সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগ

ছাত্র আন্দোলনে শহীদ আসিফের পরিবারের পাশে বিএনপি নেতা হাবিব

নিজস্ব প্রতিনিধি ঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

সোমবার দুপুর ১টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে তিনি নিহত আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর যান। এসময় তিনি নিহত আসিফ হাসানের কবর জিয়ারাত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তিনি নিহতের মায়ের হাতে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে তিনি বিএনপি নেতা কর্মীদের নিয়ে নলতা খান বাহাদুর আহছান উল্লাহ (রাঃ) এর মাজার জিয়ারত করেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব এসময় নিহতের পরিবারের যে কোন ধরনের সাহায্য সহযোগিতা করার আশ^াস দেন এবং নিহত আসিফ হাসানের বাড়ির আস্কারপুর সড়টি বীর শ্রেষ্ঠ আসিফ সড়ক নামকরন করেন।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম, বিএনপি নেতা আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, আইনুল ইসলাম নান্টা, আহসানুল কাদির স্বপন, দেবহাটা বিএনপি নেতা মহি উদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, নলতা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারন সম্পাদক মমতাজ ইসলাম চন্দন প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক এমপি আশু জাপার নতুন প্রেসিডিয়াম সদস্য : মশিউর রহমান বাবু ক্রীড়া সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফুজ্জামান আশুকে দলের প্রেসিডিয়াম সদস্য এবং সদ্য সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুকে কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, রবিবার (৮ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সই করা পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী আশরাফুজ্জামান আশুকে দলের প্রেসিডিয়াম সদস্য ও মশিউর রহমান বাবুকে কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি প্রেসক্লাবে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়ায় হত্যা ও হামলা ও ক্ষয়ক্ষতির বিচার চেয়ে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন করা হয়।

উত্তর চাপড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে ইউনুছ আলী সরদারের পক্ষে নয়াখালী গ্রামের মৃত আয়জদ্দিনের ছেলে আতাউর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব ও লিখিত বক্তব্যে তারা বলেন, পাশের বেতনা নদীর তীরবর্তী এসএ মালিক ছোরমান সরদার দিং এর সম্পত্তি আরএস রেকর্ডে খাস খতিয়ানভুক্ত হয়েছে। ছোরমান সরদারের ছেলে ফজলুল হক রেকর্ড সংশোধনের জন্য দেং মামলা রুজু করেন। যা বিচারাধীন আছে।

এই জমিতে প্রতিপক্ষ উত্তর চাপড়া পশ্চিম পাড়া জামে মসজিদের নামে সাইনবোর্ড স্থাপন করে জবর দখলে নেয়। মসজিদের কমিটির সেক্রেটারী আঃ ছালামসহ অনেকে এর বিরোধীতা করেন।

এক পর্যায়ে গত ৮ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু ও তার ভাই সাজ্জাদুল হক লাভলুর হুকুমে নজরুল ইসলাম লাল্টু, মিঠু সরদার, আবুল কাশেম, মুনছুর, বিল্লাল, জয়নাল, গাউছুল, ইয়াছিন, আজহারুলসহ ২১ জন ও অজ্ঞাত আরও ৪০/৫০ জন দা, লোহার রড, চাইনিজ কুড়াল, জিআই পাইপ, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিঢে ইউনুছের চাচাত ভাই আঃ সালামের বসত বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র ভাংচুর করে অনুমান ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়। ইউনুছ আলী সরদার সহ আঃ আজিজ সরদার,

রেজাউল সরদার ও জাকারিয়া সরদার হামলাকারীদের বাঁধা দিতে গেলে জাকারিয়া সরদার মাথায় হাড়কাটা যখম প্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হন। তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া মৃত্যু বরণ করেন। হামলায় আঃ আজিজ, রেজাউল, হায়দার আলী, ইউনু্ছ, আজিজুর, কাদের, হাফিজুল, মুজাহিদ এবং আরও ১০/১২ জন আহত হন। এদিন বেলা ১০.৩০ টার দিকে মহেশ্বরকাটি মৎস্য সেটে হামলার হুকুমদাতাদের কুট কৌশলে একটি মিছিল করা হয়।

এঘটনা নিয়ে আশাশুনি থানা ও আদালতে মামলা রুজু করা হয়েছে। সংবাদ সম্মেলনে হত্যা কান্ডের সাথে জড়িত ও হুমুকদাতাদের অতিদ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার হিজলদি সীমান্ত থেকে তিন নারী আটক

নিজস্ব প্রতিনিধি : অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে তিনজন বাংলাদেশি নারী আটক হয়েছেন। সোমবার সকালে উপজেলার হিজলদি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে মনিকা খাতুন (২১) ও রিতু আক্তার সুমাইয়া (১৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়ার মেয়ে মরিয়ম আক্তার জুলি (১৫)। ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, আটক নারীরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হিজলদির সুলতানপুর এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা স্বেচ্ছায় কাজের সন্ধ্যানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। মামলা দিয়ে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের  বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের পদত্যাগের দাবীতে মানববন্ধনন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯সেপ্টেস্বর) বেলা ১০টা থেকে ২টা পর্যান্ত স্কুল প্রাঙ্গণ থেকে সাতক্ষীরা খুলনা মহাসড়ক পর্যান্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।এসময় তারা একদফা এক দাবী শেখ আব্দুল হাইয়ের পদত্যাগ চাই বলে স্লোগান দিতে থাকে ।পরে তালা উপজেলা সহকারী ভূমি কমিশানার আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপু, জাহিদ, ছাকিব, সামির, ইমন, জাহিদুর আল মামুন প্রমূখ।

বক্তারা বলেন,‘‘ শেখ আব্দুল হাই প্রধান শিক্ষক হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছিলেন। তিনি নিয়মিত স্কুলে আসতেননা। প্রতিষ্টানের কোন উন্নয়ন না করেই দীর্ঘদিন যাবৎ স্কুল ফান্ডের টাকা লুটপাট করে খেয়েছেন। এছাড়া কয়েক মাস বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারীর নিয়োগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ’’ দূর্নীতিবাজ এই প্রধান শিক্ষক পদত্যাগ না করলে তাদের বিক্ষোভ চলবে বলে হুশিয়ারি দেন তারা।

বিষয়টি নিয়ে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের সাথে কথা বললে তিনি জানান,‘‘ ইতিপূর্বে আমার বিরুদ্ধে তিন বার অডিট হয়েছে কর্তৃপক্ষ আমার কোন দূর্নীতি পায়নি।৫আগষ্ট সরকার পতনের পর থেকে প্রতিষ্ঠানের তিন জন শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আজ তারা টাকা পয়সা দিয়ে আমার বিরুদ্ধে প্রতিষ্ঠানের ছাত্রদের উসকে দিয়েছে।’’ তারা আমাকে জোর পূর্বক পদত্যাগ করানোর জন্য চেষ্টায় আছেন বলে অভিযোগ করেন তিনি।

তালা উপজেলা সহকারী ভূমি কমিশনার আব্দুল্লাহ আল আমিন জানান,‘‘আপাতত আব্দুল হাইকে স্কুলের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে লিখিত সুপারিশ করে বোর্ডে পাঠানো হবে। এর পরে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে ।’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সকল ষড়যন্ত্র বিষ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে —তারেক রহমান

আসাদুজ্জামান : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রের বিশ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হোক আজকের অঙ্গীকার।

ষড়যন্ত্রকারীরা চায় না এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।

সাতক্ষীরার কলারোয়া ফুটবল ময়দানে উপজেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সত্য কারা মুক্ত সাতক্ষীরা এক আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন ও ড্যাব নেতা ডাক্তার শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসানসহ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বিশাল এই জনসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরো বলেন, দীর্ঘ দেড়দশক ধরে বিএনপি ও বিরোধী দলীয় নেতৃবৃন্দের উপর পতিত স্বৈরাশাসক অকথ্য নির্যাতন করেছে। কিন্তু জনতার দুর্বার আন্দোলনে স্বৈরাচারী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতন হলেও জনগণের ভোটের অধিকার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন এই অঞ্চলের আম, চিংড়ি ও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশে উন্নয়ন সম্ভব। কিন্তু জনগণের সরকার ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব না।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অসহায় মাহবুর মোড়ল পেলেন সাতক্ষীরা জেলা প্রশাসনের সহায়তা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে রাস্তার পাশে বাদাম বিক্রি করে সংসার চালান মাহবুর মোড়ল। হতদরিদ্র এই মানুষটির একটি হাত নেই, তবুও হারাননি মনোবল। মাহবুর মোড়লের এই সংগ্রামী জীবনকে স্বীকৃতি দিয়ে তার জীবিকা নির্বাহ সহজ করতে রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাকে একটি ভ্যান ক্রয়ের জন্য নড়দ টাকা ও চালসহ ত্রাণ সামগ্রী প্রদান করেন। জেলা প্রশাসনের এই মানবিক সহায়তা উপস্থিত অনেকের হৃদয় ছুঁয়ে যায়।

মাহবুর মোড়লের মতো সংগ্রামী মানুষদের জন্য এ ধরনের সহায়তা শুধুমাত্র আর্থিক নয় বরং এটি তাদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। এমন মানুষদের প্রতি সহানুভ‚তির দৃষ্টি রেখে সহায়তা করা সমাজের সকলের দায়িত্ব। জেলা প্রশাসনের এই উদ্যোগ সমাজের অন্যান্য স্তরের মানুষের দৃষ্টিভঙ্গিতেও ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা যায়।

মাহবুর মোড়লের প্রতিটি দিনই সংগ্রামের গল্প। তার সাহসিকতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। সাতক্ষীরা জেলা প্রশাসন এই সহায়তার মাধ্যমে প্রমাণ করেছে যে মানবিকতা এখনও বেঁচে আছে এবং সমাজের অন্যদেরও এমন মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে উৎসাহিত হওয়া উচিত। এই সহায়তা মাহবুর মোড়লের জীবনের চাকা সচল রাখার পাশাপাশি তার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমরা নির্যাতিত হয়েছি কিন্তু কোন নির্যাতন করবো না-সাতক্ষীরায় সাবেক এমপি হাবিব

নিজস্ব প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আমি ও আমার নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনও মাথানত করেনি। দেশের ক্রান্তিকালে শেখ হাসিনা দুই দুই বার দেশ ছেড়ে পালিয়ে গেলেও আমি ও আমার নেত্রী দেশের প্রতি মমত্ববোধ ও ভালোবাসার কারনে দেশ ছেড়ে যায়নি। শনিবার বিকালে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যন্ত করাতে দেননি। অথচ খালেদা জিয়া তো এখন মুক্ত হয়েছেন, তবে এখন হাসিনার চিকিৎসা করাবে কে ? শেখ হাসিনা আমাকে ৭০ বছরের সাজা দিয়েছিল। আমার আমেরিকার ভিসা ছিলো, কানাডার ভিসা ছিলো, কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই বলেছিল আপনি চলে যান। আমি যাইনি। আমি পরীক্ষায় দিয়েছি। আমরা নির্যাতিত হয়েছি কিন্তু কোন নির্যাতন করবো না। আমরা চেয়েছিলাম হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা সেটি পেয়েছি।
তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তির সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক নেতা আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান, সাবেক এমপি হাবিবের স্ত্রী হাইকোর্টের আইনজীবি শাহানারা পারভীন বকুলসহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, তালা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম।

এদিকে, শেখ হাসিনার গাড়ি বহরে হামলার সাজানো মামলায় দীর্ঘ ৪ বছর কারাভোগের পর নিজ নির্বাচনী এলাকায় পা রাখলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। হাজার হাজার নেতাকর্মীরা এসময় সড়কের দুই ধারে দাঁড়িয়ে তাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় প্রহর গুনতে থাকে।

উল্লেখ্য ঃ ২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার সাজানো মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে ৭০ বছর কারাদ্বন্ড প্রদান করে বিচারিক আদালত। এ মামলায় বিএনপি’র আরো ৪৯ নেতা কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এর মধ্যে কারাবন্দি অবস্থায় ৪ জন মৃত্যু বরণ করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। গত সপ্তাহে হাইকোর্ট ডিভিশনের ১১ নম্বর বেঞ্চ এ মিথ্যা মামলায় হাবিবসহ ৪৬ জন জামিনে মুক্তি পায়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest