সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

নলতা প্রতিনিধি : ২০১৭ সালে বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। সততা ও কর্মনিষ্ঠার সাথে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য তিনি এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বলে জানা গেছে। তিনি সরকারের সকল কার্যক্রম ও সেবাকে মানুষের দোঁড় গোড়ায় পৌঁছানোর সর্বাত্বক চেষ্টা অব্যাহত রেখেছেন। ইতোমধ্যেই তিনি সাতক্ষীরার সর্বস্তরের মানুষের কাছে সৎ, কর্তব্যপরায়ণ ও বন্ধুসুলভ ব্যক্তিত্ব হিসেবে খ্যাতি অর্জন করেছেন। আর তার এ বহুমুখী গুণের জন্য তিনি এ বছর খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনিত হন।
এদিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসান ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাস রুমসহ যুগোপযোগী নানামূখী কর্মতৎপরতার জন্য খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনিত হওয়ায় উভয় গুণি ব্যক্তিকে সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে বিবৃতি দাতারা হলেন- সভাপতি ও সখিপুরের খানবাহাদুর আহছানউল্লা কলেজের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান মহসিন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সম্পাদক শিক্ষক শেখ আলমগীর কবীর, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কর্মকর্তা মো. তরিকুল ইসলাম লাভলু, শরিফুজ্জামান, আল-মামুন, মো. হাফিজুর রহমান, কে এম রেজাউল করিম প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌর তাঁতীলীগের পক্ষ থেকে জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। পবিত্র হজ্বব্রত শেষে দেশে ফিরে আসায় সোমবার সন্ধ্যায় তার বাসভবনে উপস্থিত হয়ে পৌর তাঁতীলীগের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব মীর আজাহার আলী শাহীন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক তুহিন খান, জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোমতাজুন নাহার ঝর্না, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমত আরা, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটু, এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর তাঁতীলীগের যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন সুজন, সদস্য যথাক্রমে সাংবাদিক মাসুদ আলী, আছাদ হোসেন (রতœা), মোঃ ইদ্রিস আলী, মোঃ হেলাল উদ্দীন, মোঃ আহম্মাদ আলী, মোছাঃ চম্পা খাতুন, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দেশ নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ বছরে পর্দাপণ উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে আগামী ২৮ সেপ্টেম্বর বাদ আছর জেলা ছাত্রলীগের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা তাঁতীলীগের পক্ষ থেকে সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : স্বামী প্রবীণ আ’লীগ নেতা এস এম রুহুল আমিনের দাফন সংক্রান্ত বিষয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতি তিনি বলেন, আমার স্বামী মরহুম এস এম রুহুল আমিন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি। এছাড়াও তিনি সাতক্ষীরার বহু ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ সমাজ সেবামূলক কাজে এলাকায় ব্যাপক সমাদৃত। তিনি গত কয়েক মাস যাবৎ হার্টের সমস্যার কারনে রাজধানী ঢাকায় এ্যাপোলো হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামস মনোয়ার এর তত্ত্বাবধায়নে চিকিৎসারত ছিলেন। ঈদুল ফিতর ও ঈদুল আযহায় স্বামীর খেদমত করার জন্য মহান জাতীয় সংসদ সদস্যদের জন্য নির্ধারিত ন্যাম ভাবনে ৭০৩ নং ফ্ল্যাটে উদযাপন করতে বাধ্য হই। কিন্তু ৬ সেপ্টেম্বর’ ২০১৭ তারিখ সকাল সাড়ে ১০ টায় ন্যাম ভবনের ৭০৩ নং ফ্ল্যটে আমার হাতের উপর শয্যাসায়ী অবস্থায় পৃথিবীর মায়া করে চির বিদায় নেন। আমি তখন কি করব কিছু বুঝতে পারছিলাম না। উল্লেখ্য আমার জেষ্ঠ্য পুত্র মেহরাজ সরোয়ার কানাডা প্রবাসী, জেষ্ঠ্য কন্যা রাহিমা নাহার আমেরিকা প্রবাসী। তারা আমার স্বামীর মৃত্যুর কিছুদিন পূর্বে আমাদের সাথে ১০/১২ দিন কাটিয়ে তাদের কর্মস্থলে ফিরে যায়। আমার জানামতে, ইসলামী বিধান অনুযায়ী কারও লাশ যতদ্রুত সম্ভব দাফন করাই উত্তম। আমাদের ধর্মীয় বিধিবিধান পালন করা অত্যাবশ্যক। তাছাড়া আমার স্বামীর লাশ ঢাকা থেকে সুদূর আশাশুনির কাঁদাকাটি ইউনিয়নের কাটাখালি গ্রামে নিয়ে দাফন করা অনেক কষ্ট সাধ্য ও সময়ের ব্যাপার। তাই পারিবারিক সিদ্ধান্ত ও ধর্মীয় বিধান মেনে আমার স্বামীকে কেন সাতক্ষীরায় দাফন করা হলো না তা নিয়ে আপনাদের মনে প্রশ্ন উদয় হওয়ায় স্বাভাবিক। আমি একজন সদ্য স্বামী হারা স্ত্রী হিসেবে কিংকর্তব্যবিমূঢ় হয়ে আমার সন্তানদের সিদ্ধান্তে ও ইসলামী বিধান মেনে আমার ইচ্ছা থাকা সত্বেও তাড়াতাড়ি দাফন করতে বাধ্য হই। তিনি আশা করেন বিষয়টি বুঝার পর আর কারো কোন ক্ষোভ থাকবে না। এছাড়া তার স্বামীর মৃত্যুতে যারা ভালোবাসা ও সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞতা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন কমপ্লেক্স ভবন নির্মাণের অনুমতি, দোয়া ও ঘোষণা করেছেন নলতা রওজা শরীফের খাদেম মৌলভী মো. আনছার আলী। সোমবার সকালে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ নলতা পাক রওজা শরীফে যান। এসময় রওজা শরীফের খাদেম মৌলভী মো. আনছার আলী অনুমতি দেন। সফল ও সুন্দরভাবে ভবন নির্মাণের জন্য দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সিরাজুল হক, সহ-সম্পাদক মো. মজিব হোসেন নান্নু, কার্যকরী সদস্য কাজী আমিরুল হক আহাদ, মিশন আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, নলতা কেন্দ্রীয় মিশনের মো. আব্দুল হামিদ, মো. এনামুল হক, ড. নজরুল ইসলাম ও মো. আমজাদ হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে লাইব্রেরির হলরুমে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচ্য সুচির মধ্যে ছিল বিগত দুই বছরের হিসাব-নিকাশ, সাধারণ সভা আহবান প্রসঙ্গে, লাইব্রেরিতে ই-কর্নার নির্মাণ, জীবন ও সাধারণ সদস্য আবেদনসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি পরিচালনা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম-সম্পাদক সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, মোস্তাফিজুর রহমান উজ্জল, তৃপ্তি মোহন মল্লিক, মো. আমিনুল হক, শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া আফরিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ওসি তদন্ত আব্দুল হাশেম প্রমুখ। এ ছাড়া সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, সদর উপজেলার মাসিক রাজস্ব সভা, সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও সদর উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নকিবুল হাসান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, বল্লী ইউপি চেয়াম্যান মো. বজলুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, ঘোনা ইউপি সদস্য গণেশ মন্ডল, লাবসা ইউপি সচিব মো. আব্দুর রাজ্জাকসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নকশা অনুযায়ী রাস্তার দাবিতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা আইনজীবী ভবনের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম। সভায় বক্তব্য রাখেন, এড. আবুল হোসেন-২, মোঃ শহিদুল্লা-২, সরদার আমজাদ হোসেন, ইউনুস আলী, আসাদুজ্জামান দিলু, শহিদুল ইসলাম পিন্টু, তোজাম্মেল হোসেন তোজাম, এস এম আব্দুর বারী, আজহারুল ইসলাম, নিজাম উদ্দীন, ফাহিমুল হক কিসলু, সুলতানা পারভীন শিখা, আব্দুল মালেক, পরিমল সরদার, অসিত বরুন মন্ডল, নাজমুন নাহার ঝুমুর, মিজানুর রহমান, জিয়াউর রহমান, একেএম তৌহিদুর রহমান শাহীন, আব্দুস সোবহান মুকুল,একিএম কুদরত ই মজিদ, সাইদুজ্জামান জিকো, শরিফুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ-২, মোস্তফা জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি এড. ওসমান গণি। সভায় বক্তারা বলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আদালতের যাতায়াতের জন্য ভবন নির্মাণের নকশায় একটি রাস্তা উল্লেখ ছিলো। কিন্তু সে রাস্তা ব্যতিরেখে উক্ত আদালত নির্মাণ করা হয়েছে। যদি ওই রাস্তা তৈরি করে দেওয়া না হয় তাহলে আইনজীবীসহ সাধারণ মানুষ হয়রানির শিকার হবে। তাদের কে অনেক রাস্তা ঘুরে যেতে হবে। সকলেই ভোগান্তিতে পড়বে। ওই রাস্তা বাদ দিয়ে ম্যাজিস্ট্রেট আদালত উদ্বোধন করা হলে সেখানো কোন আইনজীবী উপস্থিত হবেন না। অবিলম্বে বক্তারা ওই নকশা অনুযায়ী রাস্তা দেওয়ার জোর দাবি জানান। যদি রাস্তা দেওয়া না হলে তাহলে প্রয়োজনে আইনজীবী সমিতি আদালত বর্জন, মানববন্ধন, সাংবাদিক সম্মেলনসহ বিভিন্ন কর্মসুচির ঘোষণা দিয়েছেন। এছাড়া এবিষয়ে আগামী ৩ অক্টোবর সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার ৫নং বড়দল ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বামনডাঙ্গা, চাম্পাখালী, ডুমুরপোতা, গোয়ালডাঙ্গা, ফকরাবাদ (পশ্চিম), ফকরাবাদ (পশ্চিম-নতুন), ফকরাবাদ (পূর্ব), বুড়িয়া, মাদিয়া, হেতাইলবুনিয়া, হেতাইলবুনিয়া পূর্ব পাড়া, বাইনতলা (দক্ষিন), বাইনতলা (স্কুলবাড়ী), বাইনতলা (মধ্যম পাড়া), বড়দল বাজার, বড়দল (মধ্যম), বড়দল (দক্ষিন), বড়দল শিববাড়ী, পাঁচপোতা, পাঁচপোতা (দক্ষিন) স্বার্বজনীন দুর্গাপূজা মন্দিরে মোট ২০ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সোমবার দেবীর বোধনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ ২৬ সেপ্টেম্বর মহাষন্ঠীতে শারদীয় দুর্গাদেবী ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তার মাধ্যমে মূল পূজা শুরু হবে। এরপর ২৭ সেপ্টেম্বর মহাসপ্তমী, ২৮ সেপ্টেম্বর মহাষ্ঠমী, ২৯ সেপ্টেম্বর মহানবমী ৩০ সেপ্টেম্বর বিজয় দশমী ও যাত্রামঙ্গল অনুষ্ঠিত হবে। দিন ভারি থাকায় ১ম সেপ্টেম্বর প্রতিমা বিষার্জনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হবে। সরকারী ভাবে প্রত্যেক পূজা মন্ডপের জন্য আধা টন চাউল কমিটি সভাপতি/সেক্রেটারীর হাতে তুলে দেওয়া হয়েছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলা প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest