সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ায় বিজিবি ক্যাম্পে সুইচ ছাড়া জ্বলবে সড়ক বাতি

কলারোয়া ডেস্ক : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সাতক্ষীরার কলারোয়ার সীমান্তের দুটি বিজিবি ক্যাম্পে গ্রাম অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক বাতি প্রদান করেছেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। গতকাল রোববার বিকালে এই সৌর বিদ্যুতের সড়ক বাতি বিতরণ করা হয়। যাহা সুইচ ছাড়া সারা রাত জ্বলবে সড়কে। এসময় উপস্থিত ছিলেন, মাদরা বিওপির কমান্ডার সুবেদার জালালউদ্দিন, হিজলদী ক্যাম্পের নায়েব সুবেদার ওমর ফারুক, হাবিলদার মোখলেছুর রহমান, এমএকেএস সৌর বিদ্যুৎ কোম্পানীর এফএস শ্রী সজল কুমার, আইএনজি কওসার আলী, গ্রাম অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব, সদস্য সুমন গাজী, সাংবাদিক এসএম ফারুক হোসেন প্রমুখ। উল্লেখ্য-৮৫ মেগা ওয়ার্ডের ওই সোলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী বিজিবি ক্যাম্প, চান্দুড়িয়া বিজিবি ক্যাম্প, হিজলদী বাজার, সুলতানপুর বাজার, নাথপুর তিন বটতলার মোড়, গয়ড়া চৌরাস্তার মোড়,রামভদ্রপুর প্রাইমারী স্কুলে একটি করে সৌর বিদ্যুতের বাতি প্রদান করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের সিরিয়ায় শহর দখল করল আইএস

সিরিয়ার হোমস প্রদেশের আল কারিয়াতাইন শহর পুনর্দখল করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। রোববার ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র বরাত দিয়ে সিনহুয়া এ খবর নিশ্চিত করে।

সিরিয়ার বিভিন্ন অঞ্চলে যখন সরকার ও রুশ বাহিনীর বিমান হামলায় পর্যুদস্ত হচ্ছিলো আইএস ঠিক এমন সময়ই ঘটলো এই পাল্টা আক্রমণের ঘটনা। গত এপ্রিলে শহরটি থেকে আইএস’কে হটিয়ে দিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলো আসাদ সরকার। এর পর থেকেই, শহরটি ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে আইএস। পাল্টা আঘাতের ধারাবাহিকতায় শহরটি সরকারি বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিলো জঙ্গিগোষ্ঠীটি।

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর আগে আল কারিয়াতাইন শহরে বাস ছিলো মাত্র ৩০ হাজার মানুষের যাদের একটি ক্ষুদ্র অংশ খ্রিস্ট ধর্মাবলম্বী। ২০১৫ সালে ২৭০ জন সিরীয় খ্রিস্টানকে অপহরণ করেছিলো জঙ্গিগোষ্ঠী আইএস। অবশ্য ২৫ দিন পর ছেড়ে দেয়া হয় তাদের। এবার আইএস শহরটি আবারও দখলে নেয়ার পর এসব সংখ্যালঘু সম্প্রদায় এবং বেসামরিকদের ওপর নির্যাতন চালানো হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

এদিকে তথাকথিত ইসলামিক স্টেটের স্বঘোষিত রাজধানী রাক্কা পুনর্দখলে অভিযান আরও জোরদার করেছে আসাদ সরকার ও তাদের প্রধান মিত্র রুশ বাহিনী। রাক্কাকে আইএস মুক্ত করতে লড়াই করছে কুর্দিপন্থী গেরিলা দল সিরিয়ান ডেমক্রেটিক ফোর্স-এসডিএফ। এই গেরিলা দলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘ ও ইউনিসেফের ২ কর্মকর্তা

মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভয়াবহ মানবিক বিপর্যয় দেখতে ৩ দিনের সফরে সোমবার (২ অক্টোবর) ঢাকা আসছেন জাতিসংঘের মানবিক এবং জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারি আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক ও জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক। ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

সফরকালে তারা কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এবং ৩ অক্টোবর জেলা শহরের ওসান প্যারাডাইস হোটেলে দুপুর ২টায় সাংবাদ সম্মেলন করবেন।

গত আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর পরিকল্পিত হত্যা ও ধ্বংসযজ্ঞে প্রাণ ভয়ে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে ৬০ শতাংশ নারী ও শিশু। জাতিসংঘের হিসেব মতে, এ পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সেরা ১০ ধনী ও তাদের স্ত্রী (ভিডিও)

বিশ্বের সবচেয়ে ধনী আট জন ব্যক্তির হাতে যতো সম্পদ আছে সেই সম্পদের পরিমাণ দুনিয়ার অর্ধেক মানুষের সম্পদের সমান, বলছে আন্তর্জাতিক এক দাতব্য সংস্থা অক্সফ্যাম।

সংস্থাটি এসংক্রান্ত যেসব তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান ক্রমশই বাড়ছে এবং এই ব্যবধান যতো হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিলো আসলে তার চাইতেও অনেক বেশি।

অক্সফ্যাম বলছে, এই আট জনের হাতে যতো সম্পদ রয়েছে তার পরিমাণ বিশ্বের ৩৬০ কোটি দরিদ্র মানুষের সম্পদের সমান। বিশ্বের সেরা ১০ ধনী ব্যক্তি, তাদের ব্যবসা, সম্পদের পরিমাণ, তাদের সুন্দরী স্ত্রী এবং অজানা তথ্য সমৃদ্ধ ভিডিও প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন-

https://www.youtube.com/watch?v=NXoFsWB59Rc

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে চেকপোস্ট খুলে দিল ভারত

বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে দুটি অভিবাসন চেকপোস্ট খুলে দিয়েছে ভারত। রবিবার (১ অক্টোবর) বার্তা সংস্থা পিটিআইয়ে এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। দুই প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবে সীমান্ত খুলে দেয়া হয়েছে।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিজোরামের লোংয়ালাই জেলার জরিনপুই সীমান্তের চেকপোস্টকে অভিবাসন চেকপোস্ট হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্রসহ সবাই মিয়ানমার থেকে ভারতে অথবা ভারত থেকে মিয়ানমারে এই চেকপোস্টের মাধ্যমে যাতায়াত করতে পারবেন। মিয়ানমারের সঙ্গে ভারতের ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারত-মিয়ানমারের সীমান্ত আছে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের সঙ্গে।

অপর এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মিজোরামের লুঙলেই জেলার কাউরপুইচুয়াহ চেকপোস্টকে অভিবাসন চেকপোস্ট হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এই চেকপোস্টের মাধ্যমে বৈধ কাগজপত্রসহ সব ধরনের মানুষ বাংলাদেশ থেকে ভারতে অথবা ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করতে পারবেন। মিজোরামের কাউরপুইচুয়াহ এলাকাটি বাংলাদেশের নদী সীমান্তে অবস্থিত একটি এলাকা। ভারতের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের এই সীমান্ত রয়েছে।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে প্রথমবারের মতো মিয়ানমার যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ৩০ জন আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন মামলার জেলার ৮টি থানা থেকে ৩০জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১২জন, কলারোয়া উপজেলায় ৪জন, তালা উপজেলা ৩জন, কালিগঞ্জ উপজেলায় ১জন, শ্যামনগরে ৪জন, আশাশুনিতে ৩জন, দেবহাটা২ ও পাটকেলঘাটায় ১জন। তাদের বিরুদ্ধে আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এসময় পুলিশ আসামীদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাড়িতে শৌচাগার না থাকায় শ্বশুরকে থানায় নিয়ে গেলেন বৌমা

বাড়িতে শৌচাগার নেই। তাই দিনের পর দিন ধরে লজ্জার মাথা খেয়ে দিনেদুপুরে প্রাকৃতিক কাজ সারতে ছুটতে হয় বাড়ির আশাপাশের ঝোপঝাড়ের আড়ালে। বারবার বাড়িতে শৌচাগার নির্মাণের কথা বলেও কর্ণপাত করেনি কেউই। তাই বাধ্য হয়ে নিজেই শ্বশুরমশাইকে থানায় টেনে নিয়ে গেলেন বৌমা। তারপর রীতিমতো থানায় গিয়ে পুলিশের সামনে শ্বশুরমশাইকে দিয়ে বাড়িতে শৌচাগার নির্মাণের জন্য বন্ডে সই করিয়ে মুক্তি দিলেন।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার মীনাপুর ব্লকের ছেজ্ঞননেউরা গ্রামে। শ্বশুরবাড়িতে শৌচাগার না থাকায় মুজাফফরপুরের নারী পুলিশ স্টেশনে শ্বশুর ও ভাসুরের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

ওই গৃহবধূ জানান, বাড়িতে শৌচাগার নির্মাণের জন্য তিনি বারবার শ্বশুর ও ভাসুরের কাছে অনুরোধ করেও কোনো ফল পাননি। তাঁর অনুরোধে কেউই কর্ণপাত করেননি। ফলে ঝোপঝাড়ে প্রাকৃতিক কাজ সারার ভয়ে বছরের বেশির ভাগ সময়ই বাপের বাড়িতে কাটাতে বাধ্য হন ওই গৃহবধূ।

ওই নারী জানান, তাঁর স্বামী কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকেন। বছরে দু-একবার বাড়িতে ফেরেন তিনি। স্বামী বাড়িতে ফিরলেই একমাত্র ওই গৃহবধূ শ্বশুরবাড়িতে ফেরেন। এরপর স্বামী কর্মস্থলে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনিও ফিরে যান তাঁর বাপের বাড়িতে। দিনের পর দিন ধরে এই সমস্যা চলতে থাকায় অগত্যা শ্বশুর ও ভাসুরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তিনি।

গৃহবধূর অভিযোগের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর পুলিশ অভিযুক্ত শ্বশুর ও ভাসুরকে থানায় ডেকে পাঠায়। সেখানে গৃহবধূর চাপের মুখে পুলিশের কাছে শ্বশুরমশাই বন্ডে সই করে জানান, শিগগির তিনি বাড়িতে শৌচাগার নির্মাণ করবেন। পুলিশ অবশ্য এক সপ্তাহের মধ্যে শৌচাগার নির্মাণের নির্দেশ দিলেও শ্বশুর আবেদন জানিয়ে বলেন, শৌচাগার নির্মাণের জন্য অর্থ জোগাড় করতে কিছুদিন সময়ের প্রয়োজন। সেই সময় যাতে তাঁকে দেওয়া হয়। এরপর গৃহবধূ শ্বশুরের সেই কথামতো থানা থেকে অভিযোগ প্রত্যাহার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়াকে হারিয়ে আবার এক নম্বরে ভারত

আগেই সিরিজ জিতেছিল বিরাট কোহলির দল। দেখার বিষয় ছিল অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারে কি না টিম ইন্ডিয়া। সিরিজের চতুর্থ ম্যাচটা জিতে ভারতের টানা জয়ের রেকর্ডটা ভেঙে ফেলে অস্ট্রেলিয়া। তবে এক ম্যাচ পরেই আবার জয়ের ধারায় ফিরেছে ভারত। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ বগলদাবা করল স্বাগতিকরা। এই জয়ে আবার ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরল কোহলি-রোহিতরা। চতুর্থ ওয়ানডে ম্যাচটা হেরে র‍্যাংকিংয়ের দুইয়ে নেমে গিয়েছিল ভারত।

নাগপুরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিং করে ভারতীয় স্পিনারদের দাপটের সামনে ৯ উইকেটে ২৪২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার করেন সর্বোচ্চ ৫৩। এ ছাড়া মার্কাস স্টয়নিস ৪৬, ট্রাভিস হেড ৪২, অপর ওপেনার অ্যারন ফিঞ্চ ৩২, ম্যাথু ওয়েড ২০ ও দলপতি স্টিভ স্মিথ করেন ১৬ রান। ভারতের অক্ষর প্যাটেল একাই নেন তিনটি উইকেট। এছাড়া জাসপ্রিত বুমরাহ দুটি ও একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া ও কেদার যাদব।

সহজ লক্ষ্যে খেলতে নেমে রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানের উদ্বোধনী জুটিতে ১২৪ রান তুলে নেয় ভারত। ৬১ রান করে রাহানে ফিরে গেলেও রোহিত শর্মা ছিলেন অবিচল। ১০৯ বলে ১১ চার ও পাঁচটি ছয়ে ১২৫ রান করেন তিনি। এ ছাড়া অধিনায়ক বিরাট কোহলি করেন ৩৯ রান। ৪২.৫ ওভারেই মাত্র তিনটি উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে টিম কোহলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest