বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা কমিটি বাতিলের দাবি: ৯ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দলন সাতক্ষীরা জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরায় বৈষ্যম বিরোধী আন্দলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা। শনিবার দুপুরে সাতক্ষীরা খুলনা রোড মোড় আসিফ চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় নতুন কমিটি থেকে ৯ জন শিক্ষার্থী পদত্যাগ করে।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের অন্যতম সমন্বয়ক ইমরান হোসেন এক লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে সাতক্ষীরা জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের যে কমিটি দেওয়া হয়েছে সেটি একটি ভিত্তিহীন বিল্ডিং মাত্র। স্বজন প্রীতির মাধ্যমে প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে পকেট কমিটি করা হয়েছে।

যারা সামনের সারিতে থেকে এই আন্দলনকে নেতৃত্ব দিয়েছিল তাদের অধিকাংশকে বাদ দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে তাই আমরা এই পকেট কমিটিকে প্রত্যাক্ষান করছি। এসময় তিনি আরও বলেন, এই সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে নতুন এই কমিটি থেকে ৯জন পদত্যাগ করছে। পরবর্তীতে আরও অন্যরা করবে।

এসময় উপস্থিত ছিলেন, সমন্বয়ক এএইচ রিফাত, বখতিয়ার হোসেন, রিজভী হোসেন, সায়েম আহমেদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে অংশগ্রহনকারি শিক্ষার্থীরা।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে দেবহাটার কুলপুকুর মোড় এলাকা হতে তাকে আটক করা হয়।

আটক আসাদুল গাজী (৩২) দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, কুলপুকুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায়। অপরজন আসাদুলকে আটক করে পুলিশ। পরে তার পরিহিত জ্যাকেট থেকে ২টি ও প্যান্টের পকেট থেকে ১টি বিদেশি পিস্তল,৬ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সাহসী সাংবাদিকতার পথিকৃৎ আনিসুর রহিমের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার সাহসী সাংবাদিকতার পথিকৃৎ মোঃ আনিসুর রহিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানী, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ১০টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপাধ্যক্ষ ছন্দা রাহা।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মরহুমের স্ত্রী ড. দিলারা বেগম, ভ্রাতা সাবেক যুগ্ম সচিব আহমেদুর রহিম, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, অধ্যাপক পবিত্র মোহন দাস, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপি, শরিফুল্লাহ কায়সার সুমন, রাজনীতিবীদ শেখ হারুণ অর রশিদ, আবুল হোসেন, অধ্যাপক ইদ্রিস আলী, অ্যাড. খগেন্দ্র নাথ ঘোষ, রবিউল ইসলাম রবি, আলী নুর খান বাবলু, অধ্যক্ষ মোবাচ্ছেরুল হক জ্যোতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ মুসফিকুর রহমান মিল্টন, সুরেশ পান্ডে, আমিনা বিলকিস ময়না, মানবাধিকার কর্মী অ্যাড. মনির উদ্দীন, শিক্ষক আশরাফুল ইসলাম সানা প্রমুখ।
শিশুদের পক্ষ থেকে কোরআন তেলওয়াত, গীতা পাঠ এরং বক্তব্য রাখেন ফারহানুল ইসলাম লাবিব, তাজনিম জাহান জুই ও অংকিত মিত্র।

বক্তারা বলেন, আনিসুর রহিম শুধুমাত্র একজন সাহসী সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, মানুষ গড়ার কারিগর। মানুষের পাশে থাকার জন্য সরকারি কলেজের চাকুরী ছেড়ে বেসরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিয়েছিলেন। শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিলেন। মুক্তিযুদ্ধে দুঃসাহসিক ভূমিকা পালন করেও তিনি মুক্তিযোদ্ধার সনদ নেননি। পারিবারিক বিত্ত বৈভবের মধ্যে আয়েশে জীবন কাটানোর সুযোগ ফেলে আজীবন চলেছেন গরীব দুখী মেহনতী মানুষের সাথে। তিনি ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পারুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি কর্মী সমাবেশ

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় ইউনিয়ন জামায়াত অফিস কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগামী ২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত আমীর নির্বাচিত হন সোহরাব হোসেন এবং মাওলানা রফিকুল ইসলামকে সেক্রেটারী নির্বাচিত করে ১৬ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।

ইউনিয়ন আমীর সোহরাব হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হোসেন, টিম সদস্য মাওলানা আবু ইউসুফসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

নবনির্বাচিত কমিটি হলেন, আমীর সোহরাব হোসেন, সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবু মুবিন, আলহাজ্ব ফজলুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা আল আমিন, রওশন আলী, হাফেজ নাসিরউদ্দীন, বায়তুলমাল সেক্রেটারী আরশাদ আলী, টিম সদস্য রফিক আহমেদ, মোসলেম আলী, নজরুল ইসলাম, খায়রুল বাশার, আনছার আলী,আজিজুল ইসলাম, জাহাঙ্গীর সরদার , ফারুক হোসেন।

এসময় ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত আমীর সোহরাব হোসেন ২০২৫-২৬ সেশনের জন্য ৯টি ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় রক্তদান কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন। সঞ্চালনায় ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রাব্বি ও শিহাবুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মুত্তাসিম বিল্লাহ ও প্রফেসর মোস্তাবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন সদ্য সাবেক জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাংগঠনিক সম্পাদক এস কে এম রায়হান, যুগ্ম সম্পাদক মির্জা অর্ঘ বিন জুয়েল, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারহান মাসুক, ছাত্রনেতা আনারুল ইসলাম সান, ইয়াসিন সর্দার, ইভান, নয়ন, সজিবসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকরা এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। ছাত্রদলের এ আয়োজনটি মানবসেবায় অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাটিয়ায় বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার আমতলা মোড় সংলগ্ন এলাকায় বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার সকাল ১০ টায় কাটিয়া স্কুল ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের।

বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজর অধ্যক্ষ নূরজাহান খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি.এম.নূর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মাকসুদ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক নওশাদ আলম লিপন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সাতক্ষীরার শত বিদ্যালয়ের মধ্যে মাইলস্টোন স্কুল ও কলেজ ব্যতিক্রমী অবস্থানে থাকবে ।নৈতিক ও ধর্মীয় মুল্যবোধসম্পন্ন মানুষ গড়তে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।সাতক্ষীরায় শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি মাইলস্টোন হয়ে থাকবে।
পরে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত, নূরজাহান খাতুন কর্তৃক পরিচালিত বুনিয়াদ কোচিং সাতক্ষীরার একটি নির্ভরযোগ্য কোচিং সেন্টার। তার ৪২ বছরের অভিজ্ঞতার আলোকে ইনকোর্স ও সেমিস্টার পদ্ধতিতে মাইলস্টোন স্কুল ও কলেজটি পরিচালিত হবে। আপাতত প্লেগ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেণি পরযন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। পরবর্তীতে দ্বাদশ শ্রেণি পরযন্ত শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁকালে ছাত্রছাত্রীদের মধ্যে তিতাস বহুমুখি সমিতির খাতা কলম বিতরণ

তিতাস বহুমুখি সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে ২শ ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে খাতা কলম বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় বাকালস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে খাতা কলম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার।

তিতাস বহুমুখি সমবায় সমিতির সভানেত্রী রেহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো: করিমুল হক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সমিতির ক্যাশিয়ার শংকর হাজরা,সহ-সভানেত্রী রওশন আরা বেগম, কার্যকরি সদস্য মলুদা বেগম ও রোকেয়া খাতুন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সমিতির ম্যানেজার মো: আরাফাত হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিনিধি :
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় জেলা ছাত্রদলের আয়োজনে পোস্ট মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালি শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক ১নং সহ-সভাপতি রাকিবুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রনি, সাবেক যুগ্ম সম্পাদক পলাশ সরকার, সাবেক সদস্য আমিনুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বক্তারা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest