়।

৯. ক্ষুধামন্দা দূর করে, বিয়ার খেলে খিদে বাড়ে।

১০. একটি গবেষণায় প্রকাশ করা হয়েছে যে, নিয়মিত বিয়ার খাওয়া মানুষরা দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সূত্রঃ টাইম্‌স অফ ইন্ডিয়া

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৩৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

ভিয়েতনামে অতিবৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসে ৩৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২১ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন ৪০ জন।

ভিয়েতনামের বিপর্যয় মোকাবেলা দপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রায় ১ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৬ হাজার ৭৪০ বাড়ি এখনও পানিতে ডুবে আছে। দেশের কেন্দ্রীয় ও উত্তর দিকে পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ফসল।

এদিকে, দেশের উত্তরে হোয়া বিনহ প্রদেশ থেকে ১১ জনেরর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ২১ জন। ধসের ফলে ৪টি পরিবারের বাড়ি ভেঙে পড়েছে। বৃহস্পতিবার যখন সবাই ঘুমোচ্ছিল, তখন আচমকাই ধস নামে। এতে ঘটনাস্থলেই মারা যায় ৬ জন।
নিখোঁজ হন ১২ জন। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। উত্তরে নিনহ বিনহ প্রদেশে ২ লাখ মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

দেশের উত্তর ও মধ্যভাগে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার দক্ষিণ চীন থেকে ভিয়েতনামের দিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। ফিলিপাইনেও দুর্যোগের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারে নিযুক্ত প্রধান কর্মকর্তাকে ফিরিয়ে নিচ্ছে জাতিসংঘ

মিয়ানমারে জাতিসংঘ তার নিযুক্ত প্রধান কর্মকর্তা রেনাটা লক-ডেসালিয়েনকে নিউইয়র্কের সদর দপ্তরে ডেকে নেয়ার ঘোষণা দিয়েছে।

গতমাসে বিবিসি’র একটি অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়, রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা সংকটের ব্যাপারে অভ্যন্তরীণ আলোচনা দমিয়ে রাখার চেষ্টা করছেন এই কর্মকর্তা। ওই অভিযোগের প্রেক্ষিতেই রেনাটা লক-ডেসালিয়েনকে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নিউইয়র্ক যাওয়ার জন্য ডেসালিয়েনকে দু’সপ্তাহের সময় দেয়া হয়েছে। জাতিসংঘ জানায়, তিনি অক্টোবরের শেষের মধ্যেই মিয়ানমার ত্যাগ করবেন।

গত জুনে অবশ্য জাতিসংঘ জানিয়েছিল, ডেসালিয়েনের পদ পরিবর্তন করে দেয়া হবে, তবে সেটার সঙ্গে তার পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই।

কিন্তু ইয়াঙ্গুনে দায়িত্বরত কূটনীতিক ও ত্রাণ সহায়তা বিষয়ক সূত্রগুলো বিবিসি’কে জানায়, ডেসালিয়েন মানবাধিকারকে গুরুত্ব দিতে ব্যর্থ হওয়ায় তাকে ফিরিয়ে নেয়া হচ্ছে। এরপর থেকেই ডেসালিয়ান মিয়ানমার সরকারের সঙ্গে মিলে আগের পদেই বহাল ছিলেন। এমনকি তাকে ভিন্ন পদ দিয়ে তার পদে যাকে প্রস্তাব করা হয়েছিল সেই ব্যক্তির জন্য পদ ছেড়ে দিতেও অস্বীকার করেন ডেসালিয়ান।

বিবিসি’র অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে আসে। মিয়ানমারে নিযুক্ত অন্যান্য জাতিসংঘ কর্মকর্তাসহ বিভিন্ন সূত্র থেকে বিবিসি অভিযোগ করে, রাখাইনের যেসব অঞ্চলে সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালাচ্ছিল, সেসব এলাকায় মানবাধিকার কর্মীদের যাওয়া ঠেকানোর চেষ্টাও করেছেন রেনাটা লক-ডেসালিয়েন।

প্রতিবেদনে আরও বলা হয়েছিল, দু’সপ্তাহ আগেও জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছিলেন, ডেসালিয়ানের ওপর পূর্ণ আস্থা আছে তার। কিন্তু এবারের ঘোষণা থেকে মনে হচ্ছে সেই আস্থার ভেতর সন্দেহ ঢুকে পড়েছে।

বিবিসি’র প্রতিবেদনের জবাবে মিয়ানমারে জাতিসংঘের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ডেসালিয়েনকে রোহিঙ্গা ইস্যুতে তার ভূমিকার কারণে নয়, তার পূর্বঘোষিত পদ পরিবর্তন প্রক্রিয়ার অংশ হিসেবে নিউইয়র্কে ফিরিয়ে নেয়া হচ্ছে। তবে তার পরিবর্তে দায়িত্ব কে নেবে তা এখনো জানানো হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে ভাসুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : র নগরঘাটায় ছোট ভাই ও ভাবীর ঝগড়া থামাতে যেয়ে ছোট ভাইয়ের স্ত্রী মনোয়ারা খাতুনের লাঠির আঘাতে ভাসুর শহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার নগরঘাটর গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে রাশেদুল ইসলাম জানান, গত ৯ সেপ্টেম্বর সকালে তার সাথে তার স্ত্রী মনোয়ারা খাতুনের ঝগড়া চলছিল। এ সময় তার স্ত্রী লাঠি নিয়ে তাকে মারতে আসলে বড় ভাই শহিদুল ইসলাম ঠেকাতে আসে। এ সময় তার স্ত্রী তার বড় ভাইয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বড় ভাইকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। পাটকেলঘাটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের বিশেষ আভিযানে আটক ৬০, মাদক উদ্ধার

এম. শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ আভিযানে একজন ডাকাত দলের সদস্য সহ ৬০ জানকে আটক করা হয়েছে। এসময় পুলিশ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
বুধবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানান,সাতক্ষীরা সদর থানা থেকে ৩০ জন,কলারোয়া থানা ০৬ জন,তালা থানা ০৪ জন,কালিগঞ্জ থানা ০৩ জন,শ্যামনগর থানা ০৩ জন,আশাশুনি থানা ০৫ জন,দেবহাটা থানা ০৬ ও পাটকেলঘাটা থানা থেকে ০৩ জনকে আটক করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন-আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বোনকে কাঁধে নিয়ে বাংলাদেশমুখি ৭ বছরের রোহিঙ্গা শিশু ইয়োসার

মিয়ানমার নির্যাতন ও সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা বেশির ভাগ রোহিঙ্গার জীবনের গল্প ইয়োসার হোসেনের মত। ইয়োসার হোসেনের বয়স মাত্র সাত বছর। গায়ে এখনো স্কুল ড্রেস, জীবনের তাগিদে ছোট বোনকে কাঁধে নিয়ে মেঠো পথে ধরে হাঁটতে শুরু করেছেন। গন্তব্য বাংলাদেশ।

২৫ আগষ্ট সহিংসতার পর থেকে এভাবেই বাংলাদেশে পাড়ি জমিয়েছে প্রায় পাঁচ লাখের বেশি মুসলিম রোহিঙ্গা। যাদের দুই তৃতীয় অংশ শিশু বলে জানিয়েছে এবিসি নিউজ।

রোহিঙ্গা শিশু ইয়োসার হোসেন জানায়, ‘সে(বোন) খুব ভারী। গত সপ্তাহে আমি বাবাকে হারিয়েছি, অামরা বাড়ি-দেশ সবকিছু হারিয়েছি। আমি ভাবতেও পারিনি সমস্ত রাস্তায় ওকে (বোন) বহন করতে পারব।’

ইয়োসার মা ফিরোজা বেগম বলেন, তাদের বাড়ি রাথাডং ছিলো , দুই সপ্তাহ আগে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। হঠাৎ করেই দেখে সবাই চিৎকার করছে এবং চারিদিকে শুধু আগুন আর আগুন। আমাদের সব কিছু পুড়ে গেল, ইয়োসার বাবা পালিয়ে আসতে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়। তিন বাচ্চা এবং আমি বেঁচে আসতে পেরেছি।

ইয়োসারা ছয়দিন ধরে হাঁটছে। সঙ্গে আছে তার দুই খালা ও খালাতো ভাই বোন। তারা পথে যা পাচ্ছে তাই খাচ্ছে। খুব অল্প সময় নিয়ে বিশ্রাম নিচ্ছে। যতক্ষণ নাফ নদীর কূল খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ চলতে থাকে ইয়োসারদের জীবন বাঁচানোর সংগ্রাম। এপির ছবিতে ফুঠে উঠেছে ইয়োসার সংগ্রামের সেই চিত্র।

বাংলাদেশে পৌঁছাতে এখনো তাদের পরিবারকে একদিন ধরে রিক্সা, ট্রাক,হেঁটে বাংলাদেশে আসতে হয়েছে। ইয়োসার এখনো স্কুল ড্রেস পড়া, গায়ে সাদা শার্ট, আর সবুজ প্যান্ট পড়া। সে এভাবেই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসে।

ইয়োসার জানায়, তার কালো জুতা ও মোজা ছিল, কিন্তু আসার সময় আনতে ভুলে গেছে। স্কুলের কথা তার খুব মনে পড়ছে।

অবশেষে ২ অক্টোবর ইয়োসার এবং তার পরিবার বাংলাদেশে তাদের এক আত্মীয়র বাড়িতে এসে পৌছায়। এই দীর্ঘ পথ ইয়োসারকে তার ছোট বোনকে কাঁধে করে নিয়ে আসতে হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest