সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সোমবার রাতে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোয়ার এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির বিজয়ী শফি-মুকুল পরিষদ আয়োজিত চায়না বাংলা চাইনিজ হলরুমে এক প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন (পিপিএম সেবা)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএফএ সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান (আশু), ইঞ্জিনিয়ার কবির উদ্দীনসহ নব-নির্বাচিত আম্পায়ার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.ম. আকতারুজ্জামান (মুকুল), যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী (বাবু), কোষাধ্যক্ষ তাজুল ইসলাম রিপন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মিল্টন, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য জয়নুল আবেদীন জোসি, ডিএফএ সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পী, নির্বাচিত কমিশনের দায়িত্বপালনকারী মাহমুদ হাসান মুক্তি, রুহুল আমিন, সহ ডিএফএ, ডিএসএ রেফারী এ্যাসোসিয়েশনসহ সংগঠনের আম্পায়ারগন।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন- আগামিতে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যে আন্তর্জাতিক ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সারা বছর স্টেডিয়াম সচল থাকবে।
প্রধান অতিথি নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং মিলেমিশে কাজ করার তাগিদ দিয়ে বলেন- একজন টিম লিডার দেশকে বিশ্বের বুকে তুলে ধরতে পারে। এখন সকল মতভেদ ভুলে একসাথে কাজ করে যেতে হবে। তিনি বলেন- সাতক্ষীরার মাটি ক্রীড়া উন্নয়নের ঘাটি। সবশেষে সকলে একত্রে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অসুস্থ শেখ মারুফ হাসান মিঠুকে দেখতে গিয়েছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সহ-সভাপতি শেখ মঞ্জুরুল ইসলাম, দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সহ-সভাপতি মোঃ শরিফুল আজম, শহর সভাপতি শেখ জাহাঙ্গীর কবির, কালিগঞ্জের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল, রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৩৮ বিজিবি’র অভিযানে ৩ কেজি ৬শ’ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ এক আসামী আটক।

মঙ্গলবার দুপুরে বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের নায়েক সুরজিত চন্দ্র নাথ এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল মাহমুদপুর গ্রামের পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি ৬শ’ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. হাফিজুর ইসলাম (৪৫)-কে আটক করে এবং সাখে থাকা অপর ৪ জন আসামী পালিয়ে যায়।

পলাতক আসামীরা হল একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. শাহাজুল ইসলাম, মৃত আশরাফ গাইনের ছেলে মো. মনিরুল ইসলাম (ফক্কা মনির), মৃত শাহাজান আলী দালালের ছেলে মো. মনছুর আলী ও মৃত ইয়াছিন আলীর ছেলে মো. মাহমুদুল হাসান গাইন। এঘটনায় ধৃত আসামী ও উদ্ধারকৃত রুপার গহনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করে। এসময় ৩৮বিজিবি জানায় আটক ও পলাতক আসামীরা দীর্ঘদিন যাবৎ চোরাই পথে ভারত থেকে রুপার গহনা এনে খুলনা, সাতক্ষীরা এবং কলারোয়া এলাকার বিভিন্ন জুয়েলার্সের দোকানে অবৈধভাবে বিক্রি করে আসছে বলে জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর ব্যুরো : মহাষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা শুরু হয়েছে। উৎসবকে সামনে রেখে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ উপজেলা শ্যামনগরের ১২ টি ইউনিয়নে ৬২টি পূজামন্ডপে দুর্গাপুজা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা সহ বিশেষ বিশেষ সংবাদ সংগ্রহের জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, সকল পূজা মন্ডপে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পূজা মন্ডপ গুলোতে পুলিশ, আনছার, গ্রাম পুলিশ মতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাব-৬ এর সদস্যরা সার্বক্ষনিক টহল জোরদার রেখেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কন্ট্রেলরুম খোলা হয়েছে। জরুরী সংবাদের জন্য ০১৭৮৫-৭৫৯০৯৫ ও ০১৭২৮-৯০২৩৯২ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নন আলী জানান, পূজা মন্ডপ গুলিতে আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশ মতায়েন করা হয়েছে।

পুলিশ সদস্যদের তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্দেশ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হবে। উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল জানান, এ বছরে ৬২ টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নকিপুর হরিতলা, হরিনগর বাজার, মধ্য কুলতলী, আড়পাঙ্গাশিয়া পি এন স্কুল, আড়পাঙ্গাশিয়া কৃষ্ণ মন্দির, বড় কুপট বৈদ্য বাড়ী ও নওয়াবেঁকী বাজার সংলগ্ন কুপট মন্দিরের পূজা মন্ডপ সবচেয়ে আকর্ষণীয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ভোমরা বন্দরে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকদের অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আটজনের জামিন মঞ্জুর করেছে আদালত। একইসাথে বাদি জাকির হোসেন এক এফিডেফিডে আসামিদের নির্দোষ সাজিয়ে মঙ্গলবার আদালতের কাঠ গড়ায় আট আসামীর পক্ষে জামিনে সহায়তা করায় আদালতে নির্দেশে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাকে কোর্ট হাজতে আটকে রাখেন। সাতক্ষীরা আমলি আদালত-১ এর বিচারক হাবিবুল্লাহ মাহমুদ আসামিদের জামিন ও বাদিকে আটকে রাখার এই নির্দেশ দেন ।
এদিকে, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় ভোমরা গ্রামের মিয়ারাজ হোসেনের ছেলে বাদি জাকির হোসেন মোটা অংকের টাকা নিয়ে এফিডেফিড দিয়ে আসামিদের জামিনে সহযোগিতা করেছেন বলে অভিযোগ স্থানীয় আ ’লীগ নেতাদের।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. ফাহিমুল হক কিসলু জানান, সদর থানার জিআর- ৭৪৭/১৭ নং মামলার ১১ আসামীর মধ্যে মুনসুর আলী, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, খোকা, মন্টু হোসেন, সোহরাব হোসেন, সুমন ও এরশাদকে মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা আমলি আদালত প্রথম আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানায়। এ সময় বাদি জাকির হোসেন এক এফিডেফিডের মাধ্যমে আসামিদের নির্দোষ বলে তাদের জামিন দিলে তার কোন আপত্তি নেই বলে কাঠগড়ায় থেকে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। এ ধরনের স্পর্শকতার মামলায় আসামীদের জামিনে বাদী প্রভাবিত হয়েছে মনে করে তাকে কোর্ট হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক হাবিবুল্লাহ মাহমুদ। এরপর বিকেল ৫টার দিকে তাকে খাস কামরায় ডেকে বিস্তারিত জেনে তাকে সতর্ক করে মুক্তির আদেশ দেন।
নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সম্পাদক পলাশ হোসেনসহ কয়েকজন জানান, আসামিদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে জাকির এই মামলার আসামিদের জামিনে সহযোগিতা করেছেন। যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুর করেছে তাদের জামিনে সহায়তা করা গুরুতর অপরাধ। বিষয়টি নিয়ে তারা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান।
এ ব্যাপারে কথা বলার জন্য সন্ধ্যা সাড়ে ৬ টায় জাকির হোসেনের ০১৭৪৪-৬৪৭০৭২ নং মোবাইল ফোনে কয়েক বার রিং দিলেও তিনি তার ফোনটি রিসিভি করেননি। পরে তিনি ফোনটি বন্ধ করে দেন।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক আশরাফুল বারী এ মামলার বাদী জাকির হোসেনকে কোর্ট হাজতে পাঁচ ঘণ্টা আটক রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে গত ২২ সেপ্টেম্বর ভোমরা স্থলবন্দর মটর সাইকেল চালক সমিতির অফিসহ বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাঈল গাজীসহ ১১ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মটর সাইকেল চালক সমিতির সভাপতি জাকির হোসেন বাদি হয়ে শুক্রবার রাতে এ মামলাটি দায়ের করেন। মামলা নং-৬০, তারিখ-২২.০৯.১৭।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শেখ তহিদুর ডাবলু : বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলের মাঠের কথিত আনন্দ মেলা ও লটারি অনুষ্ঠিত হচ্ছে না বলে জানা গেছে। বিষয়টি ডেইলি সাতক্ষীরাকে নিশ্চিত করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। ডেইলি সাতক্ষীরাকে তিনি জানিয়েছেন, “ওখানে কোন মেলার অনুমোদনই দেয়া হয়নি। ধরে নিন ওটা বন্ধ হয়ে গেছে।”
উল্লেখ্য, ডি বি ইউনাইটেড হাইস্কুলে মাঠে মাসব্যাপী আনন্দ মেলায় সার্কাস, যাত্রা ও দৈনিক র‌্যাফেল ড্রসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থার কথা সম্বলিত ব্যানারসহ একাধিক গেইট প্রস্তুত করা হয়েছে। সেখানে এই মেলা ২৫ সেপ্টেম্বর ২০১৭ থেকে আগামী ২৫ অক্টোবর ২০১৭ পর্যন্ত চলবে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে একের পর মেলার আড়ালে জুয়া, অশ্লীল নৃত্য ও গরিবের রক্তচোষা র‌্যাফেল ড্র নামক লটারির কারণে জেলার সর্বসাধারণের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়েছে। দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশের ৩২ জেলায় বন্যা, হাঙর অঞ্চলে ফসলহানি ও সাম্প্রতিক রোহিঙ্গা পরিস্থিতি মিলিয়ে জনজীবনে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় চাল কিনতে উপার্জন শেষ হওয়া দরিদ্র মানুষের সামান্য রোজগারের টাকাও চলে যেতে বসেছে এসব লটারি, জুয়া ও অশ্লীলতায়।
এদিকে, ডি বি হাইস্কুলের সভাপতি ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং ডিবি হাইস্কুলের প্রধান শিক্ষক ও ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মুকুল সরকারি পরিপত্র লঙ্ঘন করে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলাকালীন এ ধরনের মেলার জন্য বিদ্যালয়ের মাঠ বরাদ্দ দেয়ায় ধুলিহর ও ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতিগণ সাতক্ষীরার জেলা প্রশাসক বরাবর শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষাবর্ষের শেষ মূহুর্তে তাদের লেখাপড়ার বিঘœ সৃষ্টি করতে পারে এমন কার্যক্রমের অনুমতি না দেয়ার আবেদন জানান। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ আবেদনের পক্ষে লিখিত সুপারিশ রয়েছে সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আ ’লীগ এর সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আ ’লীগ এর সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সদর উপজেলা আ ’লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদসহ বিভিন্ন ব্যক্তির।
পাঠকদের জন্য জেলা প্রশাসক বরাবর করা আবেদন পত্রটির ভাষ্য অক্ষুণœ রেখে নি¤েœ প্রকাশ করা হলো-
“আমরা নি¤œ স্বাক্ষরকারীগণ সাতক্ষীরা সদর ০৯ নং ব্রম্মরাজপুর ও ০৮ নং ধুলিহর ইউনিয়ন এ অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়/ আলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক হইতেছি। উক্ত ২টি ইউনিনে ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি আলিয়া মাদ্রাসা আছে। তাছাড়া অসংখ্য সরকারি প্রাধমিক বিদ্যালয় আছে। আগামী নভেম্বর মাসে এ সমস্ত স্কুল, মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের জেএসসি/জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া ১৮ সনের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা আগামী মাসে অনুষ্ঠিত হবে এবং এবং প্রাধমিক বিদ্যালয় সমূহের সমাপনী পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এ অবস্থায় ডি.বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সার্কাস অনুষ্ঠিত হলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের লেখাপড়ায় মনোনিবেশ করানো কষ্টকর হয়ে যাবে এবং অধিকাংশ ছাত্র/ছাত্রী ক্ষতিগ্রস্ত হবে। উহাতে এ সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে আগামীতে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষায় পাশের হার কমে যাবে।
এমতাবস্তায়, সংশ্লিষ্ঠ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার মান সমুন্নত রাখতে সাতক্ষীরা সদর উপজেলাধীন ০৯ নং ব্রম্মরাজপুর ইউনিয়নের ডি.বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সার্কাস অনুষ্ঠানের অনুমতি না দিতে আপনার মর্জি হয়।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : শারদীয় দুর্গা পূজা, মহরম ও গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ২৭ শে সেপ্টেম্বর বুধবার থেকে টানা ৬ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। আগামী ৩ অক্টোবর থেকে যথারীতি আবারও আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে। তবে, এসময় ভোমরা স্থল বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষের স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয়েছে, শারদীয় দূর্গা পূজা, মহরম ও গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ২৭শে সেপ্টেম্বর বুধবার থেকে ২ অক্টোবর পর্যন্ত ঘোজাডাঙ্গা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, সে দেশের সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো এ্যাসোসিয়েশনের সদস্যরা আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ রাখলে বাধ্য হয়ে আমাদেরও বন্ধ রাখা ছাড়া কোন উপায় থাকেনা। তিনি আরো জানান, আগামী ৩ অক্টোবর থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়–য়া জানান, শুল্ক ষ্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন শারদীয় দূর্গা পূজা, মহরম ও গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে টানা ছয় দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, এই সময়ে ভোমরা বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি আরো জানান ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পৃথক দুটি পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। এদের মধ্যে ছয়জন পুরুষ, আটজন নারী ও তিনজন শিশু রয়েছে। মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও কেড়াগাছি সীমান্তে পৃথক দুটি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়। ফেরত আসা এ সব বাংলাদেশিদের বাড়ি সবারই গোপালগঞ্জ, খুলনা ও নীলফামারি জেলার বিভিন্ন গ্রামে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র কাকডাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, কাজের সন্ধানে চোরাই পথে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও কেড়াগাছি সীমান্তের বিপরীতে ভারতের ৭৬ ব্যাটালিয়নের হাকিমপুর ও তারালী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের আটক করে। এরপর মঙ্গলবার দুপুরে ভাদিয়ালি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ জন এবং পার্শ্ববর্তী কেড়াগছি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ জন বাংলাদেশিকে ফেরত দেয় বিএসএফ। তিনি আরো জানান, ফেরত আসা এসব বাংলাদেশীদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বিনাপাসপোর্টে ভারতে যাওয়ার অপরাধে পাসপোর্ট আইনে মামলা দিয়েছে বিজিবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest