সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় কলারোয়া সীমান্তে ৭ রোহিঙ্গা আটক

আসাদুজ্জামান : অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন, মো. পারভেজ মিয়া (২০), সাইফুল ইসলাম (২৭), মোছাঃ শুকতারা বিবি (১৯), সেলিম আহমেদ (২৮), আসমা খাতুন (২৩), জাকির হোসেন (২), ও মরিয়ম (৮ মাস)। আটককৃতদের সবারই বাড়ি মায়নমারের মংডু জেলার বড়সিকদারপাড়া ও ধৌনসিলপাড়া গ্রামে।
কলারোয়া হিজলদী বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুখ জানান, হিজলদী বাজারে সাত রোহিঙ্গা ঘুরাঘুরি করার সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের নাম পরিচয় জিজ্ঞাসা করলে তার মিয়ানমারের নাগরিক বলে জানান। তারা কাজের সন্ধানে অবৈধ পথে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গাদের কলারোয়া থানায় সোপার্দ করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৩৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন মামলার জেলার ৮টি থানা থেকে ৩৯জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৪জন, কলারোয়া উপজেলায় ৪জন, তালা উপজেলা ৪জন, কালিগঞ্জ উপজেলায় ৩জন, শ্যামনগরে ৭জন, আশাশুনিতে ৩জন, দেবহাটা ২ জন ও পাটকেলঘাটায় ২জন। তাদের বিরুদ্ধে আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এসময় পুলিশ আসামীদের কাছ থেকে ৫২০ বোতল ফেন্সিডিল, ২৫ পিচ ইয়াবা ও ভারতীয় জুতা উদ্ধার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে আমড়া!

বহুমুখী উপকারিতার কারণে অনেকেই নিয়ম করে আমড়া খাচ্ছেন। প্রতিদিনের দূষণভরা জীবনে সুস্থ থাকার টোটকা এখন আমড়া।
আমড়া ব্লাড পিউরিফায়ারের কাজ করে। স্ট্রেসের জাল বিছানো সমাজ জীবনে শরীর সুস্থ রাখাই যেখানে চ্যালেঞ্জ, সেখানে আমড়া থাকতে হবে অবশ্যই।

এই ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি আর ক্যালসিয়াম। ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। দামেও সস্তা। গুণে মহার্ঘ। তাই আমড়া খান রোজ। শরীর সুস্থ রাখতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এক নজরে দেখে নেওয়া যাক আমড়ার গুণাবলী-

১। রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়। স্ট্রোক ও হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চর্বি কমিয়ে হৃত্‍‍পিণ্ডে সঠিক ভাবে রক্ত চলাচলে সাহায্য করে

২। চিনির পরিমাণ কম থাকায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন। আমড়ার খোসায় থাকা আঁশ বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।

৩। ভিটামিন ও ক্যালসিয়াম দাঁত ও মাড়ি শক্ত করে। দাঁতের গোড়া থেকে রক্ত, পুঁজ বের হওয়া প্রতিরোধ করে।

৪। আমড়া পিত্ত ও কফ নাশ করে, কণ্ঠস্বর পরিষ্কার রাখে। নিয়মিত আমড়া খেলে চুল, নখ, ত্বক সুন্দর থাকে।

৫। অরুচি দূর করে, শরীরের অতিরিক্ত উত্তাপ কমায়। আমড়ায় থাকা অ্যান্টি অক্সিড্যান্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রক্ত জমাট বাঁধার ক্ষমতা বাড়ায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠকে হিংসা বন্ধ, রাখাইনে ত্রাণের অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি।

তিনি বলেন, ‘মিয়ানমারে নৃশংসতা ও হিংসার শিকার হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো। কিন্তু এসব বিষয়ে তথ্য গোপন করছে মিয়ানমার সরকার। দেশটি গণতান্ত্রিক হয়ে ওঠার চেষ্টা করছে- সেটিও আমাদের মনে রাখতে হবে। অব্যাহত থাকতে হবে সেই চেষ্টাও। ’

মার্কিন রাষ্ট্রদূত জানান, ‘পালিয়ে যাওয়া রোহিঙ্গারা নিজেদের দেশে ফেরার সাহস পাচ্ছে না। রাখাইন রাজ্যে যে সহিংসতা চলছে, তার নিন্দা করছি। ’

অং সান সু চির বক্তব্যকে চ্যালেঞ্জ করে নিক্কি হ্যালি জানান, ‘মিয়ানমারে সহিংসিতা যে চলছে না, আপনাদের সেই দাবি সত্য হলে রাখাইনে গণমাধ্যমকে ঢুকতে দেয়া হোক। পাশাপাশি মানবিক ত্রাণসহায়তা ঢুকতে দেয়া হোক। আর আমরা এও জানি যে, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে কী হয়। ’

এ ব্যাপারে সুনির্দিষ্ট তিনটি প্রস্তাবও তুলে ধরেন নিক্কি হ্যালি। তিনি বলেন, ‘মিয়ানমারের সব নাগরিকের মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে; রাখাইনে রোহিঙ্গাদের ওপর যারা সহিংসতা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে ও মিয়ানমারের সামরিক বাহিনীকে যেসব দেশ অস্ত্র সরবরাহ করছে, তাদরে অস্ত্র সরবরাহ স্থগিত রাখতে হবে।

দ্বিতীয়ত, মিয়ানমার সরকারকে সহিংসতাপূর্ণ এলাকায় মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে হবে। আন্তর্জাতিক অন্যান্য সংস্থাকেও প্রবেশ করতে দিতে হবে।

তৃতীয়ত, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে হবে। তাদের নিজ বাসভূমে স্বাগত জানাতে হবে। ’

রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে ফ্রেমওয়ার্ক তৈরি করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোদিকে ‘বড় অভিনেতা’ বলে কটাক্ষ অভিনেতা প্রকাশ রাজের!

ভারতের দক্ষিণী ছবি ও বলিউডের খ্যাতিমান অভিনেতা প্রকাশ রাজ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বড় অভিনেতা’ বলে কটাক্ষ করেছেন। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে নিহত হওয়া জ্যেষ্ঠ সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার পর এভাবেই দেশটির প্রধানমন্ত্রী মোদির নীরবতার কড়া প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ অভিনেতা।
প্রকাশ রাজ সাংবাদিক গৌরীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

প্রকাশ রাজ আরও বলেন, গৌরী লঙ্কেশের হত্যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং প্রতিবাদকারীদের প্রতি পুলিশের খড়গহস্ত স্পষ্টতই ভিন্নমত পোষণকারীদের প্রতি সরকারের অসহিষ্ণুতার পরিচায়ক। তাছাড়া কিছু ব্যক্তি, যারা লঙ্কেশ হত্যায় বাহবা দিয়েছে তাদের অনেককে মোদি নিজেই টুইটারে ফলো করেন। কাজেই এটা আমাকে পীড়া দিয়েছে। সঙ্গে এও প্রমাণ করেছে যে দেশ কোনদিকে যাচ্ছে।

উল্লেখ্য, ভারতের বর্তমান ক্ষমতাসীন ডানপন্থী সরকারের মতাদর্শের কঠোর সমালোচনাকারী ছিলেন ধর্মনিরপেক্ষ হিসেবে পরিচিত সাংবাদিক গৌরী লঙ্কেশ। গত মাসের শুরুতে বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি। লঙ্কেশ মারা যাওয়ার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অথচ লঙ্কেশের বাড়ির ক্যামেরায় হেলমেট পরিহিত তার হত্যাকারীর ছবি দেখা গেছে। এছাড়া গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের পর বিজেপি নামধারী কয়েকজন টুইটার ব্যবহারকারী প্রকাশ্যেই তাঁর বামপন্থী আদর্শ নিয়ে সমালোচনা করে ও তাঁর হত্যায় উল্লাস প্রদর্শন করে। অবাক করা বিষয় হলো, প্রধানমন্ত্রী মোদি নিজেই এমন কয়েকটি টুইটার অ্যাকাউন্ট ফলো করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাস ভেগাসের হামলাকারী সম্পর্কে যা জানা গেল

আমেরিকার লাস ভেগাসে রুট নাইনটি ওয়ান নামের তিনদিনের কান্ট্রি মিউজিক ফেস্টিভালে স্টিফেন প্যাডক নামের এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি ছুড়ে ৫৯ জনকে হত্যা করে।

মান্দালে বে হোটেলের ৩২ তলা থেকে উন্মুক্ত কনসার্টে গুলি ছুড়ে ৬৪ বছর বয়স্ক বন্দুকধারী স্টিফেন প্যাডক।
পুলিশের অভিযানের সময় সে আত্মহত্যা করে বলে জানা যায়।

হোটেলটির ৩২ তলার সেই কক্ষে আরও ১৬টি আগ্নেয়াস্ত্রের খোঁজ পায় পুলিশ। সেই সাথে তার বাসায় ১৮টি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরকের সন্ধান মিলেছে। আর তার গাড়িতে পাওয়া গেছে অ্যামোনিয়াম নাইট্রেট-এর মতো রাসায়নিক। জানিয়েছেন শহরটির শেরিফ। তবে তার বিরুদ্ধে কোন অপরাধমূলক কর্মখান্ডে জড়িত থাকার তথ্য নেই।

তার সাবেক একজন প্রতিবেশী জানান, তিনি একজন পেশাদার জুয়ারি।
মার্কিন কর্মকর্তারা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, হামলাকারীর মানসিক সমস্যার ইতিহাস ছিল বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।

হামলাকারীর ভাই এরিক প্যাডক তার ভাইয়ের এমন ঘটনায় জড়িত থাকায় বিস্ময় প্রকাশ করে বলেন যে, তাদের কোন ধারনাই নেই কেন সে এমনটি ঘটিয়েছে।

কনসার্টে গুলি বর্ষণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯জনে। আহত অন্তত ৫২৭জন।

তদন্তকারীরা এই ঘটনার সাথে কোন আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠনের সংশ্লিষ্টতার কথা স্বীকার না করলেও, ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠী এর দায় স্বীকার করেছে। আইএস বলছে যে, এই হত্যাকারী স্টিফেন প্যাডক ছিল ধর্মান্তরিত মুসলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এখনও আমাকে যৌনদ্দীপক মেইল পাঠায় কঙ্গনা: হৃতিক

ফের বিস্ফোরক হৃতিক রোশন। কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে আবার মুখ খুললেন তিনি।
মুখ খুলেই ছুঁড়লেন মিসাইল। এই নিয়ে তিনি ২৯ পাতার একটি অভিযোগপত্রও জমা দিয়েছেন তিনি।

অভিযোগপত্রটি জমা দিয়েছেন হৃতিকের আইনি উপদেষ্টা মহেশ জেঠমালানি। অভিযোগপত্রে বলা আছে, এখনও হৃতিককে মেইল পাঠান কঙ্গনা। মেইলে এমন কিছু থাকে যেগুলো ঘনিষ্ঠ কাউকেই পাটানো সম্ভব। সেগুলির প্রতিটিতে যৌন সম্পর্কিত বিষয় স্পষ্টভাবে বলা আছে। হৃতিককে “চিরন্তন প্রেমিক” বলেও উল্লেখ করেছেন কঙ্গনা।

অভিযোগে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০১৩ সল পর্যন্ত কঙ্গনা আর হৃতিকের মধ্যে যোগাযোগ ছিল। পেশাগত কারণেই যোগাযোগ রেখেছিলেন তাঁরা। কিন্ত ২০১৪ সালে হৃতিককে হিন্দিতে অশালীন বার্তা পাঠান কঙ্গনা। শুধু কঙ্গনা নয়, কঙ্গনার দিদি রঙ্গোলির থেকেও আশ্চর্য কিছু মেইল পান হৃতিক। সেখানে তাঁকে “মানসিক ও শারিরীকভাবে ধর্ষণ” করা হয়েছে বলে অভিযোগ করেন হৃতিক। বিষয়টি নিয়ে হৃতিক আলোচনায় যেতে চেয়েছিলেন। সাইবার সেলের সঙ্গেও যোগাযোগ করেন তিনি। কিন্তু অদ্ভুত মেইলগুলি পাওয়ার পর এবং মিথ্যে অভিযোগ পাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন এবার এটি ক্রমশ অসহ্যকর হয়ে দাঁড়িয়েছে।

অভিযোগে বলা হয়, কঙ্গনা অন্য কারোর সঙ্গে যোগাযোগ করছে। সেটি কোনওভাবেই হৃতিক নয়। তবে অভিযোগটি অস্বীকার করেছেন কঙ্গনা। তিনি জানিয়েছেন, এমন কোনও ব্যক্তির অস্তিত্ব নেই। চাইলেও অভিযোগকারী এমন কাউকে খুঁজে পাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্লিভেজ দেখিয়ে ছবি পোস্ট করে সমালোচিত

আমিশা দিশা পাটানি, কারিনা কাপুরের পর এবার ক্লিভেজ দেখিয়ে ছবি পোস্ট করে সমালোচিত হলেন আমিশা প্যাটেল। কুরুচিকর ভাষায় তাকে গালিগালাজ করা হয় তার পোস্টে।

এমনকি তাকেও পর্ণ স্টার বলা হয় এই ছবির জন্য। ক্লিভেজ দেখানটা তার কাছে যেন অপরাধ হয়ে গেছে। আর সেই কারণেই এমন আক্রমণ করা হল তাকে।

তবে যত যাই হোক এ বিষয়ে কোন কথা বলেনি বলিউডের ওই অভিনেত্রী। তবে একের পর এক এরম ঘটনা ঘটায় কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ বলেই মনে করছেন অভিনেত্রীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest