সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে ভার্মি কম্পোষ্ট ব্যবহারে স্থানীয় কৃষকদের সাথে এডভোকেসি সভাবাঁচতে চায় আশাশুনির অসহায় কৃষক জাহাঙ্গীরসাতক্ষীরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এবি পার্টির পথসভাতৃতীয় স্বাধীনতার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি-আশাশুনিতে জামায়াত নেতা মুজিবুর রহমানদেবহাটায় জাতীয় সেনা দিবস পালনআশাশুনিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিতজামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সব দল ও ধর্মের লোক নিরাপদ থাকবে: মুহাঃ ইজ্জত উল্লাহআওয়ামীলীগ এদেশের গণতান্ত্রিক শক্তি নয়, পলাতক শক্তি- সাতক্ষীরায় নিতাই রায় চৌধুরীসাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের দখল উচ্ছেদে আদালতের নির্দেশসাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন

আশাশুনির বলাবাড়িয়ায় পানিতে  ডুবে শিশুর মৃত্যু

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি সদরের উত্তর বলাবাড়িয়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম তীর্থ মন্ডল (৫)। সে আশাশুনি উত্তর বলাবাড়িয়া গ্রামের সমীরন মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে তীর্থ মন্ডল ছেলেমেয়েদের সাথে বাড়ির পাশে খেলা করছিল। সকলের অজান্তে সে পানিতে পড়ে যায়।

খেলার সাথীরা তাকে না পেয়ে বাড়ির লোকজনকে খবর দিলে অনেক খোঁজাখুজির পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। সাথে সাথে আশাশুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

নিজস্ব প্রতিনিধি : “আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এ আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়।

সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে কালেক্টর চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন’র সঞ্চালনায় এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার এম আকাশ, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সুশীলন’র উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক , ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা ত্রান ও পুনর্বাসন কার্যালয়ের উচ্চমান সহকারী মো. বাবলু রেজা প্রমুখ। কর্মসূচীর মধ্যে ছিল, র‌্যালি, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের কর্মকর্তা, বিজিবির সদস্য, রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য, ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না- তালায় সাবেক এমপি হাবিব

তালা প্রতিনিধি :
আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না। বিগত দিনে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন এ এলাকার উন্নয়নে কাজ করেছি। আগামীতে যদি আমাকে সেবা করার সুযোগ দেন তাহলে আপনাদের আর ত্রাণ নিতে হবে না। এলাকায় যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সেতু বাজারে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা গুলো বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, সকলের সার্বিক সহযোগতায় ও প্রশাসনের কঠোর পরিশ্রমের কারণে এবারের হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে উৎযাপিত হয়েছে। আমার নির্বাচনী এলাকার সকল পূজা মন্ডপে যাওয়ার চেষ্টা করেছি। এই অঞ্চলে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা শেখ তারিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান প্রমুখ।
এসময় জলাবদ্ধ এলাকার পানি বন্ধি ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্গোৎসব সফল করতে সাতক্ষীরা মানুষ সকলে যেভাবে কাজ করেছে এটি আমাকে অভিভ‚ত করেছে– যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি : অন্তর্বর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া বলেছেন, সাতক্ষীরায় যে সম্প্রদায়িক সম্প্রতি, যে সৌহার্দ্য আমি দেখেছি এবং দুর্গোৎসব সফল করার জন্য সকলেই যেভাবে কাজ করেছে এটি আমাকে অভিভ‚ত করেছে। শনিবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য এই সফর। এছাড়া শ্যামনগরের যশোরেশ^রী কালিমন্দিরে মুকুট চুরির ঘটনায় কর্তৃপক্ষকে দায়ী করে তিনি বলেন, দরজা খোলা ছিলো এবং কর্মীদের অবহেলার কারনে হয়েছে। ইতোমধ্যে ৪ জন গ্রেফতার হয়েছে। মূল আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
¬এবি পার্টিতে অন্তভর্‚ক্ত নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সাতক্ষীরায় সভা

প্রেস বিজ্ঞপ্তি : এবি পার্টিতে অন্তভর্‚ক্ত নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় তুফান কনভেনশান সেন্টার লেকভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পার্টির যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের(ভিপি)। দেবহাটা উপজেলা পার্টির যুগ্ম আহবায়ক আলমগীর ইসমাইলের সঞ্চালনায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় আহবায়ক প্রফেসর ডা: মেজর(অব:) আব্দুল ওহাব মিনার। এসময় প্রধান অতিথি নতুন সদস্যদের দলে আগমনকে স্বাগত জানান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদানকারী সদস্যরা হলেন, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ মিজানুর রহমান, এ্যাডা মো: সাইফুল ইসলাম, ডা: জি এম সালাহউদ্দীন শাকিল, মো: সাদ্দাম হোসেন, সাংবাদিক ও শিক্ষক মোশাররফ হোসাইন, ব্যবসায়ী আব্দুর রশিদ।

যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ নির্মাণে নতুন কল্যান রাস্ট্র গড়তে সবাইকে এবি পার্টির ছায়াতলে আসার আহŸান জানান। সভায় নতুন যোগদানকারী সদস্যদের মধ্যে এ্যাড. শেখ মিজানুর রহমান, সাতক্ষীরা যুব পার্টির জেলা আহবায়ক এ্যাড.সাইফুর রহমান, এবি পার্টির মহিলা সম্পাদিকা নাজমা আক্তার, ক্রীড়া সম্পাদক সরদার রিপন, কমলা বক্তব্য প্রদান করেন।##

১২.১০.২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরেশ^রী কালিমন্দিরের স্বর্ণের মুকুট চোর ধরতে পুরস্কার ঘোষণা : ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : যশোরেশ^রী কালিমন্দিরের চুরি হওয়া স্বর্ণের মুকুট চোর ধরতে পুরস্কার ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।
শুক্রবার রাতে সাতক্ষীরা জেলা পুলিশের ফেসবুক পেজে মুকুট চোরকে ধরতে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। এছাড়া চোরকে ধরে দিতে পারলে বিশেষ পুরস্কারে ভ‚ষিত করার ঘোষণা দেওয়া হয় পেজটিতে।

এদিকে, শনিবার সকালে অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভ‚ইঁয়া শ্যামনগরের যশোরেশ^রী কালিমন্দির পরিদর্শনকালে দ্রæততম সময়ের মধ্যে চোরকে আটক করে মুকুট উদ্ধারের নির্দেশ দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব দাশ, সাবেক এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল অহেদ, উপজেলা জামায়াতের আমীর মাও: আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার ১০ অক্টোবর দুপুর ২ টা ৪৭ মিনিট থেকে ২টা ৪৯ মিনিটের মধ্যে এক যুবক মন্দিরের মধ্যে প্রবেশ করে মুকুটটি খুলে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। তবে চোরকে সনাক্ত করা সম্ভব হয়নি।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুল ইসলাম বলেন, এ ঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করেছে মন্দিরের সেবায়েত জ্যোতি চট্টপাধ্যায়।
সাতক্ষীরা পুলিশ সুপার মুনিরুল ইসলাম জানান, ইতোমধ্যে সন্দিগ্ধ আসামী হিসেবে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া যে বা যারা মূল আসামীকে ধরে দিতে পারবে তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এই স্বাধীনতায় দেবহাটার শহীদ আসিফদের অবদানের কথা ভুলে গেলে হবে না– সাতক্ষীরায় যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি :
ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিতে শহীদ সাতক্ষীরার আসিফের কবর জিয়ারত করেছেন অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভ‚ইঁয়া। শনিবার সকালে দেবহাটা উপজেলার আস্কারপুরস্থ শহীদ আসিফের বাড়িতে যান উপদেষ্টা। এসময় তার পিতাসহ স্বজনদের শান্তনা দেন। পরে শহীদ আসিফের করব জিয়ারত করেন।

এর আগে উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ আসিফ মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের বিনিময়ে আজকের এই স্বাধীনতায় দেবহাটা শহীদ আসিফদের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাদেরকে আমাদের প্রেরণা হিসাবে ধারণ করতে হবে। আমাদের যারা জাতীয় বীর এবং যারা শহীদ হয়েছে তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে।

তিনি আরো বলেন, সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। এখানে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোন ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তি প্রিয়। আগে সাতক্ষীরাকে ভিন্ন ভাবে দেখা হলেও সেটি আর থাকবে না। সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের কারণে বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে এই জনপদকে এগিয়ে নেওয়ার।

মতবিনিয়ম সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের পরিচালনায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা একান্ত সচিব (উপ-সচিব) আবুল হাসান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র আন্দোলনের সদস্য আবিদ হাসান তানভির, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিসুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমসহ অন্যরা।
মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শণ শেষে পারুলিয়া জেলিয়াপাড়া ও গাজীরহাট পূজা মÐপ পরিদর্শন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে দুই বাংলাদেশী আটক

নিজস্ব প্রতিনিধি : ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে দুজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার দিনগত গভীর রাতে কালিয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

আটককৃতরা হলো- কলারোয়া উপজেলার খোরদো এলাকার মো: আজিজুল ইসলাম গাজী(৪৫) ও একই এলাকার শাহানারা খাতুন(৪২)। তাদের কাছ থেকে ভারতীয় রুপি, ভারতীয় নকল আধার কার্ড ও নকল জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তিকে ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়।

এসময় কালিয়নী বিওপির সীমানা পিলার ৭/৬৬ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত তিন পলাতক আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest