সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগ

যুবকদের নেতৃত্বে আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামকে মাদকমুক্ত ঘোষণা

আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামকে মাদকমুক্ত ঘোষনা করা হয়েছে। এই উপলক্ষ্যে ৬ই সেপ্টেম্বর মাদক মুক্ত কমিটির সমন্বয়ক শরিফুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এ

তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ।আরো উপস্থিত ছিলেন নওয়াবেঁকী বাজার কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান মনি, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতারুজ্জামান লিটিল, উৎসর্গ সোসাইটির সভাপতি আব্দুর রউফ, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইতঃপূর্বে এলাকাটি মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের অভয়ারণ্য ছিল।

এ জন্য গ্রামের যুব সমাজ একত্রিত হয়ে বর্তমানে এই গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করেছে। এখন থেকে কোন বহিরাগত অথবা স্থানীয় ব্যক্তি যদি মাদক বিক্রয় অথবা সেবন করে তবে তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করবে বলে তারা শপথ গ্রহণ করেছে।

বিড়ালাক্ষী আশ্রয়ন প্রকল্পের কোন ঘরে যদি মাদকসেবী থাকে বা কোন অনৈতিক কার্যক্রম পরিলক্ষিত হয় তাহলে এলাকার যুব সমাজ মিলে সেই ঘরকে সিলগালা করে দেবে বলে জানিয়েছে। মাদকের কারণে এলাকার উঠতি বয়সী তরুণরা বিপথে চলে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করছে।এ থেকে রক্ষা করে তাদেরকে লেখাপড়া এবং অন্যান্য কাজে যুক্ত করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তারা তা নিবে বলে জানিয়েছে। এ ধরনের উদ্যোগ গ্রহন করায় এলাকাবাসী তাদেরকে স্বাগত জানিয়েছে। এখন থেকে আর কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁশদহে খালেদা জিয়ার সুস্থতাও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কৃষকদলের দোয়া

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বাঁশদাহে ইউনিয়ন কৃষকদলের আহŸায়ক ডাক্তার এস এম আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ আনারুল, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান , সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাইলুর রহমান বিশ্বাস, সাতক্ষীরা জেলা কৃষকদলের সম্মানিত সদস্য আব্দুস সালাম, বাশদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ কামরুল ইসলাম, সদর উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক লিয়াকাত আলী, যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলাম, ঘোনা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সাইফুজ্জামান মিলন, সিনিয়র যুগ্ন আহবায়ক মজনুর রহমান , এরশাদ আলী মিল্টন ,

বাশদাহ ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক মাস্টার শাহিনুর রহমান,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোরশেদ আলম, ভোমরা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, সদস্য সচিব মামুন, কুশখালী ইউনিয়ন কৃষক দলের আহŸায়ক আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক জুয়েল রানা, বাঁশদাহ ইউনিয়ন কৃষকদলের দলের সদস্য সচিব রফিকুল ইসলাম ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান যুগ্ন আহবায়ক জুয়েল রানা, হাজী ফরহাদ হোসেন, নাহিদ হাসান, নাজমুল ইসলাম, সাব্বির হোসেন, মুজাহিদ হোসেন, রিপন হোসেন, আরিফুল ইসলাম, আকতারুল ইসলাম,জাহিদ হাসান রাজ বাবু সহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ঘেরের বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিএম আলাউদ্দিন আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে ঘেরের বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছোট ছেলে রাজা সরদার (২০)।

শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহতের ভাই বাদশা জানান, প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় বাড়ি থেকে ঘের পাহারা দেওয়ার জন্য বাসায় এসেছিল। সকালে বাড়ি যেতে দেরি হওয়ার কারণে তার বড় ভাই বাদশা সরদার ঘেরে এসে দেখে তার গলায় রশি দেওয়া অবস্থায় দরজার সামনে ঘরের মধ্যে মাটিতে পড়ে আছে।

আশাশুনির থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, মানিক খালির ব্রিজের নিচে ঘেরের বাসা থেকে একটি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্তের পরে এর মৃত্যুর কারণ জানা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাড়িতে হামলা ও ভাংচুর: সাতক্ষীরা সদর থানার সাবেক ওসি মহিদুল, এস আই তারিকুল সহ ২৫ জনের বিরুদ্ধে পৃথক মামলা

নিজস্ব প্রতিনিধি :
চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে সাতক্ষীরা সদর থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম, এস আই তারিকুল ইসলামসহ ২৫ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি আদালত আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

গতকাল সাতক্ষীরা আমলী ১ নং আদালতে ভুক্তভোগী বালিয়াডাঙ্গা গ্রামের ওয়াছের আলীর পুত্র কুদ্দুস বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় সদর থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম, এস আই তারিকুল ইসলাম সহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন, বালিয়াঙ্গা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী রাবিয়া খাতুন, হাফিজুল ইসলামের পুত্র হাবিবুর রহমান, মৃত ছামসুদ্দীনের পুত্র জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীরের পুত্র জাহিদ হোসেন, কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন, আফসার আলীর পুত্র ইয়াছিন আলী, মৃত সিরাজুল ইসলামের কন্যা লাভলী, মনিরুল ইসলামের পুত্র শাহিন হোসেন ও শামীম হোসেন। মামলার বিবরনে জানা গেছে, ২০১৯ সালে তৎকালিন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম বালিয়াডাঙ্গা গ্রামের কুদ্দুসের কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি ১ লক্ষ টাকা দিলেও পর বাকী ২ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় ১৯ সালের ২৫ জুলাই মহিদুলের নেতৃত্বে এস তারিকুল ইসলামসহ অন্যান্য আসামীরা কুদ্দুসের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট এবং ভাংচুর করে। দীর্ঘ সময় ধরে তার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালায়। সে সময় উপযুক্ত পরিবেশ না থানায় ভুক্তভোগী মামলা করতে পারেনি। বর্তমানে অনুক‚ল পরিবেশ সৃষ্টি হওয়ায় তিনি ন্যায় বিচারের আশায় এ মামলা দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগী।

একই অভিযোগে আমলী ১ নং আদালতে তানিয়া খাতুন ওরফে আফরোজা খাতুন বাদী হয়ে সদর থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম, এস আই তারিকুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অন্যান্য আসামীরা হলেন, বালিয়াডাঙ্গা গ্রামের আহম্মদ সরদারের পুত্র গফফার, হাফিজুল ইসলামের স্ত্রী রাবিয়া খাতুন, হাফিজুলের পুত্র হাবিবুর রহমান, মৃত ছামসুদ্দিনের পুত্র জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীরের পুত্র জাহিদ হোসেন, মৃত সিরাজুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন, আফসার আলীর কন্যা ইয়াছিন আলী, রসুলপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুনের পুত্র মেহেদী হাসান, মনিরুল ইসলামের পুত্র শাহিন হোসেন, শামিম হোসেন এবং কুশখালী এলাকার সাবেক পুলিশ সদস্য বাবু।

মামলার বিবরনে জানা গেছে, ভুক্তভোগী তানিয়া খাতুনের স্বামী ইদ্রিস মোড়ল বিএনপি কর্মী হওয়ায় পুলিশ কর্মকর্তা মহিদুল ইসলাম ২০১৯ সালে তার স্বামীর কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তিনি ১ লক্ষ টাকা দিলেও পর বাকী ২ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় ১৯ সালের ২৫ জুলাই মহিদুলের নেতৃত্বে এস তারিকুল ইসলামসহ অন্যান্য আসামীরা বাদীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট এবং ভাংচুর করে। দীর্ঘ সময় ধরে তার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালায়। সে সময় উপযুক্ত পরিবেশ না থানায় ভুক্তভোগী মামলা করতে পারেনি। বর্তমানে অনুক‚ল পরিবেশ সৃষ্টি হওয়ায় তিনি ন্যায় বিচারের আশায় এ মামলা দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগী। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশ সুপার মতিউর রহমানকে সাতক্ষীরা জেলায় বহাল রাখার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি :
পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীকে সাতক্ষীরা জেলায় বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসব কর্মসূচির আয়োজন করে।

সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। দফা এক, দাবি এক – সাতক্ষীরার এসপি বহাল থাক,আমাদের দাবি,আমাদের দাবি- মানতে হবে,মানতে হবে,

প্রঙ্গাপন বাতিল কর-করতে হবে ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়ে উঠে মিছিলটি।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা। এরপর সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমম্বয়ক নাজমুল হাসান রনি বলেন, সাতক্ষীরাতে আগে পুলিশের যে চাঁদাবাজি চলত,,এসপি মতিউর রহমান সিদ্দিকী আসার পর থেকে অনেক কমে এসেছে।

আন্দোলনের সময় সারা দেশে যখন লাশের স্তুপ জমা হচ্ছিল, সে সময় সাতক্ষীরায় একটি লাশও পড়েনি। ছাত্রদের ওপর গুলি চালাতে নিষেধ করেছিলেন তিনি।

এছাড়া আন্দোলনের সময় আহতদের পুলিশ সুপার নিজে চিকিৎসার খরচ বহন করেছেন এবং মাইক থেকে শুরু করে বিভিন্ন পরযায়ে সহায়তা করেছেন।এমন এসপিকে সাতক্ষীরায় বহাল রাখার জন্য জোর দাবি জানান তিনি। নইলে আন্দোলন জোরদারের হুমকি দেওয়া হয়।

সকল কর্মসূচিতে নাজমুল হাসান রনি ছাড়াও
উপস্থিত ছিলেন সমন্বয়ক নাহিদ হাসান,মোহিনী তাবাসসুম,সাদ্দাম হোসেন,ইব্রাহিম খলিলুল্লাহ,রিফাত হোসেন,সুহাইল মাহদিন সাদি,নাজমুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

প্রসঙ্গত,সম্প্রতি ঢাকার অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার মনিরুল ইসলামকে সাতক্ষীরার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। আর সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এক মাস পূর্ণ হাওয়ায় শহীদের স্মরণে শহীদি মার্চ

কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এক মাস পূর্ণ হাওয়ায় সকল শহীদের স্মরণে শহীদী মার্চ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালিগঞ্জ উপজেলা শাখার ছাত্র সমন্বয়ক কমিটির আহ্বায়ক শেখ রাকিবুজ্জামান রাকিবের নেতৃত্বে উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে র‍্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার চার রাস্তা মোড়ে ফুলতলার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানটি শেষ হয়।

এসময় সমন্বয়ক বলেন, ছাত্র-জনতার রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় ১৬ বছরের স্বৈরাচার সরকার শাসনের অবসান ও পতন হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে দেশ ছাড়েন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও ছাত্র-জনতার নতুন বাংলাদেশের ১ মাস পূর্ণ হলো আজ।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান, ছাত্র আন্দোলন সমন্বয়ক কমিটির মধ্যে মারুফ হাসান, জি এম রিয়াদ আহমেদ, আলী মোস্তফা, ইমতিয়াজ আহমেদ, তাসলিমুল হাসান রাফি, আখতারুজ্জামান আকাশসহ অসংখ্য স্কুল-কলেজের ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী সহ শ্যামনগর উপজেলার ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদরের বাবুলিয়া সেবা সংসদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের বাবুলিয়া সেবা সংসদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল সকালে সাতক্ষীরা বাইপাস সড়কের শুকর আলীর ইটের ভাটা হতে বকচরার মধ্যপাড়া গামী রাস্তার দুপাশে তাল বীজ রোপণের মাধ্যমে বৃক্ষ রোপন অভিযান ২০২৪ এর শুভ উদ্বোধন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেবা সংসদের সভাপতি এস এম কাওছারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সামাজিক বনায়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, তালা, কলারোয়া উপজেলার সামাজিক বনায়ন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী, সেবা সংসদেও সেক্রেটারি অধ্যাপক রজব আলী,

সেবা সংসদের উপদেষ্টা, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৩); শিক্ষক (অব), মাওলানা ইমান আলী ; মাস্টার রমেশচন্দ্র ঘোষ ; ব্যাংকার রোটারিয়ান মাগফুর রহমান; রং তুলি এ্যাডের স্বত্বাধিকারী মোঃ মুহিবুল্লাহ ; সেবা সংসদের সদস্য মেহেদী হাসান, ইমরান হোসাইন, আশিক মাহমুদ, মোহাম্মদ বান্না সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাল বীজ রোপণ ছাড়াও বিভিন্ন জাতীয় ফলদ ও বনজ বৃক্ষ বিনামূল্য বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

আম,কাঠাল, জাম, জামরুল,লিচু,লেবু, অসফল, বেদনা, ডেওয়া,আতা,নোনা ইত্যাদি ফলগাছ বিতরণ করা হয়। এছাড়াও মেহগনি, জারুল সহ বিভিন্ন ধরনের কাষ্ঠল বৃক্ষ বিনামূল্য বিতরণ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য,২০২৩ সালে সেবা সংসদ ৬০০০ তালের বীজ এবং ৪০০০ সাধারণ বৃক্ষ সহ মোট ১০ হাজার বৃক্ষ রোপনের কর্মসূচি পালন করে। ২০১৬ সাল থেকে সংগঠনটি স্থানীয় ভাবে নীজদের উদ্যাগে বিভিন্ন সেবা মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা স্থলবন্দর দিয়ে সকল পণ্য আমদানির অনুমোদনে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সকল পণ্য আমদানির অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ভোমরা কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে আনন্দ মিছিলটি বের হয়ে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন, ভোমরা সিএ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন আহবায়ক হাবিবুর রহমান হবি, সদস্য অহিদুল ইসলাম, রাইসুল হক টুটু, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের লুৎফর রহমান মন্টু, কর্মচারি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ, আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সদস্য আসাদুল ইসলাম প্রমুখ। পরে নেতৃবৃন্দ ভারতের ঘোজাডাঙ্গা সিএ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় বক্তারা ভোমরা স্থলবন্দর দিয়ে গুঁড়া দুধ ব্যতীত অন্যান্য সকল পণ্য আমদানির গেজেট প্রকাশ করায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নৌ পরিবহন উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest