সর্বশেষ সংবাদ-
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসা

ইউনেস্কোতে থাকছে না যুক্তরাষ্ট্র

ইসরায়েলবিরোধী অবস্থানের অভিযোগ এনে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে সরে আসার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট এই ঘোষণা দেন।

আলজাজিরার খবরে বলা হয়, ফ্রান্সের প্যারিসভিত্তিক সংস্থাটিতে স্থায়ী প্রতিনিধির পরিবর্তে ‘পর্যবেক্ষক মিশন’ পাঠানোর কথা জানিয়েছেন নুয়ার্ট।

ইউনেস্কোর বিদায়ী মহাপরিচালক ইরেনা বোকোভা বলেন, যুক্তরাষ্ট্রের সরে যাওয়ায় তিনি ‘গভীরভাবে ব্যথিত’। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই আচরণে বোঝা যাচ্ছে, ইউনেস্কো কখনোই দেশটির কাছে গুরুত্বপূর্ণ ছিল না।

এ বিষয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরভিত্তিক সেক্যুলার বুদ্ধিজীবীদের সংগঠন প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের (পিএনআই) মহাসচিব মুস্তফা বারগৌতি বলেন, এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে যে, যুক্তরাষ্ট্রের প্রশাসন ইসরায়েলের প্রতি ‘সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’।

বারগৌতি ফোনে আলজাজিরাকে বলেন, ‘এই ধরনের আচরণে কাঙ্ক্ষিত কোনো ফল আসবে না এবং এটি লজ্জাজনক।’

‘শিগগিরই বা দেরিতে হলেও তারা জাতিসংঘের প্রতিটি সংস্থায় ফিলিস্তিনকে দেখবে। এর পর কি যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বা বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) থেকে নিজেদের সরিয়ে নেবে? এর মধ্য দিয়ে তারা নিজেদেরই ক্ষতি করবে।’

মিত্র রাষ্ট্র ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ২০১১ সালে ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই বছর তারা ইউনেস্কোতে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তবে সেই সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সংগঠনটি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়নি। বৃহস্পতিবার দেশটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংগঠন থেকে নিজেদের সরিয়ে নিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলংকায় অক্ষম জনশক্তিকে কর্মশক্তিতে রুপান্তরের বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরলেন ডা. রুহুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার প্রখ্যাত ব্যক্তিত্ব, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর ডা. আ ফ ম রুহুল হকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধি দল শ্রীলংকা সফর শেষে দেশে ফিরেছেন বুধবার ।

The Asian Forum of Parliamentarians on Population and Development (AFPPD) এর দ্বাদশ সাধারণ সম্মেলনে শ্রীলংকার রাজধানী কলম্বোতে বিশ্বের অন্যান্য দেশের সংসদীয় দলের সাথে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলটি ৭অক্টোবর থেকে ৯অক্টোবর পর্যন্ত অবস্থান করে। বাংলাদেশের সংসদীয় দলটির নেতৃত্ব দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি।

তিনি দেশে ফিরে AFPPD সম্পর্কে তিন সাংবাদিকদের বলেন, আমাদের সংসদ প্রতিনিধিদের পক্ষ থেকে আমি সম্মেলনে তিনটি বিষয় গুরত্ব সহকারে উপস্থাপন করি যার প্রথমেই ছিলো গড় আয়ু বৃদ্ধি নিয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মানুষের আয়ু বৃদ্ধি পাচ্ছে। এই আয়ুকে আমরা কিভাবে কর্ম শক্তিতে রুপান্তর করতে পারি সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা উত্থাপন করেছি ।

অপর দিকে নারী বৈষম্য দূর করে নারী ক্ষমতায়নে কিভাবে কাজ করা যায় সেই বিষয়ে প্রস্তাবনা করেছি । উদাহরণ হিসেবে বর্তমানে বাংলাদেশের নারী ক্ষমতাকে উল্লেখ করে বলি বর্তমান বাংলাদেশ সংসদে ৬০-৬২ জন নারী সংসদ রয়েছে সেই সাথে জেলা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে নির্বাচিত সদস্য রয়েছে ।
তিনি আরো বলেন বর্তমান বিশ্বে যুবসমাজ কে কিভাবে ব্যাবহার করা হবে তার কর্ম পরিকল্পনা হিসেবে বাংলাদেশে ২০৪০ এবং শ্রীলংকায় ২০৩৭ সাল পর্যন্ত নির্ধারন করা হয়েছে ।কিন্তু পরবর্তিতে এই অক্ষম জনশক্তিকে কর্মশক্তিতে রুপান্তর করা যায় সে বিষয়ে পরিকল্পনা প্রস্তাবনা করেছি। এই সম্মেলনে প্রায় ৩৯টি দেশের সংসদ সদস্য,স্পিকার ,মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাল্য বিবাহ নিরোধ দিবস; আশাশুনিতে র‌্যালি, আলোচনা ও মানববন্ধন

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে বাল্য বিবাহ নিরোধ দিবস’১৭ উদযাপনে র‌্যালি, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের পর বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা। ‘বালিকা বধূ নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবা অফিসার এমদাদুল হক, আরডিও বিশ্বজিত কুমার ঘোষ, ডাঃ সাইফুজ্জামান, পিআইও সেলিম খান, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, কৃষকলীগ আহবায়ক সম সেলিম রেজা সহ বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, মা ও কিশোর-কিশোরীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় হরতাল বিরোধী মোটরসাইকেল র‌্যালি

দেবহাটা ব্যুরো : দেবহাটায় জামায়াত-শিবির কর্তৃক হরতাল ডাকায়, হরতাল প্রতিরোধে মোটরসাইকেল র‌্যালি, শোডাউন ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী যুবলীগ ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হরতাল বিরোধী মোটরসাইকেল রালী ও সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির সার্বিক ব্যবস্থাপনায় র‌্যালিতে অংশগ্রহণ করেন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বাবু বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, কেবিএ কলেজ সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

মোঃ মনিরুজ্জামান মুকুল : বৃহস্পতিবার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যুদ্ধ অপরাধী ও জঙ্গি সংগঠন জামাত ইসলামীর ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদর্শন শেষে পুরাতন আওয়ামী লীগ অফিস বঙ্গবন্ধু মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এস, এম আতাউল হক দোলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সংগ্রমী সভাপতি স ম জগলুল হায়দার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের সংগ্রামী সভাপতি গোলাম মোস্তফা (বাংলা), যুগ্ন-সাধারণ সম্পাদক জি,এম আব্দুল মজিদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি খলিলুর রহমান বাবু, সাধারণ সম্পাদক প্রভাষক সাইদ-উদ-জামান সাঈদ, উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি একরামুল লায়েছ, সাধারণ সম্পাদক জি. এম আ. হাকিম সবুজ প্রমুখ। সমগ্র আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়ার সদস্য তুখোড় ছাত্র নেতা স ম আব্দুস সত্তার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বাল্যবিবাহ নিরোধ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালায় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালীর শেষে উপজেলা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল রহমান, উপজেলা কৃষি অফিসার সামছুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।
এরপর জাতীয় মহিলা সংস্থা তালা শাখার উদ্যোগে “বাল্য বিবাহ রুখতে হলে, আওয়াজ তোলো দলে দলে” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা সংগঠক জাহাঙ্গীর হোসেন, মাঠ সম্বন্বয়কারী মাহমুদ হাসান, অফিস সহাকরী মাসকুরা খাতুন, তাসলিমা খাতুন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমঝোতা চুক্তি করল ফিলিস্তিনের হামাস ও ফাতাহ

ফিলিস্তিনের প্রধান দুই রাজনৈতিক দল হামাস ও ফাতাহ তাদের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিরসনে মিশরের কায়রোতে এক ঐতিহাসিক সমন্বয় চুক্তিতে সই করেছে। মিশরের মধ্যস্থতায় দল দু’টির মধ্যে বিদ্যমান দীর্ঘ প্রায় এক দশকের দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার এই চুক্তি সই হয়।

চুক্তি সই হওয়ার পর উভয় দলের প্রতিনিধিরা ১১ দফা বিশিষ্ট ওই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের কথা বলেন।

এই চুক্তির আওতায় ফিলিস্তিনের আইনসভা, রাষ্ট্রপতি এবং জাতীয় কাউন্সিল নির্বাচন চুক্তি সইয়ের এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। যদিও চুক্তির অন্যান্য বিষয়গুলো এখনও জনগণের সমুখে প্রকাশ করা হয়নি।

অবশ্য এর আগেও দুই দলের নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য ২০১১ সালের ৪ মে মিশরের মধ্যস্থতায় একই ধরনের চুক্তি সই হয়েছিল।

এক নজরে হামাস-ফাতাহ দ্বন্দ্ব

জানুয়ারি ২০০৬: ফিলিস্তিন কর্তৃপক্ষের আইনসভার নির্বাচনে জয়লাভ করে কট্টরপন্থী সংগঠন হামাস।

মার্চ ২০০৬: হামাস সরকার শপথ নেয়। যুক্তরাষ্ট্র ও ইইউ ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক স্থগিত করে।

ফেব্রুয়ারি-মার্চ ২০০৭: ফাতাহ ও হামাস নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে মতৈক্যের সরকার গঠনের ব্যাপারে একমত হয়।

জুন ২০০৭: হামাস-ফাতাহ চরম বিরোধের একপর্যায়ে হামাস গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়। মতৈক্যের সরকার ভেঙে যায়। ইসরায়েল হামাস-নিয়ন্ত্রিত গাজার ওপর কড়া অবরোধ আরোপ করে।

মে ২০১১: হামাস-ফাতাহ সমঝোতা চুক্তি স্বাক্ষর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রোহিঙ্গা’ নিয়ে সুমনের গান ও ফুটনোট

পৃথিবীর যে কোনও অমানবিক কিংবা অন্যায় ইস্যুতে সুমনের কলম ও কণ্ঠ বরাবরই যোদ্ধার ভূমিকা পালন করে। তার পাঠক শ্রোতারাও তেমনটাই প্রত্যাশা করেন। ‘রোহিঙ্গা’ ইস্যু নিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বেই চলছে প্রতিবাদ। সেই মিছিলে এবার গানের মাধ্যমে সামিল হলেন কলকাতার কবীর সুমনও।

আজ, ১২ অক্টোবর ঘণ্টাচারেক আগে তিনি তার ফেসবুক ফ্যানপেজ ও সাউন্ডক্লাউডে একটি নতুন গান প্রকাশ করেন। সঙ্গে দেন ‘রোহিঙ্গা’ নামের গানটি তৈরির একটি ফুটনোট। যেখানে তিনি শুরুতেই জানিয়েছেন গানটির রেকর্ডিং খারাপ ও তার শরীর ভালো নয়-এর খবর। তিনি লেখেন, ‘বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক বন্ধু আমার কাছে এমন একটি গান চেয়েছিলেন তাই একটি গান তৈরি করে ঘরে রেকর্ড করলাম। মাইক্রোফোনে হাওয়ার আওয়াজ এসেছে। আমার শরীর ভালো নয়। গরমে রেকর্ড করা আর সম্ভব নয়। এই রচনা ও রেকর্ডিং এর ধ্বনিবৈশিষ্ট ও ধ্বনি-উৎকর্ষের চেয়ে রচনাটি বেশি গুরুত্বপূর্ণ।’

ফুটনোটের শেষ অংশে তিনি অনুরোধ করে বলেন, ‘আমাকে যদি কেউ সত্যিই ভালবাসেন এই ধরনের গান আর করতে বলবেন না। খুব কষ্ট হয়। আমার জীবনের সেরা কাজ আমি এখন করে চলেছি- বাংলা ভাষায় বিভিন্ন রাগে বিলম্বিত ও মধ্য/দ্রুত লয়ে খেয়ালগান তৈরি। এটি ঐতিহাসিক কাজ যা আর কেউ এই পরিসরে, এই উৎকর্ষ বজায় রেখে, এই সংখ্যায় কোনওদিনই করেননি আধুনিক ও সমকালীন বাংলা ভাষায়। আমি জানি এ জন্য আমায় আমার জাতি সাধুবাদ দেবে না, বরং অন্য কিছু দেবে। তাতে আমার যায় আসে না। আমি বাঙালি জাতির জন্য কাজটি করছি না, বাংলা ভাষার জন্য করছি। সালাম।’
উপরের ফুটনোটের নিচে তিনি ‘রোহিঙ্গা’ শিরোনামের গানটি শেয়ার করেন। গানটির কথাগুলো এমন-

বর্মীবাহিনী নেমেছে মাঠে/ রোহিঙ্গা জানে কে গলা কাটে/ শান্তিপদ্মে কী-ভীষণ হুম/ রোহিঙ্গা জানে রাত্রি নিঝুম।
মিডিয়া-ছবিতে অস্ত্র হাতে/ গেরুয়াধারীরা অনেক রাতে/ রোহিঙ্গাদের নিধনে শান্তি/ বর্মীবাহিনী নধরকান্তি।
হাজার বছর আরাকানে বাস/ রোহিঙ্গাদের থ্যাঁতলানো লাশ/ রোহিঙ্গা মেয়ে গর্ভে লাথি/ ভ্রুণ হত্যার মসলাপাতি।
এ হলো মানুষ তীর্থফেরা/ সবার ওপরে সত্য এরা/ কারা রোহিঙ্গা কী যায় আসে/ বসছে শকুন শিশুর লাশে।
স্বাগত শকুন তোমারই যোগ্য/ আমরা মানুষ পোকার ভোগ্য/ উপড়নো চোখ তোমাকেই দেব/ শুনলে এ-গান রোহিঙ্গা ভেবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest