সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

বেসিক আলীর প্রেমিকা সাবিলা

রাজধানীর উত্তরায় গতকাল মঙ্গলবার শুরু হয়েছে বেসিক আলী ধারাবাহিকের দ্বিতীয় কিস্তির কাজ। নতুন সিজনে এই ধারাবাহিকে যোগ দিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। নাটকে িরয়া চরিত্রে অভিনয় করছেন তিনি।
প্রথম দিন শুটিংয়ে অংশ নিয়ে সাবিলা বলেন, ‘আগে এ ধরনের কাজ করা হয়নি। ধারাবাহিকটির গল্প সিচুয়েশনাল কমেডি। কাজটি দারুণ হচ্ছে, বেশ মজা পাচ্ছি।’

গত মৌসুমের মতো এবারও বেসিক আলী চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। রিয়া বেসিক আলীর প্রেমিকা। একটি করপোরেট অফিসে রিয়ার অধীনে কাজ করেন বেসিক আলী। ছোট পর্দার এই অভিনেত্রী বলেন, ‘বাস্তব জীবনে তৌসিফ আমার ভালো বন্ধু। এ কারণে দুজনের জন্য কাজটি সহজ হচ্ছে। তবে কমেডি হওয়ার কারণে কোনো কোনো দৃশ্য করতে গিয়ে হাসতে হাসতে প্রায়ই দুজনের শট এনজি হয়ে যাচ্ছে।’
ধারাবাহিকটি পরিচালনা করছেন কাজল আরেফিন। চিত্রনাট্য করেছেন শাহরিয়ার খান।
এদিকে একুশে টেলিভশনে প্রচারিত ‘সিম্পল লাভ স্টোরি’ অনুষ্ঠানটি নিয়ে নতুন খবর দিলেন সাবিলা। এত দিন তাঁর সঙ্গে অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন সিয়াম আহমেদ। গত সোমবার প্রচারিত ৪২তম পর্ব থেকে সিয়ামের জায়গায় জোভান যুক্ত হয়েছেন। সাবিলা বলেন, ‘সিয়াম সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এ কারণে এখন থেকে জোভানই নিয়মিত এই অনুষ্ঠানে কাজ করবেন। সিয়ামের মতো জোভানের সঙ্গেও আমার বোঝাপড়া ভালো। এর আগে তাঁর সঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরমাণু অস্ত্রে জাপানকে ধ্বংস করার হুমকি উত্তর কোরিয়ার

জাপানকে পরমাণু অস্ত্র দিয়েই ধ্বংস করা হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। কিমের সাম্রাজ্যকে চাপের মুখে ফেলার প্রচেষ্টাতেই মঙ্গলবার কড়া বার্তা স্বরূপ এই হুমকি এসেছে বলে মনে করছে অনেকে৷উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ-এর বক্তব্য অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গত মাসে জাতিসংঘের মহাসম্মেলনে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র পরীক্ষার বিষয়ে পিছিয়ে আসার জন্য চাপ দেয়৷

গত অাগস্ট মাসের শেষের দিকেই জাপানের দিকে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে উত্তর কোরিয়া৷ যা জাপান অতিক্রম করে চলে যায়৷দক্ষিণ কোরিয় প্রশাসনের J-Alert warning system-এ ধরা পড়ে উত্তর কোরিয়ার এই মিসাইলটি৷ যদিও জাপানের কোন ক্ষতি হয়নি৷ দেখতে গেলে পুরো বছর ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গেছে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন৷ জাতিসংঘ, আমেরিকাসহ বিশ্বের একাধিক দেশের বিরোধিতা সত্ত্বেও কোন গ্রাহ্য করেনি তারা৷

তাই, কিমকে বার্তা দিয়ে দেশের উত্তরাংশে বাড়তি মিসাইল সিস্টেম বসায় জাপান৷জানা গেছে, দক্ষিণে হোক্কাইডো দ্বীপে বসান হয়েছে এই বাড়তি মিসাইল সিস্টেম৷ PAC-3 Ground Self-Defence Force ব্যবহার করা হচ্ছে হোক্কাইডোর এই অংশে৷ অন্য অংশে ব্যবহার করা হয়েছে Patriot Advanced Capability-3 মিসাইল সিস্টেম৷

উত্তর কোরিয়ার পরমাণু বিস্ফোরণ কর্মসূচি নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে দুনিয়ার সর্বত্র৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ষষ্ঠ পরমাণু বিস্ফোরণের মাত্রা গত পরীক্ষার থেকে ৯.৮ গুণ বেশি৷ যা এক মুহূর্তে উড়িয়ে দিতে পারে হিরোশিমা-নাগাসাকিতে নিক্ষেপ করা পরমাণু বোমাকে৷ উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে প্রবল কম্পন ছড়িয়ে পড়তেই আশঙ্কিত হয় দক্ষিণ কোরিয়া, জাপানসহ প্রাচ্যের বিভিন্ন দেশ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ‘ফ্রিডম অব অক্সফোর্ড’ খেতাব হারাচ্ছেন সু চি

ব্রিটেনের অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজ থেকে প্রতিকৃতি সরানোর পর এবার মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেয়া ‘ফ্রিডম অব অক্সফোর্ড’ খেতাব প্রত্যাহার করে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে শহরের নগর কাউন্সিল। খবর বিবিসির।

অক্সফোর্ড নগর সরকারের প্রধান বলেছেন, মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের প্রতি যে আচরণ করছে, তাতে তিনি আর ওই পুরস্কারের যোগ্য নন।

গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করার জন্য ২০ বছর আগে ১৯৯৭ সালে তাকে ওই সম্মান দেয়া হয়েছিল। তাছাড়া অক্সফোর্ড শহরের সাথে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সুচির নাম জড়িয়ে আছে, কারণ তিনি সেখানে পড়াশোনা করেছিলেন। পরে তিনি তার শিক্ষাবিদ স্বামীর সাথে ওই শহরে থাকতেন।

এর আগে, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের ধারাবাহিক নির্যাতনের ব্যাপারে সু চি তাঁর নিশ্চুপ ভূমিকার কারণে গত সপ্তাহে অক্সফোর্ড থেকে তাঁর একটি প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতালিতে মিয়ানমারের গণহত্যা বিরোধী বিক্ষোভ ও সমাবেশ

ইতালির ভেনিসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা মিয়ানমারের গণহত্যা বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে কম্যুনিটির বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন।

ভেনিস বাংলা স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে সংগঠনের ব্যানারসহ যোগ দেন ভেনিসের বাংলাদেশ এসোসিয়েশন, শরিয়তপুর জেলা সমিতি এবং শরিয়তপুর সমিতি। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ভেনিসের মেসত্রের ট্রেন স্টেশনের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রাণ কেন্দ্র পিয়াচ্ছা ফেরেত্তোয় গিয়ে শেষ হয়। সেখানে বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারের সরকার সে দেশের আরাকান প্রদেশে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে গণহত্যা অব্যাহত রেখেছে। অথচ ইতালিসহ ইউরোপের অধিকাংশ দেশ চোখ বন্ধ করে আছে। তারা এ বিষয়ে কিছুই বলছে না। বরং রাশিয়া, চীন এবং ভারত সরাসরি গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে, যা ইতিহাসে এক জঘন্যতম অধ্যায় হিসাবে লিপিবদ্ধ থাকবে।

বক্তারা ইতালিয় সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, অবিলম্বে গণহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে হবে। প্রয়োজনে তাদের উপর সেনা অবরোধ জারি করতে করতে হবে। বাংলাদেশে অবস্থান করা সকল রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশে ফিরিয়ে নিতে হবে।

নগরীর অন্যতম প্রধান সড়ক ভিয়া পিয়াভে জুড়ে বিক্ষোভ মিছিলের সময় গোটা শহর জুড়ে যানজট লেগে যায়। এ সময় রাস্তার দু’পাশে দাড়িয়ে বিপুল সংখ্যক ইতালিয়ান এবং অন্যান্য দেশের নাগরিকরা হাত নেড়ে মিছিলকারীদের প্রতি সমর্থন জানান। বিক্ষোভ মিলিলের নেতৃত্ব দেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ কম্যুনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রেকফাস্টের যেসব ভুলেই বাড়ছে আপনার ওজন

সকালে খাবার খেলে মেদ বাড়ে। চিকিৎসকেরা বার বার এমন কথাই বলে থাকেন।
ফলে কিছু না খেয়ে হয়তো কখনওই ঘরের বাইরে বের হন না আপনি। কিন্তু সকালের খাবারটা যাতে হালকাই হয়, সেদিকেও খেয়াল রাখেন অনেকেই। কিন্তু তা সত্ত্বেও ওজন তো কমছেই না, বরং উল্টে বেড়ে যাচ্ছে।

তবে সকালে আপনি কম খাচ্ছেন ঠিকই কিন্তু ব্রেকফাস্টে এমন কিছু থাকছে, যে কারণে আপনার মেদ বেড়ে যাচ্ছে দ্রুতই। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, আপনার ওজন বৃদ্ধির জন্য দায়ী ব্রেকফাস্টের যেসব ভুল-

১। সকালে ব্রেকফাস্টের সঙ্গে দই রাখা ভাল। কিন্তু সেই দই যদি ফ্লেভারড হয় তাহলে বিপদ। অর্থাৎ সাধারণ দই’র পরিবর্তে ম্যাঙ্গ ইয়োগার্ট বা অন্য কোনও ইয়োগার্ট যদি প্রতিদিন খেতে শুরু করেন তাহলে আপনার শরীরে সুগারের মাত্রা বেড়ে যায়। আর তাতেই বেড়ে যেতে পারে আপনার ওজন।

২। প্রতিদিন সকালে অনেকেই ফলের রসের উপর নির্ভর করেন। কিন্তু বাজার চলতি যে প্যাকেটজাত ফ্রুট জুস আপনার পেটে যাচ্ছে, সেখানেও অত্যধিক মাত্রায় সুগার থাকছে যেমন তেমনি অন্য উপাদানও থাকছে। এবং তা থেকেই বেড়ে যেতে পারে আপনার ওজন।

৩। সকালে যদি লুচি, পুরি খান তাহলে বিপদ ঘনিয়ে আসছে কিন্তু। এসবের চেয়ে যদি সকালে খিচুরি কিংবা রুটি খান, তাহলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। অনেক সময় সকালে এনার্জি ড্রিংকসের উপর নির্ভর করেন। যা একেবারেই অনুচিত বলেও মনে করেন চিকিৎসকদের একাংশ।

৪। ওজন বেড়ে যাবে, সেই ভয়ে যদি শুধু একটা ডিমসেদ্ধ খেয়ে কিংবা চা, কফি দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলার চেষ্টা করেন, সেটাও কিন্তু ক্ষতিকর। সকালে যদি পেট ভরে খেয়ে নিতে পারেন, তাহলে দিনভর জাংক ফুড খাওয়ার ইচ্ছেটা চলে যাবে। আর তাতেই আপনার ওজনও নিয়ন্ত্রণেই থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এভ্রিল ছাড়া বাকি ৯ প্রতিযোগীকে ডাকা হয়েছে আজ

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ থাকছেন না জান্নাতুল নাঈম এভ্রিল। এভ্রিলের বিয়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরেই অনুষ্ঠানটির আয়োজক অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট এর একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

আয়োজকরা জানিয়েছেন, বুধবার বিকেলে হোটেল ওয়েস্টিনের বল রুমে বাকি ৯ প্রতিযোগীকে ডাকা হয়েছে। বিচারকদের রায়ে উপস্থিত সেই ৯ জনের মধ্য থেকে শীর্ষ সুন্দরী বাছাই করা হবে। একই দিন তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। সব বিচারক ও সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পুনরায় ঘোষণা করা হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর নাম।

উল্লেখ্য, জান্নাতুল নাঈম এভ্রিলের মাথায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট ওঠার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কেননা তার আগে আরেকজনের নাম ঘোষণা করা হয়। যেটাকে আয়োজকরা ‘ভুল’ হিসেবে আখ্যায়িত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তোপের মুখে ফারিয়া

তোপের মুখে ফারিয়া

কর্তৃক Daily Satkhira

সদ্য গঠিত হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ আর ফোরামে পরিচিতি পর্ব অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করে চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

অনুষ্ঠানে উপস্থাপানার এক পর্যায়ে ফারিয়া বলেন, ‘জাজের ইশারায় চলচ্চিত্র চলে।
জাজ না থাকলে চলচ্চিত্র অচল। ’ আর ফারিয়ার এমন মন্তব্যে শাকিব খান ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি জাজকে চ্যালেঞ্জও জানিয়েছেন সেলিম খান।

সেলিম খান জাজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আমি জাজ মাল্টিমিডিয়াকে চ্যালেঞ্জ করছি, ওরা যদি বছরে চারটা ছবি নির্মাণ করে তাহলে আমি আমার শাপলা মিডিয়া থেকে নির্মাণ করবো ৮ টা। আর যদি জাজ ১০ টা নির্মাণ করেন আমি করবো ১৫ টা। সেটাও হবে দেশের ছবি। বিদেশি শিল্পীদেরকে নিয়ে এদেশে চলচ্চিত্রকে উন্নতি করতে চাই না। খাটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করবো। ’

ফারিয়ার মন্তব্যে শুধু সেলিম খানই নয়, বিরক্ত হয়ে অনুষ্ঠান শেষ না করেই বেরিয়ে যান মৌসুমী ও নির্মাতা উত্তম আকাশসহ অনেকে।

এদিকে, ওই ঘটনার পর থেকেই ফারিয়ার মন্তব্যের জেরে ফিল্ম পাড়ায় ব্যাপক সমালোচনা চলছে। এ নিয়ে চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা ফেসবুকে বিভিন্ন ধরনের সমালোচনামূলক স্ট্যাটাসও দিয়েছেন।

কেউ কেউ বলছেন, এটি ছিল চলচ্চিত্র ফোরামের অনুষ্ঠান। কিন্তু ফারিহার বক্তব্য শুনে মনে হলো, ফোরাম নয়, এটি যেন জাজ মাল্টিমিডিয়ার একক প্রোগ্রাম।

অন্যদিকে, মঙ্গলবার বিকেলে এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে ফারিহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখন আমি একটি প্রোগ্রামে ব্যস্ত রয়েছি। ঘন্টাখানেক পরে যোগাযোগ করুণ। ”

এরপর এই রিপোর্ট লেখা পর্যন্ত বেশ কয়েকবার তার মুঠোফোনে কল করা হয়েছে। কিন্তু অপর প্রান্ত থেকে কোন সাড়াশব্দ পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জুতা পরিষ্কার করে নারকেল তেল

লাইফস্টাইল ডেস্ক : চুল ও ত্বকের যতেœর পাশাপাশি আসবাবের যতেœও অতুলনীয় নারকেল তেল। এছাড়া চামড়ার অনুষঙ্গের জৌলুস বাড়াতে ব্যবহার করতে পারেন এটি। মরিচা দূর করতেও কার্যকর নারকেল তেল।
চামড়ার জুতা পরিষ্কার করতে পারেন নারকেল তেল দিয়ে।
জেনে নিন নারকেল তেলের বিভিন্ন গৃহস্থালি ব্যবহার সম্পর্কে-
আসবাবের জৌলুস বাড়াতে ব্যবহার করতে পারেন নারকেল তেল। আধা কাপ নারকেল তেলের সঙ্গে আধা কাপ লেবুর রস মিশিয়ে নরম কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিন কাঠের আসবাব। এটি কাঠের শুষ্কতা দূর করবে ও আসবাবের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করবে।
কার্পেট থেকে কঠিন দাগ দূর করতে সামান্য নারকেল তেল ঘষে নিন। ৫ মিনিট অপেক্ষা করে পরিষ্কার করে ফেলুন কার্পেট।
দীর্ঘদিন ব্যবহারের কারণে মরিচা পড়ে যেতে পারে দরজার লকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে নারকেল তেল ঘষে নিন লকে। কয়েক ঘণ্টা অপেক্ষা করে মুছে ফেলুন পাতলা কাপড় দিয়ে।
দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে কাঁচির ধার গায়েব হয়ে গেছে? সামান্য নারকেল তেল ঘষে নিন কাঁচির ব্লেডে। ১ ঘণ্টা পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আবার আগের মতোই ধারালো হবে কাঁচি।
কাঠের চামচ ও কাটিং বোর্ডের যতেœ ব্যবহার করতে পারেন নারকেল তেল।
চুইংগাম ওঠাতে ব্যবহার করা যায় নারকেল তেল।
নারকেল তেলের সাহায্যে জৌলুস বাড়াতে পারেন চামড়ার জুতা কিংবা
ব্যাগের। প্রথমে পাতলা ভেজা কাপড় দিয়ে মুছে নিন ব্যাগ অথবা জুতা। প্রাকৃতিকভাবে শুকিয়ে গেলে কয়েক ফোঁটা নারকেল তেল ছিটিয়ে শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। ঝকঝকে হবে চামড়ার অনুসঙ্গ।
মেঝে পরিষ্কার করতে সামান্য নারকেল তেল কাপড়ের সঙ্গে মিশিয়ে মেঝে ঘষে নিন। তারপর সাবান পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে ফেলুন।
ব্রোঞ্জ পরিষ্কার করতে পাতলা কাপড়ে নারকেল তেল নিয়ে ঘষে নিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest